এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৫৪৩২ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 69.185.236.51 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪০508903
  • কি বলি ফরিদার কবিতা পড়ে - ঠিক করতেই পারিনা!
  • শ্ব | 24.99.164.36 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪০508904
  • প্রচন্ড শৃগাল #২

    ~~~~~~~~~~

    যে প্রেমিক পুশ আপের তালে তালে বলে যাচ্ছে
    ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
    তার ঘেঁটি ধরে বলো : কেন ?

    যে কন্যে উথলে উঠে দেগে দিচ্ছে "হেট ইউ "
    বাতাসের গায়ে
    তার চোখে চোখ রাখো : কতো টা ?

    শিল্পীর কলার ধরো
    প্রশ্ন করো আন্তরিকতাকে
    সমস্ত শংসাপত্রের ইতিহাস জানতে চাও ;
    অযাচিত পায়েসের কোণে জিভ রেখে বলো : বিষ নেই তো ?

    এইবেলা বলে ফ্যালো যত শীঘ্র , দেরী হলে দেরী হয়ে যাবে ।

    তারও পরে , বেঁচে থাকলে এসো ; বোঝাব কবিতা কেন
    কীভাবে শব্দজন্ম প্রতিবার ট্যাক্সিডার্মি নিজেহাতে আত্মজের ভ্রুণ ।।
  • de | 190.149.51.67 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৩508905
  • বাঃ!!
  • | 172.136.192.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:১১508906
  • *
  • ফরিদা | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৮508907

  • রাত্রি গভীর, নিভল আলো
    তখন আবার স্পষ্ট হল
    গেঞ্জিপুলিশ জগাই মাধাই
    অন্ধ রাণীর ভণ্ড সেপাই


    উপাচার্য, আহা বাছা রে
    ওরা বকেছে? এমন করে?
    কে হায় তোমায় শুধুই কথায়
    চায় বোঝাতে – কি যন্ত্রণা –
    স্পর্ধা তাদের দরজা জুড়ে
    বসেই থাকে হত্যে দিয়ে
    যেন তোমার কাজ নেই স্রেফ
    ফালতো লোকের বাক্যি শোনা?
    লক্ষী সোনা, যাও বাড়ি যাও
    ডাল ভাত খেয়ে অল্প ঘুমাও
    আসলে দিদি সন্ধেবেলায়
    আনবে পুতুল, যেমনটি চাও।


    এখন বন্ধু গভীরতম অমারাত্রি পার করেছি
    পাশেই তুমি পাচ্ছ আমায় শপথ নিয়ে হাত ধরেছি
    আর কিছুতেই থামব না আর – নিচ্ছি শিখে হিসেব নেওয়ার
    চললে মিছিল সূর্য ওঠে – আজও ধর্মতলার দিকে।


    এখন বন্ধু চুপ থেকো না, এই আকালে বৃষ্টি নামাও
    গান ছুঁড়ে দাও রঙের মতো এই বাঙলা সুরেই ভরাও
    যাদবপুরের অকালবোধন সুরের ধারায় অসুর তাড়াও।
  • ফরিদা | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০১508908
  • আজকে যারা হাঁটছে ওরা ছাত্র না শিক্ষক?

    বৃষ্টি আরো ঝরতে পারো – শিখতে পারো এদের থেকে -
    ওই যে মিছিল রাজপথে আজ জনসমুদ্র আকাশ ঢাকে
    দেখতে থাকো শক্ত চোয়াল –উঠছে মুঠো গানের সুরে
    সবাই এসে জুড়ছে যখন বাড়ছে মিছিল হাঁটছে জোরে
    হাঁটছে ওরা বৃষ্টি মাথায় – হাঁটছে পাশের হাতটি ধরেই
    স্পর্ধা ওদের দেখছে মানুষ মিশছে যখন কন্ঠ ওদের
    মিলছে স্লোগান প্রতিবাদের তা সত্ত্বেও গাল পারেনি
    এতেই চলা শিখতে থাকুক এই দুনিয়ার সভ্য প্রাণী।

    বৃষ্টি ঝরো ঝরতে পারো এখন আরো তোমায় চাই
    যাদবপুর আজ রাস্তা হাঁটে – জবাব নেবেই ছাড়ান নাই।
  • শ্ব | 24.96.10.16 | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৫508909
  • শ্রীকৃষ্ণ উবাচ

    ~~~~~~~~~

    দেখ পার্থ , ঘ্যান ঘ্যান ছাড়
    এমন ভাবটা যেন জানতিনা জানিসনা কিছু !
    গাঁজা পার্কে পাশাপাশি বলেছি যা রিফারের ঝোঁকে
    তিন সত্যি মেনে নিয়ে চলে আয় , আয় পিছু পিছু ।

    ঘুরিয়ে দেখতে চাস এঁড়ে না বকনা
    এই শুধু ? তলিয়ে জানতে চাস এই মাঠে যত মুথো ঘাস ,
    ফাঁকে ফাঁকে পীপিলিকা - জীবনসংগ্রাম ! শুনতে খুব ভারী
    লাগে ? আসলে সবার মাঝে খিদে আর তলপেটে চিত্পুরি চাকু ।

    অভিকে পাঠিয়ে দে মেনে নিচ্ছি আমিই বলেছি , চক্রব্যূহ
    কী জিনিস তুমি কি তা জানতেনা খোকা ? অভির রক্ত আজ
    রক্তবীজ না হলে পরে ,
    ম্যাদামারা ভাইগুলো জাগত কী জয় হত সোজা ?

    তুই ক্ষুদ্র কত ক্ষুদ্র বল ! ওই দেখ
    ঘাসের ডগায় ; ওই মাইক্রোস্কপিক হয়ে হাঁটছিস এইইইটুকু পোকা ,
    আমার চরণপদ্মে কামড়িয়ে টিঁকে যেতে হলে
    ছলনা করতে হয় , দুর্বলের অস্ত্র মানে ধোঁকা ||
  • ফরিদা | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪৭508910
  • হোক কলরব

    লড়াই আরো কঠিন হলে
    জুড়বে আরো বন্ধু সব
    হোক হোক হোক কলরব
    হোক হোক হোক কলরব

    কলকাতা কাল বৃষ্টি দিল
    ফুলগুলো আজ ফুটছে সব
    হোক হোক হোক কলরব
    হোক হোক হোক কলরব

    এই সমাজের এঁদো ডোবায়
    ঢেউ তুলেছে যাদবপুর
    চলার ছন্দে কাঁপন বুকে
    শব্দ পেল গানের সুর
    এই চলনে যাক ভেসে যাক
    ভেজাল রঙের ভন্ড সব
    হোক হোক হোক কলরব
    হোক হোক হোক কলরব
  • শিবাংশু | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৪508911
  • মেয়ো রোডে বৃষ্টি
    --------------------------
    বন্যা তো ভাসাতেই আসে
    ফিরে যায় অভিমান ফুরোলে
    মেঘকানাইয়ের বাঁশি থেকে
    উপচানো মলহার
    থামবে যখন
    কোমলগান্ধার ঢাকা মেয়ো রোড

    রাধার ত্বকের মতো
    বানভাসি পলি'র টানা চরাচর
    সোহাগ সাজিয়ে রেডি
    অন্য এক ঝর্ণাতলার নির্জন

    চাষ হোক
    শ্যামলসিল্কের কচি ধানের আঁচল
    ঢেকে দিক আমাদের
    গ্লানির উপকথা

    নীলিমকিশোরীরা
    নবীন কিশোর
    তোমাদের অপেক্ষায়
    বীজতলা জুড়ে শুয়ে আছে
    ফসলের শিশু
  • শ্ব | 24.99.91.124 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৮507241
  • # আবাল্য

    উড়ন্ত এরোপ্লেনের দরোজার বাইরে হাতল ধরে ঝুলতে ঝুলতে
    আমি বাস বাস খেলি , এলুমিনিয়াম ফয়েলের চাপে তুবড়ে
    যেতে যেতে ছোটমামা ও বড়কাকার বাড়ি যাই ঠিকানা ছাড়াই
    ভিজে চামড়ার ঢাকা লেদার পিত্জায় দাঁত রেখে মৌলিক খবরটুকু
    দিয়ে ফের উড়ে যাই পরের স্টপেজ , পাইলট কে ডেকে বলি জোরে
    চালা , টুনু লাইনেই আছে দশটায় বডি পূজোর মোস্সুম বলে কথা
  • ফরিদা | ১১ অক্টোবর ২০১৪ ০১:৪৪507242
  • একটু থেমে থেমে যাচ্ছি যেন. নৌকা অসীম তবু এত ধীরে যেখানে দেখা দেবে ব্যোমকেশ কিন্নরদল রূপের গভীর থেকে নিয়ে এল মৃদু বালুকণা. ছিপ নিয়ে একটানা কথার ভিতর ছেনে নিয়ে আসে প্রায় নীরবতা . একটানা বলে গেলে চলে আজকাল রুল টানা বারান্দার মতো? চিল চলে নিজের খেয়ালে চক্রপথে লাবদুব লাবদুব টিকটিকি চলে চুপি চুপি. মশার মতন যারা বলে - হাততালি শুনলেই ভাবো বেঁচে গেলে এবারের মতো.
  • ফরিদা | ১১ অক্টোবর ২০১৪ ০১:৪৯507243
  • মানুষ খুব উন্নতিপ্রবণ জাতি. সে চাঁদে গিয়েছে. আর ফাঁদে পা দিয়েছে . ভাবছে সব পারে. আরো উন্নত রোবট বানাতে. একদিন ভেবেছে বানাবে মানুষের মতো. কিন্তু জানে সে মানুষ বানাতে পারবে না কোনদিন তার প্রযোগোশালায় কিন্তু মানতে পারবে না সেটা সে অনায়াসে পারত শুধু সাহস করে বাইরে বেরোতে পারলে.
  • sosen | 120.224.192.225 | ১২ অক্টোবর ২০১৪ ০৯:৫৮507244
  • নুড়িপাথরের উপর পা টিপে টিপে আসছি
    যেন আওয়াজ হলেই সম্পর্কের ভেঙ্গে যাবে ঘুম
    দোকান সাজিয়ে থাকি, আরম্ভের তুচ্ছ আলাপন,
    এই মেঘ নেমে গেলে, ঘূর্ণির পাক দেখা যাবে।
    যে ভেবেছে দিন শেষ, আসলে তো আরো দেখা বাকি,
    প্রতিমার পেট জুড়ে সিজারের লম্বা কালো দাগ,
    দুধে নুয়ে আসা বুক। শিশু হওয়া আজো বাকি , কুলুঙ্গিতে তুলে রাখা আছে,
    রূপোয় বাঁধানো এক গুঞ্জাফল। মায়ের গোলাপি হাত
    পায়ের উপর পড়্লে সচকিতে ছিটকে উঠে বসি-
    না মা, আমায় প্রণাম কোরো না মা। এখনো তো সময় হয়নি।
  • শ্ব | 24.96.60.18 | ১৩ অক্টোবর ২০১৪ ০৮:০১507245
  • জ্য
    ~~~~~~~

    পিলপিল করে গা বেয়ে আরশোলা
    উঠছে ভেন্টিলেটর বেয়ে নেবে আসছে ঝিরি
    ঝিরি গুবরের দল , পেছল গোড়ালি ধরে জড়াচ্ছে
    তেঁতুল বিছে আঙ্গুলের ফাঁকে ফাঁকে ইনি সাপ , মুখভর্তি
    গেঁড়ি ; দূর থেকে পদ্য বলে মনে হচ্ছে কাছে এলে হাওয়াই চপ্পল ।।
  • dd | 132.172.171.171 | ১৩ অক্টোবর ২০১৪ ০৮:৪৮507246
  • ফরিদা,শ্ব,সোসেন।

    এ বলে আমাকে দ্যাখ,ও বলে আমাকে।
  • ঐশিক | 132.181.132.130 | ১৩ অক্টোবর ২০১৪ ১৭:৫০507247
  • এককদার কবিতা গুলো বেশ!!!!!!
  • sosen | 120.224.195.5 | ১৪ অক্টোবর ২০১৪ ২২:৫৯507248
  • কেন তোমার ভিড় দেখলেই পালিয়ে যেতে ইচ্ছে করে
    মুখের কাছে কোমর নিয়ে আদর মেখে কাদা হতে
    ছাঁচ হতে বা মিথ্যে মানুষ, প্রিয়া কিংবা ঘেন্নার বুক
    খুঁজে নিয়ে মাথা গুঁজতে ইচ্ছে করে পালিয়ে যেতে
    ইচ্ছে করে

    প্রিয় নদী পথের বাঁকে ছাড়া শাড়ি, দুধের কৌটো লুটোপুটি
    আঙুল দিয়ে সরাচ্ছ ঐ চোখের উপর রৌদ্রলূতা
    একটা হাতে জড়িয়ে আছে, ছোট্টবেলা , বিষাদপুকুর,
    মেঘের রাজ্যে পৌঁছে গিয়েও ধুলোয় আবার নেমে আসা
    রেজিস্টারে লেখা আছে। ফিরে তোমায় আসতে হবে, ইচ্ছে করুক, নাই বা করুক।

    চারটে টাকার বেশি তুমি পকেট ভরে নোট রাখোনি
    গলার কাছে ভয়্টা পাকায়। চুলের জটে, পায়ের কড়ায়

    ফেরার সময় বাস পাবে তো? পাড়ার মোড়ে দাঁড়িয়ে আছি
    সকাল থেকে।
  • Rivu | 108.235.164.224 | ১৫ অক্টোবর ২০১৪ ১২:৩০507249
  • সোসেন বড্ড বড্ড ভালো লেখেন।
  • শ্ব | 24.99.171.153 | ২১ অক্টোবর ২০১৪ ১৯:৩১507250
  • তা , এই হলো
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    সমস্ত কাজ ছেড়ে আপনাদের এখন যেটা
    ভাবা উচিত তা হলো পৃথিবীর গতি কিভাবে
    কন্ট্রোল করা যায় । যেভাবে অন্য ধুলোবালি বড় পাথর
    গাছ কাঠ চাকা গাড়ি এরোপ্লেন স্পেসশীপ প্যারালাল তবু সংস্রবহীন
    হয়ে আছে থাকে ,থাকে নাও
    তারই মধ্যে ধুলো হয়ে একেবারে কিছু নয় এখনো পৃথিবী
    এখনো আমরা পৃথিবী কোনদিকে যাবে ঠিক করে দিতে
    পারিনি ! এ তো স্রেফ ধাক্কা লেগে , উনুনের মধ্যে পরে মরে যাবে !!
  • ফরিদা | ২১ অক্টোবর ২০১৪ ২৩:৩৩507252
  • তুমি যখন যাও বেড়াতে
    ছুতোনাতায় মাছের কাঁটায়
    অষ্টপ্রহর কাটে আমার
    লেখার খাতা ব্যাঙের ছাতায়
    দিঘির পাড়ে ঘাটের পৈঠা শ্যাওলা মাখা।

    হয়তো, তুমি ভাবো আমায়
    এক একটা গান যাচ্ছে ছুঁয়ে
    পথিপার্শ্বে চেনা মুখটি লাগছে যেন
    বৃষ্টিফোঁটা যত আমায়, পাচ্ছে খুঁজে
    মেঘলা হল সেই ইশারায় অনতিদূর ।

    তখন তুমি দুরের থেকে অন্য দূরে
    চেনা গানের লাইন যেমন পৃথক সুরে
    নাড়িয়ে দেয় সাঁকো আবার
    লিখতে থাকা তোমার বাড়ির পাশেই রাখা
    সেই পুরনো, চটজলদি উড়ান দেওয়া ইচ্ছে গাড়ি।
  • শ্ব | 24.96.104.167 | ২২ অক্টোবর ২০১৪ ২১:২৪507253
  • শ্র
    ~

    এই যে শুনছেন এই যে ঘরটায় আপনি শুয়ে আছেন
    তার একমাত্র জানলাটা খুলে রাখতে মাঝে মাঝেই
    ভুলে যান কিন্তু আর প্রতিদিন ঘরের মধ্যে আবর্জনা
    জমেই ওঠে আর যেহেতু দরজা হাট করে শোয়া আপনার
    সমসকিতি নয় তাই চেপে চেপে মেরে ফেলার উপক্রম করে
    আপনি প্রতিবার ঘুম ভেঙ্গে উঠে এটা ভুলে যান যে ঘুম ভেঙ্গে
    নাও উঠতে পারতেন , বলে ওঠার সুযোগ থাকতো না : উফ
    এটাকেই কেও কয় ক্লসট্রফবিয়া কোনো সমস্যা না ! আর আপনিও প্রচন্ড
    বার খেয়ে জানলা দরজা বন্ধ করে কোনদিন কোথাও ,একটা
    জানলা ঠিক দরকারমতো খুলে যাবে নিজে থেকে ভেবে
    বিবাদে ঘুমুতে যাচ্ছেন আর
    প্রতিদিন আমাকে জান কয়লা করে ঘুম থেকে জাগিয়ে
    তুলতে হচ্ছে খেটেখুটে বান্ধবীসঙ্গবিহীন , সেই
    লোকটা কিন্তু কিচ্ছু না বলে একদিন ক্যাসুয়াল লীভ নিয়ে নিতে পারে !!
  • sosen | 192.66.1.178 | ২২ অক্টোবর ২০১৪ ২২:৩৩507254
  • তোমার যৌবন ছিলো রবারের চটি
    জুতোর ফিতে ধরে লুটোপুটি করে
    একদিন বসন্তেরা টাটা ব্বাই ব্বাই করে চলে গেলো
    ঝাড়গ্রামের দিকে একটা ট্রেনে ঝুলে ঝুলে।
    বিপজ্জনক বলে দাঁড়িয়ে আছো
    এখনো ঠোঁটের কোলে একটু দুধ-রুটি লেগে আছে
    মায়ায় দ্রব চোখ।
    ওরা তোমায় বিপ্লবী বলেছিলো
    কিন্তু খাওয়ার পর
    একটা কালো নল তোয়ালে দিয়ে মুছতে থাকো তুমি
    ঠিক যেন মা মরা শিশুর মুখ মুছিয়ে দিচ্ছে বাবা।
    বিপ্লবের মধ্যে এতো মায়া থাকে? কালো নলে লেগে থাকে ঘরে পাতা কাজলের রেখা?

    ঘরের দোর ধরে দাঁড়িয়ে থাকি

    ট্রেনটা নিশ্চয় ফিরবে। আজ, নয়তো কাল।
    ঘুমিয়ে পড়ার আগে ফিরিস রে, বাবু।
  • sosen | 120.224.195.68 | ২৬ অক্টোবর ২০১৪ ১৯:৪৩507255
  • পর্দার ওপারে রোজ তোকে দেখি। ঘুমে, জাগরণে।
    শিল হাতের মুঠোয় ধরতে চাইলে ছিটকে পালায়
    পিছল রাত্রির গায়ে, স্কাইপের জানালায় এঁটে রাখি তোকে
    চারপাশে পিন গুঁজে। আমার মন ব্যথা করে না আর
    শুধু হাঁটু ব্যথা হয় মাঝে মধ্যে। বয়েস ফুরিয়ে যাচ্ছে রোজদিন, গুণানুপাতিক।
    এক একটা দৌড়ের মাঝে শত শত হার্ডলস
    ঠান্ডা কুঠুরিতে তুলে রাখা ছোট্ট মেয়ে আমাদের
    সময়ের ধুলোঝড়ে লুটোপুটি খায়। নাইন ওয়ান ওয়ান?
    কানের পাতায় ফোন চেপে ধরে , অবিরল ধারাজলে, বালিশের মধ্যে তোকে খুঁজি-
    বারান্দায় ছুটে গিয়ে দেখি
    গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছিস তুই। সিগারেট ভিজে গেছে অম্লান হাসিতে।
  • শ্ব | 24.99.123.89 | ২৮ অক্টোবর ২০১৪ ১৯:৫৬507256
  • ইতচ
    ~~~~~

    আমি যে আস্তে আস্তে মরে যাচ্ছি এটা বুঝতে বুঝতেই
    দেখছি

    পরিত্যক্ত ট্রামপথ বেয়ে হেঁটে যাচ্ছেন জেডি
    প্রণয়ীর পাশজুড়ে বি রত মুখে
    আইপ্যাড ঘাঁটতে ঘাঁটতে
    ওদিকে
    একটা বিশাল পোকা তোমাকে তাড়া
    করেছে
    আর তুমি কিছুতেই তার পিছু ছারছোনা !
    এবং
    পথিক খুব বিভ্রান্ত নয় বিরক্ত হয়ে ভাবছে
    এই ব্র্যান্ড এর নেভিগেটর গুলোই খারাপ আর

    ছন্দ টনদো ভয়ে গুটিয়ে গিয়ে বাবা একটু দাঁড়াবার জায়গা দে , বেশ তবে এখানেই শেষ ||
  • ফরিদা | ০১ নভেম্বর ২০১৪ ০৯:২৬507257
  • যতটা রয়েছে ভাবো, তার চেয়ে আরো বেশি নিয়ে বসে আছো
    কাঁড়ি কাঁড়ি ধুলোমাখা কথা যারা ডাঁই করে রাখা আছে ভাঁড়ার
    ঘরের কোণে, কিম্বা যেখানে হাত পৌছবে না বলে উঁচু তাকে
    নির্বাসনে দিয়ে চাবি ভুলে গেছ। জানি, তুমি টিপটপ থাকো খুব
    মাঝেসাজে দেখা হলে খোলামেলা লাগে – যেন বুঝি শহরে নতুন
    রাশি রাশি কেনাকাটা করো, চোখে পড়ে। তাই, আরো মনে পড়ে...

    রয়েছ বিছিয়ে তুমি সুনিবিড় নক্ষত্র জাল, নদীতীরে সাবেক জোছনা
    ঢাকা গ্রামের রাস্তা দিয়ে সাইকেল এঁকেবেঁকে বাড়ি ফিরে গেল বুঝি
    দু একটা ঘর ছাড়া আলোও নিভেছে একে একে। পৃথিবীতে এরপর
    থেকে সব কথা চুপিসারে হবে বলে খবরে প্রকাশ। তাই বুঝি গান
    বাজে দূরে – চাপা স্বরে কড়া নাড়ে ভিতরের ঘরে ফের কেউ।
    সেই থেকে ফেউ ডাকে ঘরছাড়া জাহাজের মতো আমি ভেসে আছি
    যতটা নিকটে গেলে চোখে পড়ে সাজানো ঘরটি তোমার – ততটাই
    দেখে যাই। “তুলে রেখে ভালো” - যখনি ফিরেছি, ভাবি, বলব তোমায়।
  • pharida | 192.68.203.25 | ০১ নভেম্বর ২০১৪ ১১:১৯507258
  • শেষ লাইনে 'রেখে' র জায়গায় 'রাখা' পড়তে হবে। বাজে ভুল। সরি।
  • Tim | 188.89.103.65 | ০১ নভেম্বর ২০১৪ ১৭:৪৩507259
  • সন্ধ্যের মুখোমুখী, ঘরে
    ঝিঁঝিঁডাকের মত শব্দ, সত্যিই হয় কিনা,
    বোঝা অসম্ভব।
    দেওয়ালের ঝুলে লটকানো পোকার মতন
    এইসব ছবি, কথা, গান আর হাসির আওয়াজ
    থেকেও নেই
    এইযে কানের কাছে, কানের মধ্যে, কাছে ও দূরে -সর্বদা
    টানাটানা একঘেয়ে বনবন ঘুরে চলা জাঁতা
    উল্টে পাল্টে আঁকা, ভাঁজকরা খাতার মলাট
    এসব কিছুই নেই।
    পাহাড়ের কাঁধের কাছে যে আগুন
    যেখানে মাঝে মাঝে ঘোড়ার ক্ষুরের শব্দ
    বল্লমের ছায়া,
    সমুদ্রের ফেনায় যে ঝামা ডুবেছে নাছোড়
    তার সাথে ওল্টানো নৌকোর ঠোকাঠুকি
    আর চারপাশের আপাত অসম্ভব ঘটনাবলী-
    সেসব কিছুই, নেই হয়ে দৈনিক ঝরে পড়া
    সময়্ধুলোর সাথে মিশে আছে।
  • Tim | 188.89.103.65 | ০১ নভেম্বর ২০১৪ ১৮:০৭507260
  • ছায়া জমে জমে এই সমুদ্রে মিশেছে।
    এক সমুদ্র অন্ধকার, আকন্দ আঠা দেওয়া
    চোখের মত।
    প্রার্থনাঘরে এক কৃশকায় মানুষের স্বর
    মিনারে তারার আলো,
    নীল সুন্দর কাজকরা টালি
    ফিনফিনে পর্দায় ঢাকা
    বিভিন্ন রঙে মোড়া ঘর, সারসার
    মিশে আছে।
    মানুষের স্রোত এলোমেলো মিশে আছে
    বিভিন্ন দলের, আর অনাবিল নিরীহ নির্দল মানুষের ঢল
    মিশে যেতে যেতে ছুঁয়ে যাচ্ছে আলো
    সে তেরছা আলোয় ভাঙা ভাঙা আজান
    মিশে যাচ্ছে জেটির দিক থেকে আসা
    শুঁড়িখানার হুল্লোড়ে, সানন্দে।

    অথচ যে বাচ্চাটা প্লাস্টিকের বাঁশি বাজিয়ে চলেছে
    তার খুলে রাখা রুমালটা কিছুতেই
    ভরে উঠছে না।
  • sosen | 125.244.230.118 | ০১ নভেম্বর ২০১৪ ১৮:৪৪507261
  • টিম আরো লেখো--শেষ হয়্নি, এখনো ঠিক খোলেনি সিরিজটা
  • Tim | 188.89.103.65 | ০১ নভেম্বর ২০১৪ ১৯:০৮507263
  • এই মরেচে, জেনেবুঝে সিরিজ করছিলাম না, শুরু ও শেষের কোন প্ল্যান করা নেই। মানে শেষ কিনা নিজেই জানিনা। এমনিতেও সেশ বলে কিছু নেই। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন