এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ : rfe

    Paramita
    অন্যান্য | ১৪ জুন ২০০৬ | ২০২৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 67.88.241.3 | ০১ এপ্রিল ২০০৮ ০০:৩১603533
  • এই টইতে আগে আলোচনা হয়েছিল বলে লিখছি, প্রায় সাত-আট বছর আগে লেখা কিন্তু কাজ করে এমন ট্র্যান্সলিটারেশন কোড পাওয়া যাবে :

    http://sourceforge.net/projects/bongolipi/

    মালটি জাভায় লেখা এবং আপাতত: শুধু ITRANS transliteration scheme আর itxBeng font সাপোর্ট করে। প্রজেক্টের একটি অতি উচ্চ গোল আছে। কেউ যদি অংশগ্রহণ করতে ইচ্ছুক হন, স্বচ্ছন্দে মেল পাঠান প্রজেক্ট পেজ থেকে।
  • d | 61.17.13.140 | ০১ এপ্রিল ২০০৮ ২৩:০২603534
  • অর্পণ/ঈশান,

    OOর প্লাগইনে ঞ'য় চ লিখতে গেলে একটু গন্ডগোল করছে। চঞ্চল লিখতে গেলে cha`Ncal লিখতে হচ্ছে। মানে ঞ'র পরে ch না দিয়ে c দিয়ে চ লিখতে হচ্ছে।

  • Arpan | 124.125.224.212 | ০১ এপ্রিল ২০০৮ ২৩:১০603535
  • তুমি পুরনো ভার্সনটা চালাচ্ছ। এই টইতে দেখ ঐ বাগটা ফিক্স করে দিয়েছি। ন্যাড়াদা কনফার্ম করেছেন।

    ঈশান মু:পো: নতুন ভার্সন তোলে গুরুতে তোলে নাই।
  • Arpan | 124.125.224.212 | ০১ এপ্রিল ২০০৮ ২৩:১২603536
  • সরি, এই টই না বোধহয়। গুরুচন্ডালির বাগ - ঐটা।
  • Somnath | 59.160.220.131 | ২১ এপ্রিল ২০০৮ ০৬:৪৪603537
  • গুরুচন্ডা৯ বিষয়ে আলোচনার টপিকগুলোতে, মানে বুলবুলভাজা, কূটকচা৯, আলোচনা, গুরুম্যাগ এগুলোর টইগুলোতে সরাসরি এই লেখাগুলোতে যাওয়ার লিংক চাই। সবচেয়ে ভালো, টইয়ের হেডিংটাকে হাইপারলিংক করা গেলে, যেটা সবসময় লেটেস্ট লেখাগুলোকে টার্গেট করবে। নতুবা অন্য লিংক করে এটা করা দরকার, যাতে রিলেটেড টই টা থেকে সরাসরি মূল লেখায় আসা যায়, প্রথম পাতা হয়ে না ঘুরে।
  • arjo | 168.26.215.54 | ১১ জুলাই ২০০৮ ১৮:১৭603538
  • টই উড়ে যাবার এই বাগটা বেশ বাজে টাইপ। ঘটনাবহুল দিনে বড্ড অসুবিধা হয়।
  • arjo | 168.26.215.54 | ২৩ জুলাই ২০০৮ ১৮:৩৬603539
  • এটা এনহ্যান্সমেন্ট কিনা জানি না। কিন্তু এই টই উড়ে যাবার বাগটি ফিক্স করা হোক। নইলে এবারে বন্ধ ডাকব।
  • dri | 75.3.201.164 | ২৪ জুলাই ২০০৮ ১১:২২603540
  • আর্য্য ঠিকই বলেছেন। এই মোস্ট রিসেন্টলি আপডেটেড টইয়ের লিস্টটাই টইয়ের লাইফলাইন। এটা ঘেঁটে গেলে আজকাল কেমন অসহায় লাগে। আমার মনে আছে বছর দুয়েক আগে যখন গুরুতে প্রথম আসি তখন টইয়ে ছিল চার পাতা কি পাঁচ পাতা। আর আজ সাতাশ। তখন দরকার হলে পাতা উল্টে সব পড়ে ফেলা যেত। পুরোটা একদিনেই পড়ে ফেলা যেত। আজ অসম্ভব।

    আমার মতে এইটা একটা এϾট্র ব্যারিয়ার। মানে নতুন পাঠক যদি গুরুতে আসা সঙ্কেÄও গুরুর ইন্টারেস্টিং অংশগুলো না পড়ে ফেরত চলে যাওয়ার প্রবাবিলিটি খুব হাই। আজকের এই কনটেন্ট এক্সপ্লোশানের যুগে ঠিক কন্টেন্টের কাছে ঠিক পাঠককে পৌঁছে দেওয়া একটা বড় প্রবলেম। আমার মনে হয় এই ব্যাপারটা অ্যাড্রেস করার জন্য গ্রুপে একটা ব্রেন স্টর্মিং হতে পারে।

    একটা স্টার্টার আইডিয়া দিই। একটা 'গুরুতে নতুন?' এই ধরনের লিংক থাক। তাতে একটা এডিটার্স চয়েস অব দশটা কি পনেরোটা খুব ভালো টই থাক, যেগুলো পড়ে একজন নতুন পাঠক গুরুর চরিত্রটা ধরতে পারবে। এই লিস্ট বানানোর জন্য সবার পাকামি মারার দরকার নেই। ঈশেন আর দময়ন্তীই যথেষ্ট।

    আজ আর দুবছর আগের মত সব পড়ে গুরুর ফান্ডা করা সম্ভব না।
  • d | 203.143.176.253 | ২৪ জুলাই ২০০৮ ১১:৪৯603541
  • এইটা খাসা আইডিয়া।
    ঐখানেই টই খোলা ইত্যাদি সম্পর্কেও দু-কথা বলে দেওয়া যায়। অনেকেই অনেকসময় কোন সাধারণ স্টেটমেন্ট, যেটা দিব্বি ভাটে দেওয়া যায়, (উদা: "আকাদেমী সভাপতি সুনীল গোঙ্গো") সেটা দিয়ে টই খুলে ফেলেন। এইগুলোও পরিস্কার করে বলে দেওয়া যায়।
  • d | 117.195.37.76 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:২৯603543
  • ১। দ্রি'য়ের এই আইডিয়াটা নিয়ে কেউ এগোচ্ছে? আমি টই বেছে দিতে পারি।

    ২। এইটা ন্যাড়াদা ও ঈশানকে:
    সাইটে চটজলদি একটা সার্ভের খাঁচা বানিয়ে দেওয়া যাবে? ঐ ওপরে যে "বইপত্তরে নতুন বই' টিম্‌টিম্‌ করে জ্বলছে সেখানে সার্ভের কথা থাকবে। সেখানে ক্লিকালে সেটা একটা কোন পাতায় যাবে। যেখানে কিছু প্রশ্ন থাকবে। প্রশ্নগুলোর কিছু অবজেক্টিভ, কিছু সাবজেক্টিভ। এটা ১৫ দিন মত খোলা থাকবে। তারপরে বন্ধ হয়ে যাবে। মানে আর উত্তর দেওয়া যাবে না।

    আমার এইটা একটু চট্‌জলদি চাই। নিতান্ত সম্ভব না হলে একটা টই খুলে শুরু করতে পারি। কিন্তু সেখানে সমস্যা হল এক তো নির্দিষ্ট সময়ের পরে বন্ধ করে ডেটা অ্যানালিসিস মুশকিল। দুই একের উত্তর অন্যকে প্রভাবিত করার একটা হাল্কা সম্ভাবনা থেকে যায়।
  • nyara | 64.105.168.210 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫০603544
  • আমি গুরুচন্ডালীর ব্যাকএন্ড কোড বা আর্কিটেকচার কিচ্ছু জানিনা। তাই সার্ভের খাঁচা তৈরি করতে কত সময় লাগবে তা বলতে পারব না।

    খুব ইনোভেটিভ আর্কিটেকচার না হলে খাঁচা বানাতে খুব বেশি সময় লাগার কথা নয়। ঈশান দিন দুয়েকের মধ্যে নাবিয়ে দিতে পারবে। ;)
  • Ishan | 12.217.30.133 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৩603545
  • সার্ভে তো? ইংরিজিতে প্রবলেম নাই তো। তাহলে আজ্জো তো আছেই।

  • d | 203.143.184.11 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৯603546
  • না আ আ আ ইংরাজী নয়। বাংলা।
  • d | 203.143.184.11 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৩603547
  • আচ্ছা এমোয়ান নিশ্চয় ভিয়েৎনামের "বড়মা' নন। তাই তো?
  • lcm | 69.236.185.129 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৬603548
  • বাহ! সার্ভে-র আইডিয়া ভাল। কিন্তু, মোস্ট রেড/ভিউড টপিক, সেটাতো তত ঝামেলার হবার কথা নয়।
  • arjo | 168.26.215.13 | ১১ মার্চ ২০০৯ ১৮:৩১603549
  • একটা ইমিডিয়েট rfe আছে। এই যে লোকে ডকুমেন্ট শেয়ার করতে হলে ইস্নিপ্সের লিংক দেয়, সেটা কি গুরুতে করা যায়। ফাইল আপলোড এবং শেয়ার। সুবিধে হয়। নইলে কত যুগান্তকারী আইডিয়া ইস্নিপ্সের দখলে চলে যাবে ভাবতেই আর দিই না। অবিশ্যি স্টোরেজ ক্যাপাসিটির একটা হিউজ রিকোয়ারমেন্ট। শুনতে ছোট হলেও রিকোয়ারমেন্টটা বেশ ভজঘট।
  • Somnath | 117.194.194.17 | ২৫ এপ্রিল ২০০৯ ২১:০৯603550
  • সার্চ রেজাল্ট মাত্র চার পাতা আসে। যে কোনো সার্চ। কেন? সব রেজাল্ট সার্চে আনতে গেলে কি চাপ আছে? আমি টই তে "বই" লিখে সার্চ দিলে সব বই এর টই গুলো কেন দেখাবে না? পাঁচ গণ্ডা বাজে রেজাল্ট লইয়া আমি কি করিব?

    একটা জিনিস বোঝা দরকার, এই সাইটে এত জিনিস জমেছে, যে সেগুলোকে ভালো আর দরকারি সার্চ টুলের মধ্যে দিয়ে না আনা গেলে কোনো লাভ নেই।

    এখনো ভাটিয়া৯ সার্চ করা যায় না। কেন?

    সাধারণ সার্চে বুলবুলভাজা, টইপত্তরের সার্চে টই, তাহলে আর একটা ভাটিয়া৯র সার্চ রাখতে চাপ কোথায়?

    সার্চ লিমিটটা পাতি বাজে ব্যপার। সার্চ হবে গুগুলের মতো। ১০ হাজার হোক বা লাখ রেজাল্ট সব দিয়ে দেবে। রেজাল্ট লিস্টি করার পাতা কম পড়লে একটা "MORE" বাটন রাখা যায়, যাতে ক্লিক করলে অলরেডী ডিসপ্লেইড রেজাল্টগুলো বাদে বাকি রেজাল্টগুলো দেখাবে, মানে ধরা যাক সার্চ রেজাল্টের নেকস্ট চার পাতা।

    সার্চ টুলটার উন্নতি না করলে ক্রমে ইন্টারেস্ট হারাবে লোকজনের এই বলে রাখলাম।
  • Boo | 203.189.230.3 | ১০ জুলাই ২০০৯ ২১:৩৮603551
  • #২৪৩৯;#২৪৪১;#২৪৭২;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৭;#২৪৬৫;#২৪৩৯; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;।।।।
  • d | 117.195.41.108 | ১০ জুলাই ২০০৯ ২২:০৭603552
  • বূ,

    আপনি দেখুন সাইটের মাথার ওপরে একটা Unicode Version লেখা আছে, সেখানে ক্লিক করুন। তারপর যেমন ইউনিকোডে লিখছেন, লিখুন। ঐ ইউনিকোদ ভার্সানে না গেলে ইউনিকোডে পোস্ট করতে পারবেন না।
  • nyara | 98.210.221.19 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:২৫603554
  • টেক সংক্রান্ত আর কোন থ্রেড পেলাম না বলে এটায় লিখছি -

    ডাইনামিক ফন্ট বলে বাজারে একটি বছর দশেকের পুরোন টেকনোলজি আছে। যদি লোকাল মেশিনে ফন্ট ইনস্টলড নাও থকে, তাহলেও ওয়েবপেজে ব্যবহৃত ফন্ট যাতে দেখা যায় তার ব্যবস্থা করে দেয় এই টেকনোলজি। প্রথম চালু করেছিল বিটস্ট্রিম বলে একটা কোম্পানি। নেটস্কেপ ব্রাউজার সাপোর্ট করত। এরপর মাইক্রোসফট একটা কম্পিটিং টেকনোলজি আনল EOT (বোধহয়)। গুরু বোধহয় সেটা ব্যবহার করে। বলাই বাহুল্য IE ছাড়া সে টেকনোলজি চলে না। বিটস্ট্রিম IE সাপোর্ট করত। তারপরে, নেটস্কেপ ভার্সান ৫ থেকে ডাইনমিক ফন্টের সাপোর্ট তুলে নিল (নতুন কোডবেস)। এর কিছু পরে বিটস্ট্রিমও এই লাইন থেকে সরে এল। ফলে non-IE ব্রাউজারে ডাইনামিক ফন্ট ব্যাপারটাই ধীরে ধীরে মায়া হয়ে গেছে।

    আশার কথা যে এখন একটা w3c স্ট্যান্ডার্ড আসতে চলেছে। নন-ল্যাটিন স্ক্রিপ্ট ব্যবহার করে যে সব ভাষা, যেমন বাংলা, তাদের পক্ষে সুখবর। বিশেষত: ইউনিকোড সাপোর্ট ব্যাপারটা যদ্দিন না স্ট্যান্ডার্ডাইজড হচ্ছে।

    http://arstechnica.com/web/news/2009/11/web-open-font-format-backed-by-mozilla-type-foundries.ars?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rss
  • Boo | 203.189.230.8 | ০৩ নভেম্বর ২০০৯ ১৬:৫২603555
  • কম্পিউটরে বাংলা লেখায় দুটো জিনিস বা লেয়ার আছে। কিবোর্ডের লে আউট /ইন্টারফেস হচ্ছে একটা স্তর, কোন কোন চাবি চাপলে কি হরফ বা যুক্তাক্ষর আসবে সেটা ঠিক করা । বিভিন্ন রকমের কিবোর্ড লে আউট আছে।

    আর চিহ্ন/গ্লিফগুলো কোন কোডে আসবে সেটা স্তর (ইউনিকোড বা আগের আস্কি কোড। ফন্টগুলূ দুই পরিবারে বিভক্ত)। ডাইনামিক বা বিটস্ট্রিম নিয়ে আর কিছু বললাম না।

    এখন কিবোর্ড লে আউট জিনিসটা ফ্লেক্সিবল/কাস্টোমাইজেবল হওয়া বাঞ্ছনীয়। অভ্র কিবোর্ডে দেখবেন অনেকগুলো লেআউট দেয়া আছে। যার যেটা ইচ্ছা বেছে নেবে।
    ওটা ওপেনসোর্স হলে লেআউট পাল্টে ফেলা বা নিজস্ব লেআউট বানিয়ে নেয়াটা কোনও ব্যাপার ছিল না। যাঁরাই ইউনিকোড ইন্টারফেস বানাবেন তাঁদের এটা মাথায় রাখলে ভালো হয়।
  • Boo | 203.189.230.8 | ০৩ নভেম্বর ২০০৯ ১৬:৫৫603556
  • লে আউট 'লৌট' হলো কি ভাবে কে জানে!
  • r | 125.18.104.1 | ১৬ নভেম্বর ২০০৯ ১৩:২২603557
  • গুরুচন্ডালী/বুলবুলভাজা/কূটকচালি/আলোচনা ইত্যাদি সেকশনের উপর মতামত টইতে না রেখে আলাদা একটা সেকশনে রাখলে ভালো হয়। সবথেকে ভালো হয় কেউ যদি আর্কাইভে গিয়ে লেখাটির সাথে প্রাসঙ্গিক মতামতও অ্যাক্সেস করতে পারেন।
  • r | 125.18.104.1 | ১৬ নভেম্বর ২০০৯ ১৩:৩৮603558
  • বাঁদিকে হাইপারলিঙ্ক লিস্টে দুটো "পুজো স্পেশালের" লিঙ্ক দেখা যায়। ওগুলো চেঞ্জ করে "পুজো স্পেশাল ২০০৮", "পুজো স্পেশাল ২০০৯" করা হোক।
  • Arijit | 61.95.144.122 | ১৬ নভেম্বর ২০০৯ ১৪:২৯603559
  • আমি একটা ভাবছিলুম - কোনো টইয়ে একটা নির্দিষ্ট সংখ্যক পোস্ট হয়ে যাওয়ার পর বা একটা নির্দিষ্ট সংখ্যক পাতা ভর্তি হয়ে যাওয়ার পর ওই নামটা ব্যবহার করে একটা নতুন টই খোলা যায় কিনা। পুরনোটার শেষে নতুন টইয়ের লিংক দিয়ে একটা পোস্টও ঢুকে যাবে। মানে অটোম্যাটিক চ্যাপটার ব্রেক গোছের ব্যাপার আর কি।
  • dipu | 207.179.11.216 | ১৬ নভেম্বর ২০০৯ ১৪:৩২603560
  • পুরনো লেখার সাথে তার প্রাসঙ্গিক মতামত টা পাওয়া গেলে হেবি ভালো হয়। নয়ত ওই বুবুভা টই থেকে মতামত খুঁজতে গেলে খুব চাপ।
  • Arijit | 61.95.144.122 | ১৬ নভেম্বর ২০০৯ ১৪:৩৮603561
  • অ্যাকচুয়ালি এটা খুব একটা চাপের নয়। বুবুভা মেন টইয়ের ভিতরে প্রতিটা লেখার জন্যে একটা সাব-টই করে দিলেই হয়ে যায়। বুবুভা-তে "এই বিষয়ে আপনার মতামত দিন' খুললে টপিকে একটা ড্রপ ডাউন লিস্টিতে বুবুভা টাইটেলগুলো দেখালে যে কমেন্ট দিচ্ছে সে সেখান থেকে একটা বেছে নেবে। প্রথম কমেন্টের সময় সাব-টই খুলে যাবে। তারপর থেকে সেই সাব-টইয়ে পোস্টগুলো জমা পড়বে।

    এটা অবশ্যই ৫০০০০ মাইল ওপর থেকে টেকনিক্যাল অ্যাসপেক্ট হিসেবে বলা।
  • a | 115.117.144.98 | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৫২603562
  • এই এই ঠিক এই রিকোয়ারমেন্ট টাই আমারো মাথায় ঘুরছিল :)

    বুবুভা তে কমেন্ট দেবার জায়গা রাখা হোক। উদা: rediff.com এর যে কোনো নিউজে যেমন কমেন্ট দেওয়া যায়।

    মূলত: (ঐ ৫০০০০ ফিট) একটা টই ই খুলে যাবে যদি কেউ কমেন্ট করে, আর সেই টই টা বুবুভার লেখার তলায় আসবে আর সেটা টই তে আসবে না। মানে, (হয়তো) টই এর subject=বুবুভা করে টই এর লিস্ট করার জে লজিক তাতে সেই subjectটা বাদ দিতে হবে। আরো ভালো যদি automatically সব বুবুভার তলাতেই একটা comment টই খোলা যায়, তবে সেখানে আবার inode এর কি সব সমস্যা আছে। তবে, টই যে রেটে খোলা হয়, তাতে one extra Tai per bububhaa আর কতই বা বাড়বে... ,2-3 extra টই পার উইক। সেক্ষেত্রে টই দেখানোর লজিক আর বুবুভা পোস্ট করার লজিক চেন্‌জ করলেই হবে।
  • omnath | 62.61.164.145 | ১৮ জানুয়ারি ২০১০ ০০:৩১603563
  • এতকিছু হচ্ছে, প্রায়দিন ই। আর পুরোনো ভাটিয়ালির পাতাগুলোর একটা ব্যবস্থা করা যাচ্ছে না? সাইটে সার্ভার স্পেস কম পড়লে অন্য কোথাও তুলে লিংক দিয়ে দাও। এখন তো গুরুচন্ডালি নামে আইডি পত্র ও হয়ে গেছে। পুরোনো ভাটিয়ালির পাতাগুলো (সব --- অর্থাৎ সমস্ত) লোককে পড়তে দিতে হবে। লাস্টের একটা হাজার ছয়েক পাতার মাল তো মামু জিপ ও করেনি। এতকোটি ভলান্টিয়ার থাকতে এখন তো ""সময় পাচ্ছি না"" বলার কথা নয় !!
  • pi | 72.83.210.50 | ১৮ জানুয়ারি ২০১০ ০২:২৭603565
  • এক কোটির থেকে এক কম পড়িয়াছে।
    তোমার আসন শূন্য আজি, হে ওমনাথ ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন