এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০২৮৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.24 | ২৪ জুলাই ২০১৬ ১৩:৩১666718
  • সিপিএম কি আচরণ করল কল্লোলদা? নির্বাচিত বিধায়ক দল পরিবর্তন করেছে-কারণ কি জানা নেই (অথবা আছে)। উল্টোদিকে তিনো থেকে দল ছেড়ে কেউ সিপিএম কেন কোন দলেই যাচ্ছে না।
    তাহলে "সিপিএম আর পাচটা দলের মতই আর একটা দল"-সেটা কিভাবে প্রমাণিত হল?
  • সঠিক তাত্বিকতা | 95.25.103.69 | ২৪ জুলাই ২০১৬ ১৩:৫০666719
  • সিপিএম কে 'পাঁচটা দলের একটা দল" বলতেই রাগে পিটিজির তাত্বিক দাড়ি ফুলে উঠল।

    বলুন সিপিএম বামফ্রন্টের "ছয়টা দলের মতোই একটা দল" (সিপিএম, ফেলার বাপ, মার্ক্সিস্ট ফেলার বাপ, আরএসপি, আরসিপি আর বিপ্লবী বাংলা কংগ্রেস )
  • sm | 53.251.91.253 | ২৪ জুলাই ২০১৬ ১৩:৫৭666720
  • পিটির তাত্বিক দাড়ি ! তাও কিনা ফুলে উঠছে! বাবারে হা হা পে ফে যা গো ;-))))
    তবে এবার ত্রিপুরা তেও সি পি এম হারতে পারে।
  • dc | 120.227.239.49 | ২৪ জুলাই ২০১৬ ১৪:১১666721
  • আহা সিপিয়েম হলো তাত্ত্বিক রাজনৈতিক দল, সিপিয়েম কেন ওসব অশুচি দলের একটা হতে যাবে? সিপিয়েমের নেতৃত্বে কারা আছে দেখেছেন? ভট্টাচার্জো, বসু, চক্কোত্তি! গব্বে বুক ফুলে যায়! সেইজন্যই না সিপিয়েম দিনরাত শোষিত নিপীড়িতদের কথা ভেবে কাঁদে! অন্য ছিছি দলগুলো সিপিয়েমের মতো করে কাঁদে? তবে হ্যাঁ কোটি টাকার সিপিয়েম বিধায়্ক দল ছেড়ে গেলে কিন্তু সেই দায় ছাগল জনগনের।
  • ranjan roy | 132.162.125.198 | ২৪ জুলাই ২০১৬ ১৯:২৫666722
  • পিএম,
    আপনাকে আমার ঘ্যান ঘ্যান থেকে মুক্তি দিলাম। কিন্ম্তু মুক্তি তো আপনার হাতে! খুব সহজ, আমার পোস্টগুলো দেখলেই স্কিপ করে যাবেন।ঃ)))
    তবে স্কুলে বোধহয় সামারি লেখায় ভালো নম্বর পেতেন না।
    আমার পাঁচ বছরের বক্তব্যের সামারি এক লাইনেঃ
    ১। আজকের বাজারে সবগুলো রাজনৈতিক দলই দেউলিয়া। আর সিপিএম হল মহা হিপোক্রিট দল। বড় বড় তাত্ত্বিক কথার আড়ালে সেই বাজারবাদ সেই উন্নয়নের পাশ্চাত্ত্য মডেল, সেই বিদেশি প্রাইভেট পুঁজির ওকালতি, সেই সরতে সরতে এসে আজকে সামাজিক রাজনৈতিক ইস্যুতে আন্দোলন ছেড়ে খালি বিধানসভায় সিটের পলিটিক্স!
    এবার আপনার সামারিঃ
    ১ ও ২ এর বদলে আমার ১।
    ৩ ঃ ওদের কীর্তি হাইলাইট করার দরকার নেই কে বলেছে? বলা হচ্ছে ওদের কাছে এর থেকে বেশি কিছু প্রত্যাশিত নয়। অবশ্যই সিপিএম এর থেকে প্রত্যাশিত ছিল, তাই বেশি শকিং!
    ৪ এব ৫ঃ বাজে কথা! তাহলে তিনবছর আগে থেকেই রুটি পাল্টে দাও, এদের এবার যাওয়া উচিত বলে চেঁচাতাম না। আর এবার আমাদের পরিচিত সবাইকে এবং এই পাতায় জোটের পক্ষে ভোট দেবার কথা বলতাম না ( জোট অপছন্দ হলেও)।

    আর বামেরা এমন গোহারা হারায় দুঃখিত হতাম না।
    আসলে আপনাদের পছন্দ প্রশ্নহীন আনুগত্য।
    যেই সিপিএম এর সমালোচনা করা হল অমনি দেগে দেবেন--মমতার ওকালতি করছে এবং vice versa।

    শেষে একটা কথাঃ
    পিটির সাতবছরের ঘ্যানঘ্যানে বিরক্ত হন নি?
    যেটাকে একটি লাইনে বলা যায়-- সিপিএম একমাত্র সঠিক রাজনৈতিক দল। ওরা কখনও কোন ভুল করেনি, কোন খারাপ কাজ করেনি। অনিলায়ন/ পঞ্চায়েতের খবরদারি, স্বজনপোষণ, নির্বাচনে ফলস ভোট কখনও করেনি। নন্দীগ্রামে ২১ জুলাইয়ে জনগণের স্বার্থে গুলি চালিয়েছে। সাঁইবাড়ি/ আনন্দমার্গী/নেতাই/বানতলার জন্যে সিপিএম দায়ী নয়। এসব সরকার ফেলেদেওয়ার চক্রান্ত। সিপিএম এর কোন বিকল্প নেই। তাই ওদের একশ বছর সরকারে থাকা উচিত। যারাই বদলাবে বা বদলানোর কথা বলবে সব ছাগল।
    যাকগে,ভালো থাকুন এবং কাটান দিন।

    cb,
    লিখছি।
  • PT | 213.110.242.23 | ২৪ জুলাই ২০১৬ ১৯:৪৬666723
  • "অবশ্যই সিপিএম এর থেকে প্রত্যাশিত ছিল, তাই বেশি শকিং!"
    কি প্রত্যাশিত ছিল? দুটি রাজ্যে শাসন করে ভারতে সমাজতন্ত্রের পত্তন? সেই বালখিল্য রাজনীতির চর্বিতচর্বণ।

    "নন্দীগ্রামে ২১ জুলাইয়ে জনগণের স্বার্থে গুলি চালিয়েছে। সাঁইবাড়ি/ আনন্দমার্গী/নেতাই/বানতলার জন্যে সিপিএম দায়ী নয়।"
    (কি আশ্চজ্জি এই তালিকায় ২১ শে জুলাই অনুপস্থিত!!)
    সেই ফাটা রেকর্ড ও যুক্তিহীন আবেগের আড়ালে প্যাথোলজিকাল বাম বিরোধীতা।
    যদি খেয়াল না করে থাকেন তাহলে মনে করিয়ে দিই যে এই সরকারটি ৫ বছর কাটিয়ে দিয়েছে আর আরো ৫ বছর কাটাতে চলেছে।

    আমি কখনই মনে করিনি যে "ওরা কখনও কোন ভুল করেনি, কোন খারাপ কাজ করেনি।" এটি আপনি প্রথম দিন থেকে আমার মুখে বসিয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আমি বারংবার বলেছি যে এই সরকার যুদ্ধকালীন তৎপরতায় এই বিষয় গুলির তদন্ত করুক। কিন্তু যেহেতু তারা কিছুই করছে না (আর করবে বলেও মনে হয়না) আর অনেক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আপন করে নিয়েছে (যেমন মণীষ গুপ্ত), তাই আমি পরোক্ষে সিদ্ধান্তে এসেছি যে এই সব ঘটনার সঙ্গে জড়ানোর মত সিরিয়াস কিছু সিপিএম দল হিসেবে কিছু করেনি। তাপসী মালিকের আধপোড়া দেহ নিশ্চয়ই আর এখন কাউকে বিশেষ বিব্রত করেনা!! এখন আপনি কোন গাল-গপ্পে বিশাস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।

    শিক্ষিত, পড়াশুনো করা মানুষেরা আইনের ওপরে আস্থা না দেখিয়ে গুজবে বিশ্বাস করে তক্ক চালালে সেটা খুবই বেদনাদায়ক হয়ে দাঁড়ায়।।
    সম্ভব্তঃ সমাজের পচনের শুরু সেখান থেকেই.......
  • ranjan roy | 132.162.125.198 | ২৪ জুলাই ২০১৬ ২০:৩৬666724
  • পিটি,
    একবার ব্রতীন জিগিয়েছিল--সিপিএমের কোন খারাপ কাজের নিন্দে কেন করেন না? আপনার উত্তর --এমন কোন খারাপ কাজ করেনি যে নিন্দে করতে হবে। খুব বেশি হলে বলেছেন যে কোর্টে এখনও প্রমাণিত হয় নি।
    এই সেদিন ত্রিপুরার এসএফাইয়ের ছেলেদের বিরোধীদের পেচ্ছাপ খাওয়াতে বাধ্য করা নিয়েও বার বার বলার পরে আগে আবাপ পরে সর্বভারতীয় পত্রিকায় খবর দেখে তবে চাঁদ সদাগরের বাঁহাতে ফুল দেওয়ার মতঃ))
    কেরালায় সিপিএম ও বিজেপির ক্যাডার দুজনেই মরেছে। আপনি সবার থেকে চান শুধু একটি কেসেই নিন্দে হোক। কেরালায় সিপিএম এর জেলা স্তরের নেতার বিরুদ্ধে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দলিত পরিবারের কমরেডকে মারা ও প্রতিবাদ করতে তার দুই মেয়ে পার্টি অফিসে গেলে তাদের অপদস্থ করে উল্টে তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে হামলা করার মিথ্যে অভিযোগ করে সেই দুটো মেয়েকে থানায় পাঠানোর খবর সর্বভারতীয় পত্রিকায় বেরিয়েছে। নিশ্চয় চোখে পড়েনি?
    যাকগে এ নিয়ে সেই চর্বিত চর্বণ অনেক হয়েছে।
    গুজব?
    ১) তাপসী মালিকের মৃত্যু গুজব?
    ২) অনিতা দেওয়ানের বানতলায় ধর্ষণ ও হত্যা গুজব?
    ৩) বিজন সেতুর উপর আটজন আনন্দমার্গীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা গুজব?
    ৪) সাঁইবাড়িতে দলবেঁধে ঢুকে চারজনকে মেরে ফেলা গুজব?
    ৫) নেতাই কান্ডে রথীন দন্ডপাটের বাড়ি থেকে গুলি চালিয়ে মহিলা ও বাচ্চার হত্যা গুজব?
    ৬) ২১ জুলাই যুব কংগ্রেসের জমায়েতে রাইটার্স ধর্ণায় গুলি চালিয়ে মেরে ফেলা গুজব?
    ৭) মেদিনীপুরে দাসেরবাঁধ কান্ড গুজব?

    এসবকে গুজব বলে চেঁচিয়ে চোখ বুঁজে থাকুন ও আশা করতে থাকুন একদিন জনগণ কোন মাহেন্দ্রক্ষণে ছাগল থেকে ভেড়ায় রূপান্তরিত হয়ে বাম সরকারকে আবার ফিরিয়ে আনবে।
  • dc | 132.174.105.120 | ২৪ জুলাই ২০১৬ ২২:১৮666725
  • সিপিএম পাট্টি কোন খারাপ কাজ করেনি। কেন করেনি? কারন তিনো পাট্টি কোন তদন্ত করছে না। তিনো তদন্ত করছেনা মানেই সিপিয়েম খারাপ কিছু করেনি। বল্লে হবে?

    রোববারের খোরাক অফুরন্ত :d
  • PT | 213.110.242.21 | ২৪ জুলাই ২০১৬ ২২:২৫666726
  • গোলপোস্টটা কাঁধে করে বাড়িতে নিয়ে এলেন যে!!
    লেখার আগে পড়তে হয়, নাহলে.....কি লিখেছি পড়ুন আর একবার নইলে ছায়াযুদ্ধ চলতেই থাকবে।
    "তাই আমি পরোক্ষে সিদ্ধান্তে এসেছি যে এই সব ঘটনার সঙ্গে জড়ানোর মত সিরিয়াস কিছু সিপিএম দল হিসেবে কিছু করেনি।"

    আপনার হাতে সিপিএমের জড়িত থাকার অকাট্য প্রমাণগুলো নবান্নে গিয়ে দিয়ে এলেই তো পারেন। ২১ শে জুলাইয়ের ব্যাপারটা তো মণীষ গুপ্তর সঙ্গে আলোচনা করে সেরে ফেলা সব চাইতে সহজ। নাকি ব্যাপারটা মিটিয়ে ফেললে আর সব তথ্য সামনে এলে মৃতদের আর শহীদ আখ্যা দেওয়া যাবেনা?
  • dc | 132.174.105.120 | ২৪ জুলাই ২০১৬ ২২:৩৮666728
  • নানা এই আসছে মঙ্গলবার মণীষদাদা নবান্নে চায়ের নেমন্তন্ন করেছে তো, তখ্নই সব মিটিয়ে আসব। সাথে করে এক বাক্সো ভর্তি অকাট্য প্রমানও নিয়ে যাবো।
  • ranjan roy | 132.162.125.198 | ২৪ জুলাই ২০১৬ ২৩:৩৬666729
  • "শিক্ষিত, পড়াশুনো করা মানুষেরা আইনের ওপরে আস্থা না দেখিয়ে গুজবে বিশ্বাস করে তক্ক চালালে সেটা খুবই বেদনাদায়ক হয়ে দাঁড়ায়।।
    সম্ভব্তঃ সমাজের পচনের শুরু সেখান থেকেই।।।।।।।"।

    --আহা হা! অমৃতং বালভাষিতং!
    শেষে বামপন্থী বুদ্ধিজীবির হাতে রইল বুর্জোয়া আইনের পেনসিল।
    তাহলে তো কানহাইয়ারা খুবই অন্যায় করেছে। আফজল গুরুর ফাঁসি নিয়ে প্রশ্ন তোলা? কাশ্মীরে মিলিটারির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা?
    আর কোলকাতায় যারা ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি নিয়ে প্রশ্ন তুলছে? সর্বত্র আইনের উপর অনাস্থা! বেদনায় ভরে গিয়েছে পেয়ালা!
    আর মোদীজির অমিতজির বিরুদ্ধেও তো আইনে কোন প্রমাণ পাওয়া যায় নি। তবে কেন গুজরাতে মোদীজির অমিতজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বামেরা?
    তা সারদা/নারদা তো আজও আইনে প্রমাণিত হয় নি। তাহলে ততদিন আমাদের চুপ করে থাকা উচিত, কী বলেন?
  • kc | 198.70.38.105 | ২৪ জুলাই ২০১৬ ২৩:৪৯666730
  • রঞ্জনদা, প্রবলেমটা কী? একটু সোজাসাপ্টা বলুন তো। পিটিদার ব্যাটিং ভালো, কিন্তু 87 র সেমিফাইনালে গ্রাহাম গুচের ব্যাটিংএর মতন। একঘেয়ে, বোরিং, শুধুই স্যুইপ শট। একটু খুলে বল করুন, আমাদেরও ব্যাটিং করতে মঞ্চায়।
  • Arpan | 24.195.236.91 | ২৪ জুলাই ২০১৬ ২৩:৫৯666731
  • মুশকিলটা হল পিটিদা সিঙ্গলস নিতে বিশ্বাসী নন। নিলেও ওভারের লাস্ট বলে। এদিকের অন্যদিকের ব্যাটসম্যানের বোলিং ফেস করতে মঞ্চায়, কিন্তু চাইলেই বা দিচ্ছেটা কে? ঃ)
  • ranjan roy | 132.162.125.198 | ২৫ জুলাই ২০১৬ ০০:০৬666732
  • কেসি ও অর্পণ,
    দূর! বাপু নাদকার্ণির বোলিং আর বিজয় মঞ্জরেকারের ব্যাটিং এর মত একঘেয়ে হয়ে গেছে ম্যাচটা ! আমি কাটি।ঃ))
  • PT | 213.110.242.5 | ২৫ জুলাই ২০১৬ ০৭:৪৩666733
  • "শেষে বামপন্থী বুদ্ধিজীবির হাতে রইল বুর্জোয়া আইনের পেনসিল।"
    পেন্ডুলাম বলেছিলাম না?
    যিনি মার্কসবাদ পরিত্যাগ করেছেন তিনি মার্ক্সীয় ভ্কাবুলারি ব্যবহার করে তক্ক করছেন!!

    কিন্তু মণীশ গুপ্তকে ধরে ২১ শে জুলাইয়ের পুরো গপ্পটা জানার দাবী জানাতে আপত্তি কেন? এর তো কোন বাম-ডান নেই। সঙ্গে সঙ্গে "কানহাইয়া, আফজল গুরু, কাশ্মীরে মিলিটারি, ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি প্রসঙ্গ তুলে গোটা ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার কি প্রবল প্রচেষ্টা!!
  • dc | 120.227.225.199 | ২৫ জুলাই ২০১৬ ০৮:১০666734
  • আরে এইত্তো আগামি সপ্তাহেই চায়ের আসরে মণীশদাদাকে ধরে পুরো গপ্পোটা জেনে ফেলা হবে। তারপর দিল্লী গিয়ে মুদিকাকাকে ধরে গুজরাট ২০০২ এরও পুরো গপ্পোটা জেনে ফেলা হবে। আর হ্যাটট্রিক সম্পূর্ণ হবে যখন অমিতভাইকে ধরে ইশরাত এরও পুরো গপ্পোটা জেনে ফেলা হবে। সবাই মিলে ঠিক করেছে যে যদ্দিন না মাথাদের ধরে ধরে পুরো গপ্পো জেনে ফেলা হচ্ছে তদ্দিন কেউ কোন কেস নিয়ে কমেন্ট করবে না।

    এহে আসল গপ্পো বলতে তো ভুলেই গেলাম, চুপি চুপি বলে দি। কয়েকদিনের মধ্যেই মুকুলদাকে ধরে সারদা আর নারদার আসল গপ্পো জেনে ফেলা হবে। কারা যেন বলছিল তার আগে কিন্তু আর কেউ এসব নিয়ে কিছু বলবে না, এমনকি আবাপর লিংকও দেবেনা।
  • sm | 233.223.157.16 | ২৫ জুলাই ২০১৬ ০৯:০২666735
  • গত দু বছর তো সারদা/ নারদ/মদন চোর/ তিনরা ডাকাত-হুলিগান এইসব বলে আর লিংক দিয়ে কেটে গেলো। গো হারা হেরেও;জনগণ কে ছাগল বলতে কুনো লজ্জা নাই।একটাও আইনত প্রমাণিত হয় নি। কিন্তু ভবম হাজাম, বলতে না পারলে তো আবার পেট ফেঁপে কষ্ট পাবে। তাই কি আর করা!
  • | 113.50.82.14 | ২৫ জুলাই ২০১৬ ১৭:৫২666736
  • মদন চোর কে বলে হু .........
    নিনি এটা একবার না হই পড়েই দেখুন না ......
    বাঙ্গুমাকুনকুকৃমীদের প্রতি: Kabir সুমন গত কাল ই লিখেছেন :)

    https://www.facebook.com/kabir.suman.71/posts/10210235672873095?pnref=story
  • cm | 127.247.96.29 | ২৫ জুলাই ২০১৬ ১৯:৪৭666737
  • কেসিবাউকে ধন্যবাদ কাল এই টই এ মজাদার প্রমাণের জন্য। একেবারে প্রুফ ফ্রম দি বুক।
  • MR | 81.170.111.39 | ২৬ জুলাই ২০১৬ ০৪:৪১666739
  • পশ্চিমবঙ্গে ঠিক কতো বয়েসে মদ লিগালি কিন্তে পারে? এই আবেশ দাশগুপ্ত কেসে সবাই তো মনে হয় আন্ডারএজেড।
  • MR | 81.170.111.39 | ২৬ জুলাই ২০১৬ ০৮:২৯666741
  • বাদবাকি ছেলেপিলেদের মিনিমাম ইল্লিগালি মদ কেনার অপরাধেই কিছুদিন জেলের ঘানি কাটানো উচিত। আর দোকানদারকেও ছাড়া উচিত নয়। জয় গোস্বামী আবেশের মা কে দোষ দিচ্ছে কিন্তু It takes a village...
  • PT | 213.110.242.6 | ২৬ জুলাই ২০১৬ ০৮:৪২666742
  • বাচ্চাদের হাতে পয়সা তো ভিলেজ দেয় না.....
    তবে আইন ভাঙ্গাটাই এখন রীতি। তার আর গরীব বড়লোক ভেদাভেদ নেই।
    "বেপরোয়া বাইকের পরিণতি , অশ্রুই সঙ্গী মৃতদের পরিজনের"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=24870&boxid=17316409
  • MR | 81.170.111.39 | ২৬ জুলাই ২০১৬ ২৩:৪৮666743
  • Old saying is , "It takes a village to raise a child."
    এখানে তো পুরো সমাজটাই ফেল করেছে! তো শুধু মাকে দোষ দিয়ে লাভ টা কি? অমিত চৌধুরী যে কিনা কোলকাতার রক বাঁচানোর প্রচেষ্টা করছে, সে কি করছিলো? তার বাড়ির পার্টিতে কি হুল্লোড় হচ্ছে , দেখ্ভাল করবে না?
  • PT | 213.110.242.23 | ২৭ জুলাই ২০১৬ ০৯:৫৯666744
  • কে কাকে বাঁচাবে?

    "কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ’-এর সমীক্ষকদের তৈরি করা একটি রিপোর্ট ........ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস-এর ..... প্রথম থেকে চতুর্থ বর্ষের পড়ুয়াদের ৫৭% ঘোরতর ভাবে কোনও না কোনও নেশার কবলে। মদ-সিগারেট তো আছেই, এ ছাড়া রয়েছে গাঁজা, ভাঙ, আফিম। ঝিমুনি হয় এমন কিছু ওষুধ ও ডেনড্রাইট, জুতোর কালিও তালিকায় আছে। "
    http://www.anandabazar.com/state/many-students-addicted-to-alcohol-worried-health-department-1.443129#

    "ফুটেজে দেখা যাচ্ছে, পাম্পকর্মীকে গলা চড়িয়ে (যুব তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক) সৌরভ বলছেন, ‘৫০টা ছেলে এখানে এসে ভেঙে দিলে কে বাঁচাবে? মালিক বাঁচাবে তো? মালিককে বলে দেবেন সৌরভ বসু এসে বলে দিয়ে গিয়েছে।’ পাম্পকর্মী আইনের কথা শোনানোর পরে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা আইন তৈরি করি। তুমি আমাকে কী আইন দেখাবে! ধরলে আমাকে ধরবে। তোমার কী সমস্যা?"
    http://www.anandabazar.com/state/tmc-leader-threatens-petrol-pump-staffer-to-give-fuel-without-helmet-1.443267#
  • dc | 181.49.221.225 | ২৭ জুলাই ২০১৬ ১০:৩৫666745
  • মণীষদাদার সাথে এটা নিয়ে জরুরি আলোচনা করা উচিত।
  • ভেউ ভেউ | 95.248.227.165 | ২৭ জুলাই ২০১৬ ১০:৫৬666746
  • তিনোমূল এসে ডাক্তারদের জুতোর কালি খাওয়াচ্ছে :(
  • dc | 181.49.221.225 | ২৭ জুলাই ২০১৬ ১২:২৯666748
  • মনীশদাদাকে ধরার সাজেশান PT বাবুর, আর PT বাবুর মতে মনীশদাদাই সিপিয়েমের ভালোমন্দের কাজ বিচারের কষ্টিপাথর, কাজেই এসব ব্যাপারে PT বাবুর কাছে যাওয়াই ভালো।
  • cb | 208.147.160.75 | ২৭ জুলাই ২০১৬ ১২:৩৯666750
  • অ!!

    আমি আবার সব কিছুতে মনীশদার রেফারেন্স দেখে ভাবছিলুম ওটা আপনার ডিপার্টমেন্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন