এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কেসি | 198.236.242.3 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৭669344
  • ধুর উন্মাদনা ছাড়া খেলা হয় নাকি? এটা কি ডোভার লেন কনফারেন্স নাকি? ভাল একটা তান শুনলাম তো একটু আহা আহা করে নিলাম। উন্মাদনা না থাকলে খেলা কিসের? যত বাজে খেলাই হোক, উন্মাদনা না হলে জমে না।
  • কেসি | 198.236.242.3 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০০669345
  • সেবারের টি টোয়েন্টি ফাইনালে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ একদম হাড্ডাহাড্ডিই হয়েছিল। খেলা না দেখলে কোনও ম্যাচই হাড্ডাহাড্ডি লাগেনা।
  • quark | 24.139.199.12 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৩669346
  • আর হ্যাঁ! সেই ইমরান-মিঁয়াদাদ-আক্রম-ওয়াকারদের যুগেও তো ভারতীয়দের বিশ্বকাপ ছাড়া ভারত-পাক ম্যাচ নিয়ে বেশি বলার মত কিছু থাকত না।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৯669347
  • কেসি, ডিফেন্সিভ হয়ে পড়িস কেন? ইউ আর এনটাইটলড টু বি জিঙ্গোইস্ট।
  • কেসি | 198.236.242.3 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৫669348
  • না মাইরি বলছি, আমি জিঙ্গোয়িস্ট নই। ইন ফ্যাক্ট দেশপ্রেম ব্যাপারটাই আমার একটু বালের লাগে। বিশ্বাস কর।

    কিন্তু তাই বলে ইন্ডিয়া-পাকিস্তান? নো ওয়ে। ইন্ডিয়া, ইন্ডিয়া।
  • Arpan | 233.227.241.193 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৮669349
  • ১৯৯৬ এর বেঙ্গালুরু ম্যাচটাও ভালো ছিল। আর শারজার সেই ম্যাচটা যেখানে ইন্ডিয়া ১২৫ এ অল আউট হয়ে গিয়ে পাকিস্তানকে ৮৭ তে বান্ডিল করে দেয়।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৯669350
  • সেটাই এক্সপেক্ট করেছিলাম। এবার বল, শেষ কুড়ি বছরের পারফরম্যান্স দেখলে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া-সাউথ অ্যাফ্রিকা ম্যাচের থেকে ইন্ডিয়া-পাকিস্তান কেন বেশি উন্মাদনা তৈরি করবে?
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩০669351
  • শারজা অনেকগুলো ভাল ম্যাচ দিয়েছে। ১৯৯৬ ব্যাঙ্গালোর মনে জাদেজার ওয়াকারের বলের সুতো খুলে দেওয়া আর প্যাসেঞ্জার প্রসাদের ইন-কাটার?
  • kc | 204.126.37.78 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩২669352
  • ন্যাড়াদা, খেলার নিয়মই হল খেলার আগে দুদলের একটা সাপোর্ট বেস তৈরী হওয়া, সেটা থেকেই উন্মাদনা, হাইপ। সেটা এমন লেভেলে যায় যে ম্যাচটাও অনেক সময় গৌণ হয়ে যায়। গ্যালারীও তো খেলারই অঙ্গ।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৪669355
  • সাপোর্ট বেসটা ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া-সাউথ অ্যাফ্রিকা ম্যাচের থেকে থেকে বেশি আর পোটেন্ট কেন?
  • Arpan | 233.227.241.193 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৪669354
  • গত বছরই এশিয়া কাপের ফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। আফ্রিদি লাস্ট ওভারে ছয় মেরে জেতাল।

    (না না, হলোবাউদের ক্রিকেটীয় জানকারি নিয়ে কিছু বলব না - একা ভাগী উজ্জ্বল ব্যতিক্রম)
  • kc | 204.126.37.78 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪669356
  • দুটো দেশেই গুচ্ছের জনসংখ্যা। আর জনপ্রিয়তম খেলা হল ক্রিকেট। এরকমই তো হওয়ার কথা।
  • Arpan | 233.227.241.193 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫১669357
  • তবে আমার নিজের ইন্ডিয়া - অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া - ইংল্যান্ড রাইভ্যালরি বেশি পছন্দের। দাদা, পন্টিং, সাইমন্ডস, ভাজ্জি, ফ্লিন্টফ, যুবি, পিটারসেন এইসব ক্যারেক্টারগুলোর জন্য।

    সেখানে দুই ডব্লু রিটায়ার হবার পরেই পাকিস্তান কেমন নেতিয়ে পড়ল। শারজায় খেলা বহুকাল বন্ধ আর রাজনৈতিক কারণে পাকিস্তানে বাইরের দলগুলো খেলতে যায় না। সত্যি কথা বলতে গেলে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচে আর সে চার্ম নাই।
  • quark | 24.139.199.12 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৮669358
  • পাকিস্তান বিশ্বকাপে বার বার হারে ব'লেই এত এত উৎসব। নইলে সেই শারজার দিনগুলিতে হায় হায়, জুতোর মালা, কুশপুতুল এসবও ছিলো।
  • b | 135.20.82.164 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০২669359
  • হ্যাঁ। বড্ড সম্প্রীতি সম্প্রীতি গন্দো। আরে মাঝে দু একটা প্লেয়ার খাঁটি পাঞ্জাবীতে মধুবর্ষী বাণী দেবে, উদিকে জেনেগ্যাণ উল্লাসে বাজী পটকা ফাটাবে, হার্ট রেট টেনশনে ৫০০ হয়ে যাবে তব্বে না। কালকের খেলাটা কেমন যেন ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি লাগলো।
    যাগ্গে। মঞ্জিল অভি ভি দূর হ্যায় (এটা হিন্দি কমেন্ট্রি শুনে শিখেছি), দ্যাখা যাক শেষ অবধি কি হয়।
  • de | 69.185.236.53 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৩669360
  • আমাদের স্কুলে পড়ার সময়টা ইমরান খান, ওয়াসিম আক্রমদের সময়। আমাদের তো গোটা স্কুলই পাকিস্তান সাপোর্টার ছিলো। ক্লাস নাইন-টেনে মনে আছে, টিফিনের সময় দারোয়ানদার ঘরে রেডিও শুনে পুরো ক্লাস নাইন এমন চেঁচালো, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এসে কান ধরে পুরো ক্লাসকে এক পিরিয়ডের জন্য চাতালে দাঁড় করিয়ে গেছিলেন।

    তখন তো এসব নিয়ে এতো কাঁইমাঁই শুনিনি!
  • de | 69.185.236.53 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৫669361
  • অবিশ্যি হ্যাঁ, গার্লস স্কুল। কো এড নয়!
  • dc | 132.164.133.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৯669362
  • বাপরে ছোটবেলায় ভারত-পাক ম্যাচ নিয়ে যে কি উত্তেজনা হতো! যখন বন্ধুদের সাথে দেখতাম তখন সবাই মিলে চ্যাঁচানো, ইচ্ছেমতো গালাগাল, হতাশা বা উল্লাস, বোম ফাটানো, কত কি করতাম! এখন আর ক্রিকেট দেখিনা বটে, তবে এখনো ভারত-পাক ম্যাচ এলে ফলো করি। কালকে ট্রেনে করে আসতে আসতেও দেখলাম অনেকেই এই একটা ম্যাচ নিয়ে ঠিক খোঁজ নিচ্ছে। এই রাইভালরিটার চার্মই আলাদা। যেমন কতোকাল হলো কলকাতা ছেড়েছি, ছোটবেলার সেই ইস্টবেঙ্গল-মোহনবাগান এখন আর সেইভাবে ফলো করা হয়না। কিন্তু এখনো "বড়ো ম্যাচের" খবর পেলে ঠিক ফলো করার চেষ্টা করি। এতো দিন পরেও ফুটবলে মোহনবাগানকে গালি না দিলে আর ক্রিকেটে পাকিস্তানিদের গালি না দিলে বড়ো ম্যাচ অসম্পূর্ণ থেকে যায়।
  • pi | 192.66.15.119 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫০669363
  • একটু আগে এবিপি-আনান্দতে টানা একটা খবর দেখিয়ে চলছিল। খবরটা অবশ্য কালই পেয়েছিলাম। ফেবুতে লোকজন হেব্বি উল্লসিত হয়ে বলছিলেন, যে পাকিস্তানের কাল রেগেমেগে লোকে টিভি ভেঙে ফেলছেন। তো, এটা বুঝিনি, তার ভিডিওও এসে গেছে আর সে নাকি ভাইরাল হয়ে গেচে শেয়ারের চোটে। অবশ্যই ভারতীয়দের মধ্যে। পাকিস্তান না হলে শেয়ারের এই উন্মাদনা বা এই খবরে এমন উচ্ছ্বাস দেখা যেত কি ?
    ওদিকে পাকিস্তানেও একই ব্যাপার। ঐ খবরেই দেখলাম, পাকিস্তানের লোকজন বলছেন, ওয়ার্ল্ড কাপ জিততে তো চাইনি, অন্যন্দের সাথে অন্য কোন ম্যাচ জেতাতেই আগ্রহ নেই, শুধু এটাতে ভারতকে গুঁড়িয়ে দিতে চেয়েছিলাম।

    এরপরেও বলতে হবে, এই উন্মাদনা শুধু ক্রিকেটিং মেরিটের ভিত্তিতে ? কোন জিঙ্গোইজম নেই ?

    ও হ্যাঁ, অস্ট্রেলিয়াতে ভারত-পাক ফ্যানেদের মধ্যে প্রচণ্ড মারামারিতে চারজন হাসপাতালে। চল্লিশ-পঞ্চাশজনের মধ্যে ঝামেলা হয়েছিল।
  • kc | 198.71.226.197 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০৬669365
  • এটা জিঙ্গোইজম নয়, এগুলোকে বলে হুলিগানিজম। ফুটবল খেলাকে ঘিরে আকচার হয়।
  • একক | 24.96.46.250 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২৪669366
  • জিঙ্গইসম আছে তো । দল,সাপোর্ট,ফ্যান এই পুরো ব্যাপারটাই তো তাই । এতো পাজল নয় যে সলভ হবে । ইটস গেম । ভাগাভাগি-হানাহানি-গালাগালি থাকবেই । একেবারে পাবলিক ক্যালাকেলি -অগ্নিকান্ড শুরু না হওয়া অবধি যাদের ভাল্লাগেনা মাথা না দিলেই হলো :| একটা নাটক কে আরেকটা নাটক থেকে কাঁটা বেছে আলাদা করে লাভ কী । মজা নষ্ট হবে ।
  • S | 139.115.2.207 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২৭669367
  • আমার কাছে ভারত অস্ট্রেলিয়া সিরিজ চিরকালই অনেক বেশি একসাইটিঙ্গ ছিলো। পাকিস্তানের সঙ্গে রাইভালরির কথা এলেই সেই যুদ্ধ-কাশ্মির চলে আসে। পাকিস্তানের অনেক ক্রিকেটার আমার খুব প্রিয়।
  • cricinfo | 125.112.74.130 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৭669368
  • আগে ভারত পাক ম্যাচ নিয়ে আরো বেশি উত্তেজনা ছিল , বেসিকালি আর্চ রিভাল্রী - ফুটবলে যেমন হয় । তবে এটা ও ঠিক পাকিস্তানে হারের সম্ভাবনায় দু তিনটে ম্যাচ ভন্ডুল করে হয়েছিল সেই আশির দশকে । ভারতে ভারত পাক ভন্ডুলের সম্ভাবনা একবার হয়েছিল - ইডেনে ১৯৯৯ তে - সচিন এর রান আউটের পর । তার আগে অবশ্য ইডেন আগেই ভন্ডুল করে নাম কিনেছে ১৯৯৬ সেমি তে ।
  • dc | 132.164.191.74 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০০669369
  • হ্যাঁ এই ভারত পাক আর্চ রাইভালরিটা খুব উপভোগ্য। ফুটবলে ইস্ট-মোহন ছাড়াও দুদেশের আর্চ রাইভালরির উদাহরন ব্রাজিল-আর্জেন্টিনা। ভারত পাক রাইভালরিও থাক তার সব ইন্টেনসিটি আর রোমাঞ্চ নিয়ে।
  • সুশী | 193.90.37.155 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৪669370
  • ভারত পাকিস্তান ম্যাচে জোর গলায় পাকিস্তানকে সমর্থন করছে ভারতের লোকে। আচো* সুশীল নাহলে এটা সম্ভব নয়। অন্যরা খিস্তি দেবেনা তো কি পুজো করবে?
  • dc | 132.164.191.74 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৯669371
  • সুশী, যে যাকে ইচ্ছে সাপোর্ট করতে পারে। উল্টোদিকের লোক তাকে গালি দেবে, খেলা শেষ হলে নাহয় একটু হাতাহাতি করে নেবে, তারপর একসাথে বসে বীয়ার খাবে। ভারতীয় হলেই যে পাকিস্তানকে সাপোর্ট করতে পারবেনা, তা কেন? বা উল্টোটা? তবে হ্যাঁ গালাগাল খেতে আর দিতে হবে, হাতের জোর দেখাতে হবে। তবে না খেলা দেখার মজা!
  • দেব | 135.22.193.150 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৬669372
  • আহা অত চটেন কেন মশাই। এই দেখুন না আমি আয়ার্ল্যান্ডকে সাপোর্ট করছি এবার।
  • 4z | 208.231.20.20 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৩669373
  • আমার পাকিস্তানি কলীগ ভারতকে সাপোর্ট করেছে, তো? যার যে টিমকে ইচ্ছে সাপোর্ট করবে। সব ব্যপারে এত চুলকুনি হলে বি-টেক্স লাগান।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৪669374
  • সুশী আশা করি ফুটবলে কেবলই ভারতকে সাপোর্ট করেন?
  • sm | 233.223.159.89 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৭669376
  • ভারতের সঙ্গে অন্যদেশের ফুটবল, হকি, ক্রিকেট যে ম্যাচই হোক না কেন; ভারত ছাড়া অন্য কাউকে সাপোর্ট করার কথা ভাবতেই পারিনা।লিয়েন্ডারে সঙ্গে ডেভিস কাপে ফেদেরারের ম্যাচ হলেও, লিয়েন্ডার কেই সাপোর্ট করব।
    4z , এমন বিরল পাকিস্তানি কোথা থেকে জোটালেন? ইয়েঃ বাত কুছ হজম নেহি হুই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন