এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০২৮৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MR | 81.170.111.39 | ১৪ মার্চ ২০১৬ ১৯:৫৯666552
  • ABP আনন্দে ডিবেট চল্ছে । শ্রীজাত এস্ছে। কথার জাগলারি চল্ছে!
  • কল্লোল | 111.63.86.202 | ১৫ মার্চ ২০১৬ ০৭:২৯666553
  • নারদ স্টিং নিয়ে কথা হবে না? লোকে কেমং সোনা মুখ করে ঘুস নিচ্ছে।
  • কল্লোল | 111.63.86.202 | ১৫ মার্চ ২০১৬ ০৮:০৮666554
  • সব বাংলা কাগজে খবরটা আছে (নারদ স্টিং), শুধু আজকালে পার্থর প্রতিক্রিয়া আছে, খবরটা নেই।
    পারি না মাইরি।
  • dd | 116.51.31.18 | ১৫ মার্চ ২০১৬ ০৮:২৭666555
  • লজ্জায় মাথা কাটা যায়। পচ্চিম বংগের ই ক্ষী দুর্দশা।

    মন্ত্রীদের ঘুষ পাচ লক্ষ টাকা? ব্যাস ?এক বার দেখে যান করনাটকে। এক সামান্য কাউন্সিলরও পচিশ লাখের নীচে কথা বলে না। স্টান্ডারডই আলাদা মশাই।

    সারা ভারতের কাছে ফের মাথা হেঁট হল।
  • PT | 213.110.242.4 | ১৫ মার্চ ২০১৬ ০৮:৩৬666556
  • খুব অপ্রত্যাশিত কিছু ঘটছে? আ লেপার্ড নেভার চেন্জেস ইট্স স্পট্স!! শুধু সৌগত রায় আমাকে বিস্মিত করলেন......
  • dd | 116.51.31.18 | ১৫ মার্চ ২০১৬ ০৯:১৫666557
  • আমার এই লেখাটা পড়ুন,প্লীজ প্লীজ।
    খুব মোলায়েম এক কনস্পিরেসি থিউরী।

    কি হয়েছে কী, কংরেস আর লেফ ফ্রন্টের মহাজোট হতেই লরেন বাবু ও সব সাম্রাজ্যবাদী শক্তির ঘুম ছুটে গেছে। তার টের পেয়েছেন গনতান্ত্রিক ,(হিন্দু) সাম্প্রদায়িকতা বিরোধী শক্তিরা ক্রমে দানা বাঁধছে। খেটে খাওয়া মানুষের আসন্ন বিজয় ক্ষমতার সুবাতাসে মহাপ্রানীরা খইসে আসছে।

    এর পরের স্টেজ কী হতো বুঝতে পারছেন? তিনোমূল থেকে এরকম প্রগতিশীল অংশ সুব্রত মুখার্জীর নেতৃত্বে ,সৌগত রায়ের ভ্রাতৃত্বে,মুকুল রায়ের পিতৃব্যে দল ছুট হয়ে আবাপ,আম্রিগা বিরোধী গনফ্রন্টের হাত আরো আরো মজবুত করে দিতো। সেটাকে অঙ্কুরেই নিনষ্ট করলো এই স্টিং হতোভাগা।

    মনশান্তো আর টাটা কোং জুটিয়েছে টাকা। না, দাঁড়ান। টাটাকে হুটহাট ঘাঁটলে চলবে না। আচ্ছা, এই লাইন্টা বাদ্দিয়ে পড়ুন।

    বায়ান্নো ঘন্টা টেপ আছে। কয়েক শো কোটি টাকা ঘুষ নিয়েছে বারোশো তেত্রিশ জন। দেখুন্না। যখনই দরকার পড়বে একটু একটু করে রিলিজ করা হবে। অর্ণব তুমি হুঁসিয়ার।
  • d | 144.159.168.72 | ১৫ মার্চ ২০১৬ ০৯:২৪666558
  • কিন্তু আপনারা এমন বিভিন্ন টইতে টইটই করে আলোচনা করেন কেন? বেশ নির্বাচন ২০১৬ র টইতে স্টিং নিয়ে চলছিল, আবার এইটাতে চলে এলেন।
  • d | 144.159.168.72 | ১৫ মার্চ ২০১৬ ০৯:২৬666559
  • আর তাছাড়া কোনও কারণে৩ মোবলিতে থ্রিজি না ধরলে এ টইটা লোড হতেই বিরাট টাইম নেয়।
  • dd | 116.51.31.18 | ১৫ মার্চ ২০১৬ ০৯:২৭666562
  • মানুষকে বিভ্রান্তো করতে।

    যখনো'ই গুচর পাতায় একটা কনসেনসাস হয়ে আসে তখোনই কে বা কারা হুড়ুম করে এসে নানান টই খুলে মহাজোটকে ছত্রভংগো করে দেয়।

    এদিকে সেদিকে ছ্যাড় ছ্যাড়িয়ে পোস্ট করে গনফ্রন্টকে ঘেঁটে ঘ করে দ্যায়।

    এটা জানতেন্না?
  • meghnad | 101.226.212.160 | ১৫ মার্চ ২০১৬ ০৯:২৮666563
  • বড় বিস্ময় লাগে?
    পিটিঃ না।
  • dc | 132.164.24.165 | ১৫ মার্চ ২০১৬ ০৯:২৯666564
  • ডিডিদা কিন্তু সিআইএকে বাদ দিলেন, যাদের পশ্চিমবঙ্গ সেল প্রতি বার বিশেষ ষড়যন্ত্র করতো বাম সরকার হটানোর জন্য, আর যাদের প্রতিটা মিটিং এর সব কথা ফাঁস করে দিতো গণশক্তি আর আজকাল :d
  • Manish | 127.242.169.5 | ১৫ মার্চ ২০১৬ ১২:৩১666566
  • চুরি হয়েছে হাজার কোটি

    কে খেয়েছে? হাওয়াই চটি।
  • | 125.187.40.115 | ১৫ মার্চ ২০১৬ ১৮:৩৭666567
  • নিয়েছে তো সবাই!
    নিজেদের থেকে আর বেশি কে জানে?
    তাই এটা মানলাম না যে তারা আজ শুরুতে খবর পেয়েই বলছিল যে "আমাকে দেখালো?"
    আসলে তারা বলেছে, "আমাকে আজই দেখায় নি তো!"
    আর একটা ব্যাপার আছে!
    রোজ তো অগুনতি লোকের কাছ থেকে নিচ্ছে, এটা কবেকার কোন লোকটার কেস - বোঝার চেষ্টা করেছে প্রাথমিক ধাক্কায়! :)
  • | 125.187.40.120 | ১৫ মার্চ ২০১৬ ২৩:৪৭666568
  • একজন বিখ্যাত ফুটবলার, ওনার পায়ের কাজ দেখার সুযোগ হয়েনি কিন্তু হাতের কাজ দেখার সুযোগ হলো::সত্যি অনেক বড় মাপের খিলাড়ী ::
  • | 125.187.40.120 | ১৬ মার্চ ২০১৬ ০০:২১666569
  • মদনের আছে বনেদীয়ানা
    শোভনে শোভিত আভিজাত্য
    সুলতানে শুধুই হ্যাংলাপণা
    ববিতে প্রকট পেশাদারিত্ব .....
    সৌগতদার কুন্ঠা কপট
    কাকলি যেন নিচ্ছে ভিজিট
    মির্জাসাহেব বেশ চটপট
    শুভেন্দু ছুঁয়েই বোঝে ডিজিট
    সুব্রতদা পেটুক বামুণ
    সিঙারা ভালোবাসে
    মুকুল বলে এ কিছু না
    মাঝে মাঝেই আসে
    ফাল্গুনের "নারদপ্রাতে",
    বেজে উঠেছে ঝিনচ্যাক ধ্বনি...
    মেতে উঠেছে বঙ্গবাসী
    কেঁপে উঠেছে দিদিমণি ...
    সব্বাইকে নারদ শুভেচ্ছা ....
  • | 125.187.40.120 | ১৬ মার্চ ২০১৬ ০১:২০666570
  • আসা যাবার পকেট গুলো
    কোরলো কারা এলো মেলো,
    ওরে মুকুল ফোটার আগেই
    বাঁধ সাধলি নিজের ভাগেই,

    বামুন তো পেটুক বটেই
    ভোগবিলাসে দিন যে কাটে,
    কিংবা বিলোয় খাবার জল
    দাতা সুব্রত এবার রসাতল।

    কাকলির ওটাই পেশা
    কে ধনী আর কে যে চাষা,
    মন্দ বাজার কি আর করেন
    সুযোগ পেলে সবই ঝাড়েন।

    মাঠের নেতা সুলতান সাহেব
    সুযোগ পেলেই করেন গায়েব,
    এসব ব্যপার ময়লা হাতের
    উনার খেলা গভীর রাতের ।

    সৌগতদাও এদের পাঁকে
    গোজেন টাকা নিজের ট্যাঁকে,
    প্রশ্ন তোলেন কেনো এতো ?
    আফটার অল শিক্ষিত তো।

    শুভেন্দু টার সফেদ ধুতি
    দায় কত তার মোদের প্রতি,
    ওজন কোরেই বোঝেন টাকা
    তবুও তিনি খেলন ধোঁকা।

    ববি শোভন এপার ওপার
    মিল শুধু ভাই পৌর ধাপার,
    কেউ চাপা দেয় তোয়ালা দিয়ে
    কেউ বলে
    বড্ড ছোট মুখ পুরবে এটা নিয়ে।

    মদন দেখুন মদেই অন
    আলমারিতে ঢুকাতে কন,
    মির্জা বাবুর হাতের টাকা
    চোখ ফেরাই হয়যে ফাঁকা ।।

    এসব কথা দিদির কাছে
    বোলবেন দাদা
    মাইরি বোলছি শুনলে দিদি
    ডবল কোরবে এবার ভোটের চাঁদা ।।
  • S | 202.156.215.1 | ১৬ মার্চ ২০১৬ ০১:৪৯666571
  • কবতে করে কি আর ভোটে জেতা যায়।
  • meghnad | 214.11.50.131 | ১৬ মার্চ ২০১৬ ০২:৪৯666573
  • যায়। কথাঞ্জলীর রচয়িত্রীকে দেখুন। কবিতা লিখে এমনকি সারদার টাকাও মারা যায়, লক্ষ লক্ষ টাকা ঘুষও খাওয়া যায়।
  • S | 202.156.215.1 | ১৬ মার্চ ২০১৬ ০৩:৩২666574
  • আরে উনি ভোটে জিতে তারপরে ঐসব কুল কবিতা লিখেছেন।
  • pi | 174.100.1.222 | ১৬ মার্চ ২০১৬ ১২:৪৮666577
  • এখানেও থাক।

    তৃণমূলস্তরে প্রভাব পড়ছে তবে। রাণীর সাদা ইমেজেও দাগ এবার পড়বে মনে হচ্ছে, সারদা যা পারেনি।

  • quark | 24.139.199.12 | ১৬ মার্চ ২০১৬ ১৩:৫৯666578
  • ধুর, এর সাথে স্টিং ফিং এর কোন সম্পক্কো নাই। সিপিয়েম-কং এক হওয়াতে কিছু সিট পাওয়ার আশা জেগেছে, তাই এই বেনোজল আবার এইদিকে বইছে।

    তবে আমার এট্টা মজার কথা মনে এল - সুয্যবাবুরা একবার দিদিকে ব'লে দেখতে পারেন, আমরা খুবই দুঃখিত আপনার এই বদনামে। আপনি কোর্টে যান, আমরা আছি।

    ;-)
  • পোক্যাপেপোপুটি | 125.112.74.130 | ১৬ মার্চ ২০১৬ ১৪:৩১666580
  • "তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত। টাকা এসেছে দুবাই থেকে। পাল্টা দাবি ডেরেকের।"

    http://abpananda.abplive.in/india-news/narada-news-sting-operation-ethics-committee-of-parliament-to-probe-189488

    সেদিন পার্থ, আজ ডেরেক। এরা কি সত্যিই এতটা গাড়ল? টাকার অস্তিত্ব স্বীকার করা মানেই ঘুষ নেওয়া স্বীকার করা এইটা এদের ঘটে ঢুকছে না?
  • j | 151.197.16.185 | ১৬ মার্চ ২০১৬ ১৪:৩৫666581
  • জেনেবুঝেই করছে, অস্বীকার করে লাভ নেই টুকটাক টাকা খেয়ে একটু আধটু "উন্নয়ন" করাটা অনেকের কাছেই এখন গ্রহণযোগ্য মডেল ( অবশ্যই দুর্ভাগ্যজনক)
  • j | 151.197.16.185 | ১৬ মার্চ ২০১৬ ১৪:৩৮666582
  • এই খিস্তিকল্যাণকেই হিরো সাজিয়ে এককালে কত কত দিস্তা খরচ হয়েছে !

    "তাঁর হাত থেকে এর পর ব্যাটন তুলে নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের স্বভাবসিদ্ধ ঢঙে রাজনৈতিক সৌজন্য ভুলে এর পর বিরোধী দলের সাংসদের উদ্দেশে ‘বাক্যবাণ’ ছুড়তে থাকেন তিনি। আপনি বা তুমি নয়, সরাসরি তুই সম্বোধন করে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি স্লোগান দিতে থাকেন, ‘আয়রে অধীর লড়বি আয়, মুর্শিদাবাদেই লড়বি আয়’। এখানেই থেমে থাকেননি কল্যাণ। সিপিএমের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরি হোক বা মহম্মদ সেলিম— সকলকেই তুই সম্বোধন করে তিনি বলতে থাকেন, ‘আয় সীতারাম লড়বি আয়, বাংলার মাটিতেই লড়বি আয়’, বা ‘টাডার নায়ক রশিদ খানের বন্ধু মহম্মদ সেলিম লড়বি আয়, বাংলার মাটিতে লড়বি আয়’।
    যে ভাবে এ দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুইতোকারি করে বিরোধী সাংসদদের ভোটের মাটিতে লড়াই করার ডাক দিয়েছেন, তা দেখেশুনে বিরোধীরা বলছে, এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি নয়। উত্তর ভারতের দিকে এমন চল থাকলেও দিল্লিতেও এমনটা শোনা যায় না সচরাচর।"

    http://www.anandabazar.com/national/dinesh-trivedi-and-sugata-basu-boycott-tmc-agitation-dgtl-1.333938
  • S | 108.127.180.11 | ১৬ মার্চ ২০১৬ ১৪:৪৩666584
  • আরে ঐ নারদ চ্যানেলের যে ওয়েবসাইট আছে তার কন্টাক্ট আস পেজে গেলে দুবাইয়ের একটা ঠিকানা থাকে। সেইটা দেখেই অতিচালাক ডেরেক চিল্লাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন