এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ বুনো মোষ তাড়ানোর কথা

    π
    অন্যান্য | ১৫ জুন ২০১২ | ৪৪৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:৩৪547792
  • অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স,
    ইন্ডিভিজিউয়াল
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:৫১547793
  • এবার তো সত্যিই কিছু করতে হয়। কিন্তু টাকা নিয়ে করব কী? যদি রেসিডেন্টরা সবাই পার্টিসিপেট করেও এই ড্রাইভে, কে কত ওজনের কোন আইটেম পাঠাচ্ছে, তার হিসেব রেখে তাকে সেই টাকা কে ফিরিয়ে দেবে? দেখা গেল, কেউ এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন টাইপের কাজ করতে রাজি নয়। কোনো একজনও ভলান্টিয়ার নয়। সবাই একে অপরকে ঠেলতে থাকে - "তুই এই ড্রাইভের লিডারশিপ নে, আমি তোকে পিছন থেকে সাপোর্ট করব।" অমন সব সিংহীপ্রাণা মহিলারা এবার গুহায় ঢুকতে থাকেন; অথচ আইটিসি পয়সা দিয়ে রিসাইক্লেবল ড্রাই ওয়েস্ট কিনে নিয়ে যাবে শুনে এনাদেরাই লোভে চোখ চকচক করছিল, জিভ লকলক করছিল।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৪:৫৭547794
  • তবুও এনারা ধান ভানার বদভ্যেসটা ছাড়তে পারেন না। একজন বেজায় ভালো মহিলা, যিনি প্রচুর সমাজসেবামূলক কাজকম্মো করেন, অবসর সময় পেলে একটা চাকরিও করেন, তাঁকে ধরেবেঁধে "তুমি না দেখলে কে আর আমাদের দেখবে" বলে ওনার নরম মনটির সুযোগ নিয়ে ওনাকে ড্রাই ওয়েস্ট কালেকশনের হেড বানিয়ে দেওয়া হয়। ওনারই দায়িত্ব এই ড্রাইভের লজিস্টিক ঠিক করা, মিটিং ডাকা, আইটিসির সাথে কোঅর্ডিনেট করা।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৫:১৫547795
  • প্রথম মিটিংয়েই কুরুক্ষেত্র বেঁধে যায় ভলান্টিয়ার গ্রুপের মধ্যেই। ভলান্টিয়ার গ্রুপ দুই লবিতে ভাগ হয়ে যায়।
    এই কুরুক্ষেত্র লাগার একটা জেনুইন কারণ ছিল। যেটার কথা আগে বলা হয় নি। এই পাড়াতে দশ বছর ধরে প্রতি মাসের প্রথম রোব্বার পুরানো খবরের কাগজ সংগ্রহ করার একটা ড্রাইভ চলছিল। প্রতি মাসের প্রথম রোব্বার প্রতি ব্লকের এক-দুইজন মহিলা লোকের বাড়ি বাড়ি বেল দিয়ে ঘুম ভাঙিয়ে হাতে দড়ি ধরিয়ে দিয়ে যান, আর খ্যানখ্যানে গলায় বলেন , "এই খবরের কাগজগুলো দড়ি দিয়ে বেঁধে লিফটের পাশে আগে রাখুন, তারপর আবার ঘুমোতে যান।"
    লোকজন হাফপ্যান্ট পরে কোনোরকমে টলতে টলতে একমাসের খবরের কাগজের বোঝা দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে ঘুমচোখে লিফটের পাশে রেখে আসে।
    ঐ সব মহিলারা প্রথম রাউন্ডে কুড়িতলার প্রতিটা তলাঅয় প্রতিটি ফ্ল্যাটে বেল দিয়ে দিয়ে খবরের কাগজ বাঁধার দড়ি দিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে প্রতি ফ্লোরে লিফট থামিয়ে খবরের কাগজের বোঝাগুলো টেনে টেনে লিফটে ঢুকিয়ে গ্রাউন্ড ফ্লোরে নেমে আসেন। সেখানে দাঁড়িয়ে থাকে স্থানীয় অনাথ আশ্রমের ভ্যান। সেই ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় প্রতি ব্লকের দেড়শোরও বেশি ফ্ল্যাটের খবরের কাগজ ও ম্যাগাজিন। নিয়ে যাওয়া হয় পাড়ার সামনের রদ্দিওয়ালার দোকানে। সেখানে ওজন করিয়ে রদ্দিওয়ালাকে বেচে দেওয়া হয় সেই পাহাড়্প্রমাণ খবরের কাগজ। প্রায় প্রতি মাসেই এগারো থেকে বারোহাজার টাকা মিনিমাম পাওয়া যায়, বছর দুয়েক হল কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে। ঐ টাকা ভাগ করে দেওয়া হয় আশপাশের বেশি কিছু অনাথ আশ্রমে। প্রায় প্রতি মাসেই অনাথ আশ্রমগুলি এই কন্ট্রিবিউশন পেয়ে থাকে এই পাড়ার থেকে।

    এখন হয়েছে কি, ঐসব মহিলারা যারা মাসের প্রথম রোব্বার আপনার দরজা ধাক্কিয়ে আপনার সুখনিদ্রাটির দফারফা করে দিয়ে অতিষ্ঠ করে মারে, তাদের বেশির ভাগই আবার ঐ ওয়েস্ট ম্যানেজমেন্ট ভলান্টিয়ার গ্রুপের সদস্য।
    ফলে ঐ মিটিংয়ে যেই আইটিসি বলে যে তারা খবরের কাগজও সংগ্রহ করবে এই ড্রাইভে, আর পাড়ার সামনের দোকানের থেকে বেশি রেট দেবে, অম্নি মার মার কাট কাট। খবরদার খবরের কাগজে নজর দেবেন না বলছি! আস্পদ্দা তো কম না!
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৫:২১547796
  • কিন্তু কিছু ব্যাদড়া মহিলা বলে বসেন যে রদ্দিওয়ালাও তো এই কাগজগুলো রিসাইক্লিংয়েই পাঠায়, অথচ আমাদের কম টাকা দেয়, তার চেয়ে বরং আইটিসি নিক ওগুলো আর আইটিসির থেকে আমরা যে টাকা পাব , সেই টাকা যাক চ্যারিটিতে।

    উত্তম প্রস্তাব, সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে তো শুধু খবরের কাগজ নেওয়া হবে না দড়ি বেঁধে। লোকে তো তার সাথে পুরানো টুথব্রাশ, ভাঙা বালতি, কুড়কুড়ের প্যাকেট, এসবও পাঠাবে, সেগুলো নীচে অব্দি টানবে কে? যারা খবরের কাগজ টানতেন এতদিন খুশিমনে, তারাও বেঁকে বসলেন, "পারব না, পারব না, কিছুতেই পারব না। আমাদের তাহলে পেশিবর্দ্ধক ওষুধ কেনার পয়সা দেওয়া হোক"
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৫:৪১547797
  • একজন তো বলে বসেন "আমার বরকে তাহলে একটা ব্যাকাপ বৌ দেওয়া হোক"। আর এই চল্লিশজন মারমুখী মহিলার মধ্যে দুই হাতে কান চাপা দিয়ে ফ্যাকাশে মুখে বসে থাকেন আইটিসির রমাকান্থ আর মুরলী। জনৈক ভলান্টিয়ার ঝগড়াটি লাগানোর অন্যতম হোতা হলেও ঐ দুই ভদ্রলোকের করুণ দশা দেখে আপন মনে হাসতে থাকে আর মনে মনে বাসনা রাখে এরকমই একটা মিটিংয়ে যেখানে চল্লিশজন মহিলা গলা সপ্তমে চড়িয়ে চোখা চোখা বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করেই চলেছেন, থামার কোনো নাম নেই, সেখানে জনৈক তিন পুরুষসিংহকে ছেড়ে দেওয়ার - ব, দুখে এবং আকা।
  • de | 190.149.51.69 | ০৯ নভেম্বর ২০১২ ১৫:৪৩547798
  • প্পন কে বাদ্দিলে? ঃ)) লেখাটা পুরো থ্রিলারের মতো হচ্ছে --
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৫:৪৫547799
  • অবশেষে সিদ্ধান্তয় পৌঁছানো যায় যে খবরের কাগজ সংগ্রহ ড্রাইভ যেভাবে চলছিল, সেভাবেই চলবে। কিন্তু আইটিসির ড্রাই ওয়েস্ট ড্রাইভও চলবে, তার মধ্যে খবরের কাগজ ইনক্লুড করা হবে না। আইটিসির দুইজন যেন ছ্যাঁকা খায়, তারা দুইহাজার ফ্ল্যাটের খবরের কাগজ পাবে না শুনে। তারা এপাড়া থাকে ড্রাই ওয়েস্ট কালেকশনের সবরকম ইচ্ছে হারায়, কিন্তু ঐরকম ভয়াবহ চল্লিশজন মহিলার সামনে মুখ ফুটে সে কথা বলতে পারে না। চুপ করে ঘাড় নেড়ে মেনে নেওয়া ছাড়া তাদের উপায় থাকে না।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৫:৪৬547800
  • এপাড়া থেকে
  • শ্রাবণী | 127.239.15.104 | ০৯ নভেম্বর ২০১২ ১৫:৪৮547802
  • নিয়ে যাও, নিয়ে যাও, গুরুর মেয়েরা চাঁদা তুলে যাতায়াতের ভাড়া দিয়ে দেবে!
    হ্যাঁ, মনে হচ্ছে আমরা সবাই এক জায়গায় থাকলাম না কেন, তাহলে দলে ঢুকে পড়তাম ফর শিওর।
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৫:৫১547803
  • দে, শ্রাবণী ঃ-)))
    এদিকে sch মাঝখান থেকে বাজে বকুনি খেয়ে কেমন স্ট্যাচুমতন হয়ে গেছে। আর সাড়াশব্দ করছে না। ঃ-))
    ও sch আছেন? নাকি মরে গেছেন?
  • de | 190.149.51.69 | ০৯ নভেম্বর ২০১২ ১৬:০২547804
  • শ্চ বেচারা বিছুটির ভয়েই পাইলেচে ঃ))
  • ব্যাং | 132.178.199.176 | ০৯ নভেম্বর ২০১২ ১৬:০৭547805
  • ইতিমধ্যে হয়েছে কি, পাড়ার অ্যাসোসিয়েশনের একজিকিউটিভ কমিটিটা চেঞ্জ হয়ে গেছে। নতুন প্রেসিডেন্ট, নতুন ভাইসপ্রেসিডেন্ট, নতুন সেক্রেটারি, নতুন ট্রেজারার, নতুন জয়েন্ট ট্রেজারার। আর এনারা প্রায় সবাইই ভলান্টিয়ারদের কাজের প্রতি সহানুভূতিশীল। প্রেসিডেন্ট তো খুব বড় সমর্থক। জনৈক ভলান্টিয়ারটি ব,দুখে,আকাকে মিটিংয়ে ছেড়ে দিতে না পারার শোক ভুলতে নিরীহ , ভালোমানুষ সেক্রেটারিকে মিটিং থেকেই ফোন করে বসেন, "এই মিটিংটা খুব ভালো হল, অনেক কিছু শিখলাম। পরের মিটিংয়ে আপানাকে থাকতেই হবে। অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিদ্ধান্ত নেবেন আপনি" পাশের ভলান্টিয়ার ফিকফিকিয়ে হাসতে হাসতে বলেন "তোকে পাথর ছুঁড়ে মারা উচিৎ, জানিস তো!"
  • siki | 24.140.82.133 | ০৯ নভেম্বর ২০১২ ১৬:২৫547806
  • ভাগ্যিস আমার নাম করে নি। খিক :)
  • সায়ন | 111.62.69.98 | ০৯ নভেম্বর ২০১২ ১৭:২০547807
  • তুই! সিংহদের লিস্টে নিজেকে দেখতে চাইছিস!! যা আগে লেজ নিয়ে আয়।
  • siki | 24.140.82.133 | ০৯ নভেম্বর ২০১২ ১৭:৪৩547808
  • তা বটে :) কিন্তু আকাও কি পুসি?
  • kumu | 132.160.159.184 | ০৯ নভেম্বর ২০১২ ১৯:৪০547809
  • এই ছাঃচাঃ ছেড়ে আমি অবিলম্বে লুরু চল্লাম।শ্যামলদা শ্রাবণী/ফরিদা/নেতাইএর বাড়ি যাগ্গে।
  • ব্যাং | 132.167.231.180 | ০৯ নভেম্বর ২০১২ ২১:১৪547810
  • কেউ schকে একটু স্মেলিং সল্ট শোঁকাবে, প্লিজ? বেচারি বিছুটির ভয়ে মুচ্ছো গেছে।
  • siki | 11.38.14.4 | ০৯ নভেম্বর ২০১২ ২১:৫০547811
  • :-)
  • sch | 69.93.200.149 | ০৯ নভেম্বর ২০১২ ২২:২৭547813
  • আজ্ঞে আমি নানা রকম বিছুটিতে শিশুকাল থেকে অভ্যস্ত। আপনি লিখুন - আমি অকারণে বকে ফ্লো-টা নষ্ট করতে চাইছি না - আপনার লেখাটা অনেক important than আমার ভাট বকা - লেখা শেষ হোক - তারপরে জা জিগ্নোর জিগাব
  • সায়ন | 125.184.47.145 | ০৯ নভেম্বর ২০১২ ২২:৪৬547814
  • হাউ অ্যাবাউট জলবিছুটি? অথবা বিছুটিকাচূর্ণ? যা পান্ডবগোয়েন্দারা ব্যবহার করত? আপনি কি বাবলু-বিলু-ভোম্বল-বাচ্চু-বিচ্ছু'দের একজন?
  • sch | 69.93.200.149 | ০৯ নভেম্বর ২০১২ ২৩:২৯547815
  • আজ্ঞে সায়নবাবু আমি বিছুটি খাই - খাওয়াই না। মাত্র আট বছর বয়েসে দোলের সময় মজা করে কেউ বুছিটি দেওয়া রঙ ঢেলে দিয়েছিল - সেই থেকে শুরু - :)
  • সায়ন | 125.184.47.145 | ১০ নভেম্বর ২০১২ ০০:১৮547816
  • ক্ষী সাংঘাতিক! ভেবেই ঘুম উড়ে গেল।
  • ঐশিক | 132.181.132.130 | ১২ নভেম্বর ২০১২ ১৭:৪৩547817
  • ব্যাং দি, তারপরে !!!!!!!
  • sch | 125.184.61.127 | ১৫ নভেম্বর ২০১২ ০৮:৪০547818
  • ????????????????????????????????????????????????????????????
  • ব্যাং | 132.172.245.129 | ১৫ নভেম্বর ২০১২ ০৯:০৮547819
  • এসসিএইচ, আজ এবেলায় একদম সময় হবে না। আজ একটু দৌড়াদৌড়ি আছে। ওবেলায় লিখতে পারি, যদি সময় পাই।
  • প্পন | 190.215.36.140 | ১৫ নভেম্বর ২০১২ ০৯:১৬547820
  • বোঝো! আবার আমাকে নিয়ে টানাটানি কেন বাপু?

    অত ক্যালোরব্যালোর পছন্দ করলে তো একাধিক ভার্যাই রাখতে পারতুম! ;-)
  • dukhe | 212.54.74.119 | ১৫ নভেম্বর ২০১২ ০৯:২২547821
  • কী জ্বালা! দুখে আবার পুসির লিস্টিতে কেন? বরাবরের নিরীহ মানুষ, সাত চড়ে রা নেই - এট্টু পিছিয়ে পড়েছি বলে সেই ফাঁকে ফাঁসিকাঠে তুলে দিতে হবে?
  • ব্যাং | 132.172.245.129 | ১৫ নভেম্বর ২০১২ ০৯:৩৬547822
  • দুখে শুধু এইটুকু ভয় পেয়ে গেল যে একটা ঘরে চল্লিশজন মহিলা একসাথে তারসপ্তকে গলা তুলে মিটিং করছে!
    তাও তো দুখে এখনও এস্টেট ম্যানেজারের সাথে ভলান্টিয়ার গ্রুপের মেয়েদের ঝগড়া দেখে নি।
    একজন দজ্জাল মহিলা চোখ পাকিয়ে বলেন "রাঘবেন্দ্র, আর একটা বাজে কথা বলবে তো, তোমার পকেটে এক্ষুনি হাত চালিয়ে পকেটে যে পাঁইটটা আছে, সেটা বার করে তোমার মাথায় ভাঙব"
    তো আরেক মহিলা হি হি হি করে হাসতে হাসতে বলেন "ওহ মাই গড রাঘবেন্দ্র! ইউ লুক সো সুইট হোয়েনেভার ইউ গেট আপসেট! লুক অ্যাট ইয়োর ফেস! ইট ইজ সো রেড!! মাই গড! আই ফীল লাইক কিসিং অন ইয়োর ক্রিমসন চীকস! হি হি হি। ইট ইজ সো ডিফিকাল্ট টু রেজিস্ট!!! হি হি হি হি"
  • ব্যাং | 132.172.245.129 | ১৫ নভেম্বর ২০১২ ০৯:৩৮547824
  • * দুখে শুধু এইটুকু পড়ে ভয় পেয়ে গেল যে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন