এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ : rfe

    Paramita
    অন্যান্য | ১৪ জুন ২০০৬ | ২০৩২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 12.217.28.221 | ২৪ অক্টোবর ২০০৭ ০৯:৫০603660
  • খুব স্বাভাবিক। ওটা লুক্কায়িত আছে :-)

    সার্চে যাও। সার্চের বাক্সটার উপরে যে বেগুনি স্ট্রিপ, তাতে সাদা কালিতে লেখা আছে "সাধারণ সার্চ'। এইটা টই ছাড়া বাকি সব কিছুতে খোঁজে। আর তার পাশেই একটা নীল রঙের প্রায় অদৃশ্য লিংক আছে : "টইপত্তরের খোঁজখবর'। সেটাতে ক্লিক করলে তবে টইপত্তর সার্চ হবে।

    তাতেও না হলে আমি জানিনা। আগেই বলে দিলাম।
  • Paramita | 216.10.193.20 | ২৪ অক্টোবর ২০০৭ ০৯:৫৫603661
  • উফ্‌ ওটা দেখেছি। কিন্তু টই খোঁজে উদা হিসেবে "পারমিতা" বা Paramita কোনটাই সার্চ দিয়ে কিছু আসছে না। ধর একজনের লেখা টই খুঁজতে চাই, কেং কয়ে করবো?
  • d | 192.85.47.11 | ২৪ অক্টোবর ২০০৭ ০৯:৫৬603662
  • এগ্‌জ্যাক্ট থ্রেডের নাম না দিলে বোকা সার্চ খুঁজে পায় না। "ঈদ' দিয়ে সার্চ দাও N-Deal খুঁজে এনে দেবে। কিন্তু "ঈদের কথা' দিয়ে সার্চাও। ঠিকঠাক পাবে।

    কথা হল থ্রেডের নাম জানলে তো সার্চানোর প্রয়োজনই আর্ধেক কমে গেল।
  • Paramita | 216.10.193.20 | ২৪ অক্টোবর ২০০৭ ০৯:৫৯603663
  • আর শুধু টই-এর সাবজেক্টেই সার্চায়, কনটেন্টে সার্চায় না।
  • d | 192.85.47.11 | ২৪ অক্টোবর ২০০৭ ১৮:০৪603664
  • এমনকি "বিরিয়ানি' দিয়ে সার্চ করলেও কিছু খুঁজে পায় না।

    "টইপত্তর সার্চ' টা শুধু দেখনদারী। :(
  • Somnath | 61.14.13.7 | ২৪ অক্টোবর ২০০৭ ১৮:৩১603665
  • কুটকচা৯ র ডানদিকের লিস্টি থেকে ("আরও" তে ক্লিক করে) পুরোনো লেখায় গেলে সেই সপ্তাহের কুটকচা৯র কনটেন্ট ঠিক থাকছে, কিন্তু নামটা লেটেস্ট কুটকচা৯-র ই থাকছে, আর লেখকের নাম থাকছে না।

    আলোচনা আর বুলবুলভাজা তেও একই কেস।

    অ্যাকচুয়ালি, "আরও" পাতাটায় কোড লিখতে গিয়ে মামু প্রচুর ঘেঁটেছে। লিংক গুলো সারাও।
  • Ishan | 12.163.39.254 | ২৪ অক্টোবর ২০০৭ ২০:০৬603666
  • সোমনাথ ঠিকই বলেছে। ওটা নেক্সট রিলিজে ঠিক হবে :-)

    দমু যা বলেছে মোটেও ঠিক না। "ঈদের' দিয়ে সার্চ মারলেও ঈদের কথা আসবে। কিন্তু শুধু "ঈদ' দিয়ে মারলে আসবে না। যথেষ্ট জাস্টিফায়েড।

    তবে, কনটেন্ট সার্চ হয়না। সইত্য কথা। ফাংশানলিটিটা বানানো আছে। কিন্তু দেওয়া হয়নি। কারণ কনটেন্ট সার্চে একেকটা স্ট্রিং এ এতো সার্চ রেসাল্ট আসছে, যে সেগুলো হোল্ড করতেই মেমারি খতম। লোড টেস্টিং এ ১০০ না ৫০০ কতগুলো যেন কনটেন্ট সার্চের পরই দেখলাম সাইট ঝুলে যাচ্ছে।

    ৬৪ MB র‌্যাম দিয়ে কনটেন্ট সার্চ নামানো টাফ আছে। যখন মেমারি বাড়বে তখন জুড়ে দেওয়া যাবে। সেটা এই বছরের শেষে হলেও হতে পারে।
  • Paramita | 63.82.71.132 | ২৫ অক্টোবর ২০০৭ ০০:০৯603667
  • অল্প অল্প করে সার্চ কর না - ধর এক একটা টাইম পিরিয়ড ধরে। বা ফলাফলের সংখ্যার ওপর একটা ম্যাকস বসিয়ে। তারপর নেকস্ট রেজাল্টস চাইলে পরের সেটে যাবে, আগের মেমরিগুলোকে ফ্রি করে ও আবার ব্যবহার করে।

    পপুলার সার্চ টেকনিকগুলো নেট ঘাঁটলে নিশ্চয়ই পেয়ে যাবে।
  • Ishan | 12.163.39.254 | ২৫ অক্টোবর ২০০৭ ০০:৪২603668
  • ধীরে ধীরে। তাড়াতাড়ি আমি মোটে চলতে পারিনে :-)
  • Somnath | 59.93.245.61 | ২৫ অক্টোবর ২০০৭ ০১:২৪603670
  • তদুপরি মামু এবারের ভাটিয়া৯র ব্যাকআপ নেওয়া তো দূর, গতবারের জিপ ফাইলটাও এখোনো আর্কাইভে রাখে নি। :-(

    টই থেকে আলোচনা তোলা সোজা, কিন্তু পুরোনো ভাট থেকে টপিক ধরে আলোচনা তৈরি করা, বা টপিক ধরে ভাট ফিল্টার করে টই তৈরি করা হেভি চ্যালেঞ্জিং। সব গুলো আর্কাইভ আর সময় পেলে শুরু করব যে ..... তা কোথায় কি? আর্কাইভে অন্য একটা জিপ ফাইলের লিংক ও ঘাঁটা আছে।
  • Paramita | 63.82.71.132 | ২৫ অক্টোবর ২০০৭ ০২:০১603671
  • আমি এ ব্যাপারে ঈশেনের পক্ষে। এসব বেশ হ্যাপার কাজ। বলা সহজ করার চেয়ে। তাড়া দিচ্ছি না।
  • Arijit | 77.98.196.117 | ২৫ অক্টোবর ২০০৭ ০২:০৭603672
  • কোডিংএর কাজগুলো মামু ডিস্ট্রিবিউট করলেই তো পারে। আমার মনে হয় না যারা হেল্প করতে পারে তারা করবে না। শমীক html/javascript জানে, আমি প্লেন জাভা জানি, jdbc/mysql ইত্যাদি থাকলে পারবো, সি/সিপ্লাসপ্লাস হলে পারবো...হ্যাঁ, এই বাংলা ফন্ট আর এনকোডিং ইত্যাদিগুলো একটু শিখতে হবে।

    দুই - url-টা আমার এখনো ঠিক মনের মতন হয়নি - বড্ড বড়। একটা uuid জেনারেট করা কিস্যু কঠিন নয়। সেই ফরম্যাট হলে জিনিসটা ছোট হত।
  • Arijit | 77.98.196.117 | ২৫ অক্টোবর ২০০৭ ০২:১০603673
  • তিন - মেমরি বেশি না হলে একটু ডিস্ক ব্যাভার করো - ডিস্কে লেখো - এমন কিছু টাইম ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন নয় যে সাইট উঠে যাবে। লোকজন শুধু র‌্যামের ওপর নির্ভর করে - আরে শেয়ারড নাথিং আর্কিটেকচার উঠে যেত শুধু র‌্যামের ওপর নির্ভর করলে।
  • Arijit | 77.98.196.117 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:০১603675
  • গুগুল তার মতন দেখাক না, গুরু-র নিজস্ব একটা সাইট সার্চ দেওয়ার চেষ্টা চলছে। শুধু সাইটের মধ্যে টাইটেল এবং কনটেন্ট সার্চ।

    মামুকে কোশ্চেন - "ঈদ' আর "ঈদের' নিয়ে - গ্রামার অনুযায়ী

    ঈদের = Ider
    ঈদ = Id

    অর্থাৎ, দুটোই কিন্তু [Id.*] - তাহলে "ঈদ' বল্লে কেন হবে না?
  • Arijit | 77.98.196.117 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:০৮603677
  • চার - আমার একটা এক্সট্রা মেশিন আছে, পাবলিক আইপি সহ, 2.4GHz, ফেডোরা কোর সিক্স (আট বেরোবে শুনছি - সেটা করবো), ১ জিবি র‌্যাম। টমক্যাট, MySQL আছে। পার্মানেন্ট সার্ভার হিসেবে ব্যবহার করা যাবে না কারণ ISS বাওয়াল দিতে পারে, আর আমি ওতে এক্সপেরিমেন্ট চালাই - কিন্তু টেস্টিং চলতে পারে, বিটা ভার্সন হোস্টিং চলতে পারে কিছু সময়ের জন্যে।
  • Paramita | 62.172.234.21 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:০৮603676
  • অরিজিৎ, সার্চের স্ট্যান্ডার্ডই তো তাই, scold সার্চ দিয়ে নর্মালি scolding দেখাবে না।

    গুগল সার্চ তো ওয়েব সার্চ ছাড়াও সাইট সার্চেও লাগানো যায়, তাই না?
  • nyara | 67.88.241.3 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:০৯603678
  • আমি জানিনা ঈশেন ঠিক কিভাবে সার্চ ইমপ্লিমেন্ট করেছে, ইনডেক্স-বেসড সার্চ না রিয়্যাল টাইম সার্চ ইত্যাদি - কিন্তু ঐ ঈদ/ঈদের প্রবলেম সলভ করতে গেলে stemming ইমপ্লিমেন্ট করতে হবে যা কিনা নন-ট্রিভিয়াল এবং বাংলায় বোধহয় এর কোন চালু ইমপ্লিমেন্টেশান নেই। তবে সবই আমার সার্চের ভাসা-ভাসা জ্ঞানের ভিত্তিতে বলা।
  • Arijit | 77.98.196.117 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:১০603679
  • গুগুল সার্চ মনে হয় লাগানো যায়, তবে গুগুলের পারমিশন নিতে হয় কিনা জানি না। তবে সে তো ইউনিকোড খুঁজবে - গুরু ১০০% ইউনিকোড-কমপ্লায়েন্ট নয়।
  • Arijit | 77.98.196.117 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:১৩603681
  • পামিতাদি - গুগুলে scold দিলে কিন্তু scold's ও দেখায়।

    গুগুলের অ্যালগোটা কি পাবলিক ডোমেনে?
  • Paramita | 63.82.71.132 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:১৫603682
  • হ্যাঁ ইউনিকোড খুঁজবে কিন্তু খুঁজে পেলে(সবই তো ইউনি-তে ডিসপ্লেড হয় তাই না, শুধু লেখা যাবে না - এই তো লিমিটেশন, নাকি?) যাতে সঙ্গের অনিউনিকোড পেজের একটা লিংক থাকে ঐ পাতাতেই, ঈশেনকে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু সার্চ টুল ইম্পলিমেন্টেশনের খাটনি কত কমে যাবে বল তো।
  • nyara | 67.88.241.3 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:১৭603683
  • খ্যাপা নাকি, গুগলের অ্যালগো পাবলিক ডোমেনে দেবে, বিশেষত ওদের পেজ-লিঙ্ক-ওয়েটেজ অ্যালগোটা? ওটা ওদের ক্যাশ-কাউ! তবে এই scold/scolding/scolds/scolded/scolder ব্যপার indexing-এর সময়ে stemming করে সলভ করা হয় - এটার মধ্যে বিরাট কিছু ট্রেড সিক্রেট নেই।
  • Ishan | 12.163.39.254 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:২৬603685
  • অজ্জিত, কনটেন্ট গুলো তো বাংলায় রাখা থাকে। সেখানে ঈদ আর ঈদের এর পার্থক্য Id আর Ider এর তফাতের মতো নয়। শব্দদুটো ই পাল্টে যায়।

    দুই, তোর নিজের মেশিনে কোনো লাভ নেই, যতক্ষণনা সেটা ইন্টারনেটে ব্যবহার করা যাচ্ছে। তাতেও হাই ব্যান্ডউইডথ লাগবে। ২৪/৭ সাপোর্ট লাগবে। সেই জন্য লোকে সার্ভিস প্রোভাইডার নেয়। তাতে মেমারি বাড়ানোটা একটা ঝামেলা বিশেষ।

    তিন, কোড করা ডিস্ট্রিবিউট করতে আমার আপত্তি নেই। কল্লেই হয়। তবে এটা কেন সেটা কেন বল্লে খেলবনা। অরগ্যানিক্যালি যখন একতা জিনিস তৈরি হয়, তখন ততে বহুত ফালতু জিনিসপত্তর থাকে। থাকবেই।

    ন্যাড়া, সার্চটা ইন্ডেক্স বেসড। তবে ইন্ডেক্সটা রিয়েল টাইম তৈরি হয়।

    আর কি কিছু বাদ গেল? গেলে গেল :-)
  • nyara | 67.88.241.3 | ২৫ অক্টোবর ২০০৭ ০৩:৩৪603686
  • লসাগু, ল্যারি পেজের পেপারটা পাব্লিশড পেপার, পেজর‌্যাঙ্ক পেটেন্টও পাব্লিক ডোমেনে আছে, কিন্তু গুগুল তার ওপর অনেক কেতা করেছে। কাজেই উইকির অ্যাল্গো ইমপ্লিমেন্ট করে আর একটা গুগুল বানানোয় ব্যথা আছে।

    ঈশেন, সার্চ যদি ইনডেক্স বেসডই হবে তবে বার বার ইনডেক্স তৈরি করায় মেশিনের খাটনি বেশি, 64MB RAM-কে বৃথা কষ্ট দেওয়া। এর চেয়ে সহজ হল পারসিস্টেন্ট স্টোরেজে (মানে ডেটাবেসে) ইন্ডেক্স মেনটেন করা আর পোস্টিং-এর সময়ে পোস্ট পার্স করে ইন্ডেক্স আপডেট করা।

    তবে এসব প্রশ্ন করা বারণ। তাই, করছি না।
  • Somnath | 59.93.245.61 | ২৫ অক্টোবর ২০০৭ ০৭:০৫603687
  • না না, মামু আগেও কয়েছে, এই সাইটের কোনো ডেটাবেস ই নাকি নাই। ওসব হবে না। :-)

    মামু, ভাটিয়ালির ব্যাকাপ আর আর্কাইভের লিংক বাদ গ্যালো।

    "ঈদ- ঈদের" ফণ্ডাটা খুব সহজ। "ঈদের" খুঁজতে গেলে "ঈ-এ'কার-দ-র" খোঁজে। ঈদ খুঁজলে "ঈ-দ" খোঁজে। মানে বাংলায় লেখাটা হয়ে যাওয়ার পরে "ঈ" আর "দ" -এর মাঝে একটা "এ-কার" ঢুকে পড়ছে। খোঁজার সময় ওটা বাগড়া দিচ্ছে। "ঈদে" লিখে খুঁজলে "ঈদের" রেজাল্ট কিছুটা হয়তো আসতে পারে।
  • LCM | 71.132.150.249 | ২৫ অক্টোবর ২০০৭ ০৭:২৪603688
  • ন্যাড়া,
    বলছ, আর একটা গুগল হবে না বলছ :-)।

    সার্চ আর র‌্যাংকিং ঘেঁটে যাচ্ছে।
    কন্টেন্ট সার্চ-এ তো এত আল্গো লাগবে কেন। গাদা গাদা ভীড়-এর মধ্যে থেকে ডেটা খঁজে আনবার জন্য তো ডেটাবেস ইঞ্জিন আছে।

    গু চ-তে তো শুধু সার্চ চাই, র‌্যাংকিং-এর দরকার নেই, টাইমস্ট্যাম্প-ই সর্ট(/র‌্যাংক) অর্ডার।

    যাই হোক, প্রথম কথা হল, ফাইল বেসড সিস্টেমে হবে না, কন্টেন্ট ডাটাবেস-এ রাখতেই হবে। প্যাটার্ন ম্যাচ করে খোঁজার চাপটা ডেটাবেস-এর সার্চ ইঞ্জিন নিক না।
  • Arijit | 128.240.229.3 | ২৫ অক্টোবর ২০০৭ ১৩:১৪603689
  • বল্লুম যে - মেশিনটা পাবলিক আইপি সহ - দুনিয়ার জনতা এটা থেকে গান ডাউনলোডালো:-)) ২৪/৭ সাপোর্ট পাবি না, তবে আমি তোর অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারি, ssh করে লগইন করতে পারবি। হ্যাঁ, পার্মানেন্ট সার্ভার হবে না, টেস্ট সার্ভার হতে পারে। টেস্ট করে দেখ - ridpath.ncl.ac.uk - পিং করলে উত্তর পাবি।
  • Arijit | 128.240.229.68 | ২৫ অক্টোবর ২০০৭ ১৩:৫০603690
  • এবার একটু সিরিয়াস কথা বলি।

    এদ্দিন গুরু আমাদের মতন চাড্ডি পাগলের ভাট দেওয়ার জায়গা ছিলো। যখন যা দরকার মনে হয়েছে মামু কোড করেছে। কিন্তু এভাবে আর হবে না। অনেক নতুন লোক আসছেন, গুরু মোটামুটি নাম করেছে, কাউন্টারপাঞ্চ ইত্যাদিদের সাথে যোগাযোগ করতে পারলে আরও করবে। গুরু-কে যদি আরও তুলতে হয় তাহলে এই অ্যাড-হক সিস্টেম ছেড়ে বেরনো দরকার।

    প্ল্যান করো - এখনকার আর্কিটেকচার দেখো, দরকার হলে নতুন আর্কিটেকচার বানাও। নতুন জামাকাপড় পরাও। কোড রিপজিটরি রাখো। ওপেন সোর্স প্রজেক্টও অনেক নিয়ম মেনে চলে। গুরুতে ভাটুরেদের মধ্যে গুচ্ছ আইটি পাবলিক আছে - ভলান্টীয়ার গোছের টীম বানাও - সাইটের ওভারহলিং করো। এভাবে অ্যাডহক চলতে থাকলে এর পর মেইন্টেইন করতে জান কয়লা হয়ে যাবে, তারপর বন্ধই হয়ে যাবে - যেটা আমরা কেউই চাইবো না।

    আমার প্রোপোজাল -

    (১) একটা টীম - ভলান্টারী, কিন্তু ডেডিকেটেড
    (২) কারেন্ট সিস্টেমের পুরো রিভিউ
    (৩) নতুন আর্কিটেকচার - ফাইল দিয়ে মুশকিল হচ্ছে সেটা দেখাই যাচ্ছে। কাজেই অন্য পথ ভাবো - এবং সেটা কারেন্ট সিস্টেম পুরো না বুঝলে সম্ভব নয়।
    (৪) মডিউলে ভাঙো - ডিস্ট্রিবিউট করো।
    (৫) যতদিন আমি এখানে আছি ততদিন যে মেশিনটার কথা আগে বলেছি সেটাতে কোড রাখা যেতে পারে (আমি সাবভার্সন ইনস্টল করে দেবো না হয়), টেস্ট হতে পারে - কেউ যদি অন্য ভালো মেশিনের ব্যবস্থা করতে পারো তো আরোই ভালো। এই মেশিনটা একটু পুরনোই।
  • trq | 61.68.178.171 | ২৫ অক্টোবর ২০০৭ ১৮:১৩603692
  • আমি একটা কথা কই?

    না, থাক। কিছু কমু না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন