এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পিজে বা PJ

    pharida
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১১ | ২৪৪১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sda | 132.176.98.243 | ১০ মে ২০১৩ ১৫:৫৮492468
  • ঃ)))))
  • কৃশানু | 177.124.70.1 | ১০ মে ২০১৩ ১৬:১৪492469
  • জ্জিও!!
  • সায়ন | 59.200.242.100 | ২৯ জুন ২০১৪ ০১:০৪492470
  • এটা অভ্যুর জন্য -
    "ধর কুপ্রীত নৌকায় করে গঙ্গাবক্ষে হাওয়া খাচ্ছে একা, সঙ্গে দুটি সিগারেট, কোনও একটি ধরাতে চায় কিন্তু দিয়াশলাই/লাইটার কিচ্ছু নাই। কুপ্রীত কী করবে?
    ...
    ...
    case1: একটা সিগারেট গঙ্গায় ফেলে দেবে, দিলে নৌকা হাকা ('ল' সাইয়েন্ট) মানে lighter হয়ে যাবে, সেই লাইটার দিয়ে সিগারেট ধরাবে তারপর।

    case2: একটা সিগারেট ওপরে ছুঁড়ে দিয়ে লুফে নেবে। catches win 'matches', সেই ম্যাচস্টিক দিয়ে ধরাবে।

    case3: হাতে জল নিয়ে ফোঁটা ফোঁটা ফেলবে, মানে টিপ টিপ করে। আমরা সবাই জানি, 'টিপ টিপ বরসা পানি, পানি নে আগ লগায়ে'। সেই আগুন দিয়ে সিগারেট ধরাবে।"

    ----------------

    এটা কুপ্রীতের জন্য -
    "ধর অভ্যু যখন ছাত্র ছিল, ক্লাস কেটে বিড়ি খেতে গেছে, সঙ্গে এক প্লেট পাও-ভাজি। পাও দিয়ে যেতে তুলে দেখে পাওয়ের নীচে প্লেটে লেখা জন্নত। তাহলে অভ্যু যে সারের ক্লাস কেটেছে তাঁর নাম কী?
    ...
    ...
    উত্তরঃ ঈশ্‌ক কী ছাও।
    ব্যাখ্যা - জিন কে Sir হো 'ঈশ্‌ক কী ছাও' 'পাও' কে নীচে 'জন্নত' হোগি"
  • Abhyu | 81.12.53.79 | ২৯ জুন ২০১৪ ০৭:৩৩492471
  • পাইয়ের ঘরে খুব মশা। কিন্তু ঘরে স্প্রে তো নেই-ই, অন্য কিছুই নেই ক্যালকুলাস বইটা ছাড়া। পাই এখন কি করবে?

    ডি ডি টি অফ মশা বার করবে।
  • তুলে দিলাম | 131.242.160.210 | ০৬ এপ্রিল ২০১৬ ১৬:২৬492472
  • টইয়ের নাম পিজে
    তাই খুঁজে নিন নিজে
  • b | 135.20.82.164 | ০৬ এপ্রিল ২০১৬ ১৬:৫৭492473
  • ওঃ কি প্রম্পট সার্ভিস। যাক একটু নন ভেজ।

    আমেরিকার নতুন রাষ্ট্রদূত কোনো একটি প্রাক্তন ফরাসী কলোনীর প্রেসিডেন্টের কাছে ক্রেডেনশিয়াল দাখিল করতে গেছেন। প্রাসাদে গিয়ে দেখলেন মহা ক্কেলো। চারদিকে সুন্দরী মহিলা ঘুরে বেড়াচ্ছেন। প্রেসিডেন্ট বুড়ো ভাম, দুই পাশে দুজন মহিলাকে বসিয়ে সোমরস পান কর্চেন। এই সব দেখে শুনে বাচ্চা অ্যাম্বাসাডরের তো চক্ষু চড়কগাছ। যাই হোক অতি কষ্টে নিজেকে সামলে নর্মাল কনভারসেশন চালাবার জন্যে সে জিগ্গেস করলঃ ইয়োর এক্সিলেন্সি, হোয়েন ডিড য়ু লাস্ট হ্যাড অ্যান ইলেকশন ? প্রেসিডেন্ট চোখ টিপে বল্লেন, জাস্ত বিফোল দ্য ব্লেক্ফাস্ট।
  • Abhyu | 47.39.151.164 | ২২ অক্টোবর ২০২১ ১০:১৯735059


    • - তিন স্টেপে একটা জিরাফকে ফ্রিজে ভরবে কি করে?
      - ফ্রিজের দরজা খোলো, জিরাফকে ফ্রিজে রাখো, দরজা বন্ধ করো।
      - চার স্টেপে হাতিকে ফ্রিজে ভরবে কি করে?
      - ফ্রিজের দরজা খোলো, জিরাফকে ফ্রিজ থেকে বার করো, হাতিকে ফ্রিজে ভরো, দরজা বন্ধ করো।
      - সবুজ রঙের প্রাণী, মাটির একশ ফুট নীচে থাকে, পাথর খায়। প্রাণীটার নাম কি?
      - গ্রীন স্টোন ঈটার।
      - জঙ্গলে পার্টি ছিল, সবাই গিয়েছিল, একজন বাদে। কে যায় নি?
      - হাতি, যাবে কি করে? ফ্রিজে বন্ধ ছিল যে।
      - এখান থেকে একটা সুড়ঙ্গ কাটা হল যেটা ভূকেন্দ্রের মধ্যে দিয়ে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছেছে। ঐ সুড়ঙ্গে এক টুকরো পাথর ফেললে কি হবে?
      - পাথরটা সিম্পল হার্মোনিক মোশনে সুড়ঙ্গ দিয়ে দুলতে থাকবে।
      - ধূর। একশ ফুট নীচে গেলেই গ্রীন স্টোন ইটার ওকে খেয়ে নেবে।
      - একটা কুমীর ভর্তি নদী পেরোতে হবে। একেবারে থিকথিকে কুমীর। কীভাবে পেরোবেন?
      - কীভাবে আবার, এমনি সাঁতার কেটে। কুমীরেরাও তো পার্টিতে গেছে।
     
     
    • - একটা দেশলাই বাক্স, চিমটে, বাইনোকুলার আর স্ট্যাটিস্টিক্স বই নিতে সুন্দরবনে যান।
      - মাতলা নদীর ধারে বসে স্ট্যাটিস্টিক্স বই পড়ুন।
      - স্ট্যাটিস্টিক্স বই পড়লে ঘুম পাবেই। ঘুমিয়ে পড়ুন।
      - কুমির আপনাকে খেতে আসবে।
      - পাশে খোলা স্ট্যাটিস্টিক্স বই দেখে কৌতুহলবশে কুমির বই পড়তে শুরু করবে।
      - স্ট্যাটিস্টিক্স বই পড়লে ঘুম পাবেই। কুমির ঘুমিয়ে পড়বে।
      - আপনি উঠে ঘুমন্ত কুমিরকে দেখবেন। ভয় পাবেন।
      - ভয় কাটাতে বাইনোকুলারের উলটো দিক দিয়ে কুমিরকে দেখবেন। কুমির ছোট হয়ে যাবে।
      - চিমটে দিয়ে ছোট হয়ে যাওয়া কুমির ধরুন।
      - দেশলাই বাক্স খুলে কুমির ভরুন।
      - দেশলাই বাক্স বন্ধ করে বাড়ি যান।
       
  • Abhyu | 198.137.20.25 | ২২ অক্টোবর ২০২১ ২৩:১০735061
  •  
    • Ruchira | 2600:1700:9c90:79f0:1517:1ba5:f605:e247 | ২২ অক্টোবর ২০২১ ২১:৪৪489121
    • জিরাফে স্টেপ নম্বর বলবে হাতির ক্ষেত্রে বলবে না - প্রশ্ন হবে একটা হাতিকে ফ্রিজে ঢোকাবে কি করে -যেই ওই তিন স্টেপ উত্তর বলবে তখন বলতে হবে নাআআআ - ওই জিরাফকে বের করে ...
      আর এগুলো পরপর হবেনা - প্রথম প্রশ্নর পরে হ্যাজরব্যাজোর অন্য প্রশ্ন করতে হবে  - দুটো ট্রেন মুখোমুখি যাচ্ছে মাঝখানে মাছি উড়ছে এইসব - তারপর হঠাৎ করে বলবে আচ্ছা এবার একটা হাতিকে ফ্রিজ-এ ঢোকাবে কি করে? 
      এরপর খানিক হ্যাহ্যা  করে হেসে আবার হ্যাজর ব্যাজার প্রশ্ন - তারপর সিংহ র বার্থডে ...
     
    • Abhyu | 198.137.20.25 | ২২ অক্টোবর ২০২১ ২৩:০৯489129
    • এক স্টুডেন্ট মনে করাল

      -পৃথিবীর দ্রুততম প্রাণী কোনটি?
      - হেলিকপটার থেকে ফেলে দেওয়া একটি হাতি।

      অনেক হ্যাজর ব্যাজরের পরে

      - ঐ দ্বীপ থেকে ফেরার সময় লোকটা মারা গেল - কিভাবে?
      (কুমীরের কামড়ে নয়, তারা তো সব সিংহের বার্থডে পার্টিতে গেছে) হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হাতি চাপা পড়ে।

    •  
  • অপু | 223.191.2.31 | ২৩ অক্টোবর ২০২১ ০২:২৮735062
  • আহা সেই টই :)))
     
    টই তুলে দেনেওয়ালা আপনার মুখে চপ কাটলেট পড়ুক।:))
  • অপু | 223.191.2.31 | ২৩ অক্টোবর ২০২১ ০২:৪৯735063
  • পুরো টই টা টুক করে প ড়ে ফেলনু। যাকে বলে টোটাটাটাল। :)))))
  • ফরিদা | ২৩ অক্টোবর ২০২১ ০৭:৩২735064
  • হিন্দি সিরিয়ালের লোকজন একবার ঠিক করল ক্রিকেট খেলবে এক রবিবার শিবাজি পার্কে।
     
    সেইমতো সবাই হাজির সকালে। ক্রিকেটের ব্যাট উইকেট প্যাড গ্লাভস এমনকি দারুণ দারুণ খাওয়ার ব্যবস্থা সব হাজির।
     
    কিন্তু সমস্যা একটাই। বল কেউই আনেনি। সবাই ভেবেছে বল তো কেউ না কেউ আনবেই। সবার মন খারাপ আর তখন বল কেনার প্রশ্নই নেই। দোকান খুলবে সেই এগারটায় আর বল কিনে আনতে আনতে অর্ধেক দিন কাবার।
     
    শেষ অবধি ভালোই খেলা হল। 
     
    "কিঁউকি...." কে একজন যেন বলে উঠেছিল — "একতাই বল"।
     
    ব্যস। সমস্যা সমাধান এক লহমায়।
  • অপু | 223.191.50.134 | ২৩ অক্টোবর ২০২১ ১৪:১০735065
  • ফরিদা, দারুণ। :))
     
     এটা কি বানালে?
     
    আরো কিছু দাও।
  • ফরিদা | ১৩ নভেম্বর ২০২১ ১০:৩৪735118
  • পোশাকদের দৌড় প্রতিযোগিতায় সবাইকে অনেকটা পিছনে ফেলে প্রথম স্থান পেল সোয়েটার।
    অপ্রত্যাশিত! স্পোর্টস শু, স্পোর্টস টি শার্ট এরাই ফেভারিট ছিল। বেসবল ক্যাপ তো প্রায় উড়ে উড়ে যায়। তাও হেরে গেল!
     
    — কীভাবে?  সবাই অবাক! 
     
    — কারণ সোয়েটার ছিল পশমের। একেবারে পিওর উল-কা.... 
  • সম্বিৎ | ১৩ নভেম্বর ২০২১ ১০:৫৪735119
  • সুতির শার্ট যে পুরো মিল-কা ছিল!
  • ফরিদা | ১৩ নভেম্বর ২০২১ ১১:০৯735120
  • ভালো দিয়েছ ন্যাড়া দা। 
    আরও মশলা অ্যাড করা যায় এতে। বাইরে থেকে সাপোর্ট পাচ্ছিল ওড়না।  মো-জা...।  কিছুটা অনুনয়ের সুরে জা-মা....cheeky​​​​
     
     
  • syandi | 45.250.246.45 | ১৪ নভেম্বর ২০২১ ১৯:০৮735122
  • এবার আমি একটা দিয়ে দিই। 
    শাহরুখ কি খান? কে প্রথম উত্তর দিতে পারেন দেখি।
  • Abhyu | 47.39.151.164 | ১৪ নভেম্বর ২০২১ ২১:৩৩735123
  • উত্তর হল হ্যাঁ :)
  • syandi | 45.250.246.45 | ১৪ নভেম্বর ২০২১ ২১:৩৭735124
  • অ্যামেন্ডমেন্ট: কি > কী
    এবার বলুন :-)
  • Abhyu | 47.39.151.164 | ১৪ নভেম্বর ২০২১ ২১:৪৩735125
  • জানি নে!
  • syandi | 45.250.246.45 | ১৪ নভেম্বর ২০২১ ২১:৪৯735126
  • উত্তর খুব সোজা। একেবারে জলবত তরলং যাকে বলে।
  • syandi | 45.250.246.45 | ১৪ নভেম্বর ২০২১ ২২:১৩735127
  • উত্তর: শাহরুখ ময়ূর খান। 
  • Abhyu | 47.39.151.164 | ১৪ নভেম্বর ২০২১ ২২:২১735128
  • অ্যাঁ??
  • syandi | 45.250.246.45 | ১৪ নভেম্বর ২০২১ ২২:২৫735129
  • বিশ্বাস না হলে এইটে দেখুন :-)
  • নামে কী আসে যায়? | 207.244.126.132 | ১৮ নভেম্বর ২০২১ ০৭:৪১735130
  • কাশীর গলিতে ফেলুদা, তোপসে ও লালমোহনবাবু হাঁটছেন। ফেলুদা অব্যেসমত জ্ঞান দিয়ে চলেছে। তোপসে আর লালমোহন নীরব শ্রোতা। হঠাৎ থাকতে না পেরে লালমোহনবাবু কইলেন - 'ফেলুবাবু, যে বাপী জ্ঞান দেয়, তাকে কী বলে বলুন ত?' ফেলুদা অপ্রুস্তুত হয়ে বলল - 'কি?' লালমোহনের মোক্ষম জবাব - 'জ্ঞানবাপী।' ক্যালকাটা লজ পজ্জন্ত বাকি রাস্তায় ফেলুদা স্পিকটি-নট।
  • ফরিদা | ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৫735744
  • আপনি জানতেন কি, সুগায়িকা লতা মঙ্গেশকর কতটা স্বাস্থ্য সচেতন ছিলেন? যদিও তার জন্য কষ্ট ভোগ করতে হয়ছিল তাঁকেও।

    সিঁড়ি থেকে পড়ে গিয়ে ভয়ানক চোট পেয়ে একবার মাস তিনেকের জন্য শয্যাশায়ী। তবুও কোলাবার বহুতল প্রিয় স্টুডিওর লিফট ব্যবহার করেন নি কোনও দিনই।

    রিসেপশন লবি পেরিয়ে লিফটের দিকে তাকিয়ে মুচকি হেসে সিঁড়ির দিকে চলে যেতেন, গুণগুণ করতেন...
     
     "আজ ফির জিনে কি....."
  • Abhyu | 47.39.151.164 | ০১ মে ২০২২ ১৯:৫৯736437
  • কোন কোন জিনিস প্রমাণ করতে সাক্ষীর দরকার হয়?
    ১। ক্রাইম
    ২। অ্যাকসিডেন্ট
    ৩। বিয়ে
  • Ranjan Roy | ০৩ মে ২০২২ ০৬:০০736461
  • বাড়ির চাকর মাছ কিনে এনেছিল। মাছ দেখে গিন্নি নাক সিটকে কর্তাকে কিছু বললেন। কিন্তু দৌড়ে এল চাকর। তাহল ওর নামটি কী?
  • Amit | 121.200.237.26 | ০৩ মে ২০২২ ০৬:০৩736462
  • পঁচা 
  • অপু | 42.110.138.194 | ০৭ মে ২০২২ ০৪:৩০736477
  • ফরিদা,
     
     10:55 পুরো অসামশালা। আরো হোক 
  • ফরিদা | ০৩ মার্চ ২০২৩ ১৫:২৯739594
  • Q. Jhinga  lala who? 
    - Hurrrrrhhh hurrrhhhhhh...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন