এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৪৭৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 198.70.10.54 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৪502046
  • আমি পচ্ছি বাবু বৃত্তান্ত ঃ সমর সেন। কী ভালোই না লাগল। ঝরঝরে মেদহীন। আবার পড়তে হবে।
  • kc | 198.70.10.54 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৬502047
  • আমাকে ইদানিং সমর সেনে পেয়েছে।
  • dd | 116.51.25.132 | ০৮ মার্চ ২০১৬ ০৯:১৫502048
  • The age of extremes,,A history of the world,1914-1991। লিখেছেন Eric Hobsbawm। ইনি প্রায় একটি কাল্ট রাইটার হয়ে গ্যাছেন।

    পোলিটিকেল হিস্টরী। খুব কনফিডেন্টলি লেখেন। কোনো বিনয় নেই। মানে "আমার মতে" "হয়তো""বোধয়" - এরকম কিছু কখনো লেখেন না। গ্যাট গ্যাট করে লিখে দ্যান স্তালিন এরমটাই ভেবেছিলেন। বা ক্রুশ্চেভের আক্কেলটা দ্যাখো।

    তবে লেখার স্টাইলটা বড্ডো প্যাঁচালো। এক একটা সেন্টেন্স - সে চলছে তো চলছেই।

    তাহোক, এটি উৎকৃষ্ট বই। পড়ুন।
  • saikat | 71.12.80.194 | ০৮ মার্চ ২০১৬ ১০:৩৭502049
  • Interesting Times , ওনার আত্মজীবনী, সেও অতি উৎকৃষ্ট বই। বার্লিনে ছেলেবেলার বর্ণনা আর ওনার প্রজন্মের বামপন্থার প্রতি ঝুঁকে পড়া, যুদ্ধবিরোধী অবস্থান ইত্যাদি - সেও অতি উপাদেয় লেখা।
  • kc | 198.71.233.55 | ০৮ মার্চ ২০১৬ ১১:১৬502050
  • এই এজ অফ .... টা চারটে সিরিজের বই। প্রথম দুটো পড়েছি। বেশ ভাল লেগেছিল। কিন্তু বড্ড বড় বড় সেন্টেন্স। আত্মজীবনীটা শেষ করতে পারিনি।
  • abcd | 24.139.222.66 | ০৯ মার্চ ২০১৬ ১০:৫১502051
  • আর একটি উৎকৃষ্ট বইঃ আশীষ লাহিড়ী-র লেখা "অন্য কোন সাধনার ফল"।
  • sinfaut | 55.121.227.133 | ১৮ মার্চ ২০১৬ ২১:১০502052
  • পড়ছি

    Gita Press and the making of Hindu India

    লেখার স্টাইল খুব কেঠো। তার উপর সিকোয়েন্সিয়াল টাইম ফলো না করে এক একটা বিষয়ে শেষ পর্যন্ত গিয়ে আবার তিরিশ বছর ফিরে শুরু করার অভ্যেস আছে। ইতিহাস বইয়ে এমন করলে চাপ হয়।

    কিন্তু তাও পড়া দরকার। কাউ বেল্ট বা হিন্দি আশ্রয়ী বিস্তীর্ণ ভারতে প্রায় একশো বছর ধরে বহু বহু মানুষ শুধু গীতা প্রেসের হনুমান চালিশা রামচরিতমানস গীতার টিকা আর কল্যাণ বা পরে পাঞ্চ্যজন্য পড়ে কাটিয়ে দিল কেমন করে আর তার কী হইতে কী হইয়া গেল অযোধ্যা হইয়া গেল এসব জানতে গেলে পড়ার দরকার।

    এ ছাড়া পড়লাম উম্বের্তো ইকোর অন লিটারেচার।

    আর এখন পড়ছি অল্প করে দ্য আলেফ অ্যান্ড আদার স্টোরি।
  • dd | ১৮ মার্চ ২০১৬ ২২:৩৪502053
  • আর আমি পড়ছি The story of the Jews। লিখেছেন Simon Schama।

    যেরকম ভাবছেন সেরম নয়। হৃষ্টপুষ্ট (সারে চারশো পাতা) কিন্তু কোঁৎকা নয়। লেখক এই তিন সাড়ে তিন হাজারের ইতিহাস মোটেই ক্রনলজিকালি লিখে কোটি তথ্যের পসরা সাজান নি। ন্যারেটিভ লিখেছেন কিন্তু পর পর এর পর এই হইলো টাইপের নয়।

    আর দারুন ভাষা। একেবারে কাব্য সাহিত্য। একেক সময় একটু বেশী ফুলেল মনে হয় কিন্তু খুব'ই হিউমারাস। কয়েক যায়গায় মনে হয় যেনো উডহাউস সিরিয়াস লিখলে এরকমই লিখতেন।

    আর যেটা দেখে মন হায় হায় করে ওঠে সেটা হচ্ছে কতো কতো কতো ডকুমেন্ট। পাপিরাসে লেখা বা পোড়া মাটীর ট্যাবলেটে। এখনো পাওয়া যাচ্ছে নতুন করে। কী নেই? কোর্টের দলিল,প্রেম পত্র,রাজাদের ফিরমান। এক বাচ্চা ছেলের হাতের লেখা মকশো করার খাতা - তাতে আবার একটা কুট্টি মতোন উটের ছবিও এ`কেছে। এই সব। হাজার- দেড় হাজার বছর আগের।

    আর আমাদের দেখুন। কোনো ক্রমে একটি রাজতরংগিনী। ব্যাস আর কোনোই ইতিহাস নেই।
  • dd | ৩০ মার্চ ২০১৬ ২২:২৩502054
  • ডনিগারের The Hindus:An alternative history পড়ছি। প্রায় সাতশো পাতার বই - আদ্দেক পর্যন্ত্য গেছি। খুব একটা যে গোগ্রাসে গিলছি সেরকমও নয়। ঠিক কী কারনে এই কিতাবটিকে, আপিসিয়ালি ব্যান নয় কিন্তু প্রকাশ্যে বিককিরি বন্ধ করা হয়েছিলো, কেউ জানেন?

    কিছু গালি গালাজ তো নেই। আদৌ নেই। একটু সারকাস্টিক ভংগীতে লেখা। সেও কারুর সেন্টিমেন্টে ঘা লাগার মতোন কিছু তো নেই।

    আর কিরকম ভাবে জানি লিখেছেন - একটা সবজেক্ট থেকে আরেকটায় - কোনো কন্টিনিউটি নেই। সেটা আমার ভালো লাগছে না।
  • abcd | 233.223.151.23 | ৩০ মার্চ ২০১৬ ২২:৪৩502056
  • "স্বামী বিবেকানন্দ ও বাঙ্গালির সেকিউলার বিবেক" (লেখকঃ আশীষ লাহিড়ী)-- সময়োপযোগীও বটে।
  • saikat | 190.215.79.158 | ৩০ মার্চ ২০১৬ ২৩:৪৫502057
  • ডিডিদা কে - ব্যান করার দাবীর পক্ষে একটা কারণ মনে হয় ঐ সার্কাস্টিক ভ্ঙ্গীটাই !! একটা মজা করার ভাব আছে, যেটা পছন্দ হয়নি দীননাথ ইত্যাদিদের। আরও কারণ মনে হয় psychoanalysis এর ব্যবহার করে কিছু তত্ত্বের অবতারণা করা যেটা সরল গোলগাল পাঠ্করা তত্ত্ব হিসেবে না পড়ে "সত্যি" হিসেবেই পড়ে দেবদেবী সম্বন্ধে ভুল ধারণা করবে - এরকম কিছু ! আর যৌনতা ইত্যাদি ব্যাপারের নাকি আধিক্য।
  • robu | 11.39.37.101 | ০৯ জুন ২০১৬ ০০:৩৫502058
  • পড়ছি এটিকাস লিশ এর প্রিপারেশন ফর নেক্স্ট লাইফ। বাবা মারা যাবার পর কাজের সন্ধানে আমেরিকায় অবৈধ ভাবে আসা উত্তর পশ্চিম চীনের উইঘুর মুসলিম মেয়ের সাথে ইরাকে যুদ্ধ করে ফিরে আসা সৈন্যের সম্পর্ক, রাতে মদের সাথে ওসুধ খেয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে যুদ্ধের, পালিয়ে যেতে চায় স্বপ্ন থেকে।
    সুন্দর বই, ওয়ান ফিফ্থ পড়েছি, অদ্ভুত লেখার স্টাইল।
  • dd | 116.51.30.32 | ০৯ জুন ২০১৬ ০৮:১৯502059
  • Akbar and his India: Irfan habib (ed)

    গোটা কুরি লেখকের প্রবন্ধ। তার মধ্যে ন জনই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর !! অর্থাৎ ইর্ফান হাবিবের সহকর্মী/অধস্তন। পড়লে মনে হয় ছাত্রদের জন্য তৈরী নোটবুক।

    বইএর পিছনের মলাটে blurb যা থাকে সব সময়েই প্রসংশা সূচক হয়। এখানে এক exception। একজন লিখলেন Does this book add anything that we already know about Akbar ? The answer is NO। এটা ছাড়া আর interesting কিছু নেই।
  • sinfaut | 11.39.39.201 | ০৯ জুন ২০১৬ ১০:৪৬502060
  • আমার ট্যাবটা ৩ দিন হলো অন হচ্ছে না, তাই কাগজের বই পড়ছি। চিলেকোঠার সেপাই। আর বই থেকে মুখ তুলে আশপাশ দেখে চমকে চমকে উঠছি।
  • | 213.99.211.81 | ০৯ জুন ২০১৬ ১৫:০৭502061
  • "সিরাজের পুত্র এবং বংশধরদের সন্ধানে" ঃ- ডঃ অমলেন্দু দে। পারুল।
  • | 213.99.211.81 | ০৯ জুন ২০১৬ ১৫:০৯502062
  • পারুলের প্রকাশিত "গৌড় -মল্লার " ও পড়লাম আগের হপ্তাতে। বেশ ভালো ই লাগলো।
  • kumu | 69.178.48.65 | ০৯ জুন ২০১৬ ১৭:২১502063
  • সবাই এত সময় ও বই কোথায় পায়???????????????
  • Ekak | 53.224.129.58 | ০৯ জুন ২০১৬ ১৭:৩৭502064
  • কাজের ফাঁকে ফাঁকে "প্রেত্সিধ্ধের কাহিনী ও অন্যান্য পড়ে ফেল্লুম" আবার । সুবিমল রায় মশাই এর । যথারীতি রয়াল বেঙ্গল বেজি পদ্যটি দুলে দুলে পড়েছি । যাঁরা এখনো সুবিমল রায় পড়েননি কিন্তু সাররিয়েল হিউমর জনরা পছন্দ করেন , দ্রুত পড়ে ফেলুন ।
  • dd | 116.51.29.189 | ০৯ জুন ২০১৬ ২২:০১502065
  • আমারে বলছেন? আমারে জিগালেন কি?

    আরে, আমি তো সময়ের বিলিওনেয়ার। সারাদিনই সময়। দশদিকে সময়।

    আর বই গুলো মে'রা এনে দেয় লাইব্রেরী থেকে। প্লাস কম্পিউটারেও তুলে দেয়। আমি নিজেও পচ্চিম বংগো গর্মেন্টের ডিজিটাল লাইব্রেরীতে কতো কতো বই পড়ি।

    আরেকটা আছে, দিল্লীর ডিজিটাল লাইব্রেরী। সেটার কলেকশন আরো ভালো। কিন্তু খুব কড়া কম্পুটারোয়ালা না হলে হোথায় যাওয়া যায় না। এই বড় মোর দুঃখ।
  • ranjan roy | 192.69.64.3 | ০৯ জুন ২০১৬ ২২:৫৮502067
  • আমায় ইদানীং শাক্যমুনিতে পেয়েছে।ঃ))
    পড়ছি Buddhist Scriptures আর Buddhist Philosophy: In Theory and Practice। কিন্তু দুটোই মহাযানীদের নাগার্জুনের মাধ্যমিক দর্শনের তিব্বতী ভার্সনের ওপর ভিত্তি করে সাহেবদের লেখা। পেঙ্গুইন এর।
    সদ্য কিনেছি শান্তিদেবের বোধিচর্যাবতার। সেটাও খামচে খামচে দেখছি।
    কিন্তু আমার পছন্দ হীনযান--থেরবাদী সর্বাস্তিবাদী সেক্ট। রাহুল সাংকৃত্যায়ন যাদের সঙ্গে যুক্ত ছিলেন। তাই পাল্টা হিসেবে পড়ছি-- রাহুলের প্রাক্তন সহযোগী ভদন্ত আনন্দ কৌশল্যায়নের An Intelligent Man's Guide to Buddhisam প্রশ্নোত্তরের ভঙ্গিতে লেখা একটি রেডি রেকনার।
    নামটা দেখুন অবশ্যই বার্নার্ড শ' এর An Intelligent Woman's Guide to Socialism এর প্রতি ঋণ বা সার্কাজম।ঃ))

    অবশ্যি ব্রেক নিতে পড়ছি চাক পহলানিউক এর Fight Club।
  • Blank | 96.12.0.135 | ১০ জুন ২০১৬ ০৪:০৩502068
  • এখন পড়চি The English and their history by Robert Tomb , the Plantagenets by Dan jones আর Jonathana Strage & mr Norwell by Sysanna Clarke। আপনাদের তো আমার মতন বিলিতি হাব ভাব হলো না আর। সন্ধ্যে ৬ টায় ডিনার করে, রেকর্ড প্লেয়ারে রেকর্ড চালিয়ে অল্প হুস্কি নিয়ে খাস বিলিতি ইতিহাস বই পড়তে বসি।
    একট্রা ড্রেসিং গাউন খালি পাচ্ছিনা।
  • sosen | 177.96.49.239 | ১০ জুন ২০১৬ ০৪:১০502069
  • একটাও ড্রেসিং গাউন খালি পাচ্ছিস না? ভিতরে লোক থাকছে?
  • sinfaut | 11.39.39.111 | ১০ জুন ২০১৬ ০৯:৩৭502070
  • :-D
  • san | 11.39.35.147 | ১০ জুন ২০১৬ ০৯:৫৯502071
  • মাঝরাত্তিরে আবার খিদে পেয়ে যায় না ?
  • Abhyu | 81.12.145.195 | ১০ জুন ২০১৬ ১০:১৪502072
  • টই বিপথগামী করবেন না। বইয়ের কথা বলুন। নইলে তো আমিও জিজ্ঞেস করতাম বসে পড়ে না শুয়ে পড়ে?
  • | 213.99.211.81 | ১০ জুন ২০১৬ ১০:৩৩502073
  • হালকা ছড়িয়েছি " উহা "গৌড়-গোধুলি" হইবে।
  • Ela | 15.69.121.183 | ১১ জুন ২০১৬ ১৮:২৬502074
  • গুরুচন্ডালি।

    তা সত্যি কথা লিখতে গেলে তই লিখতে হয়।
  • dd | ১৫ জুন ২০১৬ ২২:০৯502075
  • David Stahel 'র Kiev 1941।

    খুবই ভালো বই। ১৯৯০ পর্যন্ত্য , WW2'র ইস্টার্ন সেক্টরের ইতিহাসের আকর তথ্য ছিলো সামান্যই। রাশান গর্মেন্ট যতোটুকু দিতেন। বাকীটা ছিলো জার্মান পয়েন্ট অব ভিউ থেকে লেখা। কিন্তু সোভিয়েত রাশিয়ার বিলুপ্তির পর সমস্ত আর্কাইভ খুলে দেওয়া হয়েছে। তাই অজস্র নতুন তথ্য আসছে চোখের সামনে। মিলিটারী ডকুমেন্ট, পার্সোনাল ডায়ারী, চিঠি পত্র।

    রাশিয়া আক্রমনের প্রথম ছয় মাসটা খুব এক তরফা ভাবে লেখা হতো এতোদিন। যেনো নভেম্বরে শীত পড়তেই জার্মানেরা থমকে গেলো। জেনারেল উইন্টার আর জেনারেল মাড, এই দুই যেনো ছিলো রাশিয়ার প্রধান অস্ত্র।

    ইনি খুব খুঁটিয়ে লিখেছেন। ব্যাপারটা সেরকম নয়। রাশিয়া হেরে যাচ্ছিলো ঠিকই, পিছিয়েই আসছিলো। কিন্তু বিনা যুদ্ধে নয়। আর প্রথম দু মাসের ইনিশিয়াল ধাক্কার পর থেকেই রাশিয়া খুব তাড়াতাড়ি তার ডিফেন্স গুছিয়ে নিছিলো।

    এই সাড়ে চারশো পাতার বই - তার লাস্ট একশো পাতা শুধু বিবলিওগ্রাফী আর ফুটনোট। কতো যে খেটে লিখেছেন ভাবা যায় না।

    পড়ুন পড়ুন।
  • ranjan roy | 229.64.186.127 | ১৫ জুন ২০১৬ ২৩:১৭502076
  • অ্যাই ডিডি,
    ইহার প্রাপ্তিস্থান? ক্রয় করিতে ইচ্ছুক।
  • dd | 116.51.26.95 | ১৫ জুন ২০১৬ ২৩:২৬502079
  • বই তো বহুদিন হয়ে গ্যালো আর কিনে পড়ি না।

    ইটি মে'দের ইউনিভার্সিটির লাইব্রেরীর বই। এমাজন ট্যামাজনে নিশ্চয়ই পাওয়া যাবে। তবে হার্ডবাউন্ড হলে বড্ডো দাম চায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন