এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • শচীন তেন্ডুলকর - একটি নির্মোহ ব

    Ben Arfa
    নাটক | ১৬ মার্চ ২০১২ | ১১২৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 50.82.180.165 | ১৯ মার্চ ২০১২ ০১:৫৫534551
  • গ্রেগ আর ইয়ান চ্যাপেল কিছু বলেননি? আরো দুজন সর্বকালের সেরা, মানে যাদের কথাই বেদবাক্য? ;)
  • aka | 75.76.118.96 | ১৯ মার্চ ২০১২ ০২:০৪534553
  • আর কার কমেন্ট চাই বললে সুবিধা হয় সার্চ করতে।

  • aka | 75.76.118.96 | ১৯ মার্চ ২০১২ ০২:২০534554
  • গ্রেগ চ্যাপেল আর ইয়ান চ্যাপেলের কথাবার্তা গুরুর কিছু লোকেদের হেব্বি পছন্দ হবে।;)

    আব্দুল কাদির নিয়ে টিমে বক্তব্য বুইলাম না।
  • Tim | 128.173.38.150 | ১৯ মার্চ ২০১২ ০২:২৯534555
  • ওটা এই টইয়ের বিষয়ে না। লেগ স্পিনারের সেকেন্ড স্লটে কেন কাদির, কেন কুম্বলে না সেটাই ভাবছিলাম।
  • umesh | 86.16.128.81 | ১৯ মার্চ ২০১২ ০৩:০৪534556
  • আকা কি সত্যি বিশ্বাস করে যে মার্শাল আর অ্যামব্রোজ এর থেকে ম্যাকগ্রেথ বেটার বোলার।
    মুরলী, কালিস, ড্রাবিড় আর কুম্বলের শর্ট লিস্ট হওয়াও যোগ্যতা নেই!

    যদি তাই বিশ্বাস করে থাকে তাহলে আমি রণে ভঙ্গ দিলাম
  • aka | 75.76.118.96 | ১৯ মার্চ ২০১২ ০৪:১৯534557
  • বোঝো! আমি আমার মতামত কই দিলাম!!! কইলেন যে কোন গ্রেটরা কইছে শচীন অলটাইম গ্রেট, তাদের রেফারেন্স দিলাম।

    লক্ষ্যণীয় হচ্ছে গ্রেটদের বিভিন্ন বিষয়ে মতবিরোধ আছে তা টিম দেখলেই বোঝা যায় শুধু দু একজনের নাম নিয়ে কোন বিরোধ নেই।

    ১। ব্র্যাডম্যান
    ২। শচীন
    ৩। রিচার্ডস

    কয়েইছি গুরুতে তক্কো করতে করতে কবে নিউটনের প্রথম সূত্রও না ডেফিনিশন থেকে প্রুফ করে ফেলি।

    ইয়ান চ্যাপেলের মতন নিন্দুকও কয়েছে এবারে ও শচীনকে পন্টিঙ্গ আর লারার থেকে একটু এগিয়ে রাখবে। শচীন শুধু গুরুর নিন্দুকদের খুশী করতে পারল না।

  • umesh | 86.16.128.81 | ১৯ মার্চ ২০১২ ০৪:৩৫534558
  • রণে ভঙ্গ দেবার আগে আর একবার,
    যে টিম এ ম্যাকগ্রেথ কে বাছাই করা হয় আক্রাম, মার্শাল, অ্যাম্বরোজ এর আগে, কালিস এর মতো অলরাউন্ডার নাম বিবেচনা তে আসে না (১০ হাজার রান, ২৫০ উইকেট)
    মুরলী নাম টাই ভুলে যায়, সেই টিম কে মানতে আমার বেশ কষ্ট হচ্ছে।
    এতো পরিষ্কার পক্ষপাতিত্ব।
    আমি প্রথম বার-ই বলেছিলাম পক্ষপাতিত্ব এর কথা।
  • aka | 75.76.118.96 | ১৯ মার্চ ২০১২ ০৫:৩৭534559
  • একটা টিম লিস্ট দেখে যতটুকু কনক্লুড করা যায় ঠিক ততটাই করা উচিত। কে কেন কি টিম বেছেছে সেই যুক্তিগুলো না শুনলে খুব কিছু বোঝা যাবে না। যেমন আপনি বললেন বয়কটের টিম থেকে হ্যাডলিকে বাদ দেওয়া যায়? আমি জীবনে প্রথম বার হ্যাডলির নাম শুনলাম। বয়কটের কিছু যুক্তি আছে হ্যাডলিকে নেবার। বলেওছেন, এও বলেছেন দিনের শেষে এই টিম ইত্যাদি খানিকটা পার্সোনাল প্রেফারেন্স। যাকে আপনি পক্ষপাতিত্ব বলছেন।

    তো এই লিস্টিগুলো দিয়ে যেটা বলার চেষ্টা করলাম যে পার্সোনাল চয়েজের এলিমেন্টটাকেও নালিফাই করা যায় যদি কেউ সবকটি লিস্টিতে আনডিসপিউটেডলি অ্যাপিয়ার করে। সেরকম নাম তিনটি - ব্র্যাডম্যান, শচীন, রিচার্ডস। লড়তেই পারেন, কতলোকে কত কিই নিয়ে তো রোজ লড়ছে। আমার সময় থাকলে এই স্পোর্ট আমার মন্দ লাগে না। চালিয়ে যাব, সময় পেলেই। :)
  • Tim | 128.173.38.150 | ১৯ মার্চ ২০১২ ০৬:১৫534561
  • রোসো, একখান টই খুলে দিই। :-)
  • aka | 75.76.118.96 | ১৯ মার্চ ২০১২ ০৬:৩২534562
  • ঊমেশকে আর একখানা কথা

    ১৫০০০ রান ৫০ টা সেনচুরি করার পরেও যদি শেষ ২৫ বছরের সেরা টেস্ট প্লেয়ারদের দলে শচীন না আসে তাহলে কালিস না আসায় এত মর্মাহত হওয়ার কি আছে?

    আপনার যেমন কিছু যুক্তি আছে বেনোরও তেমন কিছু একটু যুক্তি আছে। :)

    এক্ষেত্রে আমার যুক্তিটা হল বেনোর লিস্টিটা একটু পুরনো তখনো কালিস কালিস হয় নি। সবাই কি আর শচীন যে টেস্ট খেলার প্রথম দিন থেকেঅল টাইম গ্রেটে যাবার জন্যই তৈরি? কি আর করবেন বলুন?

  • aka | 75.76.118.96 | ১৯ মার্চ ২০১২ ০৬:৪৭534563
  • ঊমেশ, বয়কটের টিম থেকে হ্যাডলিকে বাদ দেওয়া যাবে না কেন?
  • Papiss | 121.241.218.132 | ১৯ মার্চ ২০১২ ১০:১৪534564
  • কে যেন বল্ল এই টইটা চলবে না?
  • ppn | 202.91.136.71 | ১৯ মার্চ ২০১২ ১০:৩০534565
  • আহা, পোলাপানের কথায় কান দিতে নাই। ;-)
  • Bratin | 122.248.183.1 | ১৯ মার্চ ২০১২ ১০:৪৫534566
  • কালকে কোহলি র ইনিংস ট দেখে জাস্ট মন্ত্রমুগ্‌ধ। এই রকম একট বাচ্ছা ছেলে অসাধারন সব শট খেললো। কী টাইমিং। কী রাজসিক ঔদ্ধত্য। আর হাতে সব ধরনের শট।
  • umesh | 80.254.147.148 | ১৯ মার্চ ২০১২ ১৫:৪৮534567
  • হ্যাডলি কে রিনি বেনো-ও শর্ট লিস্ট করেছে।
    হ্যাডলি কে?
    সাদা চামড়া লোকেরা বলে "ব্ল্যাক ব্রাডম্যান"
    আর
    কালো চামড়ার লোকেরা ব্রাডম্যান কে বলে "সাদা হ্যাডলি"

    আর কিছু পরিচয় দেবার আছে?
  • ppn | 202.91.136.71 | ১৯ মার্চ ২০১২ ১৬:১৯534568
  • জর্জ হেডলি? তাই বলো। হ্যাডলি শুনে আমি ভাবছিলাম রিচার্ড হ্যাডলির কথা।
  • sayan | 160.83.96.83 | ১৯ মার্চ ২০১২ ১৬:২৪534569
  • শচিন তেন্ডুলকর আজ শচিন তেন্ডুলকর কারণ গাভাস্কার-পরবর্তী সর্বহারা ভারতীয় তখন আইকন খুঁজছিল। সুতরাং শচিনে লং-টার্ম ইনভেস্টমেন্ট। শচিন কোনও মহান ক্রিকেটার নন, তবে শচিনের থেকে মহানতর কোনও ক্রিকেটার ভারত পায়নি (এখন অবধি)। শচিন "ক্লিকড্‌', যেটা আরও অনেকের ক্ষেত্রে হতে পারত কিন্তু কেন হয়নি সেটা নিয়ে নানা মুনির নানা মত। তবে প্রায় দু'যুগ আগের মানসিকতা আজ অনেক অন্যরকম, এখন সবাই সবকিছু রাতারাতি চায় যে কারণে আরেকটা শচিন উঠে আসা জাস্ট অসম্ভব। তবে একটা ভিরাট কোহলি বা সুরেশ রায়না উঠে আসতেই পারে। আকাদা'র সময় শকট উড টক মোর অ্যাবাউট ইট, যথাসময়ে।
  • aka | 75.76.118.96 | ১৯ মার্চ ২০১২ ১৬:২৬534570
  • জর্জ হ্যাডলির নাম জীবনে প্রথমবার শুনলাম বয়কটের লেখা পড়তে গিয়ে। আনন্দমেলাতেও কোনদিন বেরোয় নি।

    জর্জ হ্যাডলি - ২২টা টেস্ট ম্যাচ, অ্যাভারেজ ৬০ মতন, সেনচুরি ১০টা। খেলেছে শুধু অস্ট্রেলিয়া আর ইন্‌গ্‌লন্ডের বিরুদ্ধে। ইণ্ডিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ ইন্ডিয়াতে তাতে রান ২। তো, তাকে বাদ দেওয়া যায় না কারণ একটা সদা-কালো কনোটেশন আছে বলে।

    কালিসকে বাদ দেওয়া অনুচিত ১০০০০ রান আর ২৫০ উইকেট বলে।

    অথচ যাকে গ্রেটরাও গ্রেট বলে, ব্র্যাডম্যান নিজে বলে আমার মতন খেলে। ব্র্যাডম্যানের দেশের লোক বলে সে ব্র্যাডম্যানের থেকে বেটার প্লেয়ার। যার ১৫০০০ রান, ৫০ টা সেন্‌চুরি আছে কনাসিস্টেন্টলি সমস্ত দেশের বিরুদ্ধে পৃথিবীর প্রায় সমস্ত সারফেসে তাকে শেষ ২৫ বছরের টেস্ট টিমে নেওয়া পক্ষপাতিত্ব। বুইলাম পক্ষপাতিত্বের ডেফিনিশন।
  • ppn | 202.91.136.71 | ১৯ মার্চ ২০১২ ১৬:২৯534573
  • জর্জ হেডলির (হ্যাডলি নয়) নাম কমরেড আগে শোনেননি!!

    যাগ্গে। আমি এখনো আমার বক্তব্যে স্টিক করে থাকবো। ইন্ডিয়া থেকে টেস্টের জন্য একটা স্লট থাকলে হয় দ্রাবিড় নয় গাভাসকার। ওডিআই হলে তেন্ডুলকর হাসতে হাসতে।
  • sayan | 160.83.96.83 | ১৯ মার্চ ২০১২ ১৬:২৯534572
  • ডি: ভারতীয় উপমহাদেশের পাটা রান-ফেস্ট উইকেটে একটা দেড়শ' মারতে কিছুটা ক্যালি লাগে বৈকি কিন্তু পশ্চিম আফ্রিকার স্পঞ্জি উইকেটে বল ঠিকঠাক টাইম করে একটা পুল খেলতে ঘাম ছুটে যায়। এখন সময় নাই, কিন্তু পরে একবার দেখার ইচ্ছা আছে, ভারতীয় মহা রান গেটারদের মোট রানের কত পার্সেন্ট উপমহাদেশ (আর মিডল ইস্ট) এর বাইরে।
  • ppn | 202.91.136.71 | ১৯ মার্চ ২০১২ ১৬:৩৮534574
  • হেডলি এবং গ্রেম পোলক এই দুইজনেরই দুর্ভাগ্য এমন সময়ে জন্মালেন যে আরো টেস্ট খেলা হল না। একজনের জন্য ছিল ওয়ার্ল্ড ওয়ার। অন্যজনের জন্য অ্যাপার্থেইড রেজিম।
  • umesh | 80.254.147.148 | ১৯ মার্চ ২০১২ ১৬:৪৪534575
  • যাকে নিয়ে তুলনা করে ব্রাডম্যান কে বলা হচ্ছে "সাদা হেডলী" তাকে নিয়ে আর কিছু বলার প্রয়োজন হয় কি?
    সে তো ব্রাডম্যানও দুটো দলের সাথেই খেলেছে। তাহলে ব্রাডম্যান বাদ?

    টেস্ট টিম হলে লারা আর দ্রাবিড় সব সময় শচিন এর থেকে কিছুটা এগিয়ে।
    ওয়ান-ডে হলে আলাদা কথা।
  • Raju | 119.192.206.11 | ১৯ মার্চ ২০১২ ১৭:৫৬534576
  • http://cricket.yahoo.com/news/10-real-reasons-to-remember-sachin-tendulkar-in-odis.html

    oporerlinktaakbarbhalokareparedekhun.......

  • aka | 168.26.215.13 | ১৯ মার্চ ২০১২ ১৮:৪৬534577
  • সে তো তেন্ডুলকরকে তো সাদা,কালো, বাদামী নির্বিশেষে গ্রেট বলে টেস্ট কিংবা ওয়ানডে।

    কমরেড আপনার বক্তব্যটা অক্রিকেটিয়। দ্রাবিড় খেলে ওয়ান ডাউন, আর শচীন চার নম্বরে। নো কম্পিটিশন। ন্যান এবারে বাছুন।
  • ppn | 202.91.136.71 | ১৯ মার্চ ২০১২ ১৮:৫২534578
  • এ তো ভালো কথা!

    তার মানে সর্বকালের সেরা ক্রিকেটার ইত্যাদি তকমাও অক্রিকেটিয়। তাই তো? আমার কুনো আফত্তি নাই শচীনকে সর্বকালের সেরা চার নম্বর বলতে।
  • aka | 168.26.215.13 | ১৯ মার্চ ২০১২ ১৮:৫৪534579
  • হ্যাঁ তো, অক্রিকেটিয় তো বটেই। টিম সিলেকশন ক্রিকেটিয় লজিকে, আর অল টাইম গ্রেট একটু বেশি। যার শুরু পরিসংখ্যান থেকে হলেও শেষ পরিসংখ্যানেই নয়। ;)
  • aka | 168.26.215.13 | ১৯ মার্চ ২০১২ ২০:২১534580
  • লারা কেন এগিয়ে থাকবে?
  • Siddhartha | 131.104.241.62 | ১৯ মার্চ ২০১২ ২৩:৫৭534581
  • ঐ কথাটা ব্‌য়্‌রাডম্যান না, সম্ভবত ব্‌য়্‌রাডম্যানের বৌ বলেছিল।

    ডন হলেও, বৌ-য়ের কথা অমান্য করার বুকের পাটা ম্যাক্সিমাম পাব্লিকের-ই থাকে না
  • aka | 168.26.215.13 | ২০ মার্চ ২০১২ ০০:৩৭534583
  • - ব্র্যাডম্যান অন শচীন।

    ঊমেশ বললেন না লারা কেন এগিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন