এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | 203.187.134.12 | ০৭ মে ২০০৮ ১১:২৭672814
  • বেশ তো। তাহলে তো সাজেশন দরকার। তো বলা হোক কি ধরণের বিভাগ থাকা উচিত!

    "গুরুচন্ডা৯' নামের সঙ্গে সাযুজ্য রেখে এমন বিভাগ মনে হয় বেমালুম ফিট করে। (এটা আমার মত)
  • kallol | 220.226.209.5 | ০৭ মে ২০০৮ ১১:৫৬672815
  • জানিনা - "ছ্যাবলামীতে পাড়ার রককেও হার মানাবে"টা আক্ষরিক অর্থে কি না।
    তাহলে তো ""কিসের বই যেন কোথায় পাওয়া যায়"" বা ""কারা যেন কোথায় বেড়াতে যাবে তার জন্য কাদের যেন চাই"" গোছের টইও স্বাগতম। গুরু সেন্সর করে না। কিন্তু কোলে তুলে নেওয়া আর তোমার রাস্তা তোমার গোছের মনোভাব কি একই হতে পারে!
    ফিসফাস - আমায় মজা দেয় নি। অন্য কাউকে দিয়েছে। তো মিটে গেলো। যার ভালো লাগে সে পড়বে-লিখবে, যার ভালো লাগে না সে পড়বে না।

    "ছ্যাবলামীতে পাড়ার রককেও হার মানাবে"টা আক্ষরিক অর্থে হলে অন্যরকম। সম্পাদকেরা কি বলেন ?

    লি: টমটম - লি: পুরপুরি।
  • Tim | 204.111.134.55 | ০৭ মে ২০০৮ ১২:০৩672816
  • হ্যাঁ, অভিযোগ ছ্যাবলামি নিয়ে নয়, বরম কোয়ালিটি ""ছ্যাবলামি"" না হওয়া নিয়েই।
    কোয়ালিটি ""ছ্যাবলামি"" কি, জানার/জানানোর জন্য গুরুচন্ডালীর পুরোনো লেখা পড়ুন ও পড়ান।
  • Div0 | 203.187.134.12 | ০৭ মে ২০০৮ ১৪:২৫672817
  • টিম, ছ্যাবলামি'র ক্লাসিফিকেশনটা - মেরী'র দিব্যি - জানতুম না!

    কল্লোলদা, ওই টইগুলোর সাথে ফিসফাস'এর ঠিক তুলনা চলে না বোধহয়। কি জানি হয়ত আমারই বুঝতে ভুল। BTW, "ফিসফাস' আমাকেও "মজা' দেয় নি, তবে, এমন লেখা প্রকাশ করা চলবে না, এমনটাও ইমপ্লাই করে নি। ঐ যে বললেন না, ""যার ভালো লাগে সে পড়বে-লিখবে'' ওটাই শেষ কথা।
  • kallol | 220.226.209.5 | ০৭ মে ২০০৮ ১৫:০১672818
  • না, না, আমি তুলনা করি নি। আমি জানতে চাইছিলাম ঐ ছ্যাবলামীতে রক - টা আক্ষরিক অর্থে কি না। তাহলে......
    যাকগে, কাটিয়ে দাও। শেষ লাইন তো ওটাই - যার ভালো লাগে.......
  • ranjan roy | 122.168.90.91 | ০৭ মে ২০০৮ ১৬:৪৫672819
  • কল্লোল,
    ঐ"" কোন বই কোথায় পাওয়া'' বা "" কারা কোথায় বেড়াতে যাবে'' এতো আন-এডিটেড বালখিল্য পাঠকদের কাজ।
    কিন্তু "" ছ্যাবলামিতে রককে--'' ওটা তো স্বয়ং এডিটোরিয়ালের ঘোষণা! সেজন্যেই আমার খিল্লি! মামু ফুকো- দেরিদা-চমস্কি-মার্ক্স চর্চা ছেড়ে মাঝে মাঝে "" রকে এবার নামো, সাথী নামো'' গায় জেনে পুলকিত হইলাম।
    তবে আসলি বাত টিম বলেছে -- ছ্যাবলামিটাও GC র স্ট্যান্ডার্ডে হওয়া চাই! হবে, হবে। সৌরভও ফর্মে আসছে।
  • Nandita | 131.95.121.107 | ০৭ মে ২০০৮ ২১:০১672820
  • ফিসফাস পড়ে কী মারাত্মক বোকা-বোকা ধরনের লাগলো। হাসি পাওয়ানো যদি লক্ষ্য হয়, আমার ক্ষেত্রে একেবারে ব্যর্থ। প্রচন্ড বিরক্তি ই এলো।
    এই ধরনের লেখা তো কিছু কিছু নীচুজাতের ওয়েবজিনে বেরোয়!
  • santanu | 217.196.19.45 | ০৭ মে ২০০৮ ২২:১৯672821
  • জাতপাতের রাজনীতি!
  • aja | 207.47.98.129 | ০৮ মে ২০০৮ ০১:৪২672822
  • ফিসফিস বড্ড ভাল হয়েছে। এরকম লেখা আরো হোক।
  • PB | 202.177.169.177 | ০৮ মে ২০০৮ ১৭:৩২672824
  • লিখতে লিখতে আর পাঠকদের চাপে পড়ে কোয়ালিটি আরো ইম্প্রুভ করবে। তাই ফিসফিস চলতে থাকুক - যেন বন্ধ না হয়।
  • Guruchandali | 12.240.14.60 | ১২ মে ২০০৮ ০১:৫১672825
  • ---------------------------------------
    নতুন কূটকচা৯ : আঁতেল কাহারে কয়
    ---------------------------------------
  • sinfaut | 117.195.194.177 | ১২ মে ২০০৮ ০৭:৫৬672826
  • অপূর্ব। কি নৈর্ব্যক্তিক বিশ্লেষন। :-)
  • pi | 69.251.184.3 | ১২ মে ২০০৮ ১০:৫৩672827
  • আঁতেলের সমীকরণে একটি discounted entry চলবে ?
    যদি আমি জানি না/ পারি না, তুমি জানো/পারো না, তাহলেও তুমি আঁতেল।
    খাসা লাগলো analysis টা। :)
  • Paramita | 64.105.168.210 | ১২ মে ২০০৮ ১২:১৭672828
  • :) (সিনফটের কমেন্টে)
  • dri | 75.3.201.43 | ১২ মে ২০০৮ ১২:৪৭672829
  • লেখাটা বেশ হয়েছে।
  • P | 163.244.63.120 | ১২ মে ২০০৮ ১৮:৫৬672830
  • প্রথম প্যারার কনটেন্ট ক্লিশে হলেও , পুরোটা পড়ে "আঁতেল কাহারে কয়" বেশ লাগল :-)
  • nyara | 67.88.241.3 | ১৩ মে ২০০৮ ০৩:৪৪672831
  • বাপরে, আঁতেল নিয়ে সিরিয়াস ডিসকোর্স! গুচ্ছ আঁতেল তো।

    অন আ সিরিয়াস নোট, বাংলায় আঁতেলের কনোটেশনে একটা দেখনদারির ব্যাপার আছে, একটা সিউডো-ইন্টালেকচুয়ালিজমের গন্ধ আছে। মানে, ঋত্বিকের ছবি দেখে অনাঁতেল বলবে, 'গুরু কিচ্ছু বুঝলাম না। তবে লোকটা কিছু মাল খেত মাইরি!' আর আঁতেল বলবে, 'ঐ যে নায়কের ক্লোজআপের পেছনে ডিপ ফোকাসে আবছা গরুর অবয়ব দেখা গেল, ওর ভেতর দিয়ে ঋত্বিক আপামর ছিন্নমূল মানুষের নীড় হারানোর বেদনার পোস্ট কলোনিয়াল যে ব্যাখ্যা দিলেন এ একমাত্র পাওয়া যাবে সপ্তদশ শতাব্দির মঙ্গোলিয়ান ফোক ট্র্যাডিশনে।"

    আঁতেলদের আবার খুব নেমড্রপিং-এর অভ্যেস আছে। মানুষ, বই - যা হোক, একটু গেরেমভারী আর অপ্রচলিত নাম হলেই হল। টুকটাক এমন ছাড়তে ছাড়তে যাবে, অনাঁতেল দু মিনিটে হীনমন্যতায় কাঁপতে কাঁপতে বিদায় নেবে। আঁতেল আবার বই খুলে বিবলিওগ্রাফি মুখস্থ করতে বসবে।

    আর আছে স্ট্যাটিসটিক্স। মানে অনাঁতেল যখন বলবে, 'দেশের সব ইউনিভার্সিটি পলিটিক্সের আখড়া হয়ে গেল', আঁতেলবাবু সেটাই বলবেন, 'দেশের ৮৮৪টি বিশ্ববিদ্যালয়-অনুদান-সংস্থা-অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সচেতনতা অসম্ভব বৃদ্ধি পেয়েছে।' কে আর দেখতে যাচ্ছে সংখ্যাটা ৮৮৪ না ১১৫৫! কিন্তু সংখ্যার ব্যবহারে আঁতেলবাবুর কথায় কিরকম জোশ এল বলুন। শুনলেই বিশ্বাস করতে ইচ্ছে হয়।
  • Tim | 204.111.134.55 | ১৩ মে ২০০৮ ০৩:৪৯672832
  • লেখাটা ব্যাপক হয়েছে। বিশেষ করে সমীকরণটা । :)
    ন্যাড়াদার না একটা পোবোন্ধো নাবানোর কথা ছিলো এই বিষয়ে? সেটা কবে হবে?
  • shyamal | 67.60.254.15 | ১৩ মে ২০০৮ ০৫:২৪672833
  • ন্যাড়াবাবু,

    আপনার দেওয়া ঋত্বিকের ছবির আঁতেলের দেওয়া ব্যাখ্যা পড়ে হাসতে হাসতে পেট ফাটার যোগাড়। আপনার সাহিত্যচর্চা করা উচিৎ। আজকাল আর পরশুরাম, পরিমল গোস্বামী, বিভুতি মুখো, শরদিন্দু জন্মায়না। সবাই সিরিয়াস।
  • Shuchismita | 141.218.225.146 | ১৩ মে ২০০৮ ০৫:৩৮672835
  • উফ্‌ফ... ন্যাড়াদা, টু মাচ!!! :))

    আপনি আর দীপ্তেনদা একটা যুগলবন্দী লিখুন না...
  • P | 163.244.63.122 | ১৩ মে ২০০৮ ১৪:০৪672836
  • ন্যাড়াবাবুর এই ঋত্বিকের ছবির আঁতেল -অনাঁতেল ব্যাখাটা জাস্ট ফাটাফাটি। শুনে মাক্কালী দেজা-ভ্যু হল :-)
    হ্যাট্‌স অফ !
  • T2C | 160.109.98.44 | ১৩ মে ২০০৮ ১৫:৪৫672837
  • ইয়ে, মানে, ইকুয়েশনগুলো'র একটা করোলারি হয় না? ০-০/০-১/১-০/১-১ এর বাইরে? যেমন -

    আমি জানি কিন্তু পারি না - তুমি জানো না, পারোও না; (খারাপ, খুব খারাপ)

    সেই কবে পড়া উপনিষদের বাণী - ""I know that I dont know but you dont know that yiou dont know''
  • san | 220.226.42.82 | ১৩ মে ২০০৮ ১৫:৫৩672838
  • তির্যক (ঈ নয় কেন?) আর ন্যাড়াদা দুজনের লেখাই একদম চমৎকার।বড়ো ভালো। কিন্তু আমি প্রস্তাব করছি ন্যাড়াদার আইডি কূটকচালি বুলবুলভাজা এইসবে চাল্লাইন ফিডব্যাক দেবার থেকে কোনো একটা উপায়ে ব্লক করা হোক। যা বলার পরবর্তী বুলবুল লিখেই বলতে হবে নো আদার অপশন । জনস্বার্থে।
  • b | 193.1.100.109 | ১৩ মে ২০০৮ ১৭:১১672839
  • ন্যাড়াবাবু,

    আপনার থিওরী শুনে আমার এক আত্মীয়র উদভাবিত "বর্গতঙ্কÄ' মনে পড়ে গেল। ব্যাপারটা অনেকটা এইরকম:বুদ্ধিজীবিগণ প্রত্যেকে এক একটি খবরের কাগজ/ম্যাগাজিন পড়েন এবং সেই মতগুলি রণে-বনে-জলে-জঙ্গলে ছাড়েন। এবারে চ্যালেঞ্জ হচ্ছে, ঐ মতামতগুলি শুনে, কে কোন বর্গে অধিষ্ঠান করেন তা বার করা( অর্থাৎ গাণিতিক ভাষায় ব্যাকওয়ার্ড ইনডাকশন)। যথা দেশবর্গ,কড়চাবর্গ, চতুরঙ্গ বর্গ ইত্যাদি।

    এটার একটা একাডেমিক এক্সটেনশন ছিলো। সেমিনারের পরে, এক্সপার্টদের প্রশ্ন শুনে তাদের পিএচডি-র/ এম.এ স্পেশাল টপিক আন্দাজ করা। আমার আত্মীয়-র মতে শতকরা ৮০% মিলে যেতো।
  • r | 198.96.180.245 | ১৩ মে ২০০৮ ১৯:২৬672840
  • প্রথম বাঙালী আঁতেলের নাম ছিল নিমাই মিশ্র। খালি কঠিন কঠিন বই পড়ত, আর প্রফেসরদের সাথে গায়ে পড়ে উটকো তর্ক করত। আরও কিছু আঁতেল ছোঁড়া ব্যাটার চারপাশে জুটেছিল বটে, কিন্তু বিদ্বজ্জন সমাজ ব্যাটাকে দুই চক্ষে দেখতে পারত না। অত বই পড়াই বা কেন আর তা নিয়ে এঁড়ে তক্ক করাই বা কেন,হ্যাঁ?

    এর পরে রামমোহন নামে আর এক আঁতেল জন্মেছিল। এ ব্যাটা আরও এক কাঠি সরেস। চন্ডীমঙ্গল, অন্নদামঙ্গল ছেড়ে ফার্সী আর ইংরিজিতে লেখা কেতাব পড়ত। শুধু পড়ত না, তা আবার অনুবাদ করে বন্ধুবান্ধব জুটিয়ে তা নিয়ে আলোচনা করত। আঁতলামির ঝাউগাছ!

    এই এক বিদেশী বই পড়া আঁতেলসমাজ তৈরি হল বটে! ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মত সংস্কৃত পড়া বামুনও এই আঁতেলদের দলে ভিড়ে গিয়ে যত্তসব আটভাট ইংরিজি বই পড়তে লাগল। এর আঁতলামি আবার অন্য লেভেলের- রোজগারের বেশির ভাগ খরচ করে বই কিনে বিলেত থেকে চামড়া দিয়ে বাঁধিয়ে আনত। বটতলা কি দোষ করেছিল র‌্যা?

    এই সব আঁতেলেদের দেখাদেখি দ্রুজু সায়েবের চ্যালাপ্যালারা মদ গোমাংস খেয়ে, ইংরিজি লিটিল ম্যাগ বের করে আঁতলামির চূড়ান্ত করে ছাড়ল। অনাতেঁল সাধারণ যা বলে, এরা তার উল্টো বলবেই বলবে- হামবাগের একশেষ!

    নরেন দত্তকে নিয়ে একটা আশা ছিল- ব্যাটাচ্ছেলে সনাতন হিন্দুধর্মকে রক্ষে করবে। কিন্তু ঐ যে- বাঙালী আঁতেলদের অভিশাপ! লক বেন্থাম হিউম স্পিনোজা শুধু না, এমন কি এইচ জি ওয়েলসের উপন্যাসও পড়ত! কোথায় শ্যামাপ্রসাদী হাফ আখড়াই শুনবে, তা না কঠিন কঠিন কালোয়াতী গান শিখে সেই গান গাইত! শুধু গাওয়াই নয়, সেই গানের উপর একটা বইও লিখে ফেলেছিল। কেন গা! অত কঠিন কঠিন ব্যাপার না শিখলেই কি চলে না? ব্যাটাচ্ছেলে আঁতেল না হলে কি ফরাসী কিছু দেখলেই ওরকম গলে জল হয়ে যায়!

    আঁতলামির পরাকাষ্ঠাকে নিয়ে এখনও আদিখ্যেতা চলছে তো চলছেই। লতিয়ে পাতিয়ে লম্বাচুলো ছোঁড়ার বিলিতি গান গাওয়া, বিলিতি বই পড়া, কিসব কবিতা যার মাথামুন্ডু বোঝা যায় না- এই দিয়ে শুরু! একের পর এক লিটিল ম্যাগ- বালক, ভারতী, বিচিত্রা! তারপর আরও ষাট সত্তর বছর ধরে সেরেফ আঁতলামি করে কাটিয়ে গেল লোকটা। এমন একটা ইউনিভার্সিটি খুলেছে যাতে শুধু বাংলা ইংরিজি নয়, হিন্দি, চীনে, ফরাসী- সব কিছু পড়া হয়, শেখানো হয়!

    এই ব্যাটাচ্ছেলে এই যে বাঙালীর জাত মারল, তারপর থেকে শুধু আঁতেলের চাষ হচ্ছে। পুরোটাই রং কানেকশন! আর এই ফাঁকে অন্যদের দেখ- কি সুন্দর গুছিয়ে নিয়েছে! বাড়িঘর, টাকাপয়সা, চাকরিবাকরি,- সব উথলি উঠিছে! এই সব না করে কঠিন বই পড়বে, কঠিন ছবি দেখবে, কঠিন গান শুনবে, কঠিন কবিতা লিখবে- যত্তোসব!
  • Paramita | 216.10.193.21 | ১৩ মে ২০০৮ ২১:২৯672841
  • র-এর লেখার পরিপ্রেক্ষীতে : পরে বোঝা গেছে এঁরা সবাই ভালো আঁতেল ছিলেন। তাই আমি প্রোপোজ করছি, ক্যাটেগরিটা আর একটু ব্রডার হোক্‌ - ভালো আঁতেল, সিউডো আঁতেল আর হ্যা হ্যা পার্টি(শেষ নামকরণের জন্য থ্যাংকু বোজো)। ভালো আঁতেলদের সমকাল চিনতে পারবে না, যেমন পারে নি যুগে যুগে, কিন্তু এঁরাই আলো দেখাবেন। প্লীজ কেউ দিলসে নেবেন না। গুরুর আঁতেলরা (ভালো ক্যাটেগরি) না থাকলে কত কি যে অজানা থাকতো - বাংলা উইকি দেখুন না গজার বলতে পুকুর সেঁচে মাছ তুলে আনলো। সিরিয়াসলি বল্লাম কিন্তু, নো ব্যঙ্গ।

    (কিন্তু ভালো আঁতেলরা বাড়ি গাড়ি কত্তে পারবে না এমন কথা নেই। ঐটা একটু ক্লিশেড হল। এই ফ্রি মার্কেটের যুগে ক্রেডিট ভালো থাকলেই হল!)
  • r | 198.96.180.245 | ১৩ মে ২০০৮ ২১:৪৪672842
  • ডি: এই লেখাটি না-পড়া-না-শেখা-না-জানা-বুকনিবাজ-চালাককাত্তিক-ফ্যাশনদুরস্ত-আঁতেলদের সমর্থনে নয়।
  • Guruchandali | 12.240.14.60 | ১৯ মে ২০০৮ ০৮:৩৮672843
  • ---------------------------------------
    নতুন কূটকচা৯ : খবর্নয়
    ---------------------------------------
  • S | 194.239.94.33 | ১৩ জুন ২০০৮ ১৯:১২672844
  • এ বারের কূটকচা৯-র শিরোনাম আর বুলবুলভাজার শিরোনাম এক হয়ে গেছে। কপি পেস্ট এরর।
  • Guruchandali | 12.240.14.60 | ১৬ জুন ২০০৮ ১০:২৫672846
  • ---------------------------------------
    নতুন কূটকচা৯: ফিসফিস (জুন, ১৫)
    ---------------------------------------

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন