এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরোনো বাংলার ছড়াগুলি

    Parolin
    অন্যান্য | ২০ জুন ২০০৬ | ২২৭৯৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 202.122.17.210 | ২৪ নভেম্বর ২০০৭ ০০:২৯603172
  • না:।
    সঠিক পাঠ হচ্ছে

    "হাঁড়ির মধ্যে অনেক ভাত
    তার একটি টিপিয়াই
    কোনটি সি আই এর দালাল
    বলতে পারেন সি পি আই"

  • b | 78.137.144.235 | ২৪ নভেম্বর ২০০৭ ১৬:৩০603173
  • হারাধন-এর দশটি ছেলে-র একটা রিভার্স অর্ডার-ও আছে, যাতে ১ থেকে আবার ১০ হল।
  • nyara | 64.105.168.210 | ২৭ নভেম্বর ২০০৭ ১৪:১১603174
  • আরেকটা অমিতাভ চৌ -

    অপর্ণা সেন।
    ছবি করেছেন।
    চৌরঙ্গি লেন।
    সকলে বলেছেন।
    ভালো হয়েছেন।
  • Tirthankar | 130.207.93.156 | ২৭ নভেম্বর ২০০৭ ২০:৪৬603175
  • আরও অমিতাভ চৌ:

    বাঙালীদের পাতে পাতে
    তখন নাকি মাছ ছিল।
    মাছ ছিল।
    মাছে-ভাতে দুটি বেলা
    চেটেপুটে খাচ্ছিল।
    খাচ্ছিল।

    তখন গরুর দুধ ছিল
    দুধ খেয়ে সব বুঁদ ছিল
    ট্রামে বাসে সীট ছিল
    শয়তানেরা ঢিট ছিল
    বিজলী বাতি জ্বলছিল
    ঠাকুরদাদা বলছিল।

    পাশ করলেই তখন নাকি
    চাকরি পাওয়া যাচ্ছিল।
    যাচ্ছিল।
    এখন কেবল নেই আর নেই
    আগে অনেক আচ্ছিল।
    আচ্ছিল।
  • Binary | 198.169.6.69 | ২৮ নভেম্বর ২০০৭ ২১:২৪603177
  • সত্যজিৎ -----
    লালমোহন বাবুর চরিত্রচিত্রন ----

    রক্তবরন (লাল)
    মুগ্‌ধকরন (মোহন)
    নদীপাশে (গাং) যাহা,
    বিঁধলে মরন (গুলি)।

    বা,

    বুঝে দেখ জটায়ুর কলমের জোড়,
    ঘুরে গেছে রহস্য কাহিনীর মোড়,
    থোড় বড়ি খারা,
    লিখে তাড়া তাড়া ---
    এইবারে লিখেছেন খাড়াবড়ি থোড়।
  • nyara | 67.88.241.3 | ২৯ নভেম্বর ২০০৭ ০১:২৪603178
  • তাহলে এই সুযোগে কটা বৈকুণ্ঠ মল্লিকও হয়ে যাক বাইনারি-দা।
  • Binary | 70.64.50.101 | ২৯ নভেম্বর ২০০৭ ০৭:১৫603179
  • গড়পারের বৈকুন্ঠ মল্লিক, পুরো মনে থাকেনা ...... তবে আর একটা সত্যজিৎ .......রয়্যাল বেঙ্গল রহস্য .....

    মুড়ো হয়, বুড়ো গাছ,
    হাত গোনো ভাত পাঁচ,
    দিক পাও ঠিক ঠিক জবাবে ---

    ফাল্গুন তালজোড়,
    দুইমাঝে ভুঁইফোড়,
    সন্ধানে ধান্দায় নবাবে ----
  • Binary | 70.64.50.101 | ২৯ নভেম্বর ২০০৭ ০৭:২৫603180
  • একটা রাজনৈতিক ..... একটু ভুল থাকতে পারে ....

    রাস্তার ধারে লালবাতি জ্বেলে,
    শকুনিরা দেয় সন্ধ্যে -----
    জোড়া বলদকে, দেওয়ালে লটকে,
    ঠোঁট চেটে বলে 'ভোট দে' ---
  • Shuchismita | 67.177.150.53 | ২৯ নভেম্বর ২০০৭ ০৭:৫৯603182
  • আর ফেলুদার সম্পর্কে লেখা হয়েছিল "সন্ধ্যা শশী বন্ধু" = প্রদোষ চন্দ্র মিত্র

    এটা ছড়া হলনা যদিও। তবে রক্তবরন মুগ্‌ধকরন দেখে মনে পড়ে গেল।
  • tania | 76.247.47.210 | ২৯ নভেম্বর ২০০৭ ০৮:১৯603183
  • রাজনৈতিক ছড়ার কথায় মনে পড়ল (যদিও এটাকে ঠিক পুরোনো বাংলার ছড়া ক্যাটেগরিতে ফেলা যায়না)
    সেবার ভোট ছিল কতই নভেম্বর যেন (ধরা যাক, ২২-এ)। তো আমাদের পাড়ায় দেওয়াল লিখন পড়ল:

    ২২-এ নভেম্বর কিসের দিন?
    জ্যোতি বসুর বিয়ের দিন।

    সৌজন্য কংরেস (তখনো তৃণমূল গজায়নি)

    দুদিন পর পাশের দেওয়ালে সিপিয়েম লিখল:

    তোরা যদি রাজি থাকিস
    মমতাকে তৈরী রাখিস।
  • Binary | 70.64.50.101 | ২৯ নভেম্বর ২০০৭ ০৮:৩৩603184
  • হিংসুক (আজকের আমরা/ওরা)----- :))

    আমরা শোবো খাট পালংএ
    মায়ের কাছে ঘেঁষটে --
    তোমরা শোবে অন্ধকারে,
    একলা ভয়ে ভেস্তে ---

    আমরা যাব জাম্‌তাড়াতে,
    চড়বো কেমন ট্রেইনে ---
    বলিস যদি সঙ্গে নে'যাও,
    বলবো কলা এই নে ---

    আমরা খাবো ভোজবাড়ীতে,
    আমরা খাবো চম্‌চম ---
    তোমরা তো তা পাচ্ছ না কেউ,
    পেলেও পাবে কম্‌কম ---

    আর একটা অমিতাভ চৌ --

    ঢ্যাম কুরকুর ঢাকুরিয়া
    বাস চলেছে ঢাআকুরিয়া
    বাসের মধ্যে বসে আছেন,
    ডালহৌসির চাকুরিয়া।
  • Binary | 70.64.50.101 | ২৯ নভেম্বর ২০০৭ ১১:১৪603185
  • আর একটা রাজনৈতিক --- তখন সিপিআই, বোধহয় কংগ্রেসের, অ্যালি ছিল।

    দিল্লী থেকে এলো গাই,
    সঙ্গে বাছুর সিপিআই।
  • Samik | 122.162.83.56 | ২৯ নভেম্বর ২০০৭ ১১:২৭603186
  • বাইনারি,

    প্রথমটা সুকুমার রায়, সেটা বলো :-))
  • ayan | 220.225.7.9 | ২৯ নভেম্বর ২০০৭ ১৫:২৮603187
  • অ চৌ

    চালাতাম প্লেন
    চালাচ্ছি দেশ
    কেউ দেয় গাল
    কেউ বলে বেশ
    ব্যাপারটা আজীব
    বল্লেন রাজীব
  • Binary | 198.169.6.69 | ২৯ নভেম্বর ২০০৭ ২২:৫১603188
  • উপেন্দ্রকিশোরের টুনটুনির বই-এর গপ্প। বাঘ মানষের মাইয়া কে বে করে আনসে। তো মাইয়ার ভাই গেসে, বুনকে উদ্ধারে, ইদিকে বাঘ গেসেন শিকারে। ইরি মদ্দি বাঘ ফিরে আইসা পড়ায়, মাইয়া, ভাইকে রাখসে মটিতে গর্ত কইরা , শীল চাপা দিয়া ----

    তো বাঘের ছানার তাই দেইখ্যা, বাঘরে বলতাসে ---

    বাবা গো বাবা ,
    তোর কি শালা,
    মোর কি মামা,
    মা'র কি সো'দোর ভাই,
    শীলের তলে কুম্‌কুম করে,
    তুইল্যা দে'না খাই ---
  • Samik | 122.162.67.33 | ২৯ নভেম্বর ২০০৭ ২৩:৪২603189
  • লাউ গড়গড় লাউ গড়গড়
    খাই চিঁড়ে আর তেঁতুল
    বিচি ফেলি টুলটুল
    বুড়ি গেল ঢের দূর

    কিন্তু এগুলো বোধ হয় ঠিক পুরনো বাংলার ছড়া টাইপ্‌স নয়।
  • nyara | 67.88.241.3 | ২৯ নভেম্বর ২০০৭ ২৩:৫২603190
  • হক কথা। আমার ভুল। আমি-ই টই-টা বেলাইনে নিয়ে গেছি।
  • ranjan roy | 122.168.30.16 | ০১ ডিসেম্বর ২০০৭ ০০:১৪603191
  • যে ছড়াটা আমার মনে হত ব্যান করা উচিৎ।
    ""মাসী-পিসি বনগাঁবাসী বনের মাঝে ঘর,
    কখনও মাসি বলেন না- ক্ষীর-মোয়াটা ধর।
    কিসের মাসি, কিসের পিসি কিসের বৃন্দবন?
    ঘরে এসে জানিলাম- মা' বড় ধন।।''

    ময়মনসিংহের ঘুমপাড়ানি ছড়া:

    "" আয় ঘুম, যায় ঘুম, ঘুমালো গাছের পাতা,
    হেঁসেলঘরে যায় ঘুম মাগুরের মাথা।
    আগদুয়ারে যায় ঘুম কালো কুকুর,
    বিছানাতে যায় ঘুম বাপের ঠাকুর।।''
    আর একটা এক্কেরে অরিজিনল:
    "" অলি-ললি রে,
    কালবাদুড়ের ছা',
    দুইলা উন্দুর মাইর‌্যা দিলাম ডাল বইয়া খা'।
    ডাল-ডুল ভাইঙ্গ্যা গেল তেলি বাড়িত যা।
    তেলীয়ে দিলো ত্যাল,
    মালীয়ে দিলো ফুল,
    রাখ্যালরাজায় বিয়া করে উন্দুরে বাজায় ঢুল।''
  • rabaahuta | 203.99.212.54 | ১৪ জুন ২০১০ ১৫:২৬603193
  • এই যে
  • kallol | 124.124.93.202 | ১৪ জুন ২০১০ ১৫:৩৬603194
  • সোনা ঘুমালো পাড়া জুড়ালো
    বর্গী এলো দেশে
    বুলবুলিতে ধান খেয়েছে
    খাজনা দেবো কিসে?
    কিসের খাজনা কিসের বাজনা
    কিসের গন্ডোগোল
    সোনার বউ রেধেঁ রেখেছে
    ইলিশ মাছের ঝোল

    গরীব মানুষ
    ফড়িং খাই
    ঘুড়ায় চৈড়া
    বাহ্যি যাই
  • AG | 125.18.104.1 | ১৪ জুন ২০১০ ১৫:৩৭603195
  • সত্যজিত বাবুর ছড়া। অনেক দিন আগে শুকতারায় পড়েছি।

    "রামফাঁকিবাজ চাকর জোটে সাধন বাবুর ভাগ্যে
    বাবু বলেন রোবোট রাখি, চাকর গুলো যাক গে

    রোবোট হোলো কাজে বহাল
    তার ফলে আজ বাবুর কি হাল,
    রোবোট বলে কই রে ব্যাটা,
    বাবু বলেন আজ্ঞে।"

  • Lama | 203.99.212.54 | ১৪ জুন ২০১০ ১৭:১৪603196
  • ছোটবেলায় মা কিনে দিয়েছিল সুব্রত রুদ্র সম্পাদিত "ছড়ার দাম ছ সিকে' (মিনি বই, প্রচ্ছদে ছ সিকে অর্থাৎ এক টাকা আর পঁচিশ পয়সার মুদ্রার ছবি, একদম সত্যিকারের মতো)।

    সেখান থেকে কিছু ছড়া:

    "ব্যাং বললেন ব্যাঙাচ্চি,
    দাঁড়া তোদের ঠ্যাঙাচ্ছি।
    তা শুনে কয় ব্যাঙাচ্চি-
    আমরা কি স্যর ভ্যাঙাচ্ছি?'
  • Lama | 203.99.212.54 | ১৪ জুন ২০১০ ১৭:১৭603197
  • আরো:

    "বাচ্চাটা সাচ্চা।
    আচ্ছা, এ কার ছা?
    যা, জেনে আয় তো!
    আইসক্রিম খায় না।
    চানাচুর? তাও না?
    জলটল চায় তো?
    মাঝে মাঝে দৈবাৎ
    খায় নাকি দই ভাত।
    খোঁজ নে তো! সত্যি?
    ভারি আশ্চর্যি।
    এরকম ধৈর্যি
    বাচ্চা দেখল একরত্তি।'
  • dukhe | 122.160.114.85 | ১৪ জুন ২০১০ ১৭:২১603198
  • নাম কী রে তোর?
    - গ্রাম মুলাজোড় ।

    নিবাস কোথায়?
    - নীলমণি রায় ।

    কী কাজ করিস?
    - তা প্রায় উনিশ ।

    বয়স কত?
    - চালাই অটো ।
  • Lama | 203.99.212.54 | ১৪ জুন ২০১০ ১৭:২২603199
  • আরো:

    "লিলি-মিলি-টুকটুকি
    তিন বোনই খুব খুকি।
    তাহলেও গুণ আছে
    খেলনা উনুন আছে।
    তাতে ঝোল চাপিয়ে
    নেয়ে ঘেমে হাঁপিয়ে
    প্লেটে এনে ধরবে।
    তখন কি করবে?
    মিছিমিছি খেতে হবে,
    "দারুণ' বলতে হবে।
    না হলেই তারা খুব লজ্জায় পড়বে।'
  • Samik | 121.242.177.19 | ১৪ জুন ২০১০ ১৭:৫৮603200
  • ছোওওওওওও ছুইট।
  • Shuchismita | 12.34.246.72 | ১৪ জুন ২০১০ ১৮:১৬603201
  • আমারো ছিলো! আমারো ছিলো! ছড়ার দাম ছ'সিকে। আমার প্রথম বইমেলার বই। আমি অবিশ্যি তখনো হাঁটতে শিখি নি :)
  • Ekak | 132.167.158.3 | ২০ নভেম্বর ২০১৩ ২৩:০১603202
  • বাহ বেশ
  • π | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৯603205
  • ছড়ার দাম ছ সিকে এখনো পাওয়া যায় ? গেলে কোথায় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন