এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | 173.26.17.106 | ০১ জুন ২০০৯ ১০:৩৫561319
  • ---------------------------------
    নতুন বুলবুলভাজা: সাম্রাজ্যবাদের বেহালা
    ---------------------------------
  • kallol | 220.226.209.2 | ০২ জুন ২০০৯ ১৭:৪৬561320
  • আমি নিজেও অনেক খুঁজেছি। সাব-অল্টার্ন স্টাডিজ-এর সংখ্যাগুলো। নেট-এ কোথাও পড়ার জন্য পাই নি। যদি কেউ পারো তো দেখো।
    অত্যাচার-অবিচারের বিরুদ্ধে যখন কোন বাস্তব প্রতিরোধ থাকে না বা থাকলেও তা নেহাৎই ভঙ্গুর, তখন মানুষ গুজবের অস্ত্র তুলে নেন। তাঁদের অপূর্ণ আশা আকাঙ্খা পূর্ণতা পায় গুজবে।
    গুজবকে ভয় পায় ক্ষমতা। তাই ""গুজব ছড়াবেন না"", ""গুজবে কান দেবেন না"", ""গুজব ছড়ানো আইনত: অপরাধ"" - এই সব প্রচার করতে হয়। তবু গুজব ছড়ায়, ছড়াতেই থাকে।
    সংবাদপত্র গুলো গুজব তৈরী করে না। তারা সুবিধা মত গুজবকে ব্যবহার করে মাত্র।
    এটা বোধয় এখনও প্রাচ্যের বিশেষত্ব। আজকের আধুনিক পশ্চিমে গুজবের তত বোলবোলাও নেই।

  • Guruchandali | 173.26.17.106 | ০৮ জুন ২০০৯ ০৯:০০561322
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা : ক্রোমিয়াম ক্রমে আসিতেছে
    ------------------------------------
  • dri | 117.194.227.194 | ০৮ জুন ২০০৯ ১০:৩৫561323
  • এবারের বুলবুলের ইনফো বেশ ইম্পর্ট্যান্ট। প্রেজেন্টেশানও মোটামুটি ইন্টারেস্টিং। এই ধরনের লেখায় ইনফর্মেশানগুলোকে রেখেও বোর না করা সত্যিই শক্ত। দিব্যি হয়েছে।
  • sb | 78.52.239.238 | ০৮ জুন ২০০৯ ১৩:৫৯561324
  • ভাল হয়েছে।
  • r | 198.96.180.245 | ০৮ জুন ২০০৯ ১৮:০৮561325
  • এটা বেশ ভালো লেখা হয়েছে।
  • arjo | 168.26.215.13 | ০৮ জুন ২০০৯ ২৩:০১561326
  • এই লেখাটা ভালো লাগল।
  • ranjan roy | 122.168.20.159 | ০৯ জুন ২০০৯ ০০:২০561327
  • কোকাকোলা-শশী ঠারুর কেসের openspace.org খুলছে না। বলছে error.
    যাকগে, এ নিয়ে কেরালা সরকার কিছু করছে বলে কেউ জানেন নাকি?
  • pi | 128.231.22.89 | ০৯ জুন ২০০৯ ০০:৫৬561329
  • ক্যানি, রঞ্জনদা, খুলছে তো সব গুলো লিংক ই । আরেকবার দেখুন তো।

    তা ও যদি না হয়, এই টা দেখুন।
    আরেকটা খোলা চিঠি, Indian Resource Centre থেকে । এখানে ঐ ওপেন সোর্সের চিঠি গুলো নিয়ে এবং পুরো ব্যাপারটার বিশদে আলোচনা রয়েছে।
    http://www.indiaresource.org/campaigns/coke/2009/ircresponse.html

    ব্যাপারটা তো এখন সুপ্রেমে কোর্টের বিচারাধীন।

    আর, এই কোকের দূষণটা কিন্তু ক্যাডমিয়াম জনিত। ক্রোমিয়াম নন্দ ঘোষ নহে :)
  • Guruchandali | 173.26.17.106 | ১৫ জুন ২০০৯ ১১:০১561330
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা:
    ১। আয়লা টুর এবং
    ২। অরণ্যের অধিকার, এবার পেরু
    ------------------------------------
  • dipu | 207.179.11.216 | ১৫ জুন ২০০৯ ১১:৩৩561331
  • দুটো লেখাই খুব ভালো হয়েছে।
  • rokeyaa | 203.110.243.22 | ১৫ জুন ২০০৯ ১১:৫০561332
  • সবই তো বুঝলাম, কিন্তু সোনাখালি-হোগলডুরি তো বাসন্তিতে, মানে, ক্যানিং থেকে মাতলা পেরিয়ে অটোয় যেতে হয়, আর ওদিকে সন্দেশখালি তো উত্তর চব্বিশ পরগনা। তাহলে কি সুমন্ত আর অরিজিত দুটো আলাদা টিমে গেছলো?
  • Abhyu | 80.221.49.91 | ১৫ জুন ২০০৯ ১৬:১৭561333
  • আইলা ট্যুর নামটি অতি খাজা হয়েছে। আর একটু ভেবে নামকরণ করা উচিত ছিল।
  • shyamal | 67.60.248.108 | ১৫ জুন ২০০৯ ১৮:৪৯561334
  • আইলার ফলে এখনও হাজার হাজার মানুষ কোনক্রমে বেঁচে আছেন আর চিঁড়ে গুড় খেয়ে জীবন কাটাচ্ছেন। সরকারের কি মিনিমাম দায়িত্বও নেই? এখুনি কেন তাদের নৌকা, হেলিকপটার, বাস, C-130 তে করে উত্তরে নিয়ে আসা হচ্ছে না? এই ক্রাইমের কাছে তো বুশের ক্যাটারিনা-পরবর্তী অপদার্থতা সামান্য।
    এনাদের বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার এসব জায়গায় এনে মাঠে প্রচুর তাঁবুতে থাকার ব্যবস্থা করা হোক। এতো মিনিমাম প্রয়োজনীয়তা। সেক্ষেত্রে এদের খাদ্য, বস্ত্র ইত্যাদি সরবরাহ করা অতি সহজ হবে।
  • pinaki | 131.151.102.250 | ১৬ জুন ২০০৯ ১১:১২561336
  • পেরুর লেখাটা বেশ ভাল লাগল। আরও ভাল লাগল এরকম একটা কারেন্ট ইস্যু নিয়ে তাৎক্ষণিক একটা অ্যানালিটিকাল লেখা গুরু প্রকাশ করতে পারল বলে। এইরকম তৎপরতা ধারাবাহিকভাবে দেখানো যাবে - এই আশা করব।
  • Blank | 170.153.65.102 | ১৭ জুন ২০০৯ ১৮:৪৭561337
  • পেরুর লেখাটা খারাপ না। তবে ঐ ভুমিপুত্রের অধিকার, সেখান থেকে সিঙ্গুর, নন্দীগ্রাম .... বেশ মজা পেয়েছি। সেই গরুর রচনার মতন।
    যাগ্গে আসল কথায় আসা যাক। মুল আপত্তি যে কর্পোরেট হাউসেরা ভুমিপুত্রের বেসিক অধিকার কেড়ে নিচ্ছে। তাদের জমি আর সম্পদ বেচে নিজেরা পয়সা কামাচ্ছে।
    কিন্তু উল্টে দিকে নন-কর্পোরেট হাউসেরাও কি যথেষ্ট রকম নাক গলায় না ভুমি পুত্রদের ব্যপারে? শিকার করা বন্ধ করে, কাঠ কাটা, মাছ ধরায় নিয়ম কানুন আরোপ করে কি জীবন আর জীবিকায় চাপ দেয় না?
    পুরুলিয়ার শিকার উৎসব হয় টিম টিম করে, কারন জীব জন্তু শিকার নিষিদ্ধ পুরোপুরি। লুকিয়ে চুরিয়ে কোনোমতে ছোট খাটো খরগোশ মেরে শিকার উৎসব চালায় ওরা। তো এগুলো নিয়ে জনগনের কি চিন্তা ভাবনা?
  • Guruchandali | 173.26.17.106 | ২২ জুন ২০০৯ ০৯:০৩561340
  • ---------------------------------
    নতুন বুলবুলভাজা: লা জবাব দিল্লী --১১
    ---------------------------------
  • shyamal | 67.60.248.108 | ২২ জুন ২০০৯ ০৯:৪৪561341
  • শমীকের লেখা অ্যাজ ইউজুয়াল মনোগ্রাহী। কিন্তু দিল্লিতে মেট্রো রেল যে এভাবে প্রসারিত হচ্ছে তার কারণ দিল্লি রাজধানী শহর, তাই কেন্দ্র সরকার উজাড় করে পয়সা ঢালে। যেটা প্রথম শুরু হয় ১৯৮২র এশিয়ান গেমসএর আমল থেকে।
    দিল্লী কেন এত আনসেফ? আজ নয়, সেই সত্তরের দশকেও ছিল। আটটার পর মানুষ বেরোতে সাহস করেনা। মেয়েদের প্রতি অদ্ভুত নিষ্ঠুর ব্যবহার একশ্রেনীর ছেলের। বাস কন্ডাকটরের অভদ্রতা। এটা কি এজন্যে যে দিল্লিতে কারো শিকড় নেই? সব অন্য জায়গা থেকে আসা জনতা।
  • intellidiot | 220.225.245.130 | ২২ জুন ২০০৯ ১২:১৫561342
  • শমীকদার লেখা বরাবরের মতই দুরন্ত :-)
  • a | 203.201.231.35 | ২২ জুন ২০০৯ ১৩:৪৭561343
  • বে থে যা তা লিখেচে। বিশেষত এন্ডিংটা। জ্জীও

    আচ্ছা শ্যামল দার কথা টেনে বে থেকে একটা অনুরোধ, দিল্লীর মানুষের মনোভাব নিয়ে তো অনেক কথা হল, এর পিছনে কারণগুলো গ্যাড়ার চোখে কিভাবে ধরা পড়েছে এটা নিয়ে কিছু লেখা যায় না?
  • Samik | 219.64.11.35 | ২২ জুন ২০০৯ ১৪:০৫561344
  • আরে লিখতে বসলে তো লেখা যায় অনেক কিছুই, তা আমি কি ছাই মনোবিজ্ঞানী? শ্যামলদার ঐ যুক্তিটা কসমোপলিটান যে কোনও শহরের ক্ষেত্রেই খাটে, কলকাতার ক্ষেত্রেও, মুম্বইয়ের ক্ষেত্রেও।

    কারণ দীর্ঘ, বিস্তৃত, অনেকটাই ভৌগোলিক। উত্তরভারতের জলবায়ুই উত্তরভারতের মানুষগুলোকে এমনভাবে তৈরি করে দিয়েছে।
  • Souva | 203.141.92.14 | ২২ জুন ২০০৯ ১৫:৫৩561345
  • "লা জওয়াব দিল্লী" আজ আবার শুরু থেকে শেষ ওব্দি পড়্‌লাম। ইয়ানি কি, সেই ১ নং কিস্তি সে লে কর ইয়ে আখরি দম তক। নিজেও একজন দিল্লী-এন সি আর নিবাসী হওয়ার সুবাদে এই লেখার প্রতি একটা বাড়তি দুর্বলতা জন্মায়।

    প্রসঙ্গত:, শমীকবাবুকে একটা ব্যক্তিগত সওয়াল-- আপনি কি গাজিয়াবাদের বসুন্ধরা বা বৈশালীর দিকে থাকেন? সে হিসেবে আমিও আপনার অল্প দূরের পড়শী-- অধমের নিবাস ইন্দিরাপুরমে।
  • Samik | 219.64.11.35 | ২২ জুন ২০০৯ ১৬:০১561346
  • বৈশালী।
  • Souva | 203.141.92.14 | ২২ জুন ২০০৯ ১৬:০৯561347
  • বেশ বেশ। সেই দূরকে করেছ নিকট etc etc। বাড়ির কাছেই একজন গুরু-ভাই বসবাস করেন জেনে প্রভূত আনন্দ পেলুম, বাস্তবিক!
  • kallol | 59.92.199.228 | ২৩ জুন ২০০৯ ০৬:৪৬561348
  • শমিক - জ্জিও। এই ক বছরে দিল্লীর পাল্টে যাওয়া, দারুন ধরেছিস। আমার তো আর দিল্লী তেমন করে থাকা হলো না। ঐ মাঝখানে মাস ছয়েক। তবু দিল্লীর আলাদা টান আছে। কিন্তু সে যাই হোক, শমিককে আরেকবার - সব্বাশ।
  • Samik | 122.162.236.144 | ২৩ জুন ২০০৯ ০৮:৫১561349
  • কল্লোলদা বড় একচোখো। "দিল্লী'কে দীর্ঘ ঈ দিল, আমার নামে দিল না। :-(
  • nyara | 64.105.168.210 | ২৩ জুন ২০০৯ ১০:৩০561351
  • শমীক, এরকম একটা সিরিজ নাবানোর জন্য কেয়াবাত জানিয়ে যাই। যদি লেখাটার অন্যান্য গুণ নাও থাকত - যেগুলোর কথা অনেকেই বলছি - তাহলেও স্রেফ অধ্যবসায়ের জন্যেই তোমার গোল্ড মেডাল পাওয়া উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন