এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরোনো বাংলার ছড়াগুলি

    Parolin
    অন্যান্য | ২০ জুন ২০০৬ | ২২২৮৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৩০603266
  • প্যাঁচপ্যাঁচে বর্ষায় একঘেয়ে বিষ্টি যখন আর থামে না,তখন বলতে হয়,

    তারার মাগো পুতউলী
    তোর পুত কেটে
    ঘরে ঘরে বেটে
    এমন রোদ উঠবি
    পিত্থিবী ফেটে।

  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২১:৩০603265
  • কলি, তা'লে বোয়াল। :-)) কিন্তু বোয়াল কি আস্ত ছেলে গিলতে পারবে? :-)) আর মামাদের বাগানের থীমটা মনে আছে, কিন্তু ছড়াটা নয়।

    লক্ষ্মী ছেলেমেয়েরা,--- কেউ লিখে দাও না।
  • kali | 160.36.205.19 | ২০ জুন ২০০৬ ২১:৩১603267
  • আচ্ছা সেই কই মাছের ছড়াটা কেউ পড়েছো?

    ষোল কই ষোলুয়ে
    দুটো গেলো তার পালিয়ে।
    তবুও তো থাকে চোদ্দ,
    দুটো নিয়েছে বেড়াল বৈদ্য।
    তবুও তো থাকে বারো।
    জলে গেলো দুটো আর।
    তবুও তো থাকে দশ।
    দুটো দিয়ে কিনেছি রস।
    তবুও তো থাকে আট।
    দুটো দিয়ে কিনেছি কাঠ।
    তবুও তো থাকে ছয়।
    দুটো যেন পিতিবেশীদের হয়।

    .... এর পরে চারটে লাইন আমি ভুলে গেছি।তবুও তো থাকে চার আর তবুও তো থাকে দুই এর এক্সপ্ল্যানেশন গুলি যেন কি কি ছিলো।তারপরে ....

    তবুও তো থাকে এক।
    চক্ষু খেয়ে পাতের দিকে চেয়ে দেখ।

    আরো মনে এলো,

    গলদা চিংড়ী,তিংড়ি বিংড়ি লম্বা দাঁড়ার করতাল,
    পাকড়াশীদের কাঁকড়া ডোবায় মাকড়সাদের হরতাল।
    পয়লা ভাদর,পাগলা বাঁদর, লেজ খানা যায় ছিঁড়ে।
    পালতে মাদার সেরেস্তাদার কুটছে নতুন চিঁড়ে।
    কলেজ পাড়ায় শেয়াল তাড়ায় অন্ধ কলুর গিন্নী।
    ফচকে ছোঁড়া চটকিয়ে খায় সত্যপীরের সিন্নী।

    আরেকটা খুব ভালো লাগতো,

    ময়নার মা ময়নামতী,ময়না তোমার কই?
    ময়না গেছে কুটুমবাড়ি,গাছের ডালে ঐ।
    কুটুম কুটুম কুটুম, নামটি তাহার ভুতুম,
    আঁধার রাতের চৌকীদার,দিনের বেলায় শুতুম।
  • kali | 160.36.205.19 | ২০ জুন ২০০৬ ২১:৩৪603268
  • দমু দি,
    বোয়াল আস্ত ছেলে কি করে নিলো সেই প্রশ্নটা আমারও ছোটবেলায় খুব মনে হত,তাই তো মনে পড়ছে যে ওটা বোয়ালই ছিলো।
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৩৬603269
  • কাঠঠোকরা ঠকর ঠাঁই
    বনের সেপাই ঘুমটি নাই
    পোশাক আশাক মজাদার
    ঠিক যেন জমাদার।

    আরো ছিলো কিছু।কারু মনে আছে?
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৩৮603270
  • আচ্ছা নীলকমল লালকমল যে গান গাইতো "চাষীভাই চাষীভাই গো,আমাদের কেউ নাই গো"---ঐ গানটা কারু মনে আছে?
  • Parolin | 213.94.228.210 | ২০ জুন ২০০৬ ২১:৪১603273
  • যা বৃষ্টি ধরে যা
    তোকে দেবো গরম চা।

    কিম্বা

    আয় বৃষ্টি ঝেঁপে
    চাল দোবো মেপে
    চালের ভেতর পোকা
    জামাইবাবু বোকা।

    আর

    জামাইবাবু কমলালেবু খেতে দোবো না

    তারপর ?
    বৌ নিয়ে কি একটা যেন ছিল।
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৪১603272
  • আম টুকটুক জাম টুকটুক
    তেরাই নদীর তীর
    শালিক চড়ুই ফড়িং বাবুই
    কাককোকিলের ভীড়।

    বাকীটা কেউ দিতে পারেন?
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২১:৪১603271
  • সোনার ভাই না রে-
    সোনার বৌ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল।

    ওটা কার মনে আছে
    দাদখানি চাল মুসুরির ডাল চিনিপাতা দই ...

    তারপরে
    এক যে আছে মজার দেশ সবরকমের ভালো
    রাত্তিরেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো
    আকাশ সেথা সবুজ বরন ঘাসের পাতা নীল
    ডানায় চড়ে রুই কাৎলা জলের মাঝে চিল...

    তারপরে
    ওরে বাবা পৃথিবীটা এত বড়ো নাকি (তার আগের লাইনগুলো লেখো)

    তারপরে
    উট্‌কমুখো উট দেখো ভাই ঊতকোমুখো উট
    ব্যাঙ বাবাজীর দোকানেতে খাচ্ছিলো ডালমুট

    অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি
    মুড়কির মোয়া চাই চাই ভাজা ভেটকি
    আনবে কটকি জুতো মটকিতে ঘি এনো
    জলপাইগুড়ি থেকে কই এনো জিওনো ...

    তারপরে
    বিল্লিগি আর শিঁথলে যত টোবে
    গালুমগিরি করছে ভেউ এর ধারে
    আর যত সব মিমসে বোরোগেবে
    মোমতারাদের গেবগেবিয়ে মারে
    জাসনে বাছা জবরখাকির কাছে
    রামখিঁচুনি রাবন কামড় তার
    যাস নে যেথায় জুবজি বসে গাছে বাঁদরছেচা মুখটি করে ভার ...

    তারপর
    তারা ছঁকনি চড়ে সাগর পাড়ি দেবে
    দেবেই দেবে
    তাদের সবাই করে মানা বলে আর কিছুতে জা না
    দিচ্ছে হাওআ পূবে
    ঘুর্ণীতে সব মরবি যে রে ডুবে
    তাও কি তারা টলে
    সবাই মিলে হাত পা ছুঁড়ে বলে
    মোরা ঠোড়াই কেয়ার করি
    এই আমাদের মনের মতন তরী ...

    নীর মাথাতে সবুজ রঙের চুল
    পাপাঙ্গুল!!!

    বিক্রম

  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২১:৪২603275
  • ঝপর ঝাঁই, খপর খাঁই
    কাঁড়া ভঁইস বয়েল গাই...

    তারপর?
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২১:৪৩603276
  • আগডম বাগডম নাকি
    আগা ডোম বাগা ডোম ঘোড়া ডোম সাজে থেকে য়েচে।

    দাদুর মাথায় টাক ছিলো
    সেই টাকে তেল মাখছিলো
    এমন সময় বোলতা এসে
    হুল ফুটিয়ে পালায় শেষে
    ঘুলিয়ে দিলো বুদ্ধি দাদুর ফুলিয়ে দিলো টাকটারে
    কাঁদলো দাদু ব্যাথার চোটে আনলো ডেকে ডাক্তারে।

    বিক্রম

    বিক্রম
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২১:৪৪603277
  • ক্ষ্যান্তবুড়ির দিদিশাশুরির পাঁচ (?) বোন থাকে কালনায়
    শাড়িগুলো তারা উনুনে বিচায় হাঁড়িগুলি রাখে আলনায়
    টাকাকড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জালনায়
    নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে চুন দেয় তারা ডালনায়।

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৪৬603279
  • আমার খোকার বিয়ে দেবো
    হট্টমালার দেশে,
    তারা আকাশে হাল চষে।
    তারা হীরেয় দাঁত ঘষে,
    তারা খুশি হলে চেঁচিয়ে কাঁদে
    রাগলে ওঠে হেসে।
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২১:৪৬603278
  • জামাইবাবু কমলালেবু একলা খেও না
    জানলা দিয়ে বৌ পালাবে দেখতে পাবে না।

    বিক্রম

  • Arjit | 128.240.229.7 | ২০ জুন ২০০৬ ২১:৪৭603280
  • ক্ষেন্তিপিসীর দিদিশ্বাশুরির পাঁচ বোন থাকে কালনায়
    শাড়িগুলো তারা উনোনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়
    কোন দোষ পাছে ধরে নিন্দুকে,
    নিজে তারা থাকে লোহা সিন্দুকে
    টাকাকড়িগুলো হাওয়া খাবে বলে
    রেখে দেয় খোলা জানলায়।
  • Arjit | 128.240.229.7 | ২০ জুন ২০০৬ ২১:৪৮603281
  • ধুর ছাই মিস করা লাইনটা ধরাতে গিয়ে নিজেই শেষের লাইনটা বাদ দিয়েছি - ওই চূন দেয় তারা ডালনায়।
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৪৯603283
  • শ্যামনগরের বুড়ী এলো
    তিনটি মেয়ে মুঠোয় ধরে,
    একটি সেঁকে একটি বাড়ে,
    একটি ভালো রান্না করে,
    ও গিন্নীমা কিনবে নাকি
    একটি মেয়ে আদর করে?
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২১:৪৯603282
  • একটি আছে দুষ্টু মেয়ে একটি বড়ো শান্ত
    একটি প্রানে উছল বাতাস (?) আরেকটি দুর্দান্ত ...
    আসল কথা দুটি ন একটি মেয়েই মোটে
    হঠাত ভালো হঠার ... দস্যি হয়ে ওঠে।

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৫১603284
  • টান দিয়েছি টোন দিয়েছি
    টানের পরে টোনটা,
    সাপ এঁকেছি ব্যাঙ এঁকেছি
    বুবুন নেবে কোন্‌টা?
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৫২603286
  • একটি আছে দুষ্টু মেয়ে
    একটি ভারী শান্ত,
    একটি মিঠে দখিণ হাওয়া
    আরেকটি দুর্দান্ত।
    আসল কথা দুটি তো নয়
    একটি মেয়েই মোটে,
    হঠাৎ ভালো হঠাৎ সেটি
    দস্যি হয়ে ওঠে।
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:৫৫603287
  • একটি মাসী দুইটি মাসী
    তিনটি মাসী কইতো
    তাদের দেশের চীনাং নদী
    দুকুল ছেপে বইতো।
    বইতো বলেই রইতো কি আর
    তাদের দেশের মধ্যে?
    থাকলে আমি বসিয়ে দিতাম
    রুলটানা এই পদ্যে।

  • *.*p | 203.200.40.194 | ২০ জুন ২০০৬ ২২:০৪603288
  • বাঙ্গালু ভাত খাইলু
    পয়sআ দিলু না,
    লাল কাঠি পোন্দে দিয়া বনবন ঘুরাইলু।
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২২:০৮603290
  • বাঙ্গালু ভাত খাইলু
    ভাঁড় ভাঙিলু
    পয়sসা দিলো না

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২২:০৮603289
  • দাদাগো দাদা শহরে যাও
    পাঁচটাকা করে মাইনে পাও,
    হেই দাদা তর পায়ে পড়ি
    বৌ এনে দাও খেলা করি।
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২২:১২603291
  • চিল চিল চিলটা
    আকাশ থেকে আনতে কি চায় নীলটা,
    জাগিয়ে দিলো কে ছুঁড়ে ঐ ঢিলটা?
    বটের মাথা ছাড়িয়ে গেলো
    উড়তে উড়তে হারিয়ে গেলো
    কোথায় যেন চিলটা।
    ঘুমোয় আবার ঘুম ঘুম সেই ঝিলটা।
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২২:১৪603292
  • এইরকম আরেকটা ছিলো,

    বটগাছটার উপর দিয়ে
    হলদে বাড়ীর ছাদ পেরিয়ে
    আকাশ-
    আমার ইচ্ছে করে উড়ি।
    মেঘ কুড়োতে পাখিরা যায়
    ছোড়দা সুতো বেঁধে আমায়
    ওড়াও
    যেমন তুমি ওড়াও ঘুড়ি।

  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২২:১৬603293
  • তিস্তা পাড়ের বিত্তান্তোর ছড়াগুলো সামনে থাকলে কেউ লিখে ফেলো।

    ঊঠ উঠ দিবসঠাকুর চিকমিক্যানি দিয়া

    বিক্রম
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২২:১৭603294
  • চালকুমড়োটা কেউ লেখো সুকান্তর:

    ঘরে আমার চাল বাড়ন্ত তোমার কাছে তাই ...

    J এটা জানে।

    বিক্রম
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২২:১৯603295
  • এটা তিতাসে ছিলো:
    আমার বিয়ে যেমন তেমন দাদার বিয়ে রায়বেঁশে
    নেই ভয় তার ভাবনা কিসে?

    তারপরে

    হাস্মক রাজার দেশে রে
    ভয়ের কারন কিসে রে?

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২২:২১603297
  • পাশের বাড়ীর দেয়াল বেয়ে
    বেড়াল ঠাকুরঝি
    মিয়াও মিয়াও মিয়াও মিয়াও
    ভাজছো তুমি কি?
    ডন দিচ্ছি সুড়সুড়ি দেয়
    যেন নাকের কাছ
    কার বাড়ীতে রাঙা বৌটি
    ভাজছে বাটামাছ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন