এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.255.76 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৪৪672714
  • ১) অ্যাবসোলিউট স্কেলে স্থিতি গতো নেই, তাই স্থিতো গতি তর্কে সময় নষ্টের মানে হয় না।
    ২) অসাধারন ডিরেকশান এবং ক্রমান্বয় এডিটিং, কোরিওগ্রফি, অভিনয় ইত্যাদি নিয়েই অন্য খেলা গুলো হয়।
    ৩) দুই দিকেই সমান ভাবে বাজে।
    ৪) সুড়সুড়ি, শুধু কানে দিলে ভাল লাগে আমার। :)
  • r | 198.96.180.245 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৪৫672715
  • উফ্‌, এ সুড়সুড়ি সে সুড়সুড়ি নয় রে! এ হল গন্ডাখানেক বালিশ নিয়ে আরাম করে শুয়ে পালক কি খড়কে কাঠি দিয়ে কানের মধ্যে আলতো করে, .....!

    নো জেন্ডার বায়াস!
  • Blank | 59.93.255.76 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৪৭672716
  • স্থিতি গতি
  • Blank | 59.93.255.76 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৪৮672717
  • আমিও তো কানে সুড়সুড়ি বল্লাম। আমার ক্লীপ বা সেফটিফিনের পেছন হলেও চলে। এমনকি স্টাইলাস দিয়েও
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৪৯672718
  • শ'খানেক শিক্ষিত পিঁপড়া ভাড়া করেন, কানে সুড়সুড়ি দিবে।
  • r | 198.96.180.245 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৫০672719
  • ১) বলো তো কেন অ্যা:স্কে: দ্বিচারিতা হয় না? পট্‌ করে স্থিতি গতি এনে ফেললেই হবে?
    ২) (কি কয়?)
    ৩) ঢোলও।
    ৪) এই বিষয়ে অধিক দূর যাওয়া বিপজ্জনক।
  • Ishan | 12.163.39.254 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৫৩672720
  • একটি প্রস্তাব দিয়ে আমি কাজে বসি।

    জনতা, এই বিষয়ে একটি নতুন সুতো খোলার কথা বিবেচনা করুন। :)
  • pinaki | 131.151.54.206 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৫৫672721
  • কি বিষয়ে? সুড়সুড়ি? হ্যাঁ, ঐটা লোকের খুব মনে ধরেছে দেখছি। :-)
  • r | 198.96.180.245 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৫৬672724
  • চীয়ারলীডার, সুড়সুড়ি ও ডুগডুগি।

    স্যান, ঠিকই বলেছ। আমি কুস্তির কর্পোরেট স্পনসরশিপের জন্য প্রস্তাব রাখলাম। :-))
  • san | 220.226.69.67 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৫৬672722
  • আর এই আর্য আর অজদা - সেই এক প্রুডারি নিয়ে বসে আছেন। যত্তসব। এত প্রি-কনসিভড আইডিয়া নিয়ে কি তক্কো হয় দাদা ? নাহয় একটু অন্য ভাবেই ভেবে দেখতেন, বলছি যখন প্রুডারি নয় অন্য কিছু। যাগ্গে আমি আর নেই - সেই তো আবার ঘুরেফিরে আমড়াতলার মোড়েই এসে পড়বে :-((((
  • shyamal | 64.47.121.98 | ২৯ এপ্রিল ২০০৮ ০০:৫৯672725
  • যাঁরা চিয়ারলিডার অপছন্দ করছেন তাদের দুটো ওভারল্যাপিং দল আছে। একদল পিসিমাসুলভ ভাবে মনে করেন ভারতীয় সংস্কৃতি উচ্ছন্নে গেল। আরেক দল ঈর্ষায় জ্বলেন যে আই পি এল দর্শক আকর্ষণ/মনোরঞ্জন করার জন্য একটা ভাল টেকনিক বার করেছে যেটা বাজার অর্থনীতির ফল।

    টিমকে বলি, এটা অবশ্য আমার কাগজে পড়া তথ্য। সেটা হল যৌনতা কেনার জন্য বিরাট ক্রয়ক্ষমতার দরকার হয়না। পড়েছি যে বাংলা তথা ভারতের গ্রামে গ্রামে ক্যাসেট, ভিসিডি, ডিভিডিতে অতি সস্তায় এক্স রেটেড ছবি দেখানো হয়। এগুলো সবই বেআইনি কিন্তু পুলিশ দেখেও দেখেনা।

    এদেশে আসার পরে একদিন দেখি কলেজের পাবে ওয়েট টি শার্ট কনটেস্ট। গিয়ে দেখি একটা ছোট্ট স্টেজের ওপরে টি শার্ট আর শর্ট শর্টস পরা জলে কাক ভেজা তিনটি ছাত্রী নাচছে। আর তাদের ঘিরে প্রধানত: ছেলেরা হুল্লোড় করছে। তারা কেউ নারী স্বাধীনতা ইত্যাদি নিয়ে মাথা ঘামাচ্ছেনা। নেহাৎই ফান।

  • r | 198.96.180.245 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:০৪672727
  • বোঝো!
  • pinaki | 131.151.54.206 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:০৪672726
  • রক্তমাংসের যৌনতা দেখতে/ভোগ করতে গেলে অত সস্তায় হয় কি? CD,DVD আর real flesh কি একদর?
  • Blank | 59.93.255.76 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:০৫672728
  • ১) অ্যাবসোলিউট স্কেলে কোনো অবস্থান অ্যাবসোলিউট নয়। কিন্তু মনে রাখতে হবে প্রাত্যহিক জীবনে স্মারনফ, হোয়াইট মিসচিফ ইত্যাদি স্কেল বেশী চলে।
    ২) WWE ছারা আর এমন কোনো খেলা আমি দেখিনি যা রিয়ালিটি শো নয়। নতুবা রিয়ালিটি শো কারে কয়?
    ৩) কিন্তু ডুগডুগি পোর্টেবল, সহজ, কনসিউমার প্রোডাক্ট।
    ৪) এই পয়েন্ট টি তে নাল ভ্যালু
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:০৭672730
  • কারণ সেদেশে স্বাধীনতা কথার কথা নয়। ও মেয়েদের আর ছেলেদের লেভেল গ্রাউন্ড। ইচ্ছার বিরুদ্ধে ও মেয়েদের নিয়ে "ফান" করতে গেলে পুলিশ আছে।মানে সত্যি আছে। আমাদের মতন রামধনু পুলিশ না।
    ভারতে সেসব ভাবলে আকাশকুসুমে আছেন। সর্বাঙ্গ মোড়া পোশাক পরেও সেখানে রেহাই নেই, মোড়ে মোড়ে বখাটে ইভটিজাররা তাদের এক্সরে করে শুনিয়ে দিচ্ছে! পুলিশ রামধনু, ঝড়বৃষ্টিদুর্যোগ ঘটে যাবার পরে তেনারা উদয় হন মাঝে মাঝে তেমন তেমন শুভযোগ থাকলে। নইলে তাদের দেখা যায় না।
    তাই দুই দেশের তুলনা করা অসম্ভব!
  • arjo | 168.26.215.54 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:০৭672729
  • স্যান বড় কনটেক্সটকে বড় করে দেখাতে চাও তাইলে দায়িত্ব তোমার। যদি সৈকতের লেখার দুটো কি একটা পয়েন খারাপ লাগে তাইলে সেটা সোজা ভাষায় বলার দায়িত্ব তোমারই। কিন্তু খামোকা জেনেরাইলজ করে যে সু:চ: র সাথে এক প্লাটফর্মে চলে যাচ্ছ সেই দায়িত্বও তোমারই। আমার কোনো প্রি কন্সিভড আইডিয়া নেই। কিন্তু চিয়ারলিডার এর কনস্পেটের সাথে ওভার অল বা এই ক্ষেত্রের ডুগডুগির কোনো সম্পর্ক নেই। তোমাকে বলা দুটো একসাথে না গুলিয়ে অন্য ভাবে সাজানো উচিত।

    আর যাঁদের পিসিমা সুলভ মনোভাব তাঁদের বলা প্রুডারি।
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:০৯672732
  • আগেরটা শ্যামলবাবুকে।
  • ranjan roy | 122.168.69.159 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:০৯672731
  • san এবং nandita! গ্রেট!
    আমার কেমন মনে হয় মানুষের পছন্দ-অপছন্দ, ফিক্সেশন-- এগুলো ছোটবেলা থেকে ধীরে ধীরে তৈরি হয়ে যায়। এর ওপর জোর চলে না।
    আমি খেতে ভালোবাসি। কিন্তু ধনেপাতায় অ্যালার্জি!
    মুখে যাই বলি কোন মেয়ে স্কিন-টাইট পোশাক পরে সামনে এসে দাঁড়ালে তার চোখে চোখ রেখে সহজ ভাবে কথা বলতে পারিনা। ( কদিন আগে আমার বন্ধুর ডাক্তারি পাশ করা মেয়ে প্রণাম করতে এলো, আমি অসহজ।)
    এটা আমার মত হয়তো অনেকের সমস্যা। যদিও আমি মেয়েদের পোশাক নিয়ে মর‌্যাল-পুলিশি করার ঘোর বিরুদ্ধে।
    কিন্তু ইদানীং "আমূল' আন্ডারওয়ারের বিজ্ঞাপন দেখো, পুরুষ শরীরও পণ্য হয়ে উঠছে।
    অবশ্যই টি-টুয়েন্টি একটা রিয়েলিটি শোয়ের মতই শুরু হয়েছে। কাজেই মুখে একটা নকল বোকা হাসি নিয়ে হাত-পা-কোমর নাচানো।
    কিন্তু, ধরো কিন্তু, যদি আস্তে আস্তে এই ফরম্যাটের ক্রিকেট একদিন পুরোপুরি "খেলা' হয়ে ওঠে? যেমন ওয়ান-ডে হয়ে গেছে? তখন লোকে খেলাটাই মন দিয়ে দেখবে না কি? আস্তে আস্তে বেসবল মাঠের চিয়ারগার্লদের মত এরা একটা নগণ্য প্রপ হয়ে উঠবে নাকি?
    আমার মনে হয় ২০-২০ সঙ্গে বেসবল খেলার বেশ মিল। তাই চিয়ারগার্ল ও এলো। এনিয়ে হল্লা না করে ইগনোর করাই ভালো নয় কি?
    আগেও ক্যামেরা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ক্রিকেট দেখানোর সময় মাঝে-মধ্যে ছাদে রৌদ্রস্নাতা স্বল্পবসনা সুন্দরীদের ফোকাস করতো। আমরা বড়জোর হেসেওঠে আবার খেলা দেখায় মন দিতাম। এই খেলার সময়ও কে কতক্ষণ এইসব বালিকাদের দেখছে?
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:১১672733
  • সেরেছে! মাঝে রঞ্জনবাবু পড়ে গেছেন।
    ঐ ভিন্নভিন্ন দেশের পোস্টটা শ্যামলবাবুকে।
  • kallol | 122.167.93.175 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:১৬672736
  • কি জানি ঈশেন কি বলছে। খেলা যখন দেখতে যাই তখন তো নাচ দেখে আনন্দ পাবো বলে যাই না, এমনকি নেচে আনান্দ পাবো বলেও যাই না, আনান্দে নাচি হয়তো। নাচ দেখে আনন্দ পেতে গেলে বাঈজীবাড়ি ছাড়াও বহু জায়গা আছে।
    আর তোমার যুক্তি ধরলে তুমি যখন চার্লি দেখে হাসবে কিংবা তারকভস্কি দেখে বিমোহিত হবে তখন মিনিট দুয়েক ফিল্ম থামিয়ে ""মেয়ে নাচালে"" কেমন হয়। ""মেয়ে নাচানোর"" কথা বললাম কারন তোমার নারী শরীর দেখতে ভালো লাগে তাই।
    এই ধরো - কোমল গান্ধারে (ঋত্বিকের) যখন ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া রেল লাইনটা ধরে ছুটতে ছুটতে গিয়ে বাফারটাতে বারবার ধাক্কা খায় আর নেপথ্যে - কারা যেন গাইতে থাকে দোহাই আলী - দোহাই আলী - তখন একটা শর্ট ব্রেকে যদি ""মেয়ে নাচানো"" যায় - একটু সুফী স্টাইলে !
    আর হ্যাঁ, আমার চিয়ার্লিডারের ধারনাটাতে যেমন আপত্তি, ঠিক তেমনি পুরুষের ভালো লাগে বলে ""মেয়ে নাচাতে"" বা পুরুষের খারাপ লাগে বলে "মেয়ে নাচানো"" বন্ধ করতে - দুটোতেই আপত্তি। ওটা স্যান লিখছিলো বলে আমি আর লিখিনি। কিন্তু মনে হল না হলে ভুল বোঝার সম্ভাবনা থাকে।
  • pinaki | 131.151.54.206 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:১৬672735
  • রঞ্জনদা, যারা দেখার তারা কিন্তু ও ই গুলো ই দেখে এবং রাস্তাঘাটে মেয়েদের X-ray করার ব্যাপারে তারাই খুব active। আমি তাই বলে সবকিছু ban করার কথা বলছি ভাববেন না যেন।
  • pinaki | 131.151.54.206 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:৩১672738
  • খার্‌রা বিতর্ক হচ্ছে কিন্তু যা-ই বল।

    নারদ নারদ।
  • kallol | 122.167.93.175 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:৩১672737
  • শ্যামল - ঐ ""ফান""টা জাঙ্গিয়া পড়ে ছেলেদের নিয়ে হয় না কেন? বেশ মাশুল-টাশুল ওয়ালা কমপক্ষে সাত ইঞ্চি লিঙ্গের ছেলে?
    বলবেন তাও হয় - ছেলেদের স্ট্রিপ শো তো হয়। হ্যাঁ হয়, কিন্তু কলেজ ক্যান্টিনে হয় না।
    এটাই ""ফান""। মেয়েদের ভিজে জামা কাপড়ে নাচতে দেখা শুধুই ""ফান"", ছেলেদের জামাকাপড় খোলাটা ওরকম ""নির্মল ফান"" নয়, তাই ওটার জায়গা আলাদা। কেমন ফানি নয় কি ?
  • kallol | 122.167.93.175 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:৪৮672739
  • আর হ্যাঁ, মাঠে লোক আনতে খেলাটাই যথেষ্ট। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল দেখতে ইডেন ভর্তিই ছিলো।
    ম্যাগ্রা বা ওয়ার্ন পন্টিংএর বিরুদ্ধে কিংবা আফ্রিদির বিরুদ্ধে শোয়েব আখতার সবসময়েই জমে যাবে।
    আর একটা কথা -
    যদি ওয়ান ডে ক্রিকেট হয়, তবে ২০-২০ কেন নয় ?
  • Arijit | 62.30.152.215 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:৫১672740
  • ফুটবল মাঠে মেয়েরা যায় না এটা অতি ভুল কথা। দিব্যি যায়, পোচুর যায় - রীতিমতন টিমের শার্ট পরে যায়, এবং দিব্যি লাফালাফিও করে। অবশ্য এখানে (এটা ডি:)।

    মার্কেটে শ্যামলবাবু এট্টু অ-বাজার-অর্থনীতিপ্রিয়দের এট্টু আবাজ দিয়ে নিলেন - কার গুড়, কে খায়;-)
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ০১:৫৬672741
  • কল্লোলবাবু,
    আমি ঐ দোহাই আলী দোহাই আলী ব্রেকে "ছেলেনাচানো" র প্রস্তাব রাখলাম, যাতা বিশ্রী ছেলে না, বেশ টোনিং করা মেট্রোসেক্সুয়াল যারে কয় সেরকম এট্টু ভ্যাবলাকান্ত টাইপ-মানে সাধুভাষায় যারে কয় গন্ধর্বটাইপ!

  • shyamal | 72.24.208.96 | ২৯ এপ্রিল ২০০৮ ০৬:১২672742
  • নন্দিতা এটা ঠিকই বলেছেন যে ভারতে পাড়ার মোড়ে মোড়ে বুভুক্ষু জনতা দাঁড়িয়ে থাকে এবং যেগুলো করে সেগুলো সত্যি বিকৃত। বাসে কোন মেয়ের গায়ে কনুই মারা আর যাই হোক, স্বাভাবিক নয়, সেক্সও নয়। আমেরিকায় কি বদমাইশের সংখ্যা কম? এই দুদিন আগে পড়লাম এদেশে পৃথিবীর ৫% পপুলেশন আর ২৫% জেলবন্দি। রেপের সংখ্যাও কম নয়। কিন্তু এই কনুই মারা বা আওয়াজ দেওয়া নেই। তার কারণ আমার মনে হয়, পুলিশ নয়। আমার এক বস বলেছিল, লুক, উই গেট ইট আউট অফ দা সিস্টেম বাই দা টাইম উই আর 25। হবেই বা না কেন? সেক্স শুরু হয় ১৪-১৫ থেকে। ভয়ে টিচাররা ক্লাশ সিক্স থেকে ছাত্র ছাত্রিদের কন্ডম দিতে থাকেন। তাতেও কি রেহাই আছে? আমার ছেলের হাই স্কুলে (ক্লাস ৯ থেকে ১২) গড়ে তিন চারটি প্রেগন্যান্ট মেয়ে আছে।
    তার পরে কলেজে গিয়ে তো অপার স্বাধীনতা। কিন্তু এর ফলে একটা জিনিষ হয়। ঐ বুভুক্ষাটা থাকেনা। ( হয়তো নার্ড আর গীক বাদে)। আমার মনে হয় সেজন্যই ঐ বিকৃত মানসিকতা হয়না। আমাদের দেশে মুলত: গার্জেন আর সমাজের চাপে ছেলে মেয়েরা স্বাভাবিক সেক্সের সুযোগ পায়না। সেই সাপ্লাই আর ডিম্যান্ডের গল্প। সত্তরের দশকে কোন বন্ধু লিভাইস জিনস পরলে আমরা জুল জুল করে তাকাতাম। আর এখন সাপ্লাই আছে বলে কেউ তাকায়ও না কলকাতায়।
  • nyara | 64.105.168.210 | ২৯ এপ্রিল ২০০৮ ১১:১৯672743
  • আমার কোন ডুগডুগি নেই। কিন্তু আমার একটা থালা আছে। একটিমাত্র থালা। সোনা-টোনা তো কোন ছার, কাঁসারও নয়। মেশিন শপ থেকে মোটা অ্যালুমিনিয়ামের পাত কেটে তৈরি। এদিক-ওদিক বোঝা যায় না। কিন্তু থালাই। আমার সবেধন নীলমণি। ভাত বেড়ে খাই। আবার ধুয়েমুছে ওটাই বাজাই।

    বললাম না, কোন দিক নেই ওটার। উল্টো না সোজা বোঝাই যায় না। মানে আমি বুঝি না। কিন্তু অন্যে বোঝে।

    বলে, 'এপিঠে বাজাচ্ছিস কেন?' আমি বলি, 'বা রে, এর আর এপিঠ ওপিঠ কি? আমি তো বুঝি না।' ওরা বলে, 'ও বুঝিস না, না? ন্যাকাষষ্ঠি! আমরা সব বুঝি তোর এপিঠে বাজানোর মানে কি? তুই মেয়েদের সাবজুগেট করে রাখতে চাস। আর এপিঠে বাজাতে দেখলে তোর থালা নিয়ে নেব। অন্য দিক দিয়ে বাজা।' তাই বাজাই।

    কিন্তু বাজালেই আবার বলে, 'এই তোর বাজনায় অশ্লীল ছন্দ কেন? 'অশ্লীল ছন্দ?' আমি আকাশ থেকে পড়ি। তারা বলে, 'হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি তুই ঐ মেয়েটার পোষাক ভেদ করে সব কিছু দেখছিস আর ফুর্তি করছিস। থামা তোর বাজনা।' আমি বাজনা থামিয়ে দিই।

    আবার কোনদিন বলে, 'এই তোর বাজনা দিয়ে ব্যঙ্গের তাল বেরোচ্ছে কেন? নিশ্চয়ই ঐ মেয়েটার বোরখা দেখে। বন্ধ কর।' আমি থালা রেখে দিই।

    একদিন এসে বলল, তোর থালা দে। আমি বললাম 'কেন?' বলল, 'তোর থালা গোল কেন?' আমি বললাম, 'থালা তো গোলই হয়।' বলল, 'না, তুই পুরুষ। তুই নিশ্চয়ই মেয়েদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ইঙ্গিত করছিস। দে তোর থালা।' বলে আমার থালা নিয়ে চলে গেল।

    আমি এখন মাটিতে খাই আর বগল বাজাই।
  • kallol | 220.226.209.5 | ২৯ এপ্রিল ২০০৮ ১১:৩১672744
  • জানি না এভাবে বলা ঠিক কি না।
    ভারতের বুভুক্ষু জনতা নিয়ে নন্দিতা বা শ্যামলের সাথে একদম সহমত। আমার দু একজন যে পশ্চিমের মানুষ চেনা পরিচিত - তাদের বারবার এই অভিযোগটা করতে শুনি। তারা যেটা বলেন তা বাংলা করলে দাঁড়ায় - এখানে লোকে (পুরুষে) চোখ দিয়ে চেটে খায়। এটা নিন্দার, এ নিয়ে কথা নেই। কিন্তু ক্লাশ সিক্স ! মানে ১১ বা ১২ ! এরকম ভাবার কোন কারন আছে কি যে পশ্চিমের বালক-বালিকারা পূবের বালক-বালিকাদের চাইতে বেশী matured? আমি নেহাৎ শরীরের খেলার কথা বলছি না। তারা কি পারষ্পারিক সম্পর্ক নিয়ে গভীর? শরীর কি নেহাৎই শরীর নাকি মন বলে কিছু হয়? কারন আমার যে গুটি কতক পরিচিত, তাদের শরীর নিয়ে কোন ছুঁৎমার্গ নেই ঠিকই, কিন্তু একটা level-এ ঠিকঠাক communication ছাড়া শরীর তারা ভাবতেই পারে না। এদের বয়স - ২০ থেকে ৫০। কেউ ইউরোপ থেকে কেউ আমেরিকা থেকে।
  • san | 220.227.64.98 | ২৯ এপ্রিল ২০০৮ ১১:৫১672746
  • ন্যাড়াদাকে একটাই কথা - রজ্জুতে সর্পভ্রম তখনই হওয়া সম্ভব যখন চাদ্দিকে সাপে সাপে ছয়লাপ এবং লোকে তার ঠেলায় নাজেহাল। ম্যানিয়া যদি ধরেও নিই আপনার কথামত - সে তো আকাশ থেকে পড়েনা - ভ্যালিড কারণ থাকে - না কি বলছেন একাধিক মেয়ে খামোখাই একই সঙ্গে নিউরোসিস বা ছিটগ্রস্ত ? সেইটা বললে অবশ্য চাপ নাই - তার অন্য রকম উত্তর দিতে পারি :-))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন