এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৫৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 229.64.186.127 | ১৬ জুন ২০১৬ ০০:২৬502080
  • ঠিক হ্যায়। মেয়েদেরই বলছি। তবে পড়েই ছাড়ব। হেব্বি মনে হচ্ছে।
  • kc | 198.70.12.72 | ১৬ জুন ২০১৬ ০০:৪৮502081
  • এই বইটা পড়েছি। বেশ ভালো। রঞ্জনদা আমি পাঠিয়ে দেব আপনাকে।
  • kc | 198.70.12.72 | ১৬ জুন ২০১৬ ০১:১২502082
  • এত্তর মাজোরানা, গত শতাব্দীর সবথেকে প্রতিভাবান পদার্থবিজ্ঞানী। উনিই নাকি নিউট্রিনোর ধারণা দেন। ওনার গবেষণার উপর ভরসা করে অনেককজন নোবেল পেয়েছিলেন, ফের্মি, ডিরাক, হান্স বেথে এরকম অনেকেই। এই বিজ্ঞানী হ্ঠাৎ করে হারিয়ে গিয়েছিলেন ১৯৩৮ সালে। আর খুঁজে পাওয়া যায়নি। এনার জীবন, অন্তর্ধান রহস্য আর গবেষণা নিয়ে হল বইটা, A Brilliant Darkness. ফিজিক্সের জায়গাগুলো ঠিকমত বুঝতে না পারলেও বাকি বইটা বেশ ভালো। রিভেটিং। লেখকের নাম Joao Magueijo.

    পড়ে ফেললাম।
  • Atoz | 161.141.85.8 | ১৬ জুন ২০১৬ ০১:১৮502083
  • এই মাজোরানাকে নিয়ে বইটা আমি পড়তে ইচ্ছুক। মাজোরানা কি সত্যিই হাপিস হয়ে যান নাকি সাউথ আমেরিকায় পাচার হয়ে যান? শেষে কী জানা গেল?
    আমরা ইয়ার্কির মেজাজে বলতাম উনি মাজোরানা অ্যাঙ্গেল(ওনারই আবিষ্কার) এর মধ্যে ঢুকে যান, অন্য ইউনিভার্সে গিয়ে ঠেলে ওঠেন। ঃ-)
  • Anaklusmos | 131.241.218.132 | ১৬ জুন ২০১৬ ১০:৫৮502084
  • কিয়েভ ১৯৪১ নামিয়ে ফেলেছি। পিডিএফ। কিন্তু আপাতত আমি পার্সি জ্যাকসন নিয়ে ব্যস্ত।

    ডিডিদা - অল হেল লেট লুজ (ম্যাক্স হেস্টিংস) কেমন?
  • dd | 116.51.31.46 | ১৬ জুন ২০১৬ ১১:০১502085
  • অল হেল লেট লুজ অসম্বব ভালো বই। ওর সাথেই নেমেসিসও পড়ে নিবেন। সেম অথর।
  • Anaklusmos | 131.241.218.132 | ১৬ জুন ২০১৬ ১১:০৯502086
  • নেমেসিস তো পাচ্ছি না। অন্য যেগুলো আছে সেগুলো হল -

    Victory in Europe: D-Day to V-E Day in Full Color
    Winston's War: Churchill, 1940-1945
    The Secret War
    The Korean War
    The Battle for the Falklands
    Armageddon
    Catastrophe
    Going to the Wars
    Inferno
    Overlord: D-Day and the Battle for Normandy
    Retribution: The Battle for Japan, 1944-45

    সবই নামিয়ে ফেলবো সময় করে। কবে পড়বো অবিশ্যি জানি না। সম্ভবত রিটায়ার করার পর, ইজিচেয়ারে গাউন পরে বসে পাইপ টানতে টানতে আর চোঙা মেশিনে গান শুনতে শুনতে:-p
  • dd | 116.51.31.46 | ১৬ জুন ২০১৬ ১১:২০502087
  • Armageddon দারুন। Overlordও ভালো। ঐ Retribution টাই বোধ হয় নেমেসিস। এক একেকটা এডিশনে নাম বদলে দেয়।
  • ranjan roy | 132.162.161.160 | ১৬ জুন ২০১৬ ১১:৩৪502088
  • কেসি,
    তোমার জন্যে কী করি বল!
    কোলকাতায় বা দিল্লিতে দেখা হলে গিন্নির হাতের বিরিয়ানী, ভোপালী ঘরাণা। আর যা বলবে তাই, পার্কস্ট্রীট যাওয়া সমেত।
    তোমার আগের পাঠানো বইগুলোও দারুণ!
  • | 213.99.211.81 | ১৬ জুন ২০১৬ ১১:৩৬502090
  • ইয়ে মানে এইসব শক্ত শক্ত বই র পাশে একেবারেই পাতে দেবার মতো নয় তবে এখন আমি বাংলা কমিক্স পড়ছিঃ-

    ১। ব্ল্যাক ডায়্মন্ড সমগ্রঃ- চিত্রায়ণে(নাকি ন?) নারায়ন দেবনাথ।
  • ranjan roy | 132.162.161.160 | ১৬ জুন ২০১৬ ১২:২০502091
  • আচ্ছা, মাত্র একটা গ্রাফিক্স নভেল পড়ে শেষ করেছি।
    The Complete MAUS: a survivor's tale by art Spiegelman।বিষয় হলোকাস্টের সময় আউশ্ভিৎসের ম্R্ত্যু শিবির থেকে বেঁচে আসা এক ইহুদী পরিবারের টিকে থাকার প্রাণান্তকর চেষ্টার ধারাবিবরণী।
    বইটি পুলিটজার পেয়েছে। পেঙ্গুইন পেপারব্যাক দাম ৯৯৯ টাকা। তবে নিশ্চয়ই অনলাইনে ডাউনলোড করা যায়।
    এটা আম্রিকাবাসী আর্টিস্টের বাবার গল্প। এঁরা পোল্যান্ডের ইহুদী। বুড়ো বয়সে কয়েক মাস ধরে উনি বাবার কাছে গিয়ে নোট্স্‌ নেন। কীভাবে ওঁর বাবা-মা আউশভিৎস এর ডেথ ক্যাম্প থেকে বেঁচে ফিরলেন, কিন্তু দাদু-দিদিমা-মামা-মামী বড় ভাই কেউ বাঁচে নি।
    বইটি বহুমাত্রিক।
    বিজনেসম্যান ইহুদী বাবা কীভাবে বন্দীশিবিরের মধ্যেও ট্রেডিং করে বেঁচে থাকার রসদ সংগ্রহ করেন ও বুড়োবয়সে স্বচ্ছল অবস্থায় অম্রিকাতে হাড়কিপটেমি করে স্ত্রী ও ছেলে ছেলেবৌকে জ্বালান।
  • Ekak | 53.224.129.46 | ১৬ জুন ২০১৬ ১২:২৬502092
  • মাউস পড়ে ভাললেগেছে রঞ্জনদা র ? গল্প তো শুধু না , স্পায়জেম্যানের আঁকা দুর্দান্ত । পলিটিকাল কমিক ভাল্লাগলে , পার্সিপলিস পড়ে দেখতে পারেন । মার্জিন সত্রাপির । একটা চত্ব মেয়ের বেড়ে ওঠার কাহিনী , ইসলামিক অপ্রেসন এর পরিবেশ , দেশের পরিস্থিতি বদলে যাওয়া সব কিছু নিয়ে । দারুন স্কেচ !
  • Anaklusmos | 131.241.218.132 | ১৬ জুন ২০১৬ ১২:৪৮502093
  • হুঁ হুঁ বাবা

  • ranjan roy | 132.162.161.160 | ১৬ জুন ২০১৬ ১৪:০৪502094
  • অ্যাই অ্যাই একক! সত্যিই আঁকা গুলো অসাধারণ। নাজিদের ক্যাট, ইহুদীদের মাউস ও অন্য দালালদের কুকুর করে আঁকা! আর কী ভালো লাইন!!
    মার্জোরি সত্রাপির দুটো বইই পড়েছি। তবে পার্সিপলিস যেমন লেগেছে পরেরটা তেমন নয়।
    আসলে আমার মেয়েরা এসব বই কেনে ও পড়ে আমাকে রেকো করে। আমার ছমাস দিল্লিবাস এইভাবেই সার্থক হয়।এখন ওদের জিদ কেন টলকিয়েন ও ওই গোত্রের আরও বই পড়ব না? কেন হবিট পড়িনি? পড়তেই হবে? কেন ফাইট ক্লাব নয়? সীতা'জ কার্স পড়িয়ে ছেড়েছে।
    কিন্তু লর্ড অফ দি রিং? কী জানি, সাহস পাচ্ছি না।
  • Anaklusmos | 131.241.218.132 | ১৬ জুন ২০১৬ ১৪:০৭502095
  • লর্ড অফ দ্য রিঙস আম্মো রেকো করলুম।
  • Ekak | 53.224.129.46 | ১৬ জুন ২০১৬ ১৪:১১502096
  • কনল্যাং নিয়ে আগ্রহ থাকলে অবশ্যই টলকেইন পড়ুন । এই শতাব্দীর অন্যতম সেরা লিন্গুইস্ট টল্কেইন। ভাষা নিয়ে কল্পনা আছে কি ? তাহলে ভাল্লাগবে । নইলে শুধু স্টোরি লাইন হিসেবে পড়লে আহামরি কিছু না ।
  • ranjan roy | 132.162.161.160 | ১৬ জুন ২০১৬ ১৮:১২502097
  • ও কে! ও কে!
    আজ শুরু করেছি অ্যালেক্স গারল্যান্ডের লেখা The Beach, ভিয়েতনামের উপর। এটা শেষ করেই টলকেইন ধরব। এত ভালো সব বন্ধুদের রেকো, অগ্রাহ্য করলে পাপ লাগবে না?
  • Anaklusmos | 147.59.156.202 | ১৬ জুন ২০১৬ ২২:৩০502098
  • ডিডিদা - ম্যাক্স হেস্টিংস কোনটে দিয়ে শুরু করবো?
  • Rit | 213.110.242.8 | ১৬ জুন ২০১৬ ২২:৩২502099
  • LOTR দারুন। কিন্তু টাইম লাগবে।
  • dd | 116.51.27.1 | ১৬ জুন ২০১৬ ২২:৫১502101
  • আর্মেগেডন। ডেফিনিটলি, আর্মেগেডন।
  • Anaklusmos | 131.241.218.132 | ১৭ জুন ২০১৬ ১০:৫২502102
  • কিন্তু ডিডিদা - আর্মাগেডনের শুরুতেই ভদ্রলোক ওভারলর্ড রেফার করছেন যে!
  • dd | 116.51.27.101 | ১৭ জুন ২০১৬ ১১:১৪502103
  • আ মোলো যা। ডিডিদা বেশী জানে না ঐ ছাতা মাথা সায়েব ?

    আর D-Day নিয়ে যদি পড়তেই হয় তো একবাক্য আমি বোলবো Stephen Ambrose'র বইটা পড়তে। নামটাও D-Day ,কোনো কনফুস্যন নেই তো।

    Armaggedon হচ্ছে নরম্যান্ডী ল্যাংডিংএর পর ক্যামনে পশ্চিমা বাহিনী বার্লিনের কাছ পর্যন্ত্য পৌঁছালো। ডি ডে নিয়ে কিন্তু কোনো বিরোধ নেই। আগে ফেললেও ক্ষেতি নেই। ত্যামোন লাভও নেই। আইন তো নেইই।

    ফুল ইতিহাস হচ্ছে All hell let loose , আর শুধু জাপান আমেরিকা হচ্ছে Nemesis। কিন্তু ঐ সিকোয়েন্সালি পড়তেই হবে এরকম মাথার দিব্যি কে দিয়েছে?

    ঈ কি ডিটেকটিভ গল্পো যে প্রত্থম পাতার থেকেই শুরু করতে হবে ? ফর দ্যাট ম্যাটার, আমি ডিটেকটিভ গল্পোও আগেই শেষটা পড়ে নি`। কে খুনী জানতে পেরে তারপর খুব নিশ্চিন্তে ফার্স্ট পেজ থেকে পড়ি, কোনো টেনশন নেই না।
  • Anaklusmos | 131.241.218.132 | ১৭ জুন ২০১৬ ১১:৪৫502104
  • হুম্‌। স্টিফেন অ্যামব্রোসও পেয়ে গেনু।
  • Anaklusmos | 131.241.218.132 | ১৭ জুন ২০১৬ ১১:৪৯502105
  • আর জার্মানির প্রথম দিকের ইনভেশনগুলো নিয়ে বই আছে? ফান্স ইনভেশন, আফ্রিকার যুদ্ধ ইত্যাদি?
  • ranjan roy | 132.162.161.160 | ১৭ জুন ২০১৬ ১১:৫৮502106
  • স্তালিনের ফিনল্যান্ড দখল, তার কথিত জাস্টিফিকেশন-- এগুলো কোথায় পাওয়া যাবে?
  • dd | ১৮ জুন ২০১৬ ২২:২৩502107
  • দেখুন, রাশান বই কিছু আছে। যেমন জুখবের অটোবায়োগ্রাফী বা প্রগ্রেস পাবলিশার্সের Decisive battles of the Soviet Army। অ্যাতো বিচ্ছিরি বই যে বলার নয়।

    ইস্টার্ন ফ্রন্টের বাইবেল ছিলো John Erickson'র দু ভল্যুম বই। রোড টু স্তালিনগ্রাড আর রোড টু বার্লিন। যাকে বাংলায় বলে ম্যাজেস্টেরিয়াল। কিন্তু নিতান্ত হোঁৎকা বই। এ বই দুটো, যাকে বলে, অবশ্য পাঠ্য। কিন্তু এরিকসন যতোটুকু তথ্য পেয়েছিলেন সেই বেসিসে লিখেছিলেন।

    উনারই সুযোগ্য ছাত্র Chris Bellamy লিখেছেন Absolute War। ইটি আমার পড়া বেস্ট বইগুলোর অন্যতম। প্লাস উনি অনেক বেশী ডেটা পেয়েছিলেন যেটা এরিকসন পান নি। ফর এগজাম্পল, এরিকসন বাবু লিখেছিলেন জার্মানী আচমকা অ্যাটাক করলে স্তালিন একেবারে ক্যাটাটনিক হয়ে যান। প্রথম এগারোদিন কারুর সাথে কথাও বলেন নি। তার পরে সামলে ওঠেন।

    কিন্তু বেল্লামি সাহেব স্তালিন যে ডাচায় থাকতেন সেই খানকার গেস্ট রেজিস্টার দেখে বল্লেন, না তো। ঐ ১১ দিন স্তালিন কোনো স্টেটমেন্ট দেন নি ঠিকই কিন্তু কেবিনেট,পার্টী, আর্মি - সকলের সাথে মিটিং করেছিলেন।

    আর এখন তো দারুন লিখছেন David Stahel। আমি সদ্য শেষ করলাম Kiev 1941। এর পরেই পাবো Typhoon।

    এগুনো সবই প্রথম দিকের ইনভেশনগুলো নিয়ে ল্যাখা।
  • dd | ১৮ জুন ২০১৬ ২২:৩৪502108
  • আচ্ছা, এই গল্পোটা শুনুন। এটা বেশ প্রফুল্লকর।

    দুনিয়ার সবাই বলছে জার্মানী এই অ্যাটাক কল্লো বলে, কিন্তু স্তালিন কিছুতেই সেটা বিশ্বাস করতেন না। অদ্ভুত দৃঢ় আস্থা ছিলো হিটলারের উপর।

    NKVD এর একেবারে টপ লেভেল থেকে চিঠি এলো ইনভেশনের চার পাঁচ দিন আগে যে আমাদের "সোর্স" জানিয়েছে যে জর্মানী আমাদের ইন্ভেড করবে।স্তালিন রেগে মেগে সেই রিপোর্টের উপরেই সবজে পেনসিল দিয়ে লিখে দিলেন (অনুবাদে) To Comrade Merkulov, You can tell your "source from the German HQ that he can go and fuck his mother. This is not a source,this is misinformation।

    তো ক্রিস বেল্লামি সাহেব এইসব চিটি পত্রও অ্যাকসেস করতে পেরেছিলেন।

    আর রঞ্জনকে , সে সময়ে অন্য দেশকে অ্যাটাক করতে খুব জাস্টিফিকেশনের দরকার ছিলো না। রাশা খালি বলতো ওগুলো (ফিনল্যান্ড,পোল্যান্ড) তো আমাদেরই যায়গা। সেই জারের আমল থেকেই। আমরা এক্ষণে হিসেব বুঝে নিয়ে নিলাম। ব্যাস। এই টুকুই যুক্তি ছিলো।
  • avi | 113.24.86.24 | ১৮ জুন ২০১৬ ২৩:২১502109
  • এহ, উপোসী মুখের সামনে দিয়ে কিসব প্লেট যাচ্ছে একের পর এক। আর কটা দিন যাক, সব নোট করে রাখছি, এক এক করে সব নামবে পাক্কা।
  • Bratin | 37.63.154.121 | ১৯ জুন ২০১৬ ১০:২২502110
  • "টলিউডের কমেডিয়ান"/ মানস চক্রবর্তী/ দীপ।
  • Ekak | 53.224.129.41 | ১৯ জুন ২০১৬ ১০:৪২502112
  • ডায়ারি পড়লুম । পল রিচারের অনুবাদে লেওনার্দ ভিঞ্চি । খুবই অনধিকারচর্চা হয়েছে কারণ বইয়ের শুরুতেই লেওনার্দ লিখে রেখেছেন :

    "Let no man who is not a Mathematician read the elements of my work "
    :( :( :(

    কিন্তু পেইন্টিং পার্সপেক্টিভ এর ওপর দুরন্ত কিন্তু টু দি পয়েন্ট সব লেখা পড়ে আর লোভ সামলানো গ্যালনা ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন