এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৬১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 53.224.129.41 | ১৭ মার্চ ২০১৭ ০৪:২৫502179
  • ইউটোপিয়া ফর রিয়ালিস্টস শেষ করলুম । টমাস মুরের ইউটোপিয়া তো সবার পড়া । সেক্ষেত্রে এটাও পড়ে ফেললে মজার । রাটগার ব্রেগম্যান ইউটোপিয়া ,মডেল করছেন একদম পরীক্ষামূলক ভঙ্গীতে , এক্সট্রিম কেস কে রেখেই । দক্ষিনপন্থীদের অবশ্যপাঠ্য , নির্দিষ্ট করে বল্লে ক্লাসিক্যাল লিবারাল দের । আর যাঁরা রাজনীতি-অর্থনীতি নির্বিশেষে রোবটিক যুগের "বেসিক ইনকাম " প্রপজিষণ নিয়ে ভাবনাচিন্তায় উত্সাহী তাঁদের ও । এ বই নিয়ে ভবিষ্যতে প্রচুর আলোচনা হবে আশা করি ।

    http://www.amazon.in/Utopia-Realists-Unive-Rutger-Bregman/dp/9082520303
  • পাই | 57.29.199.10 | ২৩ জুলাই ২০১৭ ১১:২৬502180
  • পাহাড়ের কোলে শেষ করছি। সুধন্বা দেববর্মা
    । প্রথম ককবরক ভাষায় উপন্যাস। খুব ইন্টারেস্টং। ত্রিপুরার ভূমিপুত্র আর দেশভাগের পরে আসা বাঙালি সমাজ, তাদের মেলা মেশা দ্বন্দ্ব সংঘাত, বাম আন্দোলনের শৈশব কৈশোরের দিনগুলো, ট্রাইবাল সমাজের একটা বিশাল ট্রান্সফর্মেশনের দলিল।
  • পাই | 57.29.199.10 | ২৩ জুলাই ২০১৭ ১২:০৯502181
  • আর ভরত মনসাতার প্রাকৃতিক কৃষির দর্শন, আদিবাসী জীবনযাত্রায় ফলিত বিজ্ঞানের উন্মেষ।
  • dd | 59.207.57.97 | ২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:০৭502182
  • অনেকদিন কেউ আর লেখেন না হেথায়, অথচো কাঁড়ি কাঁড়ি বই তো পড়েই চলেছেন সবাই। কিন্তু স্পিকটি নট। হোয়াই?

    শুনুন, আমি Antony Beevor'র একেবারে পাখা হয়ে গেছি। যুদ্ধের ইতিহাস যে এতো মুখরোচক ও সহজপাচ্য হয় জানা ছিলো না। উনার 2nd WW'র পুর্ণাংগ ইতিহাসের পরেই পড়লাম Stalingrad আর Berlin : the downfall। দুটোই চমত্কার।

    রিসেন্টলি পড়লাম আর্থার সুইনসনের Kohima। উনি ঠিক প্রফেশনাল হিস্টোরিয়ান নন। কোহিমার বিতর্কিত 2nd Division'র অফিসার ছিলেন। যদিও অবসর জীবনে বেশ কিছু লেখালেখি করেছেন। ঝুবই একপেশে বিবরণ। আমার ততো ভাল্লাগে নি।
  • dd | 193.82.17.84 | ২৫ জানুয়ারি ২০১৮ ২৩:৪১502183
  • একা কুম্ভের মতোন রক্ষা করে যাই।

    এখন পড়ছি Rana Mitter'র China's war with Japan 1937-1945। লেখক oxford'র অধ্যাপক। আসলে বোধ হয় রানা মিত্তির।

    এই বইটা দেব পড়েছেন কিনা জানি না। ওনার ভালো লাগবে। মানে পুরোটাই পোলিটিকাল ধারা বিবরণী - খুবই ইন্টেরেস্টিং। কিন্তু এতো তথ্যে ঠাসা যে ঠিক ঠাক চ্যাপটার টু চ্যাপটার ফলো করা মুষ্কিল।

    আমার আবার এতো এনালিটিকেল লেখা পছন্দ হয় না। নাম দেখে পড়তে শুরু করেছি। ভালোও লাগলো। কিন্তু মিলিটারি হিস্টরি নয়। আমার আবার ঐ যুদ্ধু টুদ্ধু না থাকলে জমে না।
  • b | 24.139.196.6 | ২৬ জানুয়ারি ২০১৮ ২১:৪৯502184
  • বিভরের ও দুটা আমিও পড়সি। কিন্তু ওনার ডি-ডে বড্ড জটিল।
  • dd | 59.205.216.179 | ২৬ জানুয়ারি ২০১৮ ২২:০৯502185
  • ডি ডে পড়েন Stephen Ambrose'র। সবথেকে বেস্ট।
  • dd | 59.205.219.85 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৭502186
  • তাহলে কী ঠিক করলেন ? এখানে লিখবেনই না? আচ্ছা অলস, নিষ্কর্মা আর সেলফিশ জায়েন্ট তো আপনারা।

    তা হোক, আমি যেটা পড়লাম সেটা হচ্ছে কৌশিক রায়ের India and World war 2: War,armed forces and society 1939-45 । এনাকে মনে আছে নিশ্চয়ই। ডানকার্ক মুভির সমালোচনা করেছিলেন "এই সময়ে"। তার আবার তথ্য ভুল ধরেছিলো আমাদের T।

    ইনি বড্ডো আজাইরা তথ্য দিয়ে লেখেন। যেমন ব্রিটীশ ট্রুপের daily ration'র খুঁটিনাটি। আপনি জানতেন কি তাদের বরাদ্দ ছিলো ৩৫ sheet Toilet paper প্রতি সপ্তাহে ? এরকম অগুন্তি টেবল।

    একেক সময় মনে হয় রাশান বই গুলোর মতনই নীরস। গল্পচ্ছলে যে ইতিহাস লেখা যায় সেটা এনার অজানা।

    তাহোক, মিলিটারী হিস্টরী নিয়ে তো লিখছেন। ঐ টুকুই।
  • dc | 132.164.226.164 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৭502187
  • আমি আরেকবার পড়ে ফেল্লাম রিচার্ড মর্গান এর তাকেশি কোভাকস সিরিজ। মূলত পড়লাম নেটফ্লিক্সের সিরিজটা চোখে পড়ায়। অ্যাজ ইউসুয়াল, সিরিজটা জঘন্য হয়েছে।

    এছাড়া রন্দেভু উইথ রামা আর কনট্যাক্ট বইদুটো যোগাড় করেছি অ্যামাজন থেকে। মেয়েকে নুমিনাস এর সাথে পরিচয় করানোর সময় হয়ে গেছে।
  • রুকু | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩০502190
  • আজ দুপুরে পড়তে শুরু করেছি পিপলস ওয়ারিয়র, ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ল্ডস অফ পি সি জোশি ( নাকি যোশি? )। আর ভলগা থেকে গঙ্গা আরেকবার পড়বো এটা একটু এগিয়ে নিয়ে।
  • একক | 53.224.129.63 | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১১502191
  • কামসূত্র হাতে এসেছে । পড়েই ফেরত দিতে হবে যার সম্পত্তি । মানারার অপূর্ব ড্রয়িঙ , এই আর কী । কাহিনী বাজে হ্যাজের।

    মিক্সিং অডিও কনসেপ্টস ,প্র্যাকটিস এন্ড টুলস শেষ হলো । বেশ ভালো । রেকো করছি যাদের আগ্রহ ।

    আর্ট এন্ড ক্রাফট অফ পোয়েট্রি , এটা টু থার্ড শেষ হয়েছে । মাইকেল বিউগেয়ার । যিনি মানে সেই ফ্লালালার রাইটার । পেশায় সাংবাদিক ।
    মোটামুটি । কবিতা লেখা শিখতে কাজে আসবে যাদের আগ্রহ । তবে প্রথম শখানেক পাতা বোরিং । টুলস অফ ট্রেড এরিয়াতে গিয়ে কাজের কথা আছে ।

    আরেকটি মজার বই রোজ দু -তিন পাতা করে এগিয়ে এদ্দিনে "ফিয়ার অফ এপোক্যালিপ্স " অবধি এসেছে । এনসাইক্লোপিডিয়া অফ ফোবিয়া ,ফোবিয়া এন্ড এংজাইটিস। রেফারেন্স হিসেবে ভালো । ডিটেইল কম । তবে গোছানো এবং টু দি পয়েন্ট । বাজে হ্যাজ নেইকো ।
  • dd | 193.82.16.190 | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৫502192
  • মিলো মানারা ? উনার গ্রাফিক্স আমার খুবি ভাল্লাগে। তবে নেটে বেশী পাওয়া যায় না।
  • একক | 53.224.129.50 | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০০502193
  • নেটে বেশি নেই । মানারা ভক্তরা নিজেদের মধ্যে বই আদান প্রদান করি ।
  • কল্লোল | 116.203.156.77 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৪502194
  • বইমেলা আর বইমেলার বাইরে বেশ কিছু ভালো বই পেলাম।
    স্যাপিয়েনস, আ ব্রিফ হিস্ট্রি অফ ম্যানকাইন্ড -য়ুভাল নোয়া হারারি
    রুশ বিপ্লব ১৯০৫ ফলাফল ও ভবিষ্যতের দিশা (নিরন্তর বিপ্লবের তত্ত্ব) - লিয়ঁ ট্রটস্কি
    বাজার সফর - শ্যামল গঙ্গোপাধ্যায়
    পরিপ্রশ্ন - জ্যোতি ভট্টাচার্য
    হোয়ট হ্যাপেন্ড টু দ্য ভদ্রলোক - পরিমল ঘোষ
    মনোরথের ঠিকানা - দীপেশ চক্রবর্তি
  • anag | 208.182.52.26 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৭502195
  • তিনখানা জব্বর বই পড়ে ফেললাম | এক ই লোকের লেখা, মোটের উপর বিষয়বস্তু আর উপজীব্য একই | বাংলা ভাষার শুরুর সময়ের কথা, ছন্দের প্রকার ও বিবর্তন, পুঁথি সাহিত্য ও তার বিভিন্ন ধারা ইত্যাদি নিয়ে লেখক প্রীতম বসু এই তিনটে বই লিখেছেন | আমি এটাকে ট্রিলজি বলছি না, কারণ গল্প গুলোর মধ্যে কোনো মিল নেই | বই তিনটের নাম ছিরিছাঁদ, পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল, চৌথুপীর চর্যাপদ | এদের সাধারণ বৈশিষ্ট্য হল : সব বইতেই দুটো করে গল্পের ধারা আছে (একটা প্রাচীন আর একটা আজকের) যা সমান্তরাল ভাবে চলতে থাকে | আরেকটা সাধারণ ধর্ম হল – সমান মাপে গদ্য আর পদ্য ব্যবহার হয়েছে | সুতরাং আপনি যদি কোনো একটাকে খুব বিরক্তিকর ধরে নেন, তাহলে এগুলোকে পড়া একটু শক্ত হবে | আমি যদিও মনে করি যে একটু কষ্ট হলেও এগুলো একটু পড়ে দেখলে খারাপ হবে না |

    প্রথম বইটাতে আছে বিভিন্ন বাংলা ছন্দ | প্রচুর উদাহরণ আছে, পড়া আর বোঝার নির্দেশ আছে আর পাশাপাশি ফাউ হিসাবে একটা হালকা গল্প আছে | মানে রাখতে হবে এই গোটাটাই কিন্তু নন-একাডেমিক স্টাইলে করা | শঙ্খ ঘোষ ভূমিকা লিখেছেন, কিন্তু তাতে যে সব বইয়ের নাম দেওয়া আছে সেসব খুবই ভারী বই (আমাদের আওতার বাইরে) | কিন্তু সেগুলো না পড়েও ছন্দের স্বাদ আর অনুভব নেওয়া যাবে – এই বইয়ের সার্থকতা সেখানে | একই কবিতা বিভিন্ন ভাবে, বিভিন্ন ছন্দে পড়ে অপূর্ব মজা পাওয়া যায় |

    পরের বইটি মঙ্গলকাব্য নিয়ে | এতে একটা আধুনিক কাহিনী আছে, যে কাহিনীর শেষে আজকের সময়ের একজন এক সম্পূর্ণ কাব্য লিখে ফেলে | সেই কাব্যের লেখার সময়ে সচেতন ভাবে মঙ্গল কাব্যের সমস্ত চিহ্ন ও নিয়ম (ও বেনিয়ম) মেনে চলা হয়, যার ফলে পন্ডিত বিশারদদের চোখে সেটা এক প্রাচীন কাব্য হয়ে ওঠে | আধুনিক কাহিনীটি তত চিত্তাকর্ষক কিছু নয়, কিন্তু আসল জিনিসটি জব্বর | এত সুন্দর ভাবে বিভিন্ন ছন্দের ব্যবহার হয়েছে - প্রায় সব সময়ে অঙ্কের হিসেব মিলিয়ে, কিন্তু কাব্য রস টি সর্বদা টলটল করছে |

    শেষ বই টি সদ্য বেরিয়েছে, কিন্তু আকারে বৃহত্তম | এখানে লেখা হয়েছে একখানা চর্যাপদ | লেখকের আশ আর গোঁ অবাক করে দেওয়ার মতন | আধুনিক কাহিনী একটি অবশ্যই বর্তমান | বই বড় - তাই আধুনিক কাহিনী একটু বড় - দু একটি সাবপ্লট রাখা হয়েছে | উত্তরবঙ্গের প্রেক্ষিতে সম্পূর্ণ ঘটনা সাজানো - যার সঙ্গে প্রাচীন কাহিনী জুড়ে যায় উত্তর-পূর্ব ভারত ও তিব্বতকে সঙ্গে নিয়ে | তিব্বতের রেশম বানিজ্য এবং তার সঙ্গে পুরনো বাংলা সাহিত্যের piggybacked পাচার নিয়ে চমত্কার ফিকশন | ভুলে গেলে চলবে না এই বই এর শেষেও আপনি দেখতে পাবেন একটি নিটোল সম্পূর্ণ চর্যাপদ |

    টুকটাক বানান ভুল আছে | ফেসবুকে দু একটা রিভিউ দেখলাম - তারা বলছে ইতিহাসে কখনো কখনো ভুল আছে | আমি মাথা ঘামাই নি | বই গুলোর লক্ষ্য আমার মনে হয় বাংলা ছন্দ ও কাব্য আর সেই কাজে তারা সম্পূর্ণ সফল | পড়ে দেখুন, আমার বিশ্বাস ভালো লাগবে |
  • anag | 208.182.52.26 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০০502196
  • টুকটাক বানান ভুল আছে - দেখেও না দেখার ভান করুন। কোনো অজুহাত দিচ্ছি না। Hate the sinner, not the sin.

    কল্লোলদা, বাজার সফর বইটা কাদের?
  • dd | 59.205.216.66 | ১০ মার্চ ২০১৮ ২২:১৮502197
  • Yasmin Khan , অক্সফোর্ডের অধ্যাপিকা, লিখেছেন The Raj at war : A people's history of India's second waorld war।

    দারুন লাগছে। এই genre আগে পড়ি নি। আদৌ পোলিটিকাল বা মিলিটারী হিস্ট্রি নয়। মানে ধরুন,চার্চিল,গান্ধী, জিন্না, সুভাষে ইঃ নেতাদের কথা আছে নেহাৎই রেফারেন্স হিসেবে। অল্প কয়েক যায়গায়।

    এটা আগাগোড়াই সাধারন মানুষের কথা। যুদ্ধের সময় কী হয়েছিলো তাদের জীবনে। সিপাইদের রিক্রুটমেন্ট, দেশে অনটন, জাহাজের লস্করদের ধর্মঘট, জাপানী বোমার আতংক, রেংগুন ছেড়ে দেশে ফেরার কথা। এইসব।

    আর বাংলার দুর্ভিক্ষ। শিউড়ে ওঠার মতন। স্ট্যাটিস্টিক্সের কোনো বাহানাই নেই। সাধারন লোকের চোখ দিয়ে দেখা।

    মনে হয় ইন্দোদার এই বইটা ভালো লাগবে, ওনার রিসার্চের কাজে। Random House India বার করেছে Indian edition। আর অজ্জিত বা T কে বল্লেই ওরা ধাঁ করে নামিয়ে দেবে।
  • | ১০ মার্চ ২০১৮ ২২:২৪502198
  • ডিডি, ইয়সমিন খানের The Great Partition খানও ঝাঁ করে পড়ে ফেলতে পারেন। ভারী চমৎকার অপিচ ডিস্টার্বিঙ্গ বই।

    চাইলে বইলেন, ধুপুস করে পাঠিয়ে দেবনে।
  • pi | 57.29.146.35 | ১০ মার্চ ২০১৮ ২৩:১৪502199
  • আমার চাই দমদি।
  • dd | 193.82.16.234 | ১১ মার্চ ২০১৮ ২২:৫১502201
  • @ সিংগুল ডি, হ্যাঁ,হ্যাঁ, পাঠাও পাঠাও।

    কিন্তু সহজ পথে পাঠিও। সেই একগাদা ডাউনলোড ফোড যেন কত্তে না হয়।
  • Blank | 116.203.167.153 | ১১ মার্চ ২০১৮ ২২:৫৬502202
  • এরক্যুল পোয়ারো - ১৬ টা চলছে। সব কটা শেষ করবো।
    Islam Quintet - Tariq Ali - ৪ নং টা চলছে।
    Amazing Rare Things - ন্যাচারাল হিস্ট্রি ড্রয়িং নিয়ে। দারুন সব প্লেট আছে বই টাতে।
    কদিন আগে শেষ করলাম নাস্তিক পন্ডিতের ভিটা- সন্মাত্রানন্দ (রেকমেন্ডেড)
  • dd | 59.205.218.213 | ১৪ মার্চ ২০১৮ ২৩:০৬502203
  • দেখুন, স্পেশালি T বা অজ্জিত, বা অন্য যে কোনো উদার (সিপুএম না হলেও চলিবে) মনষ্ক ব্যাক্তি, একটি অনুরোধ Downfall : the end of the Imperial Japanese Empire লেখক Richard B Frank - এই বইটি বিনা পয়সায় পড়া যায়?

    বিশ্বস্ত সূত্রে খবর পেলাম অ্যাটম বম নিয়ে নাকি সব চে' বেস্ট বই এইটা। তাই খুব সখ চেগেছে।
  • Ishan | 202.189.128.15 | ১৫ মার্চ ২০১৮ ০০:১৬502204
  • মুঘল আমল নিয়ে হাল আমলে একটি বই খুব হইচই ফেলেছে। সবাই জানে, আম্মো। কিন্তু নাম মনে পড়ছেনা। ফলে কী দিয়ে সার্চ করব তাও মনে পড়ছেনা। কেউ একটু হেল্পান।
  • T | 113.211.20.192 | ১৫ মার্চ ২০১৮ ০৮:৩৪502205
  • নাহ্‌, ডিডিদা, এ জিনিস পেলুম না। খুঁজছি আরো। পেলে জানাব।
  • dc | 132.164.51.64 | ১৭ মার্চ ২০১৮ ০৯:২৬502206
  • একটা অসাধারন বই পড়তে শুরু করেছিঃ এস চন্দ্রশেখরের Newton's Principia for the Common Reader. আগে কখনো নাম শুনিনি, একটা বন্ধু খোঁজ দিল।

    চন্দ্রশেখর (লিমিট খ্যাত) নিউটনের প্রিন্সিপিয়া পুরোটা আজকের দিনের উপযোগী করে লিখেছেন, সব থিওরেম, প্রুফ ইত্যাদি সহ। অরিজিনাল রেজাল্টের সাথে সাথে লেখকের নিজস্ব কমেন্টারিও আছে।

    ফ্লিপকার্টে বইটার দাম বারশো টাকা, বা এখান থেকে ডাউনলোড করা যেতে পারেঃ

    http://gen.lib.rus.ec/search.php?req=Newton%27s+Principia+for+the+Common+Reader&lg_topic=libgen&open=0&view=simple&res=25&phrase=0&column=def
  • dd | 59.205.217.6 | ০১ এপ্রিল ২০১৮ ২২:২৯502207
  • Richard Overy 'র লেখা The battle of Britain :Myth and rality।

    একেবারে চটি বই। এই গুরুর চটি বইগুলান যেমন হয়। স্লিম।প্রেকটিকেলি দুই সিটিংএই পড়ে ফেলা যায়। এটা কিন্তু ডেসক্রিপটিভ ইতিহাস - মানে ইসের পরে সেটা হোলো তাইতে অমুক তুসুক কল্লো ..... এরকম ধারা বিবরণী নয়। যাস্ট এনালিসিস। মিলিটারী দৃষ্টিতে।

    কিছু মিথ বাস্টিংও আছে। যেমন ধরুন প্রায় সব বইতেই পড়েছি কিছু বৃটীশ বোমারু (অ্যাকচুয়ালি ভুল করে) বার্লিনে বোমা ফেললে হিটলার ক্ষেপে গিয়ে লন্ডন কে অ্যাটাক করার নির্দেশ দ্যান।vengeance bombing। তো রিচার্ড বাবু দ্যাখালেন তা নয়, লন্ডনের উপর এর আগেই বোমা ফেলা হয়েছিলো। তবে বার্লিনে বোমার পরে আস্তে আস্তে লন্ডনই মুখ্য লক্ষ্য হয়ে উঠেছিলো। কিন্তু তার মিলিটারী কারনও ছিলো। এরকম।

    প্লেনের ব্যাপার স্যাপার তো, T বাবুর ভালো লাগবে। বিভিন্ন যুদ্ধ বিমানের খুব ভালো পারফরমেন্স এনালিসিস আছে।
  • T | 129.74.180.59 | ০২ এপ্রিল ২০১৮ ০০:১৪502208
  • বাহ বাহ, কই নামাই।
  • প্রতিভা | 213.163.239.45 | ০২ এপ্রিল ২০১৮ ১৭:২৫502209
  • ঈশান নিশ্চয় দা হোয়াইট মুঘলসের কথা বলছে না।

    আমি গুজরাত ফাইলস পড়ছি। প্রায় শেষ করে এনেছি এবং হাঁ বন্ধ করতে পারছিনা।
  • রুকু | 212.142.104.87 | ০২ এপ্রিল ২০১৮ ১৮:৪৮502210
  • শুরু করেছি অমলেন্দু সেনগুপ্তর উত্তাল চল্লিশ অসমাপ্ত বিপ্লব। তার ফাঁকে টুক করে কাল পড়ে নিলাম নবাবগঞ্জের আগন্তুক। শীর্ষেন্দু কোনও গপ্পে কৃষকদের আনেনি গো। :-(
  • তাপস | 135.19.13.50 | ০২ এপ্রিল ২০১৮ ১৯:০২502212
  • বার্নিং ফরেস্টঃ ইন্ডিয়াস ওয়ার ইন বস্তার

    নন্দিনী সুন্দর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন