এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষেঃ জুলে, লাদাখ!

    সিকি
    অন্যান্য | ২৩ জুন ২০১২ | ১২৮১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | 139.74.191.52 | ১১ জুলাই ২০১২ ০০:৩৬558509
  • সিকি পশমিনা কিনল? পশমিনা?? সত্যিকারের সত্যি পশমিনা?? ওরে বাবা!! সিকির কত টাকা!!!!
  • গান্ধী | 213.110.246.230 | ১১ জুলাই ২০১২ ০০:৪১558510
  • সত্যিই মনে রাখার মত ট্রিপ ।
  • ঐশিক | 213.200.33.67 | ১১ জুলাই ২০১২ ০৯:৩৫558511
  • শেষ হয়ে গেল! ঠিক হায় ২০১৪ তে আবার হবে :)
  • jhumjhumi | 127.194.247.85 | ১১ জুলাই ২০১২ ১৫:৪১558512
  • সিকি প্রার্থ্না করি, ২০১৪র টা যেন সত্যি সত্যি কাজু কিশমিস দেওয়া ঘন ক্ষীরের পায়েস হয়।
  • প্পন | 214.138.240.254 | ১১ জুলাই ২০১২ ১৬:০০558513
  • সিকিও তো অত্যন্ত সৎ। নিজের মুখে স্বীকার করল বুলেট স্টার্ট দিতে পারেনি।
  • de | 190.149.51.66 | ১১ জুলাই ২০১২ ১৬:১৪558514
  • ঃ))

    বেশ অভিজ্ঞতা হলো সিকির -- মানবচরিত্র ইত্যাদী সম্বন্ধে, স্বর্ণালী আর সাঁঝ দুজনেরই ফটোগুলো এতো সুন্দর এসেছে -- নদীর ধারের টেন্টটাও খুব সুন্দর। ক্যামেরার ডিটেল্স কিছু জানা যাবে? ছবিগুলো সব খুব খুব সুন্দর! সব্বার উপরে অবশ্য সিকির লেখা -- প্রত্যেকবারের মতো এবারও লা-জবাব!
  • শ্রাবণী | 127.239.15.102 | ১১ জুলাই ২০১২ ১৭:৫২558516
  • বহুত বড়িয়া.....আমাকেও এবার শমীকের মত বলতে হয়, দেখেছো জনতা, গাজিয়াবাদের জলহাওয়া!:)))
  • kumu | 132.160.159.184 | ১১ জুলাই ২০১২ ১৭:৫২558515
  • ওটা চৌহানের চালাকি,ও যদি জানেই যে ওর ছেলের ওরম স্বভাব আছে,তো সিকিনীকে ট্যুরের সময় সাবধান করে দিতে পারত।
    ওর ছেলে/মেয়ে ছাড়া সন্দেহ করার আর কেউ নেই,এটা জেনেই ও ব্যাপারটা এমনভাবে প্লেস করল যাতে দ্বিতীয় বার প্রশ্ন করার অবকাশ নেই।

    যাক, সিকির ট্যুরের শেষে এমন একটা ক্ষতি হওয়াতে খারাপ লাগলো,খেটে রোজগার করা পয়সা আমাদের,অল্প লইয়া থাকি ইঃ
  • somnath2 | 217.239.86.106 | ১১ জুলাই ২০১২ ২০:২৪558517
  • সিকি, লেখা ও ছবি দুটো-ই গোলা, একেবারে লাজবাব - শেষ হয়ে গেল এটাই যা দুখঃ ২০১৪ অবধি অপেক্ষা করি পরের কিস্তির জন্য।
  • সিকি | 132.177.2.130 | ১১ জুলাই ২০১২ ২১:৩৪558519
  • সোমনাথ, থ্যাঙ্কু।

    প্পন, বুলেট স্টার্ট দিতে কোনও অসুবিধে হয় নি, আর পাঁচটা মোটরসাইকেল যেমন স্টার্ট নেয়, সেভাবেই নিল, গিয়ার চেঞ্জ আর পাঁচটা মোটরসাইকেলে যেমনভাবে হয়, তেমন ভাবেই হল, কিন্তু ক্লাচ ছেড়ে অ্যাক্সিলেটর বাড়াতেই গাড়ি এগোচ্ছিল না। এমনকি ঢালের দিকে মুখ করে ক্লাচ ছাড়লাম, তাতেও হল না। কী ব্যাপার কে জানে। ক্লাচ গীয়ার অ্যাক্সিলেটরের ফান্ডা তো আমার নতুন করে শেখার কথা নয়!

    দে,

    ক্যামেরা অতি সিম্পল, কোডাকের পাতি সিম্পল পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা, একটা ছয় মেগাপিক্সেল, অন্যটা দশ মেগাপিক্সেল। ছবিগুলো তোলার পরে কেমন ঝাপসা আসছিল, সব ছবিকে এক এক করে মাইক্রোসফট পিকচার ম্যানেজারে ফেলে অটো কারেক্ট করলাম, আর দরকার মতো একটু কনট্রাস্ট মাইল্ডটোন বাড়িয়ে কমিয়ে দিলাম। তারপরে অনলাইন এডিটর pixlr.com-এ গিয়ে সবকটাতে বর্ডার লাগালাম।

    শেষের দিকের কিছু ছবি করণের হাসপাতালের সেই ক্যামেরাম্যানের তোলা। এখানে এসে যখন তৃতীয় দিনের ট্র্যাভেলগ লিখছি, সেইদিন কুরিয়ারে লে থেকে করণ সমস্ত ছবি ভরে সিডি পাঠিয়ে দিয়েছেন, ক্যামেরাম্যানও মিলিটারি তো, তাই নান্দনিক বোধ তার কিছুই নেই, এলোপাথারি ভুলভাল ছবি তুলেছে, তার মধ্যে ঝেড়েবেছে গোটা দশেক ছবি আমার অ্যালবামে ঢুকিয়ে দিয়েছি, সকালে টেন্টে ব্রেকফাস্টের বেশির ভাগ ছবি ওখান থেকে নেওয়া।

    পিঅ্যান্ডএস ক্যামেরাতে এমনিতে ছবি ভালোই ওঠে, স্পেশালি লে-র প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো, মোটামুটি যে কোনোদিকে ক্যামেরা তাক করে শাটার টিপলেই তাকলাগানো ছবি ওঠে। কিন্তু অল্প আলোতে ভালো ছবি তুলতে পারে না, প্রচুর গ্রেনস এসে যায়। এইখানে ডিএসএলআর ক্যামেরা জিতে যায়। ডিএসএলআর-এর ছবির ক্ল্যারিটি অবশ্য পিঅ্যান্ডএসের থেকে অনেক অনেক বেশি, সে ব্ল্যাঙ্কি বা অরিজিতের ছবি দেখলেই বোঝা যাবে।
  • সিকি | 132.177.2.130 | ১১ জুলাই ২০১২ ২১:৩৫558520
  • পিপি, পিওর পশমিনা বেশি না, এই সাত হাজার বারোহাজার এই রকমের দাম হয়। আমরা একটা সেমি পশমিনা নিয়েছিলাম, বারোশো নিল। তাও ওটা শ্রীনগর থেকে কিনলে হাজারে পেয়ে যেতাম। পিওর পশমিনা শ্রীনগরে ছহাজারে পাওয়া যায়।
  • সিকি | 132.177.2.130 | ১১ জুলাই ২০১২ ২১:৪৫558521
  • উপসংহারের শেষেঃ

    অনেক কিছু লেখা হল না। এখন ছাড়া ছাড়া ভাবে মনে পড়ছে। ম্যাগপাই গেস্টহাউসে এসে উঠেছিলাম নুব্রা ভ্যালি থেকে ফিরে এসে। আমরা যেদিন খারদুংলা পেরিয়ে ফিরলাম, তার ঠিক আগের দিন ল্যান্ডস্লাইড হয়ে একটা ট্যাভেরা গড়িয়ে গেছিল খাদে, তিনজন মারা গেছিল, আমরা আসার পথে সেই গাড়িটাকে দেখলাম তোলা হচ্ছে খাদ থেকে।

    ম্যাগপাই গেস্টহাউসের বুড়ি ঠাকুমা, ভাঙা ভাঙা হিন্দি বলতে পারেন, গেস্টহাউস চালায় তাঁর মেয়ে, আমাদের ফেরার পরে বুড়ি আমার হাত ধরে কেমন করে বলছিল, হামে বহুত ফিকির হো রাহা থা, খারদুংলা মে গাড়ি গির গয়া থা না, হামে বহুত ফিকির হো রাহা থা, তুম লোগো কা তো কুছ নেহি হুয়া না?

    সম্পূর্ন অনাত্মীয়, মাত্র কয়েক মিনিটের আলাপে এমন উদ্বিগ্ন হয়ে যেতে পারেন, এমন বোধ হয় পূর্বজন্মে দেখেছি, যখন ছোট ছিলাম, পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলাম। বড় হবার পরে এমন দেখি নি।

    দোরজির সেই মন ভালো করে দেওয়া লাদাখি গান আমি ডিস্কিট পৌঁছেই ওর পেন ড্রাইভ থেকে ল্যাপটপে কপি করে নিয়েছি। এখন মাঝে মাঝেই শুনি, কেমন মন প্রাণ খুশ করে দেয় গানের আবহটা। ওটা আসলে ওদের বুদ্ধপুজোর গান।

    আর? আর কী, ডিস্কিটের নোর্বে, তুর্তুকের সলমান, লে-তে পল গেস্টহাউসে মিসেস লিন্ডা, সব্বার কথা মনে পড়ছে বারবার। এই হ্যাংওভার নাকি সহজে কাটে না। আমারও বোধ হয় কাটবে না সহজে।

    এসেই অফিসে রেজিগনেশন দিয়েছি, পরশু এই দোকানে আমার শেষ দিন, আবার নতুন দোকান, নতুন জীবন।

    ওসব কিছু আমি এখন দেখছি না। আমার চোখের সামনে এখন ২০১৪। লাদাখ।

    চাকরিবাকরি তো পার্ট অফ লাইফ।
  • riddhi | 118.218.136.234 | ১১ জুলাই ২০১২ ২১:৪৮558522
  • ম্যাসেন্জার সাত হাজার টাকা নিয়েছে।
  • a | 75.204.229.11 | ১১ জুলাই ২০১২ ২২:৩১558523
  • সিকি কোথায় যাচ্ছ হে? দিল্লিতেই?
  • সিকি | 132.177.2.130 | ১১ জুলাই ২০১২ ২২:৩৮558524
  • বলতে নেই। গুরুর বারণ আছে। :)

    রানারা।
  • bb | 24.99.231.139 | ১১ জুলাই ২০১২ ২২:৫৮558525
  • এখানে সম্পুর্ণ অবান্তর তবু জিগাই- আচ্ছা passout মানে আমি জানতাম পরপারে যাওয়া বা জ্ঞান হারানো কিন্তু আজকাল লোকে gradution এর জায়্গায় ওমুক বছরের passout লেখেন, এটা কি ঠিক ব্যবহার?
    আরেকটা শুনি ক্যাম্পাসিং- এটাও কি সঠিক প্রয়োগ? ক্যাম্পাস ইন্টারভিউ জানতাম, কিন্তু অন্যটা??
    কেউ আলোক্পাত করলে ভাল হয়।
  • ব্যাং | 132.167.97.207 | ১১ জুলাই ২০১২ ২৩:০০558526
  • pass away আর pass out এর ব্যবহার একটু আলাদা।
  • kiki | 69.93.208.164 | ১১ জুলাই ২০১২ ২৩:০১558527
  • ঃ)

    পরের ট্রিপ সুখের হউক।

    রানারা
  • Zzzz | 152.176.84.188 | ১১ জুলাই ২০১২ ২৩:১৪558528
  • অসাধারণ।

    ইয়ে জনস্বার্থে দোরজির সেই মন খুশ করে দেওয়া গান শেয়ারিত হোক ঃ)
  • সিকি | 132.177.2.130 | ১১ জুলাই ২০১২ ২৩:৪০558530
  • মাঝে মাঝে তলদেশ দিয়ে গ্যাস পাস আউট করি, কিন্তু মরণার্থে পাস আউট, নাঃ, কক্ষনো ইউজ হয় না।

    ক্যাম্পাসিং দিব্যি চলে। ঠিক কি ভুল জানি না, তবে বেশ চালু শব্দ।
  • সিকি | 132.177.2.130 | ১১ জুলাই ২০১২ ২৩:৪১558531
  • গান মেলে পাঠিয়ে দেব। এখন ফ্যাসবুকে ছবি তোলা নিয়ে হিমসিম খাচ্ছি।
  • a x | 138.249.1.202 | ১২ জুলাই ২০১২ ০০:৫১558533
  • passed away মানে মারা গেছেন। passed out মানে অজ্ঞান হয়েছেন।
  • bb | 127.195.163.159 | ১২ জুলাই ২০১২ ০৮:১৬558534
  • ধন্যবাদ প্পন আমিও তাই জানতাম, কিন্তু অনেকে ব্যবহার করে দেখে ধন্ধে পড়ে গেছি ঃ(
    passed out মানে অব্শ্যই মরে যাওয়া, তা সিকি যত অস্বীকার করুণ
  • সিকি | 132.177.2.130 | ১২ জুলাই ২০১২ ০৯:০০558535
  • ক্ষী ঝামেলা। টইটা হাইজ্যাক হয়ে গেল।

    আমি অস্বীকার করিণি :( আমি যেমন শুনেছি তাইই বলেছি।
  • ব্যাং | 132.167.92.110 | ১২ জুলাই ২০১২ ০৯:০৯558537
  • বিবি passed away মানে মরে যাওয়া, অক্ষ যেটা বলল সেটাই ঠিক
  • সিকি | 132.177.2.130 | ১২ জুলাই ২০১২ ০৯:১৬558538
  • গুড়ুম! গুড়ুম!! ঢিচ্‌ক্যাঁও।
  • ব্যাং | 132.167.92.110 | ১২ জুলাই ২০১২ ০৯:২০558539
  • ফুঃ
  • ব্যাং | 132.167.92.110 | ১২ জুলাই ২০১২ ০৯:২১558541
  • সিকি, আমার চৌহানকে দেখে বেশ হ্যান্ডু লেগেছে। বেশ কচি কচি দেখতে। দেখে বোঝাই যাচ্ছে না অত বড় ছেলেমেয়ে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন