এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুচন্ডালী কেমন দেখতে চান?

    Guruchandali
    অন্যান্য | ০৭ নভেম্বর ২০১১ | ১৮০৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.160.8 | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৮504293
  • url কই? জনগণ-কে test url দাও।
  • pi | 128.231.22.133 | ১২ নভেম্বর ২০১১ ০০:৫২504294
  • হ্যাঁ, লিখি লিখি করেও লেখা হয় না।
    কাগুজে গুরুর পিছনে কিছু লোকজনের নাম থাকে, যাঁরা কোন না কোন ভাবে গুরুর কাজে হাত বাড়িয়ে দিয়েছেন, নেটেও কোথাও লিখে রাখা দরকার মনে হয়। নতুন অবতারে তেমনি কোন জায়গা করা যাবে কিনা জানিনা, আপাতত এখানে অন্তত লিখে রাখি।
  • pi | 128.231.22.133 | ১২ নভেম্বর ২০১১ ০৩:০৮504295
  • পুজো ইস্পেশালের কথা তো আগেই লিখেছিলাম।

    সাইটের এইচটিএমেল, প্রুফ, গুরুর পেজমেকিং এর কাজে সিকি যেমন অনেক করে একটা সময় অব্দি দীপুও অনেক করেছে। অপ্পন, ভুতো, অনামিক এবং আরো কেউ কেউ।
    প্রুফ ও এসব নানা কাজে একসময় স্যান, দময়ন্তীদি,অরিজিতদা, পরে তাতিন, প্রিয়াঙ্কা,অর্ণব, সামরানদি, সুরঞ্জনা, রোকেয়া, অনামিক, উদ্দীপন, ব্যাঙদি, হুচি যে যখন পেরেছে , করেছে।
    অনুবাদের কাজে কলিদি, সায়ন্দা, ডিডিদা তো আছেনই।

    যাদের কথা প্রায় কোথাওই বলা হয়না, সেটা হল টাইপ করার কাজ। অনেক লেখাই স্ক্যান করা বা হাতে লেখা আসে। কিছু কিছু আবার রেকর্ডিং ও থাকে। নানা সময় সেগুলো কোনোটা না কোনোটা টাইপ করে দিয়েছে(ন) কেলোদা, Zzz, নন্দিনীদি, নিনাদি,সৌরভ,পবিত্র, অমিত, অভিষেক, শুভজিতদা, রমিত,মধুছন্দাদি,নীলাঞ্জনাদি, কুমুদি, সৈকত (নীপা), দুখেদা,সিঁফো
    স্ক্যান করে করে পাঠিয়েছেন মূলত : আবেশদা।

    হুতো, সুমেরুদা, মৃগাঙ্ক, লামাদার নাম আলাদা করে কেন নিলাম তা নিশ্চয় বলতে হবেনা :)

    আর আরো অনেক কিছু, আর্থিক সাহায্য থেকে দৌড়াদৌড়ি করে, নানারকমের কাজে যে কতজন নানাভাবে সাহায্য করেছেন, কোন না কোন সময়ে,আলাদা আলাদা করে কাজ বলে বলে লেখা মুশকিল। অনেকের নাম আগেই নেওয়া হয়ে গেছে। বাকি কিছু নাম যা না নিলেই নয় - কাব্লিদা, অসিতদা, ইন্দ্রাণীদি, ফরিদাদা, লসাগুদা, শান্তনুদা, কুলদাদা, বিপ্লব রহমান, শুদ্ধসঙ্কÄদা, আকাদা, অনির্বাণ ( বসু এবং বন্দ্যো), ঋতেন, বুনান, বিপদা,, কল্লোলদা,আনন্দময়দা, সৌরভদা, পিনাকীদা, অচিন্ত্যদা, মিতাদি, অরণ্যদা, ইন্দোদা,সুশান্তদা, টিম, ব্রতীনদা,দীপঙ্করদা, বোধিদা, বৈজয়ন্তদা ,দেবপ্রসাদদা,অর্ণব ( মুখার্জী),সৈকতদা, সুমনদা, প্রবীরদা,অনামিত্র, শ্রীপর্ণা, পার্থদা, অর্পিতাদি,অভিজিত, ভিকি, ওমনাথ, অভ্যু, ব্রতীশ, দীপ্ত,সাউঅন্তন,সরদার ফারুক, আবু মুস্তাফিজ, সুদীপ্ত, ঘনাদা, দেবাশিসদা, রূপঙ্করদা, রঞ্জনদা, সুতো, রোচিষ্ণু, মনোজদা, প্রণবদা, ধর্মেন্দ্র, মারুফ, ইন্দ্রনীল, শংকর,বাবাই, রফিক, ... উরি বাবা রে, হাঁপিয়ে গেলাম তো ! :( আর কিছু নাম ও নিগ্‌ঘাত বাদ পড়ে গেল :(
    কারুর কিছু মনে পড়লে যোগ করে দিতেই পারেন।

    তবে হ্যাঁ, সকলেই তো নিজেদের নানা কাজে ব্যস্ত, যেটুকু যা সময় বের করতে পারেন, দ্যান। কাজ আছে অ-নে-ক আর দিন দিন বাড়ছে, তাই তিতলির মত নতুন নতুন লোকজন আরো এগিয়ে এলে বড্ড ভালো হয় !
    guruchandali অ্যাট জিমেইলে মেইল করলেই হবে।

    মামুর নাম তো আলাদা করে লেখার কোন কারণ নেই। না, একটা কারণ আছে। মামুর নাম যে সৈকত বন্দ্যো তা দেখেছি অনেকেই জানে না :)
  • aranya | 144.160.226.53 | ১২ নভেম্বর ২০১১ ০৭:৩৩504296
  • এত, এত মানুষ গুরুর সাথে আছে, মন ভরে গেল দেখে।
    তরুণ প্রজন্ম - কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই লিস্টে আছে এবং থাকবে - আশা নিয়ে ঘর করি.....
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১০:২২504297
  • যা:! পাইদিদি নিজের নাম নিতেই ভুলে গ্যাচে! সেটা ঠিক আছে, কিন্তু মশামেসোর নাম ভুলে গ্যালে যে!

    On a serious note - - - -
    রিসেন্টলি দেখছি ই-গুরুতে মাঝে মধ্যেই ঝামেলা হচ্ছে। টেকনিকাল ব্যাপার-স্যাপার বুঝি না, কিন্তু এই সমস্যাটা কি সার্ভার-টার্ভারের লিমিটেশনের জন্যে? আসলে বলতে চাইছি যে আমরা অনেকেই নিয়মিত গুরু পড়ি-লিখি কিন্তু সেজন্যে কোন দাম দিই না। জানি ""গুরুভার বহন করুন'' বলে একটা লিংক আছে কিন্তু সাধারণত: আমাদের নজর কন্টেন্টের ওপর থাকে, ওটা নজর এড়িয়ে যায়। আচ্ছা, যদি আমরা ইচ্ছুকেরা (জানি এই দলটি বেশ বড়ই) যদি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট (বেশী হ'লে ক্ষতি নেই) বার্ষিক প্লেজ করি ([email protected]এ বা অন্য কোন ঠিকানায়) যেটা ডিউ প্রতি ১লা জানুয়ারি। কালীপুজোর পর থেকে সরস্বতী পুজো অবধি একটা রিমাইন্ডার পাতার মাথায় ফ্ল্যাশ করা হ'লে ভালো হয়।

    এককালীন ডোনেশান খুবই কাজের কিন্তু একটা রোবাস্ট প্ল্যাটফর্মের জন্যে যে নিয়মিত খরচা, সেই উদ্দেশ্যেই এই প্লেজের কথা লিখলুম। হয়তো বাউন্ডারির বাইরে কথা বলছি, কিন্তু তাতে কি, ""গুরু''তে তো সব অ্যালাউড। :)
  • Kulada Roy | 74.72.54.134 | ১২ নভেম্বর ২০১১ ১১:৪২504298
  • গুরুদের ব্যাপার-স্যাপার গুরুতর। আমি অনেক আগেই গুরুচণ্ডালী সাইটটা দেখেছি। কিন্তু ভয়েই ঢুকিনি। ভয়টা ধরেছিল--এর নানাবিধ সান্ধ্যাভাষার নাম দেখে। যেমন টই শব্দটি। টই মানেই জানিনা। আমার মায়ের একটা শব্দ আছে। সেআ ট্যাও দেওয়া। ট্যাও দিওনা বাপু।অএখন ঘুমানো সময--রোদে বাগানে ঘোরার সময নয়। সুতরাং ট্যাও অর্থ কুবুদ্ধি দেওয়া বা মাথা খারাপ করা। আরও কিছু অর্থ আছে। সেটা পরে বলা যাবে।

    আবার বুলবুল ভাজা। বুলবুল পাখি আমাদের দেশে হরহামেশা দেখা যায়। পাখিটা দেখতে সুন্দর। কিন্তু গান গায় না। অন্তরার গান থেকেও বুলবুল পাখি শব্দটা প্রিয়। কিন্তু বুলবুল ভাজা মানে আমি তো ছার, আমার বাপদাদারও জানত না। ভাটিয়ালী গান শুনতে ভাল লাগে। বৈঠা ফেলে দিতে ইচ্ছে করে। আবার ভাটিখানাও চিনি। কিন্তু এখানের ভাটিয়ালী? কী কথা তাহার সাথে তার সনে?-- এখনো বুঝিনা। বুঝতে পারব বলেও মনে হয়না। সুতরাং এইসব ভজকট শব্দ দেখে আমি গুরুতে ভুরু কুঁচকে আঁতকে উঠতাম। মনে মনে প্রার্থনা করতাম, প্রভু যীশু, একে গুরুহীন করে দাও। শুধু চণ্ডাল করো। তাহলে এখানে ঢুঁ মারতে পারা যাবে। সেই প্রথম আমি যীশু ভক্ত হয়েছিলাম। কিছু পূণ্যসঞ্চয় করেছিলাম।

    মনে পড়ে,এই গুরুতে লেখার জন্য সামরান হুদা বারবার বলতেন। সামরানের লেখা আমার বেশ ভাল লাগে। ওর অনুরোধেই আসি আসি করেও ল্যাজ গুটিয়ে টইয়ের ভয়ে কেটে পড়েছি। ভেবিছলাম সামরান বোধ হয় এটাকে এক গভীর গোলক ধাঁধা বানিয়ে রেখেছেন। এটা দূর থেকে দেখতে হবে। রহস্য ভেদ করা যায় না।

    রহস্য ভেদ করতে এগিয়ে এলেন ইপ্সিতা পাল। তিনি এমনিতেই নরম মানুষ। তিনিই গুরু চেনানোর দাযিত্ব কাঁধে নিলেন। কঠিন কাজ। ফোনে তালিম দিতেই থাকলেই। মাঝে মাঝে বুঝতাম আমাকে বোঝাতে গিয়ে তার চান্দিটাও গরম হয়ে যাচ্ছে। আমি শিখব কি--তার ধৈর্য্য দেখে আমি অবাক। অত দামি সময়ের কী অসাধারণ অপচয় করে আমাকে একদিন না, দুদিন না, চারদিন ধরে ফোনে বোঝাচ্ছেন--টই মানে এই, ভাটিয়ালী মানে অই। বুলবুল ভাজা মানে চানাচুর না। ইত্যাদি। এবং সেখানে কোনোটা নিচ থেকে পড়তে হবে। কোনোটা উপর থেকে পড়তে হবে। প্রভু যীশুকে পুণপ্রার্থনা করলাম, প্রভু হে এ মেয়ের কাছ থেকে আমাকে তারণ করো। তিনি তাড়িত হননি। আমি যখন বুঝেছি, ঠিক বোঝার ভান করেছি--তখনও দিব্যি ভুলভাল করে ভাটিয়ালীতে টই--আর টইতে ভাটিয়ালী করে দেই। আবার কোনোটা বাংলাতে করিতো তা ইংরেজি হয়ে যায়। বোধের বাইরে চলে যায় এইসব অক্ষরের ছড়াছড়ি। এত সময় নষ্ট করার মত সময় কোথায় পাইরে প্রাণের ভাই লক্ষ্মণ?

    মাঝে মাঝে আমার লেখক বন্ধুদের বলেছি--গুরুচণ্ডালীতে লেখো, ওখানে গুরুরা থাকেন। আর চণ্ডালেরা ছন ছন করেন--তারা এই টই, ভাটিখানার কারবার দেখে এমনি এসে ভেসে গেছে। বলেছে--বাপুহে, তুমি লোক ভাল না শুনেছি--এখন দেখছি সত্যি সত্যি তুমি লোক খারাপ। অন্ধকার রজনীতে যতুগৃহের সুড়ঙ্গে পথে আমাদের মতো ভালমানুষদের ঠেলে ফেলতে চাইছ। বোঝেন? কী অপবাদ জুটেছে। সুতরাং, আমরা যারা সত্যিকারের বাংলার--বাংলাদেশের বাঙ্গাল, তাদের সাফ কথা এইসব টই ফই তুলে দিন। সহি বাংলায় এগুলোর নাম লেখেন। যেন আমার ড: বন্ধুও বুঝতে পারেন--আবার আমার বাংলা না জেনে ছোটো মেয়েটিও বুঝতে পারে।

    দ্বিতীয় কথা হল--প্রত্যেকের জন্য আলাদা পেজ রাখুন। ক্লিক করলেই যেন শ্রীমান কুলদা রাযের কর্মত্‌ৎপরতাগুলো এক নজরে ভাসিয়া ওঠে।

    তৃতীয় কথা হল--এই যে P-, Kc, dd--এসব সাঙ্কেতিক নাম রাখার পদ্দিতটাই তুলে দিন। এটাকে আমার তাসের দেশের নাসিকদের নামের মত মনে হয়। ব্লগাররা সত্যিকারের নামেরই লিখুন। নো সঙ্কেত।

    চতুর্থ কথা হল--একটা ইবুক সেকশন রাখুন। সেখানে গুরুদের বইপত্র--সিরিজ লেখাগুলোর পিডিএফ থাকুক। আবার আলালের ঘরের দুলাল, জমিদার দর্পন, পিঞ্জরে বসিয়া শুক--ধরনের নির্বাচিত বইয়ের ইবুক সংকলন রাখুন। আমরা যারা দূরে আছি--তারা ফ্রি বই পড়ার এবং ডাউন লোড করার সুযোগ পাব। অনেক দোয়া করব।
    পঞ্চমত--দুটো ভার্সনে নয়--শুধু ইউনিকোডে গুরু চালু করুন।
    আপাতত এইটুকু। বুয়েনোস নচে।

  • Abhyu | 97.81.99.2 | ১২ নভেম্বর ২০১১ ১১:৫৭504299
  • কুলদাবাবু, কথাগুলো ঠিক। কিন্তু সেটা মানতে গেলে গুরুর চরিত্রটাই বদলে যায়। আর তাছাড়া কোনো সুদীপ গুপ্ত যদি এখন স্বনামে ব্যক্ত হয়ে পোস্ট করতে থাকেন, অ্যাটলীস্ট আমার তো বড্ড বাজে লাগবে।
  • dd | 124.247.203.12 | ১২ নভেম্বর ২০১১ ১২:০৮504300
  • হ্যাঁ। কুলদা বাবুর সাথে কিছুটা একমত। আমার চেনাজানা কয়েকজন, যারা সাহিত্য অনুরাগী এবং কম্পিউটারে সড়গড় , এবং নতুন বলে প্রথম পাতাতেই প্রথমে "নক" করেন, তাঁরা এই প্রবল গোলোকধাঁধার ভিতরে আর ঢুকতেই পারেন নি, বা বোর হয়ে ফিরে গেছেন। এমন কি টই পত্তর কি বা ভাটিয়ালি কি এই সবের ই®¾ট্রা টাও এতো সাহিত্যের ভাষায় যে বাইরের লোকে বুঝতেই পারেন নি।

    এগুলো বদলানোর কথা অনেক বার হয়েছে, নিশ্চয়ই কিছু কাজ হচ্ছে বা কোনো টেকনিকাল সমস্যায় সেটা আর সম্ভব না, হোয়াটেভার,সেই কমিউনিকেশন নেই।

    একটা একতরফা বাক্যালাপ।
  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ১২:১৬504301
  • এই গোলোকধাঁধায় ঘুরপাক খেয়ে কত পাঠক যে ফিরে গেছেন ! আরো গড়বড় হল, যাঁরা পড়তে বা লিখতে পারলেন না, তাঁরা তো সেটা জানাতেও পারলেন না ! ঐ পরিচিত সূত্রে হয়তো জানান বা শিখে যান। এখন অর্কুট, ফেসবুকের কল্যাণে অনেকের অসুবিধের কথাই। অন্তত জানাটুকু যায়।
  • aka | 75.76.118.96 | ১২ নভেম্বর ২০১১ ১২:১৮504304
  • গুরুত্বপূর্ণ মতামত: - (শুক্কুরবার রাত দুটো বলে অবহেলা করবেন না)

    সবই ডিপেন্স স্ট্র্যাটেজীর ওপর - মানে গুরু কি হতে চায়।

    তা এখনও অবধি গুরুর বিচরণ - স্ট্র্যাটেজী - নীচ স্পেসে। সেক্ষেত্রে গুরু তাদেরই চায় যারা প্রথম পাতার গোলকধাঁধা কাটিয়ে, টই, ভাটিয়ালি বুঝে, বুক ঠুকে পোস্ট করার ধক রাখে। সিম্পুল।

    উপরিউক্ত বাক্যাবলী ভেবেচিন্তেই বলা। (আবারও ডি:)

    গুরুর প্রতি আমার আকর্ষণ ভাট এবং টই, এবং কয়েকজন ভাটুরে। যদ্দিন সেসব সহি সলামত সব কুছ চলেগা। এবং যদ্দিন বিদেশে আছি, দেশে ফিরলে বোধহয় অন্যরকম ইকোয়েশন।
  • dd | 124.247.203.12 | ১২ নভেম্বর ২০১১ ১২:১৮504303
  • আর গু চ কি? এটা কি সাহিত্য পত্রিকা? না শুধুই সাহিত্য পত্রিকা?

    দ্বিতীয়টা নয়, প্রথম দিন থেকেই নয়। তাহলে ভাটিয়ালি বা টইপত্তরে পোস্টার দের নাম করণ নিয়ে কিছু বলার নেই। কুলদা রায় না হয়ে kr হলেও ইকুয়ালি স্বচ্ছন্দ বোধ করতাম ।

    কিন্তু এটা একটা জ্যান্তো প্রবলেম। অল্পদিন আগেই আরেকজন নবাগত ও লিখেছিলেন তাঁর অস্বচ্ছন্দ্যের কথা, এই ধরনের dd,m, ইত্যাদি নামে। তার বোধয় মনে হয় এরা সবাই সবাইকে চেনেন,তাই এইসব নিকনেম ব্যবহার করছেন, নতুন রা অস্বস্তিতে পরেন। এটা ফ্যাক্ট।

    কিন্তু এ স্বত্তেও, প্রচুর নতুন মানুষে ঠেলে ঠুলে আড্ডা মারতে শুরু করে দেন নিত্যই।

    মানে নতুনরা উইল হ্যাভ টু লিভ উইথ দ প্রবলেম ,এই টইপত্তর আর ভাটের পাতায়।
  • aka | 75.76.118.96 | ১২ নভেম্বর ২০১১ ১২:৩৭504305
  • আজ তো শুক্কুরবার রাত তায় এখন দুটো তাইলে বলেই ফেলি।

    আমার পছন্দের বেশ কিছু ভাটুরেকে গুরু হারিয়েছে। তাতে আমার বড় অসুবিধা হয়েছে, যদিও জানি সময় নেত্য (নেতাই নয়), বহেতা হুয়া নদীমে ফেরা যায় না ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিল খচখচ করতা হায়।

    যেমন ব্ল্যাংকি, স্যান আর টিমের ভাট আমার বহুত ভালো লাগত। এখন হয় না, অতটা ভালো লাগে না। হনুর আর অক্ষদার সাথে তক্কো করতে ভালো লাগত, এখন হয় না, অতটা ভালো লাগে না। এইসব আর কিম আরও আছে।

    আর মানুষের ইগোও বলিহারি একবার লেখা বন্ধ তো বন্ধই। এমনকি হানু অবধি রেলা নেয়। তা মানুষে মানুষে কনফ্লিক্ট থাকবেই, কিন্তু কনফ্লিক্ট রিজলভ করার ক্ষমতাই ডিফারস মেন ফ্রম দা বয়েজ। কোশ্চেন ইজ হু ব্লিংকস ফার্স্ট? কেউ না ? নোবডি?
  • Abhyu | 97.81.99.2 | ১২ নভেম্বর ২০১১ ১২:৪৬504306
  • অনেকে কিন্তু বন্ধ করেছে বোর হয়ে। পর্দার আড়ালে কিছু হয়ে থাকলে সে কথা খোলা পাতায় বলা ঠিক না, কিন্তু দমদি, অক্ষ, বোজো, এমনকি তীর্থদাও তো আর আসে না। এদের সঙ্গে খোলা পাতায় কারো গণ্ডোগোল হয়েছিল বলে তো শুনি নি। আরো আছে - অরিজিত, বুনু ...
  • aka | 75.76.118.96 | ১২ নভেম্বর ২০১১ ১২:৫১504307
  • বোর হওয়া ব্যক্তিগত চয়েজ (কেয়ারফুল্লি সিলেক্টেড)। বোর হওয়া আর রাগ অভিমান এক নয়। কেউ বোর হয়ে না লিখলে কিছু করার নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করার আছেই।
  • Abhyu | 97.81.99.2 | ১২ নভেম্বর ২০১১ ১২:৫৩504308
  • এক্কেরে ঠিক কথা। এর বেশি আর কিছু বললাম না।
  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ১৩:০২504309
  • হ্যাঁ, কেন লেখে না ? আমারো প্রশ্ন।
  • y | 59.164.189.199 | ১২ নভেম্বর ২০১১ ১৩:৪২504310
  • ওরম হয়।
  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ১৩:৪৮504311
  • উঁহু,বোল্ডে না লিখলে এটার এফেক্টটা আসেনা :P

    বলতে গিয়ে মনে পড়লো, লেখা বোল্ড , আণ্ডারলাইন কি ইটালিক্স করার ব্‌য়্‌বস্থাটা হচ্ছে তো ?

    আর মোবাইল থেকে গুরু পড়া ও করার্‌র একটা সহজ গাইডলাইন চাই। অনেকে চাইছেন।
  • y | 59.164.189.199 | ১২ নভেম্বর ২০১১ ১৩:৫৬504312
  • :-P

    শুধু বোল্ড-ইটালিক্স, না রংচং-এও হচ্ছে?
  • a | 208.240.243.170 | ১২ নভেম্বর ২০১১ ১৪:০৯504315
  • হে হে পাইদির এই প্রশ্ন করার ন্যাকটা ভারি ভালো লাগে।

    ন্যাকামি ও বলা যায়
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১৪:০৯504314
  • প্রশ্ন কেন? ""মজলিশ'' নামে একটা ঠেক আছে/ছিলো, সেখানে অনেকে লিখতেন। তাঁদের মধ্যে কেউ কেউ পুরোপুরি ভাবে ""গুরু''র ঠেকে এসেছেন। মনে হয় কারণটা সোজা - ওই ঠেকের থেকে এই ঠেক ওনাদের কাছে পছন্দের মনে হয়েছে। তেমনি হয়তো অন্য কোন ঠেক হয়েছে, এখানকার কোন কোন পাব্লিক সেইটা বেশী পছন্দ করায় সেখানে গিয়ে ভিড়েছে। আমিও তেমন কিছু পেলে সেখানে যাবো।

    আর এই ঠেকগুলো তো স্ট্যাটিক না। পুরোনো অনেকে চলে যাচ্ছে, নতুনেরা আসছে। ঠেকের চরিত্রই পাল্টে যাচ্ছে। আগে যেমন ভাটিয়ালিতে কোন টপিক নিয়ে আলোচনা শুরু হ'লে সেইটাকে আলাদা করে বাঁচানোর চেষ্টায় টই খোলা হ'তো। এখন অনেক টই নিজে নিজে শুরু হয় - সেখানকার কিছু জনতা কখনও ভাটে আসেনই না। মানে তাঁরা প্লেন আড্ডায় একেবারেই উৎসুক নন। ওঁরাই আবার বেশ ভোকাল ""গুরু''কে আগাপাশতলা পাল্টানোর জন্যে - এমনকি একজন তো সেকশনগুলোর নামই পাল্টে দেওয়ার উপদেশ দিয়েছেন। হয়তো কোনদিন পড়বো কেউ ""গুরুচন্ডা৯'' নামটাই পাল্টে ""পাছাখাতা" করতে বলছেন। :)

    পুরো জিনিসটাই তো টাইম পাস। যার যেখানে ভালো লাগবে সে সেখানে যাবে। এই নিয়ে চাপ নেওয়ার কোন মানে হয় না।

    ডি: দ্বিতীয় প্যারায় লেখা আমি যা অবসার্ভ করেছি তার ওপর বেস করে। এতে সত্যিই আমার নিজের পছন্দ/অপছন্দের প্রকাশ নেই (গুছিয়ে লিখতে পারিনা বলে নিজের চোখেই লেখাটা কেমন যেন লাগছে, তাই এই ডি:)। ""গুরু'' যেমন যেমন পাল্টাবে, আমি অ্যাডজাস্ট করে নেবো। আর যদি একান্তই না পারি, কেটে পড়বো।
  • Tim | 173.163.204.9 | ১২ নভেম্বর ২০১১ ১৪:২৯504316
  • অভ্যু আর আজ্জোদার অনেকগুলো পোস্টে ক দিলাম। ব্যক্তিগতভাবে একেবারেই গুরুর "" সমস্ত গোলকধাঁধা"" পাল্টে ফেলা সমর্থন করিনা। প্রথম পাতায় কি করলে নতুনেরা ভালোভাবে বুঝবেন জানিনা, লিংকগুলো ডকুমেন্টেড করাই যায় আরো ভালো করে। কিন্তু ছদ্মনাম তুলে দিয়ে, টই-ভাট ইত্যাদির নাম পাল্টে ফেলে বা আরো যা যা কুলদাবাবু বললেন, সেসবের পরে গুরুচন্ডালী আর আলাদা করে চালু রাখার দরকার থাকবেনা। কারণ সেরকম আরো ওয়েবসাইট বাজারে আছে।
    আজ্জোদার মত আমিও আসি এখানে প্রধাণত কিছু বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে আর লেখার হাত মকশো করতে। পরিচয়ের গন্ডী বাড়ে, নতুনদের সাথে আলাপ হয়, তারপর একদিন আর তাদের নতুন বলে মনে থাকেনা। এরজন্য যে সময়টা দরকার, আমি মনে করি সেটা গুরুর প্রাপ্য। সেটা অ্যাফোর্ড করতে পারলে তবেই গুরুতে কেউ অভ্যস্ত হবে। বেশিদিনের কথা না, গত ছয়মাসে এখানে অনেক নতুন মুখ এসেছেন। তাদের কাউকে এখন আর আদৌ নতুন বলে আইডেন্টিফাই করাই যায়না। সেটুকু সময় দিতে অসুবিধে কিসের?

    একেক ওয়েবসাইটের পালস একেকরকম হয়। আমার অর্কুটের আবহাওয়ায় দমবন্ধ লাগতো (যেমন এখন ফেসবুকেও খানিকটা লাগে, কম যাই), মজলিশে একদিন দুদিন গিয়ে দেখে একটা বিশ্বন্যাকা আড্ডা মনে হয়েছিলো। কিন্তু তাই বলে কি আর প্রতিভাশালী লেখক-লেখিকারা ঐসব সাইটে লেখেন না? তাঁরা গুরুতে না আসলে গুরুর ক্ষতি, কিন্তু তাঁদের তেমন ক্ষতি না। আর যদি তাঁরা মনে করেন যে প্ল্যাটফর্মটা পোষাচ্ছেনা, ফ্রিকোয়েন্সি মেলেনা , তখন তাঁরাই খুঁজেপেতে উপযুক্ত সাইট খুঁজে বা ব্লগ বানিয়ে লিখবেন। যেভাবে এখানে অনেকে এসেছেন। মোদ্দা কথা, গুরুতে কোনদিনই আবাহন-বিসর্জন কোনটাই খুব উচ্চকিত ছিলোনা, এখনও না থাকলেই ভালো হয়। খুব প্রয়োজন আর খানিকটা ডিসপোজেবল সময় না থাকলে যত ইউজার ফ্রেন্ডলিই হোকনা কেন আর যতবার রেকমেন্ডই করা হোকনা কেন একজন গুরুতে নাই আসতে পারেন। বা একবার এসেই নাক কুঁচকে ফিরে যেতে পারেন।
  • Tim | 173.163.204.9 | ১২ নভেম্বর ২০১১ ১৪:৩২504317
  • এরপর ফেসবুক থেকে গুরু করার একটা ব্যবস্থা করলে ভালো হয়। আমার দৃঢ় বিশ্বাস ""অনেক"" লোকজন উৎসাহী হবেন।
  • dd | 124.247.203.12 | ১২ নভেম্বর ২০১১ ১৪:৪৪504318
  • টিমের সাথে একমত, আবাহন বা বিসর্জন কোনোটাই চিৎকৃত না হলেই ভালো।

    প্রথম পাতার শুধু লে আউটই নয়, অনেকগুলো পুরোনো জিনিস এখনো সেঁটে আছে (সরোজিনী শুয়েই আছে), অন্তত: তিনটে পুজো স্পেশাল, কোনোটাতে বছর লেখা নেই। ... এই রকম ,আরো কিছু। সেগুলো পাল্টানো দরকার। আমি চাইছি।
  • lcm | 69.236.160.8 | ১২ নভেম্বর ২০১১ ১৪:৪৮504319
  • গুরু থেকে ফেসবুকে পোস্ট করা যেতেই পারে - ফেসবুক সোশ্যাল প্লাগইন - ব্যবহার করে।
  • Tim | 173.163.204.9 | ১২ নভেম্বর ২০১১ ১৪:৪৯504320
  • হ্যাঁ এই লে আউট সংক্রান্ত সমস্যাগুলো জেনুইন। অনলাইন গুরু ""ইস্পেশাল অকেশন"" বাদে বের না হওয়ার সমস্যা জেনুইন। এগুলোয় নজর দেওয়া হোক।
  • kiki | 59.93.194.91 | ১২ নভেম্বর ২০১১ ১৫:১৬504321
  • হ্যাঁ, আমিও বলবো। টই আর ভাটের আকর্ষনে আসি।ওগুলো বদলে গেলে(মানে ধরনগুলো), এমনকি নাম বদলালেও খুব খারাপ লাগবে।

    আর হ্যাঁ অনেককে খুব মিসাই।অজ্জিত, দম, স্যান, অক্ষ,বুনু,রঙ্গন,তেকোনা ইত্যাদি। এমন নয় যে আমি তাদের সাথে কথা বলে উল্টে যেতাম। কিন্তু উপস্থিতিটাও খুব ভালো লাগতো।
  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ২৩:১১504322
  • আমার Date:12 Nov 2011 -- 03:08 AM র পোস্টের সংযোজনে: গুরুর জন্য নিয়মিত/অনিয়মিত লেখালেখি করে থাকেন, তাঁদের কথা আর আলাদা করে বলি নাই।
    আর অনেকেই আছেম , যাঁরা সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, সময় ও সুযোগ হলেই করবেন। তাঁদেরও অগ্রোন ধন্যযোগ।
  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ২৩:৩৪504323
  • *অগ্রিম
  • siki | 122.177.237.71 | ১৩ নভেম্বর ২০১১ ০০:২৮504325
  • সকলকে ধন্যবাদ।

    যা বুঝছি, জনতা নতুন গুরু চাইছে অনেকাংশে ফেসবুকের সঙ্গে সিমিলারিটি রেখে, কিছু না হোক, ফেসবুকের সঙ্গে সিংক করার ফীচার অন্তত রাখতে চেয়েছেন কেউ কেউ।

    তো, চাট্টি কথা আছে এই ব্যাপারে। গুরু ফেসবুক নয়। পিরিয়ড। ফেসবুকের মতন হবার কোনও উচ্চাশাও গুরুর নেই। ল্যাল্যা ভাষায় বলতে গেলে, ফেসবুকের ফীচারের পঞ্চাশ পার্সেন্ট ফীচারও গুরুতে ইনট্রোডিউস করবার জন্য যে পরিমাণ কোডিং এফর্ট বা প্রতিভা লাগে, সেটা এই মুহূর্তে গুরুর কাছে নেই। গুরু তাই গুরুর মতই থাকুক।

    কিছু ফীচার করার চেষ্টা চলছে, যেমন নতুন গুরুতে বুলবুলভাজায় কোনও লেখা আপলোড করে পাবলিশ করার পরে, তার ঠিক নিচে নিচেই সেই লেখা নিয়ে কমেন্ট দেওয়া যাবে। এটা হয়ে গেছে।

    আবার টইপত্তরে, যেমন ধরো, শ্রাবণীর গোয়েন্দা গল্পের টই বা ইন্দোর বাংলাদেশের টই, যেখানে একটু একটু করে আসল লেখা, তার সাথে পাঁচছটা করে কমেন্ট, আবার একটু লেখা, এইভাবে, সেইখানে জেনেরিকভাবে একটা ফীচার করা যায়, যে টই খুলছে, তার যাবতীয় পোস্ট একটা বিশেষ কালারে আসবে। বাকি সকলের পোস্ট এমনি কালো ফন্টে আসবে। এটা করার চেষ্টা চলছে।

    বোল্ড ইটালিক্স করার ব্যাপারে, না, এখনও সেটা করা যায় নি, তবে চেষ্টা চলছে, আসলে এইচটিএমেল ট্যাগ এনেবল করে দিলেই কেউ কেউ তার নানাভাবে মিসইউজ করার চেষ্টা করে, ইমেজ ঢুকিয়ে, ফন্ট সাইজ বিশাল করে, ইত্যাদি, তো সে সমস্ত ডিসেবল করে কেবল বোল্ড ইটালিক্স আন্ডারলাইনকে এনেবল করার একটা চেষ্টা চলছে, সফল হলে জানিয়ে দেওয়া যাবে। :০)

    নতুন গুরুতে দেয়ার উইল বি নো বাংলাপ্লেন বিজনেস। সম্পূর্ণ ইউনিকোডে থাকবে সমস্তকিছু, মায় মতামত লেখার জায়গা পর্যন্ত। মতামত লেখার জন্য তিন চার রকম অপশন থাকবে, যে যাতে অভ্যস্ত, সে তাতেই লিখতে পারবে, ইংরেজিতে বা বাংলায়। অভ্র চাইলে অভ্র, গুগল ট্রান্সলিটারেশন চাইলে তাই, এর বাইরেও আমাদের নিজস্ব টাইপিং স্টাইল, মানে বাংলাপ্লেনে আমরা যেভাবে টাইপ করে লিখি, ঠিক সেইভাবে বাংলাপ্লেনে টাইপ করেও ইউনিকোডে লেখা পোস্ট করতে পারব, পড়তে পারব।

    এবং যেহেতু ইউনিকোড এনেবলড, তাই চাইলে এখানে পৃথিবীর যে কোনো ভাষায় লেখাও পোস্ট করা যাবে। :-)

    বাংলিশ টাইপিংয়েও কিছু ফিক্স আনার চেষ্টা করেছি। ফর এক্স, এই মুহূর্তে ভ আর ফ লিখতে bh আর ph টাইপ করতে হয়। নতুন গুরুতে v আর f দিয়েও এই অক্ষরদুটো লেখা যাবে।

    নুক্ত বলে একটা ব্যাপার আছে। বাংলা অক্ষরে এমনিতে নেই, তবে আনন্দবাজার আজকাল এটা আনার চেষ্টা করছে। যেটা হিন্দি বা উর্দুতে আছে। ধরেন, আমার বাড়ি গাজিয়াবাদ, ইংরেজিতে লেখে Ghaziabad, হিন্দি অক্ষরে লিখতে গেলে গ-য়ের নিচে ফুটকি, আর জ-য়ের নিচে ফুটকি দিয়ে লেখা হয়। এই ফুটকিটাকে বলে নুক্ত। স্পেশালি বাংলাদেশের ডায়ালেক্ট, বা ইংরেজি বা উর্দু লেখার সময়ে এই নুক্ত ব্যবহার করার দরকার পড়ে। সেইটা লাগিয়ে দেওয়া হয়েছে নতুন গুরুর মতামত দেবার কলে।

    এখনকার মত বালেনক আর বাআমদি টাইপের দুটো অপশন থাকবে না, থাকবে একটাই, সেখানে আগে ঠিক করে নিতে হবে, কী পদ্ধতিতে লিখবেন। তারপরে গুগুল পদ্ধতি, গুরু পদ্ধতি, বা অভ্র পদ্ধতি, যেভাবে ইচ্ছে লিখুন।

    আরও কিছু কিছু ফীচার করার চেষ্টা করে চলেছি আমরা, সব একসাথে প্লেটে ধরবে না, আমাদের সময়েও কুলোবে না, আস্তেধীরে হবে। সময়ে সময়ে আপডেট করে জানিয়ে দেওয়া যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন