এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃণশক্তি

    ppn
    নাটক | ২৭ ফেব্রুয়ারি ২০১২ | ৬০৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 115.118.238.168 | ০৮ মার্চ ২০১২ ১৯:০২528597
  • আর মণিপুরে ঘাসফুলের রাতারাতি কোন সংগঠন গজিয়ে ওঠেনি। যেমন অপ্পন বলেছে, কজন বিদ্রোহী কংগ্রেসীদের নিয়ে সীট পেয়েছে। গতবার জামশেদপুরে তো জামানত জব্দ হয়েছিল। ইউপিতে যে ক'টা সীটে দাঁড়িয়েছিল সবকটাতেই জামানত জব্দ হয়েছে মনে হয়। বঙ্গের বাইরে এদের কোন ভবিষ্যত আছে মনে হয় না। কারণ, কোন সংগঠনএবং ভিশন নেই। বঙ্গেও যেভাবে ক্ষমতা নিয়ে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে--।
  • S | 99.26.200.89 | ০৮ মার্চ ২০১২ ১৯:১৮528598
  • হক কথা। তবু তিনোমুল তো অন্তত ঝোপ বুঝে কোপ মারছে, বামেরা তো সেটাও করতে পারেনি।
  • ppn | 112.133.206.22 | ০৮ মার্চ ২০১২ ২০:৫৬528599
  • রঞ্জনদার ইনফরমেশনে গলতা আছে। খুব সম্ভবত। কাগজে পড়েছি (তৃণশক্তি না) মথুরাতে তিনো প্রার্থী মাত্র ২০০০ ভোটে হেরেছেন। বারাণসীতেও ভালো ভোট টেনেছে।

    এইবার সংগঠন ও ভিশনের প্রশ্ন। এইখানে স্লাইটলি বেগ টু ডিফার। সংগঠন গড়ে যেমন সাফল্য আসে, তেমনি সাফল্যের সাথে সাথেও সংগঠন গড়ে ওঠে। একটা অর্গানিক গ্রোথ (প:ব: মডেল) হলে আরেকটা ইনঅর্গানিক গ্রোথ (মণিপুর মডেল)। এখন জাতপাতের রাজনীতির সমীকরণ ডিঙ্গিয়ে ভবিষ্যতে হবে কিনা ভগা জানে। কিন্তু কোন একটা বৃহৎ আঞ্চলিক দলের লেজুড় হিসেবে ছুটকো ছাটকা সাফল্য পেলে সেটা তো খারাপ কিছু না। আমার মনে হয় তার বাইরেও মমতার বৃহত্তর লক্ষ্য হল ২০১৪-এর লোকসভা নির্বাচনের আগে অ-কংগ্রেস অ-বিজেপি একটি জোট গড়ে তোলা এবং সর্ভারতীয় স্তরে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে নিয়ে যাওয়া। অর্থাৎ এতদিন যে ভূমিকা হরকিষেণ সিং সুরজিত বা প্রকাশ করাত পালন করতেন সেইটা সার্থক ভাবে ক®¾ট্রাল সি+ক®¾ট্রাল ভি করে সিপিয়েমকে জাতীয় স্তরে আরো অপ্রাসঙ্গিক করে দেওয়া। এইবার একটি তৃতীয় জোট নির্মাণে ইতিবাচক ভূমিকা নিতে গেলে রাজ্য স্তরে কংগ্রেসকে আরো শক্তিহীন করে দেওয়া দরকার এবং গত ন'মাসের রাজ্য রাজনীতির খতিয়ে দেখলে মমতার সেই অ্যাজেন্ডাই পরিষ্কার হয়ে ওঠে।

    গোষ্ঠীদ্বন্দ্ব, ভিশনের অভাব, তার সাথে ব্যক্তিগত খামখেয়ালিপনা এইগুলি রাজ্যস্তরে গুড গভর্নেন্সের পক্ষে প্রধান অন্তরায়। এইগুলি ভোটার হিসেবে আমরা সবাই জানি। কিন্তু কংগ্রেসি রাজনীতি সংস্কৃতির সাথে পরিচয় থাকলে এইগুলি, বিশেষ করে গোষ্ঠীদ্বন্দ্ব এবং একনায়কতন্ত্র এই বিষয়গুলি খুব একটা অপরিচিত বা অপ্রত্যাশিত লাগে না। আর তিনোমুল কংগ্রেস তো কংগ্রেস ভেঙ্গেই তৈরি হয়েছে।
  • Election Commission | 201.245.167.28 | ০৮ মার্চ ২০১২ ২১:০৩528600
  • মথুরাতে তৃণমূল প্রার্থী নবম স্থানে। প্রাপ্ত ভোট ৫৮১। বেনারস উত্তর কেন্দ্রে অষ্টম স্থানে। প্রাপ্ত ভোট ৭৭৩। বেনারস ক্যান্টনমেন্টে অষ্টম। ভোট ১০০৭। বেনারস দক্ষিণে তৃণমূলের কোনো প্রার্থী ছিল না।
  • pi | 72.83.76.34 | ০৮ মার্চ ২০১২ ২১:০৪528601
  • পে্‌প্‌নর সাথে অনেকটাই ক।
    ক®¾ট্রাল সি ক®¾ট্রাল ভিক ক'রে জাতীয় স্তরে সিপিএম কে অপ্রাসঙ্গিক করে দেওয়া প্রসঙ্গে, FDI কি মূল্যবৃদ্ধি নিয়ে সিপিএম এর অ্যাজেন্ডাগুলো পুরো হাইজ্যাক কো'রে নেওয়া মনে পড়লো। কিন্তু এবারে বন্ধের এরকম বিরিধিতা করে সেই ভূমিকা থেকে কিছুটা সরে এল না কি ?
  • pi | 72.83.76.34 | ০৮ মার্চ ২০১২ ২১:০৬528602
  • EC দাদা/দিদি, বাম দলগুলো কোথায় কত পেয়েছে, একটু বিস্তারিত হিসেব পাওয়া যাবে ?
  • Election Commission | 201.245.167.28 | ০৮ মার্চ ২০১২ ২১:৩১528607
  • তৃণমূল দ্বিতীয় স্থানে মন্ত কেন্দ্রে যেখন থেকে জয়ী হয়েছেন অজিত সিঙের পুত্র জয়ন্ত চৌধুরী। ব্যবধান ১৬০৫৫। সিপিএম দ্বিতীয় স্থানে কোরাওঁ কেন্দ্রে। ব্যবধান ৭৭৭৩।
  • Netai | 122.177.187.185 | ০৮ মার্চ ২০১২ ২১:৩১528605
  • দুজনাই ভুল।
    মথুরাতে তৃণ দ্বিতীয়। জনাব ১৬ হাজার ৫৫ ভোটে হেরেছেন।

    বাকি কোনও কেন্দ্রে দ্বিতীয় স্থানে নেই তৃন।
    http://eciresults.ap.nic.in/Statewises2424.htm
  • ppn | 112.133.206.22 | ০৮ মার্চ ২০১২ ২১:৩৬528610
  • না:, বাবুই। বিবি না। :P
  • Netai | 122.177.187.185 | ০৮ মার্চ ২০১২ ২১:৩৯528611
  • প্রত্যেকে কত ভোট পেয়েছেন জানা যাবে এখানে,
    http://eciresults.nic.in/ConstituencywiseS2482.htm
    তৃণমুল মথুরাতে ৭১ হাজার ভোট পেয়েছে!!!!!
    ডান ওয়েল!!!!
  • party | 201.245.167.28 | ০৮ মার্চ ২০১২ ২৩:১৬528613
  • তৃতীয় ফ্রন্ট নিয়ে এই সমালোচনাটা ইন্টারেস্টিং। বাম পার্টিরা যখন তৃতীয় ফ্রন্ট গড়েছিল তখনও সমালোচনাটা হয়েছিল। তবে উল্টোদিক থেকে। বামপন্থীরা লালু, মুলায়ম, মায়াবতী, জয়ললিতাদের সঙ্গে সমঝোতা করে আদর্শবিচ্যুত হচ্ছেন- এইরকম একটা সমালোচনাটা মোটামুটিভাবে সর্বত্র চালু ছিল। কাজেই তৃতীয় ফ্রন্ট বামদের জন্য শাঁখের করাত- দুদিকেই কাটবে।

    এই ঝোপ বুঝে কোপ মারার বন্দোবস্ত জ্যোতিবাবু ও সুরজিৎরা সফলভাবে করেছিলেন। তার দীর্ঘমেয়াদী ফল এখন দেখা যাচ্ছে। বেশির ভাগ রাজ্যে বাম সংগঠন অস্তিত্বহীনতার ক্রাইসিসে ভুগছে। অন্যের দয়াদাক্ষিণ্যে দুটি এমেলে আর চারটি মন্ত্রী বাগিয়ে যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সাফল্য পাওয়া যায় না বামপন্থীরাই তার সব থেকে বড়ো প্রমাণ। বরং যে সময় প্রাক-নব্বই আমলে যখন বামপন্থীরা অন্ধ্রে বা মহারাষ্ট্রে নিজেদের জোরে জিতেছেন তখন অন্যের কাছে হাত পাততে হয় নি। অন্যের সঙ্গে জোট বাঁধার একটা স্বল্পমেয়াদী সুবিধে পাওয়া যায় ঠিকই, কিন্তু তার দীর্ঘমেয়াদী সুফল পেতে গেলে সংগঠনের কোনো বিকল্প নেই। প্রশ্ন হল বড়ো যে শক্তির সঙ্গে জোট বাঁধা হয়েছে তারা তাদের লাভের গুড়ে ভাগ বসাতে দেবেই বা কেন। বহু রাজ্যে এইভাবে জোটসঙ্গী বড়ো রাজনৈতিক শক্তিরা আস্তে আস্তে বামপন্থী নেতাকর্মীদের গিলে ফেলেছে। গত কুড়ি বছর ধরে এই প্রক্রিয়া সমানে চলেছে। তৃতীয় ফ্রন্ট নামক গাজরটি পচে যাওয়ার ভয়ে কেন্দ্রীয় স্তরে বা রাজ্যস্তরে বামপন্থীরা ট্যাঁ ফোঁ শব্দটুকুও করতে পারেন নি।

    আশির দশকের পরে সর্বভারতীয় রাজনীতিতে একটা বড়ো পরিবর্তন এসেছে। জাতভিত্তিক রাজনীতি চিরকালই ছিল কিন্তু সক্রিয় সোশাল এঞ্জিনীরিঙের ভিত্তিতে নিজস্ব কনস্টিটুয়েন্সি তৈরি করা মণ্ডলোত্তর রাজনীতির বৈশিষ্ট্য। জাতভিত্তিক কোয়ালিশনের এই স্ট্র্যাটেজিক স্পেসে বামপন্থীরা নিজস্ব কোনো পরিসর তৈরি করতে পারে নি। কেন পারে নি তার বিভিন্ন কারণ আছে- কিছুটা ছুঁৎমার্গ, কিছুটা ভাবনার দৈন্যতা, কিছুটা সংগঠনের অভাব ইত্যাদি। কিন্তু যতক্ষণ এই নিজস্ব স্পেস না তৈরি হয় ততক্ষণ অন্যের দয়াদাক্ষিণ্য নিয়ে খুব একটা লাভের লাভ হবে না।

    তৃণমূলের স্ট্র্যাটেজি বামপন্থীদের পক্ষে নেওয়া অসম্ভব। তৃণমূল স্থানীয় স্তরে প্রভাবশালী এবং বিক্ষুব্ধ কংগ্রেসিদের রাজনৈতিক প্রভাব নিজেদের কাজে ব্যবহার করেছে। বামপন্থীদের অপারেটিং মডেলে এই স্ট্র্যাটেজি কোনোভাবেই খাপ খায় না। তৃণমূলের মতো দলের এইরকম কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা নেই। যদি ধরেও নেওয়া যায় যে কারাত-ইয়েচুরিদের মতিভ্রম হল, তাহলেও প্রকাশ কারাত বা ইয়েচুরি- কেউই পলিটব্যুরো কি সে¾ট্রাল কমিটি কি স্টেট কমিটি- কোথাও এই স্ট্র্যাটেজি পাশ করাতে পারবেন না। বরং নিজেদের কোর সমর্থকদের অতিদ্রুত হারাবেন।
  • S | 99.26.200.89 | ০৯ মার্চ ২০১২ ০৮:৩১528614
  • জনতা দল একটা ভালো তৃতীয় শক্তি হতে পারতো, সপা আর বামেদের সাথে নিয়ে অনেকদুর এগোতে পারতো। তা সে দল তো হাজার টুকরো হয়ে গেল।
  • shola the mackem slayer | 121.241.218.132 | ০৯ মার্চ ২০১২ ০৯:৪২528615
  • party-কে বড় ক। মুলায়ম-লালু-মায়াবতী-জয়া-করুণা এদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যালায়েন্সে দীর্ঘমেয়াদী লাভ কিছুই হয়নি। আর যাঁরা আজকে বলছেন মুলায়মের সঙ্গে যাওয়া উচিত ছিলো, তাঁরাই তখন উল্টো কথা বলেছেন, এবং আজকে গেলে সেই উল্টো কথাই বলতেন।
  • kallol | 119.226.79.139 | ০৯ মার্চ ২০১২ ১১:৪৪528616
  • আজকে যা অবস্থা তাতে তৃতীয় ফ্রন্টের চিন্তা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। অঞ্চলে অঞ্চলে (যেখানে সম্ভব) কং-ভাজপা বাদ দিয়ে যারা উঠে আসছেন তারাও এতোটাই পরষ্পর বিরোধী যে তাদের নিয়ে একটা ফ্রন্ট হয় না।
    বামেরা তাদের বাস ধরতে পারেনি প্রায় ৫ বছর আগেই।
    আর বোধ হয় ""সর্বভারতীয়"" রাজনীতি বলে কিছু থাকবে না। আস্তে আস্তে ঠিক ঠাক যুক্তরাষ্ট্রীয় সিস্টেমে চলে যাবে হয়তো - প্রাশাসন ও রাজনীতি।
  • kallol | 119.226.79.139 | ০৯ মার্চ ২০১২ ১১:৫২528618
  • এই মাত্র খবর পেলাম বিজন সেতুর আনন্দমার্গীদের হত্যা কান্ডের (১৯৮২) তদন্ত কমিশন ঘোষনা হয়েছে। আমার চিন্তা ভুল ছিলো। আমি আনন্দিত। প্রকৃত দোষীরা শাস্তি পাক।
  • ranjan roy | 14.97.252.24 | ০৯ মার্চ ২০১২ ১২:০৪528619
  • পার্টিকে খুব বড় করে ক। ভালো অ্যানালিসিস। আগের গুলো আমাদের সবার নী-জার্ক রি-অ্যাকশন।
  • Du | 117.194.192.101 | ০৯ মার্চ ২০১২ ১৮:০৬528620
  • এই টইটাকে বোধ হয় আমিই বিপথগামী করলাম। এটা যে প্রতিদিনের তৃণর জন্য গনশক্তির ভুমিকা পালনের নিদর্শনের জন্য ছিল সেইটা আমি পরে বুঝেছি :(
  • SC | 96.235.41.93 | ১০ মার্চ ২০১২ ০২:১৩528621
  • সুচিত্রা মাহাত আত্মসমর্পণ করলেন।
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১২ ২১:৫৩528623
  • অবশেষে যা হওয়ার তাই হল। মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোকে তৃণমূল কর্মী রাজনৈতিক আশ্রয় দিলেন এবং বিয়েও করলেন। ইতিহাস কি আশ্চর্যজনক ভাবে পুনরাবৃত্ত হয়!!
  • PT | 203.110.246.230 | ১৩ মার্চ ২০১২ ২৩:২৬528626
  • যাদের ঘাড়ে পা দিয়ে তিনি কুয়োর থেকে বেড়িয়ে এসে রাজ্যের মাথায় বসেছেন, তারা একে একে সবাই ঘাড়ধাক্কা খেয়েছে। কাজেই কবির সুমনের কপালে যা ছিল তাই ঘটছে। রাজনীতি অতি কঠিন ঠাঁই - সেখানে ""নাইভ""-দের কোন স্থান নেই। এবার ব্রাত্যর কপালে কি আছে তার অপেক্ষায় থাকা যাক!!
  • kc | 178.61.96.29 | ১৩ মার্চ ২০১২ ২৩:৩০528627
  • বেশ হয়েছে লাথ খেয়েছেন। বেশ হয়েছে। ভুলিনি, রোজ চারটে করে সিপিএম মারার গান,সেইসঙ্গে ওইরকম নৃশংস মুখভঙ্গিমা করে ওই গান করার ভিডিও, ভুলিনি। ভুলবওনা।
  • Suvajit | 120.59.109.17 | ১৪ মার্চ ২০১২ ০০:৪১528629
  • দোলের দিন একটা পুলিশের লোককে কয়েকজন মদ্যপ জাস্ট পিটিয়ে মেরে দিল। পরিবারের ১০-১২ জন লোকজনকে মারধোর করল। একটি মেয়েকে রং মাখাবার আছিলায় মোলেস্ট করল। পুলিশ এফ আই আর নিতে চায়নি, পরে চাপে পড়ে নিয়েছে। হাসপাতালে ভর্তি করতে দেয়নি সেই দুষ্কৃতিরা। এরা এলাকার প্রোমোটার, সাপ্লায়ার, চোলাইবিক্রেতা। সিপিয়েমের ঘনিষ্ঠ। পুলিশের সঙ্গে দহরম মহরম। পুলিশ অফিসার আবার সিপিয়েমের সংঘটনের নেতা।
    http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Minister-talks-tough-but-cop-killers-still-free/articleshow/12241590.cms
    পিটিদা কিছু বলুন। অন্তত একটা ছি: তো এবার শুনি আপনার মুখে।
    সাথে সাথে অন্যরাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন