এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৩৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছাগলছানা | ০৩ এপ্রিল ২০১৮ ১০:৫২502213
  • শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর জং বাহাদুর সিং এর নাতি
  • কল্লোল | 37.63.170.204 | ০৩ এপ্রিল ২০১৮ ১১:২১502214
  • কাশীদাসী মহাভারত ও মূল মহাভারত সাদৃশ্য/বৈশাদৃশ্য - নিতাই মল্লিক। আমার রূপসী বাংলা প্রকাশনী। ১৫০টাকা।

    অনগ। বাজার সফর আজকালের।
  • অর্জুন অভিষেক | 113.219.44.202 | ০৩ এপ্রিল ২০১৮ ২৩:২৪502215
  • ১। Unsettling the past: Unknown aspects and scholarly assessments of D D Kosambi ed. Meera Kosambi

    ২। থেরীগাথা- ভিক্ষু শীলভদ্র

    ৩ Mecca: The sacred city- Ziauddin Sardar
  • যে পড়ে না | 79.174.87.164 | ০৪ এপ্রিল ২০১৮ ০০:১৭502216
  • Old path White Clouds

    অনেক সময় একই কথা বারবার বলেছে, তা বিরাট কোলি রোজ সেন্চুরি করলে কাঁহাতক নতুন নতুন কথা বলা যায়?
  • proshno | 77.71.41.251 | ০৪ এপ্রিল ২০১৮ ০৬:৩২502217
  • কল্লোলবাবুকে প্রশ্নঃ "কাশীদাসী মহাভারত ও মূল মহাভারত সাদৃশ্য/বৈশাদৃশ্য - নিতাই মল্লিক" বইটা কেমন? একটু খুলে বলুন না, উবগার হয়।
  • কল্লোল | 233.191.51.55 | ০৪ এপ্রিল ২০১৮ ১৪:৩১502218
  • প্রশ্ন।
    কাশীদাসী মহাভারত ও মূল মহাভারত সাদৃশ্য/বৈশাদৃশ্য বইটির ভূমিকায় নিতাইবাবু লিখছেন, "বলা হয় যে কাশীরামের রচনা অনেক ক্ষেত্রেই মূলানুসারী নয়। বলা হয়, কাশীরাম মূল গ্রন্থের বহু অংশ বর্জন করেছেন আবার মূলগ্রন্থ বহির্ভূত বহু কাহিনি তিনি তাঁর গ্রন্থে সন্নিবেশিত করেছেন।"
    এই বইটিতে মূল মহাভারতের বাইরের যে আখ্যানগুলি কাশীরাম তাঁর গ্রন্থে এলেছেন বা মূল মহাভারতে যে আখ্যান সংক্ষেপে আছে তাকে কাশীরাম বিস্তারিত কারেছেন অথবা মূলের যে কাহিনিগুলিকে অন্যভাবে পরিবেশন করেছেন, সেগুলি আছে।
    যেমন মূল মহাভারতের অনুশাসন ও মহাপ্রস্থানিক এই দুটি পর্ব কাশীদাসে নেই। উনি দুটি নতুন পর্ব রেখেছেন - গদাপর্ব আর ঐষিক্পর্ব।
    মূল মহাভারত আর কাশীদাসী মহাভারতের শুরুটিই আলাদা।
    এরকম নানা কৌতুহলদ্দীপক আখ্যান দিয়েই বইটি সাজানো।
  • PT | 213.110.242.18 | ০৪ এপ্রিল ২০১৮ ২২:৩২502219
  • এই বইটা কেউ নেড়েচেড়ে দেখছেন না? নাকি আগে কেউ উল্লেখ করেছেন কিন্তু আমি দেখিনি! প্রায় অজানা এক রাজনৈতিক মানুষকে নিয়ে চমৎকার বই।

    লীলাদিঃ এক অন্য রাজনৈতিক যাপন
    সম্পাদনাঃ মৌসুমী ভৌমিক
  • অর্জুন অভিষেক | 113.52.254.139 | ০৪ এপ্রিল ২০১৮ ২২:৩৬502220
  • 'লীলাদি' অর্থাৎ 'জয়শ্রী'র লীলা রায় (লীলাবতী নাগ) ?
  • PT | 213.110.242.18 | ০৪ এপ্রিল ২০১৮ ২২:৪৫502221
  • না। লীলা সেনগুপ্ত (চারু মজুমদারের স্ত্রী)।
  • অর্জুন অভিষেক | 113.52.254.139 | ০৪ এপ্রিল ২০১৮ ২২:৫৫502223
  • আচ্ছা। কোন প্রকাশনা?
  • PT | 213.110.242.18 | ০৪ এপ্রিল ২০১৮ ২৩:০১502224
  • ঋত প্রকাশনা।
    [email protected]
  • কল্লোল | 233.191.10.207 | ০৬ এপ্রিল ২০১৮ ১৮:১৩502225
  • লীলাদিঃ এক অন্য রাজনৈতিক যাপন
    সম্পাদনাঃ মৌসুমী ভৌমিক
    খুব আগ্রহ নিয়ে বইটা দেখলাম। পুরোটাই আত্মীয় বন্ধুদের স্মৃতিচারণ। মাঝে মাঝে ওনার কিছু সিপিআই আমলের, তেভাগা সময়ের কাজকর্মের কথা আছে। তবে খুবই অল্প। আমার উৎসাহ ছিল ৬৭ উত্তর ওনার জীবন নিয়ে। চারুবাবুর স্ত্রীর পরিচয় নিয়ে একহাতে দুই ছেলে মেয়েকে মানুষ করা চাট্টিখানি কথা নয়। সে বিষয়ে কিছু নেই।
  • অর্জুন অভিষেক | 113.219.46.29 | ০৭ এপ্রিল ২০১৮ ০০:০২502226
  • https://www.theweek.in/theweek/cover/charu-majumdar-naxalbari.html?fb_comment_id=1069429793122676_1079538318778490#f15481b1b925a04

    The Week পত্রিকার জুলাই ২০১৬ সংখ্যায় এই চারু মজুমদারের পরিবার নিয়ে এই write up টা বেরিয়েছিল।

    শিলিগুড়ি'র ২৫ নং মহানন্দা রোডের বাড়িতে লীলা ও চারু মজুমদারের তিন সন্তান এখনো বসবাস করেন। এক কন্যা অনিতা চিকিৎসক, আরেক কন্যা মধুমিতা স্কুল শিক্ষিকা ও একমাত্র ছেলে অভিজিৎ কলেজে ইংরেজির অধ্যাপক।

    চারু মজুমদারের ব্যবহৃত সব কিছু তারা এখনো রেখে দিয়েছেন। এই লেখায় তাদের জননী লীলা মজুমদারের কথাও আছে।
  • কল্লোল | 233.191.0.30 | ০৭ এপ্রিল ২০১৮ ০৮:২৩502227
  • আরও কিছু জানতে ইচ্ছে করে। চারুবাবু বলেছিলেন, "এই বুর্জোয়া শিক্ষা ব্যবস্থায় যে যতো বেশী পড়ে সে ততো মূর্খ হয়", তাঁর পুত্র কন্যাদের ঠিকঠাক শিক্ষার ব্যবস্থা করতে লীলাকে কতটা লড়াই করতে হয়েছিলো ঘরে ও বাইরে। চারু মজুমদারের স্ত্রী, এই পরিচয় নিয়ে স্বাভাবিক জীবন যাপন করাটা খুব সহজ ছিলো না। ওনার চাকরীর জায়গায়, ছেলেমেয়েদের স্কুলে কি কি প্রতিকূলতা পেরোতে হয়েছিলো ওনাকে, সে কথা জানতে ইচ্ছে হয়।
    চারুবাবুকে যখন পুলিশ হন্যে হয়ে খুঁজছে, তখনও ওনাদের মধ্যে যোগাযোগ ছিলো। প্রিয়ব্রতর হাত দিয়ে চারুবাবুর শেষ চিঠি, যা সমেত ধরা পড়ায়, চারুবাবুর গ্রেপ্তার তরান্বিত হয়, তারই প্রমাণ। পুলিশ সেটা জানতো নিশ্চই। লীলার ওপর পুলিশ/প্রশাসন চাপ তৈরী করতো কি, চারুবাবুকে খুঁজে পাওয়ার জন্য? আর সে চাপ উনি কেমনভাবে মোকাবিলা করেছেন। এসব জানতে ইচ্ছে করে।ন
  • PT | 213.110.242.18 | ০৭ এপ্রিল ২০১৮ ০৯:৩৫502228
  • আরো একটি জীবন আছে লীলার। সেটি বাংলাদেশের বোদা গ্রামের (রংপুর) ছোটবেলা থেকে জলপাইগুড়ি আসা পর্যন্ত। ১৯৪৮-এ যখন জেলবন্দী হন তখন তিনি ২৭ ও তখনো সেনগুপ্ত। গত শতাব্দীর ৩০ ও ৪০-এর দশকে কেমন করে তিনি এতটাই রাজনীতিতে জড়িয়ে গেলেন? সেই বেড়ে ওঠার কাহিনীও বইতে নেই।
  • অর্জুন অভিষেক | 113.52.254.228 | ০৮ এপ্রিল ২০১৮ ১৪:১২502229
  • 'শনিবারের চিঠি' র সজনীকান্ত দাসের লেখা পড়তে চাই। ওর বইয়ের নাম ও কোন প্রকাশনা থেকে বইগুলো প্রকাশিত জানালে উপকৃত হব।
  • dc | 132.164.34.1 | ১৬ এপ্রিল ২০১৮ ২০:১০502230
  • প্রাচীন ভারতে অ্যাস্ট্রোনমি রিসার্চে যেসব যন্ত্রপাতি ব্যাবহার হতো, যার কিছু পাওয়া যায় যন্তরমন্তর গুলোতে, তার একটা বিস্তারিত ক্যাটালগ ছাপানো হয়েছেঃ A Descriptive Catalogue of Indian Astronomical Instruments। লেখক Sreeramula Rajeswara Sarma।

    বইটির পিডিএফ কপি এখানে ডাউলনোড করা যেতে পারেঃ http://crossasia-repository.ub.uni-heidelberg.de/4090/
  • dd | 193.82.19.64 | ১২ মে ২০১৮ ০৭:৪১502231
  • John Keegan'র লেখা আমার ভীষণ ভাল্লাগে। কিন্তু ওনার লাস্ট বইটা; Six armies in Normandy, from D Day to liberation of Paris একেবারে ভাল্লাগ্লো না, একদম না।

    যাস্ট শ তিনেক পাতার বই,ভূমিকা টুমিকা শুদ্ধু। কিন্তু কোনো ব্যালান্স নেই। কখনো অসম্ভব ডিটেইল্সে গিয়ে কোনো রেজিমেন্টের কাছে কটা মর্টার,কটা সাব মেশিনগান সেই হিসেব দিয়েছেন আবার কোথাও বড়সরো ব্যাটেলগুলো এক পাতাতেই সেড়েছেন।

    বোধহয় অসুস্থ অবস্থায় কোনোরকমে শেষ করেছেন। এটাই ওনার লাস্ট বই।
  • PT | 213.110.242.8 | ১২ মে ২০১৮ ০৯:২৯502232
  • কি সব শক্ত শক্ত বই পড়েন আপনেরা।
    আমি এখন কমিক্স ও গ্রাফিক্স পত্রিকার (বই নয়) চারটে ঢাউস ঢাউস সংখ্যা নিয়ে হাবুডুবু খাচ্ছি। এখান ওখান থেকে খাবলা খাবলা করে পড়ছি আর কখনো বাল্যে, কখনো কৈশোরে আবার কখনো সম্পুর্ণ অজানা জগতে পাড়ি জমাচ্ছি।
  • Deb | 12.219.10.183 | ১৩ মে ২০১৮ ০২:০০502234
  • দারুন পিটিদা। দিনের শেষে এইগুলোই থাকে।
  • রুকু | 212.142.101.98 | ১৩ মে ২০১৮ ০৪:১৯502235
  • এইমাত্র খুয়ান রামোন খিমেনেসকে নিয়ে একখানা প্রবন্ধের বই খুলে বসলাম।
  • h | 52.110.139.84 | ১৩ মে ২০১৮ ০৭:৫২502236
  • আমরা মজা করে বলতাম, এইট বির ওদিজটায় বাঙ্গলা উচ্চারনে একটা আশ্চর্য্য বিপ্লব এসেছে, ম য়ে আকার, দন্ত্য ন, ব এইটা উচ্চারণ করলে শোনায়, বানর।
  • | ১৩ মে ২০১৮ ১০:০৫502237
  • ভাটে লিখেছিলাম, লিখে রাখি এখানেও।
    বাংলা ফিকশানের দশা তো একেবারে হাজা মজা আদিগঙ্গার মত। সেখানে এই বইকটা অনেকদিন পর বেশ লাগল।

    নাস্তিক পন্ডিতের ভিটা - সন্মাত্রানন্দ (বেএশ ভাল)
    ছিরিছাঁদ - প্রীতম বসু (মোটামুটি)
    পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল - প্রীতম বসু (ভাল)

    আর আমেলা বা উনিশ কুড়িতে ছোটদের গল্পগুলো কিরকম প্ল্যাস্টিক টাইপের লাগে। সেখানে এই বইটা বেশ অন্যরকম

    মৌলিকমশাই কঠিন জীবনের রঙিন গল্প - সৈকত মুখোপাধ্যায়
  • রুকু | 12.187.565623.23 | ২৭ জুন ২০১৮ ১১:১৫502238
  • How long does it take for you to fall in love?
    A chapter or two usually..

    চৌথুপীর চর্যাপদ বইটা কাল মাসের শেষ, হাঁড়ির হালের তোয়াক্কা না করেই কিনে ফেলেছিলাম। চেনা শোনা লোকজনের মধ্যে প্রশংসার বন্যা দেখলেও খুব একটা গা করিনি আগে। সেটা আমার স্বভাব, কেউ কোনও কিছু/ কাউকে তুমুল প্রশংসা করলে আমি একটু নাক শিঁটকে দূরে থাকি। অহংকার টহংকার বলে লোকে হুড়ো দেয়। কিন্তু এটা ঠিক অহংকার নয়। :D
    কাল তাও আপিসে তরুণ দা যখন ঝুলি থেকে বইটা বার করলেন, কী ভেবে কিনেই নিলাম! তারপর গোটা রাস্তা মন খুঁতখুঁত, কে জানে কী শক্ত বই কিনে ফেললাম!
    না, শক্ত বই নয়। বরং সহজ ভাষায় ছোট্ট ছোট্ট তথ্য দিয়ে বোনা একটা থ্রিলার। অল্প ড্যান ব্রাউনের ছাপ পাওয়া যায়। আমরা যারা 'দ্য ভিঞ্চি কোড' চেটেপুটে খেয়েছিলাম, তারা অত্যন্ত খুশি হবে গন্ধকালী জ্ঞান ডাকিনীর ( ডাকিনী মানেই কিন্তু ডাইনি নয়) কথা জানতে। চর্যাপদ, সন্ধাভাষার আলো আঁধারি, ওদিকে বৌদ্ধ ধর্মের পরতে পরতে রহস্যে মোড়া, মহাযান, হীনযান, বজ্রযান, সহজযান... এতগুলো ভাগ, এতগুলো যাপন। ইতিহাস, অকাল্ট, থ্রিল সব মিলিয়ে এই বই একেবারেই ওয়ান টাইম রিডিং মেটিরিয়াল নয়।
    ২৪৮ পাতা পর্যন্ত পড়ে আপাতত মতামত।
  • | 453412.159.896712.72 | ২৭ জুন ২০১৮ ১১:৫১502239
  • রুকু এটার একটা ঠিকঠাক ফীডোব্যাক খুঁজছি। দিও তো যেমন লাগবে।

    একটা ফীডব্যাক দেখলাম যে যত তথ্য গোঁজা হয়েছে সেগুলো ঘটনাক্রমের সাথে মিলেজুলে যায় নি। এদিকে হোঁৎকা মোটা বই। অতি ওভারহাইপড। তা সেটা একজন দুজনের মনে হতেই পারে।

    এই লেখকের পাঁচমুড়োর পন্চাননমঙ্গল পড়তে ভাল লেগেছে। কিন্তু হাল্কা ইসলামোফোব মনে হয়েছে।

    লিখো তুমি।
  • Hrym | 891212.185.5678.71 | ২৭ জুন ২০১৮ ১৩:২১502240
  • আম্মো দেবো, কিন্তু গল্পের বই দেবো না। শুধু গল্পগাছা কেন?

    Spiking Neuron Models: Single Neurons, Populations, Plasticity - Wulfram Gerstner
    Calculus - Gilbert Strang
    Fundamentals of Computational Neuroscience - Thomas P. Trappenberg
    Numerical Methods for Scientists and Engineers - RW Hamming
  • | 453412.159.896712.72 | ২৭ জুন ২০১৮ ১৩:৪৫502241
  • প্রোগা করছে। ছি ছি।
  • Hrym | 891212.185.5678.71 | ২৭ জুন ২০১৮ ১৩:৪৮502242
  • Hrym | 891212.185.5678.71 | ২৭ জুন ২০১৮ ১৩:৫০502243
  • আমার ছাত্রজীবন আমার ওপর তেড়ে প্রতিশোধ নিচ্ছে। কোথায় সহানুভূতি জানাবে, তা না...
  • | 453412.159.896712.72 | ২৭ জুন ২০১৮ ১৩:৫২502245
  • আগেরটায় আর একটা দিলেই একশোটা মুন্ডু হত। ৯৯ তে থামলে কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন