এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • শ্রীচৈতন্য বিষয়ে বিপ্লব পাল

    tatin
    নাটক | ৩১ জানুয়ারি ২০১২ | ৫০০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • G | 136.142.168.156 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৭513116
  • আমার এইসব বিষয়ে একটা সহজ thumb rule আছে।

    ধরা যাক, ক্ষ নিয়ে আলোচনা চলছে।
    ক্ষ = ফুকো বা বিবেকানন্দ বা লালগড় বা নকশাল, যেকোন politically laded বিষয়।

    এবার কিছু মানুষ আছেন, যাঁরা মুখ খোলার বা কিবোর্ড ছোঁয়ার আগেই বলে দেয়া যায় তাঁরা কোন পক্ষে সওয়াল করবেন। তাঁদের analysisটা ঠিক বিষয়কেন্দ্রিক নয় - অন্য কোন অক্ষের ধারণা থেকে ক্ষ-কে মূল্যায়ন করে তারপর এঁরা আত্মপক্ষ সমর্থনের জন্যে যুক্তি জড়ো করেন।

    এঁদের সংগে কথা বলে খুব একটা লাভ নেই। অন্তত: ক্ষ-এর বিষয়ে খুব একটা জানা যাবে না।

    এইটা আমার কষ্টিপাথর। share করতে ইচ্ছে হল।
  • G | 136.142.168.156 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৮513117
  • Laden
  • anirban | 192.17.117.241 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:১০513118
  • যাক শ্রীচৈতন্য হয়ে গেল তাহলে। এবার বাকি রইল ফুকো ও তার দোদুল্যমান পেন্ডুলাম। ওটা নিয়ে মুক্তমনা-তে আপনার মনিমুক্তো কিছু নেই?
  • dukhe | 117.194.228.15 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৭513119
  • দাদাকে ভুলে যাবেন না কমরেড । এবং অবশ্যই - পদ্মার ইলিশ । পাই হতাশ করল দেখছি । কিন্তু পাই অধম বলিয়া বিপ উত্তম হইবেন না ক্যান ? হ্যাঁ, ভাগ্যিস মনে পড়ল - উত্তমকুমার - সিলেবাসে থাকবেন লিচ্চয় ।
  • ranjan roy | 122.163.44.160 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০২:০০513120
  • কয়েকবছর আগে অধ্যাপক নরেন্দ্রনাথ ভট্টাচার্য গত হয়েছেন। উনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের
    তুলনামূলক ধর্মতঙ্কেÄর ডাকসাইটে প্রফেসার। উনি প্রায় বছর তিরিশেক আগে একটি নাতিদীর্ঘ ইন্টারেস্টিং গবেষণাধর্মী বই লিখেছিলেন। কোলকাতা থেকে ফিরে সঠিক নামটা জানাব। যদ্দূর মনে পড়ছে Some Ancient Magical Rituals And Their Social Roots গোছের।
    তাতে উনি বৈষ্ণবধর্মের সহজিয়া সাধনা ও তন্ত্রের যোগ নিয়ে বলতে গিয়ে লিখেছেন যে পুরীতে থাকাকালীন চৈতন্যমহাপ্রভূ ও তাঁর পার্ষদেরা যে সাধনা করতেন তাতে যৌনগন্ধী তান্ত্রিক আচার করতে হত। তাই সবারই একজন সাধন সঙ্গিনী ছিল। চৈতন্যদেবের সাধনসঙ্গিনী ছিলেন পুরীর মন্দিরের আচার্য, পরে ওনার শিষ্য বাসুদেব সার্বভৌমের কন্যা ( স্বাতী না কি যেন নাম)। এনিয়ে কিছু ভুল বোঝাবুঝিও হয়েছিল।
    কিন্তু এর ফলে চৈতন্যের অবদান কিছু খর্ব হয় না।
    যেমন মাওয়ের তিনটে বিয়ের ফলে চীনবিপ্লবে ওনার অবদান খর্ব হয় না।
    নেহরু ও লেডি মাউন্টব্যাটেনের সম্পর্কের জন্যে নেহরুর রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা খাটো হয়ে যায় না।
    নেতাজি স্বাধীনতা সংগ্রামের মাঝখানে এমিলি শেংকলের সঙ্গে প্রেম করলে কোন মহাভারত অশুদ্ধ হয় না।
    গান্ধীজির নোয়াখালিযাত্রার সময় অল্প বয়েসি মেয়েদের সাথে এক চাদরের নীচে নগ্ন হয়ে শোয়ায় ( স্পষ্টত:ই মেয়েগুলোর কথা ভাবলে এ অতি নিন্দনীয়) ভারতের স্বাধীনতা সংগ্রামের কোন ইল্লি হয় নি।
    মাইকেল মদ খেলেও অমিত্রাক্ষর ছন্দের কিস্যু যায়-আসে নি।

    কিন্তু হরিদাস পাল রঞ্জন ওপরের কোন একটাও যদি করে তবে তাকে ঘাড় ধরে গুচ থেকে বের করে দেয়া উচিত। কারণ সে আর কিছুই ভাল কাজ করেনি। উপরোক্ত প্রথিতযশারা যেমন করেছেন।
  • pi | 117.194.9.152 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৫513121
  • দুখেদা, :P
  • siki | 117.194.1.191 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫৭513122
  • যাখুশি নিয়ে হোক, কিন্তু ইলিশ নিয়ে কেউ অপোপ্পোচার করলে আমি কিন্তু ছেড়ে কথা বলব না। একদম প: ই: অনেক কথা বলব। :)
  • Sibu | 24.104.44.194 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৫513123
  • প: ই: কি? যুদ্ধ ঘোষনার আগে রিস্ক অ্যাসেসমেন্ট করা চাই তো :)।
  • abastab | 14.139.163.29 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩০513124
  • ইলিশে বড্ড কাঁটা, সাথে silicia 200 না থাকলে খাওয়া রিস্কি। স্যামনে ও সব ঝামেলা নেই প্রায় কাঁচাই খাওয়া যায়।
  • kd | 59.93.194.186 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৬513126
  • হায় রে! শ্রীচৈতন্যের টইতে ইলিশের গপ্পো!!!
    বোস্টুমদের এমনভাবে ইনসাইট করা কি ধম্মে সইবে?
  • nk | 151.141.84.239 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৯513127
  • তবে যাই বলুন, বোষ্টমেরা ভালো ভালো কিছু রান্নাবান্না দিয়েছে। যেমন ধরুন রাধাবল্লভী। :-)
  • anirban | 192.17.131.252 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬513128
  • তাহলে রাধাবল্লভী ও থাক আর তান্ত্রিক আচারের আঁশটে গন্ধও থাক, বলা যায় না বিপ হয়তো ঐদিক দিয়ে এভোলিউশন ঢুকিয়ে দেবে।
  • nk | 151.141.84.239 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৪513129
  • সবিনয়ে জানাই আমার কয়েকটি প্রোশ্নো আছে।
    ১। ছোটো হরিদাস কে?
    ২। বড় হরিদাস বলেও কি কেউ ছিলেন?
    ৩। যবন হরিদাস কে? এই হরিদাসেদের সঙ্গে তিনি কি কোনো কথাবার্তা কয়েছেন?
    ৪। নিত্যানন্দ কে?
    ৫। কাটোয়ার কেশব ভারতী সম্পর্কে জানতে চাই, ইনি কে ও কী করেছিলেন?

    ---আপাতত এই। লিংক দেবেন না প্লীজ, একটু সাদা বাংলায় লিখে দিন ছোটোখাটো করে।
  • nk | 151.141.84.239 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৭513130
  • আসলে যে জন্য প্রোশ্নোগুলো করতে এসেছিলাম সেটাই দি ই নি! কী কেলে কান্ড!!!! :-)

    প্রশ্নটা ছিলো, ছোটো হরিদাস কীভাবে আত্মহত্যা করেন? মানে কী পদ্ধতিতে? বৈষ্ণব লোক তেমন উৎকট পদ্ধতি নেবেন না বলেই মনে হয়, তাই জানতে চাইছিলাম কীভাবে উনি গেলেন?
  • anirban | 192.17.131.252 | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৮513131
  • সম্ভবত উপবাস করে? স্লো বাট স্টেডি!
  • nk | 151.141.84.239 | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ০২:০০513132
  • আরে উপোস করলে কয় বছর লেগে যায় কোনো ঠিক আছে? সেই যে বড়াই জাপানী বৌদ্ধ সন্ন্যাসীদের কথা কইলো, যাঁরা নিজে নিজে ম্যমি হন, ওনারা তো ১০০০ দিন শুধু আর্সেনিক ঝর্ণার জল দিয়ে তৈরী চা খান, ভাবুন প্রায় ৩ বছর!!!!
  • anirban | 192.17.131.252 | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৮513133
  • কিন্তু বৈষ্ণবমতে আর কিই বা করা যায়? আমাদের বাড়িতে বৈষ্ণবমতে পুজো হয়, শসা আর চালকুমড়ো বলি হয়। বলির মতো একটা ব্যাপার, ভাবলেই গায়ে কাঁটা দেয়, কিন্তু তাই বলে শসা-বলি?! বৈষ্ণবমতে যে কোনো জিনিসই মাইল্ড ও স্ট্রবেরি-ফ্লেভারড হয়ে যায়।
  • abastab | 14.139.163.29 | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৩513134
  • ছোট হরিদাস ছিলেন বিরাট বোষ্টম। তার এক বন্ধুকে বললেন তার সামনে হরির নিন্দা করতে, আর তা শোনা মাত্র ওনার দু:খে হার্টফেল করল।
  • S | 99.26.200.89 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১১513135
  • হ্যাঁ প্রথমে বাঙ্গলার মহাপুরুষরা হয়ে যাক, তারপরে আসতে আসতে বাকি ভারতবর্ষ কভার করতে হবে। এইভাবেই আমরা আস্তে আস্তে দুনিয়া কভার করে ফেলবো।
  • tatin | 122.252.251.244 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০২513137
  • বিপদা নিজের সম্পর্কে নির্মোহটা তাহলে লিখে ফেলবে
  • nk | 151.141.84.239 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮513138
  • এদিকে আমার পোশ্নোগুলো ? তাদের কী হবে? তারা যে নীরবে নিভৃতে অপেক্ষায় আছে?????
  • abastab | 14.139.163.29 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৫১513139
  • আসল প্রশ্নের উত্তরটাই তো দিয়ে দিলাম।
  • nk | 151.141.84.221 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৩৪513140
  • হায় হায় অবাস্তব, এই আপনার অপ্টিমাইজেশন ? এরকম সেন্সিটিভ হলে হরিভক্তিকে ডিফেন্ড করবে কীভাবে? মানে প্রচারের জন্যও তো কিছুটা শক্তপোক্ত হতে হবে! আবার সেন্সিটিভও হতে হবে ভক্তিরসে ভিজে। মানে অপ্টিমাম সলুশন চাই। :-)
  • dd | 59.97.120.111 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৪513141
  • ছোট হরিদাস প্রয়াগে জলে ডুবে আত্মহত্যা করেন। (চৈ চ)

    গুরুনিন্দা শুনে বুক ফেটে মরে গেছেন এমন কথা শুনি নি বা পড়ি নি।

  • abastab | 14.139.163.29 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৭513142
  • ইস কি দু:খ এদ্দিনে একজন তেমন গুরুভক্ত জন্মাল না।
  • nk | 151.141.84.239 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪513143
  • আচ্ছা চৈতন্য নিজেও কি পুরীতে সমুদ্রের জলে আত্মাহুতি দেন? নাকি দুর্ঘটনাবশত জলে ডুবে যান?
    (প্রসঙ্গত:, এই নদীয়া-নবদ্বীপের এই লোকেরা গঙ্গাপাড়ের ছেলে, এদের তো সব ভালো সাঁতার জানার কথা!!! )
  • T | 14.139.128.11 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩513144
  • সেইসময় একটা ডলফিন এসেছিল, তাতে চড়ে উনি জাভাদ্বীপের উদ্দেশ্যে চলে যান।
  • nk | 151.141.84.239 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৫513145
  • মনপবনের নাও, ডলফিনের মতন করে তৈরী,কিন্তু ওটা অ্যালিয়েন সাবমেরিন। :-)
  • ranjan roy | 14.97.182.155 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৯513146
  • হটাৎচোখে পড়ল, তাই।
    চৈতন্য মহাপ্রভুর তিরোধান নিয়ে তিনটি মত আছে।
    গোস্বামীদ্বয়ের বইদুটো দেখলে
    এক, উনি পূর্ণিমা রাত্রে কীর্তনে মাতোয়ারা হয়ে পুরীর নীল
    সমুদ্রে কৃষ্ণসন্দর্শনে ঝাঁপ দিয়ে পড়েন, জোয়ার ছিল, বাঁচানো যায় নি। দুই, উনি বিশেষ তিথিতে জগন্নাথ মন্দিরে মূর্তিতে লীন হয়ে যান।
    তিন, হেরেটিক মত। জয়ানন্দের ""চৈতন্যমঙ্গল'';--- ""রথযাত্রা দিনে প্রভু নাচিতে নাচিতে, ইটলখন্ড বাজিল পায়েতে''। সেই ইঁটের টুকরো পায়ে লেগে ঘা হয়ে টিটেনাস হয়ে উনি মারা গেলেন।
    কিন্তু ১৯৬৬ তে এক ভদ্রলোক একটি বই লেখেন--""ইতিহাসের শ্রীচৈতন্য''( নির্মোহ?)। আনন্দবাজার, যুগান্তরে
    ভীষণ চেঁচামেচি হল। বিখ্যাত লেখক অচিন্ত্যকুমার বল্লেন-- চৈতন্যকে ""ভক্তের তৃতীয় নয়ন'' দিয়ে দেখতে হবে। ব্যস্‌, বঙ্গের কংগ্রেসী সরকার( প্রফুল্ল চন্দ্র সেন) বইটিকে নিষিদ্ধ ঘোষণা করলো। হয়ে গেল শেষ।
  • Update | 117.194.33.53 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৩513148
  • Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.182.155Date:13Feb2012 -- 06:16PM

    nk ,
    চৈতন্য ও গঙ্গা প্রসঙ্গে। তখন উনি উদ্ধত নৈয়ায়িক, তর্কে
    বুড়ো বুড়ো বৈদান্তিকদের হারানো ওনার প্যাশন; তাই নবদ্বীপে "নাস্তিকের শিরোমণি' আখ্যা পেয়েছেন। গোটা ভারতবর্ষে নবদ্বীপ তখন নব্য ন্যায়ের আখড়া। হিন্দি বলয় থেকেও ছাত্ররা পড়তে আসে। উনি নব্য ন্যায়ের
    নতুন টীকা লিখলেন। গঙ্গাবক্ষে বন্ধু রঘুনাথ শিরোমণির সঙ্গে
    নৌকো করে বেড়াতে বেড়াতে নিজের পান্ডুলিপি পড়ে শোনালেন। শেষ করে দেখলেন বন্ধুর চোখ দিয়ে জল পড়ছে।
    জানা গেল রঘুনাথও গোপনে একটি টীকা লিখেচেন,ওনার ম্যাগনাম ওপাস। কিন্তু বল্লেন,-- তোমার টীকা পড়লে কেউ আমারটা ছুঁয়ে দেখবে না।
    শোনা মাত্র নিমাই পন্ডিত নিজের পান্ডুলিপি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়ে বল্লেন-- বন্ধুর ভালবাসার তুলনায় খ্যাতি তুচ্ছ।
    আমি ভাবি যদি ঐ বইটি অস্তিত্বে থাকতো তাহলে হয় তো বঙ্গে র৯AFআশনালিজম অনেক এগিয়ে যেত, নব্যন্যায়ের হাত ধরে।

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.182.155Date:13Feb2012 -- 06:17PM

    nk ,
    চৈতন্য ও গঙ্গা প্রসঙ্গে। তখন উনি উদ্ধত নৈয়ায়িক, তর্কে
    বুড়ো বুড়ো বৈদান্তিকদের হারানো ওনার প্যাশন; তাই নবদ্বীপে "নাস্তিকের শিরোমণি' আখ্যা পেয়েছেন। গোটা ভারতবর্ষে নবদ্বীপ তখন নব্য ন্যায়ের আখড়া। হিন্দি বলয় থেকেও ছাত্ররা পড়তে আসে। উনি নব্য ন্যায়ের
    নতুন টীকা লিখলেন। গঙ্গাবক্ষে বন্ধু রঘুনাথ শিরোমণির সঙ্গে
    নৌকো করে বেড়াতে বেড়াতে নিজের পান্ডুলিপি পড়ে শোনালেন। শেষ করে দেখলেন বন্ধুর চোখ দিয়ে জল পড়ছে।
    জানা গেল রঘুনাথও গোপনে একটি টীকা লিখেচেন,ওনার ম্যাগনাম ওপাস। কিন্তু বল্লেন,-- তোমার টীকা পড়লে কেউ আমারটা ছুঁয়ে দেখবে না।
    শোনা মাত্র নিমাই পন্ডিত নিজের পান্ডুলিপি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়ে বল্লেন-- বন্ধুর ভালবাসার তুলনায় খ্যাতি তুচ্ছ।
    আমি ভাবি যদি ঐ বইটি অস্তিত্বে থাকতো তাহলে হয় তো বঙ্গে র৯AFআশনালিজম অনেক এগিয়ে যেত, নব্যন্যায়ের হাত ধরে।

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.182.155Date:13Feb2012 -- 06:18PM

    nk ,
    চৈতন্য ৬ গঙ্গা প্রসঙ্গে। তখন উনি উদ্ধত নৈয়ায়িক, তর্কে
    বুড়ো বুড়ো বৈদান্তিকদের হারানো ওনার প্যাশন; তাই নবদ্বীপে "নাস্তিকের শিরোমণি' আখ্যা পেয়েছেন। গোটা ভারতবর্ষে নবদ্বীপ তখন নব্য ন্যায়ের আখড়া। হিন্দি বলয় থেকেও ছাত্ররা পড়তে আসে। উনি নব্য ন্যায়ের
    নতুন টীকা লিখলেন। গঙ্গাবক্ষে বন্ধু রঘুনাথ শিরোমণির সঙ্গে
    নৌকো করে বেড়াতে বেড়াতে নিজের পান্ডুলিপি পড়ে শোনালেন। শেষ করে দেখলেন বন্ধুর চোখ দিয়ে জল পড়ছে।
    জানা গেল রঘুনাথও গোপনে একটি টীকা লিখেচেন,ওনার ম্যাগনাম ওপাস। কিন্তু বল্লেন,-- তোমার টীকা পড়লে কেউ আমারটা ছুঁয়ে দেখবে না।
    শোনা মাত্র নিমাই পন্ডিত নিজের পান্ডুলিপি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়ে বল্লেন-- বন্ধুর ভালবাসার তুলনায় খ্যাতি তুচ্ছ।
    আমি ভাবি যদি ঐ বইটি অস্তিত্বে থাকতো তাহলে হয় তো বঙ্গে র৯AFআশনালিজম অনেক এগিয়ে যেত, নব্যন্যায়ের হাত ধরে।

    Name:aranyaMail:Country:us

    IPAddress:144.160.226.53Date:13Feb2012 -- 09:53PM

    রঞ্জন-দা, আরেকটা মত আছে না - জগন্নাথ মন্দিরের পান্ডারা খুন করে দেহ হাপিস করে দিয়েছিল ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন