এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রিলিজ... | 123.21.79.252 | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৩669320
  • থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর,
    যেমনটা আমারও, তেমনটাই তোর।
    রোজকার জীবনে জমা যতো গ্লানি,
    মুখ বুজে সয়ে যাই মুখচোরা প্রাণী।
    না পাওয়া জমা হয়, জমা হয় রাগ,
    গোপনে গোপনে পুষি যন্ত্রণা দাগ।
    শাসকের কড়া চোখ, বসেরও কড়া,
    চেপে রাখা কাম নিয়ে গোপনে মরা।
    এ ভাবেই দিন কাটে, দিনের শপথ,
    অবদমন খুঁজে ফেরে মুক্তির পথ।
    ক্রোধ জমে প্রতিদিন, বেড়ে চলে কিস্তি,
    জমে চলে রোজ রোজ না দেওয়া খিস্তি।
    হতাশায় খুঁজে চলা কার্নিভাল রাস্তা,
    যা কিছু চেপে রাখা বের করো আজ তা।
    বিশ্বকাপে ভারত-পাক, মঞ্চ তো তৈরি,
    সংবিধান স্বীকৃত, চির চেনা বৈরী।
    যতো পারো খিস্তাও, নেই কোনও পাপ,
    এক যোগে পোহানো জাতীয় উত্তাপ।
    এ শুধু ক্রিকেট নয়, অবদমন-মুক্তি,
    যতো পারো রিলিজ, এই শুধু চুক্তি।
    জিতে গেছি আমরা, পাক গেছে হেরে,
    এক দিনের উৎসব, গাও গলা ছেড়ে।
    কাল থেকে না পাওয়া ফের তবে শুরু,
    পরের ভারত-পাক কবে আছে গুরু?
  • শতঞ্জীব গুপ্ত | 113.242.190.88 | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫২669331
  • দুপুরে খাওয়া – দাওয়ার পর আজ একটু বেরিয়েছিলাম। রাস্তা দেখলাম অন্যান্য রবিবারের থেকে বেশ ফাঁকা। বুঝলাম ভারত-পাক ম্যাচের জন্যই। বাড়িতে থাকলে আমিও হয়তো দেখতাম। সকালে আমিও বসেছিলাম টিভি খুলে। বাইরে ছিলাম দুপুর থেকে বিকেল অব্দি। তাই ভারত কখন ও কিভাবে জিতল খবর পাই নি। অন্য কোনভাবে জানার চেষ্টা করার কথাও মাথায় আসে নি।

    সন্ধ্যে ৬টা ১৫ নাগাদ জেমস লং সরনী ধরে বেহালার দিকে যাচ্ছিলাম একটা নীল-শাদা ট্যাক্সী চেপে। আমি বসেছিলাম সামনের সিটে। পিছনে আমাদের সাড়ে ১৪ মাসের শিশুপুত্রও ছিল। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে গেল। সামনে একটি প্রাইভেট গাড়ি, পিছনের কাঁচে আবার ‘Police’ লেখা-সাঁটা কাগজ (পুলিশ পরিবারের ব্যক্তিগত গাড়ি মনে হল)। একটা লম্বা ভারতের পতাকা (প্রায় ২০-২৫ ফুট লম্বা, রাস্তার উপরে দড়ি দিয়ে যেগুলো ঝুলিয়ে দেওয়া হয়) নিয়ে দুজন যুবক দু’পাশে দাঁড়িয়ে, রাস্তা আটকে, আমাদের সামনের গাড়িটার আগে। প্রথমটায় ভাবলাম, রাস্তার উপরের দিকে টাঙ্গানোর জন্য প্রস্তুতি, এক্ষুনি হয়ে যাবে, অথবা তাঁরা উপরে তুলে গাড়ি যাওয়ার রাস্তা করে দেবেন। মুহূর্তে বুঝতে পারলাম, রাস্তা আটকানোর জন্যই এই পতাকা। জানলা দিয়ে মাথা বাড়িয়ে চিৎকার করে বললাম, “কি হচ্ছে ভাই ?!” প্রায় বুজে আসা চোখে, টলমল করে একজন কাছে এসে বললেন, “ ভারত জিতেছে...এত তাড়া কিসের?”। পাল্টা বললাম, (চিৎকার করে, চোখ বড় করে) “ ভারত জিতেছে তো কি... তার জন্য পতাকা দিয়ে রাস্তা আটকাতে হবে ?!” সঙ্গে সঙ্গে চলে এলেন ৬-৭ জন আরো টলোমলো যুবক। বুঝতে পারলাম, আমার মতো কাউকেই তাঁরা খুঁজছিলেন। অসহ্য খিস্তি শুরু করলেন তাঁরা যাতে আমি provoked হই। একজন কনুই দিয়ে অঙ্গভঙ্গি শুরু করলেন খিস্তির সঙ্গেই। আমি গাড়ির দরজা খুলে নামার উপক্রম করতেই গাড়ির চালক গতি বাড়িয়ে এগিয়ে গেলেন। ফাঁকা রাস্তা। আমরা তাঁদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেলাম। চালক আমায় বললেন, “কেন এসবের মধ্যে কথা বলেন। এখন এরকমই চলছে সব জায়গায়”

    বাকি রাস্তা যেতে যেতে ভাবলাম, (গৃহপালিত মানুষকে যা ভাবতে হয়) _ ভালোই হয়েছে, ঝামেলায় জড়াই নি, পুচকেটা সঙ্গে ছিল।

    ঘটনাটা ১ মিনিটের বেশি গড়ায় নি এবং আমি হবহু বর্ননা করলাম __ একটুও কম-বেশি না করে। প্রসঙ্গত জানাই, এই যুবকদের কারুর সঙ্গেই আমার কোন পরিচয় থাকার প্রশ্ন নেই। তাঁরা কে, কেন, আদৌ কোন পার্টি বা ক্লাবের সাথে যুক্ত কি না, তা আমার জানার কথা নয়।

    বাড়িতে এসে টিভি খুললাম। এবিপি আনন্দের শিরোনাম “ভারতের পাক-বধ”। সঙ্গে আরো একটা খবর চোখে পড়ল; জলপাইগুড়িতে পিটিয়ে খুন একজন। তিনি নাকি কিছুর একটা ‘প্রতিবাদ’ করতে গিয়েছিলেন।
  • lcm | 118.91.116.131 | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৯669342
  • বোঝো!
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫০669353
  • সত্যি বলতে আমরাও সব ক্লজেট অ্যান্টি-পাকিস্তান। পিওরলি ফ্রম ক্রিকেটিং মেরিট ভারত-পাকিস্তান ম্যাচ কোনভাবেই এত উন্মাদনা তৈরির যোগ্য নয়। ভারত-অস্ট্রেলিয়া বা ভারত-সাউথ অ্যাফ্রিকা ধরণের ম্যাচের ক্রিকেটিং মেরিট অনেক বেশি। অথচ কালকে আমি ও আমরা, তথাকথিত প্রগতিশীল, ইন্টারন্যাশানালিস্ট ওভার ন্যাশানালিজম, উদার, ধর্ম-টর্ম সব লেসার মর্টালদের জন্যে-রাও অতি-উৎসাহে টিভি/ইন্টারনেট খুলে বসেছি - অন্য ম্যাচে না করলেও।
  • dc | 132.164.133.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৫669364
  • ভারত পাকিস্তান ম্যাচের মেজাজই আলাদা, অন্য কোন ম্যাচের সাথে তুলনা হয়না। আর ভারত পাকিস্তানকে হারালে প্রতিবার একটা তৃপ্তি আসে, যেটা অন্য কোন ম্যাচে হয়না। কালকের ম্যাচটা অল্প অল্প দেখলাম, অনেকদিন পর ক্রিকেট দেখলাম। অনেকদিন পর আবার ভাল্লাগলো। আর ভারত ৬, পাকিস্তান ০ - অসাধারন!
  • dc | 132.164.133.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৯669375
  • আমার দেখা সেরা ভারত-পাক একদিনের ম্যাচগুলোর মধ্যে দুটো বিশেষ করে মনে পড়ে। একটা অস্ট্রেলিয়াতে, সৌরভ সেটায় অসাধারন খেলেছিল আর সেঞ্চুরি করেছিল। সৌরভ অবশ্য ঢাকাতেও পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল, তবুও অস্ট্রেলিয়ার ম্যাচটা আরো ভাল্লেগেছিল।

    আর সেরা ম্যাচ বোধায় ২০০৩ বিশ্বকাপ, যেটায় আক্রাম নাকি বলেছিল, তুঝে পাতা হ্যায় তুনে কিসকা ক্যাচ ছোড়া? (অবশ্য সত্যি বলেছিল কিনা জানিনা)। উফ ওটার মতো ম্যাচ খুব বেশী দেখিনি। ভারত-পাক ম্যাচের সাথে আর কোন ক্রিকেট ম্যাচের তুলনা হয়না। একটাই আক্ষেপ, এই দুটো দলের টেস্ট ক্রিকেট বেশী হয়না।
  • কেসি | 198.236.242.3 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৩669386
  • আক্রাম বলেছিল "তু নে ওয়ার্ল্ড কাপ ছোড় দিয়া"। এই সেদিনও আক্রাম কমেডি নাইটসে বলল। আমার সেরা ম্যাচ হল শারজায়, মিঁয়াদাদের সেই লাস্ট বলে ছক্কা ম্যাচ।
  • Bhagidaar | 218.107.71.70 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৭669392
  • আমার তো মনে হয় আমাদের জেনেরেশন একচুয়ালি অতটা এন্টি-পাকিস্তান নয়। আমরা বরং এই শত্রুতাটা ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ রাখতে চাই।
  • কেসি | 198.236.242.3 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫০669393
  • ক্রিকেট ম্যাচের উন্মাদনা থেকে অ্যান্টি পাকিস্তান হয়ে যাওয়া হল ফার ফেচড জিঙ্গোইজম। ন্যাড়াদা ডাউন ডাউন।

    মোবা-ইবে ম্যাচ থেকে ন্যাড়াদা কী সিদ্ধান্তে আসে, জানতে হবে।
  • aranya | 83.197.98.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫১669321
  • ভোর সাড়ে ছটা অব্দি জেগে খেলা দেখলাম। ভাল লাগল।
    মিসবা-র জন্য দুঃখ হচ্ছিল, একা লড়ে যাচ্ছে, কোন সাপোর্ট নেই। ৪১ বছর বয়স - সিমপ্লি গ্রেট!
  • aranya | 83.197.98.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫২669322
  • ইংল্যান্ড-অজি অ্যাশেজ সিরিজ-ও তো খুবই উন্মাদনার ব্যাপার - ঐ দুই দেশের লোকেদের কাছে।
    ভাগী আর কেসি-কে ক
  • aranya | 83.197.98.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৪669323
  • অনেকগুলো প্লাস পয়েন, ভারতীয় টিমের জন্য - বিরাট একদিনের ম্যাচে রান পেল, ধবন ফর্মে ফিরল, সর্বোপরি বোলার-দের অতটা খারাপ দেখায় নি (অশ্বিনের বল টার্ন করতে এই প্রথম দেখলাম)।
    আর ফিল্ডিং - বেশ উঁচুমানের
  • dc | 132.164.133.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৭669324
  • হ্যাঁ মিসবা বেচারা দুবার একা লড়ে গেল, সাথে কাউকে পেলনা। তবে মিসবা বেশ স্লো ব্যাটিং করে, এই ধরনের প্রেসার কুকার ম্যাচে মনে হয়না কখনো ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারবে বলে। আর পাকিস্তান বোলিং এর সেই ঝাঁঝ আর নেই। আক্রাম-ওয়াকার-শোয়েব ওদের শেষ মারাত্মক ত্রয়ী ছিল। উফ, তখন কি বোলিং ছিল! আর আমাদের তখন ছিল পঞ্চপান্ডব। ভারত-পাক ম্যাচ যুগ যুগ জিও!
  • aranya | 83.197.98.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০২669325
  • মিসবার ব্যাটিং স্লো লাগলে বিরাটের ইনিং-টা তো আরও স্লো।
    অ্যাঙ্কর রোল প্লে করলে এই রকম-ই হয়, একা ঝড় তুলতে গেলে হয়ত আরও আগেই আউট হয়ে যেত
  • dc | 132.164.133.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৫669326
  • বিরাটের ইনিংস স্লো হলেও, বিরাট ফার্স্ট ব্যাট করেছে আর মিসবা চেজ করেছে। চেজ করে অতো স্লো হলে খুব একটা এফেক্টিভ হয়না। আমার মনে হয় এই বিরাটই চেজ করলে অতোটা স্লো খেলত না। আগের বারও মিসবা চেজ করে বড্ডো বেশী স্লো খেলেছিল।
  • aranya | 83.197.98.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৭669327
  • মিসবার স্ট্রাইক রেট ৯০ - গুড এনাফ। অফ্রিদি বা অন্য কারও সাথে একটা লম্বা পার্টনারশিপ হলে ৩০১ অসাধ্য ছিল না
  • dc | 132.164.133.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১০669328
  • যাগ্গে ওয়ার্ল্ড কাপে ভারত ৬ পাকিস্তান ০ ঃ-)
  • aranya | 83.197.98.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৩669329
  • তবে পাক বোলিং অ্যাটাক দেখে দুঃখ হয়, আপনি যেমন লিখেছেন - 'আক্রাম-ওয়াকার-শোয়েব ওদের শেষ মারাত্মক ত্রয়ী ছিল'।
    ডেথ-এ ভাল বল করেছে, জুনেইদ থাকলে আরও লড়াই হত - পাক বোলিং বনাম ভারতীয় ব্যাটিং
  • dc | 132.164.133.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৬669330
  • হুঁ পাক বোলিং বেশ কিছুদিন হলো আগের মতো আর নেই। না আছে ভালো পেসার, না আছে সাকলেইনের মতো একটা অ্যাটাকিং স্পিনার।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৩669332
  • আমার বক্তব্য ক্রিকেটিং মেরিট দিয়ে পাকিস্তান ম্যাচের উন্মাদনা যাস্টিফাই করা যায় না। এর মধ্যে একটা জিঙ্গোইজমের ব্যাপার আছে।
  • pi | 233.176.13.232 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৬669334
  • একদমই তাই। কাল এই নিয়ে ফেবু গ্রুপে পুরো ঝড় বইছে। কয়েকজন পাকিস্তানকে সমর্থন করি বলাতে যা সব প্রতিক্রিয়া এসেছে ! মামলা করে দেবার হুমকি অব্দি, রাজনাথ সিং এর ফেক স্টেটমেন্ট থেকে আরো কত কী চলে এল ! তারপর হারার পর 'পাকি ডগি' দের হারানো নিয়ে কী উচ্ছ্বাস এবং গুরুতে কেন জিঙ্গৈজম নিয়ে সমালোচনা করা হচ্ছে তাই নিয়ে গুরুর তুলোধোনা।
  • sm | 233.223.152.149 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৬669333
  • মিসবা ভারতের জয়ে সাহায্য করেছে। দেখুন আফ্রিদি যখন নামল তখন বোধহয় মিসবার ২০-২৫ টা বল খেলা হয়ে গেছে। প্রথম ৪৫ বলে মিসবা মোটামুটি ২০-২২ মত রান করেছিল। অর্থাত স্ট্রাইক রেট্ ৫০ এর কাছা কাছি। আফ্রিদিকে নেমেই ওরকম বেপরোয়া ব্যত চালাতে হচ্ছিল।মিসবা ওই সময়ে কিছু বড় শত খেললে বা ডট বল কম দিলে পরিস্থিতি অন্য হতে পারত। মিসবা একটি খনি প্লেয়ার।
    অজি- ইংল্যান্ডের ব্যাপার টা অন্য। দু দেশের মধ্যে কোনো দিন যুদ্ধু হয় নি।
  • lcm | 118.91.116.131 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৭669335
  • ধুর ধুর, বোরিং ম্যাচ।
    সেই ২০০৩ -এর বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ (শচীন-সেওহাগ আর ওদিকে ওয়াকার-আক্রম-শোয়ায়েব) ছাড়া বাকী ম্যাচগুলি হাইপ।
    ঐ এক হাইপ ছিল না, অসি-ব্রিটিশদের অ্যাসেজ টেস্ট সিরিজ, আর এক হাইপ হইল এই ভারত-পাকিস্তান ম্যাচ।
  • pi | 233.176.13.232 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৮669336
  • ন্যাড়াদার পোস্ট নিয়ে বললাম।
  • lcm | 118.91.116.131 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩২669339
  • অফ কোর্স পুরোটাই যুদ্ধ যুদ্ধ, দেখ লেঙ্গে, লড়কে লেঙ্গে, শত্রুবধ পালা। নইলে কি এমন খেলা হয় ভারত-পাকিস্তানের ম্যাচে, পাকিস্তানে তো তেমন প্লেয়ারই নাই, ভারতেই বা কি এমন।
  • dc | 132.164.133.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩২669337
  • আফ্রিদি কে তো আমার বেশ ওভাররেটেড প্লেয়ার মনে হয়।

    আমার মতে জিঙ্গোইসম ছেড়ে ভারত-পাক ম্যাচের উত্তেজনা উপভোগ করা উচিত। দুটো দেশেরই প্লেয়াররা এই ম্যাচে নিজেদের নিংড়ে দেয়। ভারত-পাক ম্যাচ মানেই চিরকাল আলাদা আবহ। আক্ষরিক অর্থে "বড়ো ম্যাচ"। আর ভারত জিতলে বেশ ভালোও লাগে বৈকি।
  • aranya | 83.197.98.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩২669338
  • আফ্রিদি অমন ভাবেই খেলে, শট নেওয়াটাই ওর ন্যাচারাল গেম। নিজের দিনে মিস হিট গুলো ও ছয় হয়ে যাবে, লাক খারাপ থাকলে ক্যাচ

    সাউথ আফ্রিকা ম্যাচ-টার জন্য অপেক্ষা করছি, দেখি ইন্ডিয়ান বোলার-রা মারকুটে ব্যাটসম্যান-দের সামলাতে পারে কিনা
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৭669340
  • শেষ কবে ভারত-পাকিস্তান হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে মনেই পড়ে না। তাহলে কেন এই উন্মাদনা?
  • Bhagidaar | 218.107.71.70 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৪669341
  • ওদিকে আয়ারল্যান্ড বেশ খেলছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন