এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুমুদির রোমহর্ষক গল্পসমূহ

    Abhyu
    অন্যান্য | ১০ জুলাই ২০১৪ | ২১৩৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.161.245.254 | ১১ এপ্রিল ২০১৫ ১৯:৫৬647648
  • আরেকটু আছে ।লিখব ,একটু দাঁড়াও।
  • byaang | 132.167.223.59 | ১১ এপ্রিল ২০১৫ ২০:০৭647649
  • আরিব্বাস! কুমুদি এই লেখাটা ফাটাফাটি হচ্ছে। শিগ্গির শিগ্গির বল বাকিটা।
  • Atoz | 161.141.84.175 | ১২ এপ্রিল ২০১৫ ০০:১৮647650
  • ওহ্হ্হ্হ কুমুদি!
    কী দারুণ!!!! ঃ-)
    শীগ্গীর পরের টুকু লেখো।
  • Nina | 83.193.157.237 | ১২ এপ্রিল ২০১৫ ০৫:০৪647651
  • উফ সত্যি কুমুদিনী হেন কলমের জুড়ি মেলা ভার
    লিখেছে না যেন ফুল ফোটাচ্ছে ঃ-)
  • - | 109.133.152.163 | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২৭647652
  • -
  • pi | 24.139.221.129 | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৩৩647654
  • আর কত দাঁড়াব কুমুদি ?
  • S | 139.115.2.75 | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৩৯647655
  • তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ
  • শঙ্কু | 24.99.52.38 | ১৩ এপ্রিল ২০১৫ ১৪:০৩647656
  • কুমুদি বোধায় নীলষষ্ঠীর ব্রত কচ্ছেন। জানি ঝাড় খাব, তাও এই সুযোগে একটা লিঙ্ক দিয়ে দিলাম। এটা দিয়ে পারণ করে ফের জম্পেশ করে কলম ধরবেন কুমুদি-
    http://lat24u.blogspot.in/2015/01/blog-post_17.html
  • kumu | 11.39.33.123 | ১৩ এপ্রিল ২০১৫ ১৫:০২647657
  • না না,আমার নানা ঝামেলা,তাই একটু দেরী হয়।লিখব ঠিক।
    এমনকি শঙ্কুর লিংও বাড়ী গিয়ে খুলব।
  • kumu | 11.39.33.123 | ১৩ এপ্রিল ২০১৫ ১৫:৫১647658
  • আর এরা যে টইটি বসন্ত চৌধুরীর দিকে পাঠিয়ে দিচ্চিল,আমি দৃঢ়হাতে সামলে রাখলাম,তা নিয়ে কারো উচ্চবাচ্য নাই।
  • d | 144.159.168.72 | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:০১647659
  • তা বাপু তুমি গনেশ জমানো নিয়ে উলুতপ্লুত হয়ে না পড়লে বসন্ত চৌধুরীর প্রসঙ্গই আসত না।

    বেশী ঝামালি না করে লেখো দিকি প্রেরটুকু। বড্ড টাঙিয়ে রাখা ওব্যেস।
  • de | 24.139.119.175 | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:০৪647660
  • বসন্ত চৌধুরীর গণেশের কালেকশন কলকাতা মিউজিয়ামে আছে - আহামরি কিছু নয় - যেকোন হ্যান্ডিক্রাফটের দোকানে ওর থেকে ভালো কালেকশন থাকে।

    কুমুদি - লেখো-
  • byaang | 132.172.230.90 | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১৫647661
  • কুমুদি আজে বাজে কথায় কান না দিয়ে লেখো দিকি নি!
  • d | 144.159.168.72 | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৪৬647662
  • হেঁইয়োওও
    কুমুর নাকি আজ হাতে সময় আছে। তো বাকীটুকু লেখো না বাপু
  • kumu | 132.161.127.101 | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৫৯647663
  • লিখতেই তো আসছিলাম।ওদিকে পিআই নিয়ে টই ইদিকে দইরুইতে জিরাফবাটা -এসবও তো সামলাতে হচ্চে।
  • sosen | 24.139.199.11 | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:১৬647665
  • পটকেদা কিনা পিআই, তাই দইরুইতে জিরাপ বেটে দ্যায়। ভাবো, জিরাপের মতো প্রাণিকে কেউ প্রাণে ধরে বাটতে পারে? পি আই না হলে?

    পায়াতে যে কি বেটে দ্যায় কে জানে
  • kumu | 132.161.127.101 | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:১৭647666
  • জুলিয়েট ও রোমিওর প্রেমকাহিনীর শেষ দৃশ্যটি অবশ্য জমল না তেমন।
    আগেই বলেছি,সে ছিল সত্তর দশকের কঠিন সময়।কলেজ স্ট্রীট পাড়া অমন উত্তাল সময় আর দেখেছে কিনা জানিনা।বোমা পড়া,গুলিগোলা,বাসট্রাম বন্ধ হওয়া -এসব প্রায় নৈমিত্তিক ঘটনা ছিল।
    শনিবার,কিন্তু প্র্যাকের সিলেবাস শেষ হয়নি বলে তিনটি এক্সট্রা ক্লাস ছিল।ক্লাস শেষে হতক্লান্ত আমরা একটু সিঁড়িতে বসে জিরোচ্ছি,কার কাছে বাদামভাজা ছিল,তার ঠোঙা পর্যন্ত ভাগ করে চাটা হয়ে গেছে।শনিবারের বিকেল পাঁচটা, কলেজ প্রায় খালি।

    হেনকালে চারদিক কাঁপিয়ে ভয়ংকর আওয়াজ হল। বোঝা গেল কলেজের সামনেই বোমা পড়েছে।

    যা হয়,দৌড়োদৌড়ি,চ্যাঁচামেচি,হুড়োহুড়ি।কলেজ যতটা নির্জন ভাবা গেছিল ততটা নয়।প্রফেসররা কেউ কেউ বাইরে ছিলেন,সকলে তাঁদের ভেতরে যেতে বলছে,আমরা ভাবছি ল্যাবেই ফিরে যাব কিনা,এমন সময় শুদ্ধ বাংলায় "বাঁবা রে এ এ,বাঁচাও গোঁ ও ও"আর্ত্তনাদ করতে করতে, প্রায় হাঁটু পর্যন্ত শাড়ী তুলে ছুটতে ছুটতে ও তারস্বরে কাঁদতে কাঁদতে যে কলেজে ঢুকল,অবাক হয়ে দেখলাম, সে আর কেউ না,জুলিয়েট।
    ধারেপাশে রোমিওর চিহ্ণমাত্র নাই।
  • সে | 188.83.87.102 | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:২৯647667
  • সেকী! রোমিওর কী হলো?
  • kumu | 132.161.127.101 | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:৫৭647668
  • সব কেমিস্ট্রি ল্যাবে একজন শতাব্দী প্রাচীন জগন্নাথদা বা উমাপদদা বা বৃন্দাবনদা থাকেন।তাঁদের দেখলে মনে হয় তাঁরা ল্যাবেই জন্মেছেন ও তদবধি ঐখানেই আছেন।সারাদিন রিএজেন্টের বোতল,র‌্যাক ইত্যাদি মোছামুছি করা,জাবদা খাতা খুলে বীকারফানেলটেস্টটিউবফ্লাস্ককনডেন্সার ইত্যাদির হিসেব রাখা,পরীক্ষার সময় স্যাম্পল,সলিউশন ইত্যাদি তৈরী করা ইত্যাদি বিচ্ছিরি একঘেয়ে কাজ এনারা ভালবেসে দিনের পর দিন করে যান,করেই যান।বিজয়া দশমী বা দীপাবলীর সন্ধ্যাতেও এঁদের অন্তত একবার ল্যাবের সামনে দেখা যায়।
    আমাদের ল্যাবে ছিলেন ৫ ফুটিয়া জগন্নাথদা,ভাল প্র্যাকটিকাল জানতেন, একবার আড়চোখে সল্টের চেহারা দেখে তার গুষ্টিঠিকুজি বলে দিতেন,সকলের প্র্যাকের খাতাপত্র গুছিয়ে রাখতেন,বছর শেষে ছাত্র ছাত্রীদের প্র্যাকনোট চেয়ে রেখে দিতেন,ও নতুনদের দিতেন।বলতে কি,জগন্নাথদার অকৃপণ সাহায্য না পেলে অনেক ছাত্রছাত্রী পাশ কর্তে পারত কিনা সন্দেহ।
    জগন্নাথদার একটি অদ্ভুত ব্যাপার ছিল,সারা বছর একটি অ্যাপ্রন দিবারাত্র পরে থাকত।কাচাকুচিতে তিলমাত্র বিশ্বাস না থাকায় ঐ অ্যাপ্রনে যুগপৎ পচা ডিম,অ্যাসিড,ক্লোরিন ,আয়োডেক্স ইত্যাদির গন্ধ ভুরভুর করত।
  • সে | 188.83.87.102 | ১৪ এপ্রিল ২০১৫ ২০:০৩647670
  • (আমাদের কালেজে ঐ অ্যাপ্রনের আলাদা ইজ্জৎ ছিলো। কেচে আসা অ্যাপ্রনে যত বেশি ফুটো তত বেশি কেমিক্যাল অ্যারিস্ট্রোক্র্যাসি)
  • byaang | 132.172.230.90 | ১৪ এপ্রিল ২০১৫ ২০:০৩647669
  • দমবন্ধ করে পড়ছি।
  • kumu | 132.161.127.101 | ১৪ এপ্রিল ২০১৫ ২১:০২647671
  • জগন্নাথদা ছিল আন্ডারগ্র্যাড ল্যাবে,কিন্তু কোন কাজে বোধহয় রিসার্চ ল্যাবে এসেছিল,যে ল্যাব ছিল গেট দিয়ে ঢুকেই ডানদিকের প্রথম ঘরে।এত গোলমাল শুনে একটু দেখতে বেরিয়েছে আর অমনি ধাক্কা খেল তীরবেগে ছুটে আসা জুলিয়েটের সঙ্গে।
    বিপদের সময় মানুষের মাথার ঠিক থাকে না,যাকে জড়িয়ে ধরছে সে মানুষ না গাছ না বারান্দার থাম সে বোধও থাকে না।জুলিয়েট হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের চেয়ে প্রায় ৬ ইঞ্চি বেঁটে জগন্নাথদাকে অ্যাপ্রনসমেত প্রাণপণে জড়িয়ে ধরল।

    জুলিয়েটের বাহুবন্ধনের মধ্যে হতভম্ব জগন্নাথদা,দুজনেরি গগনভেদী চিৎকার,এদিকে ল্যাব বন্ধ হয়ে গেছে আমরাও যথেষ্ট কিংকর্ত্তব্যবিমূঢ়,চারদিকে ছোটাছুটি-সে এক কল্পনাতীত দৃশ্য।উপায়ান্তর না দেখে আমরা রিসার্চ ল্যাবেই গিয়ে ঢুকলাম।বলা বাহুল্য,জগন্নাথদাও জুলিয়েটকে (অথবা ভাইসি ভার্সা) ঠেলতে ঠেলতে সেখানেই আশ্রয় নিলেন।

    ঢুকেই জুলিয়েট কেমন হাত পা এলিয়ে একটা টুলের ওপর কেতরে পড়ল।বিরক্তমুখে আমি ও শুভশ্রী দুদিক থেকে ঠেকা দিয়ে রইলাম।
  • byaang | 132.172.230.90 | ১৪ এপ্রিল ২০১৫ ২১:০৮647672
  • ঃ)))
  • kumu | 132.161.127.101 | ১৪ এপ্রিল ২০১৫ ২১:১৩647673
  • রিসার্চ ল্যাবে তরুণ অধ্যাপকরা ও স্কলাররা সারাদিন গোরু খোঁজাখুঁজি করতেন।উঁচু উঁচু টুলে বসে একেকজন একেকেকটি খুড়োর কলের দিকে একদৃষ্টে চেয়ে থাকতেন আর অনেকক্ষণ পর পর মুচকি হেসে বিশাল এক খাতায় কী লিখতেন।নিজেদের নিয়েই মগ্ন থাকতেন,কখনো আশেপাশে কোথাও যেতে হলে অ্যাপ্রন পরেই চলে যেতেন।
    হঠাৎ ল্যাবের মধ্যে এক মূর্ছিতপ্রায় পরমাসুন্দরী তরুণীকে দেখে এঁরা যথেষ্ট বিচলিত হয়ে পড়লেন।
  • sosen | 113.225.177.21 | ১৪ এপ্রিল ২০১৫ ২১:৪৩647674
  • তাপ্পর তাপ্পর!
  • kumu | 132.161.127.101 | ১৪ এপ্রিল ২০১৫ ২১:৪৯647676
  • ইদিকে পোড়খাওয়া মানুষ জগন্নাথদাও কেমন দিশাহারা,ফ্যালফেলে চাউনি।আপাদমস্তক কেজো জগন্নাথদাকে এমত বিচলিত হয়ে পড়তে কখনো দেখা যায়নি।
    তরুণ গবেষকরা অবশ্য চটপট এক বিরাট বীকারে ডিস্টিল্ড ওয়াটার এনে হাজির করলেন।সেই বিশুদ্ধ জল ছিটিয়ে ছিটিয়ে জুলিয়েটকে খানিক ধাতস্থ করা গেল।একজন এক কাপ গরম চাও হাজির করলেন।চাঁপাকলির মত আঙুল দিয়ে জুলিয়েট কাপটি ধরেচে কি ধরেনি ,এমন সময় কে যেন জিগাল
    "দিদি,রোমিওদাদা কোনদিকে গেলেন?"
    "রোমিও???"জুলিয়েট আশ্চর্য হয়ে প্রায় দেড় ইঞ্চি ভুরু তুলে ফেল্ল।আর সেই প্রথম আমাদের খ্যাল হল এদের আসল নাম হয়তো রোমিও/জুলিয়েট নয়,অন্য নাম আছে।
    সকলে একটু তো তো করছে,এমন সময় জগন্নাথদা রেগে রেগে চেঁচিয়ে উঠল।
  • | ১৪ এপ্রিল ২০১৫ ২২:১২647677
  • আরে বাকীটুকু লেখোওও`
  • kumu | 132.161.127.101 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৭647678
  • "দিবারাত্র পোলাডার লগে আঠার মত সাঁইটা থাহো,আর এখ্ন নাম শুইন্যা এমন ভাব দ্যাহাও য্যান সাতজন্মে চিন না।হঁঃ,কলেzএর কাকপক্ষী শুদ্ধায় জানে---"
    "হোয়াট!!আর ইউ টকিং অ্যাবাউট প্রাণগোপাল?দ্যাট কাওয়ার্ড,ইডিয়ট----------"
    কী আর বলব,অমন চমৎকার ইঞ্জিরিতে এমন গুছিয়ে গাল দেওয়া আগে আমরা শুনিনি।য্যানো আগ্নেয়গিরির মুখ খুলে লাভাস্রোত গইড়ে গেল,য্যানো--

    যা উদ্ধার করা গ্যালো তা এইরকম-
    -এদের নাম প্রাণগোপাল ও মৃণাল।একসংগেই আসছিল কফিহাউস ফেরত,হঠাৎ বোমা ফাটতে দেখে রোমিও বা প্রাণগোপাল মৃণাল বা জুলিয়েটকে ফেলে পালায়।
    -জুলিয়েটের কাছ থেকে রোমিও ৪০ টাকা ধার নিয়েছিল সেই কবে,এখনো শোধ দ্যায় নি
    -এত ভীতু,কাপুরুষ,স্বার্থপরের মুখ দেখার আর প্রশ্ন নাই।

    ততক্ষণে গোলমাল থেমে এসেচে,আমরা যে যার বাড়ীর দিকে রওনা হলাম।আর সোমবার থেকে কলেজে ছুটি পড়ে গেল।

    কিন্তু রোমিও কোথায় ছিল?
    দুটি থিওরী শোনা গেছিল ,
    ১।রোমিও দিগ্বিদিক জ্ঞানশুণ্য হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে দৌড় দেয় ও প্রথম যে পুলিশটিকে পায় তাকে নিউ আলিপুরের রাস্তা জিজ্ঞেস করে।উত্তরে পুলিশটি বেশ করে তার কান পেঁচিয়ে দ্যায়।
    ২।বেয়ারারা বয়েজ কমনরুম বন্ধ করতে গিয়ে বেঞ্চের তলা থেকে রোমিওর ঠ্যাং ধরে টেনে বের করে ও টেকসী ডেকে বাড়ী পাঠিয়ে দ্যায়।

    রোমিও বা জুলিয়েটকে আর কলেজে দেখা যায় নি।

    রোমিওর বাবা অন্য কানটি মলে তাকে পারিবারিক ব্যবসায় লাগিয়ে দ্যান।
    জুলিয়েটের কোন্নগরে/সাঁত্রাগাছিতে বিয়ে হয়ে যায়।
  • | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫৫647679
  • শেষমেষ প্রাণগোপাল নাম হল! :-))))

    কোন্নগরে??
  • kumu | 132.161.127.101 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫৯647681
  • জগন্নাথদা ঐ অ্যাপ্রনটি ফেলে দেয়,কাচায় বিশ্বাস ছিল না কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন