এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৫২০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ১৩:৪৩627909
  • বিদেশীরা তো সবরকম সবজেক্টই পড়ত, কিন্তু ভারতীয়দের তো বেশি অপশন থাকে না জীবনে। হয় ডাক্তারি নয় ইঞ্জিনীয়ারিং।
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ১৩:৪৭627910
  • "সোভিয়েট নারী" কোনো সমসত্ত্ব সত্তা নয়। ভীষণ পুরুষতান্ত্রিক সমাজ, সেটাও আবার সমসত্ত্ব নয়। তাই ইকুয়েশনে অনেক গড়বড়।
    নারীদিবস পালন করা মানে ঐ একটাদিনের জন্যে একটু আতুপুতু। এর বেশি তেমনভাবে ফীল করিনি। মেয়েরা যেমন "শিশু" টাইপ সারা দুনিয়ায়- এখানেও তার অন্যথা হয় না। তবে হ্যাঁ খাটতে পারে বটে।
  • ম্যামি | 69.93.204.138 | ০৭ মার্চ ২০১৪ ১৪:০১627911
  • বিদেশীরা সবরকম সবজেক্টই পড়ত। কিন্তু কিছু কিছু বিষয় আছে যা মগজ ধিকাই সিস্টেমে বিকশিত হয়না। পূর্ণ প্রস্ফুটিত হয় না।
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ১৪:০৫627912
  • একটু আউট অফ দ্য ট্র্যাক্‌ কথা লিখছি।
    এখন ( এখন এই ২০১৩-১৪ র প্রেক্ষাপটে) মধ্য এশিয়ার সেই ভেঙ্গে যাওয়া রিপাবলিকগুলোয় (তাজিকিস্তান, ইঃ) এক ভয়াবহ সমস্যা হচ্ছে ডিভোর্স বাই ফোন। ফোনে বা এসেমেস করে স্বামীরা স্ত্রীদের তালাক দিচ্ছেন - সেটা ভ্যালিড তালাক। কী হচ্ছে, না সোভোয়েত দেশ ভেঙ্গে যাওয়ায় কিছু রিপাবলিক (মুসলিম অধ্যুষিত) গরীব হয়ে পড়েছে। পুরুষরা চলে যাচ্ছে রাশিয়ায়। সেখানে কাজ করছে, নতুন প্রেম হচ্ছে। বিয়ে করবার ইচ্ছে জাগছে, সেটল করে যাবার ইচ্ছে, ইঃ। তখন দেশে ফেলে আসা মুসলমান বৌটিকে তালাক দিচ্ছে তারা মোবাইলে ফোন করে বা এসেমেস পাঠিয়ে।
    সেই ডিভোর্সী বাই ফোন পরিত্যক্তা মেয়েগুলোর অবস্থা কাহিল। তাদের ঘাড়ে তখন বাচ্চাকাচ্চাদের ভার, প্লাস তাদের পুনর্বিবাহের সম্ভবনা দুরূহ। চেহারার চাকচিক্যে, ফিগারের আবেদনে তারা রুশ নারীদের থেকে পিছিয়ে। তার ওপরে একাধিক মাতৃত্বের কারণে দেহের বাঁধুনি শিথিল। সামাজিকভাবেও ডিভোর্সী নারীর চাহিদা মধ্য এশিয়ার বিয়ের বাজারে তলানির দিকে।
  • ম্যামি | 69.93.204.138 | ০৭ মার্চ ২০১৪ ১৪:১২627913
  • আবার ইউরেশিয়ান কাস্টমস ইউনিয়নে এই দেশগুলিই পড়ে আছে।
  • ম্যামি | 69.93.204.138 | ০৭ মার্চ ২০১৪ ১৪:২১627914
  • কালকে ইউক্রেন বিষয়ে পড়ছিলাম (প্রচার কিনা জানি না)

    Yulia Kubanova, a 28-year-old who works in advertising, held a banner saying “Ukraine is United”. “I never asked whether I was ethnically Ukrainian or Russian,” she said. “I am a Ukrainian…I am proud of my country where people know what dignity is.” Ms Kubanova had been to lay flowers by for those who died in Kiev. A middle-aged woman attacked her: “She called me a Nazi and a whore.”
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ১৪:২৪627915
  • আরেকটা সামাজিক কাস্টম ছিলো (মনে হয় এখনো থেকে থাকবে) মধ্য এশিয়ার সেই রিপাবলিকগুলোয় সেই কমুনিস্ট আমলেও, বিয়ের সময় ভার্জিনিটি টেস্ট। সামাজিকভাবে বাধ্যতামূলক ছিলো কোনো কোনো সমাজে। পাশ করতে না পারলে বিয়ে নাকচ হয়ে যেত। মুখে চুনকালি।
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ১৪:২৮627916
  • ১৯৮৯ তে ফ্লোরার বয়স ৩৬। সে আক্ষেপ করে বলেছিলো - বিয়ে করা হয়ে ওঠে নি সময়মতো সংসারের অনেক দায়িত্ব ছিলো কাঁধে। এখন সকলে নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন বিয়ে করতে গেলে সমস্যা। এই ৩৬ বছরেও সমাজ এক্স্‌পেক্ট করবে যে বিয়ের জন্যে আমায় ভার্জিন থাকতে হবে। তারচেয়ে যেমন আছি তাই ভালো।
  • hu | 188.91.253.21 | ০৭ মার্চ ২০১৪ ১৪:৩৫627919
  • এটা মনে হয় একটু দক্ষিণদিকের কথা বলছেন, তাই না সে? কাজাখদের দেখি সেক্স নিয়ে খুব একটা ছুঁতমার্গ নেই। অবশ্য আমি যাদের দেখি তারা সবাই শহুরে।
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ১৪:৩৫627917
  • "মগজ ধিকাই" জিনিসটা খুব রিলেটিভ বলে আমি মনে করি। নিজের বোধবুদ্ধি ও যৌক্তিকতা থাকলে, মগজ ধিকাইকে অতিক্রম করা যায় - যদিও সিস্টেমের মধ্যে থেকে সেটা করা যন্ত্রণাদায়ক।
    বিদেশিরা, যারা জানে যে এখানে সাময়িক বাস - তাদের পক্ষে মগজ ধিকাই অতিক্রম করাটা সহজ।
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ১৪:৪৩627920
  • তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তানেও (গ্রামের দিকে খোঁজ নিন - আস্থা পেলে বলে দেবে) - এটা গর্বের ব্যাপার। নারী গর্বের সঙ্গে তার প্রথম রক্ত দেখায় - এই রক্ত তার পবিত্রতার প্রতীক। তখন হৈ হৈ করে উৎসবের বাজনা বেজে ওঠে শ্বশুরবাড়ীতে।
    কাজাখস্তান দ্বিতীয় বৃহত্তম রিপাবলিক ও রাশিয়ায় ভক্ত। শহুরে কালচার যেখানে, সেখানে মানুষ জ্ঞানপাপী। ভালো করেই জানে যে এগুলো "আধুনিক" সমাজে বলবার কথা নয়, এস্পেশালি বিদেশিদের তো নৈব নৈব চ, তাই এগুলো খুলে বলতে দ্বিধা বোধ করে।
  • ম্যামি | 69.93.204.138 | ০৭ মার্চ ২০১৪ ১৪:৪৪627921
  • কিন্তু সেই বিদেশীরা ওখানে পড়তে যাবে কেন?
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ১৪:৪৮627922
  • ম্যামির এই প্রশ্নের উত্তর এক লাইনে দেবার নয়, সময় করে পরে লিখব।
  • ম্যামি | 69.93.204.138 | ০৭ মার্চ ২০১৪ ১৪:৫১627923
  • ওকে।
  • de | 190.149.51.69 | ০৭ মার্চ ২০১৪ ১৬:১১627924
  • রাশান অ্যাকাডেমি অব সায়েন্সেস, ল্যান্ডাউ স্কুল অফ ম্যাথামেটিক্স আর থিওরেটিক্যাল ফিজিক্স তো সারা দুনিয়ায় স্বীকৃত। গর্বাচেভ পিরিয়ডের পর সারা দুনিয়ার ছড়িয়ে পড়া রাশান ম্যাথমেটিশিয়ান আর ফিজিসিস্টরাও তো বেশ সম্মানই পান দুনিয়ার বিজ্ঞানমহলে। অতো হচপচ ব্যবস্থার মধ্যেও কি করে অতো ভালো ভালো ম্যাথমেটিশিয়ান আর থিওরেটিক্যাল ফিজিসিস্ট তৈরী হলো ওখানে? কম্যুনিস্ট আমলে তাহলে আর যাই হয়ে থাকুক, এই সাবজেক্টগুলোর মান খুবই উন্নত ছিলো! আমি এই দুটি সাবজেক্ট সম্বন্ধে জানি বলে এটা বল্লাম। কেমিস্ট্রি বা বায়ো ইঃ তে কেমন অবস্থা ছিলো সেটা অবশ্য জানিনা।
  • ম্যামি | 69.93.204.138 | ০৭ মার্চ ২০১৪ ১৭:৩২627925
  • মাথামেটিক্স
    It is in mathematics that Russia and the Soviet Union have made the greatest contributions. Today the Soviet Union is a world power in mathematics. Indeed, Moscow probably has the greatest concentration of talent of any city. The main competitor is no doubt Paris, since mathematicians in the United States, another leader in mathematics in the last generation, are more widely distributed geographically.

    This great tradition in mathematics dates back to Leonhard Euler and Jakob Bernouilli in the early eighteenth century, both of whom did important work while living in Russia. N.I. Lobachevskii, M.V. Ostrogradskii, and P.L. Chebyshev in the nineteenth century solidified the reputation of Russia in mathematics. By the early twentieth century Russian mathematicians were working at the leading edge of mathematics in many areas: Chebyshev and A. A. Markov in the theory of numbers and probability; V. A. Steklov and A. N. Krylov in differential equations; D.F. Egorov, K.A. Andreev, and A. K. Vlasov in geometry; D.A. Grave, S. O. Shatunovskii, and F. E. Molin in algebra; N. N. Luzin in theory of functions; and many others. In the later Soviet period outstanding mathematicians are far too numerous to name, but they include L.M. Gerfand, A. N. Kolmogorov, A. Ia. Khinchin, S.N. Bernshtein, N.N. Bogoliubov, L.V. Kantorovich, L.S. Pontriagin, L.R. Shafarevich, S. L. Sobolev, and I. M. Vinogradov.

    Unfortunately, the importance of the history of Russian and Soviet mathematics is poorly reflected in English-language sources. Not even Lobachevskii, the creator of non-Euclidean geometry, is the subject of a full biography in English. V.F. KaganÕs N. Lobachevsky and His Contribution to Science (Moscow: Foreign Languages Publishing House, 1957) is perhaps the source most often cited, but it is clearly inadequate. Alexander Vucinich has explored some of the nontechnical aspects of Lobachevskii's life in his "Nikolai Ivanovich Lobachevskii: The Man Behind the First Non-Euclidean Geometry," Isis, 1962, 53:465-481. The best source on the circumstances of the creation of Lobachevskii geometry is a senior thesis by Gregory Crowe, "The Life and Work of Nikolai Ivanovich Lobachevsky: A Study of the Factors Leading to the Discovery and Acceptance of the First Non-Euclidean Geometry" (Harvard Univ., 1986).

    A happy exception to the dearth of English-language materials on the history of Russian and Soviet mathematics is Anne Hibner Koblitz's biography of the first significant woman mathematician of modern times, A Convergence of Lives: Sofia Kovalevskaia: Scientist, Writer, Revolutionary (Boston: BirkhBuser, 1983). Biographical material is also available on Nikolai Luzin, a founder of the twentieth-century "Moscow School" of mathematics, in two articles: Esther Luzin R. Phillips, "Nicolai Nicolaevich and the Moscow School of the Theory of Functions," Historia Mathematica 1978, 5:275-30; and Allen Shields, ÒYears Ago: Luzin and Egorov," The Mathematical lntelligencer, 1987, 9(4):24-27.
  • ম্যামি | 69.93.204.138 | ০৭ মার্চ ২০১৪ ১৭:৪২627926
  • ফিজিক্স

    The Soviet Union has traditionally been very strong in the theoretical foundations of physics. In general relativity theory, A. A. Fridman (Friedmann) produced a brilliant mathematical approach that showed that Einstein was wrong to think that his equations of 1915 could lead only to a static universe, an error that Einstein graciously admitted after seeing Fridman's work.

    Beginning in the early 1930s Vladimir Fock, Lev Landau, and Igor Tamm made contributions to quantum field theory that attracted attention from leading physicists around the world. At about the same time, P. A. Cherenkov began his work under the Supervision of S. I. Vavilov on the action of radiation on liquids. This led to his discovery of the Cherenkov effect, for which in 1958 he received the Nobel Prize (along With I. M. Frank and Tamm). Ia. I. Frenkef' was well known in the 1930s and 1940s for his work on electrodynamics and especially for his two-volume text on the subject. At the same time L.A. Artsimovich, I.Ia. Pomeranchuk, and D.D. Ivanenko were doing important work on quantum electrodynamics. The textbooks on theoretical physics by Lev Landau and E. M. Lifshits came to be known to physicists everywhere. Also in the 1930s Landau and B. I. Davydov established a strong tradition in plasma physics that has continued to the present day. In later years some of the most intluential workers in this field have been V. L. Ginzburg, R. Z. Sagdeev, E. P. Velikhov, L.A. Artsimovich, M.A. Leontovich, A.D. Sakharov, and I. E. Tamm. Sakharov (later famous in the West for his protests against Soviet violations of civil rights) and Tamm suggested the Tokamak toroidal model for controlled fusion, which was widely accepted internationally as a basis for continuing experimentation.

    The founder of Soviet work in solid state physics was A. F. loffe, a major figure in the history of Soviet science. In 1918 Ioffe established the Leningrad Physico-Technical Institute, which became the cradle of Soviet physics. In a forthcoming history of this institute Paul Josephson describes the 1920s as a "flowering of Soviet physics," a time when a group of talented young Soviet physicists flourished under Ioffe's tutelage. Among the members of Ioffe's group were A. P. Aleksandrov (future president of the Academy of Sciences), A. I. Alikhanov, L. A. Artsimovich, P. L. Kapitsa (Nobel laureate), I. KKikoin, V. N. Kondrat'ev, B. P. Konstantinovich, I.V. Kurchatov (later leader of the Soviet atomic weapon project), L.D. Landau (Nobel laureate), P. I. Lukirskii, N. N. Semenov (Nobel laureate), D. V. Skobectsyn, and Ia. I. Frenkel'.

    Another bright page in the recent history of Soviet physics has been quantum electronics, where new methods have been found for the generation and intensification of electromagnetic waves. In 1964 the Soviet physicists N. G. Basov and A. M. Prokhorov, together with the American physicist C. H. Townes, received the Nobel Prize for research leading to the development of lasers and masers.

    Unfortunately, there is very little scholarly work in English on the history of Soviet physics. Good articles on the early history are Paul Josephson, "The Early Years of Soviet Nuclear Physics," Bulletin of the Atomic Scientists 1987, 43(10):36-39; Josephson, "Physics, Stalinist Politics of Science and Cultural Revolution," Soviet Studies, 1988, 40(2):245-265 and Josephson, "Physics and Soviet-Western Relations in the 1920s and 1930s," Physics Today, 1988, 41(9):54-61. Peter Kapitsa, once the Soviet Union's best-known physicist because of his capture by Stalin while on home leave from England in 1934, has been the subject of several popular biographies, but no one has made use of the Kapitsa family archives.

    Lawrence Badash has included some of the correspondence between Kapitsa and his wife, Anna, in his Kapitza Rutherford and the Kremlin (New Haven, Conn.: Yale Univ. Press, 1985). Kapitsa's collection of articles Experiment, Theory, Practice has been published in English (DordrechtlBoston: D. Reidel, 1980). Also useful is the collection Peter Kapitsa on Life and Science: Addresses and Essays, edited and translated by Albert Parry (New York: Macmillan, 1968).

    An aspect of Soviet physics that has attracted some attention in the West has been atomic weapons and atomic energy. See David Holloway's Entering the Nuclear Arms Race: The Soviet Decision to Build the Atomic Bomb, 1939-1945 (Working Paper 9, International Security Studies Pro- gram) (Washington, D.C.: The Wilson Center, 1979); and his book The Soviet Union and the Arms Race (New Haven, Conn.: Yale Univ. Press, 1985). An old book still of some value is Amold Kramish's Atomic Energy in the Soviet Union (Stanford, Calif.: Stanford Univ. Press, 1959). I. Golovin's Soviet biography of Igor Kurchatov, the head of the Soviet atomic bomb project, has been translated into English by William H. Dougherty: I.V. Kurchatov: A Socialist-Realist Biography of the Soviet Nuclear Scientist (Bloomington, Ind.: Selbstverlag Press, 1968). After the accident at the Chernobyl nuclear power reactor in the spring of 1986, many Westerners became interested in Soviet policies toward atomic energy. Sources on this topic include Paul Josephson, "The Historical Roots of the Chernobyl Disaster,Ó Soviet Union/Union Sovietique, 1986, 13(3):275-299. David R. Marples, Chernobyl and Nuclear Power in the USSR (New York: Macmillan, 1987); and Marples, The Social Impact of the Chemobyl Disaster (New York: St. Martin's Press, 1988).

    Andrei Sakharov is currently the most famous of the Soviet Union's physicists. Although no complete biography of him exists, there are a number of collections of his writings or of writings about him, such as Sakharov Speaks, edited by Harrison E. Salisbury (New York: Vintage Books, 1974); On Sakharov, edited by Alexander Babyonyshev and translated by Guy Daniels (New York: Knopf, 1982); and Sakharov's My Country and the World translated by Guy Daniels (New York: Vintage Books, 1975).

    An interesting attempt to compare Soviet and Western research in high-energy physics is John Irvine and Ben R. Martin, "Basic Research in the East and West: A Comparison of the Scientific Performance of High-Energy Physics Accelerators," Social Studies of Science, 1985, 5(2): 293-341.
  • ম্যামি | 69.93.240.52 | ০৭ মার্চ ২০১৪ ১৮:২৭627927
  • সোর্স Loren R. Graham, Russian & Soviet Science and Technology, History of Science Society Newsletter, Volume 18 No. 4 (Supplement 1989).
  • hu | 188.89.13.8 | ০৭ মার্চ ২০১৪ ১৯:০৩627928
  • কিছুদিন আগে একটি ছেলের সাথে কথা হচ্ছিল। টিভিতে তখন উইন্টার অলিম্পিকস দেখাচ্ছে। খেলাধুলোর কথা উঠতে টিম বলেছে সোভিয়েত আমলে তো তোমাদের খেলাধুলোর ফেসিলিটি খুব ভালো ছিল। তো তখন ছেলেটা বলছে এভাবে এককথায় বলা যাবে না। ওর বাড়ি সেন্ট্রাল কাজখস্তানের একটা গ্রামে। সেই গ্রাম থেকে একাধিক বিশ্বচ্যাম্পিয়ান আছে রোয়িং এ। এবার এটা শুনে আমরা স্বভাবতই ভাবব খেলাধুলোর অনেক সুযোগ আছে সেই কাজাখ গ্রামে। কিন্তু ছেলেটি বলল ব্যাপারটা তা নয়। ওখানে মানুষের ঐ একটাই স্পোর্ট্স - রোয়িং। কেউ যদি টেনিস খেলতে চায়, পারবে না। জিমনস্টিক্স করতে চায়, পারবে না। সারা গ্রাম একটাই স্পোর্ট্স করে। আর যেহেতু শুধু এটাই করছে, ন্যাচারালি দক্ষতা বাড়ছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বেরোচ্ছে। গভর্নমেন্ট স্পনসরশিপ আছে নিশ্চয়ই, কিন্তু শুধু ঐ একটা খেলাতেই। অন্য কিছু খেলার সুযোগ নেই। এটা সামগ্রিক চিত্র কিনা তা সে বলতে পারবেন।
  • hu | 188.89.13.8 | ০৭ মার্চ ২০১৪ ১৯:০৯627930
  • কাজাখ্স্তান রাশিয়ার ভক্ত শুনে একটা কথা মনে পড়ল। এক্জনের থেকে শুনছিলাম, প্রেসিডেন্ট নাজারবায়েভ যে দক্ষিণের পুরোনো শহর আলমাটি থেকে উত্তরে ঠান্ডার মধ্যে আস্তানায় রাজধানী সরিয়ে আনল তার আসল কারন নাকি রাশিয়ার জুজু। ইউক্রেনে আজ যা হচ্ছে নাজারবায়েভ নাকি তেমন পরিস্থিতি আঁচ করেই উত্তরে রাশিয়া বর্ডারের দিকে রাজধানী সরিয়ে এনে এই অঞ্চল কাজাখ দিয়ে ভরিয়ে দিচ্ছে। কিছুদিন আগে খবর বেরিয়েছে কাজখ্স্তানের নাম নাকি বদলে 'কাজাখ-ইয়েলি' (কাজাখ-দের দেশ) করার কথা ভাবা হচ্ছে। আশেপাশের অন্য 'স্তান'-দের থেকে দূরত্ব রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত।
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ২০:০৭627931
  • ঃ-)

    অলমাটিতে আমার এক বাঙালী বন্ধু (ছোটো ভাই)র স্টীলের ব্যবসা ও কারখানা আছে। সে ও এই রকমের কথাই বলে।

    ক্রিমিয়া ও ইউক্রেন কিংবা আমাদের কাশ্মীর বা মনে করুন ইজরায়েল/প্যালেস্তাইন সর্বত্রই ঘুরে ফিরে একই গপ্পো।

    ক্রিমিয়ার আসল অধিবাসী তাতারদের তো উৎখাত করা হয়েছিলো (আগে এখানেই লিখেছিলাম মনে হয়), তখন সেই শূন্যস্থান ভরিয়ে তুলেছিলো রাশিয়ান জনতা। পরে ক্রিমিয়াকে জুড়ে দেওয়া হয় উক্রাইনার সঙ্গে এবং উক্রাইনেও প্রচুর রাশিয়ান স্থায়ীভাবে বংশানুক্রমিকভাবে বাস করতে থাকে। এ জিনিস সমস্ত রিপাবলিকেই চলত। মনে হয় না এরা কখনও ভেবেছিলো যে রিপাবলিকগুলোকে স্বাধীনতা দেওয়া হবে (হ্যাঁ স্বাধীনতা হাতে করে করে দেওয়া হয়েছিলো, ছিনিয়ে অর্জন করা হয় নি) সেই কারণেই সর্বত্র রাশিয়ানদের কিছুমাত্রায় জনসংখ্যার মধ্যে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়। অথচ দেখুন উক্রাইনায় তেমন সংখ্যক (আনুপাতিক হারে) উজবেক বা কাজাখ বা তুর্কমেন আছে কি? নেই। কেন নেই? কারণ বড়দা বরাবরই ছিল রাশিয়া।
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ২০:০৯627932
  • কেবল গণিত ও পদার্থবিদ্যায় নয়, ফলিত গণিত ও ফলিত পদার্থবিদ্যা প্লাস ইঞ্জিনীয়ারিং (গর্ব করেই বলি) অনেক খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হতো।
  • সে | 203.108.233.65 | ০৭ মার্চ ২০১৪ ২১:৩৯627933


  • আগামী কালের জন্যে
  • ম্যামি | 69.93.240.52 | ০৭ মার্চ ২০১৪ ২২:৩৩627934
  • মনে করানোর জন্য থ্যাঙ্ক ইউ।

  • ম্যামি | 69.93.240.52 | ০৭ মার্চ ২০১৪ ২২:৪২627935
  • The 8th of March: A day of rebellion by working women against kitchen slavery. Say NO to the oppression and vacuity of household work!
  • সে | 203.108.233.65 | ১০ মার্চ ২০১৪ ১৪:৪৪627936
  • খেয়াল করে দেখুন তাসে এইট্‌থ মার্চ ই ফার্স্ট মে - আন্দোলন গুলো হয়েছে সব অ্যামেরিকায়, অথচ পালন হতো সোভিয়েত ইউনিয়নে।
  • um | 125.113.42.99 | ১০ মার্চ ২০১৪ ১৫:৪৫627937
  • F5
  • সে | 203.108.233.65 | ১০ মার্চ ২০১৪ ১৬:০১627938
  • ঃ-) পরে লিখছি।
  • সে | 203.108.233.65 | ১০ মার্চ ২০১৪ ১৬:৪৬627939
  • শিরকুজি/রাভশান কিংবা শাখভ নিয়ে বেশি কথা বাড়াবো না। এরা দুটো আলাদা দলের সাকরেদি করত এবং তা কমিউনিস্ট আমল থেকেই। এই ধরণের লোকগুলোকে চিনত কেজিবি এবং মিলিৎসিয়া। বিভিন্ন সময়ে দেখা গেছে যে মিলিৎসিয়ার সরাসরি সহযোগিতা ছাড়া এদের বাড়বাড়ন্ত সম্ভব ছিলো না। আবার মিলিৎসিয়ার আর্থিক সঙ্গতি বাড়ানোর ক্ষেত্রেও এদের ভূমিকা ছিলো অপরিসীম। এদের চ্যালা চামুন্ডরা ইচ্ছে করলেও দল থেকে বেরোতে পারত না কারণ তাদের কুকর্মের লিস্টি মিলিৎসিয়ার কাছে আছে, পালানোর পথ নেই। একপ্রকার সারাজীবনের দাসত্ব।
    সোভিয়েত দেশ, সোভিয়েত নারী, ইত্যাদি নানাবিধ পত্রপত্রিকা পড়ে দেশটার ওপর যে ধারণা হয়, সেখানে গিয়ে বছরের পর বাস করতে করতে সেই সমস্ত ধারণা ক্রমশ মিলিয়ে যায়। তখন দামী কাগজে ছাপা রঙীন পত্রিকাগুলোর দিকে তাকিয়ে অদ্ভুত লাগে। ঠিক হাসি পাওয়া নয় - এমন এক অনুভূতি যা বুঝিয়ে বলা খুব খুব শক্ত।
    বাছাই করা অনুবাদ সাহিত্য গল্প রূপকথা - এসবের স্মৃতি থেকে তো যায় কিন্তু নতুন করে সবগুলো আর দাগ কাটে না।
    বিশেষ করে সোভিয়েত জমানায় যেসব সাহিত্য লেখা হয়েছিলো সেগুলোর মধ্যে প্রোপাগান্ডার প্রভাব বড্ড চোখে পড়ে।
    হয়ত এ সবই আমার একপেশে দৃষ্টিভঙ্গী।
    কিন্তু তাইই যদি হবে, তবে দেশ ভেঙ্গে যাবার পরপরই মায়াকভ্‌স্কিকে রাতারাতি বাতিল করে দেয় কীকরে?
  • ম্যামি | 69.93.192.2 | ১০ মার্চ ২০১৪ ১৭:৩৯627941
  • যারা অনুবাদ করবার জন্যে ওখানে দীর্ঘদিন থেকেছেন তাঁরা কেন জানলেন না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন