এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃণশক্তি

    ppn
    নাটক | ২৭ ফেব্রুয়ারি ২০১২ | ৬০৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ১৪ মার্চ ২০১২ ০১:১৮528630
  • Suvajit
    আমার ওপরে এই নাটকীয় চাপ সৃষ্টি করাটা অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক। আপনার পোস্টিং পড়ে মনে হচ্ছে আপনার মনে ধারনা জন্মেছে যে আমি এই জাতীয় কর্মকান্ডের ""সমর্থনে"" চুপ করে রয়েছি। আপনার ঘটনার উপস্থাপনাটিও চমৎকার। আপনি মদনের কথাটি ধ্রূবসত্য ধরে নিয়ে আমার উদ্দেশ্যে বন্দুক তাক করেছেন। এক ডাক্তারকে হাসপাতালছাড়া করতে দিদির বেশী সময় লাগেনি। যেখানে বর্ধমানে সিপিএমের নেতাদের থেঁৎলে মেরে ফেলতে দু মিনিটও সময় লাগছে না সেখানে মদন যখন সবই জানে তখন সেই বদমাস পুলিশকে সাসপেনড করতে এত সময় লাগছে কেন? পার্ক স্ট্রীটের ধর্ষণ কাণ্ডে যে পুলিশেরা FIR নেয়নি তারাও কি সিপিএমের ঘনিষ্ট ছিল নাকি?
  • a | 208.240.243.170 | ১৪ মার্চ ২০১২ ০৩:৫১528631
  • ছি: তো বটেই, সে সিপিয়েম করুক বা তৃনমূল বা জাস্ট পাড়ার গুন্ডা।

    প্রশাসন কি করছে? এই সব পাব্লিককে স্রেফ তুলে এনে কেলানো উচিত।
  • SC | 96.235.41.93 | ১৪ মার্চ ২০১২ ১০:৩৭528632
  • সুমনের এইসব চিঠি লিখতে যাওয়া রাজনৈতিক হঠকারিতা বলে মনে করি।
    ঐ মঞ্চটা দেখে তো সিপিআইএম দলের প্রতি সহানুভুতিশীল কিছু বুদ্ধিজীবির মঞ্চ বলে মনে হলো।
    পুরোনো মতবিরোধ ভুলে গিয়ে আসুন একসাথে বসি মানে কি?
    নন্দীগ্রামের সময়ে যারা অজুহাতের ঝুলি হাতে বসে ছিলেন, কিংবা তাপসী মালিককে নিয়ে কুরুচিকর নাটক লিখছিলেন,
    তাদের কর্মকান্ড ভোলার তো কোনো প্রশ্নই ওঠে না।

    সুমন লাথ খেয়েছেন,বেশ হয়েছে,আমিও মনে করি। উনি জয়, অর্পিতা হয়ে গেলে কষ্ট লাগত। তৃণমুল না কে ছিন্নমুল না সিপিএম সুমনকে লাথ মারল, ও নিয়ে খুব বেশী চিন্তিত নই। একটা জেনারেশন ওনার গান শুনে বড় হয়েছে। সে গানগুলো মিথ্যে হয়ে গেলে আরও অনেক বেশী ব্যাথা পেতাম। এরকম রাজনৈতিক বাতাবরণে সাধ করে লাথ খাওয়ার মতো লোক আছে, এটাই বড় প্রাপ্তি।(কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে যায়...)

    কিন্তু এইসব মঞ্চ ফঞ্চে গিয়ে আবার ফালতু নিজের নাম খারাপ করছেন। বুদ্ধিজীবিদের তো ভালৈ চেনেন সুমন। এখন কাজের সময়ে কাজী, কাজ ফুরোলেই পাজি। এদের বেশী কাছাকাছি না থাকাই ভালো।
  • Somen Ray | 59.93.194.64 | ১৪ মার্চ ২০১২ ১১:০০528633
  • কবীর সুমনের যে বক্তব্য তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছেন, সেটির সাথে আমি অনেকাংশেই একমত। গোটা দেশ জুড়ে যদি বিভিন্ন রাজনীতিক দল CommonMinimumProgram-এর ভিত্তিতে একমঞ্চে আসতে পারেন, তবে আমাদের রাজ্যের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আপ্‌ৎকালীন পরিস্থিতিতে একসাথে কাজ করতে বাধা কোথায় ?

    যদিও এই প্রবন্ধটিতে কোথাও 'বুদ্ধিজীবী' বা 'বামপন্থী'দের কথা উল্লেখ নেই, তবু কেন জানি না, বেশ কিছু মানুষ হয়ত একটু ভুল বুঝে বসেছেন। শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা যে পন্থীই হয়ে থাকুন না কেন, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এটাই তো স্বাভাবিক। তিনিই তো প্রকৃত শিল্পী, যিনি স্রোতের আর শাসকের বিরুদ্ধে দাঁড়াবার হিম্মত রাখেন।

    সবাই এটা পারেন না... কারণ সবাই কবীর সুমন নন।

    বেশিরভাগ সিপিএমের নেতা-কর্মী কম্যুনিজম কী বস্তু জানেন না। দু:খজনক হলেও এটাই বাস্তব। তারা তাকিয়ে থাকেন আলিমুদ্দিনের দিকে। ঠিক তেমনই, স্‌ৎ তৃণমূল নেতা-মন্ত্রী-কর্মীদের বেশিরভাগ অংশই জানেন না যে তারা কোন পথে চলবেন।

    আলিমুদ্দিন স্ট্রীটের নাম 'পরিবর্তন' হয়ে হরিশ মুখুজ্যে হয়েছে। সিপিএম পরিচালিত সপ্তম বামফ্রন্ট সরকারের শেষে তৃণমূল পরিচালিত অষ্টম বামফ্রন্ট সরকার এসেছে । পরিবর্তন বলতে তো এইটুকুই...

    সেদিন, সপ্তম বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে যদি বহু শিল্পী গর্জে উঠতে পারেন, তাহলে কোন যুক্তিতে তাঁরা অষ্টম বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে একজোট হতে পারবেন না ? শিল্প বিক্রি হয়, শিল্পী বিক্রি হয় না। বহু শিল্পী আছেন আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এই দিনটিতে সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে পথে এসে দাঁড়িয়েছিলেন। মৃণাল সেন রাজপথে এসে পা মিলিয়েছিলেন। আজ যদি তাঁরা মনে করেন যে আরেকবার রাস্তায় নামার প্রয়োজন দেখা দিয়েছে... আমি তো সসম্মানে তাঁদের মানসিকভাবে বরণ করে নেব।

    ফুলেশ্বরের কানোরিয়া জুট মিলে সংগ্রামী শ্রমিক ইউনিয়ানের এক অভূতপূর্ব লড়াইয়ের সময় শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় SSU শ্রমিকের পক্ষে বক্তব্য পেশ করেছিলেন এবং, হ্যাঁ, এবং সিপিএমের তরফ থেকে সেদিন বলা হয়েছিল "ওসব শিল্পী-ফিল্পী দিয়ে কিস্যু হয় না" । এটা নির্বোধ রাজনীতি এবং শিক্ষা-সংস্কৃতির চিরন্তন বিরোধ। রাজনীতিক দলগুলো সর্বদাই চেষ্টা করবে শিল্পী-স্বঙ্কÄ¡গুলোকে পারিতোষিকের মাধ্যমে বশে রাখার। কিছু জায়গায় তারা সফল হবে......... কিছু জায়গায় ব্যর্থ।

    এই রকমের এক রাজনীতি-দলীয় ব্যর্থতার নাম --- কবীর সুমন।

    একজন শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরই একমাত্র এই বক্তব্যের সাথে 'সম্পূর্ণ সহমত' হবার অধিকার আছে, এই বিশ্বাস রেখে এই প্রবন্ধের 'বেশিরভাগ অংশের সাথে' আমি ব্যক্তিগতভাবে সহমত পোষণ করলাম।

    কারণ আমি শিল্পী বা সাংস্কৃতিক কর্মী নই......... কারণ এই রচনা সম্পূর্ণ আমার মত ছা-পোষা কেরানীদের জন্য তৈরী করা নয়......... কারণ আমি এই তালে বিশেষজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়ে কবীর সুমনের মতন প্রতিভাকে নস্যাৎ করার প্রতিযোগিতায় নামিনি...
  • kallol | 119.226.79.139 | ১৪ মার্চ ২০১২ ১১:৫৫528634
  • রাজনীতিতে একটা আপ্তবাক্য চালু আছে শত্রুর শত্রু আমার বন্ধু। সুমন সম্ভবত: এরকম কোন আপ্তবাক্যে আস্থা রাখেন, তাই ঐ মঞ্চের সাথে সহমর্মীতা প্রকাশ করেছেন। এমনিতে সুমনের রাজনৈতিক মতামতে আমার বিশেষ আস্থা নেই। যখন যার বিরোধীতা করেন (হয়তো সঠিক ভাবেই করেন) সেটার বড় খেলো প্রকাশ ঘটান। এটি আমার ব্যাক্তিগত মত। অন্যদের অন্যমত থাকতেই পারে। কিন্তু যে মঞ্চে অনিন্দিতা সর্বাধিকারীর মতো মানুষ থাকেন সে মঞ্চ এড়িয়ে চলাই ভালো।

  • kallol | 119.226.79.139 | ১৪ মার্চ ২০১২ ১১:৫৭528635
  • আর হ্যাঁ। ধর্মঘটি শিক্ষকদের বিষয়ে ব্রাত্যর ভুমিকা বেশ কৌতুহলদ্দীপক। ব্রাত্যর কি হয় দেখা যাক।
  • a | 65.204.229.11 | ১৪ মার্চ ২০১২ ১২:১২528636
  • শেষ পর্যন্ত কল্লোলদাও ব্যক্তিগত আক্রমণে? এ ও দেখতে হল?
  • lcm | 69.236.163.198 | ১৪ মার্চ ২০১২ ১২:২৩528637
  • অনিন্দিতা কে?
  • PM | 195.229.224.10 | ১৪ মার্চ ২০১২ ১২:৩৪528638
  • তৃনমুলী রাজ্যে যে নৈরাজ্য চলছে আমি তার ঘোর বিরোধী। কিন্তু তার মানে এই নয় যে আমি সুমনের সাথে একমত। এখনে অমি "কি বলছের" থেকে " কে বলছে" তাতে বেশী জোর দেবো। সুমন যে জঙ্গল্মহলীয় মাওবাদী রাজ্‌নীতির এজেন্ডা নিয়ে চলছেন আমি তার আরো বড় বিরোধী। একবার চাটু থেকে উনুন-এ পড়েছি, আবার সেই ভুল করতে চাই না।

    যে লোক প্রকশ্যে বলতে পারে রোজ ৫ টা CPM এর লাশ ফেলতে হবে, বা MP হবার পরে বলেন " মমতা যা বলবেন তাই করবো" তার কথার গুরুত্ব সেরকম-ই দেওয়া উচিৎ।

    আমি আম আদমী --- , আমি নাও বুঝতে পারি যে মমতা-মদন জামানায় কি হতে পারে। কিন্তু আমি এক্সপেক্ট করবো যে বুদ্ধিজীবি হিসেবে যিনি আমার থেকে বেশী বোঝেন বলে দাবী করছেন আর আমাকে পথ দেখাবার অধিকারী বলে দাবী করছেন --- তিনি অন্তত বুজবেন যে তিনি আমাকে যা করতে বলছেন সেটার সম্ভাব্য ফলাফল কি? যদি না বুঝেই আমাকে ওস্কান, সেই হঠকারী নৈরাজ্যবাদী রাজনৈতিক মতামত-এর মুল্য আমার কাছে খুব-ই কম---- মানে বাসে ট্রামে যারা শচিনের অবসর নেওয়া উচিত বা উচিত নয় সম্পর্কে গভীর বক্তব্য রাখেন তার চেয়ে বেশী কিছু নয়।

    আমি সুমনের গানের বিরাট ভক্ত। সেই ৯০-৯১ থেকে। মনে করি সুমন বাংলা সাংস্কৃতিক জগতে একটা ফেনোমেনন। তার হাত ধরে বাংলা গান এক নতুন যুগে পা দিয়েছে। কিন্তু এক-ই সাথে সুমনের কনফিউস্‌ড রাজনীতির তীব্র বিরোধী আমি। বুদ্ধিজীবিদের কোনো রাজনৈতিক মঞ্চে সুমনের অবস্থান সেই মঞ্চে র গ্রহনযোগ্যতা কমাবে।

  • PT | 203.110.243.23 | ১৪ মার্চ ২০১২ ১২:৩৮528381
  • অনিন্দিতা আবার কি মহাদোষ করল? আর এক জনকে জানি যার অনিন্দিতাকে ঘোর অপছন্দ - তিনি স্বানামধন্য অর্পিতা ঘোষ। অনিন্দিতা আর অর্পিতা বুনো ওল আর বাঘা তেঁতুল (কে কোনটা কে জানে)। অনিন্দিতার প্রতি অর্পিতার ঘৃণা এতই প্রবল যে টিভির কোন আলোচনাতে দুজনকে ডাকলে অর্পিতা এক টেবিলে বা এক ঘরে বসে না!!
  • PM | 195.229.224.10 | ১৪ মার্চ ২০১২ ১২:৩৮528380
  • কল্লোলদা, আমার আগেই লিখেছেন, দেখি নি। কারন সম্পুর্ন এক না হলেও আপনার বক্তব্যে একমত। সুমন সম্পর্কে আপনার মুল্যয়নেও ক।
  • PT | 203.110.243.23 | ১৪ মার্চ ২০১২ ১২:৪১528382
  • এখন সুমনকে কনফিউসড মনে হচ্ছে কেন? সুমনও তো সেই দলের লোক যারা ভোটের আগে জোর গলায় বলত যে আগে সিপিএম যাক তো তার পরে কি হয় পরে দেখা যাবে। তাহলে তারা কি সবাই কনফিউসড ছিল?
  • PM | 195.229.224.10 | ১৪ মার্চ ২০১২ ১৩:০৫528383
  • অনিন্দিতা কে CPM এর সরাসরি রাজনীতিতে নিয়ে আসা উচিত। তরুন প্রজন্ম হিসেবে। অনেক বুড়োর থেকে ভলো করবে :)
  • kallol | 119.226.79.139 | ১৪ মার্চ ২০১২ ১৩:০৭528384
  • যাচ্চলে, আমি আবার কাকে ব্যাক্তিগত আক্রমণ করলাম? সুমন আর অনিন্দিতা সার্বাধিকারীর নাম নিয়েছি। সুমনের রাজনীতি নিয়ে আমি একমত নই, আজ নয় বহুদিন থেকে যখন সুমন সুভাষ চক্রবর্তির নব আনন্দে জাগোতে গান গাইতো, বামফ্রন্টের হয়ে নির্বাচনী প্রচার করতো তখন থেকেই। ওর বিরোধীতার ধরন আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না।
    আর, অনিন্দিতা তাপসী মালিককে নিয়ে যে কুরুচিকর মিথ্যা প্রচার করেছেন তাতে ওনার সাথে একই মঞ্চে থাকা অসম্ভব। ওকানে আরও অনেকে আছেন যাঁরা সিপিএম ঘেঁষা। সে তো যার যার মতের ব্যাপার। কিন্তু চামচাগিরি করতে একটা ধর্ষনের ঘটনাকে যেভাবে বিকৃত করেছেন অনিন্দিতা সেটা নেওয়া যায় না। সত্যি কথা বলতে কি মমতার পার্ক স্ট্রিটের বা বর্ধমানের ধর্ষণ নিয়ে মন্তব্যের মতোই সমান ঘিনঘিনে।
    কিন্তু আমি তো সুমনের বিয়ে বা টাক, কিংবা অনিন্দিতার পোষাক বা সাজগোজ নিয়ে কিছু বলিনি।
  • xyz | 121.241.218.132 | ১৪ মার্চ ২০১২ ১৩:১১528385
  • শুভজিতের জন্যে
    http://www.anandabazar.com/archive/1120313/13cal1.html
    এই অভিজিত গ্যাং দিদির জয়গান করে ফ্লেক্স টাঙায় কেন? সেটা লুকোয় কে? শুভজিত কি ছ্যা বলবেন?
  • S | 99.26.200.89 | ১৪ মার্চ ২০১২ ১৩:২৯528386
  • এই বিদ্বজন বা বুদ্ধিজীবি বা সুশিল সমাজ - এরা সব ছাতার মাথা। গান গাইলে, কবতে করলে আর নাটকে দুটো পার্ট করলেই কি সব-জান্তা হয়ে যাওয়া যায় নাকি। সব রাজনীতি-অর্থনীতি নিয়ে টিভি চ্যানেলে কপচায় আর মত দেয়। এরা সব নিজেদের আখের গুছানোর তালে থাকে। স্টার হলে লোকে দেখে বেশি তাই তাদের নিয়ে চ্যানেল গুলো মাতোয়ারা। এদের মতবাদকে ঠিক ততটাই দাম দেওয়া উচিৎ যতটা ক্রিকেট নিয়ে মন্দিরা বেদির মতকে।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৪ মার্চ ২০১২ ১৩:৩২528388
  • এই মেরেচে - আরেকটা ক্লোন!
  • kallol | 119.226.79.139 | ১৪ মার্চ ২০১২ ১৩:৩২528387
  • হাজারবার ছ্যা:।
    কিন্তু ঐ খবর অনুযায়ী, এরাই তো গত জামানায়ও সিপিএমএর ছত্রছায়ায় এই সবই করতো। সেই ছ্যা:টা কে দেবে?
  • PT | 203.110.243.23 | ১৪ মার্চ ২০১২ ১৩:৩৯528389
  • সেইজাতীয় অনেকগুলো ""ছ্যা:"" একসঙ্গে জানিয়ে প:বঙ্গের মানুষ বাম সরকারকে রাইটার্স থেকে তাড়িয়ে দিয়েছে মাস দশেক আগে। এখনকার কোন ঘটনার পরিক্ষেত্রে সেই ছ্যা:-এর সন্ধান করতে থাকলে বর্তমানের কুকীর্তিগুলো হয় diluted হয় নয় পরোক্ষে justification পেতে শুরু করে।
  • kallol | 119.226.79.139 | ১৪ মার্চ ২০১২ ১৪:৩৮528391
  • পিটি।
    ঐত্তো, পরের ছ্যা:টাই দেখলে ভায়া, আগেরটা দেখলে না।
    এই মৌকায় এট্টু গুরু তর্পণ করি।
    এক মাতাল, মানে জম্পেশ কালী ভক্ত মাতাল, সক্কাল সক্কাল কালী মার্কা চড়িয়ে, পাঞ্জাবীর পকেটে সামান্য রয়ে যাওয়া মাল সমেত বোতল নিয়ে গেছে কালীবাড়ি। তা, পূজোটুজো সেরে কপালে ইয়াব্বড় সিঁদুরের টিকা ধারণ করে টাল খেতে খেতে পড়বি তো পড় পাড়ার ভচ্চাজমহায়ের সামনে। ভচ্চাজমহায় তাকে দেখেই অগ্নিশর্মা হয়ে মুখ বিকৃত করে বল্লেন
    - মুখপোড়া যমের অরুচি........
    তাতে সে ভাআআআরি দুক্ষু পেল। বল্লে,
    - ভচ্চাজমহায় পকেটেরটাই দেকলেন, কপালেরটা চোকেই পড়লো না।

  • kallol | 119.226.79.139 | ১৪ মার্চ ২০১২ ১৪:৪১528392
  • পিএমের Date:14 Mar 2012 -- 12:34 PM পোস্টে সুমনের গান নিয়ে মন্তব্যে একমত নই।
    এটাই অবশ্য প্রচলিত ধারনা যে সুমন বাংলা গানে নতুন ধারা এনেছেন। আমি এমন মনে করি না।
    সেটা নিয়ে অবশ্য এখানে কথা বলার মানে হয় না। তার জন্য অন্য টই খুলতে লাগে।
  • PM | 195.229.224.10 | ১৪ মার্চ ২০১২ ১৫:০৯528393
  • কল্লোল দা নির্ঘাত মহিনের ঘোড়গুলির কথা বলছেন। সত্যি বলতে কি ঐ সময় (৯০ এর গোড়ায়) আমরা মহিনের কথা জানতাম-ই না। জানলাম যখন সুমনের সুত্রে বাংলা গান নিয়ে চর্চা ফের বিরাট ভাবে শুরু হলো।

    আলচনাটা অন্য কোথাও অবশ্য করবো আপনার সাথে।
  • PM | 195.229.224.10 | ১৪ মার্চ ২০১২ ১৫:১৪528394
  • পুরো প:ব: টাই একটা বিরাট মেট্রো শহর হতে চলেছে :)।।।কলকাতা মেট্রোর প্ল্যান দেখে তাই মনে হচ্ছে :)।
  • PM | 195.229.224.10 | ১৪ মার্চ ২০১২ ১৫:১৫528395
  • শহর্তলীর ট্রেনগুলোকে একটু ঠিক ঠাক করলে হতো না?
  • S | 99.26.200.89 | ১৬ মার্চ ২০১২ ০৯:৩২528397
  • না না চোখ বন্ধ করে মন দিয়ে ভাষণ শুনছে। জত্তসব সিপিএমি চরকান্ত।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৬ মার্চ ২০১২ ১০:১৩528398
  • বেচারা রমেশ। পিসী এবার হামানদিস্তেতে ফেলে ছেঁচবে -

    http://www.telegraphindia.com/1120316/jsp/bengal/story_15257281.jsp

    "Ramesh’s views may not amuse the Trinamul leadership, which has been blaming the previous Left Front government for neglecting the health sector in the state, more so after a series of infant deaths in hospitals."

    RIP Jairam Ramesh;-)

  • dukhe | 202.54.74.119 | ১৬ মার্চ ২০১২ ১০:২৫528399
  • পরের ভোটে কি তবে কং-সিপিয়েম জোট বনাম দিদি ?
  • keu na | 116.193.135.240 | ১৬ মার্চ ২০১২ ১০:৫২528400
  • পরিবর্তনের পরে দলতন্ত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে

    আর সুমন সম্পর্কে কীই বা বলার আছে। যারা মমতাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন এই যেমন কিষেনজী, কবীর সুমন, বা এখানে আমাদের চিরন্তন কল্লোলদারা, কেউ মরেই গেছে, কেউ একঘরে অপমানিত বিতারিত, কেউ কেউ এখনো কৌশলে তক্কটা চালিয়ে যাচ্ছেন :)
  • el d | 220.227.106.153 | ১৬ মার্চ ২০১২ ১৩:২৬528402
  • এদিকে সব দ্বিধা ঝেড়ে ফেলে বাজারে এসে গেছে তৃণশক্তি V 2.0

    নাম হল একদিন

    প্রতিদিনের সঙ্গে পার্থক্য একটাই কু ঘো চুল্লু পাইল করে আর চুপচাপ ফুলে ছাপের আবিষ্কর্তা সুমন চাটুজ্জে একটু বিলিতি মেশায়।

    চামচাগিরি করে প্রাইজ ভালই পাচ্ছে - প্রচারসংখ্যায় চুনোপুঁটি হলেও পাতাভর্তি রেল আর রাজ্য সরকারের বিজ্ঞাপন দাক্ষিণ্য !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন