এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৪৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 125.187.34.170 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১২502146
  • হ্যাঁ, ফিনদের খাদ্যসমস্যা সমাধানের উপায়। প্লেন থেকে রাশান সৈন্য ফেলত মলোটভ ব্রেড বাস্কেট আর নিচে ফিন জনতা সাপ্লাই দিত মলোটভ ককটেল, ট্যাঙ্কের ভেতরে।
  • dd | 59.207.59.185 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৯502147
  • @dc। মলোটভ বাবুর ড্রিংকিং হেবিট নিয়ে কিছু জানিনে তো।

    আর অভি একেবারে সঠিক। মাইন ক্যাম্ফ'এই হিটলার বাবুর প্ল্যান প্রোগ্রাম ছকে দেওয়া আছে। সেই রাশাতে 'Lebensraum মানে living space করতে হবে, ইহুদী আর বলশেভিকদের annihilate করতে হবে - এই সবই তো লেখাই আছে আর হিটলার'ও পর পর এই সবই করে যাচ্ছিলেন।

    রাশা আক্রমন তো শুধু জমি দখলের লড়াই ছিলো না, পুরো স্লাভিক জাতটাকেই নিশ্চিহ্ন করে দেওয়াটা উদ্দেশ্য ছিলো। হিটলারের লিখিত ডাইরেক্টিভেও একেবারে পরিষ্কার এই সব লেখা ছিলো। কোনো ঢাক ঢাক গুর গুর ছিলো না।

    একদিন না একদিন রাশা- জার্মানীর যুদ্ধ হতোই। হিটলারের আশংকা ছিলো প্রথমেই না রাশা ধড়াম করে অ্যাটাক করে রুমানিয়া না দখল করে বসে। তাইলে তেল কোথায় পাবেন হিটলার? তাই উনিই দায়িত্ব নিয়ে ফার্স্ট অ্যাটাক করে দিলেন।
  • b | 135.20.82.164 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৬502148
  • আপনারা কেউ পন্ডিচেরির গল্প বিশ্বাস করেন না। হায়। ভারতভূমির কি দুর্দশা। ওঁয়্যাওঁ।
  • avi | 57.15.116.248 | ২৫ নভেম্বর ২০১৬ ১২:১১502149
  • নোয়া হারারির ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড : হোমো স্যাপিয়েন্স। প্রথম দুশো পাতা পড়ে ভদ্রলোকের পাখা হয়ে গেছি। যুক্তি বিস্তার, উইটি কমেন্ট, ভাষার সরলতা সবই ব্যাপক। অথচ ইটি নাকি অনুবাদ বই। আর এই নোটবন্দীর বাজারে টাকার উদ্ভব, তার জগৎজয়ী আপিল সেসব পড়তেও বেশ মজা লাগছে। নোমাড জীবনকে একজন ইন্ডিভিজুয়ালের দিক থেকে চাষীর জীবনের থেকে বেটার দেখিয়েছেন, এগ্রিকালচারাল রিভলিউশনকে ট্র্যাপ হিসেবে দেখিয়েছেন, সামাজিক হায়ারার্কি আর হিউম্যান রাইট দুটোকেই একইরকম কল্পনার ফসল হিসেবে দেখিয়েছেন, সাম্রাজ্যবাদ মানেই খারাপ বা মানব সভ্যতায় তা টিকতে পারে না - এমন ধারণা মাঠের বাইরে পাঠিয়েছেন, বিবর্তন বা ইতিহাসের কোনো পরমকল্যাণকর উদ্দেশ্য নেই তা বারবার প্রমাণ করেছেন। সুখপাঠ্য।
  • de | 24.139.119.171 | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:৫০502150
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আত্মজীবনী - "নীরবিন্দু" - প্রথম আর দ্বিতীয় খন্ড মিলিয়ে অখন্ড বেরিয়েছে - দেজ পাবলিশিং থেকে- শেষ করলাম -

    আচ্ছা - "নীরবিন্দু দূর্বাদলে নিত্য কি গো ঝলমলে ---" পুরোটা মনে আছে কারো?

    জন্মদিনে মেয়ে উপহার দিয়েছে জন গ্রীনের ফল্ট ইন আওয়ার স্টার্স - সেইটে পড়ছি এখন। এরপরে পেপার টাউনস ও পড়তে হবে, কন্যার দাবীমতো -
  • avi | 125.187.32.119 | ২৮ নভেম্বর ২০১৬ ১৫:০৬502151
  • জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?
    এরই মাঝে জন্মে জন্মে তোর সাথে দেখা হবে।
    কুরুক্ষেত্র কারবালা পম্পেই খরা বন্যা ।।।
    কোথাও কুন্তি হবি কখনও বা হবি কন্যা।
    কোথাও চিনতে পারবি কখনও অপরিচয়ে
    ঝাপসা আয়ুর রেখা,
    কালচক্রে যাবে ক্ষয়ে!

    নীরবিন্দু দূর্বাদলে নিত্য কি রে ঝলমলে!
    ফুটেছে যুগলছবি নতুন কদম্বমূলে।
    ঊড়ে যায় মেঘদূত। শশীকলা ক্রমে বাড়ে।
    তুই এলে আলো জ্বলে ম্লান গবেষণাগারে।
    সাবধানে পা ফেলিস। কানুকে বলিস রাই ।।।
    যৌবন প্রখর তবু
    কাজে ফাঁকি দিতে নাই!

    প্রবাসে দৈবের বশে, জীবতারা যদি খসে ।।।
    তোর স্নেহ না চিনেই চলে যাব আফশোসে!
    ভাগ্যের আনুকূল্য? তাও ছিল নইলে কি,
    এই ভুল বৃন্দাবনে শ্রীময়ীর মুখ দেখি?
    সেই বিম্ব ভেঙ্গে যায়। জলে সময়ের ঢেউ!
    খন্ড গুছোই আমি ।।।
    সমগ্র? সে অন্য কেউ ।।।
  • de | 24.139.119.171 | ২৮ নভেম্বর ২০১৬ ১৫:১৪502152
  • বাঃ - কার লেখা অভি?
  • de | 24.139.119.171 | ২৮ নভেম্বর ২০১৬ ১৫:৪০502154
  • এটা অবশ্য গুগলিয়ে আমিও পেলাম - কবির নামটাম কিছু বোঝা গেলো না - বিনয় বলে কেউ -

    অরিজিনাল কবিতাটা কারো কাছে থাকলে দিয়েন -
  • কল্লোল | 116.206.155.240 | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:১১502156
  • কোরক পত্রিকার বর্তমান সংখ্যা মঙ্গলকাব্য ও মঙ্গলকব্যচর্চা। খুব ভালো লেখাপত্তর।
  • Rit | 213.110.242.6 | ২৯ নভেম্বর ২০১৬ ০০:১৪502157
  • "প্রবাসে দৈবের বশে,
    জীব-তারা যদি খসে
    এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।

    জন্মিলে মরিতে হবে,
    অমর কে কোথা কবে,
    চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?"

    এই লাইন গুলো মধু কবির লেখা। তা থেকে কি ইন্সপায়ার্ড হয়ে পরের কবিতাটা লেখা। কার? নীরেন্দ্রনাথ?
  • Atoz | 161.141.84.108 | ২৯ নভেম্বর ২০১৬ ০১:০১502158
  • দুটোই তো মাইকেল মধুর বলেই জানতাম ।
    ঃ-)
  • Atoz | 161.141.84.108 | ২৯ নভেম্বর ২০১৬ ০১:০৩502159
  • ওহো, ভুল হয়ে গেছে। সরি সরি। খুব দুঃখিত।
    সবই মধুর ই তো বলেছেন। ঃ-)
  • i | 147.157.8.253 | ২৯ নভেম্বর ২০১৬ ০৪:৩০502160
  • দে,
    কন্যা জন গ্রীন পড়ছে বুঝি খুব? ঐ বই দুটি সিনেমাও হয়েছে।
    জন আর ওর ভাই হ্যাঙ্কের প্রচুর ইউ টিউব ভিডিও আছে ইতিহাসের বিষয় নিয়ে, বিজ্ঞান বিষয়ে... মেয়ে দেখেছে/ দেখে?
  • sinfaut | 52.106.25.199 | ২৯ নভেম্বর ২০১৬ ০৯:৫৯502161
  • আই দি, জাস্ট ৫ দিন আগে হ্যাংক এর ইউটিউবে করা ৩৬ এপিসোডের ফিলোসফি ক্র্যাশকোর্স দেখতে শুরু করেছি। সে দুরন্ত প্রেসেন্টেশন, প্রতিটা ভিডিও মাত্র ১০ মিনিটের। দে দি মেয়ে কে অবশ্যই দেখিও, সময় পেলে নিজেও দেখো। এরকম আরও অনেক ভিডিও ব্লগ বানিয়েছে ওরা দু ভাই মিলে।
  • robu | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৪502163
  • http://www.goodreads.com/book/show/23012658-man-tiger
    A slim, wry story set in an unnamed town near the Indian Ocean, Man Tiger tells the story of two interlinked and tormented families, and of Margio, an ordinary half-city, half-rural youngster who also happens to be half-man, half-supernatural female white tiger (in many parts of Indonesia, magical tigers protect good villages and families).

    At once elegant and bawdy, experimental and political, Man Tiger will help to establish Indonesia’s new voice, underrepresented in world literature, while demonstrating the influence of world literature on Indonesian writers.
  • ranjan roy | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৪:০৩502164
  • আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়
    বুঝাব কেমনে?
    জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়
    ফিরিতে না জানে।

    ------- ------
    নিশার স্বপনসুখে সুখী যে কি সুখ তায়
    জাগে সে কাঁদিতে,
    ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আঁধার
    পথিকে ধাঁধিতে।
    নীরবিন্দু দূর্বাদলে নিত্য কি রে ঝলমলে
    কে না জানে অম্বুবিম্ব অম্বমুখে সদ্যঃপাতী।

    রে প্রমত্ত মন মোর কবে পোহাইবে রাতি
    জাগিবি রে কবে?
    জীবনউদ্যানে তোর যৌবন কুসুমভাতি
    কতদিন রবে?

    অন্যেরা শূন্যস্থান পুরণ করুন।ঃ)) আমি ভুলে গেছি।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ১৪:১১502165
  • দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন ,—
    তবু এ আশার নেশা ছুটিল না? এ কি দায়!
    রে প্রমত্ত মন মম! কবে পোহাইবে রাতি?
    জাগিবি রে কবে?
    জীবন-উদ্যানে তোর যৌবন-কুসুম-ভাতি
    কত দিন রবে?
    নীর বিন্ধু, দূর্বাদলে,নিত্য কিরে ঝলঝলে?
    কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যঃপাতি?

    http://banglarkobita.com/poem/famous/393
  • ranjan roy | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৪:১৭502167
  • একটু মনে পড়ছেঃ
    প্রেমের নিগড় গড়ি পরিলি চরণে ফাঁদে
    কী ফল লভিলি?
    জ্বলন্ত পাবক শিখা সম তুই কাল ফাঁদে
    উড়িয়া পড়িলি।
    পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবোধ হায়
    না দেখিলি না শুনিলি
    এবে রে পরাণ কাঁদে।
  • ranjan roy | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৪:২০502168
  • সরি!
    সিকি আগেই পুরোটা ঠিক ঠাক তুলে দিয়েছে!
  • ranjan roy | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৪:২৭502169
  • একটা হাড়হিম করা বই পড়ছি--The Hunger Games- by Suzanne Collins; Scholastic Publications।
    এটার আবার তিনটে খন্ড; সিনেমাও নাকি হয়েছে!!
    আমার তো গা গুলোচ্ছে। লর্ড অফ ফ্লাই এর পরে এ'জাতীয় বই প্রথম পড়ছি।
  • কিক্কড় সিং | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৪:৩১502170
  • এইটাই তো মামু রেকো করেছিলো একবার। আমি নামিয়ে রেখেছি, কিন্তু পড়ার সময় হয় নাই। একগাদা "কাগজ" জমে আছে।
  • i | 176.62.53.94 | ১৩ ডিসেম্বর ২০১৬ ০৭:৩৪502171
  • যদিও হাঙ্গার গেমস একখানি ট্রিলজি, সিনেমা হয়েছে চারখানি। মেয়ের কল্যাণে এইসব বই সিনেমা বেশ কয়েকবছর আমাদের সঙ্গে সঙ্গে। বই পড়ার সময় হয় নি আমার, অন্য বই জমে থাকে। সিনেমা দেখেছি। জেনিফার লরেন্স জেনিফার লরেন্স জেনিফার লরেন্স।
  • এটা কার কবিতা ? | 176.62.53.94 | ১৩ ডিসেম্বর ২০১৬ ০৭:৩৮502172
  • একদা এক রজকের গেহে,
    ডাকিছে কন্যা পিতাকে
    ওঠো বাবা, বেলা যায়..
  • i | 176.62.53.94 | ১৩ ডিসেম্বর ২০১৬ ০৮:২৪502173
  • জানি নারে ভাই
  • Abhyu | 176.62.53.94 | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৫:৩১502174
  • ফুটপাথ পেরোলেই সমুদ্রঃ আশিসবাবু আপনি কি আত্নগত?
    আশিস নন্দী ও জয়ন্তী বসু
  • ranjan roy | 176.62.53.94 | ২০ ডিসেম্বর ২০১৬ ০৬:১৯502175
  • প্রথম ভাগ মানে হাংগার গেমস পড়ে তৃতীয় ভাগ ধরেছি। দ্বিতীয় ভাগটা কেউ নিয়ে গেছে, ফেরৎ দেয় নি।
    আর আমার বিবমিষা দেখে কন্যাদ্বয় ফ্যাক ফ্যাক করে হাসছে। ভাবটা --এতেই এই হাল? রিয়েল ওয়ার্ল্ড অনেক খারাপ, zআনতি পার নাই?
  • dd | 116.51.28.249 | ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৬502176
  • দেখুন, WW2'র পুর্ণাংগ ইতিহাস তো অনেকেই লিখেছেন।

    কয়েকটা নাম লিখছি - আর কবে লিখেছেন।

    Mark Arnold-Forster ১৯৭৩
    AJP TAYLOR (১৯৭৫)
    Martin Gilbert ১৯৮৯
    John Keegan১৯৮৯
    সব শেষে Max Hastings ২০১১

    তো প্রতিটি বইতেই নতুন নতুন নানান তথ্য থাকছিলো। আমি ভাবলাম আর বোধহয় নতুন কিছু পাওয়ার নেই।

    তাই একটু দোনোমনা হয়ে Antony Beevorর The second Waorld war(২০১২)পড়তে শুরু করে একেবারে হাঁ হয়ে গেলাম। কতো নতুন সব ফ্যাক্ট, পিএনপিসি,অ্যানেকডোট দিয়ে লিখেছেন ভাবাই যায় না। আমি শেষ করিনি, এই ধরুন ওয়ান থার্ড পজ্জন্তো পড়েছি - আর তাতেই অবাক হয়ে গেছি। অফকোর্স খুব মোটা বই। প্রায় হাজার পাতা।

    একটা,দুটো এগজাম্পল দি। হিটলারের বিদেশ মন্ত্রী রিবেনট্রপ - এক লাইনে তাকে ডেসক্রাইব করেছেন "An arrogant poseur whose own mother in law has described him as ' an extremely dangerous fool'".

    বা ১৯৩৯'এ যখন মাঞ্চুরিয়ায় রুশ জাপান যুদ্ধ লাগবে, তখন স্তালিন তলব করলেন জুখভকে। জুখব তো ভয়েই অস্থির। স্তালিন ডেকেছেন তো এবারে কোর্টমার্শাল হয়ে প্রাণটাই বোধহয় গেলো রে। সেই মতন HQতে যাবার আগে স্ত্রীকে একটি বিদায় জানিয়ে চিঠিও পাঠিয়ে দিলেন। বললেন তুমি শক্ত থেকো। সেই চিঠিও বীভর বাবু খুঁজে পেতে বার করেছেন।

    আর স্তালিন যে কী ভয়ানক সয়তান ছিলেন সেটাও সবিস্তারে রয়েছে, ভেরী ইন্টেরেস্টিং।

    পড়বেন? তো কিনে ফেলুন। বা অজ্জিতকে বললে ও নামিয়ে দেবে।
  • a | 213.14.82.100 | ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:১৯502178
  • গুরু নিয়ে কিছু কথা কিছু আলোচনা ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন