এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এই,এই উমা পোদ্দারের বিচ্ছিরি টইটা কবে শেষ হবে?

    Blank
    অন্যান্য | ২৫ জুলাই ২০১২ | ৭৫৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ০৪:২৮566229
  • আর ইয়ে, ব্রাহ্মণ্যবাদ মনের মধ্যে পোষে কেং কয়ে? মানে, আমিও জন্মগতভাবে বামুন, একবার পৈতেও হয়েছিল, কিন্তু মনের মধ্যে ব্রাহ্মণ্যবাদ টাইপের কোনও পোষ্য ফীলিং কখনও আসে নি। তাই জানতে চাইছি, ঠিক কী ধরণের ফীলিং এটা? হোলিয়ার দ্যান দাউ টাইপের কিছু? কেমন লাগে মনের মধ্যে ব্রাহ্মণ্যবাদ টাইপের অনুভূতি এলে?
  • bb | 24.96.60.0 | ২৮ জুলাই ২০১২ ১১:১৯566230
  • সিকি আপনার কথাটা আমারও মনে হয়েছিল। বাবার সঙ্গে এখন ব্ন্ধু তাই প্রশ্নটা করেছিলাম। বাবার মত ছিল যে আমি না মানলেও ব্ড় হয়ে তোমার যে মতামত হবে সেটা আমি প্রভাবিত করতে চাইনি।নিজের বাবা বলে বলছি না, ঐ গ্রামের কুসংস্কারগ্রস্ত পরিবার থেকে কি করে বাবার মত ব্ড় মনের মানুষ বেরিয়ে এসেছেন এটা আমার কাছে বিস্ময়্কর। এই রকম আরেকটি মানুষ আমি দেখেছি PT দার বাবা, তিনি নেই '৮৭ সালেই চলে গেছেন। কিন্তু এই মানুষগুলি তাদের কাজের মধ্যে দিয়ে তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকেছেন। অয্থা অন্যকে প্রভাবিত করেন নি বা চেষ্টাও করেন নি।এরা পি্ছিয়ে পড়া মানুষের কথা ভাবতেন আর নিজের সামর্থ্যের মধ্যে এদের জন্য করার চেষ্টা করেছেন। আমার দুঃখ আমি বাবার এই বৃহৎ মনের এক অংশও পাই নি।

    আর আমার ঝগড়া হয়েছিল জেঠুর সঙ্গে- যিনি ব্রাহ্মণত্বে বিশ্বাস করতেন। আজও তাঁরা মনে করেন বামুন জাতের শ্রেষ্ঠ ব্লা ব্লা। BTW আমার শ্বশুর বাড়ীও কিন্তু বামুন নয় - আমি সেটা ভুলেই গিয়েছিলাম, দিদির ব্যাপারটা লিখবার সময়। আর ফিলিং কি রকম হয় জানব কি করে, তবে বিশ্বাসের প্রতিফলন কাজে দেখা যায় নি্শ্চয়।
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ১২:৪১566231
  • থ্যাংকিউ বিবি। বুঝলাম। যদিও একমত হলাম না। অন্যের মতকে প্রভাবিত করতে চাই না, বড় হয়ে সে কী ভাবতে পারে কী মতাদর্শে বিশ্বাস রাখতে পারে, এর ওপর বেস করে নাবালক ছেলেকে উপনয়ন দেওয়ানো ...

    একমত হলাম না। তবে অজান্তে আঘাত দিয়ে থাকলে দুঃখিত। আশা করি ফেস ভ্যালুতে নেবেন না।
  • bb | 24.96.60.0 | ২৮ জুলাই ২০১২ ১৬:১৫566232
  • সিকি আঘাত দেওয়ার প্রশ্ন নেই কারণ সঙ্গত প্রশ্ন। বাবা- মা হলেই তাদের দোষ নেই এটা ভুল ধারণা।
    আমি আপনাকে একটাই কথা বলতে পারি যে আপনার বয়েসে আমিও ওরকম ছিলাম, আজ অন্যের এই পার্সপেক্টিভটা দেখতে পারি।
    আর না মানার পুর্ণ অধিকার আপনার আছে। আমি যে সঠিক আমি তা দাবী করি না। পলিটিক্যালি কারেক্ট থাকতে হলে উত্তর দিতাম ছেলের পৈতে করতাম না। কিন্তু নিজের প্রতি সৎ থেকে বলেছি দিতাম এবং এই কারণে।
    সেটা অনয় কেউ ঠিক নয় বলে মনে করতেই পারেন।
  • ds | 94.235.72.57 | ২৮ জুলাই ২০১২ ১৮:২০566233
  • ব্রাহ্মণ্যবাদ ভিতরে পুষে রাখতে হয় না। সোনার চাঁদ সোনার টুকরো বলে খিস্তি মারার সময় খুব প্রকাশ্যেই বেরিয়ে আসে।
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ১৮:২১566234
  • এইবার পুরোপুরি একমত হলাম। থ্যাংকিউ :)
  • শ্রী সদা | 69.97.137.238 | ২৮ জুলাই ২০১২ ১৮:৫২566235
  • নাঃ প্রচুর অব্রাহ্মণ ও উক্ত খিস্তিটি দিয়ে থাকে।
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ১৯:৪১566236
  • সোনার চাঁদ সোনার টুকরো খিস্তিতে কোনও ব্রাহ্মণ্যবাদ নেই। সোনার চাঁদ সোনার টুকরোর প্রচুর অপব্যবহার আমাদের সমাজে দেখা যায়, তাই খিস্তিটা তৈরি হয়েছে।
  • dukhe | 24.99.23.129 | ২৯ জুলাই ২০১২ ১০:৪৩566237
  • ব্রাহ্মণ্যবাদ, সোনারচাঁদবাদ, যুক্তিবাদ, মার্ক্সবাদ, ভক্তিবাদ, মুর্শিদাবাদ - সব বাদ।
  • | 127.194.102.177 | ২৯ জুলাই ২০১২ ১২:২১566113
  • যা বুঝলুম , সব কমরেড দের মনে 'সেই' ভাব জাগ্রত হওয়ার ই আগেই জোর করে উপনয়ন দিয়ে দেওয়া হয়েছে। এদের যদি আরেক টু বেশী বয়েসে উপনয়ন দেওয়ার চেষ্টা করতেন বাবা মা রা; তাহলে এরা কোন ভাবেই তা হতে দিতেন না। তাই তো? ঃ))
  • kiki | 69.93.192.110 | ২৯ জুলাই ২০১২ ১২:২৭566114
  • কেবল ভাইয়ের পৈতের সময় চিল্লামিল্লি করে জানতে চেয়েছিলুম আমার পৈতে হবে না কেন? কে যেন বলেছিলো সে সব যুগে নাকি মেয়েদেরো পৈতে হয়। হায়! ক্ষেউ শোনে নি।ঃ(

    তাই ছেলের পৈতে দেবো না। মেয়ে হলে অবিশ্যি পৈতে দেবার কথা ভাবতুম।

    আমার মুল্যবান মতামত দেবো না, তাও কি হয়!
  • | 127.194.102.177 | ২৯ জুলাই ২০১২ ১২:৩৮566115
  • পৈতে নিয়ে আমার জানা সব থেকে ভালো গল্পঃ

    আমার বাবার খুব বন্ধু।পঙ্ক্জ কাকু। আমরা অসাপরিবারে ওনাদের বাড়ি গেছি। তখন ৬ বা ৭ এ পড়ি। তা লুডো খেলা হচ্ছে। আমি আর বাপি আর পঙ্কজ কাকু আর ওনার ছেলে। টানটান উত্তেজনা। শেষে একটা পুট খুব ভাইটাল হয়ে গেছে। বাপি র চাল। বাপি চালতে যাবে এমন সময় তড়াক করে লাফিয়ে ওঠে পঙ্ক্জ কাকু ওনার পৈতে টা ( যেটা আলনা তে ঝোলানো ছিল) এনে বললো 'বিশ্বনাথ , আমি বামুনের ছেলে, আমি পৈতে হাতে তোকে অভিশাপ দিচ্ছি, তোর কিছুতেই পুট পরবে না'। দুঃখের ব্যপার এই হঠাৎ লাফ দিতে গিয়ে বুবার( পঙ্কজ কাকুর কনুই লেগে) ঠোঁট টা অনেক টা কেটে গেল। ....
  • bb | 24.96.36.160 | ২৯ জুলাই ২০১২ ১২:৪৪566116
  • হায় হায় ব শেষে এই বুঝলে।আমি তো বললাম আমার ছেলে হলে দিতাম। এমনকি আমি আইডিয়া দেয়েছিলাম যে আমাদের পরের জেনারেশনের একমাত্র ছেলে আমার ভাগ্নেটারই পৈতে দিয়ে দি। কিন্তু সে ব্যাটা বামুন নয় বলে দেওয়া হল না। আমিও সোস্যাল রেভলিউশনে না গিয়ে ওকে মাধ্যমিকের পরই আমার তরফ থেকে উপহার দিলাম একমাত্র ছোটমামা হিসাবে, যেটা আমার উদ্দেশ্য ছিল।
    পৈতেতে কি আসা যায়? কতকগুলি সুতো কিভাবে কাউকে ব্ড় ছোট করতে পারে? এই বড় ছোটর ব্যাপারটা আমার খুব অসার লাগে।
  • | 127.194.102.177 | ২৯ জুলাই ২০১২ ১২:৫০566117
  • তাহলে ঠিক আছে বিবি দা ঃ))।

    কিন্তু আশার কথা এখন বামুন রা সবশ্রেষ্ঠ হবার সুযোগ নিয়ে অন্যায় দাবি দাবা করে না যেটা আগে অন্ততঃ গ্রামের দিকে খুব হত। আর আমার মনে হয় আমাদের আচার আচরন বেশ কিছু নিয়ম এমন ভাবে বানানো হয়েচে যাতে আখেরে লাভ হয় এই বামুন দের। আমি সেই মানসিকতা কে কিছুতেই মেনে নিতে পারি না।
  • bb | 127.195.177.62 | ২৯ জুলাই ২০১২ ১২:৫৪566118
  • আর ভাই চিরকালই যারা ক্ষমতায় থাকে তারে নিজের কোলে ঝোল টানে আর তাই বামুনদের তৈরী এই সব বদ নিয়ম। কথা হচ্ছে আজকের দিনেও এটা মানতে কেন হবে?
  • | 127.194.102.177 | ২৯ জুলাই ২০১২ ১২:৫৫566119
  • আমদের বেশীর ভাগ মানুষ ই তো প্রকৃত শিক্ষায় শিক্ষিত নই আর সামাজিক নিয়ম কানুন ভাঙার 'গাট্স' ক জনের ই বা আছে ঃ((
  • bb | 127.195.177.62 | ২৯ জুলাই ২০১২ ১৩:০৪566120
  • এগ্রীড, না ভেঙেও নিজের মত লড়া যায়। এই বামুনদের হেজেমনির বিরুদ্ধে লড়া যায়। সবার প্রতিবাদ একরকম হতে হবে এর কোন মানে নেই।
  • bb | 127.195.177.62 | ২৯ জুলাই ২০১২ ১৩:৪০566121
  • আর কোথায় শেষ পর্যন্ত ক্লাসলেস সোসাইটি করা গেছে?
    ব্রেজনেভের জামাইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ছিল। বুদ্ধবাবু বা বিমান-বাবু কি জলপাইগুড়ির দলীয় সভায় গিয়ে নীচে বসেন? গ্রামের কমরেড বা ইংরাজী কম জানা কমরেড ভয়ে মুখই বন্ধ রাখে ঃ(
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ১৩:৪৯566122
  • পৈতে তে ভিক্ষা ব্যাপারটা ঠিক কী তা তো কোনওদিনই জানলাম না। খালি দেহি আর দদতু জানলাম। ভিক্ষা মানে কি গিফট চাওয়া?
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ১৪:০১566124
  • সামাজিক নিয়ম কানুন ভাঙা হয়না বুঝি? সামাজিক নিয়ম কানুন না ভেঙে এক্সট্রা ম্যারিটালে লিপ্ত হওয়া যায়?
  • kiki | 69.93.192.64 | ২৯ জুলাই ২০১২ ২৩:২৫566125
  • অ! আর রাশী রাশী গরীব বামুন দের কারোর চোখে পরে না, না? আর সেই বামুন ঘরের অভাগী মেয়েগুলোর কথা! আর পাল্লুম্না বাপু!

    এই হ্যায় কৈ মাই কা লাল বামুন যে কিনা স্ট্যাট, ডেটা, লিঙ্ক ইত্যাদি দিয়ে আমার হয়ে চাট্টি লড়ে যাবে?

    বামুনবাদ জিন্দাবাদ!

    :P
  • kiki | 69.93.192.64 | ২৯ জুলাই ২০১২ ২৩:২৮566126
  • আর হ্যাঁ( হেবি ঝগড়ার মুডে আছি) বামুনরা আবার কোনকালে রাজা গজা হতো?( জ্যানগ্যান ভুলে যাবেন্না এক্সেপশান প্রুভস ইঃ)

    যাগ্গে আজকের মতো সেশ।
  • | 116.198.167.153 | ২৯ জুলাই ২০১২ ২৩:২৯566127
  • কিকি, ঝগড়ার জন্যে বেস্ট লোক হল ব্যাঙ। ঃ))
  • Sibu | 118.23.96.4 | ২৯ জুলাই ২০১২ ২৩:৩০566128
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের মধ্যে বামুন ক'জন? বুদ্ধ আর মমতা বাদে আর কে?
  • পুরনো বাংলা গল্পে | 24.96.124.11 | ২৯ জুলাই ২০১২ ২৩:৪৫566129
  • অন্যতম প্রচলিত স্টার্টিং লাইন ছিল

    "এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বসবাস করিত " । কাজেই কিকি লড়ে যেতে পারেন :)
  • | 116.198.167.153 | ৩০ জুলাই ২০১২ ০০:০০566130
  • শিবু দার দাবি কি শুধু বামুন রা অনয় অন্য রাও খঃ? ঃ))
  • প্পন | 122.133.206.25 | ৩০ জুলাই ২০১২ ০০:০৪566131
  • কিসুই বুঝলাম না। অনয় অন্য রাও কি কারো নাম? তেলুগু?

    আর খঃ মানে কি? খচ্চর?
  • | 116.198.167.153 | ৩০ জুলাই ২০১২ ০০:০৬566132
  • হ্যাঁ। অ-বামুন রও সমান খঃ। যথাঃ.....
  • Sibu | 118.23.96.4 | ৩০ জুলাই ২০১২ ০০:১৬566133
  • আমার দাবী হল বামুনদের শ্রেষ্ঠত্বের দাবী বামুনদের তৈরী করা একটি গল্পকথা। বামুনেরা আসল ক্ষমতা (ইন্টেলেকচুয়াল বা পলিটিক্যাল) খুব কমই ভোগ করেছে।
  • kd | 69.93.246.183 | ৩০ জুলাই ২০১২ ০১:১৮566135
  • কেন? অজয় মুখার্জি, জ্যোতি বোস, প্রফুল্ল সেন, বিধান রায়, ওয়ারেন হেস্টিংস? এরা বামুন না?

    এঃ বুদ্ধর বদলে বিমান হ'লে সত্যিকারের একজন বামন মুখ্যমন্ত্রী হ'তো। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন