এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃণশক্তি

    ppn
    নাটক | ২৭ ফেব্রুয়ারি ২০১২ | ৬০৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ben Arfa | 121.241.218.132 | ১৬ মার্চ ২০১২ ১৩:৩৪528403
  • সুমন চট্টো (সাংবাদিক) মনে হয় এই নিয়ে তৃতীয়বার ডিগবাজি খেলো;-)
  • siki | 122.177.11.185 | ১৬ মার্চ ২০১২ ১৩:৪২528404
  • দিল্লির "সকালবেলা' সম্ভবত একদিন প্রতিদিনের ওপর দিয়ে যায়। :-)
  • el d | 220.227.106.153 | ১৬ মার্চ ২০১২ ১৩:৪৬528405
  • ইয়েস সিকি ;-)
  • pi | 72.83.76.34 | ১৬ মার্চ ২০১২ ১৫:৪৮528406
  • দিল্লিতে বসে রাঅদীপ 'একদিন' পড়ে কীক'রে ? এ পেপার তো একপাতার বেশি এগোয়না।
  • el d | 220.227.106.153 | ১৬ মার্চ ২০১২ ১৫:৫৫528407
  • এগোয় এগোয় ! সরকারী ট্যাঁকশাল থেকে এত রেভিনিউ পাচ্ছে এগোবে না মানে ?

    কম্পুটা একটু তেল গিরিস বা লুব অয়েল দিয়ে পোস্কার করলেই এগোবে :)

    টেরাই এগেন

    প্রথমে যে পাতাটা খুলছে সেটার উপর জোরসে একটা লেফট ক্লিক করতে হবে তারপরেই ছোট হয়ে গিয়ে বাকি পেজের লিংক আসবে
  • pi | 72.83.76.34 | ১৬ মার্চ ২০১২ ১৬:১৬528408
  • ৪০৪ খাচ্ছে।
  • pi | 72.83.76.34 | ১৬ মার্চ ২০১২ ১৬:১৯528409
  • পুরানো ইস্যু দেখতে গেলে ৪০৪ দিচ্ছে।
    দিনেরটা এবার দেখা যাচ্ছে। থ্যাঙ্কু।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৬ মার্চ ২০১২ ১৬:২০528410
  • দিব্যি খুলছে - বেশ পাতা ওল্টানোর মত। পাতা ওল্টানোর আওয়াজ দিলে পারতো;-)
  • pi | 72.83.76.34 | ১৬ মার্চ ২০১২ ১৬:২৫528411
  • তা এটা তৃণশক্তি কেন ? এই তো দেখলাম, মহিলাদের উত্যক্ত করায় তৃণমূল কর্মী গ্রেপ্তারের খবরও দিব্বি দিয়েছে।
  • keu na | 116.193.137.88 | ১৬ মার্চ ২০১২ ১৮:১৯528413
  • http://twocircles.net/2012mar16/mamata_nominates_editor_akhbaremashriq_two_other_journalists_rajya_sabha.html - The Trinamool Congress leadership Friday nominated four candidates for the March 30 Rajya Sabha polls, including three journalists from West Bengal.

    Industries Minister Partha Chatterjee announced the names of union minister of state Mukul Roy and journalists Kunal Ghosh, Mohammed Nadim-ul-Haq and Vivek Gupta.

    Ghosh is the associate editor of Bengali daily 'Sangbad Pratidin', Haq Executive Editor of the Urdu daily 'Akhbar-E-Mashriq' and Gupta is the director of Hindi daily 'Sanmarg'.


  • who | 42.110.56.144 | ১৬ মার্চ ২০১২ ১৯:১৭528414
  • আর্পিত আর জয় কি পরের লটে?
  • who | 42.110.56.144 | ১৬ মার্চ ২০১২ ১৯:২০528415
  • * অর্পিতা
  • SC | 150.212.34.132 | ১৬ মার্চ ২০১২ ২০:২২528416
  • এ তো মনে হচ্ছে কাগজের কোটা, পার ভাষা একটা করে সিট।
    আপ্নাদের কারু একদিন পোতিদিনে জানাচেনা আছে? আমার কুঘো, বা কালকের ঐ "মমতার কথা কেউ ভাবে না গো"
    টাইপের লেখা লেখার খুব ইচ্ছে। কেউ এট্টু সুপারিশ করে দেবেন। :)

    জয়, ফয় কে আরও উপরে উঠতে হবে, কুঘোর মতো করে লিখতে শিখতে হবে, মমতার আবেগ বেদনা ফেদনা নিয়ে দু চাল্লাইন কবিতা, নইলে রাজ্যসভা হবে না।
  • S | 99.26.200.89 | ১৭ মার্চ ২০১২ ০৩:৪৬528417
  • আচ্ছা আমাদের ব্রাত্য মাস্টার এখনো দিদিকে একটা অনারারী পি এইচ ডি দিয়ে উঠতে পারলো না। এমন অকর্মন্য রেখে কি হবে বলোতো? রাজারহাটের নাম বাদলে ইস্ট জর্জিয়া করার দাবী রইলো, আর সেখানে যে ইস্কুল হবে সেই ইস্কুল থেকেই দিদি ডক্টরেট পাবেন - না না অনারারী নয় বঙ্গ শিল্প-সাহিত্য-ভাস্কর্য্যে উনার অগাধ কϾট্রবিউশনের জন্যেই উনার পাওয়া উচিৎ। শহরের নাম যখন লন্ডন তার পাশেই ইস্ট জর্জিয়া হতেই পারে।
  • aranya | 144.160.226.53 | ১৭ মার্চ ২০১২ ০৭:৩৮528418
  • কি নির্লজ্জ ভাবে এই পুরস্কার গুলো দেওয়া হচ্ছে, কু ঘো-র মত চাটুকারদের !!
    ঠাট্টা, খিল্লি করছি বটে, কিন্তু খুব খারাপ লাগে।
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৮:৪৮528419
  • ওহ্‌ সব্বাই এত আশ্চর্য হয় ক্যান। চাটুকার লেখক, শিল্পী যেন আগে কেউ দ্যাখে নাই।
  • aranya | 144.160.226.53 | ১৭ মার্চ ২০১২ ০৯:২৬528420
  • হ্যাঁ, বাম রাজত্বেও চাটুকার বুদ্ধিজীবি পোচুর দেখা গেছে, তবে রাজ্যসভায় নমিনেটেড হয় নি বোধ হয়। আর রেলের ঐ যাত্রী স্বাচ্ছন্দ্য না ছাতা মাথা কি একটা কমিটি করেছিল দিদি, পেটোয়া শিল্পী লেখকদের টাকা দিতে - অমন ওপেনলি সিপিএম কিছু করেছিল কি?

  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৯:২৯528421
  • আরে না, আমি শুধু পচ্চিমবঙ্গের কথা বলছি না। দেশ জুড়ে এমন অনেক আছে।
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৯:৩৫528422
  • আরে অত রাখঢাকের কি আছে। সবই তো ওপেন।
    গান্ডেপিন্ডে গুচ্ছের টাকা দিয়ে ভালো ইস্কুলে বা কলেজে অ্যাডমিশন্‌, টাকা দিয়ে লাইন ডিঙিয়ে আগেভাগে হাসপাতালে অপারেশন, লাখ লাখ টাকা দিয়ে বিচারককে ম্যানেজ করে কোর্টে কেস হজম, এমন কি সিনেমার টিকিট-ও লাইন ভেঙ্গে চেনা কাউকে দিয়ে, ট্রেনের টিকিট ভেতরের লোক দিয়ে কিনিয়ে নেওয়া --- সব ওপেন।
    সক্রিয় পেশাদার রাজনীতিকরা সমাজের ৫% পপুলেশন ও নয়। বাকীরা যেরকম ওরাও তেমনই হবেন।
  • SC | 96.235.41.93 | ১৭ মার্চ ২০১২ ১১:৩১528424
  • বাম রাজত্বে একটা মার্ক্সবাদী আদর্শের ঘোমটা ছিলো, তাই অনেক কিছুই বেশ আদর্শবাদী মনে হতো।
    এই পা চাটা লেখাগুলোতে যদি কুঘো চাল্লাইন লেনিন খাওয়াতেন, "আমি আসলে বৃহত্তর বাম ঐক্যের পক্ষে, সামান্য বামপন্থী কর্মী" এসব মশলা মেশাতেন, আর ঠিকভাবে দাড়ি, ধুতি মেন্টেন করতে পারতেন, তাহলে কুঘোকে এতটা খেলো লাগত না। কুঘোর পূর্বসুরিরা এটাই করে এসেছেন। উফ:, সেই আজকালের উত্তর-সম্পাদকীয় গুলো ভুলে গেলে চলবে। তাপ্পর "এই তো সময়", না কি যেন (সেই কাগজটা এখন কেমন আছে কে জানে :( )। তারা কেউই কিন্তু কুঘোর থেকে কিছু আলাদা নয়।
    তবে এটা সত্যি কথা, বিটউইন সিপিএম এন্ড তৃণমুল, আমাদের রাজনৈতিক ডিসকোর্সটাকে কোথায় নামিয়ে এনেছি, ভাবা যায় না।
  • PT | 203.110.243.23 | ১৭ মার্চ ২০১২ ১১:৫১528426
  • এরে কয় নিরপেক্ষ আলোচনা.....
  • S | 99.26.200.89 | ১৭ মার্চ ২০১২ ১১:৫১528425
  • এইধরনের ব্যাপার মানে পাইয়ে দেওয়া কিন্তু অন্য সব রাজ্যেই হয়ে থাকে আর সেটাকেই নেচারাল মনে করা হয়। প:ব: এর ক্ষেত্রে আমরা সেটা ভাবতে পারিনা কেন? বামেদের ঐ ঘোমটাটার জন্যে কি?
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ১২:০১528427
  • আহা, পশ্চিমবঙ্গ ভারতের মধ্যেও তো, সারা দেশে যা হয় পশ্চিমবঙ্গেও তাই হয়। অবশ্য নেতারা/নেত্রীরা মানতে চান না, মরুদ্যান বলে দাবী করেন।
  • p jogai | 123.201.32.216 | ১৭ মার্চ ২০১২ ১২:৪৪528428
  • কুণাল ঘোষ রাজ্যসভা যাচ্ছেন.
  • PT | 203.110.243.23 | ১৭ মার্চ ২০১২ ১৩:১৪528429
  • কুঘ-র আলোচনাতে বামেদের না টানাই যুক্তিযুক্ত। কোন কালেই প: বঙ্গে mainstream-খবরের কাগজের কোন সাংবাদিকই বামেদের পক্ষে কথা বলেনি। সেটা শুধু ৩৪ বছরের ঘটনা নয় - আরও আগে যখন বামেরা ক্ষমতায় ছিল না তখনও বরুণ সেনগুপ্ত এবং আরও অনেকের কাজই ছিল বামেরা কত নচ্ছার এবং মার্ক্সীয় তত্বটাই কত খারাপ সেটা নিয়মিত প্রমাণ করা।

    সম্ভবত: বিবেকানন্দ মুখো একটু অন্যরকম কিছু লিখতেন - তা সে সত্যযুগ কাগজ তো খুব বেশীদিন টেকেনি। আর আজকালে যারা লিখত তারা স্বভাবত:ই বামপন্থী - তার জন্য তাদের দাড়ি বা ধুতি ""মেন্টেন"" করতে হত না। বাম আমলের ""কুখ্যাত"" ব্যক্তিত্ব পবিত্র সরকারকে আমি ১৯৭৫ সাল থেকে জানি। তিনি তখনো অসাধারণ দক্ষতার সঙ্গে ধুতি-পাঞ্জাবী ""মেন্টেন"" করতেন।

    কুঘ-র পক্ষে কোনক্রমেই বামেদের পক্ষে কিছু লেখা সম্ভব নয় - কেননা কাগজের মালিক তাহলে কুঘকে ঘাড় ধাক্কা দিয়ে বিদেয় করবে।

    বাম আমলে যারা কমিটিতে বসত তার একটা তালিকা কোথাও একটা আছে। একটা নাম মনে আসছে: নীরেন চক্কোত্তি - তাঁর বোধহয় চাটুকার হওয়ার প্রয়োজন ছিল না। এবং বামমার্গী হওয়ার কারণে তাঁর কপালে বিশেষ কিছু আলাদা করে জুটেছে বলেও কেউ কোন দিন বলেনি। উল্টে পরিবর্তনের পরে প:বঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিতব্য রবীন্দ্ররচনাবলীর কমিটি থেকে ঘাড় ধাক্কা খেয়েছেন।
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ১৩:২৯528430
  • পিটি-র কথা শুনে যা মনে হচ্ছে, "পাইয়ে দেওয়া' রাজনীতি সেই উনিশ্‌শোব্রিটিশ সাল থেকেই পশ্চিমবঙ্গে আছে, শুধু মাঝে ৩৪ বছরের একটা সময় ছিল যখন পাইয়ে দেওয়া রাজনীতি ছিল না, স্বচ্ছ প্রশাসন ছিল।

    আমার এরকম মনে হয় না । সেই উনিশ্‌শোব্রিটিশ সাল থেকেই দুর্নীতি, ফেভারিটিজ্‌ম সব ছিল। মাঝের ৩৪ বছর ধরেই। এর সাথে বাম-ডান এর বিশেষ সম্পর্ক নেই।

    যারা মনে করে ৩৪ বছরের বাম প্রশাসনে পশ্চিমবঙ্গের সব্বোনাশ হয়েছে তারা ভুল।
    যারা মনে করে ৩৪ বছর কংগ্রেস ক্ষমতায় থাকলে সব্বোনাশ হত, তারাও ভুল।

    কংগ্রেস বা সিপিএম যেই ক্ষমতায় থাকত, হরেদরে ৩৪ বছর বাদে এরকমই হত। যেসব রাজ্যে কংগ্রেস বা বিজেপি বা অন্য দলেরা ৩৪ বছর সরকার চালিয়েছে, তারাও কমবেশী এরকমই আছে। ভারতের বাকি রাজ্যগুলোর থেকে পশ্চিমবঙ্গ সাংঘাতিক রকমের ভালো বা খারাপ কিছুই হয় নি।
  • PT | 203.110.243.23 | ১৭ মার্চ ২০১২ ১৪:১৭528431
  • পিটি সেরকম কোন কথা বলার বিন্দুমাত্র চেষ্টাও করেনি। পিটি শুধু এটাই বলতে চেয়েছে যে খবরের কাগজের মলিকেরা স্বভাবত:ই বাম তত্বের বিরোধী। আমার কৈশোরে যে সংবাদপত্র আমজনতা পড়ত সেগুলোর মালিকরা সেইসব সাংবাদিকদেরই পয়সা দিয়ে রাখত যারা বামেদের গালাগাল দেবে। এটাকে অস্বীকার করা মানে সত্যকে অস্বীকার করা।

    পিটি আরও বলেছে যে ১৯৭৭-এর সময়ে যারা বাম সরকারের চারাপাশে ছিল তারা বেশীর ভাগই ক্ষমতার কোন আকর্ষণ ছাড়াই বাম মার্গী ছিল। এই পাইয়ে দেওয়া নিয়ে অনেক তক্ক হয়েছে গুরুতে। শুধুমাত্র বামেদের মিছিলে যাওয়ার জন্য প্রেসিতে চাকরী পেয়েছে এইরকম শিক্ষকদের তালিকার অপেক্ষাতে এখনো আছি। এমনকি সেই-সময়ে থিয়েটার গান বাজনা করতেন এমন অনেক মানুষই নিছক বাম আদর্শের প্রতি আকর্ষণেই বিভিন্ন অনুষ্ঠান করতেন। এটা শুধু সিপিএমের প্রসঙ্গে বলছি না - এমনকি একটা ছোট বাম দলের ক্ষেত্রেও আমার বক্তব্য প্রযোজ্য।

    এই ফারাক হাজার চেষ্টা করলেও ঘুচবে না। সেইজন্য ""শহীদ-দিবসে"" পাগলুর নাচ-গান করতে হয় তৃণদের অনুষ্ঠানে।

    আলোচনাটাকে ঘেঁটে দিয়ে জোর করে নিরপেক্ষতা দেখিয়ে কিছু প্রমাণ করা যাবেনা। কুঘর মত সাংবাদিকদের চাইতে সোনাগাছীর যৌনকর্মীরা অনেক বেশী সততার সঙ্গে জীবিকা নির্বাহ করে।

  • dukhe | 117.194.239.121 | ১৭ মার্চ ২০১২ ১৯:০৯528432
  • হোপ এইট্টি সিক্সে অবশ্য পাগলুর গানটান হয়নি । ঠিকই ।
  • sda | 117.194.192.118 | ১৭ মার্চ ২০১২ ১৯:৪৬528433
  • দুখেদা :)
  • PT | 203.110.243.23 | ১৭ মার্চ ২০১২ ২০:০৭528435
  • Hope 86 কোন শহীদ দিবস পালন করার জন্য অনুষ্ঠিত হয়নি। যতদূর মনে পড়ছে সম্পুর্ণ entertainment-এর অনুষ্ঠান ছিল। চাইলে সেটিকে সুভাষ চক্কোত্তির ক্ষমতা প্রদর্শন এমনকি বামেদের bourgeois decadence-ও আখ্যা দিতে পারেন। কিন্তু তিনোর শহিদ দিবসের পাগলুর নাচ-গানের সঙ্গে Hope 86-এর প্রতিতুলনাকে তিনোর হয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে মনে হচ্ছে।

    আর আমার পাগলু নিয়ে এমনিতে কোন মতামত নেই - তবে শহীদ দিবসে ইহার ব্যবহার সম্পর্কে প্রবল আপত্তি আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন