এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুচন্ডালী কেমন দেখতে চান?

    Guruchandali
    অন্যান্য | ০৭ নভেম্বর ২০১১ | ১৮০৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 68.46.95.16 | ১৩ নভেম্বর ২০১১ ২১:৪৬504121
  • "গুরুর জটিলতর শারীরিক ভাষা" শব্দবন্ধ চমৎকার লাগলো। "গুরুর চরিত্র" থেকে ভালো:)
    তো আমার আবার ভিন্নমত। আমি তো গুরু বা তার পাঠকের হিসাবে নিজের ভাষা স্থির বা বদল করছিনা। তো গুরুও আমার জন্যে ভাষা বদল করবে সেরকম আকাঙ্খা করিনা।

    ব্যবহারযোগ্যতার উৎকর্ষসংক্রান্ত পরিবর্তন অবশ্যই হোক...
  • Ramkrishna Bhattacharya | 223.223.141.135 | ১৩ নভেম্বর ২০১১ ২২:০৮504122
  • গুরুচণ্ডালী কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ জানাই, এই রকম একটা সাহিত্য আর্ন্তজাল প্রসের জন্য।
    এখানে এই অধমের কিছু অকিঞ্চিৎকর লেখাও স্থান পেয়েছে। তবে একটা অসুবিধের কথা বলতে হবে। প্রথমে ভেবেছিলাম,এই অসুবিধেটি বোধহয় আমার-ই হচ্ছে। পরে দেখলাম অনেকেই এই অসুবিধের সন্মুখীন হচ্ছেন।
    তাই বলছি:-
    কোনো লেখায় মন্তব্য করলে সেটা কোথায় দেখা যাবে এটি বোঝা যাচ্ছে না। এটা যদি আপনারা বলে দেন তো খুব ভালো হয়।

    .......
    এই পোষ্টাটা কিছুক্ষণ আগেও কোরলাম, তবে নিরুদ্দেশ হয়ে গ্যাছে।
  • Ramkrishna Bhattacharya | 223.223.141.135 | ১৩ নভেম্বর ২০১১ ২২:১৬504123
  • এবারও কেলো! লিখলাম তো! গেল কই? এটা তো- "লে- পচা" কেস।
    এবার কর্তৃপক্ষ বলুন তো!
    নতুন লেখা দেবো কোথায়, দেখবো কোথায় আর কিভাবে দেখবো?
  • Sushanta | 117.198.64.72 | ১৩ নভেম্বর ২০১১ ২২:২৬504124
  • kanti লিখেছেন অন্যত্র খোলা হাওয়ার বড্ড অভাব। এটা মডারেটরদের উপর নির্ভর করে। 'আমার ব্লগে' খুব খোলা হাওয়া আছে। সেখানে এতো অশালীন গালিগালাজ হয়, যে আমি লেখাই ছেড়ে দিয়েছি। সুতরাং সেটি বোধহয় সজ্জা বা অলঙ্করণের উপর নির্ভর করে না।
    kd বশ গুছিয়ে লিখেছেন, ২ নম্বর টা না বোঝার দায় আমার, বাক্য রচনাতেই ভুল করেছি। মানে, বলতে চাইছি ওগুলোতে কেউ নিজে থেকে পোষ্ট করতে কোনো ঝামেলা বোধ করেন না। ৫-এ রোমান সমালোচনা করব বলেই করিনি। কেউ নিজের নাম রোমানে লিখলে আটকানো মুস্কিল। কিন্তু বাই ডিফল্ট ব্লগে সময়, তারিখ ইত্যাদি বাংলাতে দেখালে দেখাবে ভালো। ৭ SocialSharelink মানে এরকম কিছু। দেখুন:http://www.addthis.com/
    'বাংলা প্লেন' ব্যাপারতা কী, আমি কিন্তু বুঝিনা? ইউনিকোড নয়? ব্যবহারকাড়ি কত? অভ্রেরতো অনেক লেয়াউট আছে, বাংলা প্লেনের লেয়াউট নিশ্চয় অভ্রে পাওয়া যাবে। আমাকে বাংলা প্লেন বুঝিয়ে বলুন আমি দেখব অনুরূপ অভ্র- লে আউট আছে কি নেই। সমস্যাটা বোধহয় লেয়াউটের । না কি, গুরু যে হার্ড কপি ছাপান তার জন্যে বাংলা প্লেন দরকার পড়ে? তাই যদি হয় তবে , কিছু করার নেই।
    আর বিভাগের নাম টাম আমি পাল্টানোর কোনো কারণ দেখি না। গুরু খুব ফাজলামূ করেনা, আবার গুরু গম্ভীরও নয়। এই ব্যাপারটা আমার ভালৈ লাগে। এটা ইউনিক। বাঙালি ভদ্রলোক হবারও দরকার নেই, আবার রাস্তার রকবাজো না হওয়াই ভালো, ঐ ফেসবুকের স্মৃতিলেখা চক্রবর্তীদের মতো।
  • Samhita Sanyal | 117.201.98.100 | ১৩ নভেম্বর ২০১১ ২২:৩২504125
  • bolchiki..amarkintuFB-rbyapartavalolaglo...okhanesobkichukhub..iye..kath-formal...tarmodhyeeigurugirihebbidorkar!beshULTEDEKHUNSALTEGECHEbyapar..amitoattractedhoyegondhegondheeseporlam..eketakedakadakiokorchi..jevabeihokdolpakaleiholo..
  • Guruchandali | 72.83.76.29 | ১৩ নভেম্বর ২০১১ ২২:৩৪504126
  • রামকৃষ্ণবাবু ও অন্যান্যদের,

    এখানে এই টইপত্তর বিভাগে সবকটি সুতো দেখা যায়।
    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content1320679424109

    আপনি যেখানে লিখেছেন, সেখানে ক্লিক করলে লেখাটি পাবেন।

    আর সাইটে নতুন লেখার সুতো চালু করতে হলে, উপরের লিংকের উপরের দিকে দেখুন,লেখা আছে, নতুন 'টইপত্তর' শুরু করতে হলে কী করতে হবে। টইয়ের নাম, আপনার নাম দিয়ে নতুন টই শুরু করে দিলে, তারপর সেটিতে অন্য সুতোর মতই পোস্ট করতে পারবেন। চেষ্টা করে দেখুন একটু। অসুবিধা হলে জানান।
  • Samhita Sanyal | 117.201.98.100 | ১৩ নভেম্বর ২০১১ ২২:৩৬504127
  • arektakotha..dada..amikhubpuronodinerlok..ektubolbekikorebanglaylekhajay???aminaekdombujhteparchina..osohaylagchhe!!!!eibarsotyibolchhikendefelbo..
  • Guruchandali | 72.83.76.29 | ১৩ নভেম্বর ২০১১ ২২:৪২504128
  • সংহিতা ও অন্যান্যদের,

    আড্ডা, ভাট মারতে চাইলে এখানে চলে আসতে পারেন।
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=4&porlet
    Page=1

    পাতার উপরে 'বাংলায় লেখার নতুন কল' পাবেন। কিম্বা 'মতামত দিন'। সেখানে বাংলা লেখার পদ্ধতি বলা আছে।

    অভ্র, বঙ্গলিপি, গুগল ইত্যাদি আরো কিছু পদ্ধতি আছে।

  • Samhita Sanyal | 117.201.98.100 | ১৩ নভেম্বর ২০১১ ২২:৫২504129
  • khubsomoysapekho!!!!jakge..chestakorenishchoilikhbo..naholeokhotiki..eitodibyivatbokchi!evabeiaminischoimekdinsokkolermathakharapkorediteparbo,amarattobishwasache.
  • kd | 59.93.192.252 | ১৩ নভেম্বর ২০১১ ২৩:০৬504131
  • সুশান্তবাবু, কানেকানে একটা কথা বলবো? কাউকে বলবেন না কিন্তু।
    বাংলার নাম লেখার ব্যাপারে আমার আপত্তি কেন জানেন? আমাকে তখন ""kd''র বদলে ""কাদা'' লিখতে হবে। ওটা লিখতে আমার কেমন যেন লাগবে। কাউকে বলবেন না কিন্তু। একেই বদনাম রটছে, এ'বার কচিকাঁচারাও পেছনে লাগবে। :)
  • ppn | 112.133.206.22 | ১৩ নভেম্বর ২০১১ ২৩:৪২504132
  • সুশান্তবাবু, বাংলাপ্লেন একটা ফন্টের নাম। নন-ইউনিকোড।
  • siki | 122.177.237.71 | ১৩ নভেম্বর ২০১১ ২৩:৪৪504133
  • এবং অভ্র শুধুমাত্র ইউনিকোড ফন্ট হ্যান্ডল করে। তাই অভ্রতে বাংলাপ্লেন ফন্ট সেট করা যাবে না।
  • Kulada Roy | 74.72.54.134 | ১৪ নভেম্বর ২০১১ ০২:৩৮504134
  • আরও দুটো বিষয় যোগ করা প্রয়োজন--
    . যে কোনো টইয়ের লেখকেরই এডিট করার অপশনটা করা দরকার। ভুলভাল হয়ে গেলে তা সংশোধন করা যায়।
    . লেখকের বা মন্তব্যকারীর আইপি এড্রেস এখানে প্রকাশিত হয় জেনে কোনো কোনো বন্ধু এখানে আসতে চান না। যারা এডমিন বা মডারেটর তারা তো দেখার সুযোগ পানই আইপি। সুতরাং এটা বন্ধ হলে ক্ষতি নেই বলেই মনে হয়।

    গুরুচণ্ডালী সাইটটা আমার ভালই লাগে। এখানে যারা লেখেন তাদের লেখার মান ভাল। বেশ মজা করেও অনেকে সিরিয়াস আলোচনা করেন। ডিবেট করেন। এবং অনেক প্রয়োজনীয় তথ্যাদি পাওয়া যায়। সর্বোপরি সবার রসবোধটা আমাকে মুগ্‌ধ করে।

    এখান থেকে আমি যা পেয়েছি---
    . কি করে মেজাজকে শান্ত করা যায় তার দাওয়াই।
    আমিতো আসলে লেখক নই। নেটে বিভিন্ন ব্লগ দেখে শুনে লেখালেখি করছি। ফলে কোনো কোনো ব্লগের কড়া মেজাজি ভাবটা আমার ভিতরে ছিল বা আছে। ফলে কথা বলার ঢংটা আমার ত্যাড়া হয়ে গেছে। গুরুতে এসে কালীদার সঙ্গে এক ডিবেটে কিছু বেয়াদবীও করেছি। সেটা মনে করলে এখন লজ্জা পাই। নিজেকে ছি ছি দেই। গুরুতে এসে সেই বেয়াদবীটা কমানোর চেষ্টা করছি।
    .আমার পড়াশুনা খুবই কম। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়ার সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য অনেক পাওয়া।
  • Tim | 173.163.204.9 | ১৪ নভেম্বর ২০১১ ০৫:৩১504135
  • কুলদাবাবুর এই পোস্টটা ভালো লাগলো। ১ নং পয়েন্ট খুব প্রয়োজনীয়, একেবারেই একমত। এই অসুবিধেটা অনেকদিন ধরেই হয়, কিন্তু মুশকিল হলো টই তো তর্কাতর্কির জায়গাও, সেখানে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। কিভাবে দুদিকই সামলে ব্যাপারটা করা যাবে সেটা আলোচনাসাপেক্ষ।

    ২ নং পয়েন্টেও সহমত। আইপি শুধু সম্পাদকের কাছে রেকর্ডেড থাকলেই হয়। এর আগে মনে হয় আকাদা ও আরো কেউ কেউ বলেছিলো এই নিয়ে। আমার অবশ্য কিছু যায় আসে না।
  • aka | 75.76.118.96 | ১৪ নভেম্বর ২০১১ ০৭:১৮504136
  • লোকে প্রথম পাতায় কোথায় যেতে হবে বুঝতে না পেরে ফিরে যাচ্ছে সেটা অজুহাত, বা বালখিল্য?? হা ঈশ্বর এ কি পড়াশুনো যে ফাঁকি দেবার জন্য অজুহাত দিতে হবে? প্রথম পাতা শুড বি ডাম্ব এনাফ যাতে প্রথম দিন কম্পিউটার ধরা ইউজারও সব খুঁজে পায়, বুঝতে পারে।
  • Jhiki | 182.253.0.99 | ১৪ নভেম্বর ২০১১ ০৮:৫০504137
  • টেস্ট
  • Jhiki | 182.253.0.99 | ১৪ নভেম্বর ২০১১ ০৮:৫৫504138
  • প্রথম পাতা নিয়ে অভিযোগগুলো আমারও পছন্দ হল না।

    কিছু পোস্ট করতে গেলে দেশের নামট লেখা একটা নিয়ে একটা সমস্যা ছিল, এখন তো আর সেটা নেই (টেস্ট করে নিলাম)!
    আমি calcuttaweb.com থেকে সৈকতদার (মামু) একটা বি ই কলেজ নিয়ে লেখার সূত্রে প্রথম গুরুতে আসি, সেটা ২০০৭ সাল.... আমার গুরুতে আজ অবধি একটাই অসুবিধা হয়েছিল, দেশের নাম লিখে কিছু পোস্ট করলে, পোস্টটা accepct করছিল না। সৈকতদার কাছে এ ব্যাপারে সাহায্য নিতে হয়েছিল।

    বাকী গুরুর সবকিছু আমার কাছে বড্ড আপন, বদলে যাবে পড়ার পর গলার কাছে একটু ব্যাথা ব্যাথা করছে...

  • Nina | 69.141.168.183 | ১৪ নভেম্বর ২০১১ ০৯:০৬504139
  • আমি না অনেক মাথা চুলকে ভাবলাম--বেশ একটা কিছু বলি--পরামর্শ দি ই --কি করে গুরু আরও ভাল হবে ---কিন্তু গুরু এখনই এত ভাল লাগে আমার--কোনও যুৎসই কিছু খুঁজে পেলামনা:-(
    তবে নানারকম সৎপরামর্শ আসছে ---আমার কিন্তু একটু ভয় করছে--সেই ছোট্ট ছেলেটিএ গল্প মনে পড়ে যাচ্ছে ---সেই যে খুব ভাল একটা গরম কাপড় পেয়ে ভাবল দারুণ একটি শীতের কোট বানাবে---বন্ধুবান্ধব প্রতিবেশি সব্বার পরামর্শ নিতে গেল---এবং সবার পরামর্শমতন তার কোটটা কেমন যেন একটু ট্যাঁড়া বেঁকা হয়ে গেল!
    তাই বলি সাবধান!!!
  • siki | 123.242.248.130 | ১৪ নভেম্বর ২০১১ ১০:৫১504140
  • :-)) নীনাদি একঘর!

    আইপি প্রকাশ করার সূত্রপাত হয়েছিল এখানে কিছু আনফর্চুনেট ঘটনাকে কেন্দ্র করে, তার আগে আইপি দেওয়া হত না। ধরুন আমি যদি কুলদা রায় নাম নিয়ে কাউকে খুব তেড়ে গালাগাল দিয়ে অশ্লীল কথা লিখে দিয়ে যাই, কেউ কি জানতে পারবে যে সেটা কুলদা রায় আদপেই ছিলেন না, ছিল অন্য কেউ?

    ঠিক এই রকমের ঘটনা ঘটেছিল এক সময়ে। তার পর থেকে আইপির সূত্রপাত। এর অল্টারনেটিভ হল লগিন পাসওয়ার্ড ক্রিয়েট করা। কিন্তু সেটা আমরা করতে চাইছি না। এখানে ঢোকা বেরনো কোনও কিছুই "অ্যাডমিন' জাতীয় কারুর হাতে রাখা থাকবে না, কোনও ডেটাবেস মেনটেন করা হবে না, পুরোটাই খোলা চারণভূমি। বাঘে ছাগলে একঘাটে বীয়ার পান করবে। কোনও জ্যাঠামশাইসুলভ শাসনব্যবস্থা এখানে থাকবে না, কোনও গোপনীয়তা থাকবে না। কোনও মডারেশন থাকবে না (বুবুভা ছাড়া) ... কেউ কাউকে গালাগাল দিলেও সেটা এখানে ডকুমেন্টেড হয়ে থাকবে, কেউ ভালো কথা বললে সেটাও।

    এটাই গুরুর "চরিত্র'। এখানে সবাই রাজা। কেউ আলাদা করে অ্যাডমিন নয়। কেউ মডারেটর নয়।

    সার্ভার স্পেসটা খুব কষ্টে পাওয়া, মাল্টিমিডিয়া ফাইল আপলোড করে শেয়ার করা জন্য যে পরিমাণ সার্ভার স্পেস লাগে, সেটা অ্যাফর্ড করা সম্ভব নয়। আমরা শুধু টেক্সট নিয়ে কাজ করি, খুব বেশি হলে দু চাট্টি ছবি।
  • siki | 123.242.248.130 | ১৪ নভেম্বর ২০১১ ১০:৫৮504142
  • আর নিজের লেখা এডিট করার অপশনের জন্য বলি,

    সেটাও করা যাবে না দুটো কারণে। এক, মিসইউজ আটকাবার জন্য। আমি কারুর নামে খুব খারাপ খারাপ কথা লিখে দিয়ে গেলাম, আর সে জখন খুব রেগে গেল, আমি টুক করে গিয়ে আমার লেখাটা পাল্টে দিয়ে এলাম। পরে ভালোমানুষের মত আরেকটা পোস্ট করে বললাম, আমি তো এমন কিছু লিখি নি! ক্ষতি কিন্তু যা হবার হয়েই গেল।

    দুই, কে কার লেখা এডিট করবে? এখানে তো লগিন নেই। আপনি লিখলেন, আমি গিয়ে এডিট করে দিলাম আপনার লেখা। বাজে ব্যাপার হবে না? কী করে সিস্টেম বুঝবে যে আগের পোস্টটা আপনি করেছেন, আমি করি নি?
  • q | 121.241.218.132 | ১৪ নভেম্বর ২০১১ ১০:৫৯504143
  • আইপি টা ফুলপ্রুফ হচ্ছে না। "ডট" এবং "কিউ" নিয়ে জলঘোলা দ্রষ্টব্য।
  • siki | 123.242.248.130 | ১৪ নভেম্বর ২০১১ ১১:০২504144
  • হবেই। অ্যাকচুয়েলি এত বেশিমাত্রায় ফুলপ্রুফ তো বানানো হয় নি।

    পুরো ফুলপ্রুফ বানাতে গেলে লগিন আনতেই হবে, আর তাতে প্রচুর ব্যথা। :(
  • pi | 72.83.76.29 | ১৪ নভেম্বর ২০১১ ১১:০৮504145
  • দু চারটে কথা।

    আপিপির শেষ দু ডিজিট * দিয়ে দেওয়া নিয়ে কথা হচ্ছিলো। সাপ মরে লাঠি ভাঙেনা টাইপের ব্যাপার কিছুটা।

    আকাদা, সেটাই। কালকে বলছিলে না, গুরুর লক্ষ্য সেইসব ইউজার যারা এগুলো বুঝে নিয়ে করতে পারবে , তারা কিনা। আমার তো মনে হয় সেটা না হয়ে, ঐ সদ্য ইঁদুর ধরা লোকজনও যাতে চমৎকার ভাবে গুরু করতে পারে সেটা দেখা দরকার। হ্যাঁ, প্রতি পদে স্পুন ফিডিং এর মানে হয়না, করাযাবেও না। কিন্ত ঐ খাবারটা আছে, কোথায় আছে, সেটা অন্তত কিছুটা জানিয়ে দেওয়া।

    টিম, মূলত: কাব্লিদাকে লেখা ছিল।

    ঝিকিদি, পারলে উপরের কিছু পোস্ট পড়ে নিও। একটু এদিক ওদিক, একটু গোছ-গাছ হবে হয়তো। ঘর তো একই থাকবে। চিনতে না পারার মত ভয়ের কিছু হবে না মনে হয় :)

  • u | 61.12.12.84 | ১৪ নভেম্বর ২০১১ ১১:২৪504146
  • ওতে স্রেফ লাঠিই ভাঙবে।
  • Jhiki | 182.253.0.99 | ১৪ নভেম্বর ২০১১ ১১:২৫504147
  • পাই, পুরো টইটা পড়েই লিখেছি।
    প্রথম পাতা বদলালে আমর বিশেষ কিছু যাবে আসবে না, তবে টই আর ভাটের ফরম্যাট একইরকম রাখার দিকে আমার ভোট।

    আর একটা লাইন ও দুটো লাইনের ফান্ডা কি? ওটাকে কাটানো যায় না?
  • siki | 123.242.248.130 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৩৪504148
  • যাবে। দুটো লাইন মানে কেউ বাআমদি দিয়ে লিখছে, একটা লাইন মানে কেউ বালেনক দিয়ে লিখছে।

    নতুন গুরুতে এসব কিচুই থাকবে না, ফলে একতলা দোতলাও থাকবে না।
  • pi | 72.83.76.29 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৩৫504149
  • টই, ভাটের ফরম্যাট বদল নিয়ে কোন কথা হয়নি বোধহয়। সর্বশেষ আপডেটেড টইয়ের সংখ্যা বাড়ানো আর কিছু টই বিভাগ করে রেখে দেওয়া ছাড়া।
  • siki | 123.242.248.130 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৪৩504150
  • হুঁ।

    মোবাইলে গুরু পড়ার সুবিধে অসুবিধে নিয়ে কারুর কোনো বক্তব্য?
  • pi | 72.83.76.29 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৪৭504151
  • এটা নিয়ে প্রচুর লোকের প্রশ্ন আছে।

    মোবাইল থেকে গুরু পড়া ও গুরুতে লেখার একটা ছোট গাইডলাইন বানিয়ে দেওয়া হোক।
  • siki | 123.242.248.130 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৫০504153
  • আরে, সব পাই বলে দিলে খেলব না। বাকিদের বলতে দেওয়া হোক। :-|
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন