এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৬১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.99.111.124 | ০৭ জানুয়ারি ২০১৬ ০৫:২৮502013
  • মল্লিকা বই লিখেছে লোকজন ওকে একটু ও উৎসাহিত ও করছে না। জানি "আনন্দ" । তাও ঃ((
  • khistiTan | 233.196.163.153 | ০৭ জানুয়ারি ২০১৬ ০৮:৪৩502014
  • মল্লিকা নিয়মিত খিস্তি ট্যান কালে আনন্দয় বেরোন লেখকদের আনন্দকে গালিগালাজ করত। নিজের বই লেখা বেরোতেই সেসব বন্ধ। আবার উত্সাহও চাই।
  • dd | ০৭ জানুয়ারি ২০১৬ ০৯:১৩502015
  • এতোজের এই বইগুলো পড়তে পারলে খুব খুসী হতাম। এগুলো'ই পুজা সংখ্যায় বেরিয়েছিলো না? ওগুলোর সফট কপি থাকে?
  • Bratin | 11.39.37.220 | ০৭ জানুয়ারি ২০১৬ ০৯:৪৭502016
  • ডিডি ঠিক। সফট্কপি পেলে ভেজে দিচ্ছি।
  • সে | 198.155.168.109 | ১০ জানুয়ারি ২০১৬ ১৬:৫৯502017
  • আমারো চাই সফট কপি। এই খবরটা আগে দেখিনি।
    মল্লিকা নিজে একটু বলুক না কেন ওর বইগুলোর ব্যাপারে।
  • Bratin | 11.39.36.97 | ১০ জানুয়ারি ২০১৬ ১৭:৫৫502018
  • হ্যাঁ ভালো বলেছো।

    আমি তো খালি একটা বই পড়েছি।লেখিকা র সই করা ;)

    মল্লিকা শুনছেন
  • T | 165.69.191.254 | ১৪ জানুয়ারি ২০১৬ ০৯:০২502019
  • এই যে ব্রতীনদা, খুঁজে দিলাম।
  • sinfaut | 74.233.173.203 | ১৫ জানুয়ারি ২০১৬ ১৫:১৯502020
  • Who knows?: A study of religious consciousness

    Raymond Smullyan

    এনার সব বইয়ের মতই স্টিমুলেটিং। স্পষ্ট। আর ভয়ংকর লজিক্যালি কনসিস্টেন্ট। নাস্তিক দের পড়ে জ্বলে যাওয়ার চান্স আছে। বরং যারা 'জানি না' কিম্বা 'আমার তাতে কী' বলেন তাদের মস্তি হতে পারে।
  • dd | 116.51.25.51 | ১৬ জানুয়ারি ২০১৬ ০৮:৪২502021
  • ছি ফোঁকে।
    উপরিউক্ত বইটা নিয়ে আরেট্টু বিশদে ল্যাখা যায় না?

    আর আমিএখন পড়ছি Cultural pasts। Essays in early Indian history।রোমিলা থাপারের।

    খুব হোৎকা বই। দেখলেই ভয় লাগে এম্নি মোটা।প্রায় বারোশো পাতা।উনার ৫১টি প্রবন্ধ/লেকচারের সংকলন। সবই খুব প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠানে বা অনুষ্ঠানে পঠিত/লিখিত।

    খুব ইন্টেরেস্টিং সব টপিক আছে। কিন্তু কিরম একটা পেডেন্ডাবাজীতে ভরপুর। ভাত টাত খেয়ে নিশ্চিন্ত দুপুরে হাই তুলতে তুলতে পড়া যায় না।

    মোটকথা যদি বেশ দাঁতালো বই আপনের পছন্দ হয়, তবে ইটি অব্শ্য পড়বেন।
  • sinfaut | 71.2.50.32 | ১৬ জানুয়ারি ২০১৬ ১৮:৫০502023
  • ডিডিদা, ঈশ্বর কাকে বলে কেমন দেখতে এসব জিনিসপত্তরের উত্তর খোঁজার কোনো চেষ্টাই নেই এখানে। এই বক্তব্য থেকে শুরুঃ পজিটিভ ডিসপ্রুভাল সম্ভব কী না? যখন না, তখন আছে কী নেই এসব বহু পুরাতন ভাট আর না বাড়ানোই ভালো। তারপর উনি বাদ দিয়েছেন স্ক্রিপচরাল কোনো ঈশ্বর কেই, এবং ধর্মবিশ্বাসীদের ধারনা (ঈশ্বরবিশ্বাসীদের নয়)।
    এবার ঈশ্বরবিশ্বাসের সাথে যুক্ত ধারনাগুলো (বা আদৌ সেগুলোকে যুক্ত কিনা সেই প্রশ্নটাই) যেমন, পুনর্জন্ম, অদৃষ্টবাদ, ফ্রী উইল, আজীবন নরকযন্ত্রনা এবং তার সাথে উদ্ভুত মরাল প্রশ্নমালা, যন্ত্রনা কী ভালো, ভালো বলতে কার ভালো - আমার না ঈশ্বরের, যদি আমার আর ঈশ্বরের ভালো মন্দের অর্থাৎ মরলিটির ধারনা এত বিযুক্ত হয়, তাহলে আমার আর নিজের অর্থে ভালো/মন্দ হওয়ার অর্থ কী ইত্যাদি।

    ওনার পজিশনটা হচ্ছে যেন লজিক মেশিনের। আপনি যদি ইনপুট দেন, শরীর ছাড়া আত্মা সম্ভব, যেহেতু এই বক্তব্যের লজিকাল ডিসপ্রুভাল সম্ভব নয়, অতএব তিনি এটাকে সত্যি ধরে নিয়ে তার কনসিকোয়েন্স কী কী এসব বুঝতে চান।

    আরেকটা ব্যাপার হচ্ছে, ভদ্রলোক সবাইকে নিজের প্রোপোজিশন পরিষ্কার ভাবে না বোঝালে শান্তি পান না বোধহয়, তাই এনার প্রতিটা লেখাই বিন্দুমাত্র বাহুল্য ও ধোয়াঁশা বর্জিত।
  • robu | 11.39.36.132 | ১৬ জানুয়ারি ২০১৬ ১৯:১৭502024
  • দা প্লেগ - কামু।
    লাল শালু - সইয়দ ওয়ালীউল্লাহ।
  • Bratin | 11.39.39.134 | ১৬ জানুয়ারি ২০১৬ ২২:৫৭502025
  • সমরেশ বসুর গল্পসমগ্র - প্রথম খন্ড।মৌসুমী প্রকাশনী
  • dd | 116.51.31.95 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৫502026
  • সেই রোমোলা থাপার। আবার। প্রবন্ধ সংকলন। ফের।

    নাম The past as present : Forging contemporary identities through history। যা কায়দা সে ঐ নামে।

    গোটা কুরি এসে। বেশীর ভাগই পাঁচ ছয় পাতার। অনেকগুলি ই পড়ে মনে হয় কেউ এসে বলেছে "দিন না,দিন না। আমাদের মেগাজিনের জন্য একটা ছোটো প্রবন্ধ লিখে দিন না",আর উনিও সটাসট উনার পুরোনো লেখার থেকে কাট অ্যান্ড পেস্ট করে দিয়েছেন।

    আদৌ রেকোমেন্ডেড নয়।
  • sosen | 177.96.43.116 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২১502027
  • দ্বিতীয়বার পড়লাম দ্য প্রাইস অফ সল্ট-Patricia Highsmith। প্রথমবার ভালো লাগে নি, কিন্তু এবার ভালো লাগল।

    পড়ছি Your Heart Is a Muscle the Size of a Fist। লেখক সুনীল য়াপা। সুন্দর লেখা।
  • Rana | 131.241.218.141 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৬502028
  • Spirou and Fantasio সিরিজ কোথায় পাওয়া যেতে পারে? একটু সস্তায় ইংরেজী অনুবাদ। ভারতে Eurokid যে গুলি বার করেছে সেগুলি ছাড়া। সেগুলি আছে।
  • sinfaut | 127.195.47.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৮502029
  • The mysterious ailment of Rupi Baskey

    - Hansda Sowvendra Shekhar
  • Tim | 108.228.61.183 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৪502030
  • Science vs. Religion, What Scientists really think
    -E.H. Ecklund
  • sinfaut | 127.195.39.50 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৫502031
  • Annihilation of Caste, Annotated Critical Edition
  • I | 192.66.81.195 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩১502032
  • ওরে সিঁফো তুই কলকাতায় আয়।দরিয়াকে কলকাতার ইস্কুলে ভর্তি কর।দরিয়া ক্লাশ ফাইভ সিক্সে উঠুক। তারপরে দেখবো তোর পাঠগরিমা কেমন থাকে।
  • dd | 116.51.31.229 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪১502034
  • ছিঁফো পঠিত বইটি কি আম্বেদকারের সেই স্পীচ? আর গাঁধী বাবার চিঠি? সেই সব?
  • kc | 198.70.62.74 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৬502035
  • ছিঁফো পঠিত বইটার ইন্ট্রোডাকশনে অরুন্ধতী রায়ের একটা লম্বা লেখা আছে। ছিঁফো আমাকে সেটা পড়বার রেকো দিয়েছিল। এইমাত্র সেটা শেষ করলাম। অসাধারণ। ছিঁফোকে থ্যাঙ্কিউ।
  • Bratin | 74.233.173.203 | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৭502036
  • স্ট্রেট ড্রাইভ - সুনীল গাভাসকার
  • Blank | 24.99.67.58 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৭502037
  • জলধর সেনের 'হিমালয় সমগ্র', সম্পাদনা সুবিমল মিশ্র।
    দে বুক স্টোর
    প্রায় ১২২ বছর আগে লেখা হিমালয় ভ্রমনের অভিজ্ঞতা।
    "সাধারনত যে সকল যাত্রী তীর্থ দর্শনোপলক্ষে হরিদ্বার পর্যন্ত গমন করেন, তাহারা হৃষীকেশ পর্যন্ত যাইতে চাহেন না; কেন না পথ বড়ই দুর্গম"।

    "তার মুখে শুনলুম সেই মন্দিরের মধ্যে পাথরের উপর খুব বড় পায়ের চিহ্ন আছে; পান্ডারা তা অর্জুনের পদচিহ্ন বলে ব্যাখ্যা করে থাকে। শুনলুম সেই অসাধারন পদচিহ্নের মধ্যে আমাদের মত ক্ষুদ্র প্রানীর তিনখানি পা বেশ পাশাপাশি শুয়ে থাকতে পারে। অর্জুন অত বড় বীর, তাঁর পা আমাদের পায়ের মত হলে আর তাঁর পদগৌরব থাকে কোথায়?
    এসব বিষয়ে আমাদের আর্যজাতির খুব বাহাদুরি আছে; হনুমান বেচারাকে খুব প্রকান্ড করে আঁকতে হবে, অতএব সূর্যকে তাঁর কুক্ষিগত করানো হলো। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সূর্যের আকার বিস্তৃততর হয়েছে, সুতরাং হনুমানজির মহিমার তাতে হ্রাস হয় নি। এই রকম কুম্ভকর্ণের নারারন্ধ্র খুব বড় করে দেখানো দরকার - অতএব এক এক নিশ্বাসে বিশ-পঁচিশটা রাক্ষস বানর উদরে প্রবেশ করছে, আর বের হচ্ছে, কিন্তু তারপর যখন যুক্তি ও তর্কের কাল আসে তখন এই সমস্ত গাঁজাখুরি গল্পের এক একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রস্তুতের অত্যন্ত দরকার হয়ে পরে। তাতে দিনকতক চারদিকে খুব বাহবা পরে যায় বটে, কিন্তু শেষে ফল এই যে, এই সমস্ত গল্পের সেই প্রাচীন স্নিগ্ধ ভাবগুলিপ সম্পূর্ন বিনষ্ট হয় এবং তা হতে একট নূতন সহ্য আবিষ্কারের চেষ্টাও ব্যর্থ হয়ে পরে"
  • Blank | 24.99.37.193 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২১502038
  • কিশোরীলাল সরকার প্রনীত হেতমপুর কাহিনী

    পুনঃপ্রকাশ ঃ রাঢ় প্রকাশনী।
  • Bratin | 74.233.173.198 | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৭502039
  • হিমালয় সমগ্র টা ইন্টারেস্টিং হবে।

    আমি ট্রেনে আসতে আসতে পড়লুম " সবার ওপরে"। সুচিত্রা সেনের ওপর লেখা বই।পুরো বই টাই আর্ট পেপারে। দুষ্প্রাপ্য সব ছবি।

    পারুল প্রকাশনী।

    ভালো ঈ লাগছে।
  • I | 192.66.26.105 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৮502040
  • ফিকশন পড়ছি,ফিকশন-বোঝলেন? ইজাবেল আইয়েন্দের The House of the Spirits।অথচ তাও আপনেরা আমার এত নিন্দেমন্দ করেন।
  • Blank | 24.99.37.193 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৯502041
  • কমল চক্রবর্তীর উপন্যাস সমগ্র - ১, অভিযান প্রকাশনী
  • Bratin | 74.233.173.193 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:০৬502042
  • কে ইন্দ্র দার নিন্দে করেছে শুধু নাম টা নামতে চাই ঃ)
  • dd | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯502043
  • Simon Sebag Montefiore'র লিখিত Jerusalem : the biography।

    বইটি হোঁৎকা। আগেই বলে দি'। না হয়ে উপায়ই বাকী? আর্গুএবলি দুনিয়ার সব থেকে হ্যাপেনিং সিটি - সেও ও প্রায় তিন হাজার বছর ধরে। চিন্তা করুন, তিন্টে বাঘা বাঘা ধর্মের আঁতুরঘর/ বিরাট তীর্থস্থান তায় একটানা লড়াই আর যুদ্ধ। আর সেটা এখনো চলছে।

    তিন হাজার বছরের এরকম আরাবুল গোছের দামাল ইতিহাস এক হাজার পাতার ক্যাপসূলে পুরে দেওয়া কি সোজা কথা? কিন্তু ভদ্রলোক লিখেছেন খুব ভালো। তরতরিয়ে এগোয় পাতা,খুব একটা ফুটনোটে আকীর্ণ করেন্নি।

    বেসিকেলি একটা রেফারেন্স বই। হাতের কাছে রাখা ভালো।
  • sinfaut | 74.233.173.185 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৮502045
  • কাগজের বই? এটার ইবুক কেসিদা দিয়েছিল। পরে পড়বো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন