এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০৪৪৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.153.49 | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:০০666452
  • তাহলে বুঝা গেল সূর্য্য বাবু কে আপুনি নির্বোধ মনে করেন। নিজেকে কবে মনে করবেন?
    --
    আপনার আরেকটি অমর উক্তি ;
    আমি এখনো মনে করি সিঙ্গুরে কারখান আর নন্দীগ্রামে কেমিকাল হাব করতে না দেওয়া ঐতিহাসিক ভুল হয়েছে। কতকগুলো দল মিলে বাঁদরামো না করে ক্ষতিপুরণের অন্দোলন করলে কারখানা ও জমির মালিকের উপকার দুটো-ই হত।

    আমি মনে করি এতে করে, কিছু নেতার আর শিল্পপতির উবগার হতো।নেতারা ভুল স্বীকার করছেন জোড় হাতে; আর আপুনি এখনো জোড় করে জমি কেড়ে নেবার পক্ষে সঅআল করছেন।কি মুশকিল!
  • PT | 213.110.246.230 | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:১২666453
  • আমার যা লেখার লিখেছি। আর নতুন করে যোগ করার কিছু নেই।
    তবে একটা ব্যাপার পরিষ্কার। যিনি "জোর" করে জমি নেওয়া আর "অধিগ্রহণ"-এর ফারাক ধরতে পারেন না তাঁর সঙ্গে কোন রাজনৈতিক আলোচনার প্রচেষ্টাই একটি ঐতিহাসিক ভুল।
  • chaposa | 125.112.74.130 | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:৫৮666454
  • অমর্ত্য বাবু তো ভারী শিল্পের দরকার বললেন। এপাড়ার বিপ্লবী রা কি বলেন দেখি :-)
  • sm | 233.223.159.253 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:৪১666455
  • যেসব কৃষক, ক্ষতিপূরণের টাকা নেয় নি; তাদের জমি শিল্পের নাম কেড়ে নেওয়া কে অধিগ্রহণ বলতে হবে?এই ঐতিহাসিক পাঁঠামোর জন্যই তো আজ রাজ্য পাঠ খুইয়ে পুনরায় ভুল করেছি বলে কাঁদুনি গাওয়া চলছে।এর পরেও বুঝিয়ে বলতে হবে?
    --
    ভারী শিল্প করার হলে উত্তর বঙ্গ, পুরুলিয়া, পচিম মেদিনীপুর,বাঁকুড়া পড়ে আছে। বহু ফসলি জমিতে ভারী শিল্প করবনা; সেতো আপনাদের নেতারাই প্রচার করছেন। গোল টা কোথায়?
    CPM state secretary Surjya Kanta Mishra today admitted to "mistakes" and said if the Left returned to power, its government would not acquire multi-crop land and plots on which people reside.
    http://www.telegraphindia.com/1160123/jsp/bengal/story_65412.jsp#.VqXYblKGOo4
  • cm | 127.247.97.215 | ২৫ জানুয়ারি ২০১৬ ২১:৩১666456
  • ভারী শিল্পের প্রয়োজনীয়তা নিয়ে কারু দ্বিমত নেইতো। খালি পশ্চিমবঙ্গকে ছাড়ান দেন। বিপ্লবের জন্য ওটুকু ছাড় চাই।
  • sm | 233.223.159.253 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:১৬666457
  • বহুফসলি জমিতে ভারী শিল্প করার জিদ আরো খারাপ।
  • S | 187.43.91.130 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৩০666458
  • @sm কেন?
  • sm | 233.223.159.253 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৫৩666459
  • উত্তর দেবার আগে দেখে নেওয়া যাক, সূর্য্য বাবু কি বলেছেন।
    if the Left returned to power, its government would not acquire multi-crop land and plots on which people reside.
    বাস্তববাদী কথা। পব তে বহুফসলি জমির ওপর জীবিকা নির্বাহকারী মানুষের সংখ্যা, তুলনামূলক ভাবে অনেক বেশি।
    ধরা যাক একহাজার একর বহুফসলি জমি, অধিগ্রহণ করা হলো; তাতে প্রায় কয়েক সহস্র লোকের জীবিকা যাবে,বাসস্থান চ্যুত হবে। কারখানা হলে তার চেয়ে অনেক কম মানুষ জীবিকা ফিরে পাবে। অধিকন্তু, যারা চাকরি পাবে, তাদের অধিকাংশই ভূমিপুত্র নয়। কারণ তাদের সেই স্কিল নেই।
    সবচেয়ে বড় কথা হলো অল্টারনেট অপশন। যেখানে উত্তর বঙ্গ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার অনুর্বর জমি এভেইলেবেল ; সেখানে বহুফসলি জমি নেবার যুক্তি টা ঠিক কোথায়?
    উত্তর টা, জানা আছে। শিল্পপতি কেন যাবে ওই পুরুলিয়ায় কারখানা করতে? যেখানে রাজ্য রাজ্য এত কম্পিটিশন করছে; সেখানে এই জিদ ধরার মানে কি?
    অত্ত কিম।শিল্পপতি কে প্রণিপাত করো আর বহুফসলি জমি বিলিয়ে দাও। এই বিকিয়ে দেবার জন্যই গোটা ভারতেই এতো
    অসাম্য । কিছু বাজারী পত্রিকা প্রচার করে করে , মানুষের কমন সেন্স টুকু অসাড় করে দিয়েছে।কেউ তিরিশ বিঘে জমির মালিক হলে; সে হলো জোতদার! তার জমি কেড়ে নেওয়াই বিধেয়। রাইট,একদম ঠিক। কিন্তু কেউ এক বিলিয়ন দিয়ে বাড়ি বানালে;কোনো বিরূপ মন্তব্য ও হয় না।
  • S | 144.249.168.16 | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৩৮666460
  • "কারখানা হলে তার চেয়ে অনেক কম মানুষ জীবিকা ফিরে পাবে।" এইটা কেন মনে হচ্ছে আপনার? ডিরেক্ট ইন্ডিরেক্ট মিলিয়ে (১ঃ২ রেশিও তে)

    "অধিকন্তু, যারা চাকরি পাবে, তাদের অধিকাংশই ভূমিপুত্র নয়। কারণ তাদের সেই স্কিল নেই।" সেইজন্যেই জমির দামটা ঠিক ঠাক নির্ধারণ করতে হবে। যাতে তাদের সঠিক ক্ষতিপুরণ দেওয়া হয়।

    হরিয়ানার অনেক জোতদাররা জমি বেচে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে। অতএব ভারী শিল্পের দরকার নেই, হাল্কা করে রিয়েল এস্টেটের শিল্প হলেই দেখবেন তখন এইসব ইমোশন কোথায় চলে যাবে।

    খাদ্য নিরাপত্তার পোশ্নে অবশ্যি কিছু বলতে পারবোনা। সে দিকটাও ঐ জমির মুল্য নির্ণয় করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে।

    "কিন্তু কেউ এক বিলিয়ন দিয়ে বাড়ি বানালে কোনো বিরূপ মন্তব্য ও হয় না।"
    হয়তো। হয়েওছে। মুম্বাইতে বড়িটির খুবেকটা পপুলারিটি নেই। আর কোন হতভাগা যে ঐ বাড়ির ডিজাইন করেছে কে জানে।
  • S | 144.249.168.16 | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৪০666462
  • একটা কথা শুনলাম যে সিঙ্গুরে যখন কারখানা লাগানো হচ্ছিলো তখন আশে পাশের সমস্ত জমির দাম খুব বেড়ে গেছিলো।
  • cm | 127.247.97.215 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৩০666464
  • চক্ষু বুজে থাকার প্রশ্নই নেই। গোটাটাই পূর্ব পরিকল্পিত।
  • . | 188.162.193.233 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৫৬666465
  • "কারখানা হলে তার চেয়ে অনেক কম মানুষ জীবিকা ফিরে পাবে।" এইটা কেন মনে হচ্ছে আপনার? ডিরেক্ট ইন্ডিরেক্ট মিলিয়ে (১ঃ২ রেশিও তে)

    হেহে এটা কিন্তু ওনার একার মনে হয়নি। এখানে অনেক রথীমহারথী লিংকটিংক দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কারখানা হলে নাকি যতো লোকের জীবিকা যাবে ততো চাকরি হবেনা। আর এভাবে প্রমানও করে দেওয়া হয়েছিল যে ভারী শিল্পটিল্পর দরকার নেই, শ্রমনিবিড় শিল্প হলেই চলবে।
  • sm | 233.223.159.253 | ২৬ জানুয়ারি ২০১৬ ১০:৪৬666466
  • প্রথমে প্রমান করুন কারখানা হলে; বেশি লোকের জীবিকা সংস্থান হবে।
    এই নিয়ে প্রচুর লেখা লেখি হয়েছে আগেই। তর্ক করলে চর্বিত চর্বন হবে।
    কিন্তু বহুফসলি জমিতে না করে যেসব জেলায় অনুর্বর জমি আছে; সেখানে করলে কি আপত্তি? এই টা আগে বুঝতে চাই।
    আর এক বিলিয়ন ডলারের বাড়ির ডিজাইন নিয়ে সমালোচনা হলেও;কি করে এরকম বাড়ি বানানো হলো, কেন হবে, গরিব মানুষ কে বিলিয়ে দাও এমন দাবি কিন্তু ওঠেনি।
    আমার মতে ওঠা উচিত ও নয়। কারণ এটি তার স্ব উপার্জিত অর্থ দিয়ে বানিয়েছেন। যদি প্রপার ট্যাক্স দিয়ে, বানিয়ে থাকেন, তাহলে গোল টা কোথায়?
    আর ভারী শিল্প ছাড়া উন্নতি অসম্ভব; এমনটিও সত্যি নয়।
  • PT | 213.110.246.25 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৯:৩৪666467
  • আহা, গত ৪/৫ বছরে পালন-পোষণ করে RSS-কে এত শক্তিশালী করা হয়েছে যে তারা পব-তে (অতি) বামপন্থী ছাত্রদের রাস্তায় ধরে ঠ্যাঙানী দিচ্ছে!!

    "আরএসএসের রাজ্য দফতর কেশব ভবনের কাছে বিক্ষোভ কর্মসূচি ছিল অতি-বামপন্থী ছাত্র সংগঠন ইউএসডিএফের। তাদের অভিযোগ, পুলিশের সামনেই হঠাৎ আরএসএস সমর্থকেরা বিক্ষোভকারীদের মারধর করেন। ঘটনা আরও অন্য মাত্রা পেয়েছে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিবৃতিতে। তিনি মন্তব্য করেছেন, বাড়ির সামনে বিনা কারণে কেউ অশান্তি করতে এলে কী করা যাবে? কাদের সঙ্গে কী আচরণ করতে হয়, আরএসএসের লোকেদের তা জানা আছে! "
    http://www.anandabazar.com/calcutta/rss-hooligans-attacked-student-protesters-1.294708#
  • গদি চাই | 208.7.62.204 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৭:১২666468
  • ইশ ওরা কেন আমাদের এভাবে ল্যাজে খেলাচ্ছে? সোনিয়া গান্ধীর কি একটুও মায়াদয়া নেইকো?

    "কংগ্রেসের তেমন হেলদোল নেই এখনও। জোট প্রশ্নে তারা এখন দিল্লির দোহাই দিয়ে পেছনের পায়ে। এর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মতো ফের জোটবার্তা দিলেন সি পি এমের আর এক পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।"
    http://aajkaal.in/kolkata/mahammad-selim-about-coalition-goverment/
  • sm | 53.251.88.37 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৩৭666471
  • রাজীব,নরসিমা, মনু ভাই এর আমলে আমরা ছিলাম অনুগত, সেসব দিন এখন বিগত;নিজেদের ভাবিনা কোনদিন রবাহুত;এখন ডাকলেই, জোট করে ঘোট করিব; সেই অনাগত ভবিষ্যত কে স্বাগত।
  • PT | 213.110.243.22 | ৩০ জানুয়ারি ২০১৬ ১২:৫৪666473
  • "ঘরে মাইন, মাওবাদী সন্দেহে ধৃত তৃণমূল নেতা"
    "ধৃত জয়রাম টুডু তৃণমূলের বেলপাহাড়ির ভেলাইডিহার অঞ্চল সভাপতি। এত দিন তিনি প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন, দিব্যি ঘোরাফেরা করেছেন এলাকায়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশের খাতায় ছিলেন ‘ফেরার’। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে হাতিডোবা গ্রামের বাসিন্দা, বছর ৩২-এর জয়রামকে গ্রেফতারের আগে তাঁর বাড়ি থেকে পুলিশ দু’টি ল্যান্ডমাইন, একটি কার্বাইন, ১৫ রাউন্ড নাইন এমএম কার্তুজ এবং মাওবাদী পোস্টার-ব্যানার উদ্ধার করে।"
    http://www.anandabazar.com/state/%E0%A6%98%E0%A6%B0-%E0%A6%AE-%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%AE-%E0%A6%93%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%A6-%E0%A6%B9-%E0%A6%A7-%E0%A6%A4-%E0%A6%A4-%E0%A6%A3%E0%A6%AE-%E0%A6%B2-%E0%A6%A8-%E0%A6%A4-1.297006#
  • মোয়া খাবো | 105.211.231.161 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৬666478
  • জোটের মোয়াটা আমাদের কোলে এসে পড়বে কি পড়বে না? সোনিয়া গান্ধী কৃপা করবে কি করবে না? কি টেনশান রে বাবা!

    http://aajkaal.in/kolkata/delhi-congress-leaders/
  • sm | 233.223.159.253 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০১666480
  • জয় নগরের মোয়া আআ!
    ক্ষীরের প্যাঁড়া--
  • cb | 208.147.160.75 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৫666482
  • ঈশ্বর : আমার সৃষ্টিতে তোমরা পেন ছোঁয়াইবে না

    জনগণ : তবে তাই হোক

    রিভার্সাল অফ রোলের শ্রেষ্ঠ উদাহরণ :P
  • PT | 213.110.242.5 | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪১666484
  • চা বাগানের সেই সব এক্টিভিস্টরা কি করছেন? আর ৭ কোটি মানুষের জন্য ২ টাকা কিলো দলের চাল-ই বা কোথায়?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=20974&boxid=142831834
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন