এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.175.11 | ১৫ এপ্রিল ২০০৯ ১২:৩৯562984
  • 4shared.com এ তুলে দাও। ওখান থেকে ডাউনলোড করাও সোজা
  • Blank | 59.93.202.207 | ১৫ এপ্রিল ২০০৯ ২১:২৪562986
  • থ্যাংকু রঙ্গন দা
  • lcm | 69.236.173.221 | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৫৬562987
  • থ্যাংকু r, জোৎস্নারাতে সত্যি অনবদ্য।
  • stoic | 160.103.2.224 | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:২১562988
  • বৈজয়ন্ত, লিংক দুটো আমার কম্পু তে খুলছে না। তোর কাছে mp3 থাকলে মেইল করে দিতে পারবি? dipban অ্যাট জিমেল। নয়তো ইস্নিপ্সে আপলোড করে লিংক টা মেইল করে দিতে পারিস। থ্যাঙ্কস।
  • tania | 76.254.85.106 | ১৭ এপ্রিল ২০০৯ ০৬:৪৫562989
  • বিক্রমের অ্যালবামের নামগুলো পাওয়া যাবে please?
  • Shuchismita | 98.228.118.141 | ১৭ এপ্রিল ২০০৯ ০৭:০৩562990
  • রঙ্গনদা, ধন্যবাদ :)
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:১৫562991
  • প্রায় চার বছর আগে ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে মোহন সিংয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে উপরি পাওনা হিসেবে পেয়েছিলাম বিক্রম সিংকে। স্মৃতি ধূসর হয়ে এসেছে, তবু মনে আছে, মুগ্‌ধ হয়েছিলাম, বুঁদ হয়েছিলাম।
  • san | 123.201.53.131 | ১৯ এপ্রিল ২০০৯ ২০:১৫562992
  • র, অনেক ধন্যবাদ রইল
  • Somnath | 117.194.195.201 | ২০ এপ্রিল ২০০৯ ০০:১৩562994
  • এখানে বেশ কিছু এপিসোডে বিক্রম সিং এর গান আছে। পড়ে পড়ে নামাতে হবে। যেমন ১৩৭, ১৩৬, ১২৮, ১২২, ১২১, ১১৫, ১০৩, ৮৫, ৭৯, ৬৬, ৬০, ৫৬, ৪৩।

    http://homepage.mac.com/tonu/podcast.xml

    রিপীট পেলে আমারে গালি দিয়েন না, আমি সব শুনি নাই। আর সবচেয়ে ভালো, কেউ পুরো এপিসোডটা থেকে বিক্রম সিং এর গান গুলো আলাদা করে কেটে বের করে কোথাও আপলোড করে।
  • Guruchandali | 59.161.56.108 | ০৩ মে ২০০৯ ১০:৩৭562995
  • ---------------------------------------------------
    নতুন আলোচনা: সহ্যন্ডে মকন - দি এলিফ্যান্ট প্রজেক্ট
    ----------------------------------------------------
  • pragati | 121.246.71.76 | ০৪ মে ২০০৯ ১০:৫৩562996
  • লেখার শেষে ছবির মধ্যে দ্বিতীয় ছবির ক্যাপশন এই রকম পড়তে হবে :
    'Theatre posters at Tagore Theatre'


    এছাড়া দু'একটি টাইপো আছে লেখাটিতে, এজন্য আন্তরিক দু:খিত।
  • h | 203.99.212.224 | ০৪ মে ২০০৯ ১০:৫৬562997
  • প্রগতির লেখা, সবসময়ের মত, এবারেও খুব ই ভালো লেগেছে।
  • Tim | 71.62.2.93 | ০৪ মে ২০০৯ ১২:২৯562998
  • একেবারেই অন্যধরণের কিছু প্রযোজনার কথা জানা গেল। খুবই ভালো লাগলো এই আলোচনা।
  • I | 59.93.167.100 | ০৪ মে ২০০৯ ১৩:৩৬562999
  • অসম্ভব ভালো লেখা।
  • r | 125.18.104.1 | ০৪ মে ২০০৯ ১৪:৩৩563000
  • নাটকটার খবর পেয়ে ভালো লাগল। আন্তর্জাতিক রেপার্টরি তৈরি করার পর পিটার ব্রুকের নাট্যচিন্তার সাথে মিল পেলাম।
  • Bratin | 117.194.97.249 | ০৪ মে ২০০৯ ১৭:২১563001
  • প্রগতি র লেখা ভালো লাগলো। বরাবরের মত ই। অসাধারন লেখা।
  • Guruchandali | 173.26.17.106 | ০১ জুন ২০০৯ ১০:৩৪563002
  • ---------------------------------
    নতুন আলোচনা: গান্ধী যখন মহাত্মা
    ---------------------------------

  • Arpan | 122.252.231.12 | ০১ জুন ২০০৯ ১০:৫৪563003
  • এইবারের আলোচনার উল্লেখিত প্রবন্ধটি গৌতম ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায় সম্পাদিত "নিম্নবর্গের ইতিহাস' বইটিতে রয়েছে। কেউ চাইলে স্ক্যান করে তুলে দিতে পারি।
  • Guruchandali | 173.26.17.106 | ২২ জুন ২০০৯ ০৯:০১563005
  • ---------------------------------
    নতুন আলোচনা: ফুলড বাই র‌্যান্ডমনেস
    ---------------------------------
  • shyamal | 67.60.248.108 | ২২ জুন ২০০৯ ০৯:৩৪563006
  • এই একটি বইয়ের রিভিউ পড়ে আমি কিন্তু পুরো ফুলড। রিভিউয়ার কি করতে চেয়েছেন বোঝা গেলনা। তিনি যদি লেখকের লেখার দুএকটি অংশবিশেষ উদ্ধৃত করতেন, আমরা কিছুটা বুঝতে পারতাম। তার বদলে উনি অনেক তত্বের নাম করলেন যার কিছুই প্রায় আমি জানিনা। উনি অনেক মানুষের নাম করলেন যাদের উল্লেখ বইটিতে আছে। তাতে বইটি খায় না মাথায় দেয় বোঝা যায় না।
    শুধু আত্মপ্রসাদ পেলাম এই দেখে যে উনি যোগী বেরাকে বাস্কেটবলের কোচ বানিয়ে দিলেন। যোগী অতি বিখ্যাত বেসবল খেলোয়াড় নিউ ইয়র্ক ইয়াঙ্কি দলের। পরে কোচও হন। কিন্তু তাঁর সবচেয়ে বড় অবদান হল তাঁর বাক্যবন্ধ। যেমন তার মধ্যেও সবচেয়ে বেশি বিখ্যাত হল, It is like deja vu all over again
    আরেকটি জেম : Baseball is ninety percent mental. The other half is physical.
  • Samik | 219.64.11.35 | ২২ জুন ২০০৯ ১৪:১৩563007
  • একটু পুরনো পোস্টের ওপর কমেন্ট দিচ্ছি।

    রঙ্গন, কপিরাইটেড এম্পিথ্রি ইস্নিপ্‌স তুলতে দ্যায় না, ঠিক। ওটা বইপাস করার উপায় হল, অডাসিটি। এম্পিথ্রিটা অডাসিটিতে খুলে নিয়ে অন্য লোকেশনে আবার এক্সপোর্ট অ্যাজ এম্পিথ্রি করে দাও। সেটা আর কপিরাইটেড থাকবে না।

    অরিজিৎকে দিয়ে দিলে সে করে দিতে পারবে, নয় তো আমাকেও দিয়ে দিতে পারো, করে দেব। :-)
  • arjo | 168.26.215.13 | ২২ জুন ২০০৯ ১৯:৩৭563008
  • শ্যামলবাবুর ভালো লাগল না, আমার কিন্তু বেশ লেগেছে। আর অল্প যা পড়ি তারমধ্যে এটা কমন পরেছে তাই খানিক বকবক করার লোভ সামলানো গেল না। :)

    এই লেখকের পরবর্তী বই 'ব্ল্যাক সোয়ান' দা ইমপ্যাক্ট অফ হাইলি ইমপ্রোবাবল', ২০০৭ সালে প্রকাশিত। যা অনামিক 'ব্ল্যাক সোয়ান তঙ্কÄ বলেছে।

    কি এই ব্ল্যাক সোয়ান তত্ব? ম্যাকিনজে কোয়ার্টার্লির একটি সাক্ষাতকারে লেখক বলছেন 'ইওরোপীয়ানরা অস্ট্রেলিয়া আবিষ্কারের আগে কি কেউ জানত রাজহাঁসের রং কালো হয়? রাজহাঁসের রং সাদা হয় এটাই জানি বরাবর।' এই বইটিতে উনি যা সচরাসচর ঘটে না কিন্তু যদি ঘটে তাহলে যার প্রভাব খুব বেশি এমনই ঘটনাবলীকে 'ব্ল্যাক সোয়ান' বলেছেন। ওনার 'ব্ল্যাক সোয়ানের' পালক নেই, 'ব্ল্যাক সোয়ান' আসলে একটি ইভেন্ট যার তিনটি প্রপার্টি আছে।

    ১) ঘটার সম্ভাবনা খুব কম। (লো প্রোবাবিলিটি)
    ২) সম্ভাবনা কম হলেও যদি ঘটে তাহলে তার প্রভাব সাংঘাতিক। (হাই ইমপ্যাক্ট)
    ৩) ঘটনা ঘটার আগে খুব কিছু বোঝা যায় না

    না, 'ব্ল্যাক সোয়ান' নাম দেখে ভেবে নিলে হবে না যে শুধুই খারাপ ঘটনার কথাই বলা হয়েছে। যেমন বর্তমান ফাইনান্সিয়াল ক্রাইসিস একটি 'ব্ল্যাক সোয়ান' তেমনি 'ইন্টারনেট' ও একটি 'ব্ল্যাক সোয়ান'। একটি খারাপ ঘটনা অন্যটি ভালো। যেমন ইন্টারনেট আবিষ্কৃত হয়েছিল মূলত মিলিটারী দের জন্য কে ভেবেছিল ইন্টারনেটে আমরা গুরুতে আড্ডা দেব। লেখকের মতে 'ব্ল্যাক সোয়ান' দের নিজস্ব একটা জীবন আছে। এরা নিজেরাই ইভলভ করে।

    এরপরে ঐ সাক্ষাতকারের কিছু অংশ তুলে দিই।

    প্রশ্নকর্তা - আপনার বইতে তো ফাইনান্স থিওরীর অনেক গুলোকেই তুলোধোনা করেছেন। আপনি যদি কোনো বিজনেস স্কুলের ডিন হতেন তাহলে সেই স্কুলের সিলেবাস কেমন হত?
    তালেব - আমি লোকজনকে আরও বেশি করে অ্যাকাউন্টিং পড়তে বলতাম, কম্পুটার সায়েন্স পড়তে বলতাম, আর বিজনেসের ইতিহাস আর বোধহয় ফাইনান্সের ইতিহাস। যেটা একেবারেই তুলে দিতাম তাহল পোর্টফোলিও থিওরি। আর যেটা ব্যান করে দিতাম তাহল মুড়ি মুরকির মতন স্ট্যাটিসটিকসের ব্যবহার। খুব ভালো করে জানা না থাকলে স্ট্যাটিসটিকস ভালোর থেকে খারাপ বেশি করে।

    প্র:ক: - তা এফিশিয়েন্ট মার্কেট হাইপথসিস সম্বন্ধে কি ভাবছেন?
    তালেব - খুব একটা জরুরী কিছু না। আমি জানি না মার্কেট স্ট্রংলি এফিশিয়েন্ট না উইকলি এফিশিয়েন্ট, আর কোনোদিন জানব কিনা তাও জানি না। আমার মনে হয় সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না।
    ম্যানেজারদের জন্য আমি দুটো জিনিষ রেকমেন্ড করি। এক, পজিটিভ ব্ল্যাক সোয়ানের ক্ষেত্রে যথেচ্ছ রিস্ক নাও, অর্থাৎ যেখানে ফেল করলেও ইমপ্যাক্ট খুব বেশি না। দুই, নেগেটিভ ব্ল্যাক সোয়ানদের থেকে দুরে থাকো, অর্থাৎ রিস্ক যেখানে বেশি সেখান থেকে দুরে থাকো। সহজ করে বললে ব্যাংকগুলো যা করেছে তার ঠিক উল্টোটা করো।
    মোদ্দা কথা, নিজের মডেলে রিডান্ডান্সি বাড়াও, ইনসিওরেন্স কেন, ক্যাশ মানে টাকা হাতে রাখো, ঐসব লেভারেজের গুলো মারো। শক এলেও মাথা উঁচু করে বেঁচে থাকবে।

    এরকমই সব উল্টো উল্টো কথা লেখা আছে বইটিতে। তালেব নিজে বহুদিন ফাইনান্স চর্চা করছেন। বর্তমানে উনি Distinguished Professor of Risk Engineering at Polytechnic Institute of New York University,[15] and Visiting Professor at London Business School.

    রিসেশনের বাজারে বইটি বেশ সাড়া ফেলেছে। স্বভাবতই বহু বি-স্কুলের প্রফেসররাই খাপ্পা। বি-স্কুলের কোর থেকে বি-স্কুলের অনেক থিওরীর ওপর সজোরে চড় পড়তে বেশ উপভোগ্য।
  • r | 198.96.180.245 | ২২ জুন ২০০৯ ২০:০১563009
  • নাসিম তালেবের লেখা একটু টেকনিকাল লোক না হলে উপভোগ করা শক্ত। নাসিম তালেব বহুদিন থেকেই ফাইনান্স থিওরির সর্বগ্রাহ্য তঙ্কেÄর বিরুদ্ধে লেখালেখি করছেন। নব্বইয়ের দশকের প্রথম দিকে ভ্যালু-অ্যাট-রিস্ক নিয়ে ফিলিপ জোরিয়নের সাথে নাসিম তালেবের কথা চালাচালি বেশ সাড়া জাগিয়েছিল। নাসিম তালেবের কালো রাজহাঁসের কেতাবী নাম হল এক্সট্রিম ইভেন্ট। যা মাপামাপির একটি পন্থা এক্সট্রিম ভ্যালু থিওরি, বা ই ভি টি। কেউ অনিশ্চয়তার তঙ্কÄ নিয়ে সিরিয়াসলি পড়াশুনো করতে চাইলে আমি নাসিম তালেবের আগে পিটার বার্নস্টাইনের লেখা বই পড়তে বলব- Against the Gods: The Remarkable Story of Risk
  • ranjan roy | 122.168.24.29 | ২৪ জুন ২০০৯ ০১:৪১563010
  • অনামিক, আর্য্য এবং রঙ্গন,
    chaos তঙ্কÄ নিয়ে কিঞ্চিৎ বাতাও, বই রেকমন্ড কর। আমার কেমন মনে হচ্ছে আমার মত গোলা লোকের পক্ষে আগে ক্যাওস বুঝে, তারপর কালো রাজহাঁসের দিকে এগুলে রাস্তা একটু সুগম হবে।
  • r | 125.18.104.1 | ২৪ জুন ২০০৯ ১৩:৩১563011
  • কেয়স আর ব্ল্যাক সোয়ান কিন্তু ঠিক একই গোত্রের ব্যাপার নয়। ধরুন কোনো সিস্টেমে যদি অনিশ্চয়তা নাও থাকে, অর্থাৎ সম্পূর্ণ ডিটারমিনিস্টিক হয়, সেই সিস্টেমেও কেয়স থাকতে পারে। অন্যদিকে যে সিস্টেমে অনিশ্চয়তার অংশ আছে, অর্থাৎ র‌্যান্ডম ফ্যাক্টর, সেই র‌্যান্ডম ফ্যাক্টরের যে অংশগুলো অজানা "অজানা" বা আননোন আননোন, এবং ঘটবার সম্ভাব্যতা কম হলেও অভিঘাত খুব জোরালো, সেই অংশটাকে ব্ল্যাক সোয়ান বলা হয়। অঙ্কের দিক থেকে দেখলে যেগুলো নর্মাল কার্ভের লেজের দিকে থাকে। ভালো উদাহরণ ৯/১১। আরও একটা ব্যাপার হল কেয়স খুঁজতে হলে আপনাকে ডাইনামিক সিস্টেমে যেতে হবে। ব্ল্যাক সোয়ান কিন্তু ডায়নামিক্স-নির্ভর নয়।

    ব্ল্যাক সোয়ানের মূল উপযোগিতা ঝুঁকি ম্যানেজ করার ক্ষেত্রে। ধরুন কোনো ঝুঁকির কারণে ব্যবসায় ঝাড় খাওয়ার সম্ভাবনা আছে। এবার সেই ঝুঁকি ম্যানেজ করতে গেলে আমাকে জানতে হবে এই ঘটনা যদি সত্যি ঘটে তবে আমি ম্যাক্সিমাম কত লস খেতে পারি। এইবারের প্রশ্নটা অনেকটা মেথডোলজিকাল- এই ম্যাক্সিমাম লস মাপব কি করে? এক দল বললেন ধরা যাক একশটা কেসের মধ্যে নিরনব্বইটা কেসে আমার ম্যাক্সিমাম লস একশ কোটি টাকা। সে ক্ষেত্রে একশ কোটি টাকা আমার কাছে ঝুঁকি যেটা আমায় ম্যানেজ করতে হবে। বাকি এক পার্সেন্ট যেটা সেটা আমার ঝুঁকি নেবার ক্ষমতা। ওটা নিয়ে হয় ভাবব না নইলে অন্য কাউকে বলব ঝুঁকিটা নিতে যার বদলে আমি পয়সা দেব। অর্থাৎ, ইন্স্যুরেন্স। কিন্তু সব কিছুর তো ইনস্যুরেন্স হয় না। আর এক দল বললেন, ম্যাক্সিমাম ঝুঁকি মানে হল ঐ এক পার্সেন্ট ঘটনা যদি ঘটে তাহলে গড়ে আমার কত ক্ষতি হবে। এইবার এক্সট্রিম ইভেন্ট বা ব্ল্যাক সোয়ানের গল্প আসবে।
  • vikram | 193.120.76.238 | ২৪ জুন ২০০৯ ১৫:১৩563012
  • এইসব নিয়ে এই থ্রেডে আলোচনা পাতি আউট অফ স্কোপ। চেষ্টা করে লাভ নাই।
  • arjo | 168.26.215.13 | ২৪ জুন ২০০৯ ১৯:০৬563013
  • এত কিছু যখন লেখাই হল। তখন এই লিংকটাও দিয়ে যাই।

    http://fora.tv/2008/02/04/Nassim_Nicholas_Taleb_A_Crazier_Future

    রঞ্জনদা আমার মনে হয় আপনি এমনি এমনি ই বুঝতে পারবেন। অন্যান্য টইতে যা লেখেন তাতে অর্থনীতি সম্বন্ধে আপনার জ্ঞান আমার থেকে বেশি। আমি মোটামুটি বুঝতে পেরেছি। আপনিও পারবেন। আর বইগুলো সাধারণ লোকেও কিনছে। প্রায় বেস্ট সেলার এখন।
  • dri | 117.194.232.3 | ২৫ জুন ২০০৯ ১২:৪৭563014
  • অনামিকের লেখাটা ওয়েল রিটেন। কিন্তু যে কোন কারণেই হোক বইটা পড়ার ইচ্ছে জাগ্রত হল না। তবে তার জন্য অনামিকের লেখা দায়ী নয়। সম্ভবত বইয়ের কন্টেন্টই দায়ী। ২০০৭ সালে বইটা হাতে পেলে হয়ত উৎসাহ নিয়ে পড়তাম। কিন্তু এখন মনে হয় এই লেখার মূল প্রেমিসে আর কোন নতুনত্ব পাওয়া যাবে না।

    যাই হোক, এই লেখায় একটা লাভ হল। নাসিম তালেব সম্বন্ধে জানতে ইচ্ছে হল। যা বুঝলাম, খুবই মূলধারার কেরিয়ার। হোয়ার্টন স্কুল থেকে এমবি এ। ওয়াল স্ট্রিটে ট্রেডিং করেছেন। কিন্তু তাও কিকরে এই ভিউ? এটা কিছুটা কিউরিয়াস করে। একটা ব্যাপার দেখলাম, ইনি নিজে ট্রেডার হিসেবে ডেরিভেটিভে কাজ করেছেন। সেই জন্যই কি বুঝেছিলেন এর ভেতরের ইন্টার্নাল ভাঁওতাগুলো? সেইসব সিমপ্লিফায়িং অ্যাজামশানগুলো, যার ওপর ভিত্তি করে কঠিন অঙ্কগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো ভেঙ্গে গেলেই ভেঙ্গে পড়বে ইকুয়েশানের রেজাল্টগুলো? সেই প্রসঙ্গেই কি বলেছেন র‌্যান্ডমনেসের কথা? তবে তিনি ভেতরে ভেতরে নিশ্চয়ই বুঝেছিলেন এই ফাইনান্সিয়াল সিস্টেমের দালে কিছু একটা কালা আছে, ইনসাইডার হয়েও। এটাও পাচ্ছি যে তিনি ২০০৭-০৮ এর ক্রাইসিসের সময় প্রচুর টাকা করেছেন। তার মানে নিশ্চয় ঠিক ঠিক জায়গাগুলো তিনি শর্ট করেছিলেন। ইন্টারেস্টিং।
  • Guruchandali | 117.194.192.255 | ০৫ জানুয়ারি ২০১০ ০০:২৭563016
  • -----------------------------------------
    নতুন আলোচনা :
    যুদ্ধের রকমফের : ভারত ও চীন

    ----------------------------------------
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন