এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৫৩৯৩ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 24.139.199.11 | ১৩ নভেম্বর ২০১৩ ১৫:২৮508604
  • টিপি টিপি পায়ের আওয়াজ
    দু পা ফাঁক করলে
    এখন লাল আগুনের বদলে
    কোঁকড়া চুলে ঢাকা ফুলো ফুলো মুখ দেখতে পাই
    কাজলের ছোপে
    কেমন মেঘলা হয়ে আসে
    আমাদের সকাল
    বুকের নিভৃত চূড়ায়।
    প্রত্যুষ ঝরে পড়ে
    ঘাসের ডগায়, খেজুরের তীক্ষ্ণ আলিঙ্গনে
    কম্বলে ঠান্ডা পা গুঁজতে গুঁজতে

    শীত, রাত্রি, বিস্মরণ। অবশেষে।
    তবুও বেভুল সকাল এলে
    টলমলে পায়ে রোদ ছুঁয়ে যায়
    গৃহস্থ প্রেমের দিন, তুলসী, কিম্বা পানের বাটায়
    পথভ্রান্ত, খন্ড কারচুপি, লাল ফিতে

    কাঁটায় গোলাপী সোয়েটার।
  • sosen | 125.242.144.53 | ১৩ নভেম্বর ২০১৩ ১৯:৫৭508605
  • প্রহর জানে না
    যেভাবে বছর হাঁটে , গজগতি
    পৃথুলা স্নেহের মেদ।
    তুমি ঠোঁটে মৃত হাত রাখো
    আর চতুর্দিক থেকে ভিড় করে আসে
    খেলুড়ে লুডোর দিন। একলা
    বাসে তুলে দিয়ে তোকে
    হোস্টেলের পথে ফিরে আসা।

    দ্রাঘিমা সরতে থাকে। কখন
    বরফ আর কখন বালির ভারে আমার পাঁজর
    ঝুঁকে যায়।
    বেশি দূর যেতে নেই, এইবার ফের, ফিরে আয়।

    আয় খুকু।
  • শ্ব | 132.167.158.3 | ২১ নভেম্বর ২০১৩ ০৪:১৬508606
  • _______________
    হং
    _______________

    কতদিন ষড়জে হাঁটিনা ,

    তস্য কানা গলি বেয়ে মত্কুনে ভরে থাকা
    যুক্তির ফুল আমাকে বলেনি ডেকে এক পাত্তি হয়ে যাক বস ?

    বহুদিন আদুর বিস্তৃত
    সাপ নিনজা-হীন হয় বলে উপেক্ষা করেছি ।দুপুরে দরজার বাইরে
    জেনে শুনে রং মাখা টোপাকুল কারেন্ট মুহূর্ত সব উপেক্ষা করেছি
    কুমীর চপ্পল পায়ে কেও হেঁটে আসছিল বলে ।

    দুই আঙ্গুলের মধ্যে পিষে যাচ্ছে পরমানু , পিষে যাচ্ছে ; হারিয়ে যাচ্ছে ? না ।

    একটা চকোলেটের তৈরী বিশাল বেহালা
    ভয়ঙ্করভাবে বেজেই চলেছে ।সকলি অভ্যেস হয় নাকি
    সকলি কাবিন । দেখো , পুরাতন ব্রাউন পেপারে
    আর্টিস্ট পোকার দাগ ও লোভের বশে

    ফুটন্ত মুসুর ডাল চলকে পরা হাত থেকে চেটে নিচ্ছি সার্জিকাল ব্লেড ।।
  • aka | 84.191.67.11 | ২১ নভেম্বর ২০১৩ ০৫:০৬508607
  • শ্ব এর কবিতা আমার বেশ লাগে। জানিয়ে রাখলাম।
  • শ্ব | 24.99.207.251 | ২১ নভেম্বর ২০১৩ ১৬:৩৮508608
  • হ্ব

    ~~~~~~~~

    বাই দা ওয়ে , আমাকে ডেকে নিচ্ছে
    আমি দেখতে পাচ্ছি জায়গাটা আসলেতে বরফের বালিয়ারী ,
    হলুদ ক্রোমিও রঙে এলামন্ডা ঊট হয়ে উড়ে যাচ্ছি দুরে
    পুকুরে পুকুরে শুধু ভেসে উঠছে পিত্তলের লাশ ।

    পরিস্কার টের পাচ্ছি কিছু হয়নি
    কিচ্ছু হয়নি কিচ্ছু কিচ্ছু কিচ্ছু হয়নি ,তবু
    আঙ্গুল সরাতে গেলে লহমায় হেলে যাচ্ছে প্রশান্ত সাগর ।

    মাথা বড় হতে হতে কান্খুস্কি পামগাছ হলো
    ঘাস ঘাস ঘাস ঘাস ঘাসে ঢাকা মোরগের ফুল ,
    নুয়ে পরা জাম গাছ
    ফেটে ফেটে ঝরে পড়ছে আলো ,
    চুড়ি ভেঙ্গে চুরচুর চূর্ণ চূর্ণ কুরুবিন্দমের মত ঝরে পড়ছে মাথার উপরে ।

    এইসব কণাজন্ম করর্তর্চি বিকেলের রোদ ডেকে নিচ্ছে খেলতে যাবিনা ?
    ট্র্যাফিক সিগন্যাল এলে আড়চোখে পরে নিচ্ছি সীট বেল্ট , নিয়তিপ্রাচীন ।।
  • Tim | 188.89.8.248 | ২১ নভেম্বর ২০১৩ ১৮:৩৫508609
  • বাহ!
  • de | 190.149.51.69 | ২১ নভেম্বর ২০১৩ ১৮:৩৭508610
  • খুব ভালো!
  • hu | 188.89.8.248 | ২১ নভেম্বর ২০১৩ ১৯:০৩508611
  • শ্ব-র কবিতা বড় ভালো লাগে
  • শ্ব | 132.166.159.216 | ২২ নভেম্বর ২০১৩ ০০:০৫508612
  • হ্ম # ২

    ________________

    শিল্পী পোস্টারে আঁকছেন ।

    যদিও পোস্টার মানে আঁকা যাবেনা
    পোস্টার তো মারে , দেয় ; তাই না !

    চতুর্দিক ঝুঁকে বলছে
    পোস্টার পোস্টারের মত থাকো
    সুরূপা আগাছা ,
    কেও কোনদিনও তোমাকে রোজ উডে বাঁধবেনা
    মুছে রাখবেনা দুই বেলা ।

    আর এযাবত সুসমাচারের মাঝে ; শিল্পী পোস্টারের মধ্যে
    আড়চোখে এঁকে রাখছেন মন্ত্রগুপ্তি ,অনাগত বয়সের শ্লেষ ।।
  • শ্ব | 132.166.159.216 | ২২ নভেম্বর ২০১৩ ০১:১৩508614
  • অদ্ভূত সবুজ মাছ

    ~~~~~~~~~~~~~~

    এভাবেই চলতে চলতে একদিন
    মধ্যরাত্রে ফ্রিজ খুলে দেখব

    অদ্ভুত সবুজ মাছ কমলার দোল দোল দোল দোল
    বরফ কনার মধ্যে কাঁচের মত খেলে বেড়াচ্ছে ।

    দেখতে পেলেই বলছে খেতে দে !
    দরজা খুললে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে ,

    এইসব দেখব বলে ; ফ্রিজ পোষা শফরীবিলাস ।।
  • শ্ব | 132.166.185.98 | ২৪ নভেম্বর ২০১৩ ১৩:৪৫508615
  • বৈড়াল # ২১

    ----------------------

    গায়ে বেড়াল ছেড়ে দেওয়ার মত মিউসিক
    বেজে যাচ্ছে সারাঘর জুড়ে
    কালো সাদা গোলাপী বাদামী নীল লাল
    সমস্ত বেড়াল চামড়ায় চেপে বসে
    কখনো লাফিয়ে ঝাঁপ কখনো
    ঝাঁপিয়ে লাফে তদুপরি হেলা ও দোলায়
    নানাভাবে বলে যাচ্ছে ম্যাও ম্যাও ম্যাও ম্যাও ম্যাও
  • শ্ব | 132.166.185.98 | ২৪ নভেম্বর ২০১৩ ১৪:৪৫508616
  • হ্ম # ৩

    __________________

    মায়া মানে এই নয় এই নেই
    মায়া মানে এই , তোমার এই
    দেখাটাই ভুল ।
    এতদূর বলে , অল্প কেশে তিনি
    গাছে হেলান দিয়ে বসছেন, দারুবাসনার মত গাছ
    দূরে কাছে দূরে দূরে সরে যাচ্ছে ভেড়াদের পাল সবুজ ঘাসের মত লোভে ।।
  • তাতিন | 127.197.82.40 | ২৪ নভেম্বর ২০১৩ ২২:৫৪508617
  • বসনে বান্ধিয়া রাখি চক্ষে হারাই তরে
    আইল বুঝি নিদ্রা আমার বিজন এ প্রান্তরে
    শয়ান ভরে পাইছি তরে এই ঘরে স্বপনে
    বাদল ঝাঁপায় আকাশ জুইড়্যা আবরে গোপনে
    ম্যাঘের বুকে রাখতেছি মুখ চক্ষেতে তুই ছাওয়া
    ঝড়ের গতি ভাসাইলি কোন মাতাল উথাল হাওয়া
    খুঁটির রশি হারাইল অই গিঁট খুইল্যা কই আমি
    পাহাড় চূড়ায় উধাও চড়ি জলেত্‌ গিয়া নামি
    দুপাও অমন হালকা আমার বুক ছুঁইয়াছে পানি
    কোথাও তো আর নাই গো রে তুই নূতন এ দ্যাশখানি
    প্রস্তরে আর শুখার প্রাচীর মাঠ পাথারে ঘাসে
    কোনহানে তুই? কোন দরশে তোর নুরানি ভাসে
    কান্দনে আর স্বপ্নে আছস চক্ষু আলোয় জাগে
    হারাই যেমন পাইতাম ঠিক খুঁইজ্যা তরে আগে।
  • মোহর | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:০০508618
  • ক্ষিউট !!
  • de | 190.149.51.67 | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৪৩508619
  • আহা তাতিনের কবিতায় যেন কল্লোলদা বা মামু সুর দিয়ে গায় -- খুব ভাল্লাগবে!
  • ফরিদা | ২৫ নভেম্বর ২০১৩ ২১:১৭508620
  • জন্মদিনে -

    চির প্রসন্ন বৃক্ষটি তার ঘন অসীম ছায়া
    অলীক মায়া গেরস্থি দিন পাথর ছুঁয়ে মায়া –
    ভেসে যায় গো – ও প্রশান্তি জলের চলন নিচু
    আটকালে তো পালাও তুমি, তাই নিয়েছি পিছু –

    যাও যেখানে রাস্তা সেটাই – শব্দ জব্দ ছন্দ মাতাল
    নাচন দেখে তাক লেগে যায় পদক্ষেপে এক এক সকাল
    জন্ম পেল গভীরতর জলের কাছে জংলা ঝোপে
    কী যায় আর কী বা আসে ভালোবেসে বৃষ্টি ঝেঁপে
    আসছে দুপুর ছুটছে ঘোড়া শব্দ এত পাগলাপারা
    উড়াল দিলে লাগ ভেলকি অফিস ফেরৎ জামা জোড়াও
    দেওয়াল ছাড়ায় কুয়োতলার শ্যাওলা গন্ধ বকুলতলা
    সারাদিনমান ছোটাও আমায় ছন্দে তোমার বাঁশিওলা।
  • Tim | 12.133.45.100 | ২৬ নভেম্বর ২০১৩ ০৯:২২508621
  • শ্যাওলার দেওয়ালে ছায়ার মতন
    দাগ দাগ ধরা এক সন্ধ্যেবেলা
    বাগানের গভীরে, নখের আঁচড়ে
    আসন পেতেছে বসে চারটি মানুষ

    ভিজে ভিজে ছায়া ওড়ে সন্ধ্যের দিকে
    আরো নানা অশরীরী, চোখের ধাঁধায়
    মানুষ চতুষ্টয় স্তব্ধ শিকড়ে
    আগুনেও ভিজেভাব, শীতের কুয়াশা-

    আজ মেলে রেখেছে পুরোনো সময়।
  • শ্ব | 132.167.145.161 | ২৮ নভেম্বর ২০১৩ ২২:১৮508622
  • হ্রীং

    --------------------------------

    আলো হচ্ছি আলো দাও আলো
    আলো জানি আলোর ব্যথার মত রং ,তাও
    আলো নই ; আলো দাও আলো দাও আলো
    অন্ধকারের মত রেশমের মত
    আলো দিয়ে ঢেকে দাও মাথা থেকে বুড়োটে আঙ্গুল ।

    ভয় তো অনেক হলো এবার বিপদ দাও ছুঁড়ে দাও
    জুড়ে নাও টেনে নাও ভেতরে আঁতুরে নাও
    খেলনা দাও খেলতে দাও ডেকে দাও নাম দাও
    দাম দাও তুমি তো দেবেই তবে তাই দাও
    আলো দাও আলো হবো আলো দাও আলো দাও আলো ।।
  • তাতিন | 132.252.251.244 | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫৫508623
  • ৯১
    ===
    মাটির খেলনা হয়ে ভেঙে গ্যাছে সব ভালোবাসা
    এখন গাছের কাছে ফিরে আমি বলি, ভুলে যাও-
    শাঁসে-জলে কোনো ঋণ বাকি আর নেই কোত্থাও
    কুঠার কাগজে আজ হত্যার আমি হয়ে আসা

    কুড়োনো পাতার সাথে পুড়ে গ্যাছে আকর্ষগুলি
    এখন বাড়ির ঘরে ঢুকে আমি বলি, আমি ও না
    ইতিহাসে অন্য কেউ এইখানে কুড়িয়েছে সোনা-
    পিলারে প্রাচীরে তার অট্টালিকা, হর্ম্যগোধূলি

    এখন ধোঁয়ার মত ক্রমশঃই দূরে সরে সরে-
    তোমার সামনে এসে দেখি আমি চেনা মুখ কিনা-
    কোথায় দেখেছি তাও আমাদের কেউই জানিনা
    আয়নায় না দোকানে? পসরা অনেক ঘরে ঘরে

    ক্রমশঃ জয়ের নেশা রক্তে মিশেছে, প্রস্রাবে
    নিজের সামনে দেসেই আয়না হলুদ ছোপে ম্লান
    পথের ঊর্ধ্বঢালে আগে পরে যত অবস্থান
    তার দড়ি কেটে যাচ্ছে, গড়িয়ে পড়বে, এইভাবে-
  • শ্ব | 24.99.191.95 | ২৯ নভেম্বর ২০১৩ ১৬:৩০508625
  • এভাবেও # ২
    ---------------

    বেবাক জলের মাঝে এরোড্রম
    আর আমরা কীয়স্কের ধার ঘেঁষে বসে আছি

    তুমি ভাবছ কী গম্ভীর রে বাবা যাওয়ার সময় হাত নাড়বে না চুমু
    আমি ভাবছি ফ্লাইট দেরী করলে গিয়ে লাঞ্চ পাবেনা
    কিন্তু ,আমরা কেও সরে বসছিনা ।

    আমাদের গায়ের গন্ধেরা পরস্পরের সঙ্গে বেজায় ফ্রেন্ডলি ব্যানটাড়িং চালিয়ে যাচ্ছে
    তুমি বাচ্চাদের সাবান মাখো হে হে আর আমার গায়ের গন্ধ ইথিওপিয়ার ভল্লুকের মত
    বলেই খ্যাত চিরকাল যদিও ইথিওপিয়ায় ভল্লুক হয় কিনা এতাবত
    তর্কে আমরা আর আগ্রহ পাচ্ছি না ,

    আমরা
    খুব
    কেটে যাচ্ছি ছিঁড়ে যাচ্ছি অসময়ে
    লসিকাবিহীন , অনিচ্ছের দূরভাষে ফিরে যাচ্ছি পুনরমূষিক ।

    জলের ওপরে শুধু জেগে থাকছে এরোড্রম, ডেকে যাচ্ছে নাম ধরে বিমান বলাকা ।।
  • Tim | 12.133.36.217 | ২৯ নভেম্বর ২০১৩ ১৮:৫৩508626
  • পাখিদের কাছে, পালকের থেকে
    অন্য পালকে ডাকছে টেলিগ্রাফ
    বুনো, স্তব্ধ, নীল ঘন অন্ধকার
    ভেদ করে ডাকছে ডানায়
    সেই পাখি, জোরালো বাতাসে

    উড়ে যাচ্ছি সবুজ পিঠের ভ'রে
    নিচে, অনেক নিচে বনপথ, সেতু
    সবুজ মাঠের ধারে জমা জল, মাটি
    কোথাও জেলের দল, গোগ্রাসে বসে
    গিলছে ছুটির দম-
    সেইসব লিখতে গিয়েও হারিয়ে যাচ্ছি,
    পড়ে যাচ্ছে শব্দগুলো ফুরিয়ে যাচ্ছে
    অক্ষরের ভাঁড়ার শেষ শেষ শেষ-
    এইবেলা পাখিগুলো বেরোলেই হয়
    এইবেলা শিকড়ের মত, শিশুর আঙুলে।

    অবশেষে দেখা যাচ্ছে, উড়ে যাওয়া
    পাখির ডানায়, একদানা হারানো হীরের
    মত জল, বর্ণনাতীত।
  • sosen | 125.241.106.63 | ২৯ নভেম্বর ২০১৩ ১৯:৪০508627
  • চোদ্দ শাকের মধ্যে দিওয়ালি হয়ে
    যখন ঝলমল করে ওঠে প্রদীপ
    আর তোর ঠোঁট মুঠোয় চাপতে চাপতে
    দুরে ঠেলতে ঠেলতে
    রক্তে ভিজতে ভিজতে যখন দানা দানা ডালিম
    টলমল করতে থাকে রাত্রির গলায়
    নেকলেস
    মুখের মধ্যে গলে যায় না জিভ
    আঙ্গুলের মধ্যে গলে যায় না বৃন্ত
    ঠিক হীরের মতই শক্ত হয়ে থাকে
    দ্যুতিময়, অপার্থিব শরীর।
    এই তোকে কখন চেয়েছি আমি

    সন্ন্যাসে, পাঁকে, মিতাক্ষরে?
    সান্নিধ্যে মাটির মুদ্রা, শরীরের বরাভয় খুঁজি
    কফিতে ক্রীমের ফোঁটা, উরুসন্ধি বেয়ে তোর মুখ
    গলে পড়ছে,
    ঝরে পড়ছে, বৃশ্চিকীয় জিভের ত্বরণ
    ছাঁটা চুল, ছাঁটা জামা ম্যানিকুইনের রাত ভোর

    চামচের শব্দে দিন, স্যানিটি, অফিসব্যাগ। আরেকটি ঋতু নষ্টপ্রজ
  • ফরিদা | ২৯ নভেম্বর ২০১৩ ২১:২৪508628
  • বহুদিন হল তুমি নেই, বহু দিন প্রয়োজনে, যখন লিখিনা আমি
    টিপ টিপ ঝরেছ দুজনে দেখ - কিছুদিন যেন ওরা বহুকাল একসাথে ছিল।
    বহুদিন হল তুমি নেই, রাজপথে, কখনো দুহাতে বাজাতে বাজাতে
    যেত পাগলেরা দুরের বাসে উঠে চকিত হরিণ পায়ে ক্রমাগত।
    যেভাবে আসতে তুমি প্রায়, বহুদিন হল,
    যেভাবে ফিরতে রোজ ছায়া নিত পিছু
    কিছু কছু কথা ছিল রোজকার চেনা জানা –
    আজ তার কিছু কিছু মনেও পড়ে না।
    বহুদিন পরে দেখ কথায় কথায় কত দেরি হল,
    কথারা ফিরবে যেন আজই,
    আজ তারও বহু দিন হল
    বহুদিন হল তুমি নেই
    তুমি নেই বলে দেখ দেখি বার বার বহুদিন হল।
  • dd | 132.167.36.104 | ২৯ নভেম্বর ২০১৩ ২১:৩০508629
  • বেশ, বেশ। গুটি গুটি সবায় এসছে।

    এবার সায়ং আস্তিন গুটিয়ে নামলেই সিক্ষটীন ব্যানানা কম্প্লিট হয়।
  • সায়ন | 24.194.59.227 | ২৯ নভেম্বর ২০১৩ ২১:৫৮508630
  • ঘুম,
    তুমি ঘুম ভোরে ভেঙে গেলে আর বাগানে
    কে শিশির মাখা ফুল নিতে এল
    ঐ যার ঘনচুলের মাঝে মাঝে তারা
    কে ফুল নিতে এল ভোরে, ডালে ডালে যখন
    পাখীরা কুশল জানাচ্ছে পরস্পরকে
    লালফিতে বাঁধা বেণী দুলিয়ে ইস্কুলে যাচ্ছে মেয়েরা
    সকাল,
    আজ ভোরে আলস্য জড়ানো তোমার দু'চোখে
    ঠোঁট রাখলে সব মনে পড়ে যাবে, গত বছর তুমি
    কী কী বলেছিলে। বলেছিলে বৃষ্টির দুটো ফোঁটার মধ্যে দিয়ে
    অনায়াসে তুমি ঐ হাত ধরে দৌড়োবে দৌড়োবে...
    অনেক কাশবন পথে
    সন্ধ্যে,
    কে ভিজে এলো, কে ভিজে এলো, গায়ের জামা কার
    সপপপে? চুলে কার মস্ত মস্ত ফোঁটা, কোন বর্ষা
    কোন শ্রাবণবেলা জলধারা ওকে বিপর্যস্ত করে ছেড়েছে
    বাগানের পাশে এখন একা একা দ্রুত নিঃশ্বাস, ক্লান্ত একলা
    একটু পরে তোমার নাম ধরে ডাকলেই তুমি
    সব, সবকিছু ছেড়ে বেরিয়ে আসবে তো?
    ঘুম, তোমাকে কিচ্ছু বিশ্বাস নেই
    রাত্রি,
    প্রসারিত ঝরনাজলে নৌকা কাউকে বেঁধে রাখেনি
    বাইরে বৃষ্টির সুরে সুরে ভিজেছি একাই আজ
    একা একা
    তুমি খামোখা ক্লান্ত হও
    তবে দূরে রাখো বিদ্যাবুদ্ধি
    চৌকাঠে চঞ্চল তোমার উতলা পায়ের শব্দ শুনি এই সময়
    ফিরে এসো এই সমুদ্রে, ঢেউয়ে
    ফিরে এসো "নক্ষত্রের আগুন ভরা রূপালী রাতে"
  • সায়ন | 24.194.59.227 | ২৯ নভেম্বর ২০১৩ ২২:২১508631
  • বিজন কোনও সেতুর নাম জানো
    ত্রিকাল, ছোটে ত্রিকাল, লঘু গুরু
    ভেঙেছে বাঁধ, কাঁপন ঠোঁটের মাটি

    শানের গ্রহে প্রাণের যবে শুরু
    শিকড় বুঝি শব্দ করে ওঠে
    নিষেধে মাথা নেড়েছ না কি, তরু?

    বুকের মধ্যে টানেল ছিল খোঁড়া
    অন্ধকারে দেখা যায়নি শুধু
    চাঁদের ফাঁদে পড়েছে দিন ধরা

    তুমি কি আকাশগর্ভে আকাশরূপেই চিরকাল আছো? থাকো।
    আমাকে তো বারবার স্বর্গে ও নরকে যাতায়াত করতে হয়। করি।
    আমাকে নির্বিঘ্ন রাখে অন্ধকারে জন্মান্ধ প্রহরী।
  • sosen | 125.241.106.63 | ২৯ নভেম্বর ২০১৩ ২৩:২৫508632
  • এই এক রাত ছিল কবিতার
    অতন্দ্র ঝুঁকে ছিল চিবুকের ওপর চিবুক
    সরলা বালির ধারা নিজেকেও জল ভেবেছিল
    তেষ্টা মেটানোর ঝোঁকে টেনেছিল গভীর চুমুক
    তারপর, লাল চোখ, গলাবুকজ্বালাময়, ইমার্জেন্সি ঘর
    সেই এক রাত ছিল অসুখের।

    তার পর কাঁচ আসে। ভাঙ্গা কাঁচ
    ঢিল , বাগানের নিস্তব্ধতা ভেঙ্গে অবান্তর
    বাক্যবাণ, সন্দেহের গদ্যগাথা

    হলুদ কেয়ারি জুড়ে শুয়ে থাকে ক্লান্ত হয়ে
    অকালপ্রসূতি গাঁদাচারা।
    শিথানের কোল জুড়ে ড্রিপ নামে। পতনের শব্দ শোনা যায়

    জীবন দাঁড়িয়ে ছিল। একরাত, হাসপাতালের দরোজায়।
  • সায়ন | 24.194.59.227 | ২৯ নভেম্বর ২০১৩ ২৩:৪৯508633
  • বলো, কত চিনেছ নিজেকে?
    বলো কতবার নাম বদলে নিয়েছিলে তুমি
    কতবার কত মুখ এঁকে
    বহন করেছ তার গ্লানি ও চেতনা
    পাপে, পূণ্যে, প্রেমে, দ্বেষে
    বিশ্বাসে ও অবিশ্বাসে -
    তুমি ছাড়া ভাবাই যেত না সম্পর্কের সৃষ্টি, লয়
    লালন আর আবর্ত ইতিহাস
    তুমি, চির সময়ের নিয়ন্ত্রিত বিপর্যয়
    আপাতস্বাধীন ক্রীতদাস
    তাই অসহায়
    নিয়তিনির্দিষ্ট পথে ঘুরে ঘুরে ঘুরে
    চলেছ বিনাজিজ্ঞাসায়

    মানে তুমিই, কতবার পড়েছিলে প্রেমে
    তুমি যেই হও
    কতবার সুনির্মিত পথ থেকে নেমে মিলেছ
    অন্যান্য মনের মাটিতে ধূলো হয়ে
    মিলনে, বিদ্যুতে শোনো
    একবারও, একবারও
    সত্যি পেরেছ কি চিনে নিতে আনন্দশরীর
    তার রোমে রোমে হৃদয়স্পন্দন
    নাকি সত্যি বলো, তীব্রতম ছুঁয়েছ কখনও
    যখন আকাঙ্খা জ্বলেছে আরও ধু ধু অনির্বাণ?

    যাবে, কিন্তু কোনদিকে যাবে?
  • সায়ন | 24.194.59.227 | ৩০ নভেম্বর ২০১৩ ০০:৩৪508634
  • মৃত্যুর মত তীরে এসে দাঁড়িয়েছে রাত
    দুজনের একলা প্রহর -
    তুমি দেখা করতে আসবে কিনা বলো
    এই কিন্তু শেষ
    কাল ভোরে চলে যাচ্ছি আমি
    হিসেব-নিকেশ যা মেটানোর -
    সবই তাই ঠিক ঠিক এইবেলা বুঝে নিও
    হিংস্র নখে যদি তুলে নিতে চাও চোখ
    যদি শক্ত মুঠিতে মাথা ঝাঁকাও, উপড়ে নাও চুল
    অথবা মুখ রাখতে চাও বুকের সেই ক্ষতস্থানটায়
    অথবা যদি কিছু খুচরো ঋণ বাকি থাকে এখনও -
    এই সুযোগ,
    এই শেষবারের মত
  • শ্ব | 132.167.146.228 | ৩০ নভেম্বর ২০১৩ ০০:৩৫508636
  • আঙ্গুর লতা ও ইত্যাদি

    ~~~~~~~~~~~~~~~

    এইভাবে সারা রাত্রি কথা বলে যেতে পারি
    নির্বাক । এইভাবে কলমে লিখতে পারি আজো তপ্ত বন দাবানলের
    জঙ্গল থেকে মাথা ফুঁড়ে উঠে দাঁড়ানো ভিসুভিয়াস , কিন্তু তাতে আমাদের সময় গুলো ফিরে আসবে কি ।

    শব্দে শব্দ পারি শব্দহীন শব্দ পারি তাও
    আমিতো দেখতে পাই কিভাবে ত্রি মাতৃকে নর্মচর শব্দের পাহাড় , জেগে উঠে দুলে উঠে
    ফুঁসে উঠে বিভিন্ন আঘাতে ভাঙ্গে আমিতো দেখতে পাচ্ছি চারপাশে বিশাল পাহাড়

    অথচ আদতে কোনো পাহাড় নেই । ভেবে দেখো সমস্ত
    খরগোশ শেষে নিজেকেই এগিয়ে দিয়েছি ম্যাজিক ,যা চাইছি তাই দেখছি এর
    চেয়ে বড় কোনো ম্যাজিক দেখেছ কখনো ? কিন্তু থাক , এটুকুই আঙ্গুল আটকে আসছে । বাই ।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন