এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুচন্ডালী কেমন দেখতে চান?

    Guruchandali
    অন্যান্য | ০৭ নভেম্বর ২০১১ | ১৮০৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 208.240.243.170 | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫৩504187
  • সিকি, django সাইট অফার করে না, তবে কিছু সাইটের সোর্স কোড পাওয়া যায় django সাইটেই।
  • siki | 122.177.237.71 | ১৬ নভেম্বর ২০১১ ০০:০৩504188
  • মোবাইল থেকে কিন্তু বিন্দাস গুরু পড়তে পারা যায়। লিখতে গেলে চাপ হয় কারণ ইউনিকোডে লেখা যায় না মোবাইলে। নতুন গুরুতে সেই ফিচারও থাকবে।
  • Biplob Rahman | 202.164.212.14 | ১৭ নভেম্বর ২০১১ ১৯:২৮504189
  • @ পাই,

    দিনে দিনে গুরুর যান্ত্রিক উন্নতি হচ্ছে দেখে ভাল লাগছে। আর উন্নতিটি চণ্ডালের চাহিদা মতৈ হচ্ছে বটে! :)

    কিন্তু আপনি বলেছেন: "অনলাইন পত্রিকা থেকে পুরো ব্লগের ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন ? গুরু তো প্রথম থেকেই তাই ।"

    চণ্ডালের মন্তব্য: এ ক দ ম ন য়। শুরু থেকে এখনো গুরুচণ্ডা৯ ডটকম অনলাইনপত্রই রয়েছে, যেমনটি রয়েছে নতুনদেশ ডটকম, সাপলুডু ডটকম। তাই গুরুকে ব্লগ বলে সনাক্ত করা ঠিক হবে না; এর কোনো ব্লগ চরিত্র/অ্যাক্টিভিজম-ও নেই।

    প্রথমত, ব্লগ মাত্রই লেখক/পাঠকের লেখালেখি ও মতামত প্রদানের উন্মুক্ত দুয়ার। সেখানে লেখক নিজেই লেখাটি পোস্ট করলে তা তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয়ভাবে ব্লগ সাইটে প্রকাশ হয়। সদস্যরাও লেখার নীচে তাৎক্ষণিক মন্তব্য করতে পারেন। সদস্য নন, এমন অতিথিরা সেখানে লেখা পাঠালে বা মন্তব্য করলে সঞ্চালকরা তা প্রকাশ করেন। পুরো যান্ত্রিক কারিগরিটি অনলাইন পত্র থেকে একেবারে ভিন্ন, তাৎক্ষণিক ও গতিশীল। লেখালেখির প্রত্যেকটি কাজ একটি নির্দিষ্ট নীতিমালার আলোকে করতে হয়।

    কিন্তু গুরুচণ্ডা৯ ডটকম-এ কোনো লেখক সরাসরি নিজের লেখা (ব্লগের মতো) প্রকাশ করতে পারেন না। লেখককে গুরু বরাবরে ইমেইল করে লেখা পাঠাতে হয়, অনুমোদন স্বাপেক্ষে তবেই তা প্রকাশিত হয়। যেহেতু গুরু কর্তৃপক্ষের হাত গলে লেখা প্রকাশিত হয়, তাই লেখার মান বা লিখিত নিয়ম-নীতির বিষয়টি এখানে অপ্রকাশ্য।

    আবার ব্লগের সঙ্গে গুরুর অনলাইনপত্রটির ছোট্ট একটি মিলও রয়েছে; এখানে লেখক/পাঠক যে কেউ লেখালেখি সর্ম্পকে মতামতের এই বিভাগে মন্তব্য করতে পারেন, মতামত জানাতে পারেন। এছাড়া টইপত্র, ভাটিয়া৯-র মতো অনলাইন আলোচনা ও আড্ডাবাজীর সুগোগও এখানে আছে। তবে শেষ বিচারে দুটি ছোট্ট বৈশিষ্ট কোনোমতেই লাইভ ব্লগিং চরিত্রকে ধারণ করে না।

    দ্বিতীয়ত, এপারে ব্লগাররা শুধুমাত্র ব্লগে অনলাইন লেখালেখির সূত্রে অফলাইনে যুথবদ্ধ হন। একেকটি ব্লগের ব্যানারে তারা নিয়মিত আড্ডাবাজীর পাশাপাশি ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর পালন করেন। উৎসবে মেতে ওঠেন ব্লগের প্রতিষ্ঠা বার্ষিকীতে। একুশের বইমেলা কেন্দ্রীক আড্ডা তো আছেই।

    আবার দুস্থ বা অসুস্থ মুক্তিযোদ্ধা বা তার পরিবারের জন্য চাঁদা তোলা, গরীবদের জন্য শীতবস্ত্র সংগ্রহ, বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন -- ইত্যাদি মানবিক কাজেও ব্লগাররা সংগঠিত হন। চলতি যুদ্ধাপারাধীদের বিচার প্রক্রিয়া শুরু করতে ব্লগাররা অনলাইনে কয়েকলাখ স্বাক্ষর সংগ্রহ করেছে।

    এর বাইরে ব্লগাররা তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ছাত্র ফি বাতিলের আন্দোলনেও সরাসরি যুক্ত হন। সম্প্রতি সহব্লগার আসিফ মহিউদ্দীন গ্রেফতার হলে ব্লগ লেখা ছাড়াও ব্লগাররা মিছিল-সমাবেশ করে তার মুক্তি দাবি করেছে এবং তাতে সফলও হয়েছে।

    অফলাইনের এই ব্লগ ক্রিয়া বা ব্লগ অ্যাক্টিভিজম-এর সঙ্গে এখনো সেভাবে গুরুচণ্ডা৯ ডটকম জড়িত নয় বলেই জানি।

    পুরো বিষয়টি আরো বুঝতে চণ্ডালের এই লেখাটি পড়ার জন্য সবিনয় অনুরোধ রইলো :

    বাংলা ব্লগের ভাষা ও দিকদর্শনসমূহ
    http://mukto-mona.com/banga_blog/?p=6895

    আগেও বলেছি, এখনো বলছি, যে কোনো অনলাইনপত্রের চেয়ে ব্লগ অনেক আধুনিক, গতিশীল, সরাসরি ও কার্যকর। তাই গুরুচণ্ডা৯ ডটকম-কে পুরোপুরি একটি দৃষ্টিনন্দন ও প্রযুক্তি বান্ধব ব্লগ হিসেবে পেতে চাই।

    @ সিকি, এ অবস্থাতেও মোবাইলে গুরুচণ্ডা৯ ডটকম পড়া যায় বটে, তবে একেকটি পৃষ্টা আসতে অনেক সময় লাগে, নেট লাইন মন্থর হয়ে প্রায়ই লাইন কেটে যায়। আবার অনেক সময় গুরুর কোনো পাতাই মোবাইলে ধরা দেয় না। চণ্ডাল জিপি লাইন ও স্যামসং চ্যাম্প ব্যবহার করছে। জিপি লাইনে পুরনো নোকিয়া ২৭০০ তে-ও একই অবস্থা। অর্থাৎ আপনি যে চাপের কথা বলছেন, ঠিক তাই। :(

    অথচ একই নেট লাইনে ঐ দুটি সেটেই ফেসবুকের মোবাইল ভার্সন তো বটেই, এমনকি সামহোরিনব্লগ ডটনেট, সচলায়তন ডটকম-এর মোবাইল ভার্সন সহজেই পড়া যায়, এমনকি মন্তব্যও করা যায়। এছাড়া বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম-এর লো গ্রাফিক্স ভার্সন যে কোনো সেট থেকে মোবাইলে পড়া খুবই সহজ।

    এখন নতুন গুরুতে মোবাইলে লেখাপড়ার সুযোগটি থাকছে জেনে খুবই খুশী হলাম। :)

    ---
    সবাইকে অনেক ধন্যবাদ। জ্জয় গুরু!

  • omnath | 59.160.210.2 | ১৭ নভেম্বর ২০১১ ২১:২০504190
  • গুরুচন্ডা৯ডট কম শেষ বিচারে একটি ব্লগমাত্র বা কোনো অনলাইনপত্রমাত্র কিংবা দরিদ্র লোকের ফেসবুকমাত্র না হয়ে উঠলেই সবিশেষ খুশি হব। সঠিক ট্যাগিং করার অপারকতাহেতু জনতার কনফিউজড বিরক্তি তথা উসখুস দেখে যেতে সবিশেষ আনন্দই পাব। এর গায়ে যেদিন ফেসবুকের নীল এফ-চিহ্নটি দেখা যাবে ও কোনো লেখার গায়ে ফেসবুকে বা ট্যুইটারে লাইক করার বন্দোবস্ত করে দেওয়া হবে সেইদিন হয়ত শেষবারের মতো এই সাইটটিতে আমার নাম দেখা যাবে। শেষের সেদিন অবশ্যই সম্পূর্ণ নাম, মেল পরিচয় ও দেশ-এর শূন্যস্থান পূরণ করে যাব।
  • ppn | 112.133.206.18 | ১৭ নভেম্বর ২০১১ ২১:৫৪504191
  • ওমনাথের অনেকগুলি পয়েন্টের সাথে ক।
  • pi | 72.83.76.29 | ১৭ নভেম্বর ২০১১ ২২:১৭504192
  • বিপ্লবভাই, যে কেউ লেখা দিলে উঠে যাবে, লোকে মন্তব্য করতে পারবে,সেজন্যই তো এই টইপত্তর !

    এখানে এই রিসেন্ট লেখাটাই দেখুন না ...
    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content1321320403155

    বুলবুলভাজা কি নানাবিধ ইস্পেশাল, এগুলো আলাদা করে মনোনীত, সম্পাদিত লেখার বিভাগ। টইপত্তরের লেখা থেকেও সেগুলো নেওয়া হতে পারে। পাতার নিচে লেখা আছে।
  • Tim | 198.82.18.154 | ১৮ নভেম্বর ২০১১ ০০:০২504193
  • ওমনাথের পোস্ট লাইকিয়ে গেলাম।
  • lcm | 69.236.161.19 | ১৮ নভেম্বর ২০১১ ১০:২২504194
  • ওহ! এদিকে আমি আশায় আছি গুরু কবে ফেসবুক হবে, আশি কোটি না হোক, আশি লাখ মেম্বার হবে। বাঙালীর মুখে মুখে ফিরবে গুরুবন্দনা, গুরুকীর্তন। মার্জিনের মার্জিন থেকে খোলস ভেঙ্গে বেরিয়ে আসবে গুরু, গুরুপাগল ভক্তদের মধ্যে মেলে ধরবে নিজেকে।
    জয় গুরু! গুরুদেব।
  • lcm | 69.236.161.19 | ১৮ নভেম্বর ২০১১ ১০:৪৩504195
  • আহা শমীক, ওয়ার্ডপ্রেস/জুমলা/ড্রুপ্যাল... এগুলো জনপ্রিয় কিন্তু জ্যাজি বলে নয়, এগুলো ব্যবহার করা সহজ বলে, প্রোগ্রামিং স্কিল লাগে না বলে। যদিও কাস্টমাইজ করতে গেলে একটু কনফিগারেশন নলেজ লাগবে, php জানলে বাড়তি সুবিধে।

    দ্বিতীয়ত, বিশাল কম্যুনিটি সাপোর্ট। এই সব টুলের এত এত গাদা গাদা ফ্রি প্লাগ ইন/ অ্যাড অন পাওয়া যায় যে কিছু আইডিয়া এলেই দেখা যায় কেউ না কেউ করে রেখেছে। শুধু ডাউনলোড করে লাগিয়ে দাও।

    এই যেমন ধরো, মোবাইল থেকে গুরু। পড়া যায় এবং লেখা যায় না। তবে, গুগল এপিআই ব্যবহার করলে ফোন থেকে লেখাও যাবে। কিন্তু, গুরুর পাতাগুলো তো মোবাইল-এর জন্য ডিজাইন্‌ড নয়, মোবাইলের ছোট্ট স্ক্রীনে সে এক জবরজং অবস্থা। এখন, যদি কোনো পপুলার ফ্রেমওয়ার্ক ব্‌য়্‌বহার হত, তাহলে প্রত্যেক পেজ-এর মোবাইল ভার্সান (পাতলা ভার্সান) পাওয়া যেত - প্রায় সব জনপ্রিয় ফ্রেমওয়ার্কই সাপোর্ট করছে মোবাইল ভার্সান।

    আর এই ফ্রেমওয়ার্ক গুলো আপডেট চলতেই থাকে, সব সময়ই নতুন ভার্সান আসে উইথ নিউ ফিচার্‌স।

    এই সব আর কি...
  • lcm | 69.236.161.19 | ১৮ নভেম্বর ২০১১ ১১:০৪504197
  • ঈশানের পয়েন্টটি ঠিক। মাইগ্রেশন। নতুন ফ্রেমওয়ার্কে চলে যাও। পুরোনো ফ্রেমওয়ার্কে একটা আর্কাইভ সাইট থাকুক। লিংক দিয়ে দাও পুরোনো তে। সময় পেলে ধীরে ধীরে কনভার্ট করো।
  • i | 137.157.8.253 | ১৮ নভেম্বর ২০১১ ১১:০৭504198
  • আমি মোবাইল থেকে পড়তে পারি না। কি সব হিজিবিজি আসে। কি করতে হবে?
  • saikat | 202.54.74.119 | ১৮ নভেম্বর ২০১১ ১১:১৯504199
  • ওমনাথকে ক।
  • siki | 123.242.242.16 | ১৮ নভেম্বর ২০১১ ১২:১১504200
  • ইন্দ্রাণীদি,

    আলাদা সুতো খুলে লিখছি মোবাইল থেকে গুরু পড়ার কল।

    এলসিএমকে, বুঝলাম। কিন্তু আপাতত কাজ অনেকটা এগিয়ে গেছে, বেশিদিন পুরনো সার্ভারে গুরু ফেলে রাখলে সমূহ চাপ। প্রতি দিন সময় অসময়ে রিস্টার্ট মারার লোক পাওয়া যায় না। নতুন সার্ভারে নতুন গুরু যা হোক তা হোক করে লঞ্চ হোক, তারপরে তার মডিফিকেশন চলবে। চলতে থাকবে। এইবার আর কোড হারিয়ে যাবার ভয় নেই। ইশান না পারলে, আমি না পারলে আরও কেউ আসবে, কেউ করবে। কমিউনিটি ওয়ার্কের মতই হোক। কিছু বেসিক সমস্যাগুলোকে আপাতত অ্যাড্রেস করার চেষ্টা চলছে, সেটুকু করে নিয়েই নতুন্ম গুরু লঞ্চ হোক।

    বিপ্লব রহমানের বড় পোস্ট পড়লাম, ভালো লাগল, ওমনাথের সঙ্গেও একমত। এখন গুরুচন্ডালীতে অনেকেই এসেছেন নতুন, তাঁদের জন্য ছোটো করে গুরুচন্ডালীর ইতিহাসটা বুঝিয়ে দিলে সুবিধে হবে।

    এই টইদুটো পড়ে নিন। পড়তে না পারলে ওপরের ইউনিকোড ভার্সন ক্লিকিয়ে নিন।
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1239946782732&contentPageNum=1

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content337&contentPageNum=1

    তো, আমরা শুরু করেছিলাম কেবলমাত্র বাংলালাইভের মজলিশে রিয়েল টাইম লেখা আপডেট হত না বলে। সাহিত্য করব, দেশ উদ্ধার করব, এমন কোনও উচ্চাশা সেই মুহূর্তে ছিল না। কেবল ছিল, একত্র হয়ে ভাট মারার জায়গা, যেখানে কিছু লিখলেই সাথে সাথে পোস্ট হয়ে যাবে।

    ইশান যখন বানিয়েছিল এটা, কেউ জানতে পারে নি। শুরুতে আমরা কয়েকজন এতে আসি, আসতে আসতে আজ গুরু এত্ত বড়। সেদিন যারা আসতেন, তাদের অনেকেই আবার আজ আসেন না, বা অনিয়মিত আসেন।

    তো, সেদিন আমিও একজন এন্ড ইউজার ছিলাম, ভেতরের গল্প বুঝতাম না। কাকে বলে ইউনিকোড, বাংলাপ্লেন কেমন জিনিস, কিচ্ছু জানা ছিল না। তখন বোধ হয় সচলায়তনও ছিল না। ওয়ার্ডপ্রেসের নাম শুনি নি, ছিল কি? ইনিশিয়াল আইডিয়া মজলিশের আদলে করে গুরুচন্ডালির শুরু। তারপরে এল টইপত্তর, তারপরে একে একে বুলবুলভাজা, নেট গুরুচন্ডালী পত্রিকা, আর এই সেদিন কাগুজে গুরু।

    ধীরে ধীরে গুরুচন্ডালি নিজেই একটা চরিত্র পেয়ে গেছে, যে চরিত্রকে অনেকেরই বিচ্ছিরি গোলকধাঁধা লাগে, কারুর কারুর খুব আকর্ষণীয় লাগে। এর সঙ্গে বাংলা ভাষায় চলা আর কোনও ব্লগ সাইট, সাহিত্য সাইটের কোনও মিল নেই। গুরু একমাত্র গুরুর মতই।

    গুরু কোনওমতেই ফেসবুক হবে না। তার ধারকাছ দিয়েও যাবে না। সচলায়তনও হবে না, সামহোয়্যারইনব্লগও হবে না।

    ইউনিক্সের মতন একটা ট্যাগলাইন বানানো যেতে পারে, গুরুচন্ডালি ডাজন্ট ইনটেন্ড টু বি ইউজার ফ্রেন্ডলি, ইট ইজ ফর ফ্রেন্ডলি ইউজার্স। গোলকধাঁধা বলে আপাতত যা বোঝানো হচ্ছেম, সেগুলো আসলে কোনও গোলকধাঁধাই নয়। বাংলা পড়তে পরা যে কোনও ব্যক্তি যদি মাউসে ক্লিক করতে পারেন, তা হলে তিনি নিজের প্রতিভাতেই এখানে ঢুকে এদিক সেদিক ঘুরে নিজের লেখা পোস্ট করে দিতে পারেন। হ্যাঁ, এতদিন কোনও সাইট নেভিগেশন গাইডেন্স ছিল না, নতুন গুরুতে থাকবে। দুখানা পুজো স্পেশাল নয়, একখানাই থাকবে। তেমন অসুবিধে হবে না।

    কাজ শুরু হোক, নতুন গুরু মার্কেটে আসামাত্র সকলেই প্রচুর কমেন্ট দেবেন। সেই সমস্ত কমেন্ট একত্র করে আবার কাজ শুরু হবে। নেভারএন্ডিং প্রজেক্ট। যত বেশি টেকনিকাল লোক জুটবে, তত উপকার আমাদের।

  • siki | 123.242.248.130 | ১৮ নভেম্বর ২০১১ ১৩:১৯504201
  • ওহো, খেয়ালই করি নি, অন্য টইটায় কমা-র বাগ ছিল বলে আর কেউ লেখে নি।

    মামু ঠিক করে দাও প্লিজ।
  • aka | 168.26.215.13 | ১৮ নভেম্বর ২০১১ ১৯:৫৪504202
  • টেকনলজি, ফাংশনালিটি, ইউজেবিলিটি, চরিত্র সব ঘেঁটে ঘুঁটে গিয়েছে।

    চরিত্র বজায় রেখে, কম কস্টে, কম খেটে বেটার টেকনলজিকাল ফিচার প্রোভাইড করাই উদ্দেশ্য বোধহয়।

    শুধু ফেসবুক চাই না বললে বোঝা যাবে না। কি চাই না? ফেসবুকের টেকনলজি চাই না? না, ফেসবুকের মতন শুধুই লাইক বাটন চাই না? (তাতে বোধহয় চাট্টি লেখার প্রবণতা আরও কমবে) নাকি ফেসবুকের মতন মাসের জন্য তৈরি ইন্টারফেস চাই না? ওমনাথ, টিম, প্পন বা সিকি কারুর কথা থেকেই পোস্কার নয়।
  • nyara | 122.166.162.24 | ১৮ নভেম্বর ২০১১ ২০:০৩504203
  • কাজ যদি অনেকটাই এগিয়ে গিয়ে থাকে, যা ইররিভার্সিবল বলে মনে হচ্ছে, তাহলে এই টইটার মানে কী? মিলিয়ে দেখা যা করা হয়েছে তার সঙ্গে অন্যদের চাহিদা মিলছে কিনা? নাকি পাঁচবছর পরের যে রিওয়ার্ক হবে তার রিকোয়ারমেন্ট সংগ্রহ করা হচ্ছে?
  • k | 59.164.188.68 | ১৮ নভেম্বর ২০১১ ২০:০৬504204
  • ক্কক্ক
  • ppn | 112.133.206.22 | ১৮ নভেম্বর ২০১১ ২১:২৬504205
  • গুরুকে গুরুর মতো থাকতে দাও। আর চাট্টে বাংলা সাইটের মত হওয়ার দরকার নেই। ফেসবুক হবারও দরকার নেই।

    অবশ্যই চরিত্রগত ভাবে। এর থেকে বেশি জানতে হলে কমরেড সার্ভে ফর্ম বানান। মূল্যবান মতামত দিয়ে দেব। :)
  • aka | 168.26.215.13 | ১৮ নভেম্বর ২০১১ ২৩:২৩504206
  • দুর হানুই নেই, সার্ভে বানিয়ে কি হবে? ;)
  • nyara | 122.166.163.231 | ১৮ নভেম্বর ২০১১ ২৩:২৬504209
  • ভাইসকল, গুগল ক্রোম থেকে পোস্ট করা যে যায় না, সেইটা আগে সারান। আপনাদের কাজ এগিয়ে দিলা TCP dump দিয়ে।

    POST /guruchandali.server.MatamatServiceImpl HTTP/1.1
    Host:
    Connection: keep-alive
    Content-Length: 301
    Origin: http://www.guruchandali.com
    User-Agent: Mozilla/5.0 (X11; Linux i686) AppleWebKit/535.2 (KHTML, like Gecko) Chrome/15.0.874.120 Safari/535.2
    Content-Type: text/plain; charset=UTF-8
    X-GWTCallingModule: guruchandali.Matamat
    Accept: */*
    Referer: http://www.guruchandali.com/matamat/D05823DFD67678E3E746DB91602F37D3.cache.html
    Accept-Encoding: gzip,deflate,sdch
    Accept-Language: en-US,en;q=0.8
    Accept-Charset: ISO-8859-1,utf-8;q=0.7,*;q=0.3
    Cookie: JSESSIONID=64726EDF5D3359574A0A40A0D4B07296; __utma=68482951.1449266744.1320844630.1321620226.1321638278.30; __utmc=68482951; __utmz=68482951.1321638278.30.13.utmccn=(referral)|utmcsr=internal.basus.net|utmcct=/|utmcmd=referral; GURUCHANDALIID=115.241.112.431321552859162752; __utmb=68482951

    1...0...9...java.lang.String/2004016611...guruchandali.client.MatamatService...sendMsg...java.lang.String...nyara..........bhatiyali...122.166.163.231...+0...1...+0...2...7...+0...3...+0...3...+0...3...+0...3...+0...3...+0...3...+0...3...+0...4...+0...5...+0...5...+0...6...+0...5...+0...7...+0...8...HTTP/1.1 500 Internal Server Error
    Date: Fri, 18 Nov 2011 17:52:45 GMT
    Server: Apache/2.2.11 (Fedora)
    Content-Length: 57
    Connection: close
    Content-Type: text/plain; charset=UTF-8

    The call failed on the server; see server log for details

  • siki | 122.177.237.71 | ১৯ নভেম্বর ২০১১ ২২:০৪504210
  • ক্রোমের কী পবলেম সেটা বোঝা আমার কম্মো নয়।

    নতুন গুরুতে ক্রোম থেকে দিব্যি পোস্ট হচ্ছে। ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে।
  • judhajit | 71.145.144.229 | ২০ নভেম্বর ২০১১ ০৪:২৭504211
  • চোখের সামনে এত দ্রুত সব বদলে যাচ্ছে।।।।।
    কিছু একান্ত প্রিয় (হদয়ের নিকটে) জিনিস ও -
    কিন্তু যুগের সাথে তাল মিলিয়েও চলতে হবে, সব কিছু মেনে নিতে হবে, এটাই নিজেকে বুঝিয়ে চলি। গুরুর ব্যাপারেও তাই।
  • i | 124.171.34.239 | ২০ নভেম্বর ২০১১ ০৬:৪৬504212
  • সবাই এত বদলে যাচ্ছে বদলে যাচ্ছে বলে হা হুতাশ করছে কেন সেইটাই বুঝছি না। আমি কি কিছু মিস করছি? এখনও অবধি তো একই আছে সব। পড়ে টড়ে মনে হয় কিছুটা গোছগাছ হবে টইতে আর প্রথম পাতার গোলকধাঁধায় কেউ যেন ঘুরপাক খেয়ে ফিরে না যান তার ব্যবস্থা হবে। এইসব।
    বদলায়ও যদি, মনে হয় যদি দূরের লাগছে গুরুকে, আপনারা তো আছেন, আবার বদলাতে কতক্ষণ?
    দীর্ঘনি:শ্বাস ফ্যালেন কেন খামোকা?
  • Biplob Rahman | 202.164.212.14 | ২০ নভেম্বর ২০১১ ১৪:২১504213
  • @ সিকি,

    "কাজ শুরু হোক, নতুন গুরু মার্কেটে আসামাত্র সকলেই প্রচুর কমেন্ট দেবেন। সেই সমস্ত কমেন্ট একত্র করে আবার কাজ শুরু হবে। নেভারএন্ডিং প্রজেক্ট। যত বেশি টেকনিকাল লোক জুটবে, তত উপকার আমাদের।"

    এই বাক্যে আশান্বিত হলাম। বসে আছি পথ চেয়ে...

  • Biplob Rahman | 202.164.212.14 | ২০ নভেম্বর ২০১১ ১৪:৪৩504214
  • @ পাই,

    বিনয় করে বলি, চণ্ডাল হয়তো বিস্তারিত লিখেও ব্লগ/অনলাইনপত্রের পার্থক্য বোঝাতে পারেনি। ওপরে লেখা মন্তব্যের এই অংশটুকুর দিকে আরেকবার নজর দেবেন?

    "ব্লগের সঙ্গে গুরুর অনলাইনপত্রটির ছোট্ট একটি মিলও রয়েছে ; এখানে লেখক / পাঠক যে কেউ লেখালেখি সর্ম্পকে মতামতের এই বিভাগে মন্তব্য করতে পারেন, মতামত জানাতে পারেন। এছাড়া টইপত্র, ভাটিয়া৯-র মতো অনলাইন আলোচনা ও আড্ডাবাজীর সুগোগও এখানে আছে। তবে শেষ বিচারে দুটি ছোট্ট বৈশিষ্ট কোনোমতেই লাইভ ব্লগিং চরিত্রকে ধারণ করে না।"

    এবং

    "ব্লগ মাত্রই লেখক / পাঠকের লেখালেখি ও মতামত প্রদানের উন্মুক্ত দুয়ার। সেখানে লেখক নিজেই লেখাটি পোস্ট করলে তা তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয়ভাবে ব্লগ সাইটে প্রকাশ হয়। সদস্যরাও লেখার নীচে তাৎক্ষণিক মন্তব্য করতে পারেন। সদস্য নন, এমন অতিথিরা সেখানে লেখা পাঠালে বা মন্তব্য করলে সঞ্চালকরা তা প্রকাশ করেন। পুরো যান্ত্রিক কারিগরিটি অনলাইন পত্র থেকে একেবারে ভিন্ন, তাৎক্ষণিক ও গতিশীল। লেখালেখির প্রত্যেকটি কাজ একটি নির্দিষ্ট নীতিমালার আলোকে করতে হয়।

    কিন্তু গুরুচণ্ডা৯ ডটকম-এ কোনো লেখক সরাসরি নিজের লেখা (ব্লগের মতো) প্রকাশ করতে পারেন না। লেখককে গুরু বরাবরে ইমেইল করে লেখা পাঠাতে হয়, অনুমোদন স্বাপেক্ষে তবেই তা প্রকাশিত হয়।"

    গুরুচণ্ডাল৯ ডটকম-এর প্রাণ কিন্তু প্রথম পাতার লেখাগুলৈ; টইপত্তর বা ভাটিয়া৯ নয়--এগুলো সবই বাই-প্রোডাক্ট মাত্র।

    নাকি চণ্ডালেরই বুঝতে ভুল হলো? (ভাবিত ইমো)
    ---
    পুনশ্চ:

    @ সিকি,

    "গুরু কোনওমতেই ফেসবুক হবে না। তার ধারকাছ দিয়েও যাবে না। সচলায়তনও হবে না, সামহোয়্যারইনব্লগও হবে না।"

    আপনার এই ঘোষণাটিও খুব ভালো। গুরু তার নিজের মতৈ থাক; বিশেষ করে লেখালেখির মানের দিক দিয়ে। শুধু বদলে যাক এর কারিগরি মান; সম্ভব হলে গুরু হোক কোনো ব্লগের মতো, যেখানে লেখক নিজেই তার লেখা প্রথম পাতায় নির্দিষ্ট বিভাগে প্রকাশ করতে পারেন, আর লেখার নীচেই মন্তব্যও করা যায়-- এইটুকুই চণ্ডালের চাওয়া মাত্র।

    অনেক ধন্যবাদ। দৌড়াক! :)
  • PM | 86.96.228.84 | ২০ নভেম্বর ২০১১ ১৫:৪৯504215
  • ভালো সার্চ-এর সুযোগ দরকার। যেন পুরনো লেখা, টই খুজে পাওয়া যায়। এই অসুবিধাটা খুব ফেস করি এখন।
  • kd | 59.93.205.177 | ২০ নভেম্বর ২০১১ ১৬:৩৩504216
  • ""গুরুচন্ডালি ডট কম''এর প্রাণ এ'র প্রথম পাতা? এই ""প্রাণ'' কি সেই ভিলেন প্রাণ? মনে তো তাই হচ্ছে। মানে গুরুর বিরুদ্ধে যা অভিযোগ, সবই এই ""প্রথম পাতা'' নিয়ে, এই তো? তা ওই পাতাটা পুরো বাদ দিয়ে দিলে হয় না? ঝামেলা রেখে লাভ কী? বাকি গুরু নিশ্চিন্তে চলবে - ""প্রাণ'' ছাড়াই।

    কল্পনা করেই হাসি পাচ্ছে - ""new and improved গুরু'' - ""প্রথম পাতা''কে পুরোদস্তুর ""ব্লগ'' কোয়ালিটি করে ""ভাটিয়ালি'', ""টইপত্তর'' জাতীয় ফালতু ""বাইপ্রোডাক্ট''গুলো বাদ - পাঠকসংখ্যা এতই বেড়ে (শাঁখার মতো) যাবে যে তখন সার্ভার হিসেবে আমার চার বছরের পুরোনো পিসি আর ২৫০ টাকার বিএসনেলের লাইনই যথেস্ট। আঁতেলদের বিচরণক্ষেত্র হিসেবে প্রাইজও পেয়ে যেতে পারে। :)

    ওপরের প্যারার হাসিটা আনন্দের নয়। তবে ভরসার কথা, যারা দায়িত্বে আছে, তারা তেমন আঁতেল হয়ে ওঠে নি - নিজেদের পায়ে কুড়ুল না মারার বুদ্ধি তাদের আছে।

  • ppn | 122.252.231.10 | ২০ নভেম্বর ২০১১ ১৭:২২504217
  • বিপ্লব, এইখানে নতুন লেখা আনমডারেটেড ছাপাতে গেলে একটা টই খুলে লেখা পোস্ট করে দিন। লোকজন সেখানেই পাঠপ্রতিক্রিয়া জানাবে।

    তবে কিনা সবসময় লেখক আর পাঠকের গতানুগতিক আদানপ্রদান হিসেবে অনুশাসন মেনে অনেক টইয়ের গতিপ্রকৃতি এগোয় না। কেউ ধরুন একটা টই খুলল মুখ্যমন্ত্রীর মুণ্ডপাত করতে, কিন্তু সে তাতে লিখল না, আরেকজন ফাটিয়ে লিখল, অন্যজন তার সাথে ধরতাই দিল, আবার কেউ কেউ তাদের সাথে কোমর বেঁধে ঝগড়া করতে নামল। মানে একটা পুঁদিচ্চেরি টাইপের ব্যপার। টইপত্তরের কিছু সীমবদ্ধতা নিশ্চয় আছে, কিন্তু ব্লগে এই ব্যপারটা ঠিক আসে না।
  • ppn | 122.252.231.10 | ২০ নভেম্বর ২০১১ ১৭:২৮504218
  • আর গুরুর "প্রাণ' ভাটিয়া৯ আর টইপত্তরগুলোই। যেখানে গুরুর গুরু ও চণ্ডালদের পাল্‌স ফিল করা যায়।

    প্রথম পাতার বাকি সব লিংক যে লেখাগুলির সেগুলি মডারেটেড এবং স্ট্যাটিক। (অ) নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপডেট হয়।
  • aka | 75.76.118.96 | ২০ নভেম্বর ২০১১ ১৮:৪৯504220
  • কেডির কথা শুনে মনে হল -

    দেয়ার শুড নট বি এনি ফার্স্ট পেজ ইন গুরু ইফ এনি দ্যাট শুড বি ইন দা মিডল।

    :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন