এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০২৮৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.5 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৮666518
  • যেন বামেরা এর আগে কংগ্রেসের সঙ্গে কোথাও জোট করেনি!!!! না-জানার কতই যে আনন্দ!!
    ২০০৪ঃ
    The performance of the Congress-led alliance was exceptional as its final tally of 226 (Congress 185, the debutant TRS 26, the Communist Party of India (Marxist) nine and the Communist Party of India six, constituted a two-thirds majority in the 294-member House....
    In the Lok Sabha elections.... Congress took 29 seats and 41.55 per cent of the votes polled, the TRS five seats and 6.83 per cent of the vote and the CPI(M), the CPI and the Majlis Ittehadul Muslimeen (MIM) one seat each.
    http://www.frontline.in/static/html/fl2111/stories/20040604009012700.htm
  • কল্লোল | 125.241.10.250 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৮666519
  • আমি ঠিক বুঝতে পারছি না কং-বাম জোট নিয়ে লোকের কিসের আপত্তি!! কারাতের কথা বুঝি, কেরালায় মুখ রাখা কঠিন হয়ে যাবে পবতে কং-বাম জোট হলে। কিন্তু আমাদের মতো পাবলিকের কিসের আপত্তি? বিজেপির সাথে প্রকাশ্যে জোট করলে কং, তৃণ বা বামের মুসলমান ভোট কাটা যাবে। পবতে সেটা কেউ চায় না। বাকি রইলো তিনো আর কং। তা, তিনোর সাথে এই ভোটে জোট করা যাবে না। রইলো বাকি কং। এটা পবর বিশেষ পরিস্থিতি। কেরালার পরিস্থিতি একদম উল্টো। সেখানে তিনো থাকলে তাদের সাথে বামেদের জোট হতেই পারতো। এর মধ্যে আদর্শ/আদর্শচ্যুতি এসব আসে কোদ্দিয়ে?? সে তো মার্কসের/লেনিনের পারী কমিউনের শিক্ষে ধরলে এসব নেহাৎ ছেঁদো কাজ। তা, পব তো বিপ্লবের পারী নয়কো। কাজেই অত আদর্শ না দেখালেও চলবে। আদর্শের কথা ভেবে মমতাকে খোলা মাঠ ছেড়ে দেবার কোন মানে আছে কি? আমার তো মনে হয় না। জোট ভালো না লাগে তো নোটায় বোতাম টিপুন। আমি তো তাইই করবো।
  • হিপ্পো | 208.7.62.204 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৩666520
  • আরে সেকথা না, আদর্শ টাদর্শ যে ফাঁকা বুলি তাতো সবাই জানে। তবে গনশক্তির লম্ফঝম্পর কথা মনে পড়লে কুলকুলিয়ে হাসি আসে, এটুকুই।
  • PM | 11.187.234.144 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২০666521
  • আরে আপনি গনশক্তি-ও পড়েন--- ব্রেশ ব্রেশ ঃ)
  • PM | 11.187.234.144 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪০666522
  • ইউপিএ-১ কং চালিয়েছিলো বাম সমর্থনে।

    তারপরেও যদি বামেদের " মরাল হাই গ্রাউন্ড " পাবলিক পারসেপসনে থেকে থাকে ( আপনার পোস্ট থেকেই জানলুম যে সেটা আছে) তাহলে রাজ্যে কং সমর্থনে সেটা যাবে কেনো ক্লিয়ার হলো না।
  • PM | 11.187.234.144 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৩666523
  • নোটায় প্রতিটা ভোট পরোক্ষে তিনো সরকারেরকে রাখার পক্ষে ভোট।

    তাতে অসুবিধা নেই--- শুধু ঘোমটার আড়ালের কেনো দরকার হচ্ছে সেটাও কিলিয়ার নয় ঃ)
  • PT | 213.110.242.5 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৮666524
  • অ!! আদর্শ বুঝি আগে যায়নি? ঐ ৭৭-এ জয়্প্রকাশের নেতৃত্বে অন্য সব কাদের সঙ্গে যখন মাখামাখি করা হয়েছিল ইন্দিরাকে হটানোর জন্যে?
    এমনকি এর আগে কিষেণজীর আদর্শচ্যুতি নিয়েও বিশেষ কেউ চিন্তিত ছিল না!! এখন কি তিনোদের ক্ষমতা থেকে চলে যাওয়ার ক্ষীণতম সম্ভাবনা তৈরি হওয়াতে হঠাৎ আদর্শের শুচিবায়ু চাগাড় দিয়ে উঠেছে?
  • SC | 60.156.89.211 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:৫২666525
  • এখানে মনেহয় অনেকেই ভুল ব্যাখ্যা করছেন ঘটনাগুলোর। কংগ্রেসের সাথে জোট হবে কিনা সেটা তো কংগ্রেসকে আগে বলতে বলতে হবে।
    কংগ্রেস এখনো কিছুই বলেনি, বলবে বলে কিছু জানায়ওনি, সিপিএম এর কোনো রাজ্য নেতা কংগ্রেসের কোনো নেতার সাথে বসে আলোচনাও করেনি। জোট করাটা যদি ইস্যু হত, এই কাজগুলো নিশ্চয় তারা আগে করতেন। পড় খাওয়া নেতারা এসব হোমওয়ার্ক না করে মাঠে নেমে পড়বেন, এরকম মনে হয় এমনি এমনি নয়। কারণ এইসব করার পরেও যদি কংগ্রেস জোটের ডাক না দেয়, সেটা একটা বিরাট embarrassment হবে।
    বুদ্ধ, সুর্যদের মত দীর্ঘদিনের নেতারা এটা জানেন না এরকম নয়।

    কিন্তু এখানে লড়াই টা জোট নিয়ে নয়, অনেক বেশি দিল্লি লবীকে দেখিয়ে দেওয়ার জন্য, যে এবারে পাশা পাল্টে গেছে, প্রকাশ কারাত কে আর ছড়ি ঘোরাতে দেওয়া হবে না। জোট হলো কি না হলো, তার চেয়েও অনেক বড় বিষয়, দিল্লি লবীকে আর টার্মস dictate করতে দেওয়া হবে না। আলিমুদ্দিনে স্পষ্টতই দিল্লি লবীকে পরাজিত করা গেছে, এরপরে দিল্লি গিয়েও যদি করা যায়, তাহলে ভিকট্রি সম্পূর্ণ হয়। আগের পার্টি কন্গ্রেসেই পরিষ্কার করে বলা ছিল যে দল কংগ্রেসের সাথে জোটে যাবে না। পি টি বাবুরা সে সব জেনেও চেপে যাচ্ছেন। এর পরেও যদি সেটাকে এক বছরের মধ্যে কলকাতা লাইন পাল্টে দিতে পারে, তাহলে সেটা একটা সিম্বলিক জয়, এবং শুধু তাই নয়, পার্টির ইনার পাওয়ার struggle এ একটা বড় পাওনা। সেই জ্যোতি বাবুর ঐতিহাসিক ভুলের সময় থেকেই কলকাতা লাইন লড়াই করে চলেছে, আর হেরে গেছে ইনার পার্টি ক্ষমতার লড়াই তে। এবারে সীতারাম ইয়েচুরি কে পাশে পেয়ে finally মনে হচ্ছে কলকাতা লাইন একটা ফাইটিং chance তৈরী করতে পেরেছে।
  • Bratin | 74.233.173.193 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:৫১666526
  • তাত্ত্বিক বাম দের এত নিন্দে মন্দ র মধ্যে একটা ছোও খবর।

    পিসি র বাড়ি রামনগর আগে আসতে গেলে গড়েড়াট হয়ে ঘুরে আসতে হত।সময় লাগতো দেড় ঘন্টা। এখন মুন্ডেশ্বরী নদীর বাঁধ করে দেয়া হয়েছে। এখন দিগরুইহাটের বাস ডাইরেক্ট রামনগর র ওপর দিয়ে আসছে। সময় নিচ্ছে ১ ঘন্টা।

    সিপিএম বিশাল কর্মকান্ডের তুলনায় নস্যি। কিন্তু বলা বাহুল্য বেশ কিছু লোক উপকৃত। হয়েছে। ঃ)))))
  • PT | 213.110.247.221 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১১666528
  • "পি টি বাবুরা সে সব জেনেও চেপে যাচ্ছেন।"
    পিটি বাবু কি খবর রাখে না রাখে সেটা তার থেকে আপনে বেশী জানেন বলে মনে হচ্ছে!!??
  • Bratin | 74.233.173.198 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৪666529
  • পিটি দা, পিএম র সাথে কথা হয়েছে ।পিএম দা যেতে রাজি। কল্লোল দা আর রঞ্জন দা কে যোগাযোগ করছি। তারপরে তোমাকে বলবো ঃ))
  • s | 83.247.112.21 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৪666531
  • বাম-কং জোট হওয়া দরকার এবং হলে তিনোদের একটা শক্ত প্রতিযোগিতা দেওয়া যাবে - এই মুহূর্তে যেটা খুবই দরকার।
    কিন্তু জোট হলে কার কি অবস্থা হতে পারে তার বিশ্লেষণও দরকার।
    বাম। মোটামুটি উইন-উইন সিচ্যুয়েশন।
    ১। পঃবঃয়ে বামেরা প্রচুর সিট পেল। ৫৯ থেকে প্রায় ১৫০'র মত সীট পেল। জোট ২/৩ সীট জিতল। সরকার গড়া হল বাম মুখ্যমন্ত্রীকে নিয়ে।

    ২। পঃবঃয়ে বামেরা মোটমুটি সিট পেল। ৫৯ থেকে প্রায় ৯০'র মত সীট পেল। জোট ১/২ সীট জিততে পারল না। সরকার গড়তে না পারলেও শক্ত বিরোধী দল হল।

    ৩। পঃবঃয়ে বামেরা একই অবস্থায় থাকল। ৫৯ থেকে বড়জোর ৭০'র মত সীট পেল। জোট ১০০ মত। আগের তুলনায় বিরোধী দল হিসেবে শক্তিশালী হল।

    কেরালায় এর প্রভাবে কিছু সীট বামেরা হারালো বিজেপির কাছে। তবুও অ্যান্টি-ইনকম্ব্যন্সি ফ্যাক্টারে কং থেকে সামান্য ব্যবধানে জিতল। সরকার গড়ল।

    কংঃ লুজ-লুজ সিচ্যুয়েশন।
    ১। পঃবঃয়ে কং বড়জোর ৩৯ থেকে ৫০'র মত সীট পেল। জোট ২/৩ সীট জিতল। সরকার গড়া হল বাম মুখ্যমন্ত্রীকে নিয়ে। কং কিছু মন্ত্রীত্ব পেল।

    ২। পঃবঃয়ে কং ৩৯ মতই সীট পেল। জোট ১/২ সীট জিততে পারল না। সেই সেকেন্ড বিরোধী হয়ে থাকতে হল। মাঝখান থেকে পার্মানেন্টলি সিপিয়েমের বি-টিম হিসেবে ভবিষ্যতে সিপিয়েম বিরোধীতার জায়গাও গেল।

    ৩। পঃবঃয়ে কং আরও খারাপ ফল করল। ৩৯ থেকে ২৫-৩০ য়ে নেমে এল। মানস শিবির তিনোমূলে মিশে গেল। মূর্শিদাবাদে টিমটিম করে সাইনবোর্ড হয়ে পার্টিটা বেঁচে রইল।

    কেরালায় একেই অ্যান্টি-ইনকম্ব্যন্সি ফ্যাক্টার তার উপর এর প্রভাবে প্রচুর সীট হারালো বিজেপির কাছে। আমও গেল ছালাও গেল। আর বাম বিরোধীতার বিশ্বাসযোগ্যতাও গেল।

    তাই স্ট্রাটেজি হিসেবে কং এই জোটে যাবে কিনা তা সময়ই বলবে।
  • কল্লোল | 125.241.76.84 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৪666530
  • ২০ আর ২১ তারিখ পারবো না। আমার শ্বাশুরীর শ্রাদ্ধের কাজ, তাই। ২৭ ফাঁকা আছি।
  • Bratin | 74.233.173.193 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১০666532
  • কল্লোল দা, সবার সুবিধা মতোন একটা ডেট করে আপডেট করছি তোমাকে
  • sm | 233.223.159.253 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৫666533
  • s , খুব ভালো এনালিসিস করেছেন। জোট করলে বামেদের লাভ হলেও হতে পারে কিন্তু কংগ্রেস এর রাজ্য দলের কপালে তেঁতুল গোলা। কংগ্রেস জোট করলেও ৫০-৬০ টার বেশি সীট কখনই পাবে না।
    কিন্তু প্রশ্ন হলে, তার পর? তার আর পর নেই--
    সোনিয়ার কাছে সবচেয়ে ইম্পর্ত্যান্ট হলো; লোকসভার সীট। পব থেকে অন্তত ৫ টির বেশি সীট কংগ্রেস দিতে পারবে না। বামেরা বিরাট কিছু করে উঠতে পারবে বলে মনে হয় না। উল্টে তিনোরা খান ৩০ এম পি সাপ্লাই করতে পারলেই; কংগ্রেস এর ক্ষমতায় থাকার পথ অনেক প্রশস্থ হবে। কারণ কংগ্রেস চিরটা কাল কেন্দ্রে ক্ষমতায় থাকতে চায়।
    কিন্তু, দেখা যাক ; জোট হলে আর কি কি অসুবিধে হতে পারে। কংগ্রেস থেকে একটা বড় ফ্র্যাকশন বেরিয়ে তিনো তে যোগ দিতে পারে।
    বাম ফ্রন্টের কিছু শরিক দল ভেঙ্গে বেরিয়ে যেতে পারে।শরিক দল গুলো কিন্তু খুব খুশি বা উচ্ছাস দেখায় নি; এই জোট নিয়ে
    তবে এর ওপরেও আর একজন আছেন। একমেবাদ্বিতীয়ম করাট বাবু। সমস্ত বঙ্গ ব্রিগেড এর বৈপ্লবিক চিন্তা ভাবনা কে পথ ভ্রষ্ট করতে একাই একশ!
  • S | 117.151.152.210 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৭666534
  • "এছাড়াও আরো এক্জন আছে। মুকুলের দুষ্টু লোক। যে কিনা জোট দেখলে ভয় পায়।"
  • PT | 213.110.246.22 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০২666535
  • বইমেলা শেষ হতেই হীরাভ আবার জমজমাট!!
  • SC | 117.206.249.8 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৫666536
  • আরেকটা ব্যাপার আছে, এখানে আগেও লিখেছি মনে হয়। পব তে যারা কংগ্রেস দলটা এখনো করেন, তাদের ছোট থেকে কংগ্রেস করার একটাই মূল কারণ, সিপিএম বিরোধিতা। মমতা তো ঘরের মেয়ে, কিন্তু ছোট থেকেই ভিলেন কিন্তু সিপিএম। পাড়ার সিপিএমের ছেলেটার সাথে দাঁড়িয়ে ভোট করতে হবে, এরকম শুনলে অনেকেই বসে যাবেন। সুতরাং খাতায় কলমে যে ফায়দার কথা সিপিএম ভাবছে, সেটা হবে বলে আমার মনে হয় না। সিপিএম কর্মীরা অবশ্য কিছুটা মনোবল পাবেন। এবং যদি জোট নাও হয়, নেতারা কর্মীদের কাছে গিয়ে বলতে পারবেন চেষ্টা তো করেছিলাম।
    ভেতরে ভেতরে "জোট না হলে কিন্তু আলাদা করে দল গড়তে পারি" জাতীয় একটা হুঙ্কার ছাড়ার চেষ্টায় আছেন কলকাতা লাইনের নেতারা। আমার যদিও মনে হয় সেটা ফাঁকা আওয়াজ।
  • PT | 213.110.246.25 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৯666537
  • জোট নিয়ে এত জটিলতার কি প্রয়োজন কে জানে বাপু!!
    তিনোরা যদি ৪২-৪৫% আর বিজেপি ১০% ভোট টানে তাহলে বাম-কং জোটের কিছু বিরোধী আসন বাড়ানো ছাড়া আর কিছু করার থাকবে না।
    কিন্তু তিনোরা সরকারি ভাবে এখনো ৪০% ছাড়ায়নি। এমনকি আসল সংখ্যা ৩৫%-এর কম কিনা সেটা তারা নিজেরাও জানেনা-জানলে বিধাননগরে বা হাওড়ায় ঐভাবে ভোটারদের ঠ্যাঙাতো না। অন্যদিকে বড়দা দিল্লী থেকে এসে বিজেপির পক্ষে কত ভোট টানবেন তা একমাত্র শ্রীরামচন্দ্রই জানেন।
    কিন্তু জোটে বা বিরোধীতায় বিজেপি-ই এখনো তিনোর লক্ষীপ্যাঁচা।

    তবে এ ব্যাপারে কোনই সন্দেহ নেই যে যারা নোটায় ভোট দেবে তারা এখন তিনো আর ভবিষ্যতে বিজেপির বাড়বাড়ন্তের কাজে কাঠবেড়ালীর মত সামান্য হলেও সরাসরি সহায়তা করবে।
  • Bratin | 74.233.173.193 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৪666539
  • ও সব কাটাও।

    আমাকে বাংলা করে বলো পিটি দাঃ-

    ১। সিপিএম একার জোরে কটা আসন পাবে।

    ২। জোট হলে কটা পাবে
  • PT | 213.110.242.20 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৫666540
  • বলতে পারব না। অনেকগুলো ভেরিয়েবল আছে যার কোন হিসেব এখন নেই। তবে এক্জনের অবশ্যই রজনী বিনিদ্র কাটছে। যে কারণে ঝড়তি-পড়তি রেজ্জাকসাহেবকেও আপন করে নিতে হচ্ছে।
  • PM | 116.78.29.144 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩০666542
  • টাটারা ডিফেনসে বড় করে আসছে। লক্ষ কোটির ইন্ভেস্টমেন্ট পোর্টফোলিও।

    সিঙ্গুর ওদের ডিফেন্স ইন্ডাস্ট্রি হাব হয়ে উঠুক.... প্রচুর কর্মসংস্থান হোক বাংলায়।

    ( আশা ছলনাময়ী হলেও , করতে ট্যাক্স লাগে না এটাই ভরসা ঃ) )
  • cm | 127.247.98.36 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৬666543
  • . কি তৃণদের এখনো আবর্জনা মনে করছেন? কদিন বড়ই উদ্বিগ্ন দেখছি।
  • Bratin | 74.233.173.198 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৯666544
  • পিটি দা, বেশ ঃ))

    তা " সর্প বিশারদ" " ঝড়তি পড়তি" রেজ্জাক মোল্লা কেন জীবনের শেষ প্রান্তে এসে দল বদলাতে চান?

    কোন সদুত্তর?? ঃ))
  • Arpan | 24.195.238.44 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৪666545
  • এই ৪০%, ৩৫%, ৩০%-এর হিসেব এককথায় কিছুই বোঝায় না।

    আসনওয়াড়ি হিসেব আছে?
  • PT | 213.110.243.21 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৭666546
  • সেটা রেজ্জাক সাহেব সব চাইতে ভাল জানবেন। তবে প্রয়াত বিনয় চৌধুরী (সম্ভবতঃ ) কোথাও বলেছিলেন, "আজন্ম কমুনিস্ট হওয়া যেতে পারে কিন্তু আমৃত্যু কমুনিস্ট থাকা বেশ কঠিন ব্যাপার।"

    তবে এখন আর রাজনীতিবিদ রেজ্জাক সাহেবকে নিয়ে খুব বেশী সময় নষ্ট না করাই ভাল। তাঁর নিজের কথায়ঃ After joining the TMC, Rezzak Mollah told IBNS, "It's my own choice to join the TMC. I will not give explanation for it to anyone."
    http://www.indiablooms.com/ibns_new/news-details/N/17632/expelled-cpi-m-leader-rezzak-mollah-joins-trinamool.html
  • Bratin | 74.233.173.193 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২০666547
  • তাহলে তো ফুরিয়ে গেল।

    বেশ !!
  • PT | 213.110.243.21 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২১666548
  • ঠিক, তিনি ফুরিয়ে গিয়েছেন!!
  • Bratin | 74.233.173.198 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৪666550
  • তিনি নন। তেনা কে নিয়ে বক্তব্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন