এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নির্মোহ ব সিরিজ - কত নং জানিনা

    pi
    নাটক | ১২ ফেব্রুয়ারি ২০১২ | ৮২৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 75.76.118.96 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৬531998
  • এইত্তো শেষটা বুঝেছি, একটা লিমেরিক।
  • aka | 75.76.118.96 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৭531999
  • আর ইয়ে মৌমাছি পোলেন খায়, সত্যের খাতিরে বললাম। মধুতে পোলেন পড়ল যে।
  • siki | 122.177.201.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৯532000
  • মৌমাছি মোট্টেই মধুপান করে না, মধুটা হল মৌমাছির বমি। :)
  • name | 69.211.15.9 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫০532001
  • সত্যিই, ইন্দ্রাণীকে লেখার পর আর লিখতে ইচ্ছে করছে না। তবু নমস্কার জানিয়ে যাই। আপনাদের বিচার জ্ঞানে বিজ্ঞানে সিরিজে সিরিজে মুখরিত হোক। পিনাকী আমায় যুক্তিরত্ন খেতাব দিয়ে দিয়েছে। সেই যুক্তিগুলো এখনও কেউ কাইন্টার করতে পারে নাই, তাই নিয়ে আমি চন্নু! :-)
    অরন্য (১১:১৩) তাতিন হয়ত আপনাকে কিছু বলছে। ঠিক-ভুল আমি তো বিচার কর্তা নই। এখানে অনেক বিচার কর্তা আছেন, শ্রীরামকৃষ্ণ থেকে পাড়ার ওঝা সকলের সম্পর্কেই মত দিয়ে থাকেন। ওরা সব জানেন। আমি অত জানিনে মশাই।

    আকা (১১:৫৫), গোল্লাটাই নিলাম। অলরেডি সময় পেড়িয়েও গেছে আগের লম্বা লেখাটার জন্য।
    আকা (১২:৪৭), আপনার নাম কি ছোটাই?

    রঞ্জন (১২:১৬) সুমতির প্রার্থনাটা আমার জন্য হয়ে থাকলে ধন্যবাদ। ছেড়ে দিলাম, শ্রীরামকৃষ্ণ টিয়া পাখির গলায় কাঁটা উঠে যাওয়া নিয়ে কি যেন একটা বলেছিলেন। যাগ্গে!

    কেডি (১২:২৪) হ্যাঁ, কথামৃতে খুব ডিটেল বর্ণনা আছে তো! আর, সরলতার উত্তর মনে হয় r2h-এ এই কথার উত্তর দিয়েছি। আপনি বলার অনেক আগেই।
  • name | 69.211.15.9 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৬532002
  • আকা আর সিকি, বাছারা, মৌমাছি, চাষ-পালন আর মধু ব্যবসা নিয়ে একটা রচনা লিখে ফেল তো! আর ভুলবে না যেন, এই উদাহরনের মাধ্যমে আমি ওদের সম্মানসূচক ভাবে দেখলাম কি না সেই বিষয়ে মন্তব্য করতে। প্লাস, কেন আমি এমনি মাছি কত পরিশ্রমী ইত্যাদি ভালো কথা বলে মৌমাছিকে এমনি মাছিদের মত হতে বলি নি -- সেই বিষয়েও চুলচেরা বিচার চাই কিন্তু। বাকি লেখাটা যার বোঝার সে বুঝবে। তোমরা মৌমাছি আর শুধু মাছি বোঝো, কেমন!
    সেম গোজ টু কথামৃত!
  • siki | 122.177.201.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩532003
  • তবে ফ্র্যাংকলি, যে কোনও সময়ে কথামৃতের চেয়ে চেতন ভগত অনেক বেশি ইন্টারেস্টিং। অনেক বেশি ঐশ্বরিক উপলব্ধি হয়। :)

    ডি: (ব্যক্তিগত মত)
  • d | 14.99.201.168 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪532005
  • ইয়ে, আমার খুউব ভুল না হলে, নেম কিন্তুক বাবু নয় কেডি। ;-)
    বহু আগে যে কালে আমি বা-লা পড়তাম সেই কালে উনি সম্ভবত: R নামে লিখতেন। (রঞ্জনা বা অমনি কিছু একটা)। অন্তত লেখার স্টাইল হুব্বহু এক।

  • pi | 72.83.80.169 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪532004
  • মৌমাছি মধু পান করে না ? :o

    ফুলের নেকটার কেও তো মধুই বলে, নাকি ? :(
  • T | 14.139.128.11 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৫532006
  • ভাগ্যিস সিকি একটা 'ডি:' দিল।
  • siki | 122.177.201.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৮532009
  • নেকটারের অ্যাকচুয়াল বাংলা হল মকরন্দ। সেটা মৌমাছির খাদ্য হতে পারে, কিন্তু মানুষের কাছে সেটা ঠিক মধু নয়।
  • siki | 122.177.201.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৮532008
  • dear? ডক্টর রঞ্জন?
  • siki | 122.177.201.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৯532010
  • নাকি R মিসেস রায় / মিস রায় নামে এককালে পরিচিত ছিলেন বা-লাতে?
  • siki | 122.177.201.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১০532011
  • মানে, পরিচয় জানবার কোনও দরকার নেই, না জানলেও চলবে, কেবল দেখছিলাম আমার মাথার ধূসর অপদাত্থোগুলো দ-এর কাছাকাছি যায় কিনা :(
  • d | 14.99.201.168 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১২532012
  • উফ! বেথে!!
    আরে R নামে একজন লিখতেন সম্ভবত: 'রঞ্জনা' নাম। পরে অন্য কোন নাম নিয়ে থাকতে পারেন, জানি না। আরও পরিস্কার করে বললে বলতে হয়
    R|-|- নামে
  • aka | 75.76.118.96 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৪532013
  • মাইরি যেকোন ইন্ডেক্সড ডেটাবেস হার মানবে।
  • siki | 122.177.201.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৭532014
  • আমি আভূমি নত হয়ে কুর্নিশ করলাম দ-কে।

    R|-|- ঋজু ছিল বলে আমি জানতাম। অবিশ্যি ঠিক জানলে আমি তো কব্বেই দ হয়ে যেতাম। :)

    যাউক গিয়া ... যে-ই হোন, লিখুন। পড়ছি। ভালো লাগছে। সেই এক বিরাজিত অন্তরে বাহিরে।

    ( ঐ একটাই পড়েছিলাম, কম্পিটিশনের জন্য। আর পড়ি নাই)
  • aka | 75.76.118.96 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৭532015
  • তবে নেমে যেই হোন, লিখুন, খানিক বাচাল টাইপ ছেলে সব, পোলেন বাদ দিয়ে মকরন্দ খেলেই হল। সিরিয়াসলি বললাম, ঠাকুর আমারে আজ গেলাসে মধ্যে দিয়ে দেখাচ্ছেন তাই হয়ত একটু ঝাপসা দেখছেন আমারে।
  • tatin | 117.197.67.221 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৪532016
  • Epicurus' viewwasthatthereweregods, butthattheywereneitherwillingnorabletopreventevil.Thiswasnotbecausetheyweremalevolent, butbecausetheylivedinaperfectstateofataraxia, astateeveryoneshouldstrivetoemulate;itisnotthegodswhoareupsetbyevils, butpeople

    FortheEpicureans, ataraxiawassynonymouswiththeonlytruehappinesspossibleforaperson.Itsignifiesthestateofrobusttranquilitythatderivesfromeschewingfaithinanafterlife, notfearingthegodsbecausetheyaredistantandunconcernedwithus, avoidingpoliticsandvexatiouspeople, surroundingoneselfwithtrustworthyandaffectionatefriendsand, mostimportantly, beinganaffectionate, virtuousperson, worthyoftrust.
  • omnath | 117.194.198.167 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২১532017
  • R কখনো স্বপ্রকাশ হলে দুখেদা আর ব্রতীনদা আমারে খাওয়াবে নির্ঘাৎ।
  • tatin | 117.197.67.221 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৫532019
  • R কি ঋ? স্বয়ং প্রকৃতি?
  • pinaki | 85.231.137.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪০532020
  • তাতিন, কুন্ডলিনী জাগা ব্যাপারটা নিয়ে একটু বল না। ছোটোবেলায় এসব নিয়ে শুদু অসোব্য খিল্লিই শুনেছি। আসল ব্যাপারটা যে কি তা আর জানা হয় নি।
  • tatin | 117.197.67.221 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৮532021
  • কি খিল্লি?

    সুয়া উড়িল, দেখেছি রূপসাগরে, খাঁচার ভিতর অচিন পাখি ইত্যাদি গানে যে উদ্দীপনার কথা বলা আছে, তাই কুণ্ডলিনী
  • pinaki | 85.231.137.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৪532022
  • আর নেম আপনি লিখুন না। সবাইকে আপনার কথা মানতে হবে এমন তো নয়। কিছু লোক তো দুনিয়ায় থাকবেই যাদের রাকৃ-র কথা ভুলভাল মনে হবে। তাতে এত রেগে যাওয়ার কি হল? এখানে তো রাকৃ-র পক্ষে বলছে এমন লোকও কম নেই। তারা কি রেগে যাচ্ছে? আপনি অযথা একটা আপারহ্যান্ড নেওয়ার চেষ্টা করছেন বলে লোকে আপনার ঠ্যাং টানছে বেশী। রাকৃ ছাড়াও তো দুনিয়ায় প্রচুর বিষয় আছে। সেখানে হয়তো দেখবেন এই রাকৃ বিরোধীদের সাথেই আপনার মতে মিললো। এই যেমন ধরুন যখন সিপিএম হঠানোর মহান দায়িত্ব ছিল, তখন এই দুখেদার সাথে রাকৃ বিরোধীদের ব্যাপক মতে মিলত। এখন আবার এই জ্যোতিষ আর নির্মোহ ব তে একটু তক্ক ঝগড়া হচ্ছে। আবার দুদিন বাদে অন্যত্র কোথাও মতে মিলবে। এসব কে পার্সোনালি ন্যান ক্যানো?
  • pinaki | 85.231.137.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৮532023
  • আরে আমাদের ধারণা ছিল কুন্ডলিনী হল পিটুইটারির মত একটা গ্ল্যান্ড। ক্রমাগত বীর্যধারণ করতে থাকলে নাকি সেই বীর্য ধীরে ধীরে রক্তের মধ্যে দিয়ে মাথার দিকে উঠতে থাকে, তারপর বীর্য পুরোপুরি মাথায় পৌঁছে কুন্ডলিনীতে জমা হলে তাকে বলে কুন্ডলিনী জাগা। তখন নাকি লোকের সুপার পাওয়ার আসে।

    আর উদ্দেপনার ব্যাপারটা বুঝলাম না। এলাবরেট কর।
  • tatin | 117.197.67.221 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩১532024
  • এইটুকুতে লেখা হেভি চাপ। কুন্ডলিনী বিচি আর পোঙার মাঝখানের জায়গায় থাকে। ওখানে একটা নার্ভ এন্ডিং আছে, সেখান থেকে সেন্সেশনকে মস্তিষ্কে নিয়ে যীতে পারলে সেটাই সবচেয়ে বড় সুখানুভূতি বা মহাসুখ। বীর্য ধারণ করলে, কিম্বা কোয়টা ইন্টারেপটাস বারবার করলে, এবং প্রাণায়ম যোগ প্রভৃতিতে ঐ সেন্সেশনটা স্টিমুলেটেড হয়।
    চৈতন্য আবিষ্কার করেন যে কীর্তনের মাধ্যমেও এই জিনিসটা হতে পারে এবং খুব সহজে হয়। সেইজন্য বলেন যে নাম সংকীর্তণই কলির ধর্ম।
    এই সেন্সেশনটা এতটাই আনন্দদায়ক, যে আর সমস্ত কিছু এর কাছে তুচ্ছ হয়ে যায়:
    যখন ঐরূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়
    কিম্বা
    রূপ দেখিলাম নয়নে আপনার রূপ দেখিলাম রে-
    আমার মাঝত বাহির হইয় দেখা দিল আমারে
    চন্দ্র সূর্য নাহি হয়রে ঐ রূপের সমান
    ঐ রূপ দেখিয়া আমার বাঁচেনা পরাণ

    কিম্বা
    দিঢ় করি মহাসুহ পরিমাণ
    লুই ভণই গুরু পুচ্ছই জান
  • i | 124.171.30.88 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৫532025
  • নেম,
    সকালে আমার নিজের একটা পুরোনো লেখা মনে পড়ে গিয়েছিল-ধর্ম/ সংস্কৃতি এই সব নিয়ে বা লাতে লিখেছিলাম। প্রচন্ড রেগে গিয়ে একদম অন লাইন, কোনো এডিটিং না করে লিখেছিলাম-লিখে ভীষণ ভালো লেগেছিল, তবে কোনো কপি রাখি নি বলাই বাহুল্য। সে লেখা উড়ে গেছে আর্কাইভ থেকেও। তো, সেই সময় একজন , মানুষের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন-আমার লেখা নিয়েই, তবে আমাকে সরাসরি নয়।
    আজ সকালে , মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে গুনগুনিয়ে আসলে উস্কে দিচ্ছিলাম তাঁকে-অনেক দিন আগের তাঁকে-মনে হয়েছিল সাড়া পাবো। পেলাম। খুব ভালো লাগল। হয়তও মিলল না আমার সঙ্গে। তাতে কি?
    লিখবেন নিয়মিত। আমাদের আবার দেখা হবে।
    আমাকে ইন্দ্রাণী, ছোটাই-যেমন খুশি ডাকবেন।

    দ -কে একটা কথা বলার আছে। দেখুন, যিনি ইচ্ছে করেই নিজের নাম আড়ালে রাখছেন এবং সেহেতু তিনি পুরুষ কি নারী বোঝা যাচ্ছে না-তাঁর ইচ্ছেকে যেন আমরা মর্যাদা দি।
  • pinaki | 85.231.137.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪২532026
  • তাতিন,
    তার মানে সেই সুখ মেয়েদের পক্ষে পাওয়া সম্ভব নয়?

    আর তোর এই জ্ঞানের সোর্স কি? অজ্জিনাল মালটা কোথায় আছে?
  • tatin | 117.197.67.221 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৩532027
  • দেহতঙ্কেÄর একটা লাইন আছে না? নিতাই ক্ষণেক পুরুষ ক্ষণেক নারী -একলা নিতাই
  • tatin | 117.197.67.221 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৮532028
  • মেয়েদেরও আছে। এক মহিলা গুরু আছেন, তিনি আবার ডাক্তার। এই নিয়ে ফিজিওলজির পেপার লেখেন।
    আমি মূলত: বাউল, তন্ত্রের বই আর গুগল থেকে পড়েছি
  • pinaki | 85.231.137.225 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫০532030
  • তার মানে ঈশ্বর লাভ মানে ঐ দেহসুখ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন