এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 202.128.112.253 | ৩১ জুলাই ২০০৭ ১৮:৩০563091
  • খুব ভালো। খুবই ভালো।
  • I | 59.93.246.192 | ৩১ জুলাই ২০০৭ ২০:৩২563092
  • খাসা।
  • dri | 129.46.154.111 | ০১ আগস্ট ২০০৭ ০২:১৪563093
  • ভার্মীরের এই ছবিটা দেখিনি। কিন্তু খান দশেক দেখেছি। বড্ড ভালো। বিশেষ করে মিউজিয়ামের মধ্যে সারি সারি মেরি, দেবদূত, পেশীবহুল নেংটিপরা পুরুষ, লাজুক অথচ বাধ্য নগ্ন নারী ও বড়লোকদের পোট্রেটের মাঝে ভার্মীর ক্লান্তি দূর করে। লেখাটা পড়ে খুব মনে পড়ে গেল ক্যানভাসে আলোছায়ার খেলা। মনে পড়ে গেল কত্তদিন ভালো ছবি দেখা হয় নি।

    অনেক মিউজিয়ামেই অখ্যাত, অল্পখ্যাত আর্টিস্টের দু একটা চোখধাঁধানো পেন্টিং চোখে পড়ে। ভার্মীর নয়, কিন্তু ঐ জন্‌রের এক আর্টিস্টের একটা মনে পড়ে গেল। একটি কিশোরী টেবিলে বসে পেছনে দরজায় পায়ের শব্দ শুনতে পেয়ে লুকিয়ে ফেলছে প্রেমপত্র।
  • Blank | 65.82.130.9 | ০১ আগস্ট ২০০৭ ০২:৩১563094
  • ভার্মিয়েরের দ্য কিচেন মেড টা আমার অদ্ভুত আলো ছায়া মনে হয়। ভাল লেগে ছিল লিটল স্ট্রীট ও।
    ক্যামেরা অবস্কিউরার ব্যবহার টা জানতাম না। তবে যাই হোক, অদ্বুত আলো ছায়া
  • dri | 129.46.154.111 | ০১ আগস্ট ২০০৭ ০২:৩৪563095
  • লিটল স্ট্রীট আমার দুর্ধর্ষ লেগেছিল।
  • Blank | 74.130.207.245 | ০১ আগস্ট ২০০৭ ০৪:৩৩563096
  • আচ্ছা, একটা কথা, এগুলো কিন্তু কোনোটাই আমার নিজের চোখে দেখা না। কপি দেখা। আমি নিজের চোখে খালি খান চার পাঁচ ভার্মিয়ের দেখেছি।
    তার মধ্যে উওম্যান ওয়েইং পার্ল টা সেরা লেগেছিল। ওয়াশিংটনে আছে।
    দুই খানা পোট্রেট টাইপ ও ছিল। ভার্নিয়েরের পোট্রেট টাইপ কাজ গুলো অত টা টানে নি। বরং কোনো একটা মুভমেন্টে থাকা ফিগার যেখানে ব্যাক গ্রাউন্ড অনেক খানি আছে, সেখানে ভদ্রলোক খেলা দেখাতেন (আমার মনে হয়েছে)।
    ইউরোপে যেতে চাই। সব শালা বিখ্যাত ছবি ইউরোপে।
  • kali | 160.36.240.162 | ০২ আগস্ট ২০০৭ ০০:১৫563097
  • আরেকটা ছবি 'গার্ল অ্যাস্লীপ অ্যাট এ টেব্‌ল্‌' খুব ভালো লাগে।এখানেও আলো-ছায়ার কাজ দারুণ। টেবিলের ওপরে ফলগুলিতে ছায়া ছায়া, তরলের পাত্রে আলো, কুঁচকে যাওয়া টেবিল ঢাকা, আধ খোলা দরজা দর্শকের ইম্যাজিনেশনকে ভীষণ ভাবে প্রোভোক করে। মহিলাটি ঘুমন্ত,কিন্তু বসার ভঙ্গীতে একটা অবচেতন সতর্ক প্রতীক্ষা। এক্ষুনি যেন হাল্কা পায়ের শব্দ পেয়েই জেগে উঠবে। প্রিয় ছবির মধ্যে অন্যতম।
  • Guruchandali | 71.239.32.103 | ০৫ আগস্ট ২০০৭ ২০:৩৩563098
  • -----------------------------------------
    নতুন আলোচনা: কিছু প্রান্তবাসীর কথা, তাঁদের নিজের ভাষায়
    -----------------------------------------
  • Guruchandali | 71.239.32.103 | ১২ আগস্ট ২০০৭ ১০:১৫563099
  • -----------------------------------------
    নতুন আলোচনা : ঘোস্ট গার্ল
    -----------------------------------------

  • Imtiaz | 202.56.7.135 | ১৫ আগস্ট ২০০৭ ১৮:০১562861
  • if you want real unicode for your web sight then try I am sure u can solve your problem. if u got any problem then mail me. banglar joy hok
  • Guruchandali | 71.239.32.103 | ১৯ আগস্ট ২০০৭ ০৮:০০562862
  • -----------------------------------------
    এই সপ্তাহে আলোচনা বার করা গেলনা।
    -----------------------------------------
  • Guruchandali | 59.162.216.150 | ২৬ আগস্ট ২০০৭ ২৩:৩৬562863
  • ------------------------------------------------
    নতুন আলোচনা: তোরা যুদ্ধ করে করবি কী তা বল
    -------------------------------------------------
  • Blank | 74.138.157.69 | ২৬ আগস্ট ২০০৭ ২৩:৪১562864
  • কনটেন্ট টা এখনো ঘোস্ট গার্ল হয়ে আচে
  • Guruchandali | 59.162.216.150 | ২৬ আগস্ট ২০০৭ ২৩:৪৪562865
  • কই নাতো। একবার নতুন উইন্ডো খুলে দেখবে?
  • dd | 202.122.20.242 | ২৭ আগস্ট ২০০৭ ১৯:৪০562866
  • এইবারের আলোচনায় উদ্ধৃত উৎপল কুমার বসুর কয়েকটি পংক্তি সম্বন্ধে - লিখেচেন আণবিক বোমা। কখনো, কখনও কোনোদিন ইংরাজীতে কাউকে লিখতে শুনেছেন মলিকিউলার বোমা? পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্ক থাকুক না থাকুক - বাংলা ভাষাটা তো আয়ত্বের মধ্যেই।

    আর ফসফরাস বোমা/গোলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই চলে আসছে। এই বোমার সম্বন্ধে কি অদ্ভুত ভুল তথ্য দিয়েছেন লেখক। এই গুগুলের যুগে "এগুলো নাকি" বলবার তো কোনই প্রয়োজন নেই, সামান্য পরিশ্রমেই তথ্য জানা যায়।

    শুধুই আবেগ? আর ভাষার কলরোল? তথ্য পরিবেষনে এতই আলসেমী?

  • r | 59.162.191.115 | ২৭ আগস্ট ২০০৭ ১৯:৫৬562867
  • লেখাটায় অজস্র বানান ভুল।
  • Guruchandali | 210.211.241.40 | ০২ সেপ্টেম্বর ২০০৭ ১১:১২562868
  • ------------------------------------------------
    নতুন আলোচনা: দ্য গ্রেট ওয়ার ফর সিভিলাইজেশান
    -------------------------------------------------
  • Guruchandali | 192.85.47.2 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ১১:৫৮562869
  • -----------------------
    নতুন আলোচনা: দশ পঁচিশ
    ------------------------
  • m_s | 202.78.237.177 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ১৪:০৬562870
  • আলবেরুণি, আলকাজউইনি...এই দু'জনে যখন বিশেষভাবে এই ঘটনার কথা উল্লেখ করেছেন, তখন ঘটনার সত্যতা সম্পর্কে, সন্দেহের অবকাশ কম থাকে। যেমন, ভারতীয় প্রাচীন গ্রন্থে আলেকজান্ডারের আক্রমণের কথা লিপিবদ্ধ না থাকলেও, তৎকালীন গ্রীক-লেখকদের রচনাকেই প্রামাণ্য সত্য ব'লে মেনে নেওয়া হয়েছে।
  • Guruchandali | 61.11.19.129 | ১৬ সেপ্টেম্বর ২০০৭ ১১:১০562872
  • ------------------------------------------
    নতুন আলোচনা: হিন্দুস্তানে প্রথম মুসলিম বিজয়
    -------------------------------------------
  • Guruchandali | 61.17.13.45 | ২৩ সেপ্টেম্বর ২০০৭ ০৯:৫৩562873
  • ---------------------------------
    নতুন আলোচনা: দুষ্টু মেয়ের খোঁজে
    ----------------------------------
  • angana | 131.95.120.97 | ২৩ সেপ্টেম্বর ২০০৭ ২৩:৪৩562874
  • নাড়া দেওয়া এই আলোচনা পড়তে পড়তে এক গল্প মনে পড়লো।
    অনেক অনেকদিন আগে, বাংলাদেশের এক অজ গাঁয়ের এক বাচ্চামেয়ে একদিন ভাইফোঁটার সকালে চেঁচিয়ে মেচিয়ে অনত্থ করে বলেছিলো,""বইনফোঁটা(বোনফোঁটা) কেন হইবো না?"" শুনে মেয়ের মাপিসিমাসীখুড়িজ্যেঠি হেসে একশা হয়ে কয়েছিলো,"বোকা মাইয়া।বইনফোঁটা আবার ক্যামনে হয়? " সে বোকা মেয়ে বোঝে নি, কেঁদেছিলো শুধু।
    পদ্মার জল বয়ে গেছিলো নির্বিকার, কখনো বোনফোঁটা হয় নি, বছরে বছরে বোনেরা ভায়ের কপালে ফোঁটা দিয়ে বলেছে,""ভায়ের কপালে দিলাম ফোঁটা/যমের দুয়ারে পড়লো কাঁটা।""
    সমাজ বোনেদের হাতের সেই দীর্ঘায়ুকামনার ফোঁটা নিয়ে ফলমিষ্টি খেয়ে মুখ ধুয়ে মুখ মুছে ফেলেছে।
    দিন ফুরোতেই ছড়া কেটেছে, "মাইয়া লো মাইয়া/ আরো যাইবো খাইয়া/আরো যাইবো লইয়া।"
    দহেজ থেকে সংসার বাঁচাতে সদ্যোজাতা কন্যাদের স্বর্গে ফেরৎ পাঠিয়ে দিয়ে মাত্রুভূমি হয়ে গেছে গ্রামের পর গ্রাম। সেখানে ভাইফোঁটা কারা দেয়?
    শিশুকিশোর সাহিত্যে কত দাদার ছড়াছড়ি-ঘনাদা,টেনিদা,ফেলুদা,পিন্ডিদা...
    দিদিরা নেই কোথাও।
    কেমন করে আছে এক শোলোকবলা কাজলাদিদি, সেও হারিয়ে গেছে।পথের পাঁচালির দুর্গাও হারিয়ে গেছে,সে কোনোদিনই কি বাঞ্ছিত ছিলো? সর্বজয়া ওকে গুমগুম করে কিলোতে কিলোতে বলতো,""ওর(অপুর) সঙ্গে তোর তুলনা? তিনি যান ওকে তেড়ে তেড়ে মাত্তে!""
    দুর্গারা ফ্যাল্‌না, অপুদের মতন আদর তাদের নেই।তারা মরলে সকলের শান্তি।
    এই ট্রেন্ড বদলেছে সাহিত্যেও?
  • Tirthankar | 76.17.112.27 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ০৯:০৭562875
  • লেখাটা খুবই ভালো লাগলো। তবে একটা ছোট্ট তথ্যগত বিচ্যুতি চোখে পড়ল: আশাপূর্ণা দেবীর "কি করে বুঝবো'-র বুকু কিন্তু মেয়ে নয়, ছেলে।
  • Tim | 204.111.134.55 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ০৯:১৯562876
  • বাংলা শিশুসাহিত্যে শান্ত মেয়েদের নিয়ে লেখালেখি-ই যথেষ্ট কম, সুতরাং দুষ্টু মেয়েদের সেখানে কিকরে খুঁজে পাওয়া যাবে? সফল গল্প-উপন্যাস-নাটক বেশিরভাগ সময়েই একটা চেনা ফর্মুলা মেনে লেখা হয়, সেখানে সেটাই থাকে যা সাধরণ মানুষ পড়তে (এবং নিজের ছেলেমেয়েদের পড়াতে) চান। পাঠকের আজন্মলালিত সংস্কারকে নিরাপত্তার ঘেরাটোপে রেখে যা লেখা সম্ভব, তাই সাজিয়ে দেন লেখক-লেখিকারা। অন্যরকম হলে অসুবিধে আছে। আমাদের দেশে চিরকাল দস্যি মেয়েদের সবাই গালমন্দ করে এসেছেন (জন্মদাতা-দাত্রীরাও বাদ যান নি)। দুষ্টু মেয়েরা সাবজেক্ট হিসেবে তাই সকলের না-পসন্দ। তাছাড়া, মনে রাখতে হবে, শিশু ও কিশোরপাঠ্য সাহিত্য যাদের জন্য লেখা হয়, তারা নিজেরা বেছে বই কেনে না। বড়োরা কিনে তাদের হাতে তুলে দিলে তবেই তারা সে বই পড়তে পারে।
    এখন, মেয়েদের ""বখে যাওয়া"" আটকাতে গিয়ে যদি অভিভাবক কোন বই বয়কট করেন, তাহলে তো সে বই বিক্রি-ই হবেনা। লেখক-লেখিকা এবং প্রকাশক কিভাবে এই জনমত উপেক্ষা করবেন? তাই কোনকিছুই বিচ্ছিন্ন নয়। যদি ছোটরা নিজেদের পছন্দমত বই খুঁজে পড়তে পারতো, এবং শুধু তাদের ভালো বা খারাপ লাগাটাই বইয়ের সাফল্যের একমাত্র মাপকাঠি হত, তাহলে হয়ত ছবিটা পাল্টাতো।
    এই লেখাটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম। খুব ভালো লিখেছো দময়ন্তীদি।
  • Damayanti | 192.85.47.1 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ১২:০৯562877
  • তীর্থঙ্কর,

    বুকু তো ছেলেই। একশোবার ছেলে। তাই তো দু:খ, যে মেয়েদেরও কি "কি করে বুঝবো'র সমস্যাটা হয় না? হয় তো। তাহলে কেন গল্পে আসে না এরকম জোরালোভাবে?

    বাক্যবিন্যাসের দূর্বলতায় হয়ত বুকুকে মেয়ে মনে হচ্ছে। সেজন্য আমি আন্তরিক দু:খিত।

    তনুর লেখাটা পড়ে অনেকদিন পরে অসম্ভব মন খারাপ হয়ে গেল। কত জায়গায় যে কতজনের সাথে মিল থাকে .....
  • kallol | 192.77.110.18 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ১২:৫৭562878
  • গুরুতে কেউ নলিনী দাসের ""গোয়েন্দা গন্ডালু'' পড়ে নি ?
    ১৯৬৫-১৯৬৯ পর্যন্ত আমি পড়েছি সন্দেশে। পরেও নিশ্চই লেখা হয়েছে। এক গন্ডা মেয়েদের অ্যাডভেঞ্চারের গল্প। একজনের নাম মালু। সেইই ওদের লিডার।
    সন্দেশে খোঁজ করলে পাওয়া যাবে।
  • san | unknown, 219.91.147.86 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ১৩:০১562879
  • আমরাও ছোটোবেলায় পড়েছি। বড়ো হয়েও। নব্বই এর দশকে আরকি। কালু , মালু,বুলু আর টুলু। কিন্তু আমার তো মনে হচ্ছে কালু ওদের লিডার ছিলো , আর বুলু বেশ ভীতু। আর ওরা কোথাও বেড়াতে গেলেই মাংসের চপ নিয়ে যেতো :-))))
  • kallol | 192.77.110.18 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ১৩:০৩562880
  • মনে পড়লো - গৌরকিশোর ঘোষের - ""প্রেম নেই''। একজন নারীর গল্প যে অন্তত তিন না চার বার বিয়ে করেছে। তার বোন - যে ১৯৪৭-এ একজন মুসলমান ছেলেকে ভালোবাসে। অন্য রকমের নারী চরিত্র।
    এই বইটা এমনি পড়ো না। এরা আগে, গৌরদারই ""জল পড়ে পাতা নড়ে'' আর ""প্রতিবেশী'' পড়ে নিও। অনন্য অভিজ্ঞতা।
  • kallol | 192.77.110.18 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ১৩:০৬562881
  • স্যান - ঠিক ঠিক - কালু লিডার ছিলো।
  • d | 192.85.47.1 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ১৪:২৫562883
  • হ্যাঁ কল্লোল্‌দা, গন্ডালু দের গল্প তো আমিও পড়েছি। ওদের কথা নেই দেখে আমি বেশ অবাক হয়েছি। লিখেওছি সেকথা। গুরুতে কেউ পড়ে নি কেন মনে হল? :)

    আর গৌরকিশোর ঘোষের ঐ বইগুলো পড়েনি এমন লোক বোধহয় হাতে গোণা। তবে ঐ প্রাপ্তবয়স্ক ব্যতীক্রমী নারীচরিত্র তবু দেখা যায়, কিন্তু বালিকা প্রায় দেখা যায় না --- এটাই বক্তব্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন