এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃণশক্তি

    ppn
    নাটক | ২৭ ফেব্রুয়ারি ২০১২ | ৬০৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 173.163.204.12 | ০৭ মার্চ ২০১২ ১২:৪৫528564
  • সিকি কাদের কাদের যেন চায়নার লোক বললো। চায়না দিদিকে চায় না?
  • S | 99.26.200.89 | ০৭ মার্চ ২০১২ ১৩:৪৪528565
  • আজকের পোতিদিনের 'সর্বভারতীয় স্বীকৃতি.....' রিপোর্টের প্রথম লাইনটা হেব্বি: "সর্বভারতীয় স্তরে আগেই বামেদের চেয়ে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল তৃণমূল।'

    এবারে মণিপুরে একটা রেল কারখানা অনিবার্য্য।

    আগে প:ব: টিকিয়ে রাখুক তারপরে ভারত। যা চলছে পরিবর্তন থেকে প্রত্যাবর্তন হতে বেশি সময় লাগবে না।
  • de | 180.149.51.67 | ০৭ মার্চ ২০১২ ১৩:৫১528566
  • যাই হোক না কেন -- মণিপুর ইত্যাদীতে বামেরা সংগঠন তৈরী করার কথা কখনো ভাবেইনি বোধহয়, সেখানে প্রথমেই সাত খানা সিট দিয়ে শুরু করা বেশ ভালৈ বলতে হবে!

    ইদিকে এতোগুলো রাজ্যে ভোট হলো, বামেরা কি কোথাও জিতেছে?
  • pi | 128.231.22.249 | ০৭ মার্চ ২০১২ ১৩:৫৭528568
  • দেদির পয়েন্টটা ভাবার মত।

    বামেরা মণিপুরে কী করেছে ? শর্মিলাদের কীরকম কি সাপোর্ট দিয়েছে ? ওখানে এবং ওঁদের ইস্যু নিয়ে অন্যত্র ?

    করে থাকতে পারে। জানতে চাইছি।
  • S | 99.26.200.89 | ০৭ মার্চ ২০১২ ১৩:৫৭528567
  • না। আমি অন্তত দেখিনি। একসময় Punjab এ কিছু শক্তি ছিলো, সেসব হারিয়েছে। এমনকি এই বাজারে মুলায়েমের সাথে থাকলে কিছু সিট পেয়ে যেতে পারতো, সেও তো করেছে বলে মনে হয় না।
  • shola the mackem slayer | 121.241.218.132 | ০৭ মার্চ ২০১২ ১৩:৫৮528569
  • না। কোনো ক্যালকুলেশন মেলেনি। মুলায়মের সঙ্গে যায়নি তার একটা কারণ হয়তো মুলায়ম ইউপিএ-২-এর বাইরের সমর্থক।
  • de | 180.149.51.67 | ০৭ মার্চ ২০১২ ১৩:৫৯528570
  • এই করাতকল না সরলে আর ভালো কিছু হবে না -- সংগঠন তৈরী করার লোকই নেই!
  • de | 180.149.51.67 | ০৭ মার্চ ২০১২ ১৪:০০528572
  • ইন ফ্যাক্ট আফস্পা নিয়ে বামেদের কি বক্তব্য সেটা জানার আমার খুব আগ্রহ --
  • S | 99.26.200.89 | ০৭ মার্চ ২০১২ ১৪:০০528571
  • আর মণিপুর পুরোপুরি কঙ্গ রাজ্য - তার ফলে সেখানে তৃণমুলের ভালো সম্ভাবনা আছে। বাকি ১২ টা দল মিলে (তৃণ ছাড়া) ১ টা সিট পেয়েছে। এখানে মুল বিরোধী দল এখন তৃণমুল। শুনলাম অরুনাচলে নাকি ৫ জন সিটিঙ্গ এমএলে আছে।
  • shola the mackem slayer | 121.241.218.132 | ০৭ মার্চ ২০১২ ১৪:০১528574
  • আফস্পা নিয়ে বামেরা অনেকদিন (বছর পাঁচেক হবে) থেকেই সরব। মণিপুরেও তাই। তবে লোকজন নিয়ে শর্মিলার সাথে দেখা হয়তো করেনি, যদিও বছরখানেক আগে একবার দেখা করবে এরকম খবর ছিলো। লিঙ্ক আছে, তবে আবার খুঁজতে হবে।
  • shola the mackem slayer | 121.241.218.132 | ০৭ মার্চ ২০১২ ১৪:১১528576
  • প্রথমটা অক্টোবর ২০০৬-এর খবর।
  • S | 99.26.200.89 | ০৭ মার্চ ২০১২ ১৪:১৫528577
  • বামেদের খুব ভালো সম্ভাবানা ছিলো পুর্ব ভারতের রাজ্যগুলোতে। বিহার, ঝাড়খন্ড, তেলেঙ্গানা এরিয়াতে। এমনকি তামিলনাডু, উ:প: বা মহারাষ্ট্র তেও ঠিক ঠাক জোট করে কিছু সিট পেতে পারতো। যেমন মহারাষ্ট্রে একটা ভালো জোট হয় এনসিপি+সপার সাথে। কিন্তু সব দিগ্যজ (জানিনা কি করে লিখবো) নেতারা রয়েছেন। ঐ প:ব:, কেরালা আর ত্রিপুরা নিয়েই একেবারে হাবুডুবু খায়।

    আর একটা দলকে সর্বভারতীয় করতে গেলে তার ইমেজটাকে পাল্টাতে হবে। বাঙ্গালী বাবুদের বসিয়ে রাখলে হবে? আমি মহারাস্ট্রে দেখেছি কিছু ইয়ঙ্গ মারাঠী ছেলেপেলে বেশ বামপন্থী আছে। কিন্তু কোনো অপসান-ই নেই তাদের সামনে। আসলে যে রাজ্যগুলোতে কোনো দল শাসন ক্ষমতায় থাকে সেখানে উন্নতি করে দেখাতে হয়। তাহলে তাদেরকে অন্য রাজ্যের লোকজন একটা অল্টার্নেটিভ হিসেবে দেখবে। যেটা মণিপুরে হয়েছে। কিন্তু প:ব:এ কিছু করতে না পারলে ওখানেও মুশকিলে পরবে তৃণমুল।

    কঙ্গ, ভাজপার বাইরে আজকে কোনো সর্বভারতীয় অপসান নেই - এটা ফিল করার দরকার আছে। বাসাপা সবথেকে বেশি সিটে ভোট লড়ে - ৪০০+ কিন্তু যে উ:প: এ ক্ষমতায় রয়েছে সেখানেই শুধু মুর্তি বানিয়ে কাটিয়ে দিলো - তাকে বাকি ভারতের লোক কেন ভোট দেবে?
  • kallol | 119.226.79.139 | ০৭ মার্চ ২০১২ ১৪:২৩528579
  • এখন সময় বড়ো আঞ্চলিক। কেউই নিজের অঞ্চলের বাইরে ভাবতে নারাজ। কং আর ভাজপার তাই এতো দুর্দশা।
  • S | 99.26.200.89 | ০৭ মার্চ ২০১২ ১৪:২৯528580
  • এই করাত মনে হয় মাটির থেকে ২০০০ ফুট উপর দিয়ে হেলিকপ্টারে করে জনসমিক্ষা করে - নইলে কোনোদিন ঠিকঠাক কিছু করে উঠতে পারলো না। ছিপিয়েমের যবনিকা ইনিই লিখবেন মনে হচ্ছে।
  • dd | 110.234.159.216 | ০৭ মার্চ ২০১২ ১৪:৩২528581
  • আর খোদ অযোধ্যায় ভাজপা হেরে গ্যাসে।
    "মন্দির ওখানেই বানায়েঙ্গে' শ্লোগানের এখন কি হবে?
  • S | 99.26.200.89 | ০৭ মার্চ ২০১২ ১৪:৩৫528582
  • আর আমেথি, রায়বেরিলি এরিয়াতে ১০ টার মধ্যে মোটে একটা আসন পেয়েছে কঙ্গ - শুনলাম।
  • de | 180.149.51.67 | ০৭ মার্চ ২০১২ ১৪:৩৭528586
  • *বামপন্থী
  • Netai | 121.241.98.225 | ০৭ মার্চ ২০১২ ১৪:৩৭528585
  • করাত ২০০০ ফুট উপর দিয়ে চলছিল তো বাকিরা তখন ঘাসে মুখ দিয়া চরছিল?
    ছিপিয়েম কি ওয়ান ম্যান আর্মি? কারাত কি রজনীকান্তো?
  • de | 180.149.51.67 | ০৭ মার্চ ২০১২ ১৪:৩৭528583
  • হুঁ, দেখলাম শোলাবাবু! তবে ঐ সংবাদপত্রে বিবৃতিতেই কাজ শেষ! এভাবে চলতে থাকলে আর কদিন পরে ঐ বিবৃতিও আর কেউ চাইতে আসবে না!

    স, এক্কেবারে ঠিক! মহারাষ্ট্রে বামপন্থী মনোভাবাপন্ন প্রচুর মানুষজন-- কিন্তু সংগঠন বলেই কিছু নেই।
  • S | 99.26.200.89 | ০৭ মার্চ ২০১২ ১৪:৪১528587
  • ছিপিএম তো ওয়ান ম্যান আর্মিই। সর্বক্ষেত্রেই তাই।
  • S | 99.26.200.89 | ০৭ মার্চ ২০১২ ১৪:৪৪528588
  • বাকিরা বসের মনমতো পিপিটি বানায় আর রিপোর্ট দ্যায়। নইলে কখন যে জনশত্রু বা মার্কিনি চর হয়ে যাবে।
  • SC | 96.235.41.90 | ০৮ মার্চ ২০১২ ১১:০০528589
  • বৃহত্তর ভারতের নির্বাচনে যদি শূন্য হাতে ফিরতে হয়, তাহলে সেটা মনে হয় খুব একটা ভালো ব্যাপার নয়।
    বাম আন্দোলনকে ভারতের মানুষ যে গ্রহণ করেননি, সেটারই বার্তা বহন করে এই
    ফলাফল। ইয়েচুরি আবার দেখলাম খুব গর্ব করে বললেন যে ভোটের উপরে নাকি বাম আন্দোলনের ভবিষ্যত নির্ভর করে
    না বা এজাতীয় কিছু।

    গণতন্ত্রের মধ্য যখন দল রয়েছে, অবশ্যই নির্ভর করে। আর যদি নাই নির্ভর করে, তাহলে এত বাংলায় এত ঘটা করে ভোটের প্রচার, লড়াই কেন?

    নিজেদের আদর্শ দেশের মানুষের কাছে পৌঁছে দিতে না পারাটা দলের ব্যর্থতা। সেটাকে অস্বীকার করার কোনো জায়্‌গা নেই। আমরা পপুলার ভোটে বিশ্বাস রাখি না, বা গো বলয়ের লোক বাম আন্দোলনের মর্ম বোঝে না, এসব মরাল হাইগ্রাউন্ডের কোনো মানেই নেই। এসব ককটেল পার্টি রাজ্‌নীতিবিদদের থেকে অন্তত মুলায়ম মায়াবতীকে বেশী শ্রদ্ধা করি, মানুষের কাছে গিয়ে ভোটের লড়াইটা লড়েছেন, একটা দায়িত্ব দায়বদ্ধতা আছে মানুষের প্রতি। প্রান্তিক শক্তি হয়ে হোলিয়ার দ্যন দাউ হওয়ার কোনো মানেই নেই।
  • lcm | 69.236.169.221 | ০৮ মার্চ ২০১২ ১১:১৭528590
  • আদর্শ!
  • lcm | 69.236.169.221 | ০৮ মার্চ ২০১২ ১১:২৩528591
  • দায়িত্ব! দায়বদ্ধতা!
    বলি, এসসি-র হল কি!
  • ppn | 202.91.136.71 | ০৮ মার্চ ২০১২ ১১:৩০528592
  • মণিপুর বা অরুণাচলে দিদির সাফল্য নিয়ে আলুচানা করার আগে একটা ব্যপার মনে রাখা দরকার। যেসব এমএলএ ওখানে টিএমসির প্রতীক নিয়ে জিতেছেন তাঁরা কংগ্রেসেরই প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের টিকিট না পেয়ে বা অন্য কোন কারণে দিদির দলে ভিড়ে নির্বাচনে জিতেছেন। কাজেই ওই দুই রাজ্যে তিনোমুলের বিরাট সংগঠন গড়ে উঠেছে, তাও রাতারাতি, এই রকম কোন সিদ্ধান্তে আসাটা ভুল হবে। তবে সাফল্য তো সাফল্যই, এর হাত ধরে সংগঠন গড়ে উঠবে না কে বলতে পারে।

    সিপিয়েমের ক্রমাগত পিছিয়ে যাবার আর একটা বড় কারণ নতুন ছেলেপুলে সংগঠনে আসছে কি? দলের মুখ হিসেবে? প্রায়বৃদ্ধ পক্ককেশ ব্যয়সের ভারে নুব্জ নেতাদেরই তো দেখি মিডিয়ায় বক্তব্য রাখতে। প:বঙ্গ বা ত্রিপুরা বা কেরালার কথা হচ্ছে না, কিন্তু তার বাইরে বিস্তীর্ণ অঞ্চলে নতুন প্রজন্ম কি বিকল্প হিসেবে বামেদের কথা ভাবে? না ভাবলে কেন ভাবে না?
  • ppn | 202.91.136.71 | ০৮ মার্চ ২০১২ ১১:৩১528593
  • * ন্যুব্জ
  • S | 99.26.200.89 | ০৮ মার্চ ২০১২ ১৩:৩১528594
  • যে দল কোনো কিছু নতুন দেখলেই তার বিরোধীতা করা জন্যে হন্যে হয়ে পড়ে, তার আবার নতুন মুখ। আমি একটা ব্যাপার লোকাল ছিপিএম নেতাদের মধ্যে দেখেছি - নতুন ছেলেপিলেদের নির্বোধ ভাবে, কিছু নতুন কথা শোনাতে গেলেই জ্যাঠামোর মতন করে বলে - তোমরা কিছু বোঝো না। আর সেই এক পুরোনো কথা কপচিয়ে তো ৩৪ বছর হোলো আর কতো। আর যত তাত্বিক হ্যাজার পাজর - কাজের কাজ কিস্‌সু নাই। বলছিতো যদি ঠিক ঠাক বুদ্ধি খরচ করে হিসেব করে এগোনো যেতো খুব সহজেই সারা ভারতে অনেক সিট পাওয়া যায়। লোকে একটা নন-কঙ্গ-নন-ভাজপা অপসান চায় দেশে। মুলায়েম তো বামেদের প্রত্যক্ষ সঙ্গী হওয়া উচিত। তবে সবার আগে যেটা করা উচিত ছিলো সেটা প:ব:কে ঠিকঠাক ভাবে চালানো। সেটাই করেনি।

    যে ইস্যুগুলো নিয়ে সরব হওয়া উচিত ছিলো - গরিবী, ভ্রষ্টাচার, উন্নয়ন, শিক্ষা, সাস্থ্য, কৃষি, শান্তি। তা না করে শুধু ইউনিয়ন গিরি, আমেরিকার বদনাম, আর চিন-রাশিয়া কতো ভালো, সবই সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, সবাই খারাপ শুধু আমরা ভালো এই তো করে গেছে। এসব কথা না খেতে পাওয়া লোক শুনবে কেন? সেই কারনে তিন রাজ্যেই যত নাচন কোদোন করে গেছে।
  • ranjan roy | 115.118.238.168 | ০৮ মার্চ ২০১২ ১৮:৫৬528596
  • একটা সময় ছিল যখন মণিপুরে সিপিএম এর একটা সীট, বিহারে অন্তত: একটা সীট, সিপিআইয়ের গোটা পনের সীট ছিল। অন্ধ্রে সিপিএম আর সিপিআই মিলে সংখ্যা খুব খারাপ ছিল না। যতদূর মনে পড়ছে রাউরকেল্লা তেও একটা সীটের কাছাকাছি গিয়েছিল। মধ্যপ্রদেশে ইন্দোরে সিপিআইয়ের হোমি দাজি, ভোপালে ওদেরই শাকির আলী শ্রদ্ধা অর্জন করেছিলেন। রায়পুরে সিপিআইয়ের সুধীর মুখার্জি বার দুই জিতেছিলেন। গোয়ালিয়রে সিপিএমের সংগঠন বেশ মজবুত হয়েচিল। উত্তরপ্রদেশে গোটা দুই সীট জোট বেঁধে পেয়েছিল, যেমনি তামিলনাড়ুতে জোট বেঁধে।রাজস্থানের গঙ্গানগরে কৃষক আন্দোলনের ফলে একটি সীট পেয়েছিল। মহারাষ্ট্রে অহল্যা রঙ্গনেকর বোধহয় একবার জিতেছিলেন, জোট হওয়ায়। পাঞ্জাবে সিপিআইয়ের সত্যপাল ডং জোট সরকারে মন্ত্রী হয়েছিলেন। জোটের ফলে সিপিআইয়ের ইন্দ্রজিত গুপ্ত তো ভারতের হোম মিনিস্টার এবং চতুরানন মিশ্র কৃষি মন্ত্রী হয়েছিলেন এরম মনে পড়ছে। পঞ্জাবের সঙ্গরুর, ভাতিন্দা এগুলোয় সিপিএমের সাংগঠনিক জোর বাড়ছিল। নতুন প্রজন্ম সলে আসছিল। নব্বইয়ের শেষাশেষি বামদলগুলো চল্লিশোর্দ্ধ্ব বুড়োদের পার্টি হয়ে যায়, এখন বুড়ো হাবড়াদের পার্টি। ম্যাডাম কারাতেরও দাঁত-টাত পড়া শুরু হয়ে গেচে। হা হতোস্মি!
    একসময় ইউনিয়নের কাজে দিল্লি গিয়ে (আশির দশকে) শুধু বৃন্দা চ্যাটার্জিকে দেখব বলে রোজ ভি পি হাউসে পার্টি অফিসে কাজের অছিলায় আমরা জনাদুই ব্যাংকের লোক সকাল থেকে মাছির মত লেগে থাকতাম।
    হয়তো আমাদের পাপেই সিপিএমের এই দশা:))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন