এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ri | 71.109.210.250 | ২১ মার্চ ২০০৬ ০১:০০497176
  • রহড়ার মানিকঘোষের মিষ্টির দোকানের পয়োধি - সারা পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না।
  • b | 194.202.143.5 | ২১ মার্চ ২০০৬ ০২:০০497187
  • একটা ডিম ভাজা জানি ... অসা। স্প্যানিশ ডিম ভাজা। তবে দু বছর টানা খাওয়ার পক্ষে ভালো নয়।
  • Arijit | 82.39.109.192 | ২১ মার্চ ২০০৬ ০২:৪৮497148
  • হাতি কেনার জন্যেও থ্রেড খুলেছে জনতা, এট্টু রসনার তৃপ্তির থ্রেড হবে না?

    গফ্‌ফর খাঁ মার্কেটের গলিতে "খুরানা"-র "তাওয়া চিকেন"
    গলি কাবাবিঁঞার "করিমস"-এর বিরিয়াণী
    ঘন্টিওয়ালার লস্যি, হালুয়া সোহন, লাড্ডু
    নিজামের পরোটা, বীফ কাবাব
    ...

    ইয়াম ইয়াম।

    আমি একাই সব দেবো নাকি?
  • Arijit | 128.240.229.3 | ২১ মার্চ ২০০৬ ০৩:০০497188
  • লিখেই ফ্যালো, শনিবার খাবো।
  • m | 24.166.170.155 | ২১ মার্চ ২০০৬ ০৩:০৬497172
  • পিটার ক্যাটের চেলো কাবাব।সিরাজ এর বিরিয়ানি।কিউপিসের বাঙালি খানা।প্যারামাউন্টের সরবত।বেথুনের সামনে ফুচকা।সুরুচির চপ।শর্মার রাবড়ি।দক্ষিনাপনের গেটে বৌদির টক-ঝাল আলুর দম।হলদিরামের দই-ফুচকা।অ্যাস্টরের কাবাব...আর লিখতে পারলাম না। হায়।
  • b | 86.135.120.72 | ২১ মার্চ ২০০৬ ০৪:০০497195
  • গোলা রুটির মত গোল চ্যাপ্টা ফোলা ফোলা, ভেতোরে অনুপান।

    হ্যা খুব ই পোস্তো খায়। আর মুড়ি। রক্ষে যে একটা দিয়ে আরেকটা খাই না। এটা অন্যন্য জেলার মানুষের প্রতি সমবেদনার কারণে, নইলে তারা ভির্মি খাবেন।
  • dri | 129.46.240.42 | ২১ মার্চ ২০০৬ ০৫:০০497196
  • আমি একটা বলি?

    একটু নারকোল ফ্লেকস দিলে কেমন হয়? একদম হাঁসবেন না। ডিমভাজায় মৌরী পড়লে সব পড়তে পারে।

    কিন্তু সিরিয়াস৯, আপনি বোধহয় একটা ইনগ্রেডিয়েন্ট মিস করেছেন। স্প্যানিশ ডিমভাজায় রসুনের সরু সারকুলার স্লাইস পড়ে। এটা আমি একটা স্প্যানিশ সিনেমায় দেখেছিলাম। মূল দুটো জিনিষ ছিল রসুন আর হ্যাম।
  • dri | 129.46.240.42 | ২১ মার্চ ২০০৬ ০৬:০০497198
  • না, না। ধন্যবাদ দেবেন না। বরং জিন্দাবাদ দিন ডিমভাজাকে। ব্যাচেলারাবস্থায় ওটিই তো আমায় বাঁচিয়ে রেখেছিল। সেই ডিমভাজাই এখন ডাগতার -- এমন হারামী ডাগতার -- খেতে বারণ করে!
  • b | 86.135.68.76 | ২১ মার্চ ২০০৬ ০৬:২৬497183
  • বোলপুর স্টেশন থেকে রেলপুল পেরিয়ে থানা যাওয়ার রাস্তায় ,পুল থেকে নামার মুখেই চপের দোকান। অন্যের পয়্‌সায় খেলে মোচা বা চিংড়ির চপ। নিজের পয়্‌সায় হলে বেগুনি। ভাস্কর লবণ এবং সমস্ত কাটোয়া এবং খুজুটিপাড়া গামী বাস এর আদর করে দেওয়া ধুলো মেশানো মুড়ি দিয়ে।

    ডায়রিয়ার গ্র্যান্টি সহ।

    স্বর্গীয়।

    ইনশাল্লা কিছুদিন পরেই আবার খাবো।

    এর পরের অংশ বলতে মামী না করেচে।
  • dri | 129.46.240.42 | ২১ মার্চ ২০০৬ ০৭:০০497199
  • আচ্ছা, সবই তো বলা হয়েছে। দিল্লিতে সিরি ফোর্টের কাছে একটা মালায়ালী দোকানে দুরন্ত অপ্পাম আর পোথু কারী পাওয়া যেত, সেই দোকানটা কি এখন আছে? সে প্রায় দশ বারো বছর আগেকার কথা।
  • sumeru | 59.93.203.237 | ২১ মার্চ ২০০৬ ১৬:১৭497194
  • ঝাড়গ্রামে--

    পার্বতী হোটেল। চুনো মাছ, বেগুন বাসন্তি। মাংস। অবশ্যই চাটনি।

    বোলপুরে--

    হোটেল শিল্পা। কিশোরীদার হোটেল।খাওয়াটাই আইটেম নম্বর।

    কুচবিহারে--
    কুচবিহার হোটেল। উত্তম হোটেল।মাছ, মাছ এবং মাছ, চোখ বুজে।

    রায়গঞ্জে--

    ঘুনুদার হোটেল, বাসষ্ট্যান্ডে। মোচা বা লাউ চিংড়ি।

    মালদায়--

    হোটেল সারথী। সাত রকম ভাজা দেয় ভাতের সাথে। অসাধরন ডাল। পাতশাক দিয়ে মটর ডাল বা এঁচোড় দিয়ে অড়হর ডাল বোনাস, পেলে মিস করবেন না। না থাকলে ছাই কুমড়া বড়ি দিয়ে মটর ডাল, কিসমিস নারকোল দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডাল খেয়েই খুশী থাকুন।

    লালগোলায়--

    লক্ষ্মীবাবুর ধাবা। অবশ্যই লোকাল মাছ যে দিন যা থাকবে। আড় থকবেই।

    টাকিতে --

    বসন্তদার দোকান( নাম ভুলে গেছি)অবশ্যই ইলিশ মাছ, এবং গোটা। ইলিশের মাথা দিয়ে কচুশাক বোধ হয় শনি ও রবি বার।

    দার্জিলিং এ--

    গ্লেনারিজ। যে কোন সিজলার।

    মদিনীপুরে--

    রতনের ফার্স্টফুড।ফিস ফ্রাই।

    পুরুলিয়ায়--

    নিমাইএর দোকান, মাইতি রেকর্ডসের পাশে। চোখ বুজে যে কোন কোপ্তা, রোজ হয়।

    গোসাবায়--

    মদনের দোকান। অবশ্যই গুলে মাছ বা চিংড়ির প্রিপারেশন, যাই থাকুক।

    ওতলাবাড়ি, জলপাইগুড়ি--

    লাভা মোড়ে দুটি দোকানের যে কোনোটায়, বোরলি মাছের পোস্ত।

    (চলবে)

    বিনীত
    সুমেরু

  • r | 202.144.91.204 | ২১ মার্চ ২০০৬ ১৭:৫৬497205
  • ব্যাঙ্গালোরে টিফানিজে জানলার ধারে বসে সিগারেট ফুঁকতে ফুঁকতে বিয়ার আর মিক্স্‌ড্‌ গ্রিল স্টেক।

    দিল্লিতে করিম্‌সে রুটি, চিকেন কোর্মা, মাটন চাপ আর ফির্নি মেরে বাল্লিমারানে জাম্বোসাইজের পান।

    নিউ ইয়র্কে গ্রীনিচ স্ট্রীটের পাশের গলির ছোট্টো থাই দোকানে রগ্‌রগে ঝাল রেড কারি আর ফ্রায়েড রাইস।

    লন্ডনে সিংগল মল্টের সাথে ফিশ এন্ড চিপ্‌স, মটরশুঁটি সেদ্ধ, টার্টার সস।

    ইস্তানবুলে বসফরাসের পাশে বসে রুটিতে মোড়া আদানা কাবাব আর কালো কড়া চা।

    কলকাতায় মাইরি হ্যারিসন রোডে কেষ্ট কাফের কাটলেট ছাড়া কিছু মনে পড়ছে না :-)

    বাড়ি ফিরে চিতল মাছের মুইঠ্যা, সর্ষে ইলিশ, লোইট্যার ঝাল, পাকা রুই দিয়ে দইমাছ, বড়ো বড়ো আলু দেওয়া লাল লাল খাসির ঝোল।

    জিভের অ্যাড্রিনালিন হই হই করে বইছে। মা গো, রক্ষা কর! খেতে দাও।
  • vikram | 147.210.156.39 | ২১ মার্চ ২০০৬ ১৮:২৫497216
  • বার্নার্ড শ এর বাড়ির সামনে একটা দুরন্ত বিরিয়ানির দোকান আছে।
    এত ভালো খুব কম খেয়েছি।

    বিক্রম
  • b | 194.202.143.5 | ২১ মার্চ ২০০৬ ১৮:৩৯497227
  • দুমকা বাস স্ট্যান্ড এ মধ্য রাতে ধনে পাতা দেওয়া ডিমের ঝোল আর গরম ভাত। আর দোকানের পাশের ঝোপ ঝোপ লংকা গাছ থেকে তুলে আনা কাঁচা লংকা। কপাল ভালো থাকলে এট্টু ঘি পাতে।
  • r | 202.144.91.204 | ২১ মার্চ ২০০৬ ১৮:৫১497238
  • আই পি কলেজের উল্টোদিকে পনেরো টাকায় গুজরাটি থালি, মজনু কা টিলায় মোমো আর থুক্‌পা, মুনিরকায় উডিপির নিরামিষ থালি,প্যাটেল চেস্টে ভেলপুরি, সেন্ট স্টিফেন্সের কাফেতে আন্ডা ভাজি, হিন্দুর ক্যান্টিনে ছোলে বটুরে, সি পির সেলার্সে বীফ স্টেক।
  • vikram | 147.210.156.39 | ২১ মার্চ ২০০৬ ১৯:১০497249
  • রাজাবাজারের সামনে কি চিৎকার গো।
    গোরু বিরিয়ানি
    গোরুঝঝোল
    গোরু বিরিয়ানি
    গোরুঝঝোল

    বাইরে আবার প্ল্যাকার্ডে লেখাই আছে নো বীফ।

    বিক্রম
  • Arijit | 128.240.229.3 | ২১ মার্চ ২০০৬ ১৯:১৩497149
  • কোন একটা রাজবাড়ির কষা মাংস নাকি উদুম খেতে - কোনটা ভুলে গেছি - শোভাবাজার কি?
  • sayan | 59.160.140.1 | ২১ মার্চ ২০০৬ ১৯:১৫497160
  • উফ্‌ফ্‌ ... অ্যামন মারাত্মন একটা থ্রেড কে খুলেছে, সামনে আয় ... খাবারগুলো সব গেল কই ... আহ, সবকটাকে খুন করব আজ
  • vikram | 147.210.156.39 | ২১ মার্চ ২০০৬ ১৯:১৭497164
  • রাজবাড়ি নয়।
    শ্যামবাজার পাঁচমাথর মোড়ে গোলবাড়ির কষা মাংস। কুচকুচে কালো ঝোল।

    তারপএ প্যারামাউন্টে ডাব সরবত।

    বিক্রম
  • sayan | 59.160.140.1 | ২১ মার্চ ২০০৬ ১৯:১৯497165
  • লাউচিংড়ী ঘুষোচিংড়ী খিচুড়ী আর ইলিশভাজা ডিমভরা মৌরলামাছভাজা পোনামাছের তেল দিয়ে বাটিচচ্চড়ি মাগুরমাছ আর আলু দিয়ে মাখোমাখো ঝোল সর্ষেইলিশ শোলমাছ আর আমসী দিয়ে টক উফ্‌ফ্‌ মা গো
  • raatri | 59.93.246.70 | ২১ মার্চ ২০০৬ ১৯:২৮497166
  • নিউ মার্কেটে রাস্তার ধারে পাওয়া যায় চাট,পাও ভাজি।ধর্মতলার মোড়ে কে.সি.দাসের দোকানের পিছনে খানিক হাঁটলে সব ফলের রস...বিরিয়ানি খেয়ে বেড়িয়ে রগরগে আমের জ্যুস ওপরে কাজু,কিসমিস ছড়িয়ে....সব ক্যালোরির চিন্তা কবরে শুইয়ে....
    অম্বরের ফিস ফ্রাই... ultimate।আর টম্যাটো জ্যুস নাম bloody merry
    সিরাজের তুলতুলে নরম কাবাব।
    জীশানের রোল।
    রাসবিহারীর মোড়ে বচ্চন-সিং-এর ধাবায় চিলি পনীর।
    কিউপি-র বাংলা খাবার,বিশেষত: কাঁকড়া।
    Exide পাড়ার মোমোর ছোটো দোকানগুলোর খাবার।
    la-zeezতো সত্যিই la-zeez
    ওখানেই gupta's-এ নিরামিষ থালি,প্রথমে আম্মো নাক কুঁচকেছিলাম!!
    বড়সড়গুলো বাদ দিলাম...বেশী গুড়ে তো বেশী ভালো হবেই বাবা!!
    আরো কত কতই তো আছে,এভাবে বিনি পয়সায় সব বলবই বা কেন?
    রাত্তির

  • vikram | 147.210.156.39 | ২১ মার্চ ২০০৬ ১৯:৩৩497167
  • জীশানের রোল নয় বাবা।
    রোলের দায়িঙ্কÄ সব ক্যাম্পারির।
    জীশানে হরিয়ালি কাবাব। সিরাজের রেজালা, সময়ে গেলে হালিম, আগে থেকে বলে গেলে মুর্গ মসাল্লাম।

    শর্মার লস্যি।

    বিক্রম
  • samran | 59.93.201.29 | ২১ মার্চ ২০০৬ ২২:০৩497168
  • পার্ক ষ্ট্রিট এর কুসুম রোলের রোল, জাকারিয়া স্ট্রিটের সোফিয়া'র হালিম, নেহারি। ফ্রী স্কুল ষ্ট্রিটের কস্তুরী'র চিকেন মুইঠ্যা, মোচার ঘন্ট, লাউ চিংড়ি, কচু শাক, মুড়িঘন্ট।

    ঢাকার মরনচাঁদের দই, হাজীর বিরিয়ানি, কাকলি রেষ্টুরেন্ট, কুমিল্লার কষা খাসি-পরোটা, ব্রাহ্মণবাড়ীয়ার ভগবতী মিষ্টান্নভান্ডারের রসমালাই,ছানামুখী আর তালের বড়া।
  • vikram | 147.210.156.39 | ২১ মার্চ ২০০৬ ২২:০৪497169
  • পোড়াবাড়ির চমচম নাকি হেবি।

    বিক্রম
  • sumeru | 59.93.201.29 | ২১ মার্চ ২০০৬ ২২:০৭497170
  • খাওয়ার জিনিসের কথা হচ্চে, কিন্তু বড্ড ড্রাই ড্রাই, না না পানীয়ের জন্য আলাদা লিংক হোক, কিন্তু একটু গপ্পো তো হতে পারে, শুধু লিষ্টি ?

    মিষ্টির জন্যেও আলাদা লিঙ্ক, ওখানে কেউ নিশ্চয়ই রণজিত সিংহের বই থেকে মাল নামাবে, বাকি থাক।

    সুমেরু
  • samran | 59.93.201.29 | ২১ মার্চ ২০০৬ ২২:৩৫497171
  • ঠিক বিক্রম।

    পোড়াবাড়ির চমচম।
    পদ্মার উপর চলন্ত ফেরীতে পেট-চুক্তি ভাত তক্ষুনি তক্ষুনি পদ্মা থেকে তুলে আনা ইলিশের জোল/আড় মাছ।

    দিল্লি'র করিম'স এর খাসির ষ্টু আর গোটা ঝলসানো চিকেন।

    সামরান
  • b | 194.202.143.5 | ২১ মার্চ ২০০৬ ২২:৪২497173
  • উত্তর বঙ্গের লাটাগুড়ির আনবিলিভেবল রসগোল্লা।
  • r | 59.92.193.238 | ২১ মার্চ ২০০৬ ২৩:০৮497174
  • না ভাই, রসগোল্লা মানে কোলকেতা! ঐ বাগবাজারের শ্যাওলাধরা নোনা দেওয়ালের গন্দ যদ্দুর ছড়িয়েচে তদ্দুর! অনেক দেখলুম। কিন্তু কোলকেতার বনেদী রসগোল্লার জাতই আলাদা! যদি না কোলকেতার কারিগর অন্য কোথাও বাসা বাঁদে।
  • r | 59.92.193.238 | ২১ মার্চ ২০০৬ ২৩:২০497175
  • যারা ব্যাঙ্গালোরে অন্ধ্র ইস্টাইল থালি খান নি তাদের জন্য। বলে রাখি এই হল দোসা-সম্বর-ইডলির পরে এখানকর জনপ্রিয়তম খাদ্য। নামী দামী অন্ধ্র ইস্টাইল রেস্তোরাঁ বলতে ভীমা, নাগার্জুনা, আর আর, নন্দিনী ইত্যাদি। বসলেন সামনে সবুজ কলাপাতা নিয়ে। সামনে ঘোন্‌ঘুরার আচার, আমের আচার, গান পাউডার আর নুন। প্রথম তিনটে মালই হয় রামটক নয় রামঝাল। এইবার থপ করে শাকপাত দেওয়া ডাল, একটি শুকে্‌না তরকারি, এবং আর একটি আচার গোছের তরকারী দিয়ে গেল। সবগুলো সেই এক- উদুম টক এবং উদুম ঝাল। এইবার হুড়হুড় করে ধোঁয়া ওঠা ভাত। তার সাথে ছোটো ছোটো চার বাটি- রসম, সম্বর, দই আর বাটার মিল্ক। পাশে পাঁপড়। ভাতের উপর হাতা ভরে ঘি। পেট ঠেসে খান, উহু আহা করুন, দদ্দর করে ঘামুন, জিভ ঝুলিয়ে মুখের লালা ফেলুন। খাওয়া শেষ হলে মনে হবে একটা খাওয়ার মতো খেলুম।

    বাঙালীরা কেউ এই খাওয়া পছন্দ করে বলে শুনি নি। তবে আমরা খুব খাই। এমন কি বাড়িতে আনিয়ে খাই।
  • m | 24.166.170.155 | ২২ মার্চ ২০০৬ ০৩:৩৯497177
  • বেলঘরিয়া স্টেশানের গায়ে রূপমন্দির সিনেমা হলের গায়ে গাবুদার দোকানের গরম রসগোল্লা আর পান্তুয়া দেবভোগ্য।

    চলবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন