এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৫৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ০৪ মার্চ ২০১৪ ১৫:৫৯627876
  • ঘরে ঢুকেই প্রথমে দরজা বন্ধ করে খিল তুলে দেওয়া হলো - গানের আওয়াজে প্রতিবেশিরা যাতে বিরক্ত না হয়।
    মিনিট পাঁচেক ধরে টুংটাং ঢিশ্‌ঢিশ্‌ ট্যরারারা শব্দে বাধ্যযন্ত্রের টিউনিং শেষ হতেই ঘর কাঁপিয়ে শুরু হয়ে গেল গান-বাজনা। বলা হয় নি, যে মাটির নীচে ঘর, তাই জানলা বলে কিছু নেই - কেবল এক ঘর থেকে অন্য ঘরে যাবার দরজা।
    কানের ওপরে সে এক অসহ্য অত্যাচার। গানের চেয়ে বাজনার আওয়াজ বেশি এবং প্রতিটি যন্ত্রীই তাদের দেহের সমস্ত শক্তি উজাড় করে বাজিয়ে চলেছে। থামবার কোনো লক্ষণ নেই। সেই আওয়াজে চাপা পড়ে যাচ্ছে শিরকুজি আকার কন্ঠস্বর, তিনি কী যে গাইলেন তা শোনা গেল না। একে ভদ্রতার খাতিরে কানে আঙুল দেওয়া যাচ্ছে না, তায় পালাবার সমস্ত পথ বন্ধ।
    মাথা ঝাঁঝা করে উঠছে, বসবার কোনো ব্যবস্থা নেই - মনে হোলো মাথাঘুরে পড়ে যাবো। একটু সরে গিয়ে দেয়ালের কাছটায় গেলাম ঠেশ দিয়ে দাঁড়াবো বলে। ঘরের কোণায় একটা টুলের উচ্চতার সমান কিছু রয়েছে, ওপরে বিবর্ণ একটা ছেঁড়া মতো ঢাকনা। ঢাকনাটা সরিয়ে সেটার ওপরে একটু বসার জায়গা করে নিতে গিয়ে দেখি বন্দুক। ঠিক বন্দুক নয়, পাইপগান টাইপ।
    এক ঝটকায় মাথাঘোরা সেরে গেল, ওখান থেকে সরে এসে বাজনার তালে তালে মাথা দোলাতে লাগলাম।
  • সে | 203.108.233.65 | ০৪ মার্চ ২০১৪ ১৬:০৫627877
  • কল্লোলদা,
    আজ ভাবলে ডরাই। কিন্তু তখন বয়েস কম ছিলো রক্ত গরম - অ্যাড্‌ভেঞ্চার হাতছানি দিত। তাও তো অনেক ঘটনা লিখি না।
  • কল্লোল | 111.63.182.101 | ০৪ মার্চ ২০১৪ ১৬:০৮627878
  • তোমার সাথে আড্ডা দিতে বড় সাধ হয় ভাই। তোমার কথকতার ভঙ্গীটি বড্ডো ভালো। গল্পগুলো তো আছেই।
  • b | 135.20.82.164 | ০৪ মার্চ ২০১৪ ১৬:১৪627879
  • আমার মনে হয় সে তবলা বাজান। মোক্ষম জায়গায় 'সম' গুলো পড়ছে। একেবারে ধা-এর উপরে ।
    আরেকটা প্রশ্নঃ রাশিয়ানে আকা মানে কি?
  • সে | 203.108.233.65 | ০৪ মার্চ ২০১৪ ১৬:৪১627880
  • রাশিয়ানে "আকা" শব্দ নাই। আঞ্চলিক প্রাদেশিক ভাষা। মধ্য এশিয়ার মুসলমানদের দেশগুলোয়। অর্থ "জী" অর্থাৎ সম্মানার্থে ব্যবহৃত হয়।
    ঐ হু কে জিগান।
  • b | 135.20.82.164 | ০৪ মার্চ ২০১৪ ১৭:২৭627881
  • গানঘরে গান।
    আপনার হবু বইটার একটা টাইটেল সাজেস্ট কল্লাম।
  • ম্যামি | 69.93.211.115 | ০৪ মার্চ ২০১৪ ১৭:৩৭627882
  • পড়ছি।
  • সে | 203.108.233.65 | ০৪ মার্চ ২০১৪ ১৮:১১627883
  • গান বাজনা শেষ হলে ভূগর্ভ থেকে বেরিয়ে বৈঠকখানায় পৌঁছে সেই দাদা জানালেন যে শিরকুজি বাইরে থেকে গায়ক হলেও, আদতে সে একটি ছোটোখাটো গড্‌ফাদার। লোকে "দরকার" পড়লে এঁর কাছে আসে। তবে ভেতরে পার্টস্‌ না থাকা সত্ত্বেও লোকটা গান বাজনা করতে খুবই ভালোবাসে। তার ওপরে ওর মাথাটি খেয়েছেন মিস্টার ভান্ডারী।
    ভান্ডারী কে?
    ও বাবা, তুমি মিস্টার ভান্ডারীকে চেনো না? ঐ দ্যাখো ফোটো।

    দেয়ালে দেখলাম মাথায় পাগড়ি পরা হাসিহাসি মুখওয়ালা এক ভারতীয় মুখের পাশে গলাগলি করে শিরকুজি আকার ফোটো। দেয়াল তো নয়, ফোটো গ্যালারী। মিঠুন চক্রবর্তি থেকে শুরু করে রাজ কাপুর, প্রত্যেকের সঙ্গে একটা না একটা পোজে শিরকুজি আকা কে দেখা যাচ্ছে। সব জেনুইন মাল। সেযুগে ফোটোশপের জন্মও হয় নি।

    গড্‌ফাদার শব্দটা শিরকুজি ওভার হিয়ার করেছিলেন - তবে তাতে তিনি মনোক্ষুন্ন না হয়ে খুশিই হয়েছেন দেখলাম।
    প্রচুর খাবার দাবার (সামসা, ইঃ) দিয়ে আমাদের আপ্যায়ন করা হোলো।
    সেই গিন্নিবান্নি ভদ্রমহিলাকে (যাঁকে প্রথমে আইসক্রিম খেতে দেখা গেছল) এবার দেখা গেল আবার, শিরকুজি পরিচয় করিয়ে দিলেন।
    - ইনি আমার বড়বৌ।
    পায়ে ধুলো নেবো কিনা বুঝতে না পেরে একপাশে গদোগদো হয়ে দাঁড়িয়ে রইলাম।
    সেই বড়োবৌ আমাদের পেয়ালা ভরে ভরে চা পরিবেশন করে গৃহস্থালীর কাজে চলে গেলেন।
    আমরাও আর বেশিক্ষণ থাকিনি সে তল্লাটে।
    সেখান থেকে বিদায় নেবার পরে রাস্তায় বেরিয়ে আমার সেই বাঙালী দাদা জানালেন শিরকুজির বড়বৌ এর নাম জেবো। ওঁকে জেবো আপা বলে সম্বোধন করতে হবে।
    "বড়োবৌ" মানে?
    মানে ওঁর তো অনেকগুলো বৌ। চারটে। না না, পাঁচ। রিসেন্টলি পাঁচ নম্বর বিয়ে করেছেন।
    পাঁচ বৌ নিয়ে এক বাড়ীতে থাকে?
    না না, পাগোল নাকি? সব বৌয়েরা আলাদা আলাদা জায়গায় থাকে। তবে এখানেও আসে। একসঙ্গে রাখলেই ঝগড়াঝাঁটি অশান্তি মনোমালিন্য হবে।
    ব্যাপারটা বে আইনী নয়? বৌয়েরা সব মেনে নিয়েছে?
    শিরকুজি গাজিয়েভ আইন ফাইন নিয়ে ভাবে না। বৌয়েরা না মানতে চাইলে চলে যাবে। চলে যাচ্ছে না তো কেউ বরং রয়েছে সব মিলে মিশে। একসঙ্গে পাঁচ পাঁচটা এস্‌ট্যাবলিশ্‌মেন্ট মেইনটেইন করা কি ঠাট্টা ইয়ার্কি নাকি। আমাকে দেখেছো তো একটা বৌ নিয়েই হিম্‌শিম্‌ খাচ্ছি। ঐ শাখভ্‌ না কার কথা বলছিলে, ও তো কালকের ছোকরা মাফিয়ার চ্যালা। ইনি হচ্ছেন মাফিয়ার ডান হাত। সেই কমিউনিস্ট জমানা থেকেই।
  • ম্যামি | 69.93.211.115 | ০৪ মার্চ ২০১৪ ১৮:২৪627884
  • আচ্ছা এই যে বাড়ি, একেই কি dacha বলে?
  • সে | 203.108.233.65 | ০৪ মার্চ ২০১৪ ১৮:২৬627886
  • না। এ দাচা নয়। এ সাধারন বাড়ি।
    দাচা হচ্ছে বাগানবাড়ি, যেমন জর্জ বুশের আছে টেক্সাসে।
  • | ০৪ মার্চ ২০১৪ ১৮:২৮627887
  • খাইসে!
    নীহাররঞ্জন রায় ইতিহাস লিখতেন। আর নীহাররঞ্জন গুপ্ত কিরিটী রায় লিখতেন।
  • সে | 203.108.233.65 | ০৪ মার্চ ২০১৪ ১৮:২৯627888
  • গুগুল থেকে কিছু দাচার ফোটো তুলে দিলাম



  • ম্যামি | 69.93.211.115 | ০৪ মার্চ ২০১৪ ১৮:৩৯627889
  • থ্যাঙ্কস।
  • কল্লোল | 125.242.191.245 | ০৪ মার্চ ২০১৪ ২০:৩৫627890
  • দম। এঃ এটা বড়ো ইয়ে হয়ে গেছে। থ্যাঙ্কু রে।
    হ্যাঁ হ্যাঁ নীহাররঞ্জন গুপ্ত। কিরীটি নীহারবাবু। যিনি ঢং ঢং করিয়া একটা বাজিল লিখতেন।
    বাঙ্গালীর ইতিহাস নীহারবাবু নয়।
    ইস, নাকমলা, কানমলা।
  • Ranjan Roy | ০৫ মার্চ ২০১৪ ০১:৫১627891
  • আকা খানিকটা 'কর্তা', 'মালিক' বা বাপ গোছের। যেমন আলাদিনের জিন প্রদীপ ঘষলেই হাজির হয়ে শুধোয়-- ক্যা হুকুম, মেরে আকা?
    বা ও ব্যাটার নিজের মুরোদ নেই, পেছনে পলিটিক্যাল আকাদের জোর আছে।
    'আপা' বড়দির সমগোত্রীয়।
  • Atoz | 161.141.84.111 | ০৫ মার্চ ২০১৪ ০৩:১১627892
  • বাংলাদেশেও তো আপা চলে। মানে দিদি/বড়বোন।
    আমার এক বন্ধুনিরে তো ঐ সচল পাড়ায় সবাই তুলিআপা বলে ডাকে। সন্ধি করে কেউ কেউ তুল্যাপা ও বলে। ঃ-)
  • Atoz | 161.141.84.111 | ০৫ মার্চ ২০১৪ ০৩:১৪627893
  • ওখানে বেশী কাছের জন হলে আবার কেউ কেউ আপা না বলে আপুও বলে। অমুক আপু, তমুক আপু। ঐ অত্যাদরে উ এর নিয়ম আরকি! ঃ-)
  • a x | 138.249.1.194 | ০৫ মার্চ ২০১৪ ০৩:২৩627894
  • কিসব সার্রিয়াল গপ্পসমূহ!
  • ম্যামি | 69.93.244.29 | ০৫ মার্চ ২০১৪ ১৩:৫৩627895
  • সে আসিবে আমার মন বলে সারাবেলা।
  • de | 190.149.51.67 | ০৫ মার্চ ২০১৪ ১৪:১৫627897
  • আমিও ঘুরে গেলাম গপ্পের আশায়!
  • Ranjan Roy | ০৫ মার্চ ২০১৪ ১৫:০৩627898
  • ম্যামি,
    পুতিন ইউক্রেন সমস্যা সামলাতে অবশ্যই 'ইয়ে' করেছেন, তবে নিজের কাপড়ে। কী দিনকাল!
  • ম্যামি | 69.93.244.29 | ০৫ মার্চ ২০১৪ ১৫:১৮627899
  • এটা আগামীর অবয়বে লেখো রজন।
  • ম্যামি | 69.93.244.29 | ০৫ মার্চ ২০১৪ ১৫:১৯627900
  • ঞ্জ
  • সে | 203.108.233.65 | ০৫ মার্চ ২০১৪ ২১:৩৪627901
  • কাল লিখব। আজ সময় পেলাম না মোটে।
  • de | 190.149.51.68 | ০৬ মার্চ ২০১৪ ১৩:৩৩627902
  • আজকে হবে তো একটুখানি সময়?
  • সে | 99.206.117.158 | ০৬ মার্চ ২০১৪ ১৫:৫৮627903
  • ঐ বাড়িতে আরো বেশ কয়েকবার যাতায়াত করেছি। একটা ঘটনা মনে পড়ছে।
    একদিন বিকেলের দিকে গেছি। গিয়ে দেখি খুব ব্যস্ত সকলে। কী ব্যাপার? না শিরকুজি আকা একটু পরেই ইন্ডিয়া যাচ্ছেন। একা নন। এইবারে সঙ্গে যাবার সুযোগ পেয়েছে ওঁর ছোটো মেয়ে (তার আবার সামনেই বিয়ে - তারিখ ঠিক হয়ে গিয়েছে) এবং কনিষ্ঠ বৌ।
    বৈঠকখানার ঘরে তখন এঁদের ব্যাগেজ জড়ো করা রয়েছে একপাশে। রাভশান নামক ড্রাইভার ( সেই লিকপিকে দুজনের একজন) এক এক করে সুটকেস বয়ে নিয়ে যাচ্ছেন গাড়ীতে। জানা গেল এটা মেয়ের বিয়ের লাস্ট মিনিট শপিং। আবদারী ছোটোকন্যা সেজেগুজে রেডি হয়ে শিরকুজি আকার ছোটোবৌ এর সঙ্গে খিলখিলিয়ে হেসে হেসে গল্প করছে (সম্পর্কে ইনি তো মেয়েটির ছোটো সৎমা)। ছোটোবৌ কে ভালো করে দেখলাম। আন্দাজ বছর ত্রিশেকের ভদ্রমহিলা। চেহারায় শিক্ষার ছাপ। ইনি নাকি ওঁর গানের গ্রুপে ফিমেল লীড সিঙ্গার। পোশাকেও রুচির ছাপ প্রকাশ পাচ্ছে। এইরকম ভদ্রমহিলা কেমন করে কারো পঞ্চম স্ত্রী হতে রাজি হন সে সমীকরণ সল্‌ভ্‌ করতে পারলাম না।
    এমন সময়ে শিরকুজি আকার দেখা মিলল। খুব ব্যস্ত হয়ে এসে ওদেরকে গাড়ীতে গিয়ে উঠতে বললেন। ছোটো বৌ বাড়ীর ভেতরে যান না। মেয়েটি ভেতরে গিয়ে তার গর্ভধারিণী মাকে টাটা করে এলো।
    জেবো আপা বাইরে দেখা দিলেন না। জানলাম তাঁর বড্ড মাথা ধরেছে।

    রাভশান আকা (সেই ড্রাইভার)র সঙ্গে মাঝে মধ্যে রাস্তায় দেখা হয়ে যেত। পুরোটাই তো পাড়ার মধ্যে পাড়া। তায় চেনামুখ। এর পরে হঠাৎ হঠাৎ দেখতাম রাভশান আকা ফাঁকা গাড়ি ড্রাইভ করে যাবার সময় গাড়ি থামিয়ে লিফ্‌ট্‌ দিতেন আমায়। অসাধারণ সূক্ষ্মরসবোধ ছিলো - সেন্স অফ হিউমার। শিরকুজিদের সামনে যে লোক চুপচাপ কেঁচো, সেই লোকই বাইরে অন্য মানুষ।
  • de | 190.149.51.68 | ০৭ মার্চ ২০১৪ ১১:১৬627904
  • তারপর?
  • ম্যামি | 69.93.204.138 | ০৭ মার্চ ২০১৪ ১২:০৪627905
  • নাঃ সোভিয়েট নারীকে স্ট্রং উওম্যান ভাবাটা ছেলেমানুষি ছিল।
  • hu | 188.91.253.21 | ০৭ মার্চ ২০১৪ ১২:১৩627906
  • ফিজিক্যালি স্ট্রং তো নিশ্চয়ই। তবে এখন যা দেখি, সোসাইটি পুরুষতান্ত্রিকই বলা চলে। আজ খুব ঘটা করে উইমেনস ডে পালন হচ্ছে। আসল উইমেন্স ডে আগামী কাল। সেটা শনিবার পড়েছে বলে সেলিব্রেশন আজকে। সোমবার ছুটি।
    সে-র লেখা মুগ্ধ হয়ে পড়ে যাচ্ছি।
  • b | 135.20.82.164 | ০৭ মার্চ ২০১৪ ১৩:২৯627908
  • রাশিয়াতে তো বেসিক সাইন্স মানে পদার্থবিদ্যা, অংক এগুলোতে বেশ জোর দেওয়া হত। বিদেশী ছাত্রছাত্রীদের, বা বিশেষতঃ ভারতীয়দের কোন ধরনের কোর্সে পড়তে যাওয়ার দিকে ঝোঁক ছিলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন