এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ : rfe

    Paramita
    অন্যান্য | ১৪ জুন ২০০৬ | ২০৩২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 128.240.229.68 | ২৫ অক্টোবর ২০০৭ ১৮:১৮603693
  • কইয়া ফালা
  • Ishan | 12.163.39.254 | ২৫ অক্টোবর ২০০৭ ২১:৪৪603694
  • হ্যাঁ পিং করে পাচ্ছি।

    একটা আপডেট দিয়ে দিই। ওপেন অফিসে বাংলা লেখার প্লাগইনটা মোটামুটি শেষ হয়ে এসেছে। আমার পার্টটা আমি শেষ করে দিয়েছি। অপ্পনের পার্টটা সে কলিকাতা থেকে ফিরে করে ফেলবে।

    দুই নম্বর হল, মডিউল বানিয়ে ডেভেলাপমেন্ট হবে, খুব ভালো কথা। কিন্তু কাজের কথাটা আগে বলা হোক। প্রোজেক্ট ম্যানেজার কে? আমি হতে পারবো না।

    একজন প্রোজেক্ট ম্যানেজার পেলেই বাকি জিনিসের দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে আমি বনবাসে চলে যাবো।
  • dri | 129.46.154.111 | ২৬ অক্টোবর ২০০৭ ০০:০৩603695
  • কে লৈবে মোর কাজ্জ কহে সন্ধারবি
    শুনিয়া জগৎ রহে নিরুত্তর, ছ-অ-অ-অ-বি।

    ভাবতে অবাক লাগে, 'ছবি' শব্দের এই আধুনিক প্রয়োগ কবিগুরু সেই কবে করে গ্যাছেন।
  • dri | 129.46.154.111 | ২৬ অক্টোবর ২০০৭ ০০:৫৬603696
  • আচ্ছা, ঈশেন একটা জিনিষ বোঝাও তো (বা অন্য যে কেউ)।

    এই যে বললে, কনটেন্টগুলো বাংলায় রাখা থাকে। অর্থাৎ, রোমানে মনে হতে পারে Id শব্দটা Ider শব্দের সাবসেট, বাংলায় ঈদ, ঈদের সাবসেট নয় একেবারেই অন্য কিছু।

    আমার দুটো প্রশ্ন আছে। এক নম্বর, Id আর eed এই দুটোই কনভার্টেড হয়ে হয় ঈদ। এই দুটোর কন্টেন্ট ফর্মগুলো কি একই? হোয়াট অ্যাবাউট Ida ? এটাও ঈদ।

    প্রশ্ন টু। কন্টেন্ট ফর্মে ঈদ ঈদের সাবসেট নয়। কিন্তু এমন কি হতে পারে না যে ঈদ অন্য কিছু একটা মিনিংফুল বাংলা শব্দের কন্টেন্টের সাবসেট?

    আসলে আমি পামিতার পশ্চুলেটের বিরোধিতা করছি আরকি। গুগল তো scold খুঁজলে scolding ও খুঁজে বার করে।
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০১:২২603697
  • এক। বাংলায় যেভাবে রাখা থাকে, তাতে Id, eed, Ida, eeda এদের কোনো পার্থক্য নেই।

    দুই। ঈদ কথাটা অন্য কিছুর সাবসেট হতেই পারে।

    বাংলা প্লেনে "ঈদের' কথাটা এইভাবে রাখা থাকে ঈ + একার + দ + র। মাঝখানের একার টার জন্য "ঈদ' "ঈদের' সাবসেট নয়। কিন্তু "ঈদক' বলে যদি বাংলায় কোনো শব্দ থাকত তাহলে "ঈদ' অবশ্যই তার সাবসেট হত।

    ইউনিকোডে গল্পটা আলাদা। কারণ ইউনিকোড অনেক ভেবেচিন্তে বানানো। ইউনিকোডে "ইদের' শব্দটা এইভাবে রাখা হয় : ঈ + দ্‌ + এ + র। ফলে ইউনিকোডে ঈদ হল ঈদের সাবসেট। ইন ট্রু সেন্স।

    গুরুচন্ডালির রিপোসিটরিটা ইউনিকোড নয়। হলে কোনো ঝামেলা থাকতনা। গুগলের মতো আচরণ করত।
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০১:২৮603698
  • হ্যাঁ, একটা কথা স্পষ্ট করে বলা হয়নি, তাই আরেকবার। বাংলা প্লেনে এ কার আর এ -- এই দুটো আলাদা। ইউনিকোডে তা নয়। এ আর একার এইদুটো একই জিনিস। আইডিয়ালি যেমন হওয়া উচিত।

    আমি আগের পোস্টে সেইভাবেই লিখেছি। কিন্তু স্পষ্ট করে ব্যাখ্যা করে দিইনি।
  • dri | 129.46.154.111 | ২৬ অক্টোবর ২০০৭ ০১:৩১603699
  • দ আর দ্‌ কি ম্যাচ করে? মানে ঈ + দ যদি ঈ + দ্‌ + এ + র এর সাবসেট হতে হয়।
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০১:৩৭603700
  • অ্যাকচুয়ালি আমার লেখাটা ভুল হয়েছে। ওটা হসন্ত নয়। ইউনিকোডে একটা নাল ক্যারেক্টার আছে, কি যেন একটা বলে, ভুলে গেছি, সেইটা । ওটার এমনিতে কোনো ফাংশান নেই, শুধু যুক্তাক্ষর না যুক্তাক্ষর নয়, সেটা বোঝানো হয় ঐ দিয়ে। যেমন : কই = ক + ই। আর, কি = ক+ null + ই।

    একই ভাবে, ঈদ = ঈ +দ, ঈদের = ঈ + দ + null + এ + র।

    ম্যাচিং এ কোনো সমস্যা নেই।
  • dri | 129.46.154.111 | ২৬ অক্টোবর ২০০৭ ০১:৪৪603701
  • কুল। ইউনিকোডের স্কীমটা বিউটি তাহলে।

    তা, ইউনিকোডে ফন্টগুলো এত জঘন্য কেন? ওটা একটু ইম্প্রুভ করা যায় না?
  • Arijit | 77.98.196.117 | ২৬ অক্টোবর ২০০৭ ০১:৪৬603410
  • প্রোজেক্ট ম্যানেজার কেউ হতে চাইলে বানিয়ে দাও - ম্যানেজার লেভেলের লোকজন তো আছেই - তবে দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ মটোটা বেশ ভালো। এখানে কোনো ক্লায়েন্টের ডেডলাইন নেই, ইমেলে বা জিটকে কথা বলে নাও - কারেন্ট সিস্টেম, প্ল্যানড ফীচার - তাপ্পর ভাগ করে করে নামাও।

    আমি খুউউউব সিরিয়াসলি বল্লুম।
  • Arijit | 77.98.196.117 | ২৬ অক্টোবর ২০০৭ ০১:৪৮603411
  • দ্রি - উইন্ডোজে ডিফল্ট বৃন্দা নামক একটি ফন্ট আছে, যেটা দেখলে মনে হয় আরশোলার পায়ে কালি লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেটা না ব্যবহার করে একুশে-র সাইট থেকে বাকি সেটটা নামিয়ে তার মধ্যে থেকে একটাকে ডিফল্ট করে দাও - ঝক্কাস আসবে।
  • Arijit | 77.98.196.117 | ২৬ অক্টোবর ২০০৭ ০১:৪৯603412
  • ` - এটা ইউনিকোডের নাল ক্যারেকটার - ওই ব্যাক-কোট
  • nyara | 67.88.241.3 | ২৬ অক্টোবর ২০০৭ ০২:০৮603413
  • ছোটমুখে বড় কথা বলি - act locally, but think globally। গুচ-র জন্যে ইমপ্লিমেন্ট করুন, কিন্তু ইণ্টারনেটে বাংলার কথা ভেবে করুন। ট্র্যান্সলিটারেশান স্কিমের কথা ভাবুন, সহজে অন্য ফন্ট সাপোর্ট করা যায় যাতে কনফিগারেশান বদলে এমন ডিজাইনের কথা ভাবুন, ট্র্যান্সলিটারেশান এঞ্জিনকে সার্ভিস হিসেবে চালানর কথা ভাবা যেতে পারে।

    এতই যখন বললাম, লজ্জার মাথা খেয়ে এও বলি, আমার লেখা জাভায় একটি এই ট্র্যান্সলিটারেশন এঞ্জিন আছে। বছর পাঁচ-ছয় আগে লিখেছিলাম। তার ডিজাইন ছিল যাতে অন্যান্য ফণ্ট সহজে সাপোর্ট করা যায়, ট্র্যান্সলিটারেশান স্কিম ছিল ITRANS - আর কোড ছিল মডুলার, UI আর এঞ্জিন আলাদা - কাজেই ইচ্ছেমত একটা UI ইন্টারফেস বসিয়ে ওয়েব সার্ভিস করে ফেলা খুব দুরূহ কিছু হবে না।

    আরো অনেক কিছু নিশ্চয়ই করা যায় সবাই মিলে ভাবলে।
  • Arijit | 77.98.196.117 | ২৬ অক্টোবর ২০০৭ ০২:১২603414
  • আমি সাপোর্ট করছি - স্পেশ্যালি "ইন্টারনেটে বাংলার কথা ভেবে' করাকে।

    এই ট্রান্সলিটারেশন স্কীমগুলো নিয়ে আমার বিন্দুমাত্র ফাণ্ডা নেই - কোথায় পাওয়া যাবে? খুব হাই লেভেল হলে লাভ নাই - ওটা দিয়ে শুরু করে একটু নীচের দিকেও যেতে চাই। যদি গুরু-র জন্যে হাত লাগাতে হয়, তখন এই ফাণ্ডাটা দরকার হবে।
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০২:৫২603415
  • আম্মো সাপোর্টালুম। সবচেয়ে ভালো হচ্ছে পুরোটাকে ইউনিকোডে মুভ করিয়ে দেওয়া।

    কিন্তু সবার আগে কেউ একটা প্রোজেক্ট ম্যানেজার হও। ভলান্টারিলি।
  • nyara | 67.88.241.3 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:১৭603416
  • ইউনিকোড একশোবার দরকার, কিন্তু উধার ঘাপলা ভি হ্যয়। ইউনিকোড এখনও যুক্তাক্ষরের glyph ডিফাইন করেনি - অন্তত ক্ষ, জ্ঞ - এগুলো ছাড়া বাংলায় লেখা যাবে কিন্তু সে লেখা পড়া যাবে না। কাজেই ইউনিকোড যে সর্বরোগহর সে সময় এখনও আসেনি। আর ইউনিকোড ডিফাইন করে দেওয়ার ক্রিটিকাল মাস-ও নেই এক্ষুণি। সুতরাং ধাপে ধাপে এগোতে হবে।
  • dri | 129.46.154.111 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:২৫603418
  • গ্লিফ ডিফাইন করেনি মানে কি? ক্ষ এই যুক্তাক্ষরের জন্য কোন ইউনিকোড ভ্যালু নেই?
  • nyara | 67.88.241.3 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:২৫603417
  • ITRANS পাওয়া যাবে ITRANS-এর বাবার পাতায়: http://www.aczoom.com/itrans/

    এটাই বোধয় একমাত্র ডকুমেন্টেড ট্র্যান্সলিটারেশান স্কিম। বাকিসব অ্যাডহক। IISCII-র কোন স্কিম আছে কিনা জানিনা, থাকলে সেটা ডকুমেন্টেড হবার সম্ভবনা আছে।
  • Paramita | 63.82.71.132 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:২৮603419
  • আমি তো এই অক্ষরগুলো দিব্যি পড়তে পারছি ওপরের ইউনিকোডের লিংক ক্লিক করে।

    আচ্ছা নিম্নলিখিত বিল্টইন ইনপুট মেথডটা কি কেউ বলতে পারবেন:

    All major operating systems now support Unicode, and have built-in input methods to enter Indic script letters, so there is no need for pre-processors for Indic scripts.

    এটা ঐ aczoom থেকে পেলাম।
  • nyara | 67.88.241.3 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৩০603421
  • দ্রি, হ্যাঁ, ওগুলোর কোন ইউনিকোড ভ্যালু নেই। অন্তত: ইউনিকোডের ডকুমেন্ট তাই বলছে : http://unicode.org/charts/PDF/U0980.pdf
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৩১603422
  • এইটা ন্যাড়া মনে হচ্ছে ভুল বল্লেন।

    কোনো যুক্তাক্ষরের জন্যেই কোনো ইউনিকোড ভ্যালু নেই। শুধু পূর্ণ অক্ষরের জন্য আছে। বাকিগুলো কম্পোসিট। ক্ষ = ক + null + ষ।

    এবারে এখানে একটা ক্যাচ আছে। ইউনিকোড হল জাস্ট স্ট্যান্ডার্ড। ইমপ্লিমেন্টেশন নয়। ইমপ্লিমেন্টেশনে "যার যার মাল নিজ দায়িত্বে রাখুন'। ফলে বাংলা ইউনিকোড ফন্ট গুলোতে যুক্তাক্ষর নিয়ে প্রবলেম থেকেই গেছে। ন্যাড়া যেটাকে বল্লেন ম্যানপাওয়ার নেই। কিন্তু সেটা ফন্টের সমস্যা, ইউনিকোডের না।

    লেটেস্ট সোলাইমানলিপি তে এই প্রবলেমটা প্রায় পুরোটাই ফিক্স করেছে। ক্ষ ,জ্ঞ, এসব লেখা যায়। সবচেয়ে ক্রিটিকাল ছিল "অ্যা' আর "র‌্য'। খালি "র‌্য' টা এখনও লেখা যায়না।
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৩৬603423
  • "র‌্য' টা কেন ক্রিটিকাল সেটাও বলে দিই।

    র্য আর র‌্য এই দুটো হল খুব কাছাকাছি জিনিস। র্য = র + null + য। র‌্য = র + null + য। এবার ফন্ট বানাতে গেলে দুটো ই সমান। কারণ গ্লিফে ক্রমের তফাত কিছু সিগনিফাই করেনা।

    সেজন্যে ইউনিকোড "র‌্য' এর জন্য একটা বিকল্প কল করেছে। সেটা কোনো ফন্টই এখনও সাপোর্ট করেনা।
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৩৯603424
  • পামিতাদি, উইন্ডোজে একটা বাংলা ইনপুট মেথড আছে তো। মাইক্রোসফটের। কি যেন নাম, ভুলে গেছি।
  • nyara | 67.88.241.3 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৪১603425
  • ভুল বলতেই পারি।

    কিন্তু glyph ডিফাইন না করলে মুশকিল। ক্ষ = ক + null + ষ মানে একটা অক্ষরের জন্যে ৬ বাইট ব্যবহার করা হচ্ছে (ইউনিকোড ডাবল বাইট ক্যারেক্টার)। তারমানে ঐখানে ইউনিকোডের প্রিন্সিপাল ভেঙে গেল - বাইট এনকোডিং-এর সঙ্গে রিপ্রেজেন্টেশানের ফারাক হয়ে গেল। তবে ঈশেন যা বলছে তা দিয়ে চলতে পারে। মানে ঐ ছটা বাইট একসঙ্গে পাশাপাশি দেখলেই ফন্ট ক্ষ glyph বসিয়ে নেবে - ব্যাপারটা কি এরকম?

    আমার ধারনা বাংলায় অ্যা নেই - ওটা য়্যা হবে। স্বরবর্ণ বোধহয় যুক্তাক্ষরে পার্টিসিপেট করার কথা নয়।
  • Paramita | 63.82.71.132 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৪২603426
  • M$FT-র ডিফল্ট ফন্ট যদি ঐ আরশুলা মার্কা ফন্ট হয় তাহলে সব লোক ওটা দেখেই বিকর্ষণ বোধ করবে না? আর অনেক লোকই ঐ ফন্ট ডাউনলোড করার ঝামেলায় থাকতে চায় না, কাজেই তাদের হাতের কাছে ভালো ফন্ট যুগিয়ে দিলেও তারা সেটা ইন্সটল করবে না।

    এরচেয়ে সোজা উপায় হল M$FT-তে জয়েন করে তাদের বাংলা সাপোর্ট গ্রুপে সেঁধোনো, যাই কর না কেন মোনোপলি তো ওদেরই :)
  • dri | 129.46.154.111 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৪৬603428
  • আমার গাটফিলিং বলছে এই যুক্তাক্ষরের জন্য ভ্যালু না ডিফাইন করাটা মনে হয় ঠিক হয় নি।

    এনিওয়ে, তাই যদি হবে তাহলে যুক্তাক্ষর ডিসপ্লেটা রেন্ডারিং এর আওতায় পড়ে যাবে।

    ইন্টার্নাল রিপ্রেজেন্টেশান কেমন হবে সেটা সার্চের ক্ষেত্রে ম্যাটার করে। কিন্তু রোমানে কিকরে বাংলা লেখা হবে সেই প্রশ্নে বিশেষ হেল্প করে না।
  • Paramita | 63.82.71.132 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৪৬603427
  • ঈশেন, শুধু উইন্ডোজে যদি তবে অল মেজর অপারেটিং সিস্টেম বলছে কেন?

    আউটপুট মানে ফন্টে শোভনতা খুবই ইমপর্টেন্ট যারা পড়বে তাদের জন্য কিন্তু ইনপুটও ইম্পর্টেন্ট - যদি সবাইকে লেখাতে হয় বাংলায়। ঐটের একটা সহজ সর্বজনগ্রাহ্য উপায় অপারেটিং সিস্টেমে ঢুকিয়ে দিতে পারলে আর কথা হবে না।
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৪৭603429
  • এক্স্যাক্টলি। "ক্ষ' আসলে এটা একটা মাল্টিবাইট ক্যারেক্টার। যার অ্যানালিটিকাল রিপ্রেসেন্টেশন হল ক + null + ষ। কিন্তু ফিজিকাল রিপ্রেসেন্টেশন হল "ক্ষ'।

    অ্যা শুদ্ধ না শুদ্ধ জানিনা। তবে সোলাইমানলিপি সাপোর্ট করছে। তাতে ইউনিকোড স্ট্যান্ডার্ড কোনো বাওয়াল দেবেনা।
  • Ishan | 12.163.39.254 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৫৪603430
  • পামিতাদি, বাকি অপারেটিং সিস্টেমেও নিশ্চয়ই আছে। আমি তো উইন্ডিজ ছাড়া আর কিছু ব্যবহার করিনা :-), তাই জানিনা।

    আর রোমানে কিকরে বাংলা লেখা হবে, এই নিয়ে কোনো "সর্বজনগ্রাহ্য' স্ট্যান্ডার্ড নেই এখনও। বিগ বিজনেসহাউস গুলো না করলে হবার কথাও না। এক যদি না আমরা চুনোপুঁটিরা দুম করে কিছু একটা বিপ্লব করে ফেলি :-)
  • dri | 129.46.154.111 | ২৬ অক্টোবর ২০০৭ ০৩:৫৮603432
  • পামিতাদিকে ডিটো।

    মাইক্রোসফটকে ইনফ্লুয়েন্স করে ইউনিকোডের ডিফল্ট ফন্টটা একটু দৃষ্টিনন্দন করাটা একটা ভালো আইডিয়া।

    আচ্ছা এরকম ভাবে ব্যাপারটা করা যায় না? ধরুন এই সাইটে একটা লিংক দিয়ে দিলেন Unicode font sucks? Click here to install a cool unicode font

    এভাবে করা যাবে না? ইউজার ফ্রেন্ডলি হওয়া খুব জরুরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন