এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চন্দ্রিল cult সম্বন্ধে দু-চার কথা যা আমি জানি -----

    nisha
    অন্যান্য | ০৬ মে ২০০৬ | ৫২১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nisha | 24.150.108.74 | ০৬ মে ২০০৬ ০৭:০০560613
  • চন্দ্রিল এর লেখা বেশ লাগে পড়তে - কিন্তু এ কি cult যোগ্য ??
  • b | 86.135.182.102 | ০৬ মে ২০০৬ ১৩:৪৪560624
  • চন্দ্রিলের লেখা আমার বেশ খারাপ লাগে। তাতে কিছু এসে যায় না অবশ্য। কারণ ভদ্রলোক এখন বিরাট বিখ্যাত। তবে ভবিষ্যতে হয়তো সত্যি ভালো লিখবেন। কারণ ওনার ক্ষমতা যে আছে এতে সন্দেহ করি না, কারণ ঐ গান গুলোর মধ্যে কয়েকটা ভালো ই তো।

    আবাপ র বিরাট প্রভাব ছাড়া আর কোনো কারণ নেই, চন্দ্রিল কে আদৌ পড়ার বা পড়ানোর।
  • vikram | 134.226.1.136 | ০৬ মে ২০০৬ ২০:১১560635
  • বালের কাল্ট।

    বিক্রম
  • m | 24.166.170.155 | ০৭ মে ২০০৬ ০৯:১৩560646
  • অখিল বন্ধু ঘোষের "পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা ঐ " গান টার কথা মনে পড়ে গেলো।বিখ্যাত গায়ক ইন্দ্রনীল সেন সমস্ত অনুষ্ঠানে এই গান টি গেয়ে থাকেন,এই গান টি একটি উদাহরণ মাত্র,আরো বহু গান ( অখিল বন্ধু ঘোষের)উনি গান।বাবা-কাকা দের প্রজন্মের লোকেরা,এবং আমাদের মত কিছু রেডিও বা রেকর্ড শুনে বড়ো হওয়া মুষ্টিমেয় লোক ছাড়া অধিকাংশ লোক অখিল বন্ধু ঘোষের নাম জানে না।এই না জানার দৈন্য কার ,সে প্রসঙ্গে যাচ্ছি না।তবে ইন্দ্রনীল তার জনপ্রিয়তার শিখরে থাকা কালীন লোকে এই গান ( কলেজে বা পাড়ার ফাংশানের দৌলতে)গুলি ইন্দ্রনীলের গান বলে জানতো বা জানে। অখিল বন্ধুর গান,অতি সহজেই ইন্দ্রনীলের গান বলে লোকে হজম করে নিয়েছে,কারণ ,প্রথমত,ইন্দ্রনীল এ যুগের একজন জনপ্রিয় গায়ক,দ্বিতীয়ত,অখিল বন্ধু সহজলভ্য নয়।বিপননে ইন্দ্রনীল এগিয়ে আছেন। এইটাই সম্ভবত,আমাদের অবস্থান টাকে বুঝিয়ে দেয়।
    চন্দ্রিল ভালো লেখেন,কিন্তু আমরা কালীপ্রসন্ন সিংহ পড়ার কষ্ট করি না।প্রথমত,বিপনন নেই,দ্বিতীয়ত,আমাদের অজ্ঞানতা,তৃতীয়ত,সময়াভাব,চতুর্থত এবং সর্বোপরি আ..প তার সর্বগ্রাসী প্রভাব বা ক্ষমতা নিয়ে আমাদের হাতের সামনে যে সহজলভ্য গাজর টি ঝুলিয়ে রেখে আমরা তার আস্বাদন করতে বাধ্য।তার কোনো বিকল্প নাই।ফলে বাজারে চন্দ্রিল যা লেখেন,তাই বেদবাক্য, তার রচনা শৈলী অনাস্বাদিত নতুন কিছু, এবং তিনি রচনার একটি নতুন ধারা তৈরী করেছেন,এর কোনোটি ই সত্য নয়। এবং অত্যন্ত লজ্জার কথা,কেউ যদি কালিপ্রসন্ন সিংহের রচনাশৈলী দ্বারা অনুপ্রাণিত হন,তবে তিনি চন্দ্রিল দ্বারা প্রভাবিত আখ্যা পান।প্রচারের আলো য় তিনি উদ্ভাসিত ,অগত্যা,তাকে অস্বীকার করি সাধ্য কি।
  • Samik | 221.134.239.104 | ০৭ মে ২০০৬ ০৯:৫৯560657
  • তবে বেয়ান, এটা কিন্তু সত্যি, যে দাড়ি কাটার পর থেকে চোন্দিলকে অনেকটা হুতোম প্যাঁচার মতই দেখতে লাগছে।
  • b | 86.137.159.176 | ০৭ মে ২০০৬ ১৫:৩৯560668
  • চন্দ্রিলের লেখা বেশ খারাপ লাগে।
  • tan | 131.95.121.251 | ০৭ মে ২০০৬ ১৯:১৮560679
  • চন্দ্রিলের আঁতলামি আর বাতলামি দেখে আজকাল পিত্তি জ্বলে,অথচ এই রাঙামূলোকে সামনে ঝুলিয়ে রেকেচে তো রেকেইচে আবাপ,আর নিজের কতাকেই ক্রমাগত কনট্রাডিক্ট করে যাচ্ছে এই লোক, নিজের পুরানো লেখাগুলো নিজেই হয়তো ভুলে মেরে দিয়িচে, আর এদিক ওদিক থেকে ঝেড়ে টুকে যাচ্ছে, ঝেড়ে টুকে যাচ্ছে।
    আর টুকতে হলেও ব্যাপারটা বুজে তো টুকবে,তাও না,বুজুক না বুজুক, ঝপ করে টুকে ফেলচে!!!
    কি জানি এই হয়তো কাল্টের টিকরমবাজি!
    তবে এটা কাল্ট কোনোমতেই না, আবাপ মাইনে দেয়, এ লোক লেখে, কাল্ট হলে ব্যাপারটার জোর আরো নানা দিকে ছড়ানো থাকতো।মাইনেকরা লোক দিয়ে কাল্ট হয় কি?
  • Paramita | 143.127.3.10 | ১২ মে ২০০৬ ০৪:৫৬560690
  • চন্দ্রিলের লেখা আমার ইন জেনারাল ভালো লাগে। তবে কাল্ট বলা বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ রিভিউ, রিপোর্ট আর দু-একটা ছড়ানো ছিটোনো "রম্য" ছাড়া ওনার লেখা পড়ি নি। এখনো অনেক পথ চলা বাকি বলে মনে হয়। চন্দ্রিলের লেখার দুটো ফর্ম আছে বলে মনে হয়েছে, একটায় উনি উত্তম মাধ্যম টাইপের লেখা লেখেন, বাক্যগঠনে ইনফর্মেশনের ওভারলোড হয়। সেটায় শব্দচয়নের গুণে একধরণের কিক হয় কিন্তু মাঝে মাঝে বেশী ক্রিপটিক হয়ে যায়। হুতোম আমি পড়েছি এবং কোথাও একটু আধটু প্রভাব থাকেও রিমেক(তাও আবার ইন্দ্রনীলের মতো পুয়োর রিমেক)এর সংগে অ্যানালজি আমার যথাযথ মনে হয় না। অন্য ফর্মে চন্দ্রিল স্বাভাবিক চলতি পথের পন্থি - কিছুদিন আগে আনন্দবাজারে ছোটবেলার কথা নিয়ে যে লেখাটা বেরিয়েছিলো। চন্দ্রিল যখন আনন্দবাজারে যোগ দেন নি এবং চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু হয় নি, তখনকার একটি লেখা আমার সবচেয়ে প্রিয় ওর লেখাগুলোর মধ্যে, ফ্যান্টাসি গোছের কিন্তু কল্পনার দৌড় অনেকদুর গেছে। আমার কাছে (ব্যক্তিগত পছন্দ অবশ্যই) একটা লেখার হয়ে ওঠার বেশিটা লেখার ক্রিয়েটিভ গুণের ওপর নির্ভর করে, ফর্ম নিয়ে জোর করে নিজের ওপর চাপিয়ে দেয়া এক্সপেরিমেন্টের চেয়ে। মাঝে মাঝে চন্দ্রিলের লেখায় সেটা মনে হয়।

    ট্টোকাটুকির অভিযোগ ভুঝলাম না। ঐ বিদেশী কারেন্ট অ্যাফেয়ারমুলক ঘটনাগুলো? একটা পাবলিশড ঘটনাকে কেন্দ্র করে লোকালাইজড সংবাদ পরিবেশন করা যেতেই পারে। নাকি অন্য কিছু বলছেন?

    এই লিংকে চন্দ্রিলের চমৎকার ফিকশানটি পাবেন:

    http://www.parabaas.com/BORSHA/NOFRAME/LEKHA1/gAmoeba.html


  • vikram | 134.226.1.194 | ১২ মে ২০০৬ ০৫:২০560700
  • ছি: পারমিতা,

    আপনি চন্দ্রিল বিরচিত ইস্কুলের লেখা কইচেন? তার ক হপ্তা আগেই যে স্বনামধন্য বিক্রমের লেকা বেরুলো- কই আমার কাল্ট কে তো কেউ কল্কে দেয় না। কেউ না কেউ না কেউ না।

    বিক্রম
  • Paramita | 143.127.3.10 | ১২ মে ২০০৬ ০৫:৩৩560614
  • চন্দ্রিলকে ইসকুল বলছি না একেবারেই। আরো সময় যাক, আরো বিভিন্ন ধরণের লেখা লিখুন কিন্তু শুরুটা যে চমকপ্রদ(আবার IMO) আর কনভিনসিং (যেটা রিভিউ-এর মুখ্য উদ্দেশ্য আর উনি তো রিভিউ স্পেশালিস্ট) তা অস্বীকার করি কি করে।

    আপনার লেখা একটি পড়েছিলাম গুরু ৭-এ, ঐ ট্রেনের বর্ণনা দিয়ে শুরু। প্রথমের ঐ নিস্তবধতা, ঘনিষ্টতা আর অ্যাম্বিয়েন্সটা মনে হচ্ছিল একদম পাশে এসে দাঁড়িয়েছে, তারপর কি হলো.. আরেকবার না পড়ে মন্তব্য করা উচিৎ হবে না।
  • ar | 151.203.3.198 | ১২ মে ২০০৬ ০৫:৫৯560615
  • গুরু-৬ এর লেখাটা অবশ্যই পড়বেন। (বাংলা বয়েজ স্কুল)
  • Rana | 59.93.247.34 | ১২ মে ২০০৬ ০৭:২৯560616
  • চন্দ্রিল আবার Cult হলো কি করে? Cult হলে তো হবেন হুতোম। নেপোর দই মারার মতো চন্দ্রিল এশে Cultship মেরে নেবে এ তো ভরি অন্যায়। এই যে আমি কতো লোকের থেকে টুকে টুকে কতো কিছু লিখি, আমি Cult হলুম না, আর চন্দ্রিল হয়ে গেল Cult?

    তবে পদ্য রচনাশৈলী সম্পর্কে আমি কিছু বলতে পারবনা। অনেকে বলে, চন্দ্রিল এ ক্ষেত্রেও শ্রীজাত দ্বারা অনুপ্রানিত।

    সব থেকে বড়ো কথা, ছেলেটা দু তিন দিন হলো লেখ লেখি করছে, এরি মধ্যে কাল্ট হবে কি? আর বছর দশ পনেরো যাক, তারপরে ভেবে দেখা যাবে।

    ব্যক্তিগতভাবে আমি যদ্দুর ওকে চিনি তাতে আমার ওকে খুব একটা ভালো লাগেনি। সেইযে রবি ঠাকুরের পদ্য আছে, 'কাব্য পড়ে যেমন ভাবো। কবি তেমন নয় গো।'বড্ড বেশি দেমাকি আর কিছুটা Hipocrite মনে হয়েছিল।
  • Paramita | 64.105.168.210 | ১২ মে ২০০৬ ০৮:৪৭560617
  • দুটোই আবারো পড়ে ফেললাম। বাংলা বয়েজ ভালই তো। এইধরণের নস্টালজিক লেখার সাবজেক্টের যে নিজস্ব মায়া আছে, তার সঙ্গে অ্যাসোশিয়েশন ঘটানো খুব সহজ বলে এক্সট্রা পয়েন্ট মিলে যায়। তবে IDG খুব পুলকিত হবেন জেনে যে ওনাকে "ঘষড়ে" লেখা হচ্ছে। যদিও ঐ ইশকুল টপিক ছাড়া সেরম মিল আমি পাইনি, যেমন ধরুন রচনা শৈলীতে।

    মরচের ধার আমার অনেক পরিণত, স্থির এবং অনুভূতির জায়গা থেকে বেরিয়েছে মনে হয়েছে। শেষটা বিশেষ ভাবে ভালো ও আনপ্রেডিকটেবল। মাঝখানে অনেক এডিট করা যেত, মাঝে মাঝে পুনরাবৃত্তি মনে হয়েছে।

    মেয়ে এসে ল্যাপটপে থাপ্পর মারছে, আর লেখা অসম্ভব..
  • Lyadosh Chandra Mitra | 24.5.216.83 | ১২ মে ২০০৬ ১২:৪৮560618
  • চন্দ্রিল-কে ভালো করে cultivate না করে ওর cult বলা মুশকিল !

    চন্দ্রিল-এর লেখা সেওয়াগ-এর ব্যাটিং-এর মতন...
    কখনো ওর লেখা-র কিছু লাইন অন্যদের পড়ে শোনাতে ইচ্ছে করে...
    আবার কখনো ওর বেয়াড়া কঠিন গদ্য পড়ে কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়...আবার কখনো মনে হয়, 'The man who knew too much' এর বাংলা করলে হবে 'চন্দ্রিল সম্পর্কে দু চার কথা'
  • ® | 203.197.96.50 | ১২ মে ২০০৬ ১৪:২৪560619
  • চোন্দিল কাল্ট নয় এ তো মানা গ্যালো তবে ছেলেটা বেড়ে খেলতে জানে,সুড়সুড়ি দেবার ধক আচে। হেব্বি রসবোধ । বুক ফুলিয়ে "সপ্তাহে একদিন ডায়মন্ড হারবার" বা "কি জিনিস বানিয়েছো গুরু"
    জাতীয় লাইন লেখে এবং হাগোরে পিউরিটান জনতা কে খাওয়াতেও পারে ।
    দুচাট্টে আরো লিখুক না - ক্ষতি কি?
  • vikram | 134.226.1.136 | ১২ মে ২০০৬ ১৫:৩৫560620
  • তোমরা সব অবোধের দল। শুধু লেখাটার জন্য কাল্ট না। আনন্দবাজারে ওটি বেরোয় বলে ওটি কাল্ট বুয়েচো? এইজো আমার লেখা নিয়ে অ্যালাং প্যালাং বকচো - পরের বচোর আনন্দ পুরোস্কার পাবার পরেও একি কতা কইবে হুঁ? ধক হবে? তকন আমাকে দিয়ে তোমাদের পাঅড়ায় হয় পুজোর উদ্দোধন করাবে নয় বঙ্গ সম্মেলনে ডেকে ধাষ্টামো করবে। ফু:........

    বিক্রম
  • Paramita | 64.105.168.210 | ১৩ মে ২০০৬ ১১:০৮560621
  • ল্যাদোশ যা বলেছেন সেকথাই আমারো ছিল মনে।
  • omnath | 61.11.126.46 | ১৪ মে ২০০৬ ১২:২৮560622
  • বাড় খাইয়ো না, চাপ খাইয়ো না, ছেলেটাকে লিখতে দাও।

    CA র নিশা চোন্দিলের বন্ধু না শত্তুর?
  • vikram | 134.226.1.194 | ১৪ মে ২০০৬ ১৫:৩৪560623
  • না না না
    পাখিটার বুকে যেন তীর মেরো না
    ওকে গাইতে দা আ আ ও
    ওর কন্ঠ থেকে গাআআআআআআঅন কেড়ো
    না না নাআআআআঅ

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ১৪ মে ২০০৬ ২১:১৮560625
  • আজকের লেখা দুটো পড়েছেন এর?
    কি মনে হলো? আমার ল্যাদোষ চন্দ্র মিত্রের কথাটাই মনে পড়ে গেলো পড়ে।
    রানা, আপনি কি ব্যক্তিগতভাবে এনাকে চেনেন নাকি?
    (তাহলে তো আবার প্রশাসনিক কারণে নাকি এর সম্পক্কে লেখা যাবে না,নাকি যাবে? সম্পাদক কি বলেন? )
  • tan | 131.95.121.251 | ১৪ মে ২০০৬ ২১:২৬560626
  • তবে বিক্রমের কথা আমি ডিটো দিলাম, চন্দ্রিল এপাতা আগাপাশতলা গুছিয়ে পড়েন।এক্কেবারে ভাট থেকে আরম্ভ করে টই,গুরু এক থেকে সাত, বুলবুলভাজা আলোচনা সব।
    পারমিতা (আদি)আপনার দেওয়া লিংকটায় পরবাসের যে লেখাটি ছিলো পড়লাম। ধন্যবাদ। তবে পরবাসের অন্যন্য অনেক ভালো লেখার মানের থেকে ও লেখাটিকে খাটো মনে হলো।বিশেষ করে যেখানে সোডাজল এর মতন ঝকমকে লেখা বেরোয়,"নিওলিথ স্বপ্ন","লোকে বলে অলৌকিক" এর মতন অসাধারণ ধারাবাহিক বেরোয়, সেখানে।
  • Paramita | 64.105.168.210 | ১৪ মে ২০০৬ ২২:১২560627
  • ট্যান, আজ কোথায় লেখা বেরিয়েছে চন্দ্রিলের?
  • tan | 131.95.121.251 | ১৪ মে ২০০৬ ২২:১৫560628
  • . বা. পত্রিকায়, সম্পাদকীয় পাতায় একটি প্রবন্ধ আর যৎকিঞ্চিৎ।
  • Paramita | 64.105.168.210 | ১৪ মে ২০০৬ ২২:২৭560629
  • ট্যান, আপনি কি লেখার স্টাইল দেখে বলছেন না এ পাবলিক নলেজ? যৎকিঞ্চিত পড়লাম, ওটা যদি চন্দ্রিলের লেখা হয় বড়ই দু:খিত হবো। অন্যটা এখনো পড়ে উঠতে পারিনি।

    একমাত্র বইপোকা মনে হতো চন্দ্রিলের লেখা, কিন্তু পরে জানতে পেরেছিলাম সেও না। প্রথমদিকের কিছু ওনার লেখা ছিল।
  • indo | 59.93.198.6 | ১৪ মে ২০০৬ ২২:৩৯560630
  • চোন্দিলের দাড়িতে পোকা আছে। উকুনের মত দেখতে। চোন্দিলের মামা ওকে হেবি পেটাত। চোন্দিলের রেলকলোনীতে বাড়ি। ছোটবেলায় আমকে বলত আয়ু(আলু)।
    সব বিশ্বস্ত সূত্রের খবর।
  • Paramita | 64.105.168.210 | ১৫ মে ২০০৬ ০০:০৬560631
  • বাপরে, কোথায় খুলেছি খাপ শিবাজী - চন্দ্রিলের দাড়ির লেটেস্ট নিয়ে অ্যাতো ইনসাইডার তথ্য - কিন্তু শমীকবাবু যে তবে বললেন চ নির্দাড়ি হয়েছেন - নাকি সেই কাটা কানেতে আবার দুল পরাইছের মতো কাটা দাড়িতে আবার উকুন ধরেছে?

    তোমর হাইসো নাকো বাবুরা
    বুড়ায় আমায় মারিছে
    কান আমার কাটিছে
    কাটা কানেতে আবার দুল পরাইছে..
  • tan | 131.95.121.251 | ১৫ মে ২০০৬ ০০:১০560632
  • আমি কিঞ্চিৎ আলাদা শুনেছিলাম,
    "তোমরা হাইসো না গো বাবুরা
    বুড়া আমায় মারিছে
    হাত আমার ভাঙিছে
    ভাঙা হাতেতে আবার
    চুরি পরাইসে"
  • tan | 131.95.121.251 | ১৫ মে ২০০৬ ০০:২১560633
  • আরে ইন্দ্র,তোমারও তিনি জানাশোনা নাকি?
    তোমায় আলু কেন বলতো,গোলগাল ছিলে নাকি? :-)))
  • tan | 131.95.121.251 | ১৫ মে ২০০৬ ০০:৩৯560634
  • এবারে খুব স্যাড প্রশ্ন,চ এর মামা ওকে পেটাতো কেন? ওর মাবাবা তখন কোথায় থাকতেন? কেন বাঁচাতে আসতেন না ছেলেকে?
    এবারে আইনের প্রশ্ন,পেটালে মামাকে পুলিশমামায় ধরতো না কেন?
  • indo | 59.93.193.223 | ১৫ মে ২০০৬ ১১:২৭560636
  • ওরে মুখ্যু ট্যান, আমাকে নয়, আম-কে বলত আলু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন