এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 207.179.11.216 | ১১ মে ২০০৯ ১৪:১৫561285
  • এই কমেন্টগুলো কূক টইয়ে যাবে না?
  • Arijit | 61.95.144.123 | ১১ মে ২০০৯ ১৪:১৯561286
  • পাঁচফোড়ন বলে একখান ব্লগ আছে - সেখেনে এই ছড়াগুলো সব পেয়ে যাবে - তবে শুধু ছড়া, ছবি নয়।
  • d | 144.160.5.25 | ১১ মে ২০০৯ ১৫:২৬561287
  • ১। "মীনাবাজার' ঠিকই তো আছে। "মীনবাজার' আবার কী চীজ??

    ২। শৌভ'র লেখাটা খুবই ভাল লাগল। আমাদের বাড়ীর ঠিক পেছনেই ছিল শ্রীদুর্গা কটন মিল' আর বাড়ীর গলি থেকে বেরিয়ে হিউম পাইপ। এছাড়াও বেঙ্গন ফাইন, চটকল (নাম ভুলে গেছি), রিল্যাক্সনের গদির কারখানা --- ইত্যাদি বহু কলকারখানাকে চোখের সামনে মরে যেতে দেখেছি। আর ইউনিয়ান নেতাদের ফুলেফেঁপে উঠতেও দেখেছি।
  • Samik | 122.160.41.29 | ১১ মে ২০০৯ ১৫:৪৫561288
  • এবং ডানলপ।
  • Samik | 122.160.41.29 | ১১ মে ২০০৯ ১৬:০২561289
  • লোকপরিত্রাণ: হুঁ, আম্মো দেখেছি ওদের সাইটে এই সব কেচ্ছাকাহিনি। আর ইন্টারেস্ট পাই নি।
  • Sudipta | 122.169.130.241 | ১১ মে ২০০৯ ১৭:১৫561290
  • বোধিসঙ্কÄ দাশগুপ্ত-র মুক্তাঞ্চল কিম্বা বেশ ভালো লাগল, একঘর হয়েছে লেখাটা!
  • r | 125.18.104.1 | ১১ মে ২০০৯ ১৯:১৭561291
  • বোধির লেখাটা ভালো লাগল, বিশেষত: "বুড়ো তো হই নি"। প্রায়সমবয়স্ক বন্ধুদের এইরকম প্রত্যয়ী আত্মোপলব্ধি শুনলে বলভরসা পাই আর কি। ;-)
  • ranjan roy | 122.168.69.32 | ১১ মে ২০০৯ ২০:৪৭561292
  • গুচ-১৩তে রঙ্গনের লেখা আর বুবুভা'য় বোধি'র লেখা,---- আত্মবীক্ষণে বাধ্য করেছে।
    মনে হয় এর জন্যে দরকার উনিশশতকীয় মানবাতাবাদে বিশ্বাস, তা' আমার এখনো আছে। হ্যাঁ, আরও একটা জিনিস দরকার-- অপরের জন্যে মিনিমাম সৌজন্যবোধ, যার বড্ড আকাল ইদানীং।
    আস্থার নামে হননযজ্ঞ বন্ধ হোক।
  • Arpan | 122.252.231.12 | ১১ মে ২০০৯ ২২:২৬561293
  • বোধি ফাটায়ে লিখসে। বিশেষ করে শেষ প্যারাটা। নামটা যদিও "মুক্তাঞ্চল কিম্বা' হলেই বেশ মুচমুচে শোনাত, যদিও বোধির লম্বা লম্বা শিরোনামের প্রতি বিশেষ দুর্বলতা আছে। :-)
  • dd | 122.167.112.97 | ১২ মে ২০০৯ ১২:০৬561296
  • কি দুর্দান্ত ভালো লেখা হয়েছে ! সবগুলি। এ বলে আমাকে দ্যাখ তো ও বলে আমারে।
    এমন ব্যাংকুয়েট এ মন ভরে যায়।

    খবরওলা,শৌভ,বিক্রম,বোধি, ইন্দোদা(১) ও (২) - দারুন হলো, দারুন !!
  • arjo | 24.42.203.194 | ১৩ মে ২০০৯ ০৪:২২561297
  • সবকটা লেখাই খুব ভালো হয়েছে, আর ঈশানের কলও বেড়ে হয়েছে।
    ""মুক্তাঞ্চল কিম্বা ...."" প্রসঙ্গে এই লিঙ্কটা খুঁজে বের করলাম। প্রথমে বলে রাখি লেখাটা শুধু ভালই না আমার খুব মনোমতোও বটে। মানে বুবুভার কথা বলছি। কিন্তু কিছু কথাও আছে।

    http://www.anandabazar.com/archive/1071114/14edit3.htm

    শেষের দিক থেকে চার নং প্যারা, এই লাইনটা - ""প্রত্যেক রাজনৈতিক দলেরই নানা প্রয়োজনে কিছু সমাজবিরোধীকে পুষতে হয় ...""। একজন ভেটারেন রাজনৈতিক ব্যক্তিত্বের এহেন বক্তব্যে আমি খুব চমকে গিয়েছিলাম। কিন্তু পক্ষ বা বিপক্ষের কেউই এটা নিয়ে খুব বেশি কিছু বক্তব্য না রাখায় বোঝা গেল খুবই সত্যি কথা। সূর্য্য রোজ পুব্দিকে ওঠে এ নিয়ে আর বলার কি আছে। তেমনি রাজনীতিতে গুন্ডা লাগে এ আর বলার কি আছে! বলশেভিক আন্দোলনে দীক্ষিত বাম দলগুলোর কাছে শ্রেণীশত্রুর মোকাবিলা করার জন্য শ্রেণীবন্ধুর হাতে অস্ত্র তুলে দেওয়া তো ""শাস্ত্র"" সম্মত। আর দক্ষিণপন্থীরা তো শোলে মন্ত্রে দীক্ষিত। ওরা একজন মারলে আমরা চারজন মারব। এই মারামারির ঐতিহ্য কি আর একদিনে যাবার। রাজনৈতিক দলগুলো যদি কোনোদিন ভোট, কেন্দ্রসভা, লোকসভা ও ক্ষমতা দখলের বাইরেও গণতন্ত্রের মানে খুঁজে পায় তবেই যাবে। কিছুই এসে যায় না আমাদের এই উইশ লিস্টে। ভাবুন তো আমেরিকায় ভোটের জন্য লোক মারা যাচ্ছে। চামড়া খুলে নেবে সে বুশই হোক আর ওবামা।
  • shyamal | 24.117.212.59 | ১৩ মে ২০০৯ ০৪:৪৬561298
  • আর্য,

    আজ আমেরিকায় ভোট মোটামুটি ঠিকঠাক হয়। (২০০০ সালের দুনম্বরি বাদ দিলে) কেউ মারা যায় না। কিন্তু চিরদিনই এমন ছিল না। ১৯২০-৩০ এ মহাপুরুষ অ্যাল ক্যাপোন (Al Capone) বলে গেছেন Vote early, vote often। সেই বেদবাক্য আজ প: বঙ্গে অনেক দল ফলো করছেন। তাঁর আরেকটি বেদবাক্যও এনাদের বিশেষ প্রিয়।
    You can get much farther with a kind word and a gun than you can with a kind word alone.

    উল্লেখ্য, স্কারফেস ছবিটি ওনাকে নিয়ে ।

  • Guruchandali | 173.26.17.106 | ১৮ মে ২০০৯ ১০:৩৩561300
  • -----------------------------
    নতুন বুলবুলভাজা: সলওয়া জুডুম: দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক?
    -----------------------------
  • dd | 122.167.106.171 | ১৮ মে ২০০৯ ১৩:৩১561301
  • রঞ্জন

    সাংঘাতিক ভালো লাগলো লেখাটা।

    বছর খানেক আগে আবাপে একটা লেখা পড়েছিলাম - দুই যুযুধান দলের মধ্যে জবরদস্তি ক্যাম্প (বা বলা যায় বন্দীশালা) করে গ্রামের লোকেদের রাখা হয়েছে। ক্যাম্পের পাহাড়ায় সরকারী বন্দুকবাজেরা। ক্যাম্পের ভিতর দুর্দশার অন্ত নেই।

    এই রকম প্রোটেকটেড ক্যাম্প করে লোকেদের সেফ কাস্টডির আইডিয়াটা কিন্তু ভিয়েতনাম থেকে টোকা। আমেরিকান আইডিয়া। টেঁকে নি; সে তো সবাই জানে।
  • Tim | 71.62.2.93 | ১৮ মে ২০০৯ ১৩:৩৮561302
  • রঞ্জনদার লেখাটাই সবথেকে আগে পড়লাম। অসম্ভব ভালো হয়েছে। ডিডিদাকে ডিট্টো।
  • kk | 70.248.133.221 | ১৮ মে ২০০৯ ১৪:৫৩561303
  • এতদিন শ্যামলবাবুর লেখা পড়ে বুঝেছি যে উনি অনেক গবেষণা করে লেখেন। তাই খুব কুন্ঠিত হয়ে জিজ্ঞেস করছি (আমি আমেরিকার ইতিহাস খুবই কম জানি) যে অ্যাল কাপোন কী কোন রাজনীতিক ছিলেন? মানে আমি যতদূর শুনেছি উনি একজন মাফিয়া জাতীয় কেউ ছিলেন। অবশ্য হতে পারে, শ্যামলবাবু হয়তো একজন মাফিয়া ও একজন রাজনীতিকের মধ্যে কোন তফাৎ দেখেন না। সত্যিই তফাৎ আছে কি? আমেরিকার মতো একটি সাম্রাজ্যবাদী দেশে?
  • shyamal | 24.119.10.202 | ১৮ মে ২০০৯ ১৬:১০561304
  • kk,
    এ ব্যাপারে অন্য কোথাও বিশদ লিখব হয়তো। নিউ-জার্সি, নিউ ইয়র্ক এলাকায় কিছুদিন আগেও প্রচুর মাফিয়া ছিল। অ্যাল ক্যাপোন ছিলেন এদেরই পূর্বসুরি, ১৯২০-৩০ এ বুটলেগিং করে, অর্থাৎ মদ নিষিদ্ধ হওয়ায় চোরা পথে বিক্রি করে প্রসিদ্ধ হয়েছিলেন।
    আমি দেখেছি বিভিন্ন মাফিয়া পরিবারের ( যারা প্রায় সবাই ইটালিয়ান-আমেরিকান) পদ্ধতির সঙ্গে সিপিএমের অসাধারণ মিল আছে। আমাদের যেটা তোলাবাজি বলে ( আজও বাজারে, অটোতে সিটু তোলা নেয়), সেটা মাফিয়ারা বহুদিন আগের থেকে চালিয়েছে। এছাড়া ট্রেড ইউনিয়নের রন্ধ্রে রন্ধ্রে এরা ঢুকে গিয়েছিল। একসময় আমেরিকার এক বিশাল ট্রেড ইউনিয়ন টীমস্টার ছিল পুরো মাফিয়া-ক®¾ট্রালড।
    গত কুড়ি বছরে এফ বি আই বিভিন্ন মাফিয়া ডেনে (যেমন গ্রীনীচ ভিলেজের কিছু বারে) বাগ লাগিয়ে এদের গোপন কথোপকথন শোনে। সে ভিত্তিতে প্রচুর গ্রেপ্তার ও জেল হয়। সেজন্য আজ প্রায় ঐ এলাকা মাফিয়ামুক্ত।
  • shyamal | 24.119.10.202 | ১৮ মে ২০০৯ ১৬:২১561305
  • রঞ্জনদার তথ্যসমৃদ্ধ লেখাটা পড়ে খুব ভাল লাগল। একটা প্রশ্ন। পৃথিবীর সব জায়গায় পুলিশ বা গোয়েন্দাদের সন্ত্রাসবাদী ধরার প্রক্রিয়া প্রায় একই : ফলো দা মানি। এই মাওবাদীদের একে-৪৭, গ্রেনেড, মাইন প্রভৃতি দামী দামী মারণাস্ত্র কেনার ও দৈনন্দিন খাওয়া পরা, বাসস্থানের পয়সা কে জোগায়? চীন সরকার? বিদেশী টাকা? মিডল-ইস্ট? ভারতের সহানুভুতিশীল ধনী মানুষ?

    এদের খুন করার চেয়ে অনেক বেশি সফল উপায় হবে টাকার সোর্স কেটে দেওয়া। অল্পদিনে মাওবাদ বন্ধ হয়ে যাবে।

    ছত্তিশগড়ের অনুন্নত অবস্থার উন্নতি অবশ্যই করতে হবে। কিন্তু আগে শান্তি না ফিরলে উন্নয়ন অসম্ভব।
  • Guruchandali | 173.26.17.106 | ২৪ মে ২০০৯ ১০:৪১561307
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা:
    ১। দ্বিভাষী তত্ব
    ২। প্রসঙ্গ সিপিআইএম: কিছু ভাবনা
    ------------------------------------
  • ranjan roy | 122.168.41.83 | ২৪ মে ২০০৯ ১১:২১561308
  • পিনাকী মিত্রের লেখাটি একঘর হয়েছে। সিপি এম এর রাজনীতির দোদুল্যমানতার নীচে বইতে থাকা দুটো মুলত: বিরোধী স্রোতের টানাপোড়েন আর তার রাজনৈতিক ব্যালান্স শীট নিয়ে এত যুক্তিপূর্ণ সুসংগত আলোচনা ইদানীং পড়িনি।
    আর ভবিষ্যত গতি-প্রকৃতি?
    "" ও মাঝদরিয়ার নাইয়া রে, ও উতল গাঙের মাঝি!
    তোমায় দুইপারে দুইজনায় ডাকে রে।
    তোমায় দুইপারে দুইজনায় ডাকে, কোনপারে যাইবা নাইয়া রে!''
  • pi | 69.143.119.233 | ২৪ মে ২০০৯ ১৩:০৪561309
  • পিনাকীদা , গুচ্ছ অ্যানালিসিস।
    বোধিদার লেখাটি ও খাসা। বিশেষত মুসলমানদের প্রসংগটা আনার জন্য ধন্যবাদ,ওটা নিয়ে অনেকটাই একমত।
  • dipu | 121.243.161.234 | ২৪ মে ২০০৯ ১৪:৪৫561310
  • ভারি ভালো লেগেছে। দুটো ই।
  • d | 117.195.36.20 | ২৪ মে ২০০৯ ১৭:২২561311
  • পিনাকীর লেখাটা খাসা লাগল পড়তে।
  • I | 59.93.163.231 | ২৪ মে ২০০৯ ২০:২০561312
  • বোধির লেখা ভালো লাগে নি। বোধির স্টাইল মাঝেমাঝে ব্যাকফায়ার করে। এবারে করেছে।
  • arjo | 24.42.203.194 | ২৪ মে ২০০৯ ২০:২২561313
  • পিনাকী কে পলিটব্যুরোয় পাঠিয়ে দিলে হয় না। নিদেন পক্ষে আজকালের সাংবাদিক করে দেওয়া হোক। :)

    দারুন অ্যানালিসিস আর একেবারে মেদ বর্জিত লেখা।
  • shrabani | 124.30.233.105 | ২৫ মে ২০০৯ ১১:৩৬561314
  • দ্বিভাষী- ভাল লেখা কিন্তু ভাল লাগার মত লেখা নয়। এ লেখা ভাল লাগাতে গেলে অনেককে অনেক কিছু থেকে বেরিয়ে আসতে হবে!

    আমার দারুন পছন্দ হয়েছে।
  • dd | 122.167.2.115 | ২৫ মে ২০০৯ ২০:৩৯561315
  • দ্বিভাষী - ভাল্লাগ্লো।

    শ্রী দাশগুপ্ত হিউমারাস লেখাটা অসম্ভব ভালো লেখেন। এখানেও শুরু করেছিলেন চমৎকার কিন্তু তাতে মাঝে মাঝেই সিরীয়াস বাতচিত এসে যাচ্ছিলো। সেটা দোষের নয় কিন্তু মিক্সচারটা ভালো ভাব মেলে নি। কিন্তু সুখপাঠ্য। নি:সন্দেহে।

    আর পিনাকী মিত্তির ? বাপরে, কি পরিপাটী করে গুছিয়ে লেখা। এমন আবেগহীন রাজনৈতিক ভাষ্য সচরাচর চোখেই পরে না। দারুন।

  • Arpan | 122.252.231.12 | ২৫ মে ২০০৯ ২২:০৬561316
  • বোধির লেখাটি আগের পর্বটির ("মুক্তাঞ্চল কিম্বা') মত ভাল্লাগলো না। কিন্তু লাস্ট চারটে প্যারার জন্য একটা বড়সড় কুর্নিশ পাবে। পাবেই।

    পিনাকীর লেখা যেন খাপখোলা মরচেবিহীন তরাবারি। আসতেও কাটে, যেতেও কাটে। অভিনন্দন।
  • Du | 65.124.26.7 | ২৮ মে ২০০৯ ০৩:০৮561318
  • অসম্ভব ভালো লাগলো দ্বিভাষী তঙ্কÄ। ঐতিহাসিক।

    সিপিএম - অবশ্যই ভালো লেখা- তবে কিছু অভিযোগ -বিজেপির সাথে যাওয়া বা বিরুদ্ধে যাওয়া নিয়ে - শুনেছি আগেও - কিন্তু আইডিয়ালি কি করা উচিত ছিল দুই ক্ষেত্রেই (অর্থাৎ বফর্স নিয়ে কং এর বিরুদ্ধে লড়ার জন্য বা বাবরি ধ্বংস ও দাঙ্গার পরে বিজেপিকে মসনদ থেকে দুরে রাখতে) সেটা কেউ কোনওদিনই বলেন না। এখানেও সেটা পেলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন