এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • শচীন তেন্ডুলকর - একটি নির্মোহ ব

    Ben Arfa
    নাটক | ১৬ মার্চ ২০১২ | ১১৪৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:১৫534680
  • হাসাল। ক্রিকেটে নাকি পাইয়ে দেওয়া নাই। শচীন টেস্টে খেলার আগে কটা রঞ্জি ম্যাচ খেলেছে? এক আধখানা হবে। মুম্বাই না হয়ে খেলত মনিপুরের হয়ে, সব ট্যালেন্ট হাওয়া হয়ে যেত। রঞ্জি খেলে খেলে জুতোর শুকতলা খয়ে যেত, টেস্ট টিমের দরজা আর খুলতনা।

    বাবা এর নাম ভারতীয় ক্রিকেট।
  • dukhe | 117.194.228.5 | ১৭ মার্চ ২০১২ ১০:১৬534682
  • শচীনের একটা গল্প বলি । সত্যিমিথ্যে জানি না ।
    মধ্যে এক সময় খুব বাজে ফর্ম যাচ্ছে । নেটে সব ঠিকঠাক, কিন্তু মাঠে রান পাচ্ছে না । সহবাগ, দ্রাবিড় ভালো ফর্মে । শচীন খেয়াল করল প্যাড পরে অনেকক্ষণ বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে ।
    অদ্ভুত প্রতিষেধক চালু করল । রাত আড়াইটেয় অ্যালার্ম দিয়ে উঠত । প্যাড পরে একঘণ্টা চুপচাপ বসে থাকত । তারপর আবার বিছানায়। এই করে নাকি রোগ সেরেছিল ।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১০:১৯534683
  • তেমনই অমল মজুমদার মুম্বাইয়ের হয়ে সারাজীবন রঞ্জিই খেলে গেল অথচ টেস্ট টিমে চান্স পেল না। অথচ একসময়ে শুনেছিলাম অমল মজুমদার নাকি পরের শচীন।

    ধোনির রাজ্য হল ঝাড়খন্ড।
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:২২534684
  • আমার ঠিক মনে নেই, তবে শচীনের প্রথম সেঞ্চুরিটা করতে মনে হয় একশতমর চেয়েও বেশি লেগেছিল। বেশি না হলেও কাছাকাছি তো বটেই। ছেলেটাকে খেলিয়েই যাচ্ছে, খেলিয়েই যাচ্ছে, রান আর করতে পারেনা। ওয়াকার ইউনুসের বল নাকে লাগল সেই নিয়েই কি আদিখ্যেতা। অতটুকু ছেলে ভয় তো পায়নি। এদিকে টেস্টে খেলাচ্ছে, ওদিকে বাচ্চা বলে ডিসকাউন্টও দিতে হবে। মামার বাড়ি আবদার। তো সে যাক, সারা দুনিয়ায় খেলে টেলে, ছড়িয়ে ছিটিয়ে তারপর ইংল্যান্ড না কোথায় গিয়ে একটা সেঞ্চুরি পেল। সবাই হাঁফ ছেড়ে বাঁচল। প্রতিভার প্রতি সুবিচার হল।
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:২৩534685
  • মুম্বাইয়ের আর সে তেজ নাই তো। সে ছিল শচীনের উত্থানের সময়। এবং তার আগে। তখন শুধু দিল্লী আর মুম্বাইয়ের লোকেরাই খেলত। বাকি সব দুধুভাতু।
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:২৬534686
  • এখন কোয়ালিশনের যুগ। ঝাড়খন্ডের ধোনির সঙ্গে দক্ষিণের শ্রীনিবাসনের কোয়ালিশন। এসব হল আঞ্চলিক শক্তির উত্থান। তবে আকা যদি কয় ক্রিকেটে লবিবাজি আর রাজনীতির চূড়ান্ত নেই, তবে শতাব্দীর সেরা রসিকতা করছে।
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ মার্চ ২০১২ ১০:২৯534687
  • গাভাসকারের আইডলসে দুজন ক্রিকেটারের কথা আছে যাদের গাভাসকার বলেছিলেন ওনার দেখা সেরা প্লেয়ারদের মধ্যে পড়েন। দুজনেই মহারাষ্ট্রের, এবং দুজনেই কোনোদিন টেস্টে চান্স পাননি।

    অমল মুজুমদার-ও তাই। রঞ্জীতে হাইয়েস্ট স্কোরার, টেস্টে চান্স পায়নি। সে-ও মহারাষ্ট্রের।

    শুধু বাংলা বা আসাম বঞ্চিত হয় এটা ভাবা চাপের
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:৩১534688
  • শিভালকর আর রাজিন্দর গোয়েল তো? দ্বিতীয়জন কি মুম্বাই?
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ মার্চ ২০১২ ১০:৩৩534689
  • সেরকম-ই তো মনে পড়ছে। হাতের কাছে বইটা নেই অবিশ্যি
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ মার্চ ২০১২ ১০:৩৪534429
  • না হরিয়ানা। উইকি করলাম।

    তাতেও বক্তব্যটা পাল্টায় না। কারণ হরিয়ানা-দিল্লী তখন পাওয়ারফুল লবি
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:৩৪534428
  • হরিয়ানা বা উত্তরপ্রদেশ মনে হচ্ছে। কে জানে।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১০:৩৭534431
  • ঈশানের স্ট্যান্ডার্ডে অজিত আগরকর হল আদর্শ ক্রিকেটার - ফাস্টেস্ট ৫০ উইকেট নিয়েছিল। :))

    ক্রিকেটে লবিবাজি আছে আবার নেইও।

    শচীন, দ্রাবিড়, কুম্বলে, লক্ষণ, ধোনি লবিবাজির ঊর্ধে। দাদার দ্বিতীয় প্রথম চান্সটা লবিবাজি, কিন্তু বাকিটা আর চিন্তা করতে হয় নি।

    কিন্তু শরদিন্দু, আর্শাদ আয়ুব এসব হল লবিবাজি।
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:৩৭534430
  • হ্যাঁ, দিল্লী বা মুম্বাইয়ের অনেক ছেলে চান্স পায়নি বটেক, কিন্তু বাংলা-বিহার-আসামের কেউই চান্স পায়নি। এইটে হল তফাত।
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ মার্চ ২০১২ ১০:৪১534432
  • বাংলা থেকে উত্‌পল চ্যাটার্জি বাদে বাকি পাব্লিকের এগেনে্‌স্‌ট লবি করার অভিযোগ খুব একটা খাটে কি?

    পাতি হিসেব: বাংলা কতবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে, আর মুম্বাই/পাঞ্জাব কতবার? লাস্ট রঞ্জি পেয়েছে প্রবাবলি ১৯৯০ তে, সম্বরণের নেতৃত্বে।

    দলগত পারফর্মান্স যদি এই হয়, সেখান থেকে খুব বেশি প্লেয়ার ভাল খেলে উঠে আসতে পারবে কি না ডাউট হ্যাজ
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:৪২534433
  • গাভাসকারের প্রথম সফর। ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে একদম নতুন একটি ছেলে ওপেন করেছিল।

    গাভাসকর সফল হয়ে যাওয়ায় (প্রথম টেস্টে গাভাসকারের দুটো ক্যাচ পড়েছিল), সেই ছেলেটি আর দ্বিতীয় সুযোগ পায়নি। তার নাম কি কেউ জানে?

    কিন্তু আমি না ঘুমিয়ে খামোখা ক্রিকেট নিয়ে রাত্তির জাগছি কেন? ধুর।
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ মার্চ ২০১২ ১০:৪৩534434
  • গোপাল বোস কি?
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:৪৪534435
  • সম্বরণ নিজেই তো চান্স পায়নি। :)

    না: আন্না। গুন্নাইট।
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:৪৮534436
  • না:। তার নাম জয়ন্তলাল না কি যেন।

    আর আমি লিখবনা লিখবনা লিখবনা।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১০:৪৯534437
  • প্রথম কয়েক বছরে শচীন

    টেস্ট
    =======
    ১৯৮৯ - ৪টে ম্যাচ, অ্যাভারেজ ৩৫.৮৩
    ১৯৯০ - ৭ টা ম্যাচ, অ্যাভারেজ ৪১.৪৪
    ১৯৯১ - ২ টো ম্যাচ, অ্যাভারেজ ১৯.৫০
    ১৯৯২ - ৭ টা ম্যাচ, অ্যাভারেজ ৪১.৯০
    ১৯৯৩ - ৮টা ম্যাচ, অ্যাভারেজ ৯১.৪২

    ওয়ানডে
    ===========

    ১৯৮৯ - ১ টা ম্যাচ, অ্যাভারেজ ০
    ১৯৯০ - ১১ টা ম্যাচ, অ্যাভারেজ ২৩.৯০
    ১৯৯১ - ১৪ টা ম্যাচ, অ্যাভারেজ ৩৪.৭৫
    ১৯৯২ - ৩১ টা ম্যাচ, অ্যাভারেজ ৩৯.১১
    ১৯৯৩ - ১৮ টা ম্যাচ, অ্যাভারেজ ২৪.৫৩

    দিলীপ বেঙ্গসরকারের ওডিআই অ্যাভারেজ ৩৪.৭৩

    কৃষ্ণমাচারী শ্রীকান্তের - ২৯.০১

    ইত্যাদি ইত্যাদি।
  • gandhi | 59.93.246.108 | ১৭ মার্চ ২০১২ ১৪:২৫534440
  • সরি।।।। নির্মোহ ব
  • gandhi | 59.93.246.108 | ১৭ মার্চ ২০১২ ১৪:২৫534439
  • ক্রিকেট খেলাটার নামে নির্মোহ খুল্লেই তো হত
  • ppn | 112.133.206.22 | ১৭ মার্চ ২০১২ ১৭:৩৩534441
  • আকা নাকি মি: গোলদার স্ট্যাট দিয়ে সবকিছু প্রমাণ করে ছাড়বেন।

    ওরে ফাগোল, শচীন কাল স্লো খেলল তো সেঞ্চুরির সময়। তখন আর বল আর থমকে আসছে কোথায়!

    একদিক থেকে ভালোই হয়েছে মাইলস্টোনটা কাল হয়ে গেছে নইলে প্রত্যেক ম্যাচে শচীনের ওপর চাপ থাকত। আশা করি পরের ম্যাচ থেকে নিজের জন্য আর খেলবে না।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১৭:৫৬534442
  • আজকের সেন্‌চুরি নিয়ে কিছু বলি নি। ইন জেনারাল বলছিলাম। বলেছিলাম আজকে কোহলিও স্লো খেলেছে। যারা বলছেন আজ ম্যাচ হারার জন্য শচীনের স্লো খেলা দায়ী তারা কোহলির স্লো খেলা দেখতে পাচ্ছেন না। যে পরিমাণ চাপ তৈরি হয়েছিল। লোকে ভুলেই যাচ্ছিল গত বছরে শচীনের পারফরম্যান্স আসলে বেশ ভালো।
  • umesh | 86.16.128.81 | ১৭ মার্চ ২০১২ ১৮:৪৯534443
  • এরা তো দেখি আমার লেখা পুরো না পড়ে প্যাঁচাল করে।
    আমি বলেছি শচিন ওয়ান-ডে তে গ্রেট ব্যাটসম্যান, কিন্তু টেস্ট এ নয়।
    আর সবাই দেখি শুধু ওয়ান ডে নিয়ে আমায় অ্যাটাক করে।
    ওয়ান ডে তে শচিন সেরা ব্যাটসম্যান সেটা নিয়ে আমারো কোনো সন্দেহ নেয়, শুধু ভালো ফিনিশার নয়।
    শচিনের এরকম অনেক গ্রেট ইনিংস আছে যেখানে শচিনের এই গুনের অভাবে ভারত হেরেছে।
    শচিন টেল-এন্ডার সাথে নিয়ে মোটেই খেলতে পারে না।

    আর টেস্ট ম্যাচ নিয়ে আবার বলছি, অল-টাইম সেরা নয়, নিজের সময়ের-ও সেরা টিমে শচিন জায়গা পাবে না।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১৯:৪৬534444
  • দেখুন এইসব কথা আপনি ছাড়া আর খুব কেউ বলছে না। বয়কট, রিচার্ডস এবং আরও অনেকে শচীনকে অল টাইম গ্রেটদের দলে অটোমেটিক চয়েজ বলে। টেস্টে ১৪০০০ রান, ৫০ টা সেঞ্চুরি তা জাজমেন্টের ওপর কি ই বা বলার থাকে। কাল বয়কটের আর রিচার্ডসের মতামত দিয়েছিলাম, পড়েছিলেন?
  • ppn | 112.133.206.22 | ১৭ মার্চ ২০১২ ১৯:৪৮534445
  • ভারত থেকে একজন ব্যাটসম্যানই অল টাইম ইলেভেনে জায়গা পাবে, টেস্ট ক্রিকেটে, ব্যপারটা যদি এইরকম হয় তাহলে আমার মতে শচীন চান্স পাবে না। আমার পছন্দ সেখানে দ্রাবিড়। শচীন থাকবে পরের ব্যাণ্ডে, যেখানে তার সাথে থাকবে আরো দু'জন - গাভাসকার এবং শেহবাগ।

    হ্যাঁ, ওয়ান ডে হলে অবশ্যই চোখ বুজে শচীন।

    তবে স্লটটা টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য, বোলার বা অলরাউন্ডারের নয়।
  • dukhe | 117.194.239.121 | ১৭ মার্চ ২০১২ ১৯:৫০534446
  • এইসব গ্রেটফেটের দলে বয়কটের মা থাকবেন কি ?
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১৯:৫১534447
  • ভাগ্যিস বয়কটের বোনের কোন খবর জানা নেই। :)
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ মার্চ ২০১২ ২২:৪২534448
  • এসব গ্রেট ফেট নিয়ে তর্কগুলো কিরকম আল্টিমেটলি সিপিএম বনাম টিএমসি টাইপ হয়ে যায়।
  • Tim | 98.249.6.161 | ১৭ মার্চ ২০১২ ২২:৫১534450
  • কিন্তু আকাদার যুক্তিটা অদ্ভুৎ। বিরাট কোহলি আর শচীন এক হলো? মানে, বল থমকে আসছে, অতএব স্লো খেলছে সেটা তো মিডিওকারদের খেলা। গ্রেটরা তো সেখানেও রান করবে।
    পিক ফর্মের সৌরভ পিক ফর্মের শচিনের থেকে বেটার ওডিআই ব্যাট। বলে বলে ম্যাচ জিতিয়েছে। ফিল্ডিংটা ভালো হলে অলটাইম সেরাদের তালিকায় চলে আসতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন