এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৩৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 53.224.129.41 | ১৯ জুন ২০১৬ ১০:৫৩502113
  • "পড়লুম " লিখে নিজেরই লজ্জা করছে । এ একেবারে পড়ে ফ্যালার বই নয় । হুম্যান ভিশন , পার্সপেক্টিভ , লাইট সবকিছু নিয়ে খুঁটিয়ে আলোচনা । আবার পড়তে হবে । কিছু কথা আছে যা , বোধহয় যে কোনো ফিল্ড এর জন্যেই খাটে । পেইন্টিং বা মিউসিক বা লেখালেখি যাই হোক । আর দুরন্ত সব স্কেচ । পুরনো বই এর দোকান বেঁচে থাকুক ।

    "
    OF THE MISTAKES MADE BY THOSE WHO PRACTISE WITHOUT KNOWLEDGE.
    Those who are in love with practice without knowledge are like the sailor who gets into a ship
    without rudder or compass and who never can be certain whether he is going. Practice must always
    be founded on sound theory, and to this Perspective is the guide and the gateway; and without
    this nothing can be done well in the matter of drawing.

    The painter who draws merely by practice and by eye, without any reason, is like a mirror which
    copies every thing placed in front of it without being conscious of their existence.

    "
  • | 213.99.211.81 | ২৪ জুন ২০১৬ ১২:১৩502114
  • ইরান / রাহুল সাংকৃত্যায়ন। / চিরায়ত প্রকাশন।
  • dd | 116.51.24.162 | ২৭ জুলাই ২০১৬ ১০:৫০502115
  • আপনেরা রোমেল পড়তে চান? তাই তো ?

    তাহলে এই বইটা পড়ুন। Martin Kitchen'র Rommel's desert war।

    কিয়ৎদিন আগে উ ট্যুবে একটা মিলিটারি কনেফেরেন্সের ভিডিওতে দেখলাম এক অধ্যাপক বলছেন, রাশাতো দুরের কথা। খোদ জার্মানীতেই আর্কাইভে এতো রিপোর্ট,মেমো, পার্সোনাল চিঠি, ডায়ারী, ধোপার খাতা ইঃ ইঃ রয়েছে যে অ্যাদ্দিনে তার মাত্র ৭০% পড়া হয়েছে। নিত্য নতুন তথ্য অ্যান্ড দেয়ারফোর তত্ত্বও আবিষ্কার হচ্ছে।

    রোমেলের জীবনী বলতে অ্যাদ্দিন বাইবেল ছিলো ডেসমন্ড ইয়ংএর বই। এইবারে এইটা পড়ে দেখুন। আদৌ aulatory নয়। আর কতো যে বিহাইন্ড দ্য সীন খবরাখবর, পি এন পি সি,ট্রিভিয়া আর ইম্পর্টান্ট রিপোর্ট ইত্যাদি খুঁজে বার করেছেন যে অবাক হয়ে যাবেন। সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে।

    আর যাকে বলে বিগ পিকচার - সেটাও দিয়েছেন। মানে উত্তর আফ্রিকার লড়াই তো আর আইসোলেটেড নয়, নিত্য নতুন ঘটনায় সেটার গতিবিধি পাল্টে যাচ্ছে। এই রাশা আক্রন হোলো তো ঐ জাপান পার্ল হরবার অ্যাটাক কল্লো তো হোথায় আম্রিগা যুদ্ধে এলো।

    ঋনং কৃত্বা, বা চুরি করে বা বুক ফুলিয়ে কিনে পড়ুন।
  • Sudipta | 11.39.57.161 | ২৭ জুলাই ২০১৬ ২২:১১502116
  • তিনটে বই বাড়ি এসে পৌঁছেছে অর্ধাঙ্গিনীর সৌজন্যে

    The Sialkot Saga : Ashwin Sanghi
    Not Without My Daughter : Betty Mahmoody
    Memory Man : David Baldacci

    প্রথমটা ধরলাম।
  • ranjan roy | 132.162.202.149 | ২৭ জুলাই ২০১৬ ২৩:৫০502117
  • তিন নম্বরটা পড়েছি। বালডচ্চ্চি।

    এখন পড়ছি Reading The Quran। লেখক জিয়াউদ্দিন সরদার। ঘ্যামা লাগছে, একমত হই বা না হই।চতুর্থ ভাগে সমস্ত কনটেম্পোরারি ইস্যু নিয়ে আলোচনা আছে।
    তাতে শরিয়া, নারী, বিবাহ, সমকাম, হিজাব ,বিজ্ঞান ও টেকনোলজি, বহুবিবাহ, তালাক, যৌনতা , ক্ষমতা, বিবর্তনবাদ সব নিয়েই কোরানে কী বলা আছে ও তার কন্টেক্শুয়াল ব্যাখ্যা দেওয়া আছে। বেশ লাগছে।
  • b | 135.20.82.164 | ২৮ জুলাই ২০১৬ ১৪:৫৩502118
  • জানি ডিডিদা-র তুলনায় আমি কাঠবেড়ালি, তবু একটা রেকো থাক।

    রিডার্স ডাইজেস্ট এর সাঁটে বিশ্বযুদ্ধের ইতিহাস। ওয়ার্ল্ড অ্যাট আর্মস। ছবি ছাবা ওয়ালা, আর্ট পেপারে ছাপা, সেদিন গোলপার্ক থেকে ৬০০ টাকায় একটা কপি কিনলাম। তবে একটু পুরোনো বই, ঐ ডিডিদা যা বললেন।
  • Abhyu | 125.187.60.127 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৫502119
  • রামায়ণের উৎস কৃষি - জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত)। দাম পঁচাত্তর টাকা
  • Bratin | 11.39.37.132 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৩502120
  • ১। আপনকথা ঃ অবন ঠাকুর। আনন্দ
    ২। অজন্তা ঃ নিবেদিতা সিগনেট প্রেস
  • dd | 116.51.25.174 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৭502121
  • হ্যাঁ। রিডার্স ডাইজেস্টের ঐ বইটা আমি উল্টে পাল্টে দেখেছিলেম - সে প্রায় বছর কুরি আগে। খুবি উৎকৃষ্ট বই। মানে যাস্ট কফি টেবেল নয়। উনাদের আরেকটি (দু ভলুমে) বই আছে Secret and stories of world war 2। সেটিও প্রফুল্লকর।

    যে বইটি কয়েক পাতা পড়েই আর পড়তে পারি নি সেটা হচ্ছে The Soviet Counterinsurgency in the Western Borderlands। রাশান বই। লেখক আলেকজান্ডার স্টেটিয়েভ। পড়বেন না। ক্ষী বোরিং লেখা। যেরকম সব রাশান (যুদ্ধের) বইগুলি হয়। এটার সবজেক্ট হচ্ছে ঐ স্তালিন কেমন কপ করে বাল্টিক দেশগুলি দখল করে নিলেন, ইন্ক্লুডিং পশ্চিম ইউক্রাইন আর সেই দেশের লোকেদের দু মুখো লড়াই। সোভিয়েত ও নাৎসীদের বিরুদ্ধে।

    আর এক্ষনে দুটি বই পড়ছি। দুটিই ভালো। একটিতো মার্টিন গিলবার্টের Descent into barbarism। এটা উনার হিস্টরী অব দ্য ২০থ সেঞ্চুরীর যে তিন ভলুমের বই, তার সেকেন্ডটি। ১৯৩৩ থেকে ১৯৫১ পর্যন্ত্য। আমার খুব প্রিয় অথর।

    আর সেকেন্ডটি Big Week। লেখক BIll Yenne। ততো ভালো নয় কিন্তু জার্মান শহরে যে ইংগ মার্কিন বিমান হানা হয়েছিলো তার অন্দরের খবরাখবর।
  • dd | 116.51.25.174 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৪502123
  • আরো দুটি কথা আছে। অভ্যু পঠিত "রামায়ণের উৎস কৃষি" নাম শুনেই বেজায় অপছন্দ হয়েছে। ক্ষী সব কষ্টোকল্পিতো ইন্টারপ্রিটেশন করে। কিন্তু অভ্যুর ভাল্লাগলে আমি আর কী করতে পারি, বলুন ?

    আর আরেকটি কথা - অজ্জিতের জন্য। (বা অন্য কোনো সহৃদয় কিন্তু স্মার্ট তরুনদের জন্য)। প্রায়ই দেখি অজ্জিত বই "নামিয়ে" নেয়। ক্যামনে সেটা করে,সে সব কুট রহস্য আমি জানতেই চাই না। কিন্তু আমি একটি বই খুঁজছি David Stahel'র The battle for Moscow।

    এটি আসলে তিন ভল্যুমের। প্রথম দুটি, ব্যাটেল ফর কিয়েভ, আর অপারেশন টাইফুন তো পড়ে ফেললাম। কিন্তু এর তৃতীয় খন্ডটি মে'দের লাইব্রেরীতে নেই। ফলতঃ আমি খুব অস্বস্তিতে আছি।

    যদি কেউ এটি "নামাতে" পারেন তো আমাকে জানাবেন তো।
  • T | 24.100.134.237 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১২502124
  • ডিডিদা, মেইল চেক করুন। বই চলে গ্যাচে।
  • dd | 116.51.25.174 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৭502125
  • উফ।

    তুলনাহীন,তুলনাহীন। আমি একেবারে অভিভুতো হয়ে গেলেম।
  • dc | 132.174.153.177 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৯502126
  • আট মিনিটে বই নেমে গেল! এ তো হাতেনাতে মির‌্যাকল!

    পোপকে জানালে কিন্তু মাদার টেরেজার বদলে আরেকজনকে সেন্ট বানিয়ে দেবে।
  • Abhyu | 125.187.60.127 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৪502127
  • বইটার মূল প্রতিপাদ্য হচ্ছে রামায়ণ হল কৃষিসভ্যতা বিকাশের রূপক কাহিনী। রামকে মৌসুমী বায়ু অর্থে, সীতাকে হলকর্ষণের গর্ত অর্থে ধরা হয়েছে। আছে আকাশের গ্রহ নক্ষত্রের প্রচুর আলোচনা। একটু অন্যরকম ও গবেষণাধর্মী লেখা - পড়লে ডিডিরও হয়তো ভালো লাগবে।
  • sinfaut | 11.23.252.11 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০২502128
  • পড়ছিঃ ডিলিউশন অফ জেন্ডার - কর্ডেলিয়া ফাইন

    পড়লামঃ আ ফিস্ট অফ ভালচার্সঃ হিডেন বিজনেস অফ ডেমোক্রাসি ইন ইন্ডিয়া - জোসি জোসেফ।
  • Robu | 11.39.56.237 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৭502129
  • স্লোলি ডাউন দা গ্যানজেস - এরিক নিউবি।
    এর আগে ট্রেন টু পাকিস্তান পোষায়নি।
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯502130
  • অনেক বই জমে গেছে। একটাও ছোঁয়া হয় নি।
    এখন পড়ছি--মায়া এন্জেলু'র 'আই নো হোয়াই দ্য কেজেড বার্ড সিঙ্গস্‌'--ভালো লাগছে।

    পড়ে ফেলেছিঃ অ্যানার্কিজম-- নোম চমস্কি। থট প্রোভোকিং।
    জোগাড় করেছি-- এরিখ ফ্রম এর দুটো আর চমস্কির দুটো। দূগ্গোপূজো পেরিয়ে যাবে।

    হায়! জেবন এত ছোট ক্যানে!
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০০:১১502131
  • রোবু,
    খুশবন্ত সিং?
    উনি ও নীরদ চৌধুরি আমার অন্য রকম ভাবে প্রিয় লেখক।ঃ))
  • Robu | 11.39.56.237 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৯502132
  • আমার ভাল লাগেনি। বড্ড অনাধুনিক লেগেছে। পোর্ট্রেট অব আ ওম্যান ইত্যাদি ভাল শুনেছি। পড়ব।
  • avi | 37.63.177.45 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৭502134
  • India's wars : A military history 1947-71 অর্জুন সুব্রমনিয়ম। এখন ভারত পর্তুগালের যুদ্ধ হব হব করছে, ১৯৬১ অব্দি এলাম।
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৫502135
  • রোবু, সম্ভবতঃ মাই উওম্যান!
  • Robu | 11.39.56.237 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:০১502136
  • ভুল বলেছি। The Portrait of a Lady.
  • dd | 116.51.24.141 | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮502137
  • দাঁড়ান। বুঝিয়ে বলি।

    সেকেন ওয়ার্ল্ড ওয়ারে জার্মানীতো হেরে গ্যালো। তখন ব্রিটেইন আর আম্রিকার রাজা গজারা তাদের পাত্র মিত্রদের ডেকে কইলেন, বাপু হে। এই যে জার্মানী এক্কেবারে হেরে গ্যালো এটা ক্যামনে হলো ? জার্মানী কীসে কীসে ফ্যাল করলো ?আমাদেরকে একটু বুঝিয়ে বলো তো।

    তো, দুই দেশের ইন্টেলিজেন্স বিভাগের হর্ত্তাকর্ত্তারা একটা কমিটি গড়লেন। তারা জার্মানীর যুদ্ধবন্দী জেনারেলদের জবানবন্দী, ওনাদের গোপন কথাবার্ত্তা, ডায়ারী,হিটলারের সব মিটিংএর মিনিটস আর কথাবার্ত্তার খবর, ডিপ্লোমেটিক হ্যান ত্যান - এইসব ঘেঁটেঘুটে দুশো পাতার একটা রিপোর্ট লিখলেন। প্রায় বছর দেড়েক লেগেছিলো এই রিসার্চে।

    সেই গোপন রিপোর্ট অ্যাদ্দিনে ছেপে বেরিয়েছে। হুবহু সেই রিপোর্ট আর তার সাথে একটা ছোটো ইন্ট্রোডাকশন। বইএর নাম Defeating Hitler। ইন্ট্রো লিখেছেন Paul Winter।

    দেখুন, WW2'র পোলিটিকেল হিস্ট্রী তো বটেই,প্লাস নানান হাঁড়ীর খবর আছে। কী ভাবে নানান ডিসিসন নেওয়া হয়েছিলো।

    আমি আদ্ধেক পর্যন্ত্য পড়েছি - তাতেই সবিশেষ মুগ্ধ হলেম।
  • dd | 116.51.24.141 | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৫502138
  • এগজাম্পল দিচ্ছি।

    হিটলারী রাশা ক্যানো অ্যাটাক কল্লেন? এই রিপোর্টে কী আছে শুনুন।

    হিটলারের প্রথম থেকেই এজেন্ডার মধ্যে ছিলো রাশা দখল করতে হবে। করতেই হবে। জার্মান লোকেদের জন্য living space চাই, আর চাই তেল। রুমানিয়ার তেলের যোগান থাকলেও রাশা আবার সেই দেশ দখল করে নেয় তার ঠিক আছে?

    তার আগে ব্রিটেইককে কবজা করতে হবে। কিন্তু হিটলরের একটা বিশ্বাস ছিলো যে ব্রিটীশেরা এক তো নৌ যুদ্ধে জার্মানীর থেকে বেটার আর ডিফেনসিভ লড়াইতে ব্রিটীশেরা দারুন দড়। ব্যাটেল অব ব্রিটেইনে জুত করতে না পেরে হিটলার বুঝলেন ব্রিটেইনে ইনভেশন সম্ভব নয়।

    তাই প্রাথমিক প্ল্যান ছিলো ব্রিটেইনকে হারিয়ে দিয়ে রাশা দখল করবেন। কিন্তু সেটা আর হচ্ছে না দেখে উনি কইলেন, তাহলে রাশিয়াই আক্রমন করি।

    (আরো)
  • dd | 116.51.24.141 | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৭502139
  • কিন্তু সেই ৩৯ সাল থেকেই তো রাশার সাথে চুক্তি। সেটার কী হবে?

    ১৯৪০ নভেম্বর মলোটভ এলেন বার্লিনে। হিটলার টোপ দিলেন, ব্রিটেইনের সাথে চলুন এক সাথে যুদ্ধ করি। তারপর ব্রিটীশ এম্পায়ার আমরা ভাগাভাগি করে নোবো - যেমনটা পোল্যান্ডকে করেছি। ফিনল্যান্ড,টার্কী, বলকান এইসব দেশ - এমন কী ইন্ডিয়াও দিয়ে দেবে রাশাকে।

    কিন্তু মলোটভ আদোয় রাজী হলেন না। মাঝে হিটলার আর মলোটভের কথাবার্তা এতো উত্তপ্ত হয়ে উঠলো যে রিবনট্রপকে এসে দুজনকে শান্ত করতে হয়েছিলো।

    এই মিটিংএর পরেই হিটলার বলেছিলেন যে রাশা যতোই চুক্তি করুক না কেনো, জার্মানীকে তারা মনে প্রানে ঘৃনা করে।

    এর পরেই হিটলার রাশা আক্রমনে তোড়জোড় শুরু করে দ্যান।

    এই রকমের সব পিএনপিসি রয়েছে বইটায়।
  • sinfaut | 123.193.135.201 | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৪502140
  • ওরেন্না, এতো পড়তে মঞ্চায়।
  • Atoz | 161.141.85.8 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৪502141
  • আচ্ছা, যদি রাজি হয়ে যেত মলোটভ? বলতো, চলুন চলুন কালই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ি ঐ ব্যাটা ব্রিটিশদের ঘাড়ে?
    তাইলে তো ব্যুমেরাং হয়ে যেত হিটলারের!!! ঃ-)
  • কুমড়ো | 198.155.168.109 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৮502142
  • মলোতভ রাজি হলো না কেন? "জার্মানদের হেট করে"টা কোনো যুক্তি নয়। রাজনীতিতে আজ যাকে হেট করে কাল তার গলা জড়িয়ে চুমু খায়। বরং এই চুক্তিতে রাশানদের তো প্রফিটই হতো, সমাজতন্ত্র কন্যাকুমারী অবধি বিস্তৃত করতে পারতো। উঁহু, যুক্তিতে ঘাপলা হ্যাজ।
  • avi | 125.187.34.170 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫২502143
  • হিটলারের আত্মজীবনী যে বইটা, মাইন ক্যাম্ফ, ওটা তো কুড়ির দশকেই বেরিয়েছিল। ওতে হিটলারের পরিকল্পনা বেশ বিশদেই ছিল শুনেছি। মানে, পোল্যান্ড খাব, ফ্রান্স খাব, রাশা যাব ইত্যাদি। তো, সেসব পড়ে টড়ে হিটলারের সাথে প্রেম পীরিতে যাওয়া চাপের ছিল নির্ঘাত। এমনিতেই ন্যাশনাল সোশ্যালিস্ট আর কম্যুনিস্টদের মধ্যে মিল যথেষ্টই ছিল, টার্গেট পপুলেশন প্রায় এক, ফলে ঝামেলা হতই। জার্মানি আর রাশার চুক্তি যে ভাঙার জন্যই গড়া হয়েছে, তা নিয়ে লোকজনের বিশেষ দ্বিমত ছিল না। ওদিকে জার্মানির সাথে মিলে বৃটেন আক্রমণ করাও রাশার পক্ষে খুব বুদ্ধির কাজ হত না। বৃটেন তখনো ইউরোপ তথা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। ল্যাজে আগুন না লাগা অব্দি খামখা রাশা বৃটেনে লড়তে যাবেই বা কেন? এ তো আর পোল্যান্ড ফিনল্যান্ড বা মাঞ্চুরিয়ায় খামচা মারা নয়। ধরুন কাল দুই অ্যাসপায়ারিং দেশ ভারত আর চীনের মধ্যে অনাক্রমণ চুক্তি হল। এবার চীন ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলল কাল থেকে আমেরিকার সাথে লড়তে যেতে। ভারত রাজি হবে কি? আর কমন সেন্স ছাড়াও বৃটেনের কূটনৈতিক তৎপরতা ছিল, স্তালিনের নিজস্ব উচ্চাশা ছিল, রাশার ধরে খেলার একটা ব্যাপার ছিল, অস্ত্রশস্ত্রও জার্মানির মত ততটা গোছানো হয় নি তখনো...
  • dc | 132.164.214.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৬502145
  • মলোটভের প্রিয় ককটেল কি ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন