এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আধুনিক বাংলা লেখায় চন্দ্রিল ভট্টাচার্যের প্রভাব

    সৌম্য
    অন্যান্য | ২৩ সেপ্টেম্বর ২০১২ | ৪৫৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৌম্য | 111.210.124.139 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৮572536
  • গুরুচন্ডা৯ ই আমি নেহাত-ই একজন চণ্ডাল.. এখানকার বহু গুরুদের লেখা পড়ে গত বেশ কয়েকদিন ধরেই আপ্লুত ও সমৃদ্ধ হচ্ছি. তাই সুযোগ পেয়ে আমার বহুদিন এর একটা প্রশ্ন এই টই তে করে ফেললাম..

    চন্দ্রিল এর লেখার একটা প্রভাব যে আধুনিক বাংলা সাহিত্য ও গান এ পরেছে সেটা বোধ হয় বুঝবার জন্য আমার অপেক্ষআয় কেউ-ই বসে নেই.. কিন্তু আমি এই site এর গুরুদের কাছ থেকে এ ব্যাপারে একটু ডিটেলে শুনতে চাই..

    আমি এ ব্যাপারে কিছু লিখতে পারলাম না.. কারণ টা প্রথম লাইন এই বলা আছে..
  • Blank | 69.93.240.185 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ২৩:৫০572557
  • কোথায় কোথায় পড়েছে সেটা বল্লে একটু আলোকিত হই
  • Abhyu | 107.81.70.40 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ০১:২১572568
  • চন্দ্রিলের লেখাতে তো পড়েইছে, তাছাড়া... এই ধর... মানে...
  • gaba | 121.93.163.126 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ০৮:০৮572579
  • এখন তো চন্দ্রিলবাবু আবাপ মতো "একাই ঊনষাট বাকি সব বালাই ষাট" সার্কুলেসনের রবিবাসরীয় দেখার দায়িত্ব পেয়েছেন।দেখা যাক লেখক জনমানসে কী প্রভাব পড়ে।
  • শিবাংশু | 127.197.236.205 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৯572590
  • বাংলা সাহিত্যে পোভাব ??!!
    কে এই চোন্দিল...??
  • ডিডি | 120.234.159.216 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৫572601
  • বাংলাতে সাহিত্যও হয় আজকাল ?
  • | 24.96.157.7 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৭572612
  • চন্দ্রিল নিজে তো হুতোম প্যাঁচা আশ্রিত। যাই হোক কোথায় কোথায় প্রভাব পড়েছে একটু নির্দিষ্ট করে বলুন
  • lcm | 34.4.162.218 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৮572623
  • তার ওপর proভাব ও হয়!
  • ডিডি | 120.234.159.216 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৯572634
  • খুব গুরুচন্দ্রিল ব্যাপার ত্তো।
  • lcm | 34.4.162.218 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১১:০৪572537
  • চোন্দিল তো চন্দোবিন্দু। গান লেখে, আর সিডি প্রতি একটা গান গায়। কিছুদিন আনন্দবাজারে রবিবাসরীয়তে পোবোন্ধো লিখত - তাতে ইয়া লম্বা লম্বা সেনটেন্স থাক - এক সপ্তাহে ঝাঁঝালো, পরের সপ্তাহে ন্যাতানো।
  • ora | 121.93.163.126 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৫572548
  • বাংলায় সাহিত্য আছে এমন প্রমান বেশ কিছুকাল হল সত্যিই পাচ্ছি না।তবে রবিবাসরীয়তে ছোট্গল্প তুলে দেওয়াতে কিছু লেখক টাইপের লোক ভীষণ চটেছে।চন্দ্রিলকে ছেবলা ছেলে বলে গালমন্দ করছে।
  • () | 69.160.210.2 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৬:০১572549
  • ওটা অন্তর্ঘাত। প্রতিদিনের রবিবার-এর সাহিত্য-কনটেন্ট কে প্রতিদ্বন্দ্বীহীন করে তোলার ষড়যন্ত্র। আবাপ যত তাড়াতাড়ি বোঝে ততই মঙ্গল।
    একদল পাকা ছেলে পিলে প্রতিদিন থেকে আবাপ-য় শিফট করে কার্টুন আর ছ্যাবলামী দিয়ে রবিবাসরীয়টার গ ... ইত্যাদি ...
  • PT | 213.110.243.23 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:০০572550
  • লিখল কত যে প্রভাবিত করবে?
  • ora | 121.93.163.126 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৬572551
  • ধুর,কিসের প্রভাব পড়বে?লেখা ছাপা হবার জন্য যা যা করা দরকার সেদিকে লেখকদের মন বেশি।লেখার মান ও বিষয়বস্তুর চেয়ে।
  • pinaki | 148.227.189.9 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:১০572552
  • আগেই বা আবাপর রবিবাসরীয়টা কি চলছিল যে নতুন করে খারাপ হবে? ঐ 'চিরকূট' নাম দিয়ে অসহ্য বোকা বোকা পিজে, এহেহেহে-র ছড়াগুলো ভালো করে পড়া যায় না, মাঝেমধ্যে এক আধটা ঠিকঠাক দেয়াল লিখন। আর ঐ ফর্ম্যাটটাও চন্দ্রিলের জন্ম দেওয়া। তারপর থেকে গত চার বছর এক রয়ে গেছে। তাও তো একটু বদল হল চন্দ্রিল ফেরত আসাতে। যদিও স্ট্যান্ডার্ডটা ভালো হয় নি। মানে আগের মতই। নতুন করে খারাপও না, ভালোও না। জাস্ট মুখবদল।

    আর রবিবাসরীয় গল্পের স্ট্যান্ডার্ড নিয়ে যত কম আলোচনা করা যায় তত ভালো। কবে নমাসে ছমাসে একটা ভালো গল্প বেরোবে বলে সপ্তাহের পর সপ্তাহ ঐ ট্র্যাশ গেলা - জাস্ট সম্ভব নয়।
  • ekak | 69.99.230.125 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩৩572553
  • গুরু তে আসার এই একটা চরম প্লাসপয়েন্ট । এরকম টাও যে কখনো কেও ভাবতে পারেন সেটা না দেখলে জানতে পারতুম না । আওআজ দিচ্চিনা । সত্যি ।
  • aka | 178.26.203.155 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩৭572554
  • ঐজন্য রবিবাসরীয়টা কেমন গুরুচণ্ডালির মতন দেখতে হয়েছে। ভালই হয়েছে, মন্দ লাগল না।
  • সৌম্য | 59.136.81.80 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ২২:১৩572555
  • @ blank এবং দ : আমার্মতে আপাত আধুনিক গান আর প্রবন্ধ লেখার ধরনে.. আর কোথায় কোথায় পড়েছে সেটা পুরোটা বুঝবার ক্ষমতা থাকলে আমি হেদুয়ার পাশে কেরোসিন কাঠের টুল এ দাঁড়িয়ে বক্তিমে করতাম...

    @ Abhyu : যা তা দিয়েছ ভাই..

    যদিও প্রসঙ্গ তা অন্য দিকে ঘুর যাচ্ছে, তবে বাংলা তে বর্তমানে সাহিত্য হয় কিনা, সেটা নিয়ে যারা যারা প্রশ্ন করেছেন, তাদের সাথে আমি একমত.. আনন্দ গোষ্ঠী-র পূজাবার্ষিকী বা মাসিক (!!) পত্রিকা গুলো আজকাল যা সমস্ত লেখা বেরোচ্ছে, সেটা কে আর যাই হোক, সাহিত্য বলে না.. সুনীল গাঙ্গুলী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও কি বিভত্স দায়সারা ভাবে লেখেন আজকাল..
  • aranya | 154.160.226.53 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ২২:২৮572556
  • সুনীল ৭৯, শীর্ষেন্দু -ও প্রায় ঐ বয়সীই হবেন, ভাল লেখা আর বোধহয় সম্ভব নয়।
  • generic letter | 138.151.210.69 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৫572558
  • চন্দ্রিল গত অন্ততঃ তিনবছর আনন্দবাজার ছেড়ে দিয়েছেন।
    অনেক্দিন যাবৎ প্রতিদিনে কাজ করছেন। ওদের সাপ্তাহিক ম্যাগাজিনে (নাম রোববার) একটা কলাম লেখেন, নাম দুছক্কা পাঁচ, র‌্যান্ডম যা ইচ্ছে তাই। বিয়াল্লিশ পৃষ্ঠায়, আগে প্রতি সংখ্যায় থাকত, এখন অতটা রেগুলার নয়। রবিবাসরীয়ের তুলনায় অনেক বেশী সিরিয়াস লেখা। ভাষারীতি বদলায়নি যদিও।
    আগে রবিবারের জাস্ট কারেন্ট তিনটে সংখ্যা ইন্টারনেটে পাওয়া যেত, এখন অনেকগুলো back issue পাওয়া যায়। তবে একটাতেও চন্দ্রিলের লেখা পেলাম না।

    ঠিক সাহিত্যে নয়, তবে ভাষারীতিতে চন্দ্রিলের প্রভাব কিন্তু ঋদ্ধির টুকটাক লেখাতেই বোঝা যায়।
  • সৌম্য | 59.136.81.80 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৯572560
  • @ ekak : ওফফ !! আমি এটাকে আমার প্রশংসা বলেই ধরছি..

    @ অরণ্য : বয়স তা যদি এতটাই factor হয়ে দাড়াবে, তবে সুনীলবাবু-র এক্ষুনি লেখা ছেড়ে দেওয়া উচিত... গত বছর দোষ ধরে উনি যা সমস্ত লেখা প্রসব করেছেন, তাতে বাংলা সাহিত্যের অবনতি বই উন্নতি হয় নি.. শীর্ষেন্দু যাই হোক, তবু চেষ্টা করে যাচ্ছেন.. ভাগ্গিস সুচিত্রা ভট্টাচার্য্য ছিলেন..

    @ generic letter: রোববার এর জন্যই গত বছর ৩ ধরে "প্রতিদিন" যন্ত্রণা সয়ে যাচ্ছি... আর লেখায় প্রভাব শুধু ঋদ্ধি নয়, শংখ সহ আরো অনেকের লেখা তেই পাওয়া যায়.. রোববার এই লেখেন অমিতাভ মালাকার.. ওনার লেখাতেও প্রভাব টা বেশ জোরালো..
  • riddhi | 118.218.136.234 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০২:৪৯572561
  • বালক বাবার লেখায় আমি কিছুটা চন্দ্রিলের প্রভাব পেয়েছি। ভাষারীতির মিল মাঝে মাঝে ঝলক দেয় বটে, কিন্তু বড় কথা - সেন্স ওফ হিউমার টা অবিকল এক। মুস্কিল টা হল, টাইমলাইন ধরলে উল্টোটা হওয়া উচিত।
    দুজনেই প্রিচার। দুজনের টার্গেট বাঙ্গালী মধ্যবিত্ত। ওদের হিপোক্রিসির ঘুম থেকে হিঁচড়ে তোলা। এর জন্য গদ্যে প্রয়োজন হলে ইংরেজী শব্দ ঢোকাতে পেছপা হন না এরা কেউই। একটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক, বাবার কোন লেখা ব্লাইন্ড করে পড়ানো হোক দু এক জনকে, তারা বলুক কে লিখেছে।
  • 8ohlhbug | 127.194.192.31 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৩:৪০572562
  • GL
    চোন্দিল সম্প্রতি আবার আবাপ জয়েন করেছেন প্রতিদিন ছেড়ে। গত এক মাসের রবিবাসরীয় আর অন্যান্য দিনের সম্পাদকীয় ও যৎকিঞ্চিত ফলো করলে নিঃসন্দেহ হবেন। সৌম্য এবার প্রতিদিন নেওয়া বন্ধ করতে পারেন।
  • cb | 121.93.108.166 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৮:১৭572563
  • যিনি শুধু রোববারের জন্য প্রতিদিনের "যন্ত্রণা" সহ্য করছেন তিনি নিশ্চই প্রতিদিন পড়তে ভালোবাসেন। কাগজওয়ালা বা কাগজের দোকানে বলে দিলেই শুধু রোববার বাড়িতে প্রতিদিন দিয়ে যাবে
  • aka | 85.76.118.96 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৮:৩২572564
  • চন্দ্রিলের লেখা মাঝে মাঝেই আমি কিস্যু বুঝতে পারি না। একদম না। অনেক ক্ষেত্রেই কন্টেন্টের থেকে ফর্ম বড় হয়ে ওঠে।
  • aranya | 78.38.243.161 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫০572565
  • চন্দ্রিল আগে বেশ লাগত, এখন ঠিক আছে টাইপস লাগছে, ডাউনওয়ার্ড ভাল লাগার কার্ভ, অবশ্য সেটা আমার বয়স বাড়ছে বলেও হতে পারে।
    গানের ক্ষেত্রে কিছু প্রভাব হয়ত আছে - চন্দ্রবিন্দুর প্রভাব থাকা মানেই চন্দ্রিলেরও প্রভাব। বাংলা লেখায় প্রভাব খুঁজতে গেলে চন্দ্রিলের সমসাময়িক বা তরুণতর লেখকদের রচনা পড়ে দেখতে হয় - সেটা যথেষ্ট পড়ে উঠি নি এখনও, তাই নো কমেন্টস।
  • শ্রী সদা | 127.194.192.193 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫৯572566
  • চোন্দিল সেশ ।
    চোন্দিলের লেখা কেউ মনে রাখবে না কিছুদিন পরে। পড়ে থাকবে শুধু চন্দ্রবিন্দুর প্রথমদিকের গান গুলো। হাজারবার শুনলেও পুরোনো হয়না।
  • aranya | 78.38.243.161 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৯:২০572567
  • যাঃ, সদা চন্দ্রিলের মৃত্যুঘন্টা বাজিয়ে দিল।
  • প্পন | 190.215.39.231 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৩572569
  • আর ঋদ্ধি একা পতাকা ধরে রেখেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন