এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনুকূল ঠাকুর উবাচ- এক হিন্দু শরিয়তবাদির উপাখ্যান

    bip
    অন্যান্য | ২২ নভেম্বর ২০১৪ | ১১৫৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 118.85.89.126 | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:১০652005
  • 'যুক্তি তর্ক' একান্ত ভাবেই বিজ্ঞানের ব্যাপার নয়। এটা দৈনন্দিন কমন সেন্সের ব্যাপারও বটে। যুক্তি তর্ক প্রশ্ন ছাড়া জীবন চলে কি করে? তাছাড়া শুধু যদি হিন্দু ধর্মের কথাই বলেন, বিবেকানন্দও অনেকবার প্রশ্ন করার, পরীক্ষা করে বুঝে নেবার কথা বলেছেন।

    এই অনুকূলবাবুই নাকি বলেছেন (বিপদার লেখা থেকে কোট করি) "...এই অবস্থা দেখলে তোমার কি ভাল লাগে? কিন্তু এই
    অবস্থাটার তো সৃষ্টি করলে তো তুমি।..." তা উনি নিজে কি করছেন - যুক্তি (তা যতই কুযুক্তি হোক) দিয়ে বোঝানোর চেষ্টা তো বটে? আপনি করলে লীলা, অন্যে করলে বিলা?
  • Abhyu | 118.85.89.126 | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:১৫652006
  • "আপনি ওনার বাড়িতে গেলে উনি প্রচার করবেন।" - এটাও নর্ম নয়, সম্পূর্ণতঃই গৃহস্বামীর রুচি ও ভদ্রতার পরিচায়ক। আমার বাড়ি কোনো মুসলমান বন্ধু এলে (নেমন্তন্ন করে আনার কথা বাদই দিলাম, এমনি এলেও) তাকে বোঝাতে বসি না ঠাকুর রামকৃষ্ণদেব কত বড়ো সাধক ছিলেন।
  • PM | 233.223.152.229 | ২৪ নভেম্বর ২০১৪ ১১:৪৪652007
  • Atoz, মেনু একই ছিলো। পেয়াঁজ, রসুন ছাড়া নিরামিষ। শুধু বামুনদের খাবার জায়্গায় ২ টো ফ্যান বেশী ছিলো ঃ)।
  • ranjan roy | 132.176.193.89 | ২৪ নভেম্বর ২০১৪ ১১:৫৭652008
  • অভ্যুর সঙ্গে টায়ে টায়ে মিল।
  • lcm | 118.91.116.131 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:০০652010
  • একটা ফ্যান ঘুরিয়ে দিলেই হিসাব বরাবর হত।
  • . | 59.207.218.195 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:০০652009
  • কিন্তু এই বাউনদের আলাদা করা ব্যাপারটাই তো খুব খারাপ। নিজের পৈতের সময় টের পেয়েছি কিভাবে ব্রহ্মণ্যবাদের উৎকর্ষতা সম্বন্ধে ভুল ধারণার সৃষ্টি করা হয়। এইসব নিয়েমের অবসান হওয়া উচিত এখন।
  • PM | 233.223.152.229 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:০৬652011
  • LCM সমস্যা অন্যত্র। বামুনদের সাথে বাকিরা পাশাপাশি বসে থেতে পারবে না -- এহেন ফতোয়ায়
  • jhiki | 149.194.228.58 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:০৭652012
  • আমি এক উল্টো ঘটনা জানি। গল্পচ্ছলেই বলি।

    এক সে মেয়ে ছিল, তিতু। বাবা মার বিয়ের অনেক পরের সন্তান, অতি আদুরে। কিন্তু এই মেয়েকে নিয়ে এক মুশকিল, কিছুতেই সে মাছ-মাংস-পেঁয়াজ-রসুন মুখে তোলেনা। বাবা-মা চিন্তায় আকুল, এ মেয়ের কোথায় বিয়ে দেবেন... অতি আদুরে হওয়ার কারণে সে পড়াশোনাটাও ঠিকমত করে না, বিয়ে ছাড়া আর কোন ভবিষ্যত নেই!
    যথাকালে মেয়ে বড় হল, বাবা-মায়ের রাতের ঘুম গেল। অবশেষে তাঁরা কাগজে বিজ্ঞাপণ দিয়ে অনুকূল ঠাকুরের শিষ্য পরিবারের ছেলে খুঁজলেন... ডাবলুকে পাত্র হিসেবে পেলেন। এখন তিতু-ডাবলু সুখী দম্পতি। তাদের মেয়েও মাছ-মাংস খায়না। ওদের বাড়ীতে গেলে সোয়বীন-পনীর এসব দিয়ে আমার ছেলেও সোনা মুখ করে খেয়ে নেয়।

    তবে বিয়ের ঠিক পরে পরেই তিতু বা ডাবলু কেউ-ই রাঁধতে জানতনা। নিজেরা কী খেত জানিনা (সেই সময় ডাবলুর ওজন প্রায় ১১০ কেজি, তিতুর ৬০-৬৫ কেজি), আমরা ওদের শারজার বাড়ী গেলে বাইরে থেকে জৈন খাবার আনাত, আর বাড়ীতে খালি একটা সব্জী দেওয়া ডাল বানাত।
  • jhiki | 149.194.228.58 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:১৩652013
  • শ্রাদ্ধে তো ব্রাহ্মণভোজন থাকে, খাইয়ে দাইয়ে দক্ষিণাও দিতে হয়। বিয়েতেও সেরকম থাকে নাকি?
  • Arpan | 52.107.175.150 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:৩২652015
  • উপনয়ন ব্যপারটা যদ্দিন বাঙালী হিন্দু লিবেরাল গোষ্ঠী ত্যাগ করতে না পারছে তদ্দিন কিস্যু হবে না। ইনফ্যাক্ট এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল তার ছেলের পৈতের নেমন্তন্নে যাইনি বলে (নেমন্তন্ন করার সময়ই বলে দিয়েছিলাম কেন যাব না)।

    আর এসসিকে প্রশ্ন - নেমন্তন্ন করার সময় চিঠিতে কি ডিসক্লেমার দেওয়া ছিল ব্রাহ্মণেরা আলাদা খাবেন? যদি থাকে তাহলে কিছু বলার নেই, যদি না থাকে তাহলে সেটা বাড়িতে ডেকে অপমান করাই হল।
  • sm | 233.223.158.144 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:৩৪652017
  • পি এম, সমিস্যে টা বোধ হয় নিজের মনের ভিতর। এখানে বলা হচ্ছে ব্রামহন দের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা। অর্থাত ব্রাম্হন রা এক্ষত্রে প্রিভিলেজ্ড ক্লাস। কিন্তু কোনো বিশেষ কোনো সুবিধে নেই। তাহলে প্রিভিলেজ্ড হলো কি করে?
    অর্থাত ব্রাম্হন রা প্রিভিলেজ্ড ক্লাস সেটা মনের ভিতর গজাল মেরে ঢুকিয়ে দেওয়া আছে।
    আচ্ছা যদি নিন্ম বর্ণের দের জন্য পৃথক খাওয়ার ব্যবস্থা থাকত, তাহলে কিভাবে প্রতিবাদ করতেন? নিশ্চয় বলতেন, এই পৃথগ্বন্ন ব্যবস্থার আয়োজন করে , নিন্ম বর্ণের লোকেদের অপমান করা হয়ে ছে। একেবারে যুক্তিযুক্ত কথা।
    একই ব্যবস্থার দুই রকম ইন্টার প্রিতেশন হয়ে গেল।
    অনেকে বলছেন পৈতে উঠিয়ে দেবার কথা। কিন্তু উঠিয়ে না দিয়ে অ ব্রামহন লোকেরা নিজে পৈতে নিলেই তো পারে। মেয়েদের মধ্যেও পৈতে চালু করা যেতে পারে। যেহেতু অ ব্রামহন সংখ্যা গরিষ্ঠ; তাহলে সহজেই সেটা মান্যত়া পাওয়ার কথা।
    শুধু শুধু ব্রামহন পুরুষরাই কেন পৈতে পরতে পারবে; এটা একটা মানসিক দুর্বলতার দিক প্রকাশ করে।
    মন্দিরে পুজো দিতে গেলেও ব্রামহন পুরোহিতের খোজ লোকে করে। না হলে পুজো সম্পূর্ণ হবে না ভাবে। উপায় হলো নিজে পুজো দেওয়া, অথবা অব্রাম্হন লোকেদের পুজোর পুরোহিতের মান্যতা দেওয়া।
    আর কোনো লোক তার ধর্ম বা বিশ্বাসের কথা প্রচার করতেই পারে; যতক্ষণ না অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বা আর্থিক লোভ দেখিয়ে নিজের দিকে টানা হচ্ছে।
  • Arpan | 52.107.175.150 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:৩৪652016
  • শ্রাদ্ধে ব্রাহ্মণভোজন না করালে কী হয়? আত্মা নরকগতি প্রাপ্ত হয়?
  • Arpan | 52.107.175.150 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:৩৭652018
  • প্রিভিলেজের ব্যপার না, এটা পাতি ডিস্ক্রিমিনেশন।
  • jhiki | 149.194.228.58 | ২৪ নভেম্বর ২০১৪ ১২:৪৩652019
  • অর্পণ, জানিনা তো কী হয়!! এসব নিয়ে তো জানতে চেয়েছিলাম সেসময় শ্রাদ্ধের নিয়ম ইত্যাদি নিয়ে একটা টই-ও খোলা হয়েছিল।
  • sch | 192.71.182.106 | ২৪ নভেম্বর ২০১৪ ১৩:১৫652020
  • ব্রেন ওয়াশড কি অনুকূলের ছানারা একা নাকি? সে তো বামপন্থীরাও ব্রেনোয়াশড, তিনোরাও (সুপার ওয়াশড), চাদ্দীরাও (irreversible washing). যেই যখন কোনো Dogma র কবলে পড়ে তারই এই দশা হয়।

    আর অনুকূল তো মরে হেযে গেছেন - তার doctrine carry করার তো কেউ নেই। তাকে নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ। ধর্ম একটা ভীষণ ব্যক্তিগত ব্যাপার। সেটা যখনই প্রীচিং এর জায়গায় আসে সমস্যা হয়।

    আমি এখনো বুঝলাম না - বিপ কি প্রমাণ করতে চাইলেন লেখাটা থেকে। যদি আমার অনুকূলে ইন্টারেস্ট না থাকে - কাটিয়ে দেব- থাকলে আক্সেপ্ট করবো। এখনো এই যুগে বসে যখন কাগজ খুললে গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন দেখা যায় যেখানে পাত্র বা পাত্রীর গায়ের রঙ বা অরিজিন অফ স্পিশি উল্লেখ করা - তখন আর একা অনুকূল কি করবে একা
  • pi | 24.139.221.129 | ২৪ নভেম্বর ২০১৪ ১৩:২১652022
  • মানে, নন-অনুকূলীয়দের মধ্যেও।
  • pi | 24.139.221.129 | ২৪ নভেম্বর ২০১৪ ১৩:২১652021
  • জাত গোত্র মেনে বিয়েই তো রমরমিয়ে চলছে।
  • pi | 24.139.221.129 | ২৪ নভেম্বর ২০১৪ ১৩:২৭652024
  • আর সইত্যের খাতিরে কয়ে যাই, আমার বেশ কাছ থেকে দেখা অনুকূল ভক্ত এক পরিবারে ( কলেজের এক অতি জনপ্রিয় সিনিয়র ) অনেকবার খেয়েছি দেয়েছি। নেমন্তন্ন করে খাইয়েওছি। তারা কোনোরকম বাছবিচার করেনাই। হ্যাঁ, নিজেরা নিরামিষ খেয়েছে এবং খাইয়েছে। আমার কাছে কোনোরকম প্রচার টচারও কোনোদিন করে নাই। তবে হ্যাঁ, সিনিয়রের বাবা মশামেসোকে একটি বই গছিয়েছিলেন, যেটা একটি খনি বিশেষ ছিল, যার কিছু মণিমুক্তো তুলে রানারা টইতে দিয়েছিলুম।

    আরো মনে পড়লো, এদের নিজেদের সন্তান ধারণে কিছু সমস্যা হচ্ছিল। তখন অ্যাডপশনের কথা বলেছিলাম। বৌদি বলেছিল, দাদা রাজি নন একেবারে। সেটা মনে হয় অনুকুল প্রভাবেই। কোন জাতের কোথাকার কোন বাচ্চা চলে আসবে ভেবে। তবে দত্তক নেওয়া নিয়ে এরকম মনোভাব নন-অনুকূলীয় লোকজনের মধ্যেও কম দেখি নাই।
  • . | 59.207.218.195 | ২৪ নভেম্বর ২০১৪ ১৩:২৭652023
  • না না উপনয়ন ভাল জিনিষ, বেশ খাওয়া দাওয়া হয়। কিন্তু এর থেকে ঐ ব্রাহ্মণত্ব আর শ্রেষ্ঠ ব্যাপারটা বাদ দিলেই হয়। মানুষে মানুষে ভেদাভেদ না হলেই হল। পৈতে তো বৈদ্যদেরও আছে, বিয়ের সময় নেয়। ঐ ফালতু জাতি শ্রেষ্ঠ আর পুজার অধিকার এই দুটি বাদ দিলেই বামুনদের মনোপলি থাকবে না, তাতে বরং ভালই হবে।
  • sm | 233.223.158.144 | ২৪ নভেম্বর ২০১৪ ১৪:০১652026
  • কিন্তু এর থেকে ঐ ব্রাহ্মণত্ব আর শ্রেষ্ঠ ব্যাপারটা বাদ দিলেই হয়। মানুষে মানুষে ভেদাভেদ না হলেই হল। পৈতে তো বৈদ্যদেরও আছে, বিয়ের সময় নেয়। ঐ ফালতু জাতি শ্রেষ্ঠ আর পুজার অধিকার এই দুটি বাদ দিলেই বামুনদের মনোপলি থাকবে না, তাতে বরং ভালই হবে।
    --
    ফুটকি, এই কথাটাই বলতে চেয়েছি। ব্রাম্হন রা "জাতি শ্রেষ্ঠ আর পুজার অধিকার" এই দুটি জিনিস প্রচার ও মানার ব্যাপারে ব্রাম্হন দের থেকেও অ ব্রাম্হন লোকেদের অবদান বেশি। কিছু কাল আগে মন্দিরে অব্রাম্হন পুরোহিত থাকবে, এই মর্মে লালু প্রসাদ আদেশ জারি করেছিলেন বটে,কিন্তু কালের নিয়মে সেই আদেশ কেউ মানে নি, বলাই বাহুল্য!
  • sch | 192.71.182.106 | ২৪ নভেম্বর ২০১৪ ১৪:০২652027
  • আর নিরামিষ খাওয়া তো সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস - কেউ সাস্থের কারণে খান - কেউ জীবে প্রেম থেকে, কেউ এমনিই। ওই ছোঁয়া নাড়া নিয়ে গোঁড়ামি থাকলে সমস্যা।

    স্বামী শিষ্য সংবাদে স্বামীজী বলেছেন

    "ব্রাহ্মণেতর ভক্তদিগকে এরূপ গায়ত্রী-মন্ত্র (এখানে শিষ্যকে ক্ষত্রিয়াদি দ্বিজাতির গায়ত্রী-মন্ত্র বলিয়া দিলেন)দিবি। ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণপদবীতে উঠিয়ে নিতে হবে; ঠাকুরের ভক্তদের তো কথাই নেই। হিন্দুমাত্রেই পরম্পর পরম্পরের ভাই। ‘ছোঁব না, ছোঁব না’ বলে এদের আমরাই হীন করে ফেলেছি। তাই দেশটা হীনতা, ভীরুতা, মূর্খতা ও কাপুরুষতার পরাকাষ্ঠায় গিয়েছে। এদের তুলতে হবে, অভয়বাণী শোনাতে হবে। বলতে হবে—‘তোরাও আমাদের মতো মানুষ, তোদেরও আমাদের মতো সব অধিকার আছে।’ বুঝলি?"

    সবাই পইতের অধিকার পেয়ে গেলেই তো খেলা জমে গেল - কোনো সমস্যা নেই। আর গায়ত্রী মন্ত্রেও মেয়েদের অধিকার আগে ছিল। পরে কি সব জালি করে শুধু ছেলেদের করে দিয়েছে। তবে পৈতের খাওয়া দাওয়া পার্ট, বামুন খাওয়ানো পার্ট তুলে দেওয়া উচিত।
  • jhiki | 149.194.228.58 | ২৪ নভেম্বর ২০১৪ ১৪:১৮652028
  • গায়ত্রী মন্ত্র-কে সবার হাতের নাগালে করার কৃতিত্ব গুলশন কুমারের ঃ)
  • sch | 192.71.182.106 | ২৪ নভেম্বর ২০১৪ ১৪:২৬652029
  • যে কোনো মন্ত্র মানুষকে inner strength দিতে পারে যদি তার সেই লেভেলের বিশ্বাস থাকে। সে গায়ত্রীই হোক কি অন্য কিছু হোক। কেউ যদি বিপদে পড়ে মনে করে "শচীন শচীন রক্ষা কর" এই জপ করলে তার টেনশান কম্বে - তো করুক না।আর গায়ত্রী মন্ত্রর অর্থ তো ভুল ভাল কিছু না - কেউ সেটা বিশ্বাস করলে করুক।
  • Arpan | 52.107.175.150 | ২৪ নভেম্বর ২০১৪ ১৪:২৭652030
  • বোঝো, স্টেটাস কো বজায় রাখার জন্য কত যুক্তি!

    পৈতে কি আমাদের একদা পূর্বপুরুষদের লুপ্ত লাঙ্গুলের স্মৃতিবাহক যে সবাইকে ধারণ করাবার জন্য আকুলিবিকুলি লেগেছে?
  • sch | 192.71.182.106 | ২৪ নভেম্বর ২০১৪ ১৪:৩৭652031
  • উহু - কোনো জিনিস তুলে দেওয়াটা তো সম্ভব না - আপনি কি আইন করতে পারবেন যে এতদ্বারা পৈতে অনুষ্ঠান অবৈধ বলে জানানো হল।
    তাহলে শাস্ত্র দিয়ে টিয়ে যদি সেটার মনোপলি তুলে সবাইকে গণ করে দেওয়া যায় কারোর এডভান্টেজ রইলো না - মার্কেট ওপেন - নে এবার চড়ে খা
  • sch | 192.71.182.106 | ২৪ নভেম্বর ২০১৪ ১৪:৩৯652032
  • ব্যাপারটা অনেকটা ধন জন যোজনার মতো। "আমারও ব্যাঙ্কে আকাউন্ট আছে - আমিও লোন নিতে পারি -" এই কনফিডেন্সটাই অনেক উন্নতি করে।
  • Arpan | 52.107.175.150 | ২৪ নভেম্বর ২০১৪ ১৪:৫১652033
  • আইনের কথা আসছে কোদ্দিয়ে? আর কনফিডেন্সের ব্যপারটা বা কোদ্দিয়ে এল? ব্যপারটা বর্জনীয় কারণ বৈষম্যমূলক সেহেতু দৃষ্টিকটু।

    এবার যার ইচ্ছে রাখবেন তাকে বর্ণবাদী বলে চাট্টি খিল্লি বা খিস্তিও শুনতে হতে পারে সময়বিশেষে এই যা। ঃ)
  • Ekak | 24.99.126.142 | ২৪ নভেম্বর ২০১৪ ১৫:৪৩652034
  • মানুষ জন্ম দেওয়ার ক্ষেত্রে ইউজেনিক্স এ বিশ্বাসী , সম্পর্কের ক্ষেত্রে প্যাটার্ন ম্যাচিং এ । যে যতই ঘোঁতঘোঁত করুক বেসিক এগ্রিগেশন সবার মাথাতেই থাকে |
  • একক | 24.99.126.142 | ২৪ নভেম্বর ২০১৪ ১৫:৫৪652035
  • "
    পৈতে কি আমাদের একদা পূর্বপুরুষদের লুপ্ত লাঙ্গুলের স্মৃতিবাহক যে সবাইকে ধারণ করাবার জন্য আকুলিবিকুলি লেগেছে?"

    হ্যা,তাই তো । সীজার কে হত্যা করার ছুরি মিউসিয়ামে দেখলে জেমন ইতিহাস ভেসে ওঠে পৈতে ও তাই । যজ্ঞপবীত এর সঙ্গে প্রচুর অন্যায়-ন্যয় বোধ-খুনোখুনি র ইতিহাস, ইন্ডিয়ান এব্রাহামিক মানে বৈদিক দের ইতিহাস,অত্যাচার সব মিলে একটা স্কুল ।পৈতে পরে মাথায় শ্বেতচন্দনের প্রলেপ দিয়ে খালি গায়ে ধুতি পরে বেশ হুম হুম করে ঘরের মধ্যে হেঁটে বেড়াও..বেশ রাজভাব জাগে :) মস্তির জিনিস পৈতে !
  • de | 24.139.119.173 | ২৪ নভেম্বর ২০১৪ ১৬:১৪652037
  • গুরুর্ব্রাহ্মনদের সকলের পৈতে আছে? একগাছি সুতো ধারণ করে কিই বা হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন