এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃণশক্তি

    ppn
    নাটক | ২৭ ফেব্রুয়ারি ২০১২ | ৫৯৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ মার্চ ২০১২ ১৪:২৮528469
  • বামেরা নির্বোধের মত কাজ করেছিল শুধু এটুকু বললে বামেদের দোষ লঘু করে দেখানো হয়।
    আমরা বামপন্থীরা কি স্বীকার করে নিতে প্রস্তুত আছি যে নন্দীগ্রামে যা হয়েছিল তা আনকন্ডিশনালি অন্যায়? (নো ম্যাটার হোয়াট টিএমি্‌স মাঅবাদিরা কি করেছিল)। শর্তহীনভাবে সরকারকে কন্ডেম করার মত জায়গায় না দাঁড়ালে আমাদের সত্যিকারের শুদ্ধিকরণ হবে না।

    ২০০৭ নভেম্বরের সূর্যোদয়ের কথা বলছি না, ওটাকে কনডেম করব না, ওটা না করলে পার্টির সাধারণ ঘরছাড়া কমরেডরা আমাদের ঘেন্না করতেন।

    কিন্তু ১৪ই মার্চ যা হয়েছে তাতে একটা কমিউনিস্ট পার্টির সমর্থক হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। ট্রাজেডিটা হল, তার পরেও আমরা ঢোঁক গিলেছি, ঘটনার নিন্দে করার আগে দশবার টিএমি্‌স-কে গালি দিয়েছি। তারপর নমো নমো করে ঘটনার নিন্দে করেছি।

    ২০০৬ সালের ডিসেম্বরে সিংগুরে পুলিশ যে গুলি চালিয়েছিল, তার জন্যেও এক-ই ভাবে আমাদের লজ্জিত হওয়া উচিত। শুধু তাই না, কয়েক হাজার বার এটা স্বীকার করা উচিত যে আমরা শুধু বোকামি করিনি, পাপ করেছিলাম।

    সেটা না করে `বোকামী` টাইপ সস্নেহ প্রশ্রয় মাখা সুরে অনুযোগ জানালে সামনের বছরগুলোতে আরো অনেক গাঁ* মারা খাবার জন্য প্রস্তুত থাকুন। মানুষ সহজে বেইমানি ভোলে না। কংগ্রেসের বেইমানি টিএমসি-র বেইমানি ভুলে যায়। কারণ ওদের কাছ থেকে ওটাই এক্সপেক্টেড। বামেদের ক্ষমা করে না। কারণ বামেদের কাছ থেকে বেইমানি এক্সপেক্টেড না।
  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৪:৩৩528470
  • ধুর । সবার কাছেই একই এক্সপেক্টেশন । পক্ষপাতিত্ব করব কেন ?
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ মার্চ ২০১২ ১৪:৩৭528471
  • কে জানে..আমার তো না।

    সাধারণ মানুষেরো নয় বোধ হয়।

    তাই বামেদের নিয়ে এত আশাভংগের কথা শোনা যায়। ৩৪ বছর হয়ে গেল, কেউ কথা রাখেনি টাইপ ভ্যাঁ শোনা যায়। কংগ্রেস টিএমসি হলে থোড়াই শোনা যেত।

    মমতা এত ছড়াচ্ছে। গ্রামে একটুও প্রভাব পড়েছে? বামেরা করলে পাব্লিক গাঁ* মেরে রেখে দিত।

    সব কিছুর কি আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়? :)
  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৪:৪৪528472
  • কেন ? এখন পরিবর্তন হল কই বলে হাহুতোশ শোনেন নাই ? আশাভঙ্গের হাহাকার ? গুরুতেই তো শোনা যায় । আবাপতেও শুনবেন । কত লোকে বলে - সিপিয়েম এই করেছে বলে এরাও করবে? তবে আর তফাৎ কী ?
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৪:৪৫528473
  • সিদ্ধার্থ কয়েকটা ঠিক পয়েন্ট ধরেছে।
    লেফ্‌ট দলগুলোর সঙ্গে বাকী দলগুলোর একেবারে তফাৎ নেই তা নয়। একটা মূল তফাৎ হল, দলের বেটার ইন্টার্ন্যাল ক®¾ট্রাল। এই যে সোমনাথ চট্টোপাধ্যায় বহিষ্কৃত হলেন, সে নিয়ে ড্রামাবাজি, উতোর-চাপান কম। বা, কারাট ভার্সেস বুদ্ধ/বিমান, এসব নিয়ে মিডিয়ায় নাটকের সুযোগ নেই। দলীয় শৃঙ্খলা। এক সময় বিজেপি এরকম ছিল, খুব ডিসিপ্লিন্‌ড পার্টি। এদিক দিয়ে কংগ্রেস একেবারে উল্টো মেরুতে। তিনোমুল তো আরো এক ডিগ্রী ওপরে। টোট্যাল ক্যাওস।
    কিন্তু, সরকারি প্রশাসনিক অপদার্থতা/দুরদর্শিতা, দুর্নীতি/স্বজনপোষন - এসবে ফারাক উনিশ/বিশ।

  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৪:৪৫528474
  • একদিকে লক্ষ্মণ আরেকদিকে মদন । বল মা তারা দাঁড়াই কোথা ?
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৪:৪৯528475
  • দুখে, এই হাহুতাশ গুরুতে, আনন্দবাজারে। ব্যস্‌, ঐ অবধি। সিদ্ধার্থ ঠিকই বলেছে, গ্রামের মানুষের ওপর এই দীনেশ-নাটকের অত প্রভাব নাও হতে পারে। বরং উল্টো - ট্রেনের ভাড়া বাড়িয়েছে বলে দিদি নিজের দলের মন্ত্রীকে বাদ দিয়ে দিয়েছে, দিদি গ্রেট। হয়ে গেল।
  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৪:৫১528476
  • গ্রামের মানুষের ওপর গুলিফুলি না চালালে সিপিয়েম এখনও থেকে যেত । এত ছড়িয়েও । সব ইন্ডাস্ট্রি লাটে তুলেও । মমতার ছড়ানো (প্রধানত: লুজ কমেন্ট) তো নস্যি ।
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৪:৫৬528477
  • দুখে। ঠিক কথা। কিন্তু, লেফ্‌ট দের তো ভুলটাও গুলিয়ে গেছে। ঐতিহাসিক ভুল হয়েছে চাষীর বুকে গুলি। কিন্তু, পার্টি তা মানবে না, পার্টি বলবে ঐতিহাসিক ভুল হল বাসুজীকে পিএম হতে না দেওয়া, বা, কারাটবাবুর ইউপিএ ভেঙ্গে দেবার চেষ্টা।
  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৫:১১528479
  • আর দীনেশ একটি ঘাপলা কেস । মানে ভাড়া বাড়ানোর দরকার থাকতেই পারে - সেটা অন্য তর্ক, কিন্তু মমতা চতুর্দিকে ভরসা দিচ্ছেন ভাড়া বাড়বে না আর আমি তাঁর পার্টির রেলমন্ত্রী হয়ে টু হার আটার সারপ্রাইজ বাজেট বক্তৃতায় ভাড়া বাড়িয়ে দিলাম, তিনি টিভিতে দেখে জানতে পারলেন - তারপর নিজেকে ভগৎ সিং বানালে মুচকি হাসি ছাড়া কিছু দেওয়ার নেই।
  • Du | 117.194.197.126 | ১৮ মার্চ ২০১২ ১৫:২১528480
  • মমতা জানতেন না কিনা সেটাও প্রশ্নচিহ্ন। এমনিতেই এই ইলেকশনের ফলের পর বাজি ধরতে গেলে মমতা কংগ্রেসের সাথে কিছু একটা পাঞ্জা কশবেন এটার পক্ষেই ধরতাম।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৫:২৬528481
  • সিদ্ধার্থ
    আগের অনেক আলোচনাতে আপনাকে দেখিনি। তাই আপনি আমার অবস্থানটা জানেন না। আমি অত্যন্ত পরিষ্কার ভাবে অনেক দিন আগেই জানিয়েছি যে নন্দীগ্রামের ঘটনার পরেরদিনই বুদ্ধ-বিমানের নন্দীগ্রামে গিয়ে হাঁটু মুড়ে মাথা নিচু করে ক্ষমা চাওয়া উচিত ছিল। এবং অবিলম্বে দোষে পুলিশদের এবং স্থানীয় ক্যাডারদের শাস্তি দেওয়া উচিৎ ছিল।

    তবে নিন্দা জানানোর এই দাবীটা কোন অশালীন শব্দ ব্যবহার না করেও জানানো যেত!! কারণ বামপন্থীরা খারাপ শব্দ ব্যবহার করলে সাধারণ মানুষরা সেটাও পচ্ছন্দ করে না।
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৫:২৬528482
  • পিটি,
    কেন কনফিউশন, তার অনেক উদাহারণ আছে।
    যেমন,

    ১৯৬৯ এ ইন্দিরা ব্যাংক রাষ্ট্রায়ত্তকরন করল - স্ট্রিক্ট নো টু প্রাইভেটাইজেশন।

    আর এই ১৯৬৯-এই কংগ্রেস ভেঙ্গে দুটুকরো হয় - কংগ্রেস(আই - ইন্দিরা), আর কংগ্রেস (ও) (মোরারজি, যা পরে জনতা দল হয়)। এই ভাঙ্গনের মূল কারণ ছিল - মোরারজি ইন্দিরার প্রধানমন্ত্রিত্ব মেনে নিতে পারেন নি।

    কংগ্রেস ভেঙ্গে যাবার পর ইন্দিরার হাতে যথেষ্ট সিট ছিল না প্রধানমন্ত্রিত্ব টিঁকিয়ে রাখার জন্যে। তখন সিপিএম সাপোর্ট দেয় ইন্দিরাকে দুবছর।
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ মার্চ ২০১২ ১৫:২৮528483
  • আপনি মানে শুধু আপনি কেন হবেন। গোটা পার্টির কথা বলেছি।

    খারাপ কথা বলার জন্য দু:খিত
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৫:২৯528484
  • তাহলে ভাবুন ইন্দিরা কতটা সোস্যালিস্ট ছিল যে সিপিএম সাপোর্ট দিয়েছিল ইন্দিরার প্রধান্মন্ত্রীত্ব টিঁকিয়ে রাখার জন্যে।
    কনফিউশন কি এমনি হয়েছে :)
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৫:৫৩528485
  • এইবারে বোধহয় অতিসরলীকরণ হচ্ছে!!
  • ranjan roy | 14.97.123.140 | ১৮ মার্চ ২০১২ ১৮:১৪528486
  • ৫০ থেকে ৭০ অব্দি বাম রাজনীতির লোক মানে আলাদা ব্যক্তিত্ব; ভীড়ের মাঝে আলাদা করে চেনা যায়। জীবনযাপনে আর্থিক দিয়ে স্বচ্ছল না হলেও মাথা উঁচু, একটা সার্বিক কল্যাণের চেষ্টা। পার্টির অফিসগুলো সাধারণ মানুষের জন্যে খোলা। একটা নৈতিক এবং সাংস্কৃতিক আভামন্ডিত সব ব্যক্তিত্ব। আশির থেকে ঢল নামতে শুরু হল।
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ২০:০৯528487
  • পিটি-র কাছে বোধহয় কনফিউশনের উত্তর নেই। কেন ১৯৬৯ এ সিপিএম ইন্দিরাকে সাপোর্ট দিল প্রধানমন্ত্রীত্ব র জন্যে।
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ২০:৫২528488
  • রঞ্জনদা,
    ঠিক, বাম রাজনীতিতে স্বচ্ছ লোকজন তুলনামূলকভাবে বেশী ছিলেন। আশির পরেও ছিলেন। আমার ধারনা, আজও কম নেই। পার্টি মেম্বারদের লিস্ট নিয়ে বসলে আজও বোধহয় তৃণমূল বা কংগ্রেসের থেকে বেটার।

    কিন্তু, ভারতবর্ষে বামেদের ওভারঅল ভূমিকা বা পলিসি নিয়ে একটা কনফিউশন ছিল। সেই এম এন রায়-দের আমল থেকেই ছিল। একটা সেমি-সোস্যালিস্ট দেশে অপোজিশন হিসেবে বামেদের ভূমিকা কি, বিশেষ করে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে - এটা কোনোদিন ক্লিয়ার ছিল না।

    ১৯৯০-এর ইকনমিক লিবারাইজেশন-এর পর থেকে দেশে বামেদের প্রয়োজনীয়তা ছিল বেশী। শুধুমাত্র কেন্দ্রের বিরোধীতা, দু-তিনটে রাজ্যে সরকার টিঁকিয়ে রাখার জন্যে নয়, এই যে কাছাখোলা ওপেননেস্‌ , রিলায়েন্স থেকে কোকাকোলা, তথা মার্কেট বা 'বাজার' এর হাতে ক®¾ট্রাল দেওয়া শুরু হল - এসব আল্টিমেট্‌লি করতেই হত, কিন্তু এর একটা চেকপয়েন্ট ভীষন দরকার ছিল। আজও আছে। বামেদের উপস্থিতি সর্বভারতীয় রাজনীতিতে এখন (উত্তর-১৯৯০) বেশী প্রাসঙ্গিক।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ২২:৫২528491
  • lcm: ঘটনাটিকে যখন কনফিউশন হিসেবে সিদ্ধান্ত করেই ফেলেছেন তখন আর অন্যের ব্যাখ্যাতে কি প্রয়োজন। বরঞ্চ আপনার কাছ থেকেই শুনি আপনার ব্যাখ্যা।
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ২৩:০৩528492
  • পিটি,
    ...ভারতের মতন একটি সেমি-সোস্যালিস্ট দেশে ১৯৪৭ থেকে আশির দশক অবধি অপোজিশন হিসেবে বামেদের ভূমিকা... : এখানে যে একটা ন্যাচারাল কনফিউসন আছে এটা কিন্তু ইতিহাস বলছে, আমার নিজের কোনো বক্তব্য নেই এখানে।

    আমার নিজের যেটা মনে হয়, যে, ১৯৯০-এর পর থেকে ভারতে বামেদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আগের থেকে অনেক বেশী, বিশেষ করে এই লাগামহীন বাজার নির্ভরতার সময়।

    ব্যস্‌, এই টুকু।
  • Siddhartha | 131.104.241.62 | ১৯ মার্চ ২০১২ ০০:৩৪528493
  • আমার মনে হয় আমাদের কোথাও গিয়ে একটু ভেবে দেখা উচিত, বামেদের সমালোচনাটা কি কন্সিসটেন্ট হচ্ছে?

    মানে, সিপিএম ধোয়া তুলসিপাতা আমি বলছি না, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়েও প্রচুর ইনকন্সিস্টেন্সি দেখি।

    আমাদের কমি পার্টির ইতিহাস, লরাই, সরকার গঠন, নক্সালপন্থা, বামফ্রন্ট এই সব কিছু মিলিয়ে একটা অতিকথার জন্ম দিয়েছে। আমাদের সামাজিক সাংস্কৃতিক জীবনে এই অতিকথার চাপ মারাত্মক। পক্ষে এবং বিপক্ষে দাঁড়িয়েই।

    এখন সেটাকে কেউ অস্বীকার করতেই পারেন। কিন্তু গ্রান্ড ন্যারেটিভকে রিফিউট করতে গেলেও যে থিওরাইজেশন দরকার, সেগুলো বিরোধীদের কাছে নেই।
  • PT | 203.110.247.221 | ১৯ মার্চ ২০১২ ১৩:৩২528494
  • আমার তো মনে হয় ইন্দিরাকে সমর্থন করে সিপিএম মোটেই ভুল করেনি সেই সময়ে - কেননা ইন্দিরার বিপক্ষে যারা ছিল তাদের রাজনৈতিক চরিত্র সেই টাইম ফ্রেমে মোটেই ইন্দিরার থেকে বেশী ভাল ছিল না।

    siddharth-র 12:34 AM-এর পোস্টিং এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য। মাঝে মাঝে মনে হয় যে সমর্থকদের চাইতে বিরোধীরা বামদল গুলো সম্পর্কে অতিকথন করেছে অনেক বেশী। যে কারণে সাধারণ মানুষের মনে বমদল বা বামকর্মীদের সম্পর্কে প্রত্যাশা একটা অবাস্তব জায়গাতে চড়ে বসেছে। এবং সেই প্রত্যাশাটা বাঙালী মধ্যবিত্তের দ্বিচারিতা আর ভিক্টোরিয়ান ভ্যালু সিস্টেমের ককটেল জাতীয় কিছু।অথচ বাম বিরোধীরা এই কথাটা এর আগে কেউ এরকম পরিষকার করে বলেনি: India has been an extremely unequal society for thousands of years. http://www.rediff.com/business/report/interview-jahangir-aziz-jpmorgan-india-has-always-been-an-unequal-society/20120319.htm

    যেন জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে সব পাল্টে যেত, কিংব কারাট একাই ভিলেন - তার জন্যেই সিপিএমের এই হাল। যে দেশে মায়াবতী ৮ বছরে সম্পত্তি ১১ কোটি থেকে ১১১ কোটি বানিয়ে ফেলে সেখানে অনুজ পান্ডের ভাইদের একটা সাধারণ দোতলা বাড়ি করাপশনের উদাহরণ হয়ে দাঁড়ায়।

    সব চাইতে হাস্যকর সেই বহু কথিত আর চর্চিত তত্ব - বামেরা নাকি ভারতে কম্পিউটার আসা আটকে দিচ্ছিল। ভাগ্যিস পুণাতে চাকরীর জীবন শুরু করেছিলাম ১৯৯১ সালে- তাই জানতে পেরেছিলাম যে পুণার কেন্দ্রীয় সরকারী অফিসেও ৯০ দশকের শেষের আগে কম্পুর ভালমত ব্যবহার শুরুই হয়নি!!
  • Bratin | 122.248.183.1 | ১৯ মার্চ ২০১২ ১৩:৩৬528495
  • PT দা তাতে কী বাম সরকারের কম্প্যু বিরোধী আন্দোলন মান্যতা পাচ্ছে? :-))
  • dukhe | 122.160.114.85 | ১৯ মার্চ ২০১২ ১৩:৪২528496
  • জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলেই সব পাল্টে যেত, সিপিয়েম ৩৪ এর জায়গায় ৬৪ বছর থাকলে পৃথিবী স্বর্গ হত - এগুলো গাঁজা । সব দলই হরেদরে এপিঠ আর ওপিঠ ।
  • Bratin | 122.248.183.1 | ১৯ মার্চ ২০১২ ১৩:৪৪528497
  • দুখের প্রাণে কি ভয় নেই?
  • lcm | 69.236.163.198 | ১৯ মার্চ ২০১২ ১৩:৪৫528498
  • সিপিএম ভালো। বাকীরা বাজে।
  • lcm | 69.236.163.198 | ১৯ মার্চ ২০১২ ১৩:৪৬528499
  • সিপিএম কোনো ভুল করে না।
  • Bratin | 122.248.183.1 | ১৯ মার্চ ২০১২ ১৩:৫১528500
  • এই রে, lcm দা converges into probabilityPT দা !!! :-(((
  • PT | 203.110.247.221 | ১৯ মার্চ ২০১২ ১৩:৫৬528502
  • কিন্তু ভুলটা কি সেটা তো খোলসা করে জানাচ্ছেন না - আর সেই কারণে তাহলে ঠিক অবস্থানটা কি হত সেটাও বোঝা যাচ্ছেনা। সে যদি বলেন তাহলে আমাদের দেশে ঠিকতম বাম দল হচ্ছে - এসিউসি - যারা বরাবার সাইডলাইনের বাইরে বসে সকলের সমালোচনা করে গেল। কিন্তু সেও শেষপর্যন্ত সিপিএমি লাইন ধরে কংগ্রেসের অপভ্রংশ দিদির দলের ছায়ায় আশ্রয় নিল।

    ব্রতিন: কম্প্যু বিরোধীতা কেন্দ্রীয় সরকারের নীতির অংশ ছিল। শুধু বাম নয়, প্রায় সমস্ত ট্রেড ইউনিয়ন এর বিপক্ষে ছিল। বদনামটা শুধু - "কোথায় যেন হয়নি বৃষ্টি/ তার জন্য দায়ী কমুনিস্টি"-র লাইন ধরে শুধু বামেদের হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন