এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুমুদির রোমহর্ষক গল্পসমূহ

    Abhyu
    অন্যান্য | ১০ জুলাই ২০১৪ | ২১৩২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 101.185.30.19 | ৩১ মার্চ ২০১৫ ১৩:৪২647614
  • কুমুদির লেখার যা ফ্রিকোয়েন্সি, এই টইটার নাম পাল্টে এবার অভ্যুর রোমহর্ষক তাগাদাসমূহ করে দেওয়া যেতে পারে।
  • kumu | 11.39.35.81 | ৩১ মার্চ ২০১৫ ১৩:৪৯647615
  • ঃ-(((
  • Nina | 83.193.157.237 | ০১ এপ্রিল ২০১৫ ০৪:৩৪647616
  • বলি অ কুমু
    একটু বস আর অনেকটু লেক নক্ষীমেয়ে
  • কল্লোল | 125.242.151.12 | ০১ এপ্রিল ২০১৫ ০৫:৫৬647617
  • অ কুমু। সগলে কত্তো করে কইতেচে। এট্টু লেখ বাবা।
  • Abhyu | 138.192.7.51 | ০৬ এপ্রিল ২০১৫ ০৮:৫১647618
  • কুমুদি দেখেছেন - ব্যাঙদি এমনি লিখেছে - এর পরেও যদি আপনি না লেখেন...

    name: byaang mail: country:

    IP Address : 132.166.182.102 (*) Date:06 Apr 2015 -- 07:42 AM

    একক এখনও চা খেয়ে ফেরে নি?

    আমি এবার যাই। প্রচুর কাজ এখন। আর হ্যাঁ যাওয়ার আগে আপানাদের চুপি চুপি একটা কথা বলে যাই। আপনারা সেই সব মন ভালো করা, মজার মজার টইগুলো আবার তুলে সেগুলোয় বেশি করে লেখালেখি করবেন তো একটু। আমি বোধহয় আবার সেই ঘরটায় ঢুকতে চলেছি, যেটা একা আমার, আর কাউকে ঢুকতে দিই না, কাউকে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না যে ঘরটায় গেলে, সেই ঘরটা।
  • byaang | 132.166.182.102 | ০৬ এপ্রিল ২০১৫ ০৮:৫৩647620
  • হ্যাঁ কুমুদি, তোমাকে আমার খুব দরকার।
  • Atoz | 161.141.84.175 | ০৬ এপ্রিল ২০১৫ ২৩:০৩647621
  • কুমুদি, ও কুমুদি। শুনতে পাচ্ছ?
  • হুঁঃ | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৫ ১৮:১৬647622
  • name: kumu mail: country:

    IP Address : 11.39.33.188 (*) Date:09 Apr 2015 -- 05:29 PM

    ক্যানো ক্যানো?দেরী করে লিখি বলে?

    টই ডুবিয়া যাওয়াতে লেখা স্থগিত রাখা হইয়াচে।
  • 4z | 209.7.157.74 | ০৯ এপ্রিল ২০১৫ ১৮:৫৬647623
  • শুধু টই তুলে কি হবে? কুমুদিকেও ডেকে আনা হোক।
  • kumu | 132.161.37.224 | ১০ এপ্রিল ২০১৫ ০৭:৫৫647624
  • এই যে আমি।

    কুমুদির বয়েসের পাথরফসিল কিচ্ছুটি নাই,সে তো আপনারা জানেনই।তাই কুমুদির গল্পরাও সব সে-এ-এ-ই ৫০ /৬০/৭০ দশকের।

    কুমু তখন কলেজতরুণী,ছাপাশাড়ি,বিশাল একবেণী,কবজিতে একটি ঘড়ি বেঁধে ব্যাজারমুখে কেমিষ্ট্রিহেন এক অখাদ্য জিনিস পড়তে যায়।

    তা কুমু ব্যাজার হয়ে থাকলে কী হবে,কলেজের নবযুবক যুবতীর দল তো আর তা নয়।মনে হয়,পঞ্চশরে মদনবাবুকে বেগুনপোড়া করে যে ছাই বিশ্বময় ছড়িয়ে দেয়া হয়েচিল,আমাদের কলেজের দিকটায় তা একটু বেশীই পড়েছিল।করিডোরে,ল্যাবে,ক্যান্টিনে,মাঠে,কফিহাউস অর্থাৎ এক্সটেন্ডেড কলেজে জোড়ায় জোড়ায় বিভিন্ন ভ্যারাইটির প্রেমিক-প্রেমিকাদের দেখা যেত-ফিজিক্স-হিস্ট্রি,ম্যাথস-প্রিমেড,ভয়ঙ্কর মোটা-অবিশ্বাস্য রোগা(x+dx),সদাহাসিখুশী-গোমরাথেরিয়াম,বালিগঞ্জ-মালিপাঁচঘড়া,দরজী(নামকরণের কারণ অজ্ঞাত)-দরজা ইত্যাদি।
    কিন্তু আমাদের সবচেয়ে বেশী কৌতূহল ছিল যে জুটিকে নিয়ে তারা হল রোমিও-জুলিয়েট ,ইং অনার্সের
    রোমিও-জুলিয়েট।
  • sosen | 212.142.68.208 | ১০ এপ্রিল ২০১৫ ০৮:২৬647625
  • তাপ্পর তাপ্পর
  • Bhagidaar | 218.107.71.70 | ১০ এপ্রিল ২০১৫ ০৮:২৮647626
  • আমি বুঝেছি। কুমুদির এই টই তাড়াতাড়ি এগোনোর জন্য কুমুদির একটা গনেশ দরকার।
  • kumu | 132.161.37.224 | ১০ এপ্রিল ২০১৫ ০৮:৫০647627
  • রোমিও জুলিয়েট নামদুটি ক্লিশে লাগতেই পারে,কিন্তু তেনাদের দেখলে আপ্নেরাও বলতেন অন্য কোন নাম সম্ভবই ছিল না।
    দুজনেরি অসাধারণ,অভিজাত চেহারা,গৌরবর্ণ ফেটে পড়ছে,৬'-৫'৪'' মত হাইট,খাড়া নাক,গর্বিত মুখশ্রী,দামী দামী পোশাক,হাবেভাবে ধুলোময়্লা ভর্তি পৃথিবীর প্রতি এক অদ্ভুত উদাসীনতা-এমন একটি জুটি এত্তখানি বয়েসেও কুমু আর দেখল না।

    দুজনেই ড্রাইভারচালিত বাড়ীর গাড়ীতে কলেজে আসত,যা দেখে বেজায় হাসি পেত।মোটামুটি এক সময়ে গম্ভীর ভাবে মাপা পদক্ষেপে কলেজে ঢুকে আসত,য্যানো সম্রাট /সম্রাজ্ঞী প্রজাদের প্রাতোক্কালীন দর্শন দিতে বেরিয়েচেন,জয়ধ্বনিটাই বাকী।সর্বদা দুজনে পাশাপাশি ঘুরত,অন্য কারো সঙ্গে বাক্যালাপ করতে দেখা যেত না।সত্তর দশকের উত্তাল সময় সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান ছিল বলে মনে হত না।

    শুভশ্রী বলত বলি/হলিউডে গেলে নাকি এদের লুফে নেবে,উত্তম-সুচিত্রা ইত্যাদিদের কেউ আর ডেকে কথাটি কইবে না।পর্ণা বলত চেহারা থাকলেই হল না,অভিনয়ের ক্ষমতা থাকা চাই
    সৌমিত্রকে জড়ানো না হলে কুমু এসব আলোচনায় থাকত না,সে একটু শান্তিপ্রিয় মানুষ।
  • Abhyu | 85.137.13.237 | ১০ এপ্রিল ২০১৫ ০৮:৫১647628
  • x+dx :)
  • kumu | 132.161.37.224 | ১০ এপ্রিল ২০১৫ ০৮:৫৪647629
  • ক্ষী ই ই আশ্চর্য,ভাগীদার কেমন করে জানল গণেশের মূর্তি জমানো কুমুদির হবি।ক্ষী-ই-ই-----

    বহু পুণ্যি করলে ভাগীদারের মত জামাই পাওয়া যায়।
  • | ১০ এপ্রিল ২০১৫ ০৯:০৫647632
  • আরে না এটা গনেশ জমানোর কেস নয়। গনেশ অর্থাৎ যে ব্যাসদেবের হয়ে লিখে যেত, ব্যাস শুধু মুখে মুখে বলে যেত সের'ম গনেশের কথা বলছে ভাগী।

    যাই হোক তাপ্পর?
  • dd | 132.172.23.197 | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৪১647633
  • দাঁড়ান। আমি এট্টু পি পাকামী করে যাই।

    আমাদের চত্ব বেলায় বসন্ত চৌধুরী বলে একজন সিনে একটর ছিলেন - আপনেরা নাম শোনেন নি, তো সে ঠিক আছে।তেনার একটা গণেশের কলেকশন ছিলো - এক্ষিবিশন ও করেছিলেন একাদেমীতে। খুব নভেলটি ভেলু ছিলো ব্যাপারটায়।

    তার পর, ক্ষি হইতে ক্ষি হইয়া গ্যালো, সন্তোষী মায়ের মতন গণেশ পুরো আর্ট সীন দখল করে নিলো। ছোবি,স্কাল্পচার থেকে রকমারী দোকানের টুকিটাকি - সর্বত্রই গণেশ বাবু হাজির। এমন কোনো জিনিস নেই যাতে গানুষ নেই।

    আমি গানুশ কলেক্ট করি না। এতদ স্বত্ত্বেও আমার কাছে গোটা পনেরো গানুশ আছে। এর থেকে আমি জানি যে গানুষ কলেক্ট করার দরকার নেই, নিজেরাই এসে জমা হয়।

    ব্যাস। আমার বক্তব্য শেষ, আপনেরা আবার সাহিত্যে ফিরে যান।
  • kumu | 132.161.37.224 | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৪৬647634
  • আমি বসন্ত চৌধুরীর কালেকশনের ছবি দেখেছি।তুলনাহীন বল্লে কম বলা হয়।
    দ,সে জানি।তবে ঐ আর কি,একটু কায়্দা করে অন্য দিকে জনতার মনোযোগ ঘুরিয়ে দিচ্চিলাম।
  • Bhagidaar | 218.107.71.70 | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৪৭647635
  • আমার একটু সুখ্যাত দমুদির সহ্য হলনা --- :(((((
  • সিকি | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৫৩647636
  • ডিডিদা ক্ষীই যে বলে! বসন্ত চৌধুরীর নাম শুনব নে কেন? দীপ জ্বেলে যাই সিনেমার নায়ক, পরবর্তীকালে কলকাতার শেরিফ বসন্ত চৌধুরী বিখ্যাত ছিলেন তাঁর গণেশের কালেকশনের জন্য।
  • kumu | 132.161.37.224 | ১০ এপ্রিল ২০১৫ ১০:০৪647637
  • তবে,ভাগীদারের সুখ্যেতের অংশটি একদম ২০০% খাঁটি।
  • S | 109.27.138.238 | ১০ এপ্রিল ২০১৫ ১০:০৭647638
  • বসন্ত চৌধুরি কোলকাতার শেরিফ ছিলেন না?
  • Tim | 188.91.253.22 | ১০ এপ্রিল ২০১৫ ১০:২০647639
  • হ্যাঁ বসন্ত চৌধুরি। ক্ষি রূপ, য্যানো ফেটে পচ্ছে (পাছুর কথাটা আর তুল্লাম না) আর তেম্নি কণ্ঠস্বর। এই সেদিন শ্রীকান্ত দেখলাম আবার করে।
  • kumu | 132.161.37.224 | ১০ এপ্রিল ২০১৫ ১০:৩৩647640
  • রোমিও জুলিয়েটের কথা হচ্চি,মনে আছে আশা করি-

    তারা দুজনে সারাদিন,পোর্টিকোতে/করিডোরে/বারান্দায়/মাঠে/বেকার বিল্ডিংএর পাশের রাস্তা ও তৎসংলগ্ন বেড়ায়,এককথায় ক্যান্টীন বাদদিয়ে কলেজের সমস্ত গম্য -অগম্য জায়্গায় বসে/দাঁড়িয়ে/হাঁটতে হাঁটতে কী কথা বলে,এত আলোচনাযোগ্য বিষয় পায়ই বা কোদ্দিয়ে এইসব জানার অনেকেরই ভারী আগ্রহ ছিল।কেউ বলত ওয়ার্ল্ড ইকনমিক্স নিয়ে আলোচনা করে,কেউ বলত শেয়ার মার্কেটের ওঠাপড়া,নিতান্ত বুদ্ধুরা বলত একে অন্যকে প্রেমের কবিতা শোনায়।
    অনেকেই এদের মৃদুস্বরে ইঞ্জিরিতে কথোপকথন শোনার চেষ্টা করে হতাশ হয়েছে,ধারেকাছে কারো উপস্থিতি টের পেলেই দুজনে চুপ করে যেত আর আকাশপানে যুগল ভুরু হেনে কেজানেকী খুঁজত।

    তবে পাতায় পাতায় চলার লোকেরো অভাব ছিল না।আমাদের ক্লাশের অরুণাভ একদিন ছুটতে ছুটতে ল্যাবে ঢুকেই একটা টুলে বসে পাগলের মত হাসতে লাগল,এমনকী স্যার পর্যন্ত থামাতে পারেন না।
    অনেক কষ্টে হাসি থামিয়ে যা উদ্ধার করা হল তা এইরকম-
    প্র্যাকে ঢুকতে দেরী হয়ে গেছিল বলে অরুণাভ দৌড়ে দৌড়ে আসছিল।ঠিক সামনেই যথারীত গজেন্দ্রগমনে যাচ্ছিল রোমিও-জুলিয়েট। অরুণাভ র পায়ে কেডস থাকায় ওরা শব্দ পায়নি বা অন্যমনস্ক থাকায় খেয়াল করেনি।এই অভাবিত সুযোগে অরুণাভর কানে গভীরস্বরে দাঁতচেপে উচ্চারিত এবম্বিধ্সংলাপ প্রবেশ করে-
    "হাউ ইজ ইয়োর স্টমাক টুডে?"
    "নট সো গুড।হ্যাড টু লুজ মোশনস ইন মর্নিং"।
  • Tim | 188.91.253.22 | ১০ এপ্রিল ২০১৫ ১০:৩৯647641
  • ঃ-))
  • sosen | 24.139.199.11 | ১০ এপ্রিল ২০১৫ ১২:১৬647643
  • যা:
  • kiki | 53.230.133.226 | ১০ এপ্রিল ২০১৫ ১৫:০৩647644
  • ওরে বাবারে!!! :P
  • Abhyu | 85.137.13.237 | ১০ এপ্রিল ২০১৫ ১৯:০১647645
  • গপ্পো শেস?
  • hu | 188.91.253.190 | ১০ এপ্রিল ২০১৫ ১৯:১৪647646
  • না না, পেটটা একটু ধরেছে মনে হচ্ছে। কুমুদি, পরের রাউন্ড?
  • d | 24.97.235.152 | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৪৮647647
  • :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন